এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rivu | 78.232.127.201 | ১৬ মে ২০১৩ ১১:৪৮604857
  • এই যে কাঁঠাল নিয়ে এত আলোচনা হচ্ছে কিন্তু আম বা লিচু নিয়ে হচ্ছেনা, এর থেকে কি প্রমাণ হয় যে রবীন্দ্রসঙ্গীতের প্রভাবে বাঙালি জাতি ক্রমশই ন্যাকা হয়ে উঠছে?
  • siki | 132.177.76.221 | ১৬ মে ২০১৩ ১১:৫৩604858
  • সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মস্থানের নামও কাঁঠালপাড়া। কখনও আমপাড়া বা লিচুপাড়া নামে জায়গার নাম হতে দেখেছেন?

    কাঁঠাল হল অসাধারণ ফল। তাকে কাঁচা অবস্থায় নিহত করে এঁচোড় নাম দিয়ে খেয়ে ফেলা, সে কাঁঠালের প্রতিও অকমান, নিজের স্বাদকোরকের প্রতিও। আমি এঁচোড় একেবারে খেতে পারি না। এদিকে সমগ্র উত্তর ভারতে পাকা কাঁঠাল বিক্রিই হয় না। কালচারালি উত্তরভারতীয়রা যে বাঙালিদের অনেক অনেক পেছনে পড়ে আছে, তাতে আর আশ্চর্য কী?
  • san | 131.242.177.19 | ১৬ মে ২০১৩ ১২:৩৩604859
  • এঁচোড় খায় না , এই না হলে বেথে? ওফ্ফ।
  • san | 131.242.177.19 | ১৬ মে ২০১৩ ১২:৩৬604860
  • কিন্তু এদিকে তো কাঁঠাল বিক্কিরি হয় ।
  • dukhe | 212.54.74.119 | ১৬ মে ২০১৩ ১২:৩৯604861
  • স্পষ্টতঃই কাঁঠালকে নিয়ে কবি-সাহিত্যিকদের এই উচ্ছ্বাস কোনো জনসম্পর্কহীন এলিট কল্পসন্দর্ভ নয়, বরং গণচেতনার স্বতঃস্ফূর্ত স্বীকৃতির প্রতিফলন। ভারতীয় সমাজের পারিবারিক ধাঁচায় কাঁঠালের এই ভূমিকা খুব স্বাভাবিক। আয়তনের কারণে এটি আম, কলা, পেয়ারা কিংবা আপেলের মত ব্যক্তিগত সুখ চরিতার্থ করেই থেমে থাকে না, একটি পরিবারকে তৃপ্ত করার ক্ষমতা রাখে। ছোট পরিবার সুখী পরিবারের যে পোস্টারগুলি স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যমান, একটি কাঁঠাল অনায়াসেই সেখানে নিজের স্থান করে নিতে পারে। ভারতীয় সিনেমায় গভীর প্রেমের দৃশ্যেও "ইয়ে কাঁঠাল খা গ্যয়ে হম/ তেরি সাথ সাথ চলতে" গানটি কাঁঠালের মাধ্যমে 'ম্যয়' থেকে 'হম' তথা ব্যষ্টি থেকে সমষ্টিচেতনায় উত্তরণের দ্যোতনা নিয়ে আসে।
  • siki | 132.177.76.221 | ১৬ মে ২০১৩ ১৩:০২604862
  • প্লিজ আমার জন্য একটু কাঁঠাল কিনে রাখবি? আমি তোর জন্য এঁচোড় কিনে নিয়ে যাব।

    এঁচোড়, ওয়্যাক!
  • siki | 132.177.76.221 | ১৬ মে ২০১৩ ১৩:০৩604863
  • উফফ, সেই পিএইচই-র গাছ থেকে কাঁঠাল পেড়ে আনয়ন, উইং শুদ্ধু ছেলেদের কাঁঠালের গন্ধে পালিয়ে যাওন, খাদ্যমন্ত্রী পর্থ মোটুজ্জের মাত্র দশ কোয়া খেয়েই হাত উত্তোলন। শেষে ঐ গামা কাঁঠাল হাফ হাফ করে রমা বৌদি আর আর আমার খাওন। কত কোয়া যেন খেয়েছিলাম? ছত্রিশ না আটত্রিশ?

    গতজন্মের কথা মনে হয়।
  • bm | 79.181.200.155 | ১৬ মে ২০১৩ ১৩:১৫604864
  • কাঁঠালের মত আর কোন ফলকে নিয়ে এমন তীব্র আকর্ষণ ও বিকর্ষণ আর দেখিনি।
    "চাউল্যা কাঁঠাল দিয়া পান্তা ভাত দিয়া" - পেটের গভীর গন্ডোগোলে ভর্তি হওয়া এক হাসপাতাল বাসিনীকে 'খিদে পেয়েছে নাকি? কি খাওয়ার ইচ্ছে?' এই প্রশ্নের উত্তরে উপরোক্ত বাক্যিটি বলতে শুনে বাক্যিহারা আমার মনে কাঁঠালের মহিমা নিয়ে আর কোনদিন কোনো সন্দেহ উঁকিঝুঁকি মারেনা।
  • কৃশানু | 177.124.70.1 | ১৬ মে ২০১৩ ১৩:২২604865
  • স্যান্দি কাঁঠাল খায় শুনে ইস্তক আমার মোল্লা নাসিরুদ্দিন এর বেড়াল সংক্রান্ত গল্পটা মনে পড়ছে।
    - এটা যদি গোস্ত হয় তাহলে বিড়াল কোথায়? এটা যদি বিড়াল হয় তাহলে গোস্ত কোথায়?
  • siki | 132.177.76.221 | ১৬ মে ২০১৩ ১৩:৩০604867
  • হাহাহাহাহাহাহাহাহা :))))))))
  • san | 213.88.22.139 | ১৬ মে ২০১৩ ১৩:৩৪604868
  • জঘইন্য :-)
  • sosen | 125.241.115.237 | ১৬ মে ২০১৩ ১৩:৩৯604869
  • কাঁঠাল ভালো জিনিস নয়। এঁচোড় ভালো। কাঁঠাল ও তার গন্ধ প্রাইভেট স্পেসে ইন্ট্রুশন। ঠেকানো যায়না। :(
    আচ্ছা, সিকি লিচুবাগান, আমতলা এরম কিছু শোনেনি?
  • phutki | 131.241.146.122 | ১৬ মে ২০১৩ ১৪:১২604870
  • ছোটোবেলায় এই কাঁঠাল কে যে কি ভালবাসতাম। কিন্তু বাড়িতে ঢুকতে পারত না। আমার বাড়িতে "হয় বাবা নয় কাঁঠাল" টাইপের একটা পরিস্থিতি ছিল। মনে আছে ,একবার এক টিফিন কৌটো কাঁঠাল ছিল রান্নাঘরে। বাবা অফিস থেকে ফিরে ব্যাগ রেখে বলল, " আমি ঘুরে আসছি। আশা করি ঘন্টাখানেক পরে ফিরতে পারব।" বলে বেরিয়ে গেল।
    কিন্তু আমি কেমন কাঁঠাল হ্যাংলা হয়ে ঘুরে বেড়াতাম। তাই মাসি, পিসি , মামী যে পারত ধরে খাইয়ে দিত। তখন তো ফোন ছিল না। সকালে বাবা বেরোলে দাদু আসত আমার জন্য কাঁঠাল নিয়ে। পিসির গাছের কাঁঠাল নামলেই ডাক আসত আমার। আহা মেয়েটা রাঙাদার অত্যাচারে একটু কাঁঠাল পায় না গো।
    সেই আমি কেমন আস্তে আস্তে আমার বাবার মেয়ে হয়ে গেলাম। সেশ কবে খেয়েছি মনে পড়ে না। এখন আমারও ঐ গন্ধ পেলে মনে হয়, "একটু ঘুরে আসি তবে"।
  • dukhe | 212.54.74.119 | ১৬ মে ২০১৩ ১৪:৪৫604871
  • বাঙালীর কাছে গ্রীষ্মকাল মানে যেমন রবীন্দ্রজয়ন্তী, তেমনই আমকাঁঠালের যুগলবন্দীর উদযাপনও বটে। যা কিছু সুন্দর, মানবজীবনে যা কিছু কাম্য, কাঁঠাল যেন সেসবেরই এক মূর্ত অবয়ব। কাঁঠালের মধ্যেই যেন বাঙালীর সমস্ত স্বপ্নের বীজ একাধারে বপন করা রয়েছে। যে অদ্ভুত, স্বপ্নের, গল্পের দিনের সুদূর কল্পনা নিয়ে আকবর বাদশা থেকে হরিপদ কেরানী দৈনন্দিনকে সহ্য করে চলে, যে স্বর্গ কোনোদিন ধরায় নামবে না জেনেও যার আকর্ষণ জোয়ারের জলের মতই রক্তকে উদ্বেল করে তোলে, আমাদের প্রাণের সেই গভীর গোপন মহা-আপন স্বপ্নসম্ভবকে আমরা একটিমাত্র অভিধাই দিতে পারি।
    কাঁঠালের আমসত্ত্ব।

    (শেষ)
  • রূপঙ্কর সরকার | 126.202.218.160 | ১৬ মে ২০১৩ ১৫:০৩604872
  • ফেসবুকে 'কাঁঠাল' সম্পর্কিত ঘনাদা (রামকৃষ্ণ ভট্টাচার্য)-র এক পোস্টে আমি এই কমেন্ট করেছিলাম দুদিন আগে।
    এখানে কাট-পেস্ট করার লোভ সামলানো গেলনা।

    ' আমার এক খদ্দের একবার ইন্সপেক্‌শনে আমায় কল্যাণী নিয়ে গেল। পচ্চিমবঙ্গো সরকারের পরিত্যক্ত একটা ফ্যাক্টরি এরা কিনেছে, তাই দেখাতে। বিরাট এলাকা, প্রচূর গাছপালা, ফ্যাক্টরি বলে বোঝাই যাচ্ছেনা, হঠাৎ ব্যাটা বলে, সরকার সাব, ক্যাট্‌ল লেঙ্গে ? সাথমে তো গাড়ি হ্যায়। আমি হকচকিয়ে গিয়ে বললাম, ক্যাট্‌ল লেকে কেয়া করেঙ্গে? তখন ব্যাটাচ্ছেলে বলে, কিঁউ, বংগালি লোগ তো খাতে হ্যাঁয়। আমি বললাম, নাহি ভাই, হম মচ্ছি জরুর খাতে হ্যাঁয়,তুমহারে য্যায়সে শাকাহারি নহি, মগর বীফ তো খাতে নহি। সে বলল, রাম রাম, ইয়ে কেয়া বোল দিয়া আপনে, আরে ক্যাট্‌ল নহি, ক্যাট্‌ল, ক্যাট্‌ল - আমি এঁচোড় আনলে আজও আমার ছেলে বলে, বাবা, শেষমেষ তুমি ক্যাট্‌ল আনলে ? '
  • siki | 132.177.76.221 | ১৬ মে ২০১৩ ১৫:১০604873
  • হুঁ, হিন্দি উচ্চারণে এঁচোড়কে বলে ক্যাটয়েল। হিন্দি বানান অনুযায়ী কটৈল।
  • de | 69.185.236.51 | ১৬ মে ২০১৩ ১৫:১৭604874
  • ঘন দুধে কাঁঠালের ক্ষীর অপূর্ব!!
  • রূপঙ্কর সরকার | 126.202.218.160 | ১৬ মে ২০১৩ ১৫:২২604875
  • সিকি - গ্যাংস অফ ওয়াসিপুর দেখেছ? পরিষ্কার কাঁটাল/কাঁঠাল বলছিল তো ।
  • siki | 132.177.76.221 | ১৬ মে ২০১৩ ১৫:২৩604876
  • হোসেন - বাগান, তলা এগুলো ক্ষুদ্র রিজিওনাল স্পেসের পরিচায়ক। সামান্য একটা বাগান একটা ফলের নামে, সামান্য একটা গাছতলা একটা ফলের নামে। ফুঃ। সমগ্র পাড়া কি হতে পেরেছে এই আমলিচুর নামে? আম অতি সাধারণ ফল। ভণ্ড রাজনীতিকদের মতন, বুজীদের মতন নাম বদলায়, দেশে দেশে, রাজ্যে রাজ্যে। এক নামে তাকে চেনা দুষ্কর। বোঝা দুষ্কর। আমজনতা বলতে পাপা-দেরই বোঝায়। পাপা মানে যদি না বোঝেন কমরেড, তা হলে জেনে নিন, পাপা মানে পাতি পাবলিক। এত সাধারণ ফলের কদর তাই উত্তর ভারতের অনেক এলিট সমাজে করা হয় না। দিল্লির অনেক কলোনীতে দেখবেন গেটের গায়ে লেখা থাকেঃ "ইয়ে আম রাস্তা নেহি হ্যায়।" অর্থাৎ ঐসব রাস্তায় আম নিয়ে ঢোকা নিষিদ্ধ। কাঁঠালের জন্য কিন্তু কোথাও এমন নিষেধাজ্ঞা থাকে না।

    আর লিচু? বিহারের মত একটা পিছিয়ে পড়া রাজ্য, যার দেখাবার মত কিছুই নেই, সে শুধু নাম কেনে লিচুর জোরে। কী? না মজঃফরপুরের লিচু। আপনি বিহারের ঠেকুয়া ভালোবেসে খান, নলেন গুড়ের সন্দেশ ফেলে? ছাতু-লিট্টি খান, ভাপা ইলিশ বা ডাব চিংড়ি ফেলে?

    ঠিক তেমনি, কাঁঠাল ফেলে কেউ যদি বলে লিচু বেশি ভালো খেতে, লিচু খাবো, তা হলে, কমরেড, তার প্রতি অনুকম্পার বরপশীতল দিষ্টি দিয়ে অস্ফুটে "খোট্টা" বলা ছাড়া আর কোনও উপায় থাকে না।
  • siki | 132.177.76.221 | ১৬ মে ২০১৩ ১৫:২৫604878
  • রূপঙ্করদা, না, আমি খুব একটা সিনেমা টিনেমা দেখি না।

    উত্তরপ্রদেশের মধ্যেই কিন্তু প্রচুর রকমের ডায়ালেক্ট চালু আছে। আমি যেখানে থাকি, সেটা এক্সট্রীম ওয়েস্ট ইউপি বলা যায়। কাঁঠাল শব্দটার অপভ্রংশ হতে হতে, হতে পারে এই গাজিয়াবাদে এসে সেটা কটৈল হয়ে গেচে।
  • রূপঙ্কর সরকার | 126.202.218.160 | ১৬ মে ২০১৩ ১৫:৩৮604879
  • সিকি - এটা কিন্তু দেখতে পার। আমিও খুব একটা দেখিনা। অনেকগুলো কাগজে ভাল রিভিউ বেরোলে ডাউনলোড করে দেখি। পারলে বা সময় পেলে দেখো। দুটো পার্ট আছে ছবিটার। হ্যাঁ, এটা যেখানকার ঘটনা, সেটা ধানবাদ অঞ্চল।
  • siki | 132.177.76.221 | ১৬ মে ২০১৩ ১৫:৪১604880
  • আচ্ছা, তার মানে ইউপি নয়।

    দেখব। বিহার ঝাড়খণ্ডে অনেক কথা বাঙালিদের সাথে মেলে। ভাত, পোস্ত ....
  • jhumjhumi | 127.194.239.229 | ১৬ মে ২০১৩ ১৮:০৬604881
  • ম্যাগো, কাঁঠালের গন্ধে তো অন্নপ্রাশনের ভাত উঠে আসে, তাকে নিয়ে কি আদিখ্যেতা! ঃ-((
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ১৮:১১604882
  • দুখেদা, ব্যাপক ! ঃ)
    কাঁঠালের সাথে বিন্দুমাত্র পিরিতি না থেকেও রসিয়ে রসিয়ে পড়ে ফেল্লুম ! ঃ)
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ১৮:১৫604883
  • কিন্তু কাঁঠালপাতা ছড়ানো নিয়ে দু'চারকথা হবেনা ? তাতিনের অবশ্য ঐ বিষয়ে পিএইচডি।
  • b | 122.79.44.17 | ১৬ মে ২০১৩ ১৮:৪৮604884
  • ব্যাস দুখে দার হয়ে গেল হেড আপিস আপত্তি জানিয়েছে ঃ))
  • b | 122.79.44.17 | ১৬ মে ২০১৩ ১৮:৫০604885
  • হোক হোক কাঁঠাল পাতা নিয়েও হোক। ও তাতিন কোথায় হে তুমি?
  • dd | 132.167.39.111 | ১৬ মে ২০১৩ ২০:০৩604886
  • আম দিয়ে ভুগোলে তো প্রচুর এগজাম্পোল আছে। শুধু আমবাগান বা আমতলা ক্যানো।
    আম আজন,আম স্টারডাম থেকে আম এদাবাদ। আমে আমাক্কার।

    সিকি জানে না। বড্ডো ছেলেমানুষ।
  • b | 135.20.82.166 | ১৬ মে ২০১৩ ২০:০৭604887
  • আম এরিকা? ডিডি আসলটাই বাদ দিলেন?
  • dukhe | 127.194.251.239 | ১৬ মে ২০১৩ ২১:৩২604889
  • pi, কাঁঠালপাতা মিস হয়ে গেছে। পরের এডিশনে। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন