এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুসুম্বা | 116.198.200.110 | ১২ জুলাই ২০১৩ ০১:১০609255
  • সিপিআইএমএল-এর উপস্থিতি আমাদের গ্রামের রাজনৈতিক বাতাবরণ ও চর্চায় এক গুরুত্বপুর্ণ উপাদান তা ক্রমাগত পরিস্কার হচ্ছে আমার কাছে। এইচ-এর প্রশ্ন থেকে এক ঝলকে কথাটা মাথায় এল। রামপুরহাট সংলগ্ন এই গ্রামগুলোতেও রাস্তার ধারে ধারে শিল্পের নামে জমি গ্রাস করছে/করবে ব্যবসায়ীরা সেই বিষয়ক আলোচনা সেইযে ৯৯একর পর্যন্ত যে কেউ কিনতে পারবে বলা হয়েছিল জমি নীতিতে, সেই সময় শুনেছিলাম। কিন্তু আমিইতো ঐ বিষয়টা পুরো ভুলে গেছি মনে হচ্ছে!! ল্যান্ড বিল না কিসে একটা বলা হলনা? একটু সাহায্য করুন প্লীজ!

    রামপুরহাট শহরেই গরিব পাড়ার অনেকে বেশী দামে জমি বেচে একটু গ্রাম সাইডে জমি কিনছে। এই নিয়ে চর্চাও আছে।
  • pi | 172.129.44.87 | ১২ জুলাই ২০১৩ ০১:৩০609256
  • নোনাডাঙার মতন ঘটনার কী প্রতিক্রিয়া গ্রামে ? না কি এই খবর পৌঁছায়ইনি ? সেটাই অবশ্য বেশি সম্ভব মনে হয়।
    আরেকটা প্রশ্ন ছিল, মমতার এই সব স্টেটমেন্ট, সাজানো ঘটনা, অনুকে মাওবাদী, চো-ও-প, কার্টুন কাণ্ড, মানে যেগুলো মূলত শহর কেন্দ্র করে হচ্ছে, সেগুলোর কোন প্রভাব গ্রামে পড়েছে ?
  • কুসুম্বা | 116.198.200.110 | ১২ জুলাই ২০১৩ ০১:৪১609257
  • নোনাডাঙার আন্দোলন ভালো কভারেজ পেয়েছিল, এবং মমতার সরকারও যে উচ্ছেদ করছে সেই প্রশ্নটা নোনাডঙাকে ধরে সামনে এসেছিল, গ্রামে চর্চা শুনেছি। মোটামুটি লম্বা সময় ধরে আন্দোলনটা চলায় নোনাডাঙার রেফারেন্স দিলে এখন অনেকে রিলেট করতে পারবে বলে আমার মনে হয়।

    পাই, কিছু মনে করবেননা, যোগাযোগ আমি করব সময় সুযোগ মত।
  • কুসুম্বা | 116.198.200.110 | ১২ জুলাই ২০১৩ ০১:৪৫609258
  • আর, পাই, মমতার অনেক কমেন্ট টিভিতে শোনার আগেই আমি অন্যের মুখ থেকে সরেস চর্চা শুনতে পাই।
  • কুসুম্বা | 116.198.200.110 | ১২ জুলাই ২০১৩ ০১:৫০609259
  • এবং আমার গ্রামে নয় শুধু, সেখানেত আপনার বলা বেশীরভাগ বিষয় নিয়ে নক্সালদের সচিত্র হাতে লেখা পোস্টারও দেখেছি, অন্য অন্য গ্রামেও এসব সবাই জানে। লোকমুখে কিভাবে যে মুহুর্তে রাষ্ট্র হয়ে যায় খবর আল্লা জানে!
  • pi | 172.129.44.87 | ১২ জুলাই ২০১৩ ০২:০২609260
  • আচ্ছা, ইন্টারেস্টিং খুব ! তাহলে বেশিরভাগ গ্রামেই নক্সালদের ভালোই পেনিট্রেশন আছে। অন্তত পোস্টার দেবার মত ।
  • h | 213.132.214.155 | ১২ জুলাই ২০১৩ ১৩:৫৫609261
  • ঈপসিতা, নক্সাল বলতে কোন নক্সাল, এই টা আমার একটা প্রাচীন প্রশ্ন।
  • কুসুম্বা | 120.227.228.171 | ১২ জুলাই ২০১৩ ১৪:১৬609262
  • পাই,
    বেশীরভাগ গ্রামে 'কোন নক্সাল'ই নাই। সারা রাজ্যে কটা আসনে লড়ছে ওর? ৫% হবে? জানিনা। আমাদের অঞ্চলে আছে, এবার পাঁচটা জিপিতে লড়ছে, একটা পিএস আসনে। কাল ওদের সভাতেই বলল। এই নক্সালদের দলের পোষাকি নামঃ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সিস্ট-লেনিনিস্ট) লিবারেশন। বিশাল নাম। গ্রামের লেবার শ্রেণীর লোকেরা বলে লেবারেশন।
  • কুসুম্বা | 120.227.228.171 | ১২ জুলাই ২০১৩ ১৪:৩৩609263
  • রাজ্য সরকার খুশি। কমিশনও। উভয়েই বলছে নির্বিঘ্নেই হয়েছে প্রথম পর্বের ভোট।

    তীরবিদ্ধ বুক, কিছু সংঘর্ষ, কয়েকজন প্রার্থির ওপর হামলা এবং বুথ জ্যাম ও ছাপ্পা ভোটের অভিযোগ যেটুকু আছে তা 'ব্যতিক্রম'।
  • h | 213.132.214.155 | ১২ জুলাই ২০১৩ ১৪:৩৬609265
  • শৈলেন মিশ্র মারা গেছেন শুনেছি, এটা কি সত্যি? আর সুহাস সরকার কি লিবারেশন এ যোগ দিয়েছেন, এরকম কিছু জানেন?
  • h | 213.99.212.54 | ১২ জুলাই ২০১৩ ১৪:৩৯609266
  • আর সিদ্ধার্থ বসু কি অ্যাকটিভ পলিটিক্স এ ফিরেছেন? বীরভূমে? এঁর সম্পর্কে আমরা আমরা খুব শ্রদ্ধাশীল ছিলাম।
  • ranjan roy | 24.99.44.159 | ১২ জুলাই ২০১৩ ১৫:১৪609267
  • এই লিবারেশন গ্রুপ কি যেটার সর্বভারতীয় নেতা কেরালার কে এন রামচন্দ্রন? তাত্ত্বিক পি এ জেমস্‌? বঙ্গের মহিলা নেতা শর্মিষ্ঠা বিশ্বাস?
    যাঁরা বর্তমানে সশস্ত্র সংগ্রামের বদলে মাস লাইনের অ্যাডভোকেসি করেন?
  • কুসুম্বা | 120.227.228.171 | ১২ জুলাই ২০১৩ ১৫:২১609268
  • থানায় গেছিলাম অন্য একটা কাজে। কাঠের বেঞ্চে বসে অপেক্ষা করার সময়, দুপুর ১২টা নাগাদ, সেন্ট্রীর ডিউটি বদল হচ্ছিল। বন্দুক ও বুলেটের থলিটা হস্তান্তর করতে করতে নাইট ডিউটি শেষ হওয়া মাঝবয়সী পুলিশ আমার দিকে চোখ পাকিয়ে বললঃ হিংসে হয়, বুঝলেন, আপনাদের দেখলে হিংসে হয়, কেমন একখানা ঘুম মারিয়ে চোখটোখ ফুলিয়ে এসেছেন। আর আমরা শালা! তিনজন কনস্টেবলকে ঘুরিয়ে ফিরিয়ে সেন্ট্রী ইউডি রেইড, ডিউটি করে ফিরে মুখে কিছু দিয়েছি কি দেয়নি অম্নি ফোন, চালাও ডিউটি।

    এই লোকের বাড়ি বারসাত। খৈনী সূত্রে আলাপ করার পর ইনি আমাকে কিছুক্ষণ আগেই গুণগুণ করে এ আমার গুরুদক্ষিণা গানটি শুনিয়েছেন এবং প্রসঙ্গ উত্থাপিত হওয়ায় ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে সব আইন যথাযথভাবে মানতে গেলে রাস্তায় একটা ট্রাকও চলতে পারবেনা, সুতরাং পুলিশের ঐ দুদশটাকা ঘুষ তোলাটাকে অত খারাপ চোখে দেখা উচিত নয়, এমনকি রাইটার্সের এক বন্ধু মারফত তার একটা সত্যি গল্পো জানা আছে যেখানে সাংবাদিক রাস্তায় পুলিশের তোলা তোলার দৃশ্য দেখানয় জ্যোতি বসু বলেছিলেন যে অন্য কিছু থাকলে দেখান, ধোঁয়াধূলোর মধ্যে কাজ করতে হয়, ডাব খাওয়ার জন্য দুপয়্সা নিতেই পারে।

    এই থানার আইসি কিছুদিন আগে বিলক্ষণ উষ্মা প্রকাশ করে আমাদের কয়েকজনকে বলেছিলেন যে রাজ্য পুলিশকি এর আগের ভোটগুলি সুষ্ঠুভাবে করেনি! তাহলে কেন্দ্রীয় বাহিনী কেন?

    আমাদের জেলায় ২২তারিখ ভোট।
  • কুসুম্বা | 120.227.228.171 | ১২ জুলাই ২০১৩ ১৫:২৬609269
  • peyechhi

    eTaai
  • | 24.97.177.152 | ১২ জুলাই ২০১৩ ১৭:১৯609270
  • অস্ম্ভব টাটকা লেখা।

    পুলিশদের এমনি সব সমস্যা নিয়ে একসময় কিছু ঘাঁটাঘাটি করেছিলাম। পুলিশ আর মিলিটারির তুলনা করে করে। পরে পর্যাপ্ত তথ্য হাতে না পাওয়ায় সেটা আর লেখা হয় নি।
  • | 24.97.177.152 | ১২ জুলাই ২০১৩ ১৭:২০609271
  • অসম্ভব
  • ach | 132.163.49.102 | ১২ জুলাই ২০১৩ ১৮:৪০609272
  • হ হ
  • কুসুম্বা | 233.176.198.135 | ১২ জুলাই ২০১৩ ২৩:২৬609273
  • শৈলেনদার সাথে বছর খানেক আগে দেখা হয়েছিল কলকাতা যাওয়ার পথে ট্রেইনে। তাঁর ঠাকুরদার ঠাকুরদাকে রবীন্দ্রনাথের বাবা শান্তিনিকতনে এনেছিলেন মন্দিরে পূজারী হিসাবে, আর সেই বিষয়ক কিছু পুরান লেখাপত্র দিয়ে এক গবেষককে সাহায্য করতে এবং ছাত্রাবস্থায় সত্তরের সেই উত্তাল সময়ে একবার কলকাতা থেকে বোলপুর ফেরার সময় কংগ্রেসী গুন্ডাদল ও সিআরপিএফের তাড়া খেয়ে কীভাবে শেষ পর্যন্ত বেঁচে গেছিলেন সেই ভাগ শৈলেন ভাগ কাহিনী এবং জলার্ক পত্রিকায় দিতে কলকাতা যাচ্ছিলেন শৈলেনদা, আমি যাচ্ছিলাম নিজের ধান্দায়। রাজনৈতিক কথাও হয়েছিল অনেক। এপিডিআর ছাড়া কোন পার্টিতেই নেই সাফ জানিয়েছিলেন। শৈলেনদা সুস্থ সবল আছেন।

    সিদ্ধার্থ বসু নামে সুবোধ মিত্রের হাতে গড়া ক্যাডার বোলপুরেই সিপিএম করেন শুনেছি।

    সুহাস সরকার চিনিনা।

    গতকালের সেই ইয়াং হোলটাইমার ক্যাডারকে ছেলে-ছোকড়া ভাবছিলাম, আজ কথা হল সন্ধ্যায়। রঞ্জন রয়-এর পোস্ট করা 'গ্রুপ' 'সশস্ত্র' ও 'মাস লাইন' শব্দ তিনটি মিলিয়ে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে দিলখুস উত্তর পেলাম, বয়সটাও যা ভেবেছিলাম তার তুলনায় একটু বেশী। গ্রামের বেশীরভাগ ৩৫ পেরনো শ্রমজীবিদের দেখে কিন্তু ঠিক উল্টো ভুলটাই হবে আপনার। মেয়েদের দিকে তাকিয়েতো আমি ভেতরে ভেতরে কুঁকরে যাই। ৩০ বছরের ভাঙ্গাচোরা সেই রন্ধনকর্মী, যে শেষ পর্যন্ত নমিনেশন উইথড্র করার সমস্ত চাপ অগ্রাহ্য করতে পেরেছে, কোলের শিশুটির কথা জিগ্যেস করায় বোল্লো ওটা তার নাতনী!
  • aranya | 154.160.226.53 | ১২ জুলাই ২০১৩ ২৩:৩৬609274
  • দারুণ, দারুণ। কুসুম্বা, লিখতে থাকুন।
  • ranjan roy | 24.96.37.30 | ১৩ জুলাই ২০১৩ ০০:৩৬609276
  • কুসুম্বা,
    আমারও এম-এলদের সঙ্গে যে সামান্য পরিচয় তাতে অমনি মনে হয়েছে--- অনেক আবেগ, সারবস্তু কম। বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতির কংক্রিট বিশ্লেষণ এর পরিবর্তে কিছু সরলীকৃত ফরমূলায় বাস্তবকে বেঁধে ফেলার চেষ্টা। সেই ভূমন্ডলীকরণ/ এফ ডি আই/ নয়া উপনিবেশবাদ/ দালাল পুঁজিবাদ ইত্যাদি বাঁধাবুলির আড়ালে শর্টকাট এর চেষ্টা। যেন বাটার সাত নম্বর জুতো জোর করে সবার পায়ে পরাবে!
    এটা একান্তই ব্যক্তিগত অভিমত।
  • কুসুম্বা | 233.176.194.83 | ১৩ জুলাই ২০১৩ ০১:২৪609277
  • রঞ্জন,
    আমাদের মুখার্জী বাবুর বক্তব্য হুনে তেমন মনে হলেও ইয়াং ক্যাডারটির বক্তব্যে ঠিক উল্টো মনে হোলো। এরা আর গ্রুপ নয় মোটেই। সুসংগঠিত একটি দল হয়ে উঠেছে। বহু স্তরের প্রথাগত ও নয়া কিসিমের গণসংগঠন গঠন ও পরিচালনা করে। বিভিন্ন ভাষায় নিয়মিত অনেকগুলি পত্রিকা প্রকাশিত হয়। প্রায় সবকটা রাজ্যেই গণরাজনৈতিক কার্যকলাপ চালায়। অনেক বুড়োরা আছেন যারা সারাজীবন এই পার্টিটা করছেন। সুনির্দিষ্ট কর্মসূচি আছে যা নিজস্ব লড়ায়ের অভিজ্ঞতা ও সমাজের অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষনিরীক্ষার আলোকে আপডেটেড হয়। সব মিলিয়ে বিকাশমান একটি কমিউনিস্ট পার্টি যা কংক্রীট সিচুএশনের কংক্রীট এনালাইসিসের মাধ্যমেই এগোচ্ছে।

    যথেষ্ট শান্ত নির্মোহ আত্মবিশ্বাসী ব্যাখ্যান দিল নোতুন বন্ধুটি।

    আমি কিন্তু ঐ ভূমন্ডলীকরণ থেকে দালাল পুঁজীবাদ পর্যন্ত শব্দগুলোকে অর্থহীন মনে করতে পারছিনা। শেষ শব্দটি নিয়ে তরুণ বন্ধুটিই বরং একটু অন্যরকম সুর শোনালো, যা নক্সালদের পুরন অবস্থান থেকে একটু আলাদা। আপনার ঐ মাস লাইন ইত্যাদি প্রসঙ্গে ও কর্পোরেট আগ্রাসন প্রসঙ্গে ওঁর সাথে দীর্ঘ আলোচনায় এসবই এসেছে, বিশেষত সম্প্রতি ওঁদের পর্টি কংগ্রেসে এইসব চর্চা হয়েছে বোল্লো।
  • ranjan roy | 24.96.37.30 | ১৩ জুলাই ২০১৩ ০১:৫১609278
  • হুম্‌, হয়তো আমার নানা কারণে কিছু বিতৃষ্ণা ও বায়াস জন্মেছে।
    আমি যদি ঠিক চিনে থাকি তাহলে ওদের গতবছর দিল্লিতে কৃষিসমস্যা নিয়ে একটি এশিয়ান কনফারেন্স হয়েছিল। তাতে বাংলাদেশ ও নেপালের কিছু বাম সমর্থক ইকনমিস্টও এসেছিলেন। বইটা পেয়েছি, কিন্তু পূর্বাগ্রহের কারণে পড়ে উঠতে পারিনি, হ্যারি পটারের মত।ঃ))))
  • কুসুম্বা | 233.176.194.83 | ১৩ জুলাই ২০১৩ ০২:০৪609279
  • পড়ুন। জানাবেন সম্ভব হলে। লিবারেশনের সাইটটাতেও পাচ্ছি কিছু। আগ্রহ বোধ করছি। দিল্লীতে সাম্প্রতিক জেন্ডার মুভমেন্টে কবিতা কৃষ্ণানের লেখা কথা ইন্টারভিউ ভূমিকা ইত্যাদিতে প্রচন্ড আকৃষ্ট হয়েছিলাম। পরে দেখলাম ইনি লিবারেশনের সিসিএম।
  • ranjan roy | 24.96.37.30 | ১৩ জুলাই ২০১৩ ০২:২২609280
  • হ্যাঁ,ওদের শংকর দাসের সঙ্গে কথা বলে ভাল লেগেছে। জানিয়েছে যে জেন্ডার ইস্যুতে ও কাস্ট-সিস্টেম নিয়ে সিরিয়াস কাজ শুরু করছে। শুরুতে নিজেরা জাতিসূচক পদবী লেখা বন্ধ করে অমুক কুমার , তমুক কুমার গোছের নাম লিখছে।
  • h | 127.194.253.97 | ১৩ জুলাই ২০১৩ ১১:৩১609281
  • কুসুমবা থ্যাংক্স। ওকে, প্রায় প্রতিটাই ভালো খবর ঃ-)
  • h | 127.194.253.97 | ১৩ জুলাই ২০১৩ ১১:৩৪609282
  • কিন্তু প্রবলেম হল, পদবী ছাড়লাম ছাড়লাম ভালো, কিন্তু হঠাৎ করে এই বয়সে কুমার হব কি করে, সে কি শিষ্টতা হবে, রঞ্জনদা? ;-)
  • PT | 213.110.243.23 | ১৩ জুলাই ২০১৩ ১১:৫৪609284
  • ভেতর থেকে বদল হল না, সমাজও বদলাল না-শুধু ব্যক্তির পদবীর বদলে কুমার লিখে কি হবে?
  • PM | 233.223.159.154 | ১৩ জুলাই ২০১৩ ১২:৩৬609285
  • PT , সমাজ বদল টা কোনো তাৎক্ষনিক প্রক্রিয়া তো নয় যে হঠাত একদিন সকালে উঠে দেখলাম সমাজ বদলে গেছে?। এরকম নানা ছোটো ছোটো পদক্ষেপ যদি হতে থাকে তো ২০ বছর বাদে পরিবর্তন টা টের পাবেন হয়্তো। এর মধ্যে কিছু ভুল পদচিহ্ন-ও থাকবে- সেগুলো কালে কালে মুছে যাবে।

    সতিদাহ বন্ধের মতো আইন করে চাপিয়ে দেওয়া সফল সমাজ পরিবর্তন আজকের দিনে আর হবে না।
  • cm | 233.190.147.180 | ১৩ জুলাই ২০১৩ ১২:৫২609287
  • উচ্চবর্ণের লোকেরা পদবী ব্যবহার বন্ধ না করলে কি কোন লাভ হবে? ওগুলোতো এক একটা টিকেট যার নাই সে লাটক দেখবেনা। তাই ওদের কুমার না লিখে ভালো ভালো পদবী দিতে বলুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন