এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 188.91.253.21 | ১২ মার্চ ২০১৪ ১২:০৭608002
  • মুলার না থাকলেও হতনা গান্ধি। সেকেন হাফে বেয়ার্ন বেশ বাজে খেলেছে, তাও গানার্সরা ঝুলই খেল্লো।
  • ঊমেশ | 90.254.147.148 | ১২ মার্চ ২০১৪ ১২:৫৭608003
  • কাল রাতে ম্যাচ দেখতে দেখতে যে কথাটা মাথায় এসেছিল,

    সুয়ারেজ, ইয়ং, বেল রা গিয়ে রবেন'র এর কাছে ক্লাস নিতে পারে।
    কি করে ডাইভ টা ক্লাসিক লেভেলে নিয়ে যেতে হয়।
    আমার দেখা বেস্ট ডাইভার।
  • kc | 204.126.37.78 | ১২ মার্চ ২০১৪ ১৩:৪৫608004
  • কালকে এসি মিলান আর মাদ্রিদের খেলা কেউ দেখেনি? কি ঝুল খুল। ছেলেবেলার ফেবারিট ক্লাব ছিল।
  • Arpan | 52.107.175.156 | ১৩ মার্চ ২০১৪ ০২:৫৮608005
  • হবু লিগ চ্যাম্পিয়নদের তো দেখি আমাদের থেকেও বাজে অবস্থা।
  • Tim | 12.133.53.31 | ১৩ মার্চ ২০১৪ ০৩:০১608006
  • বার্সা কে হেবি টেনে খেলাচ্ছে। ওটা পেনাল্টি হয়, দিলোনা, এদিকে কার্ড দিলো।
  • Arpan | 52.107.175.154 | ১৩ মার্চ ২০১৪ ০৩:১৭608007
  • সিটির গোলটা অফসাইড।
  • Tim | 12.133.52.129 | ১৩ মার্চ ২০১৪ ০৭:৩৯608009
  • হ্যাঁ কম্পেনসেট করলো। ঃ-)
    তবে মাইরি মেসি এইসব বাজে ডিফেন্ডারদের জন্য মহান হয়ে গেল।
  • aranya | 78.38.243.218 | ১৩ মার্চ ২০১৪ ০৮:০২608010
  • এই ম্যাচটা কিছুটা দেখলাম, ইনক্লুডিং মেসির গোল
  • + | 213.110.243.22 | ১৩ মার্চ ২০১৪ ০৯:৫৭608011
  • ভুলভাল ম্যাচ। বেকার বেকার ঘুম নষ্ট
  • aranya | 154.160.226.53 | ১৩ মার্চ ২০১৪ ২২:২৬608012
  • গান্ধীর কথায় ভরসা পেলাম। বহুদিন পর খেলা দেখছি, তেমন আহামরি কিছু লাগছিল না, ভাবলাম হয়ত খুব ভাল কোয়ালিটির খেলাই হচ্চে, আমি আউট অব টাচ বলে বুজছি না
  • + | 213.110.243.22 | ১৩ মার্চ ২০১৪ ২২:৫৩608013
  • সিটির গোল মোটেও অফসাইড ছিলোনা। রবার্তো কোম্পানীর লাইনের পিছনে ছিল।
  • Arpan | 52.107.175.146 | ১৪ মার্চ ২০১৪ ০০:১৬608014
  • কোম্পানি না। লেস্কট অফসাইড পজিশনে থেকে ইন্টারফেয়ার করেছে।
  • ঊমেশ | 91.147.146.135 | ১৬ মার্চ ২০১৪ ০১:০৪608015
  • আজ কিছু মিনিটের মধ্যে দু-দুটো ব্রাজিলিয়ান রেড-কার্ড!!!!!!!!!!!!!!!!!

    আজকাল ব্রাজিলিয়ান'রা প্রচুর রাফ খেলছে আর কার্ড দেখছে। কি হলো হঠাৎ ফুটবল শিল্প ছেড়ে ফুটবল গুন্ডামি তে নাম লেখালো কেন?

    ওখানেও কি পরিবর্তনের ধাক্কা?

    ওদের সাপোর্টার'রা কি বলে?
  • রোবু | 213.147.88.10 | ১৬ মার্চ ২০১৪ ১১:০০608016
  • উইলিয়ান বেশ কোয়ালিটি প্লেয়ার।
    রামিরেজ-কে আমার দারুণ কিছু লাগে না।
    তবে কথাটা কিছুটা সত্যি তো বটেই।

    বাকি পরে লিখবো।
  • Jay | 186.24.30.192 | ১৬ মার্চ ২০১৪ ১৭:১০608017
  • চেলসী হারায় মন খারাপ! মোবা, ফরেস্টের পর আমার তিন নম্বর ফেবারিট টিম- পোথম দুটোতো খালি ছড়ায়। তাই চেলসী হল গিয়ে কম্ফোর্ট সাপোর্ট। মোরিনহোকে যাতা ভালো লাগে। আব্রাহোমোভিচতো আরো ঘ্যামা- পুরো মফিয়া ডন; আসলে রাশিয়ার ছো*য়া যাতেই থাকে তাই ভালো লাগে!
  • Arpan | 52.107.175.154 | ১৬ মার্চ ২০১৪ ২০:৫০608018
  • ফার্গির অবস্থা পুরো জ্যোতিদাদুর মত হয়েছে। সেই জীবদ্দশাতেই দেখে যেতে হল বন্ধু!

    থার্ড পেনাল্টিটা স্টারিজ পুরো ডাইভ মেরে আদায় করেছিল। জেরার্ডের মিসটা পুরো পোয়েটিক জাস্টিস।
  • + | 213.110.243.23 | ১৭ মার্চ ২০১৪ ২০:২৫608020
  • কাল একটা ৫গোলের চান্স মিস হয়ে গেল।

    রামিরেজ ঠিক ব্রাজিলিয়ান ঘরানার প্লেয়ার নয়, ও তো মাঝমাঠে ওরকম খেলেই বিখ্যাত, ব্রাজিলের এখনকার যে টিম কনফেড জিতল, ওখানে দুই সাইড ব্যাক ছাড়া কেউ রাফ খেলেনি। এমনকি হোল্ডিং আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গুস্তাভো-পাউলিনহো ও রাফ নয়। তুই স্টপার লুইজ-থিয়াগো সিলভাও রাফ নয় আর উইলিয়ান সাধারণত ওরকম খেলেনা।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৭ মার্চ ২০১৪ ২০:৪১608021
  • কালকের খেলার কথা ছেড়ে পুরোনো কথা!!!

    আমি তো কালকেই গান্ধী'র থেকে ৩-৪ টে পোস্ট আশা করেছিলাম।
    লিভারপুল, রিয়েল সবাই তো জিতে চলেছে।

    অনেক দিন বাদে প্রিমিয়ার লিগে চারটে টিম আর লা-লিগা তে তিনটে টিম চ্যাম্পিয়ন হবার দৌড়ে।
    যদিও আমি আমাদের টিম নিয়ে ওতো আশা রাখছি না, কিন্তু দৌড়ে আছে।
  • + | 213.110.247.221 | ১৭ মার্চ ২০১৪ ২২:১১608022
  • বাড়ি গেলে নেট থাকেনা, মোবাইল থেকে গুরু করার অনেক হ্যাপা।

    কালকের খেলা নিয়ে আর কি বলব? ৫-৬টা গোল হলে আশা মিটত। এই প্রথমবার মনে হচ্ছে এত উইক বেঞ্চ নিয়েও কিছু আশা করা যায়। পুরো সীজন কেটে গেল মেকশিফ্ট লেফ্ট ব্যাক দিয়ে (কয়েকটা ম্যাচ সিসোকো-এনরিকে বাদ দিলে) টিমে একটা মাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার (লুকাস), ওকে ছাড়াও খালি ফর্মেশন পাল্টে, আর জেরার্ডকে এই বয়েসে এই কাজ করানো, রজার্সের ক্যাপা আছে

    মোবা নিয়ে শত উস্কালেও আমি কিছু বলবনাঃ(
  • ঊমেশ | 90.254.147.148 | ১৭ মার্চ ২০১৪ ২৩:১৬608023
  • আমি নিজেও এবছরের আই-লিগ নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি, তাই আমি অন্তত তোমায় মোবা নিয়ে কিছু বলবো না।
  • + | 213.110.243.22 | ২০ মার্চ ২০১৪ ১১:৩৯608024
  • কেউ কি ভেবেছিল ম্যানু কাল জিতবে ?
  • ঊমেশ | 90.254.147.148 | ২০ মার্চ ২০১৪ ১৩:০০608025
  • প্রথম লেগের ম্যানু'র খেলা দেখিনি।
    কিন্তু কাল দেখলাম।
    ওলিম্পিয়াকস কে তো সোয়ানসি, ওয়েস্ট-ব্রোম এর মতো টিম ৩-৪ টে গোলে হারাবে।
    সেই টিমের সাথে খেলা নিয়ে ম্যানু'র ম্যানেজারের না কি রাতের ঘুম চলে গিয়েছিল!!!!
    এরা এতো দুর এলো কি করে?
  • ঊমেশ | 90.254.147.148 | ২০ মার্চ ২০১৪ ১৫:১৬608026
  • লিভারকুসন, ওলিম্পিয়কস, শালকে দের দেখে মনে হচ্ছে, যদি শালা লাস্ট ম্যাচটা একটু ভালো খেলে ড্র করা যেত, তাহলে প্রিঃ কোঃ তে এদের কারো সাথে খেলতে হতো।
    অন্তত কোঃ ফাঃ তে সিওর খেলা যেত।

    যারা বিদায় হয়েছে, ম্যান সিটি, আর্সেনাল আর কাজান ছাড়া বাকি কেউ পাতে দেবার মতো ছিল না।
    প্রিমিয়ার লিগের মাঝারি সাইজের দল এদের যেকোনো দিন হারিয়ে দেবে।
    মিলানের এখন কার কথা ভেবে বলছি।

    আজকাল বুন্দেশ-লিগা নিয়ে খুব কথা চলছে, ওটা একটা লিগ হলো!!!!!
    বেয়ার্ন অন্য দের থেকে ২০ না কতো পয়েন্টে এগিয়ে, এটা আবার কিসের কম্পিটিশন!!!!!
  • + | 213.110.243.22 | ২০ মার্চ ২০১৪ ১৫:৩৫608027
  • কাজান কোত্থেকে এলো? জেনিথ হবে।

    ডর্টমুন্ড এখনো ভালই খেলছে, মরশুমের শুরুর দিকে পিছিয়ে গেছিল বলে লীগে কনসেন্ট্রেট না করে বাকিগুলোতে ভালো ই খেলছে
  • + | 213.110.243.22 | ২০ মার্চ ২০১৪ ১৫:৪২608028
  • ওলিম্পিয়াকোস এলো কি করে?

    মিত্রগলুকে ফুলহ্যাম নিয়ে না নিলে এত সহজ হতনা বোধয়। টিম একদিন খারাপ খেলতেই পারে, তাবলে এতটা হ্যাটা করার মত বাজে টিম নয়। একই গ্রুপ থেকে বেনফিকা উঠতে পারেনি
  • ঊমেশ | 90.254.147.148 | ২০ মার্চ ২০১৪ ১৫:৪৫608029
  • স্যরি, ওটা জেনিথ হবে।
    মোট কথা রাশিয়া'র টিম।

    কোনো লিগে মাত্র একটা টিম বাকিদের থেকে লিগের মাঝ পথে ২০ পয়েন্টে এগিয়ে যায়, সেটা কি লিগ বলা যায়!!!!!

    লা-লিগা তে তবুও দুটো টিম থাকে, এবার সেটা তিনটে হয়েছে।
    সিরি-এ তেও প্রথম তিনটে টিমে এতো বেশী ফারাক থাকে না। ফ্রেন্চ লিগে পিএসজি এতো ভালো টিম নিয়েও এতো এগিয়ে নেই।
  • + | 213.110.243.22 | ২০ মার্চ ২০১৪ ১৬:৩২608031
  • এই ক্যাটেগরিতে ফেললে আমাদের আই লীগ ভালো লীগের দলে ঢুকে যাবেঃ)
  • ঊমেশ | 90.254.147.148 | ২০ মার্চ ২০১৪ ২২:২০608032
  • সেই যায় বলো, একটা লিগের অর্ধেক না গড়াতেই একটা টিম লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলো, সেটা মোটেই ভালো লাগার জিনিস নয়।

    তার থেকে লিগের শুরুতেই ওদের কে ট্রফি দিয়ে বলে দিতে পারে, "তোমরা জিতে গেছো, আর খেলে সুস্থ শরীর ব্যস্ত করে কি লাভ, বরং বাকিরা খেলুক, তোমরা গ্যালারী তে বসে খেলা উপভোগ করো।"
  • + | 213.110.243.22 | ২১ মার্চ ২০১৪ ০৯:২৬608033
  • এত কম কমপিটিশনে থাকলেও ইপিএল বাদে তাদের ৪টে টিমই শেষ ১৬ আর ২খানা কোয়ার্টার।

    শেষ ১০ বছরে ৪টে আলাদা টিম চ্যাম্পিয়ন হয়েছে।

    ফলে বুন্দেশলীগাকে না বলে বলা ভালো যে বেয়ার্ণ নিজেকে এই লেভেলে নিয়ে গেছে
  • ঊমেশ | 90.254.147.148 | ২১ মার্চ ২০১৪ ১৩:০০608034
  • বাদ দাও। বিষয় বদল করি

    আজ চ্যাঃ লিঃ ড্র।
    আছেঃ রিয়েল, বেয়ার্ন, পিএসজি, বার্সা, অ্যাঃ মাদ্রিদ, চেলসী, ডর্টমুন্ড আর ম্যানু।

    আমি আমার মতে সবথেকে শক্তিশালী টিম থেকে শুরু করে পরপর সাজালাম।

    ড্র যায় হোক, আমি চাইবো না রিয়েল/পিএসজি/বেয়ার্ন এই তিনটে টিম কোঃ ফাইনালে মুখোমুখি হোক।
    এদের যেকোনো দুজন কে ফাইনালে দেখতে চাই।

    আজ মনে হয় বাকি সব টিম ম্যানু কে চাইবে, কি দুর্দিন ম্যানু'র!!!

    শুনলাম শুধু ফুটবলার নয়, ফুটবল টই তে যারা নিয়মিত লিখবে তারাও এম-পি সিট পেতে পারে, তাই ভাবছি আজ থেকে খুব লিখবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন