এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ মে ২০১৩ ২১:২৭605252
  • হার্বার্ট এর পর আর কিছু না করাই ভালো।
  • b | 135.20.82.164 | ১৫ মে ২০১৩ ১২:০৪605253
  • নাঃ। বরযাত্রী দেখতে হলে সত্যেন বসুর পুরোনোটাই দেখুন, ঐ টিভি-র কাতুকুতু দেওয়া ভাঁড়ামো নয়। কালী ব্যানার্জী, হারাধন, অনুপকুমার, সত্য বন্দ্যো ইত্যাদি।
  • lcm | 34.4.162.218 | ১৫ মে ২০১৩ ১২:১১605254
  • হারবার্ট কিছুটা হাইপ্‌ড সিনেমা। নব্যেন্দু চ্যাটার্জি অমন সিনেমা বানাতো।
  • রূপঙ্কর সরকার | 126.203.185.100 | ১৫ মে ২০১৩ ১২:৩৬605255
  • সিনেমা বানানো যে কী ঝক্কি, যাঁরা বানান, তাঁরাই জানেন। নব্যেন্দুদা আমাদের গ্রুপের লোক ছিলেন। (ধানাই পানাই তে উল্লেখ আছে) তাঁর তৈরী সাইকো থ্রিলার 'ওরা তিন জন' রাসবিহারীর মোড়ে বিশাল হোর্ডিং টাঙিয়েও শেষ মেষ রিলীজ করলনা, মানে, করতে পারলনা। ওঁর একটা ছবির প্রযোজক ( সে সময়ে প্রযোজক আর ফিনাসসিয়ার আলাদা লোক হ'তনা) ছিল এক সাইকেলের দোকানের মালিক। নায়িকা তনুজা। তো সাইকেলওয়ালা বলল, তনুজার একটা বাথরুম সীন দিতে হবে। নব্যেন্দুদা বললেন, কিন্তু চিত্রনাট্যে তো তেমন কোনও সংস্থান নেই। সাইকেল বলল, থাইলে আমি ট্যাকা দোবোনা ব্যাস্‌।
  • kallol | 125.241.26.228 | ১৫ মে ২০১৩ ১৫:০৩605256
  • এখন অবশ্য, নিজের মতো সিনেমা বানানোর খরচ অনেক কমে গেছে, হ্যাপাও। অবশ্য উত্তরা-পূরবী-উজ্জ্বলায় রিলিজ করতে গেলে হ্যাপা ও খরচ দুইই অকাশ ছোঁয়া।
    এরকম এট্টা সিনেমা (মিনিট ২য়েকের) কেউ বানাবে কি?

    একটা চোর রাতের বেলা একটা বাড়িতে ঢুকেছে। বেডরুমে ঢুকে পরে দেখে বর-বৌ ঘুমুচ্ছে। চোর বরটিকে তুলে আচ্ছাসে চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধলো। তাপ্পর মেয়েটির সাথে ঘনিষ্ট হয়ে কিছু একটা করতে যেতেই মেয়েটি কিছু একটা বল্লো। চোরটি থ্যাঙ্কু বলে বাথরুমে সেঁধালো।
    বরটি বৌকে বল্লে, দ্যাকো, চোর সুবিধের নয়। বেশ ডেঞ্জারাস মনে হলো। ও যদি তোমার কাছে কিছু চায় তো না কোরো না, বাধা দিয়ো না। নইলে হয়তো ও আমাদের খুনও করে ফেলতে পারে। তবে সোনা, যাই হোক না কেন - আমি তোমায় ভালোবেসেই যাবো।
    বৌটি বল্লে, ত্যামন কিচু নয়। তবে কি না চোর ফিসফিস করে কানে কানে বল্লে যে সে সমকামী। এবং তোমায় তার খুউউব পচোন্দো। জিজ্ঞাসা কল্লে ভেসলিন কোই। আমি বল্লুম বাদরুমে। তবে সোনা, যাই হোক না কেন - আমি তোমায় ভালোবেসেই যাবো।
  • কৃশানু | 177.124.70.1 | ১৫ মে ২০১৩ ১৫:০৬605257
  • কল্লোলদা, এটা আগেরদিন পিজে তে লিখলেন তো !!
  • কল্লোল | 125.241.26.228 | ১৫ মে ২০১৩ ১৫:৪১605258
  • সেটাই তো। মনে হলো এটা ফিলিম হলে জমে যাবে।
  • কল্লোল | 125.241.26.228 | ১৫ মে ২০১৩ ১৫:৪৩605259
  • সেটাই তো। মেয়ে - পাওলি, ছেলে - পরম, চোর - শাশ্বত।
  • Kaju | 131.242.160.180 | ১৫ মে ২০১৩ ১৬:২১605260
  • চোর শাশ্বত না, ওই চেহারায় পালাতে পারবে না, বব্বিশ্বাস কেস হয়ে যাবে। কাঞ্চন চোর। হুলিয়ে কেলানো যাবে, তারপর লোফালুফি খেলা যাবে। হ্যাপি এন্ডিং !
  • কল্লোল | 125.241.105.238 | ১৫ মে ২০১৩ ১৭:০৯605262
  • ধ্যাৎ। কাঞ্চন চোর হলে ছেলেটাকে চেয়ারের সাথে বাঁধার আগে ওকেই তো বেঁধে ফেলবে। তালে আর গপ্পো হবে না।
    আর চোরটা পালাতেই বা যাবে কেন? মেয়েটার ডয়লগের পর..... বাথরুমের দরজা খুলবে.......... চোরের জুতো পড়া পা বাথরুমের বাইরে এসে দাঁড়াবে। ব্যস।
    মেয়েটার ঐ ডায়লগের পরও হ্যাপি এন্ডিং??? কাজু কি টিঃলাঃ?
  • Kaju | 131.242.160.180 | ১৫ মে ২০১৩ ১৭:৪৫605263
  • তাহলে আর চোর কেন? ডাকাতে পোমোশান দিয়ে দিন না। টিঃ লাঃ মানে?
  • sch | 132.160.114.140 | ১৫ মে ২০১৩ ১৮:০০605264
  • ছেলে - আবির, বৌ - রাইমা, চোর - রুদ্রনীল

    এখানে শাস্বতকে মানাবে না...ওর বিশেষ আবেদন নেই।
  • Kaju | 131.242.160.180 | ১৫ মে ২০১৩ ১৮:১৩605265
  • হ্যাঁ বেটার। আর আমি হ্যাপি এন্ডিং চোরের ভূমিকায় কাঞ্চনকে কেলানো ও বর বউয়ে চোর লোফালুফি - শেষ সিনে এটা অ্যাড করে বলেছিলাম। বউয়ের কথাতেই ছবি শেষ নয় আমার স্ক্রিপ্টে।
  • কল্লোল | 111.63.169.223 | ১৫ মে ২০১৩ ২০:২৮605266
  • টিঃলাঃ মানে নলালো।
    মাইরী আমি সুসাই কর্বো, কেউ আমায় ধরো। এরা আবার সিন অ্যাড কোর্বে........উঃ। কজুর জোন্নো ব্রাহ্মীর রস, ব্রেনোলিয়া আর গাঁদালপাতা সেদ্দো।
  • Sankha | 118.35.9.186 | ১৬ মে ২০১৩ ০৩:৫৯605267
  • দেখলুম। যেখানে ভূতের ভয়। তৃতীয় গল্প সবদিক থেকেই বাকি দুটো থেকে প্রচুর এগিয়ে। শাশ্বত আর পরাণের যুগলবন্দীর জন্য বারকয়েক দেখেছি, আবারও দেখবো। শাশ্বতর ঐ ফুলশয্যার রাতে 'একটু আসছি' এক্সপ্রেশনটা মনে থাকবে ঃ-))

    আর ঐ মৌসুমী ভটচাজ উর্ফ কমলাকেও বেশ ভালো লাগলো। মানে দেখতে। এ কি উঠতি কোন নায়িকা? আগে এর নাম শুনেছি বলে মনে পড়ছে না।
  • dukhe | 212.54.74.119 | ১৬ মে ২০১৩ ০৯:২৯605268
  • ওটা কি 'প্রথম কদমফুল' ছিল? তরুণকুমার গিন্নিকে 'আমি তোমাকে ভালোবাসি' বলেছিলেন? উঃ- কী রিমার্কেবলি ভালো।
  • গান্ধী | 213.110.247.221 | ১৮ মে ২০১৩ ০০:২৭605269


  • 'মেঘে ঢাকা তারা'র প্রোমো
  • Rit | 213.110.243.21 | ১৮ মে ২০১৩ ০০:৪৪605270
  • ধুর। আমি এই লিংক টা পোস্ট করতে এসে দেখি গান্ধী করে দিয়েছে। ঃ(
  • aranya | 78.38.243.161 | ১৮ মে ২০১৩ ১১:৪৫605271
  • শাশ্বত - ঋত্বিক। ভাল লাগল, খুব ভাল লাগল প্রোমো-টা দেখে।
  • aranya | 78.38.243.161 | ১৮ মে ২০১৩ ১২:০২605273
  • ঋত্বিক এখনও হন্ট করেন।
  • রূপঙ্কর সরকার | 126.203.218.168 | ১৮ মে ২০১৩ ২০:৫১605274
  • আচ্ছা, 'বাইশে শ্রাবণ', 'মেঘে ঢাকা তারা', এই ধরণের নাম কি দিতেই হ'ত? অন্য নাম দিলে কী মহাভারত অশুদ্ধ হ'ত?
  • kumu | 132.161.71.33 | ১৮ মে ২০১৩ ২৩:২৫605275
  • রূপঙ্করদাকে অনুরোধ -আন্ডার অ্যাকটিং নিয়ে আরেকটু লিখুন না।
    অভিনয় বড় ভালোবাসতাম এককালে,কিন্তু স্কুলে থাকাকালীন তাসের দেশের সওদাগর/রাজ পুত্র ,প্রহরী,সেনাপতি অর্থাৎ যে যে ভূমিকায় লম্বা চেহারার দরকার সেইসব ভূমিকায় অভিনয় পর্যন্তই আমার দৌড়।কিন্তু খুব জানতে ইচ্ছা হয় সেই অজানা-রয়ে-যাওয়া জগতের কথা।
  • রূপঙ্কর সরকার | 126.203.214.239 | ১৯ মে ২০১৩ ১১:১৪605276
  • Kumu - একটু আগে কে যেন লিখলেন, 'আন্ডার অ্যাক্টিং' বলে কিছু হয়না। কথাটা আংশিক সত্য। আসলে কন্ট্রোলড অ্যাক্টিং কে জনগন 'আন্ডার অ্যাক্টিং' বলে থাকে। অভিনয় জিনিষটা আদপে কী? তার বিবিধ ডেফিনিশন আছে। যত দিন যাচ্ছে, সংজ্ঞা বেড়েই চলেছে, মানে জ্ঞানী গুণি মানুষেরা আরও যোগ করছেন। এক্কেবারে গোড়ার পাতা ধরলে অ্যারিসটোট্‌লের রচিত সংজ্ঞা হ'ল, - 'ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, হুইচ ইজ সিরিয়াস অ্যান্ড কমপ্লিট ইন ইটসেলফ'।

    এইবারে ইমিটেশন বলতে উনি কী বোঝাচ্ছেন, সিরিয়াস মানেই বা আসলে কী, কমপ্লিট কাকে বলব, তাই নিয়ে নানা কাজিয়া। তবে অ্যাকটিং মানে যে ইমিটেশন বা নকল, এই নিয়ে তো দ্বন্দ কোথাও নেই। এবার কাকে নকল বা কীভাবে নকল। এবার অ্যাক্টিং ব্যাপারটা ক্ষেত্র বিশেষে, মানে স্ট্রীট পারফরমেন্স, প্রোসেনিয়াম থিয়েটার, যাত্রা, সিনেমা, টেলিভিশন,এই রকম ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন হবে। আমাদের 'আন্ডার অ্যাক্টিং' ব্যাপারটাও স্টেজ অ্যাকটর এবং মুভি অ্যাকটর আলাদা রকম করবেন। সিনেমার মত স্টেজে করলে কেউ বুঝতে পারবেনা, সেখানে ক্লোজ-আপ নেই, ডলবি সাউন্ড নেই, আরো কিছু যান্ত্রিক সুবিধে নেই।

    আমরা যদি আলোচনাটা সিনেমায় আবদ্ধ রাখি তাহলে সুবিধে। তাই নিয়েই তো শুরু করেছিলাম। অবশ্য স্টেজ নিয়েও করা যায়। আমি নিজে তো স্টেজেরই লোক (স্মাইলি)। ধরুন আপনি রেগে গেছেন, এবার দাঁত মুখ খিঁচিয়ে, চোখ পাকিয়ে, প্রচন্ড চিৎকার চ্যাঁচামেচি করতে পারেন। তার মানে যাঁরা রেগে গেলে অমনটি করেন, তাঁদের অ্যাকশন ইমিটেট করতে পারেন। অথবা চোয়ালটা শক্ত করে, চোখটা সামান্য ছোট করে আবার মুহূর্তে স্বাভাবিক করে নিতে পারেন। এই অ্যাকশনটা কিন্তু একটু আর্টিস্টিক হয়ে গেল। মানে দর্শক বুঝল আপনি রেগেছেন, বেশ ভালই রেগেছেন, কিন্তু হাটে বাজারে এমন কন্ট্রোল্‌ড রাগ সচরাচর দেখা যায়না। এটাও ইমিটেশন, তবে উইথ আ পার্সোনাল টাচ। এটাই কন্ট্রোল্‌ড বা আন্ডার অ্যাকটিং। আরও অনেক বলা যায়, কিন্তু আপনি মনে হয় এটুকুই চাইছিলেন।
  • kumu | 52.109.234.251 | ১৯ মে ২০১৩ ১৩:২৯605277
  • ন্ন্না, এইটুকু লিখলে হবে না।আরো লেখেন।
  • PM | 233.223.159.1 | ১৯ মে ২০১৩ ১৩:৪৮605278
  • রুপন্করবাবু , আরো লিখুন প্লিজ
  • dukhe | 127.194.235.26 | ১৯ মে ২০১৩ ১৩:৫৫605279
  • আন্ডার অ্যাকটিং আর ভালো অ্যাকটিংয়ের তফাৎ কী?
  • রূপঙ্কর সরকার | 126.203.183.230 | ১৯ মে ২০১৩ ১৪:১৯605280
  • Dukhe - প্রথমে আপনার প্রশ্নের উত্তরে কিছু বলে নিই, তারপর ওঁদের বলছি।
    'আন্ডার অ্যাক্টিং' বা কন্ট্রোল্‌ড অ্যাক্টিং মানুষের সূক্ষ্ম অনুভূতির কাছে অ্যাপীল করে, তাই কিছু শ্রেণীর দর্শকের কাছে প্রিয়, কিন্তু গ্রামে বা মফঃস্বলে যাত্রাপালায় সে ধরণের অভিনয় একেবারেই অচল। ভালো অ্যাক্টিং মানে যা দর্শকের কাছে প্রিয়, তা সে যেমনই হোক না কেন। কিছু কিছু ক্ষেত্রে 'ওভার অ্যাক্টিং' বা যাকে আমরা 'লাউড অ্যাক্টিং' বলে থাকি, তারও প্রয়োজন আছে বৈকি। কিন্তু সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে দর্শকের চেতনা এখন অনেক সূক্ষ্ম হয়েছে, অনেক 'সেরিব্রাল' হয়েছে। তা শুধু নাটকে নয়, কবিতা, চিত্রকলা, সাহিত্য - সব ক্ষেত্রেই। এখন দর্শন শুধু অনুভূতি নয়, কিছু মস্তিষ্কের ব্যবহার চায়।

    ধরা যাক, বাবু অর্ধেন্দুশেখর মুস্তাফি বা দানীবাবু, বা শিশির ভাদুড়ি। এঁরা সে সময়ের দর্শকের কাছে যে অ্যাপীল রাখতে পেরেছেন, আজকের দর্শকের কাছে তা অতটা চিত্তাকর্ষক নাও লাগতে পারত। কিং লীয়ারে সৌমিত্রবাবু যা অভিনয় করেছেন, আমার দৃঢ় বিশ্বাস, অর্ধেন্দুবাবু সে জিনিষ ফোটাতে সক্ষম হতেননা। কিন্তু তাই বলে তাঁদের মহান কীর্তি কখনই খর্ব হচ্ছেনা। আজ যদি কেউ গিরীশ বাবুর 'প্রফুল্ল' করে, ঐ স্টাইলে করলেই বেশি অ্যাপীলিং হবে। নাটকের সংলাপ বা উপস্থাপনাও তো পালটে যাচ্ছে দিন দিন।
  • রূপঙ্কর সরকার | 126.203.183.230 | ১৯ মে ২০১৩ ১৪:৪৮605281
  • Kumu এবং PM - আপনারা কি উৎপল দত্ত মশাইয়ের 'টিনের তলোয়ার' নাটকটি কেউ দেখেছেন? আমার মতে (আমি শুধু আমার মতটাই বলতে পারি) এই নাটক বাংলা ভাষায় লেখা অন্যতম শ্রেষ্ঠ নাটক। যদি না দেখে থাকেন, ইউটিউবে সম্ভবতঃ ভিডিও পেয়ে যাবেন। যদিও থিয়েটারে বসে সামনে দেখার সঙ্গে আদ্যিকালের মুভি ক্যামেরায় তোলা ছবির আকাশ পাতাল পার্থক্য হবে, তবু যা বলতে চাইছি, তার খানিক আভাস পাবেন।

    নাটকের একেবারে প্রথম দৃশ্যে, বেণীমাধব চাটুজ্যের প্রবেশ ( রোলটি উৎপলবাবু নিজেই করতেন, আমার ফোর্টীন্‌থ ফোরফাদারের পূণ্যের কল্যানে আমিও করেছি ক'বার)। যাক আমি উৎপলবাবুর কথাই বলব, অত বড় মাপের অভিনেতা বাংলায় কেন, ভারতে কম জন্মেছেন। নাটকের একেবারে প্রথম দৃশ্যে তিনি পোস্টার মারার নির্দেশ দিয়ে পড়লেন ঝাড়ুদার মথুরের সামনে। তখন তিনি বেহেড মাতাল।

    এবার এইখানে মজা। শখের অভিনেতারা পাড়ার পূজো কমিটির নাটকে বা অফিসের রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে মাতালের রোল পেলে ভীষণ খুশি। জড়িয়ে জড়িয়ে কথা বলা যাবে, উল্টোপাল্টা পা ফেলা যাবে। আর নাটকের শেষে পাড়ার বৌদিরা বলবে্ন, দেখেছো- কি দারুন অ্যাক্টিং করল ? উৎপলবাবু কিন্তু সোজাই হেঁটেছেন, মাঝে একবার কি দেড়বার পা-টা সামান্য ওদিকে পড়েছে, তা সে যার দেখার সে দেখেছে। এবার মথুরের সঙ্গে কথা বলার সময়ে বললেন,- 'আপনি মাইকেল ম-মসুসূদন দত্তের নাম শুনেছেন?' এই যে উনি মধুসূদন কে 'মসুসূদন' বললেন, হয়ে গেল মাতলামি। উপস্থিত এক জন দর্শকেরও ( তা সে আই কিউ লেভেল যা-ই হোক না কেন) বুঝতে অসুবিধে হয়নি, যে লোকটা মাতাল।

    এই হ'ল কন্ট্রোল্‌ড অ্যাকটিং। অথচ ওখানে ছড়ানোর প্রচূর স্কোপ ছিল ( স্কোপ ছিল বললে একটু ভুল হবে, নাটকটা উনিই লিখেছেন) গিরীশবাবুদের সময়ের মাতলামি করা যেত। আরও করা যেত, কারণ ঘটনাটা সেই সময়ের, সেই আবহে। কিন্তু উনি তা করলেন না। বললেন, ওহে দর্শক একটু মাথা খাটাও, বুঝবে আমি মাতাল। এটাই সেই তথাকথিত 'আন্ডার অ্যাক্টিং'।
  • ন্যাড়া | 213.83.248.37 | ১৯ মে ২০১৩ ১৫:০২605282
  • কিন্তু উৎপল দত্ত আন্ডার-অ্যাক্টিং করতেন শুনলে উনি নিজে কী বলতেন ভাবছি।

    ক্লন্ট্রোলড অ্যাক্টিং - ইয়েস। কিন্তু আন্ডার অ্যাক্টিং কখনই বলা যাবে না। বরং উৎপল যে অভিনয়টা করতেন সেটা কোন লেসার অভিনেতা করতে গেলে অসম্ভব উচ্চকিত লাগত। জেমন পশ্চিমবঙ্গ নাট্য অকাদেমির প্রথম প্রোডাকশন "চৈতালী রাতের স্বপ্ন", উৎপলের অনুবাদে-পরিচালনায়। সেখানে অনেকটাই বেশ উচ্চকিত লেগেছে, তৎকালীন সব তাবড়-তাবড় অভিনেতা থাকা সত্বেও। এখন উৎপল শেক্সপিয়ারের আমলের উচ্চকিত তামাশাকেই ধরতে চেয়েছিলেন কিনা, সেটা স্বতন্ত্র তর্ক।

    এখন অবশ্যই উৎপল-শম্ভূ-অজিতেশ মাতালের যে অভিনয় করবেন, সেটা অন্য কোন লেসার অভিনেতা করতে পারবেন না। একটা তো ইন্টালেকচুয়াল ব্যাপার আছে - মানে ভেবে মাতলামির অব্শ্যম্ভাবী বৈশিষ্ট্যগুলো ছেঁকে বের করা, তার ঠিক কি কি এলেমেন্ট ব্যবহার করা হবে, কী বিজিনেস হবে, প্রপসের কী ব্যবহার কী ভাবে হবে - এগুলো ইন্টালেক্চুয়াল এন্ডিভর। তারপরে সেগুলো বিশ্বাসযোগ্যভাবে করা - সেটা আরেকটা ব্যাপার। এর সঙ্গে আন্ডার অ্যাক্টিং-এর খুব সম্পর্ক আছে বলে মনে হয় না।

    ব্যক্তিগতভাবে আমি উৎপল থেকে শুরু করে অনিল চাটুজ্জে হয়ে শাশ্বত অব্দি কোন কম্পিটেন্ট অভিনেতাকেই আন্ডার অ্যাক্টিং-এর ছাপ দিতে পারছি না।
  • রূপঙ্কর সরকার | 126.203.183.230 | ১৯ মে ২০১৩ ১৫:১৩605284
  • আমি তো বারংবার ডিসক্লেমার দিতে দিতে যাই, যে, আমার বক্তব্য নেহাতই আমার। সেটা সর্বজনগ্রাহ্য হবে এমনটি ভুলেও ভাবিনি কখনও। ( একটা স্মাইলি দেব? নাঃ থাক)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন