এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিজীবি কারা এবং কেন?


    অন্যান্য | ১১ মে ২০১৩ | ৪৩৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | 213.83.248.37 | ১৫ মে ২০১৩ ১৯:৫২605582
  • সৌমিত্রর মমতাকে দরকার হবে কেন, সৌমিত্রর মমতার দেওয়া দু লাখ টাকার দরকার (আপনার মতে)।

    অন্যভাবে দেখতে গেলে, উঠতে বসতে যাঁর বিরুদ্ধে সরব, স্রেফ টাকার জন্যে তাঁর পাশে গিয়ে দাঁড়তে সৌমিত্রর কোন মনোবৈকল্য নেই। (আমাকে নয় আমার আপোষ কিনছ তুমি?)

    কথা কীভাবে সাজান হবে সেটা ব্রেনের পলিটিকাল ওয়্যারিং-এর ওপর নির্ভর করছে।
  • | 190.215.96.124 | ১৫ মে ২০১৩ ২০:০৬605583
  • হি হি হা হা হো হো।

    আমার খুব হাসি পাচ্ছে। ঃ)))
  • | 190.215.96.124 | ১৫ মে ২০১৩ ২০:০৭605584
  • কিন্তু আমি হাসবো না।
  • PT | 213.110.243.23 | ১৫ মে ২০১৩ ২০:১২605585
  • কেনা-বেচার কোন প্রশ্ন নেই।

    কোন অনুষ্ঠানে উপস্থিত হলে সৌমিত্র সম্ভ্বতঃ ২ লাখ টাকা নেন-সেটা রাজ্য সরকারের আয়োজিত কিংবা বারাক ওবামা আয়োজিত হলেও। এই অনুষ্ঠানটা নিশ্চয় তিনোমূল পার্টির কোন অনুষ্ঠান ছিলনা। ছিল কি?

    এরপরে মমতাপন্থী পরিচালক হরনাথ চক্কোত্তি পরিচালিত কোন ছবিতে অভিনয় করে কয়েক লাখ টাকা রোজগার করলেও সৌমিত্রর সমালোচনা হবে।

    সমালোচনা হবেই কেননা সৌমিত্র নিজেকে "বিক্রি করার জন্য উদ্গ্রীব" হয়েছেন তা কারো কারো মনে হচ্ছে-কিংবা মনে হওয়া ভীষণ প্রয়োজন। নাহলে মমতাপন্থী নচীকে ডিফেন্ড করা যাচ্ছে না।
  • ন্যাড়া | 213.83.248.37 | ১৫ মে ২০১৩ ২০:৩৭605586
  • আমার দান? তিন ছক্কা পচা। সঙ্গে হা------ই।
  • aranya | 154.160.226.53 | ১৫ মে ২০১৩ ২০:৫৬605587
  • সৌমিত্র অপারেশন 'সূর্যোদয়' তথা অপারেশন 'মানুষ শিকার'-কে সমর্থন করেছেন, এটা জানতাম না।
    খারাপ লাগল।
  • ranjan roy | 24.96.140.68 | ১৫ মে ২০১৩ ২১:০১605588
  • টাকার দরকার সবারই আছে। প্রশ্নটা হল তার জন্যে কে কতটা আপোষ করতে পারেন তা নিয়ে।
    যেমন অনেক প্লেয়ার এখনো রোজভ্যালির লোগো লাগিয়ে আইপিএল এ খেলছেন। অর্থাৎ, তুলনামূলক ভাবে ওঁরা এই প্রতিষ্ঠানগুলো কিভাবে জনতার সঙ্গে মিথ্যাচার করে পয়সা লুঠছে এবং তার ছিঁটেফোঁটা ক্লাবগুলো/টিমগুলো কে প্রচারের জন্যে দিচ্ছে তাতে বিন্দু মাত্র ভাবিত নন। সেটা তাঁদের ব্যাপার!
    কিন্তু ব্যতিক্রমী একজন প্লেয়ার আবার যদ্দূর মনে পড়ছে মদের কোম্পানির লোগো লাগিয়ে খেলতে রিফুজ করেছে, কারণ সেটা তার ক্রিড বা বিশ্বাসের পরিপন্থী।
    এখন যে মমতা সৌমিত্রর নাটক 'কিংলিয়ার' নানা অজুহাতে আটকে দিয়েছেন, যে মমতার চলচিত্র উৎসবকে সৌমিত্র নিজে সার্কাস বা মনি কিছু বলেছেন, সেখানে সৌমিত্র যদি দুলাখ টাকার জন্যে মমতার মঞ্চে মুখ দেখান তাহলে মমতার জিৎ,
    (দেখ, আমি দলবাজি করি না, যোগ্য শিল্পীকে সম্মান দিই!)

    এটা যদি সাধারণ ব্যাপার হত তাহলে মৃণাল সেন বিচলিত হতেন না। সৌমিত্রকে জিগ্যেস করতেন না -- কেন গিয়েছিলে?
    কারণ আগেও দুজনকে ডাকা হয়েছিল, ওঁরা যান নি।
    আর সৌমিত্রের মত স্ট্যাচারের শিল্পীর মমতার সঙ্গে দাঁড়িয়ে ছিঃ বলার দরকার পড়ে না।
    পিটির ভাষায় উনি ঘোষিত বামপন্থী। ওনাকে মঞ্চে এনে মমতা নিজের আপাত "নিরপেক্ষতা' দেখানোর সুযোগ পেলেন। ওনাকে প্রশস্তি গাইতে ডাকা হয় নি। উনি সিপিএ ম ছিলেন, থাকবেন। মমতা ওকে দল ছাড়তে বলছেন না। কিন্তু সিপিএম শিল্পীকেও ডেকে পয়সাকড়ি দিচ্ছেন, এটাই যথেষ্ট প্রচার।

    আর সৌমিত্র এখনো যে হারে বিজ্ঞাপনে শোভা পাচ্ছেন তাতে ওনার টাকাপয়সার টানাটানি আছে মনে হয় না। ওদিকে আবার চিটফান্ড নিয়ে সৌমিত্রের সিনেমা এই সরকার আটকে দিয়েছে।ঃ)))
    কিন্তু পিটি যেমন সৌমিত্রের কিং লিয়ার বন্ধ করায় এই সরকারকে গাল দিয়েছিলেন তেমনি সেই হাত থেকে সৌমিত্রের দু'লাখ নেয়াতে ক্যান্সার হওয়া আর ছিঃ না বলাকে যথেষ্ট মনে করছেন। বেশ , বেশ!
  • PT | 213.110.247.221 | ১৫ মে ২০১৩ ২২:১৯605589
  • RR
    আপনি এ ছাড়া আর অন্য কিছু লিখবেন সেটা তো আমার প্রত্যাশা ছিল না। অন্য কারো ছিল কি?

    আর আপনি জানতেন না যে সৌমিত্র ঘোষিত বামপন্থী? "পিটির ভাষায়" বলে তাকে কৌলিন্য দেওয়ার চেষ্টা কেন?

    সৌমিত্রর মত লোকদের মমতার কিরকম প্রয়োজন সেটা সুনীলের মৃত্যুর পরে বোঝা গিয়েছে। যাকে প্রায় জুতো পেটা করে সব কমিটি থেকে তাড়িয়েছিলেন মমতা, সেই সুনীলের শরীরকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় প্রায় হোমাগর্ডের মত দাঁড়িয়ে ছিলেন সারাদিন-কেউ তাঁকে না ডাকা সত্বেও। তার পরের দিনের কাগজ-পত্র ঘাঁটলে জানতে পারতেন যে তার জন্য মমতাকে স্তাবকেরা ছড়া কেউ বিশেষ প্রশংসাও করেনি।

    আসলে সৌমিত্র-সুনীল এদের কারোরই মমতা বা বুদ্ধ কাউকেই দরকার হয়না। বাঙালী কাঁকড়ার জাত বলে এদের মাটিতে টেনে নামিয়ে আনন্দ পায়।
  • b | 122.79.40.18 | ১৫ মে ২০১৩ ২২:২৮605590
  • তার সাথে সৌমিত্রের টাকা নেবার সম্পর্ক ঠিক বুঝতে পারলাম না .....
  • b | 122.79.40.18 | ১৫ মে ২০১৩ ২২:৩০605592
  • আর আপনার বাম ভজনাও অতুলনীয়। এখন পাতি হাসি পায় ঃ))
  • rivu | 140.203.154.17 | ১৫ মে ২০১৩ ২২:৪২605593
  • নচিকেতা গান গাওয়ার পারিশ্রমিক নিয়েছেন। সৌমিত্র কি পেয়েছেন, য়াপিয়ারেনস ফি না সাম্মানিক? দুটোর মধ্যে ডিফারেন্স আছে, যেমন শাহরুখ খান পুজোর ফিতে কাটলে যেটা পান সেটা কে বলে য়াপিয়ারেনস ফি, আর আনন্দ পুরস্কারে যেটা দেওয়া হয়, সেটা হলো সাম্মানিক। সৌমিত্র ঠিক কি পেয়েছেন?
  • PT | 213.110.247.221 | ১৫ মে ২০১৩ ২২:৪৪605594
  • ... কেউ যদি নিশ্চিত করে জানাতে পারেন যে সুনীলের সৎকার সরকারি খরচে হয়েছে কিনা তাহলে হয়ত বলা যেতে পারে যে সুনীলও অন্ততঃ মরার পরে মমতার সঙ্গে আপোষ করে পাপোশ হয়েছেন!!

    b
    "আসলে সৌমিত্র-সুনীল এদের কারোরই মমতা বা বুদ্ধ কাউকেই দরকার হয়না।"-এই লাইনটা পড়েও বাম ভজনা মনে হল? বড়জোর সৌমিত্র ভজনা বলতে পার!!
  • | 190.215.24.176 | ১৫ মে ২০১৩ ২৩:২৮605595
  • না বাম দলের প্রতি আপনর অবিচল নিষ্ঠা দেখেছি তো। তাতেই বলছি।
  • aranya | 154.160.226.53 | ১৫ মে ২০১৩ ২৩:৪০605596
  • রঞ্জন-দার লেখাটা তো ঠিকঠাক-ই লাগল। কি ভুল লিখেছেন, বুঝলাম না।
  • | 190.215.24.176 | ১৫ মে ২০১৩ ২৩:৪৩605597
  • অরন্য দা দেখার অ্যাঙ্গেল ট বদলাও। ঠিক বুঝতে পারবে।
  • ranjan roy | 24.96.140.68 | ১৬ মে ২০১৩ ০০:৪০605598
  • সেকি পিটি!
    সুনীল গাঙ্গুলীকে ষাট দশকের থেকে আশির গোড়া অব্দি আনন্দবাজারের পা-চাটা আমেরিকান অপসংস্কৃতির ধারক বাহক, আইওয়াতে গিয়ে ইত্যাদি ইত্যাদি, বীট কবি অ্যালেন গিনসবার্গকে কোলকাতায় নিয়ে মাথায় চড়ানোর নায়ক, আত্মপ্রকাশ বলে কুৎসিত অপসংস্কৃতিমূলক উপন্যাসের লেখক, ওর লেখায় যুবসমাজকে পথভ্রষ্ট করার জন্যে খালি যৌনতা ছড়ানো থাকে, সমাজসচেতন লেখা নেই, কলাকৈবল্যবাদের প্রবক্তা--- ইত্যাদি বলে নিয়মিত নন্দন এবং অন্য সিপিএম এর সাহিত্যিক পত্রিকায় নিয়ম করে গাল দেয়া হয় নি?
    যেই আশির দশকের থেকে বাম সরকারের কাছাকাছি এলেন অমনি উনি কমরেডদের ্চোখে মহান সাহিত্যিক হয়ে গেলেন?
    মৃত্যুর পর তো ওঁকে প্রায় বিপ্লবী লেখক বানিয়ে দেয়া হল।
    সব ভুলে গেলেন? এদিকে আপনি এই পাতাগুলোয় নিয়মিত আবাপ কে গাল দেন।
    যখন অশোক মিত্র আবাপ তে নন্দীগ্রামের পর সিপিএম কে সমালোচনা করে 'তুমি আর নেই শুধু তুমি' লিখলেন তখন আপনি গুরুর পাতায় ওঁর বক্তব্যকে তিন তুড়িতে উড়িয়ে দিয়ে লিখলেন--
    ১) উনি বহুদিন মিছিলে হাঁটেন নি।
    ২)উনি আবাপ তে সিপিএম এর বিরুদ্ধে লিখেছেন।
    ৩) উনি " দেশ পত্রিকায় আপিলা-চাপিলা লিখেছেন তা আবার আবপ ছেপে বই করে বের করেছে। অতএব ওঁর বক্তব্য ধর্তব্যের মধ্যে নয়।
    অথচ, এখন সারদাকান্ডের পর যখন ত্রিপুরার মন্ত্রী মাননীয়া বিজিতা নাথ রোজভ্যালীর ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডরের মত খোলাখুলি ওতে পয়সা লাগাতে পাবলিককে বলেছেন ও নিজের ভাইকে ওর এজেন্ট করেছেন ( ওঁর নিজের স্বীকারোক্তি দেখুন) তখন সেই অশোক মিত্রই আপনার ভরসা!

    সৌমিত্র বামপন্থী জানবো না কেন? কিন্তু আপনি কী পন্থী বুঝতে পারছি না।
    এই পাতায় পাতার পর পাতা সৌমিত্রের কিং লিয়র মমতা সরকারের হাতে বন্ধ হওয়া নিয়ে লিখেছেন, অন্য দের মমতার পয়সা নেয়া নিয়ে বিদ্রূপ করেছেন , সেই শ্রদ্ধেয় সৌমিত্রবাবু যখন মমতার ওখান থেকে ২লাখ টাকা নেওয়ার জন্যে মঞ্চে গেলেন সংগে সংগে আপনি জাস্টিফাই করতে লাগলেন-- ক্যান্সারের চিকিৎসার জন্যে গে্ছলেন। এটা সৌমিত্র নিজে কোথাও বলেন নি। কিন্তু আপনি জানেন!
    জয় হো!
  • ranjan roy | 24.96.140.68 | ১৬ মে ২০১৩ ০০:৪৫605599
  • এটা আপনি অবশ্য ঠিকই বলেছেন।
    মমতার দরকার সৌমিত্রকে এবং সুনীলকে।
    আর টাকার দরকার সবার। আমার, আপনার, সৌমিত্রের ও সুনীলের।
    আমি-আপনি চাকুরিজীবি, আপনি নামজাদা অধ্যাপক।
    সৌমিত্রের টাকা মমতার থেকেও আসতে পারে, সুনীলের মার্কিনি স্কলারশিপের থেকেও। যদিও যে কাজটা করতে স্কলারশিপটা দেয়া হয়েছিল উনি সেটা না করে অন্য কাজ করে এসেছিলেন। সে নিয়ে জল কম ঘোলা হয় নি।
    যাক সে কথা, আজ উনি এসবের উর্দ্ধে।
  • T | 24.139.128.15 | ১৬ মে ২০১৩ ০৩:২৮605600
  • রঞ্জনদা, সৌমিত্র কিন্তু কোথাও বলেননি যে উনি দুলাখ টাকা নেওয়ার জন্যই সরকারি অনুষ্টানটিতে গেছিলেন। মৃণাল সেনের ইন্টারভিউটা ভালো করে দেখুন। "সৌমিত্র তো এদের সরকারের কোনও অনুষ্ঠানে একবার গেছিল। আমি বললাম, কেন গেলে? পুরস্কার পেলে নাকি? ও হেসে বলল, “দু’লাখ পেয়েছি।" এই "দুলাখ পেয়েছি" বক্তব্যটা "কেন গেলে" র উত্তর নাকি, "পুরষ্কার পেলে নাকি" এর উত্তর?
    এবং খুব স্বাভাবিক ভাবেই এই কথোপকথনের অংশটুকুর আগে ও পরে নিশ্চয়ই আরো কিছু ছিল।

    যতদূর মনে পড়ছে (কাগজে পড়েছি) কিছু ঘনিষ্টজনের অনুরোধে সৌমিত্রবাবু যেতে রাজী হয়েছিলেন। এবং আর কখনো যান নি।
    গুগুল করে যা পাওয়া যাচ্ছে,

    Despite announcer June Maliah inviting Banerjee to present Chatterjee with a Rs 2,27,000 cheque for the film workers' welfare fund he heads, the Chief Minister requested festival chairman Ranjit Mullick to do the honours. Chatterjee on being invited to address the gathering reiterated that his presence followed a hearty request from actors Prosenjit and Ranjit Mullick, clearly dismissing the government's invite if there was any -

    http://www.indianexpress.com/news/bangladesh-s-guerilla-bags-best-film-award/877538/#sthash.079Gj5O7.dpuf

    ওঁর টাকার দরকার থাকলে নিশ্চয়ই বারে বারে যেতেন। যেমন নচিকেতা ইত্যাদিরা যান। এতে খারাপের কিছু নেই। যা টাকা পাওয়ার কথা হয়তো তার থেকে বেশী পান বলে সরকারকে সমর্থন করে বাকিটা পুষিয়ে দেন। ঠিকই আছে, গিভ এন্ড টেক। তবে সৌমিত্রবাবুর ব্যাপারটা নিশ্চয়ই এই ধরণের নয়, এবং আমার মনে হয় এটা আপনিও জানেন।
  • ranjan roy | 24.96.92.149 | ১৬ মে ২০১৩ ০৫:৫১605601
  • T,
    ঠিক বলেছেন। ওঁর যথেষ্ট পয়সা আছে। বিজ্ঞাপনে ওঁর এখনো অনেক দাম দেখাই যাচ্ছে।
    সৌমিত্র নিজের জন্যে যান নি।ক্যান্সারের চিকিৎসার জন্যেও নয়। মজা লাগল পিটির ব্যাপারটাকে জাস্টিফাই করার জন্যে কারণ খোঁজা নিয়ে।
    আর জুন মালিয়া মমতার নাম ঘোষণা সত্ত্বেও মমতা রিফিউজ করে রঞ্জিত মল্লিককের হাত দিয়ে দিতে বল্লেন।
    এটা কদ্দূর প্রপার সেটা অন্য প্রশ্ন, কিন্তু মমতার সৌমিত্রকে পেতে কত আগ্রহ সেটা বোঝাই যাচ্ছেঃ))।
    তবে এবারের মমতার বঙ্গশ্রী/ বঙ্গবিভূষণের তালিকায় বোধহয় সৌমিত্রের নামও আছে বলে পড়েছিলাম মনে হচ্ছে।
  • | 126.203.135.120 | ১৬ মে ২০১৩ ০৮:৫১605603
  • ও রঞ্জন দা । টু গুড। ঃ))
  • /etc/hosts | 131.241.218.132 | ১৬ মে ২০১৩ ০৯:২৬605604
  • পিটির "বামভজনা"-তে বিশেষ হাসি পায় না, একটু বোরিং লাগে। তবে বোতীন - দু চারজনের দেওয়ালে হেলান দেওয়ার করুণ চেষ্টা আর "বামবিরোধিতা"-র নমুনা দেখলে কুলকুলিয়ে হাসিই পায়।

    কি বলো?

    ;-)
  • b | 122.79.44.221 | ১৬ মে ২০১৩ ০৯:২৮605605
  • চারদেওয়ালে হেলান তো তুমি ও দিয়ে থাকো হে? দাও না

    আর তুমি রাজনীতি র শেষ কথা এমন আত্মাশ্লাঘার কোন কারন আছে লি?
  • /etc/hosts | 131.241.218.132 | ১৬ মে ২০১৩ ০৯:৩০605606
  • তাই? হবে হয়তো।

    ;-)
  • PT | 213.110.247.221 | ১৬ মে ২০১৩ ০৯:৩৮605607
  • সৌমিত্র কোন কারণে গুরুর সফ্ট টার্গেট। চলচ্চিত্র উৎসবের শেষ দিনে সহ-শিল্পীদের সঙ্গে চিকেন খাওয়া নিয়ে বিস্তর বক্রোক্তির উদ্গার হয়েছিল। ২ লাখ কেন, ২ পিস চিকেনের বদলেই তিনি যে মমতার স্নেহধন্য হতে রাজী প্রায় সেই ধরণের ধারণাও কেউ কেউ দিতে চেয়েছিলেন। এমনকি তাঁর কিং লিয়ার বন্ধ করার পেছনে পিটির মত মানুষেরা অহেতুক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে এমন কথাও উপস্থাপিত হয়েছে অতীতে। আর সৌমিত্র যে অত্যন্ত মধ্যমানের অভিনেতা সে ব্যাপারে অনেকে উচ্চ আদালতের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছে। (অবিশ্যি এইব্যাপারে মৃণাল সেনকে কেউ "কোট" করবেন না- করলে উল্ট সিদ্ধান্তে পৌঁছতে হতে পারে।)।

    RR-পিটি মোটেই সৌমিত্রর "যাওয়া"-কে জাস্টিফাই করতে চায়নি। সৌমিত্র একজন আদ্যন্ত কমার্শিয়াল শিল্পী-তিনি এমনকি উৎপল দত্ত বা মৃণাল সেনও নন। তিনি কিভাবে পয়সা রোজগার করবেন সেটা তাঁর ব্যাপার। কাজেই পিটির উদ্দেশ্য না বুঝে থাকলে ফিরে আবার সব পোস্ট গুলো পড়ুন। রাজনৈতিক দৃষ্টিকোণ সম্পুর্ণ বাদ দিয়ে সৌমিত্রকে নচিকেতার সংগে একাসনে বসানোর জন্য অতি উদগ্রীব হয়েছিলেন কেউ কেউ-তাই পিটি তক্কে নামে। "ক্যান্সার" শব্দটি একবার ব্য়্বহার করার আগে পরে অনেক কিছু লিখেছি-সেগুলো আপনি সুবিধে মত বাদ দিয়েছেন। তবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য (বা ভাতের জোগাড়ের জন্য) বুড়ো বয়সেও কঠোর পরিশ্রম করেন সেসব কথা সৌমিত্র নিজেই লিখেছেন। আজকালের প্রকাশিত বইটি একবার পড়ে নেবেন তাহলে আর পিটির বক্তব্য পড়ে "মজা" লাগবে না।

    আর কোন কমরেড সুনীলকে "মহান সাহিত্যিক" বলেছে (যদি বলে থাকে) তার দায় আপনি আমার ঘাড়ে চাপাচ্ছেন কেন? আমি কোথাও বলেছি? সব চাইতে বড় কথা সুনীলকে দালাল বলার পরে এতগুলো দশক কেটে গিয়েছে। সুনীল নিজ সিদ্ধান্তে বামেদের পছন্দ করেছেন আবার আবাপর সঙ্গে সম্পর্ক বজায় রেখে। সেখানে আপনি বা আমি কি মন্তব্য করতে পারি? আবার একই কথা লিখি-সুনীল বুদ্ধদেবকে ছাড়াই দেশে ও বিদেশে খ্যাতি অর্জন (এবং পয়সা রোজগার) করেছিলেন।

    যারা যারা বামেদের সমালোচনা করে আপনি তাদের খুব পছন্দ করেন। অশোক মিত্র তেমনই একজন। কিন্তু সঞ্চয়িতার প্রসঙ্গ উঠলে অশোক মিত্র চাড়া আর কাকে কোট করব? তিনিই তখন অর্থমন্ত্রী ছিলেন। এবং মিত্রর বিরুদ্ধে সিপিএমের যে যে "ষড়যন্ত্রের" কথা আপনি উল্লেখ করেছিলেন সেগুলো যে অসত্য ছিলো সেটা অন্য এক লেখক প্রমাণ করে দিয়েছেন।
  • Blank | 180.153.65.102 | ১৬ মে ২০১৩ ১২:২১605608
  • যাক ব্রতীন দা তিনবার হেসে ফেলেছে
  • de | 190.149.51.68 | ১৬ মে ২০১৩ ১৩:০৪605609
  • সৌমিত্র যা পেয়েছেন সেটা পুরস্কার মূল্য -- কোন ভিক্ষের দান নয়! পুরস্কার প্রত্যাখ্যান কেন করেননি সেটা ওনার ব্যাপার!

    নচিকেতা, শুভা ইঃ রা তো ভিক্ষের দান নিয়ে কৃপাধন্য -- দুটো ব্যাপারের কোন তুলনাই হতে পারে না।

    এই নিয়ে পাতার পর পাতা তক্কো!!!
  • PT | 213.110.243.23 | ১৬ মে ২০১৩ ১৩:২৭605610
  • মৃণালের গোটা বক্তব্যটা টুকে দিলামঃ

    পত্রিকাঃ সরকার যদি কোনও সম্মান নিতে বলে-বঙ্গভূষণ বা এই জাতীয় কিছু?

    মৃণালঃ সে সব নেবনা, টাকা দিলেও নেবনা। সৌমিত্র তো এদের সরকারের কোন অনুষ্ঠানে একবার গেছিল। আমি বললাম, কেন গেলে? পুরস্কার পেলে নাকি? ও হেসে বলল, "দুলাখ টাকা পেয়েছি।" তবে সেদিন দেখলাম সৌমিত্র আবার বলছে, অ্যাওয়ার্ড নিতে চায় না।

    http://www.anandabazar.com/archive/1130511/11patrika2.html

    কেউ জানে কি
    ১/মৃণাল সৌমিত্রর কোন অনুষ্ঠানে যাওয়ার কথা বলছেন?
    ২/ সৌমিত্র রাজ্যসরকারের কাছ থেকে সাম্প্রতিক কালে কোন পুরষ্কার পেয়েছেন?
    ৩/ এই দু লাখ টাকাটা কোন পুরষ্কার না অন্যান্য নামি অভিনেতাদের মত "উপস্থিত হইলেই দিতে হইবে" জাতীয় টাকা?
    ৪/ "অ্যাওয়ার্ড নিতে চায় না" অথচ দু লাখ টাকার "পুরষ্কার" পেয়ে গেল সৌমিত্র আর সেটা আবাপ/বর্তমান/পোতিদিন/চ্যানেল ১০-এ খবর হলনা? বামমার্গী সৌমিত্রর প্যান্টুল খুলে দেওয়ার এই সুবর্ণ সুযোগ হেলায় হারাল মিডিয়া?
  • | 190.215.11.251 | ১৬ মে ২০১৩ ২০:৪১605611
  • PT দার দেওয়া লিঙ্ক থেকেঃ

    পত্রিকা: আজকের বঙ্গ রাজনীতি সম্পর্কে আপনার কী মত? আজীবন আপনি বাম সমর্থক। তবু জানতে চাই, কোথাও গিয়ে জ্যোতি বসু এবং বামফ্রন্ট সম্পর্কে আপনার মোহভঙ্গ হয়েছে কি না?
    মৃণাল: আজকের রাজনৈতিক ডামাডোলে যেভাবে কাদা ছোড়াছুড়ি চলছে ভাষার কোনও রকম তোয়াক্কা না করেই, সে সব দেখেশুনে সতর্ক হয়েই কথা বলতে হবে। ছাত্রজীবনে ছাত্র ফেডারেশন করেছি। রাজনৈতিক পরিবেশে জড়িয়ে পড়েছি। পুলিশের লাঠি খেয়েছি। জেলেও গিয়েছি এক-আধবার। এত কিছু ঘটনা ঝেড়ে ফেলতে পারিনি সব কিছু। যখন লেফ্ট ফ্রন্ট সরকার গড়ল, অবশ্যই খুশি হয়েছিলাম। বহু বছর শাসনে থাকা লেফ্টের নানা কাজের মধ্যে ভাল লাগা আর না-লাগা, আমার নজর এড়ায়নি। পাপ জমা হয়েছে কমবেশি। যন্ত্রণাও পেয়েছি। প্রশ্নও করেছি। জ্যোতিবাবু তাঁর অনেক গুণের মধ্যেও কিছু কিছু অংশে দায়ী তো নিশ্চয়ই। যদিও বুদ্ধকে আমার খুব সিনসিয়ার মনে হয়েছে। ও যখন মুখ্যমন্ত্রী হল, আমি বলে এসেছিলাম, সাম ডে ইউ উইল বি আ লোনলি ম্যান। একটা কথা না বলে পারছি না, কাজে এবং ব্যবহারে জ্যোতিবাবু, বুদ্ধদেব আর তারও আগে সিদ্ধার্থশঙ্কর রায় অত্যন্ত সুসভ্য, সিভিলাইজড মানুষ ছিলেন। অথচ এদের সরকারের দু’বছর পেরোতে না পেরোতেই যা চলছে, কাজে-ব্যবহারে এমনকী ভাষার ঝাঁজেও, তাতে একটা কথা পরিষ্কার, নতুন দলটি মোটেও বিশ্বাস থেকে জেতেনি। বামফ্রন্ট সম্পর্কে মানুষের মনে যে একাধিক প্রশ্ন আর অভিমান জমা হচ্ছিল, সেই হাওয়ায় জিতেছে। বিশ্বাস থেকে নয়। স্রেফ নেগেটিভ ভোটে জিতেছে। লোকে চেয়েছে বামফ্রন্ট যেন না আসে। অন্য কিছু হোক। বদল হোক। এখন দেখা যাক ভবিষ্যতের পশ্চিমবাংলায় কী হয়!
  • | 190.215.11.251 | ১৬ মে ২০১৩ ২০:৪৪605612
  • পত্রিকা: সরকার যদি কোনও সম্মান নিতে বলে বঙ্গভূষণ বা এই জাতীয় কিছু?
    মৃণাল: সে সব নেব না, টাকা দিলেও নেব না। সৌমিত্র তো এদের সরকারের কোনও অনুষ্ঠানে একবার গেছিল। আমি বললাম, কেন গেলে? পুরস্কার পেলে নাকি? ও হেসে বলল, “দু’লাখ পেয়েছি।” তবে সে দিন দেখলাম সৌমিত্র আবার বলছে, কোন একটা অ্যাওয়ার্ড নিতে চায় না।

    এর থেকে কী পরিষ্কার হচ্ছে ২ লাখ টাকা টা কী জন্যে পাওয়া?
  • /etc/hosts | 127.194.244.2 | ১৬ মে ২০১৩ ২০:৫৫605614
  • প্রথম প্যারাটা নিজে পড়েছ তো বস্‌?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন