এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিজীবি কারা এবং কেন?


    অন্যান্য | ১১ মে ২০১৩ | ৪৪৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Quantal Quetzal | 131.241.218.132 | ১৭ মে ২০১৩ ১১:১৬605649
  • "এখন ই জগতের সব "বাজে কাজ" সংঘটিত হচ্ছে। আর সেই "সোনার সময়ে" "রাজ-রাজত্ব " ছিল।"

    এইটাও মিনিময়যোগ্য বিষয়। কিন্তু সেই মিনিময়ের জন্যে কিছু...
  • bb | 127.195.178.6 | ১৭ মে ২০১৩ ১১:১৭605650
  • ব- তোমার বিরোধিতা নিয়ে আমি একবারো লিখি নি।
    তুমি, ন্যাড়া, রঞ্জনদা, কল্লোলদা অনেকেই তো বিরোধিতা বা মজা করেন, সেটা একদম ঠিক। সিপিএমের সব ঠিক হলে ২৩৫-৬৩ বা ঐরকম কিছু হত না। সুতরাং সেদিক থেকে ঠিক লিখেছ।
  • | 190.215.10.118 | ১৭ মে ২০১৩ ১১:২২605651
  • আমি নিজে করা পছন্দ করি না। অন্য যে কেউ করুক তাতে আমার কী।

    হ্যাঁ ঘৃনা কথা টা বেশী স্ট্রং। অপছ্নদ লিখলে ঠিক হতো। সরি।
  • | 190.215.10.118 | ১৭ মে ২০১৩ ১১:২৪605652
  • অরি পুরো হাই লেভেলে খেলছে!!! HLD লেভেলে। কোড লেভেলে না নমলে সুবিধে করতে পারছি না। ঃ))
  • blank | 69.93.255.81 | ১৭ মে ২০১৩ ১১:২৫605653
  • বতীন্দার জন্য,
    গ্রামে গ্রামে নারী শিক্ষার বিকাশে সারা দেশের মধ্যে সেরা কাজ করেছে পশ্চিমবঙ্গের বিগত বাম সরকার। এ কথা বলছে সদ্য প্রকাশিত ২০১১ সালের সেন্সাস রিপোর্ট। নারী সাক্ষরতা বৃদ্ধির হারে গোটা দেশের গড় পরিসংখ্যানকে টেক্কা দিয়েছে এ রাজ্য। পুরুষ ও নারীর জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক বিচারেও ছেলেদের পরাজিত করেছে মেয়েরা।

    http://zeenews.india.com/bengali/kolkata/sensus-on-women-empowerment_13414.html
  • Quantal Quetzal | 131.241.218.132 | ১৭ মে ২০১৩ ১১:২৭605654
  • কোড লেভেলে নামবো? সামলাতে পারবে?

    ;-)
  • | 190.215.10.118 | ১৭ মে ২০১৩ ১১:২৯605655
  • আর ওটা ইন জেনেরাল অরি কে লিখি নি। আমার ওটা মনে হয়। আগেই লিখেছি। সেই নিয়ে অনেক বিতর্ক হয়েছে।

    গুরু এক জনে র মেয়ে কোন না কোন মিছিলে হেঁটেছে তিনি সেই খবর আলাদা করে আমাকে এসে গুরু তে দিয়ে গেছেন।

    এটাকে তুমি সেক্ষেত্রে কী বলবে বিবি দা? ঃ))

    মজা করা না আমাকে খোঁচানোর চেষ্টা? ;)
  • Quantal Quetzal | 131.241.218.132 | ১৭ মে ২০১৩ ১১:৩০605656
  • কূট প্রশ্ন কিন্তু আপাতগ্রাহ্য। পিটিকে খোঁচালে যদি মজা হয়, তাইলে অন্য কাউকে খোঁচালে মজা হবে না কেন?
  • | 190.215.10.118 | ১৭ মে ২০১৩ ১১:৩১605657
  • না আরেক টু এগিয়ে এসো টেস্টিং নিয়ে আসাই ভালো ঃ)))
  • bb | 127.195.178.6 | ১৭ মে ২০১৩ ১১:৩৫605659
  • ইগনোর মাড়ি- হয়ত তুমি একমাত্র সক্রিয় বাম বিরোধী বলে।
    ব্যক্তিগত ভাবে নিওনা।
  • | 190.215.10.118 | ১৭ মে ২০১৩ ১১:৩৬605660
  • বুনানের সিপিএম অনেক ভালো কাজ করেছে, অন্ততঃ প্রথম ১৫ ব্ছর। আমি বার বার একথা লিখেছি। প্লিজ দেখো।

    আমি বাম বিরোধী বটে কিন্তু খোলা মনের।
  • | 190.215.10.118 | ১৭ মে ২০১৩ ১১:৩৮605662
  • অরি এগ্রীড ঃ))
  • | 190.215.10.118 | ১৭ মে ২০১৩ ১১:৩৮605661
  • অরি এগ্রীড ঃ))
  • কৃশানু | 177.124.70.1 | ১৭ মে ২০১৩ ১১:৪০605663
  • না। পয়েন্ট এ আসতে হলে এটাও মনে রাখা উচিত, সেই খোঁচাটা খাওয়া গেছিল এই 'আপাত' রাজনীতি বিরোধিতার জন্য। বাম বিরোধিতার জন্য নয়।
    আর
    "সেই ফুল টাইম ম্যাল্টি ন্যাশানাল।

    পাস টাইম সিরিয়াস রাজনীতি"
    - তা আমার বক্তব্য হলো আমি তো শুধু রাজনীতি নয়, বই-পত্তর, নাটক, গান, সিনিমা সব বিষয়েই কত রাজা উজির মারি। তা এখন আমায় খান দশেক বই, চাট্টি সিনেমা , দুটো নাটক এক এলবাম গান বানাতে হবে?
  • Quantal Quetzal | 131.241.218.132 | ১৭ মে ২০১৩ ১১:৪১605664
  • এবারে ক্যুইজ। "কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য" - এটা কার ক্যাচলাইন?
  • ঊমেশ | 90.254.147.148 | ১৭ মে ২০১৩ ১১:৫১605665
  • শুনলাম এখানে না কি আজ ব্রতীনের পা টানাটানি (লেগ পুলিং) হচ্ছে।
    আমিও টানতে চাই, শুধু বলে দাও কোন পা টা, সবাই একটা ধরে টানছে, আমি অন্যটা টানলে পড়ে যেতে পারে।
  • lcm | 34.4.162.218 | ১৭ মে ২০১৩ ১২:০৩605666
  • বোতিন হল গুরুর রেসিডেন্ট ৯৫%।
    ...পলিটিক্স দেশের বারোটা বাজালো ...পলিটিশিয়ানদের লাইন দিয়ে দাঁড় করিয়ে চাবকাতে হয় ...এই শালা পলিটিশিয়ানগুলোকে একবার পেলে না... সব কটাকে ফায়ারিং স্কোয়াডের সামনে ফেলে গুলি চালিয়ে দাও, দেখবে দেশের হাল ফিরে যাবে... ঘেন্না ধরে গেল এদের ওপর... অসহ্য ...

    চারিদিকে তো এই কলরব। বোতিন শুধু গুরুতে এগুলো বলে ফেলে। ভালোই করে। একটু মাস রিপ্রিজেন্টেশন থাকা ভালো। একা বোতিন ৯৫% ঘাড়ে নিয়ে ...
  • কৃশানু | 177.124.70.1 | ১৭ মে ২০১৩ ১২:০৬605667
  • এল্সিয়েমদা ঠিক।
    কিন্তু ফেবুতে আর সর্বত্র এই ৯৫ পার্সেন্ট এর জ্বলে আর টেকা যায় না। তাই গুরুতে বোতিন্দাকে সংখ্যা লঘিষ্ঠ পেয়ে একটু আবাজ দিয়ে যাই। এই আর কি।
  • কৃশানু | 177.124.70.1 | ১৭ মে ২০১৩ ১২:০৯605668
  • তবে আমি বামবিরোধী আর রাজনীতিবিরোধী এই স্ট্যান্ডটা হেব্বি ;-)
  • bb | 127.195.178.6 | ১৭ মে ২০১৩ ১২:২৩605670
  • আসলে এই পলিটিশিয়ানদের গালি দেওয়া আমাদের মজ্জায় মজ্জায়। এই আমিই চাকরীতে উন্নতি করতে বসকে তেল দি, সহকর্মীর বিরুদ্ধে কান ভারী করি, অফিসের সময়ে বসে গুরু করি, খেলা ফলো করি, শেয়ার মার্কেটে ট্রেড করি আর তারপর ব্ছর বছর ১৫% মাইনে বেশী চাই।
    কিন্তু রাজনৈতিক নেতাদের বেলায় তাদের সম্পুর্ণ ডেডিকেটেড হতে হবে ছেলে মেয়ের জন্য কিছু করা চলবে না আর গাড়ীঘোড়া চড়তে পারবে এই আশা করি।
    এই দুটো মেলাতে পারি না।
  • b | 122.79.40.111 | ১৭ মে ২০১৩ ১২:৪৫605671
  • তোমার কথার রেশ টেনে একই কারনে রাজনীতি গুলে খেয়ে না ফেললেও আমার রাজনীতি নিয়ে কথা বলার অধিকার থাকা উচিত কী বলো কৃশানু?

    আর তুমি হয়তো চোখে দেখতে পাও নি। তাই আর এক বার লিখছি
    আমি নিজে ( বোল্ড এবং আন্ডার লাইন) রাজ নীতি করতে পছন্দ করি না সেটা কি আমাক্ব বাম বিরোধিতা করতে আটকায়? যদি আটাকায় কীভাবে?
  • b | 122.79.40.111 | ১৭ মে ২০১৩ ১২:৪৯605672
  • বিবি দা হয়তো বিশ্বাস করবে না তবু বলি রাজনৈতিক নেতা রা বোধহয় তার থেকে"একটু" বেশী কিছু করে।

    বিভিন্ন ঘাপলা তথা স্ক্যাম গুলো দেখলেই বুঝতে পারবে।ঃ))))
  • PT | 213.110.243.23 | ১৭ মে ২০১৩ ১৩:১৬605673
  • রাজনীতিবিদরা "একটু" বেশী করে সেটা বোধহয় ক্ষমতা বেশী থাকার কারণে। কিন্তু শ্রীসান্তরাও তাদের ক্রিকেটের ক্ষমতার মধ্যেই যা পায় লুঠে নেওয়ার চেষ্টা করে খেলার মাঠ থেকে।

    আসলে প্রাথমিক ভাবে বোধহয় ভাবার সময় এসেছে যে যদি পার্লামেন্টের ৭০ ভাগ জনপ্রতিনিধি কোটিপতি হয় তাহলে তারা সেই কোটি বাঁচানো এবং বাড়ানোর জন্যই কাজ করে যাবে কিনা। আমার মনে হয় যে দু-একজন বাদে বাকি সবাই সেটাতেই ব্যস্ত। রাজনীতিবিদরা ভীষণ রকম ভাবে ব্যব্সার সঙ্গে জড়িয়ে পড়ছে অথবা ব্যবসায়ীরাই এখন রাজনীতিকে সম্পুর্ণ ভাবে কবজা করে নিজেরাই আইনসভায় গিয়ে বসতে শুরু করেছে। কাজেই রুটি যতই ওলটাও, ঘাপলা আর স্ক্যামের থেকে মুক্তি নেই।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৭ মে ২০১৩ ১৩:১৭605674
  • বিবি দাকে ক।
  • কৃশানু | 177.124.70.1 | ১৭ মে ২০১৩ ১৩:৫১605675
  • 'আমি নিজে ( বোল্ড এবং আন্ডার লাইন) রাজ নীতি করতে পছন্দ করি না সেটা কি আমাক্ব বাম বিরোধিতা করতে আটকায়?' - একদম না।

    ঠিক যেইভাবে অন্য কারুর বাম সাপোর্ট করাও আটকায় না। বা তিনো বিরোধিতা। কিন্তু তখন তাকে হাস্যাস্পদ প্রমাণ করতে চাইলে কিন্তু তির নিজের দিকেও আসতে পারে, এইটা ভেবে রাখা ভালো :-)
    আর ভাট বোকা আখ্যা দিতে চাইলেও সেটাই স্মরণে রাখা উচিত, বাজে ভাট কেউ কম দেয় না।
    আরো, কে খোলা মনের কে নয়, সেও নিজে বিচার করলে তো রানীমার মতই 'আমরা একশতে একশ হয়ে যায়', তাই না?
  • Quantal Quetzal | 131.241.218.132 | ১৭ মে ২০১৩ ১৩:৫৮605676
  • কারোরই কিছু আলোচনা বা সমালোচনা করতে আটকায় না। সাহিত্য সমালোচনা করতে গেলে সাহিত্যিক হওয়ার দরকার নেই, সিনেমার আলোচনা করতে গেলে মানিকবাবু হওয়ার দরকার নেই। কিন্তু, ইয়েস - দেয়ার ইজ অ কিন্তু - ওই রূপক সাহার মত ক্লিন্সম্যানের জিরো ডিগ্রী অ্যাঙ্গল থেকে ডাইভ দিয়ে হেডে গোল দেখে "ঠিক যেন ফুল ফর্মের শিশির ঘোষ" - টাইপ আলোচনা করলে বাপু আমার মুশকিল হয়। মানে পেটের মধ্যে কেমন একটা করে।
  • Blank | 180.153.65.102 | ১৭ মে ২০১৩ ১৪:৩০605677
  • ম্যক্সিমাম লোক ই যত টা সুযোগ পায় ততটাই লুটে নেওয়ার চেষ্টা করে। রাজনীতিবিদদের মধ্যে সুযোগ বেশী, তাই লুটে নেয় বেশী।
    আপিসে তো লোকে আপিসের ফোন ইউজ করে পার্সোনাল কল করে প্রচুর লোক, আপিসের নেট ইউজ করে ফেসবুক - বছরের শেষে জালি করে হোম রেন্ট, মেডিকাল বিল জমা - এগুলো তো খুব কমন।
    B1 ভিসা তে গিয়ে জালি করে রি-ইমবার্স প্রচুর লোকে করে থাকে, খুব কমন জিনিস।
  • j | 230.227.106.153 | ১৭ মে ২০১৩ ১৪:৩৮605678
  • কৃশানুকে ক্ক
  • চান্দু মিঁঞা | 122.79.36.6 | ১৭ মে ২০১৩ ১৪:৪৭605679
  • একদম জালিম দুনিয়া!
  • ranjan roy | 24.96.100.24 | ১৭ মে ২০১৩ ১৬:১২605681
  • পিটি,
    আপনার মূল বক্তব্যের সঙ্গে আমি একমত। আর কোন ওয়েলফেয়ার ফান্ডের জন্যে টাকা তোলাই নিন্দনীয় নয়, ক্লাবের জন্যেও নয়। বহু ক্লাবও ওয়েলফেয়ার ফান্ড চালায়। খালি ওয়েলফেয়ারে খরচ হলেই হল।
    আনন্দবাজার ও অন্যান্য প্রশ্নে আপনার এবারের সব , বক্তব্যই বাস্তব সম্মত ও ব্যালান্স্ড লাগল। খালি অনুরোধ, যেকোন বক্তব্য, আবাপ বা কোন হরিদাসের হোক , নাম দেখে দল দেখে বা ব্র্যান্ড দেখে আগেই উড়িয়ে দেবেন না। তার কন্টেন্টের নিরিখে ওড়াবেন।

    আর অশোক মিত্রের রাজ্যসভায়ে জেতানোর তথ্য ও যুক্তিটা মমতার সারদার মূল অভিযুক্তদের তড়িঘড়ি গ্রেফতার, নতুন ও কড়া আইন প্রণয়ন, কমিশন বসানো দিয়ে প্রমাণ করার সঙ্গে তুলনীয়।
    আমি সিপিএম এর রাজ্য কমিটির দুই সদস্যের স্টেটমেন্টে আস্থা রাখি। আপনি ওই তথ্যকে যথেষ্ট মনে করতেই পারেন। যেমন সীতারাম ইয়েচুরি আফজল গুরুর ফাঁসিতে বিচারব্যব্স্থার ওপর পূর্ণ আস্থা রেখে বলেছিলেন-- আইনি প্রক্রিয়া পূর্ণ হয়ে ব্যাপারটা শেষ হয়েছে।
    এ ব্যাপারে পসন্দ আপনি আপনি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন