এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বাংলা গানের দুনিয়ায় বাংলাদেশ অনেক এগিয়ে

    sarkar chaandaan
    গান | ২৬ জুন ২০১৩ | ২৩৮৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 118.12.169.134 | ২৭ জুন ২০১৩ ২০:১২612935
  • এই গানটা শোনার পরে অনুপমের গানকে আর মাঝারি বলতে মন চায়না ঃ)

    কিছু কথা শুনে চমকে গেছি !
  • শ্রী সদা | 127.194.200.43 | ২৭ জুন ২০১৩ ২১:৪৩612936
  • হ্যাঁ অনুপমের যত গান এতদিন শুনেছি এটা তাদের মধ্যে বেস্ট। বলতেই হবে।
    আমার শিলাজিৎ কে প্রচন্ড আন্ডাররেটেড মনে হয়। ভদ্রলোকের পাব্লিক রিলেশনস অতীব খাজা, হাস্যকর রকমের বিকট, কিন্তু কয়েকটা গান, IMHO, পিঙ্ক ফ্লয়েডের কথা মনে করিয়ে দেয়।
  • কৃশানু | 213.147.88.10 | ২৭ জুন ২০১৩ ২২:০০612937
  • একটা দুটো গানের কথা বলছি নে।
    শিলাজিত এর একটা গান আমার ব্যাপক লেগেছিল - ধীরে ধীরে বেয়ে যাও তরী তীরে বেঁধ না। তবে কটা গান মনে রেখে পরে শুনব সন্দ আছে।
    অনুপম-এর এখনো অবধি যা যা শুনেছি, খান পাঁচেক কয়েকবার শোনা যায় এমন গান আছে। বাকি গুলো শুরতে ভালো লাগলেও পরে আর দাগ কাটে না। কিন্তু সত্যিই জানি না, এখনো অবধি রিলিজ হওয়া অনুপম এর কটা গান আমি দশ বছর বাদে শুনব?
  • কল্লোল | 125.241.51.123 | ২৮ জুন ২০১৩ ০০:৪৬612939
  • প্রতুল আর সুমনে চিৎকার!! আমি কি ঠিক দেখলাম?
    Name: টাঙন IP Address : 80.39.185.58 (*) Date:27 Jun 2013 -- 05:28 PM
    প্রতুলের গানে যথেষ্ট চিত্‍কার বর্তমান। এমনকি অর্ণবের মৃদু স্নিগ্ধতাতেও আছে। কিন্তু চন্দবিন্দুতে পাইনি। সুমন চিত্‍কার করে হাল ছেড়োনা বলেছিল বলেই আমরা যৌবন পেয়েছিলাম।

    তহলে রূপম কি সুপার চিৎকার?

    টাঙন। আপনার সাথে একমত লাল মিঞা বা তৌফিকের গান নিয়ে। পশ্চিম বাংলায় র‌্যাপ নিয়ে প্রায় কোন কাজই হয় নি। আমি তো শুনি নি। সেই তুলনায় বাংলাদেশের সাম্প্রতিক র‌্যাপ বেশ ভালো।

    তবে এভাবে তুলনা করাটা বেশ মুস্কিল। একটা ভূগোলে ১৯৭১ পরবর্তী চরম ব্যার্থতা, কথা বলা বারনের ফাঁস। আর অন্য ভূগোলটিতে ১৯৭১এর পর লড়াই করে ছিনিয়ে আনা স্বাধীনতার আস্বাদ। গান তো আলাদা হবেই, গানের ভালো-মন্দও আলাদা হতে বাধ্য।
    এটা আমার ব্যাক্তিগত মত যে, যেখানে কথা বলা বারন হয়ে যায়, সেখানে গানে-কবিতায়, বা যে কোন শিল্পমাধ্যমে চিৎকার কমে, নিজেকে প্রকাশিত হতে হয় অনেক সাবধানে নানান সান্ধ্যভাষার ভিতর লুকিয়ে। এটা একটা পরম্পরা তৈরী করে, যার থেকে বেরিয়ে আসতে মহীন-প্রতুল থেকে রূপম সময় লাগে।
    বাংলাদেশে উল্টোটা ঘটেছে। স্বপ্ন থেকে স্বপ্নভঙ্গ। ফলে এখনকার সময়কে ধরতে চাওয়া গানে গভীরতা বেড়েছে।
    তবে প্রাক বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান সময়ের গান নিয়ে বিশেষ ধারনা নেই। একটাই প্রতিনিধিত্বমূলক গান - আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী। এটুকুই জানি। আপনি একটু সাহায্য করুন না ভাই। এই গানটা কোন সময়ের ? এই পদ্মা / এই মেঘনা / এই যমুনা সুরমা নদী তটে / আমার রাখাল মন গান গেয়ে যায় / এ আমার দেশ / এ আমার দেশ / আনন্দ বেদনায় / মিলন বিরহ সংকটে........ এর সুরটিও বড় ভালো।
    একটা লিংক পেলাম, বেশ খারাপ গাওয়া, কাথাও ভুল আছে যায়গায় যায়গায়।

    একটু ভালো গাওয়া
  • pi | 172.129.44.120 | ২৮ জুন ২০১৩ ০০:৪৯612940
  • গাণ্ডুতে বেশ কিছু র‌্যাপ আছে।
  • ppn | 190.215.33.186 | ২৮ জুন ২০১৩ ০১:০৯612941
  • সদা, দলছুট শুনে দেখতে (সঞ্জীব চৌধুরী) পারিস। তাও খুব বেশি গান মনে ধরেনি। বাকি কিছু পোষায়নি আমার কাছে (অবশ্য আমি সুর তালকানা আর কেনু টাইপের লিরিক হলে ধরে সোজা ট্র্যাশে ফেলে দেই)
  • sarkar chaandaan | 141.228.29.30 | ২৮ জুন ২০১৩ ০৭:০০612942
  • হাত ধরেছি হাঁটছি পথে,কৃষ্ণকলি
  • sarkar chaandaan | 141.228.29.118 | ২৮ জুন ২০১৩ ০৭:০৮612943
  • সাত কাহন,কৃষ্ণকলি
  • rivu | 140.203.154.17 | ২৮ জুন ২০১৩ ০৭:১৩612945
  • শিলাজিত, বাংলা গানের রোহিত শর্মা। টেকনিক ছিলো, সৌন্দর্য ছিলো, শুধু কনসিস্টেন্সিটাই হলনা।

    সদা, শিলাজিতের দুটো গানের যে লিং দিলেন, প্রথম গানের শুরুর দিকটায় বিড়বিড় করে কি বলে?
  • sarkar chaandaan | 141.228.29.61 | ২৮ জুন ২০১৩ ০৭:১৩612946
  • ইচ্ছে গুলি ইচ্ছে মতো,কৃষ্ণকলি
  • sarkar chaandaan | 141.228.29.44 | ২৮ জুন ২০১৩ ০৭:২০612947
  • জাও পাখি বলো তারে,"মনপোরা" সিনেমা
  • sarkar chaandaan | 141.228.29.84 | ২৮ জুন ২০১৩ ০৭:২৭612948
  • ভেতর বলে দূরে থাকুক,"THIRD PERSON SINGULAR NUMBER"
    Tobaco causes cancer
  • sarkar chaandaan | 141.228.29.124 | ২৮ জুন ২০১৩ ০৭:৩৮612950
  • আর একটা দিন,"থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার" সিনেমা
  • sarkar chaandaan | 141.228.29.62 | ২৮ জুন ২০১৩ ০৭:৫০612951
  • জেল খানার চিঠি,"THIRD PERSON SINGULAR NUMBER"
    আমার অতি প্রিয় একটি সিনেমার গান
  • sarkar chaandaan | 141.228.29.78 | ২৮ জুন ২০১৩ ০৭:৫৬612952
  • জেল খানার চিঠি,THIRD PERSON SINGULAR NUMBER
    আমার অতিপ্রিয় সিনেমার গান
  • টাঙন | 80.39.185.85 | ২৮ জুন ২০১৩ ০৮:০৪612953
  • কল্লোলদা যে নির্দিস্ট বিষয়ে জানতে চাইছেন সে বিষয়ে বিশেষ সাহায্য করতে পারবনা, জানা নেই।
    পড়াশুনা তেমন নেই। যেমন ভাবে কানেচোখে এসেছে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ব্যক্তিগত কিছু অনুভব জানিয়েছি।
    আপনি ঐতিহাসিক বিকাশের প্রেক্ষিতে সুন্দর ভাবে চিত্‍কার বুঝিয়েছেন, বলেছেন "...সব শিল্প মাধ্যমেই চিত্‍কার কমে", বা "মহীন প্রতুল থেকে রূপম সময় লাগে।"
    তাহলে সুমন প্রতুলে চিত্‍কার আছে শুনে বিষ্মিত হচ্ছেন কেন? সব শিল্প মাধ্যমের এই চিত্‍কারকে আপনিও কি ডেসিবেলে মাপছেন? সেই পরিমাপে সুপার, ডুপার বা সুপারডুপার ইঃ কেটেগরি আপনি করতে পারেন। কিন্তু আপনার পোস্টের প্রথমাংশ কি পরবর্তি ব্যাখ্যানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেনা?

    আমার এই মোবিকল থেকে লিঙ্ক দেয়া প্রায় অসম্ভব। যে কেউ চাইলে RAJOTTO সার্চ করে তৌফিক ফয়সালের গান শুনতে পারেন উটুবে। Arnab and friends এবং Krishnakali(চন্দন কয়েকটা দিয়েছেন দেখছি)ও পাবেন। আনুষের বনের পাখি খাঁচার পাখি ইত্যাদি দেখেশুনে আনন্দ পেতে পারেন। ক্রসউইন্ডসের চন্দ্রানীর গাওন কাকে না মুগ্ধ করেছে একদা, কিন্তু আনুষের দাপট সবকে ছাপিয়ে গেছে।
  • sarkar chaandaan | 141.228.29.31 | ২৮ জুন ২০১৩ ০৮:৩১612954
  • ভোরের শিশির, ELITA and MAHADI
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৮ জুন ২০১৩ ০৯:০৬612958
  • ক্রসউইন্ডসের চন্দ্রানীর গাওন কাকে না মুগ্ধ করেছে একদা ~ অনেককেই করেনি। গ্রস জেনারালাইজেশন কি ভালো?
  • bhabuk | 34.34.251.214 | ২৮ জুন ২০১৩ ০৯:৪৭612959
  • "জানি দেখা হবে" র কথা বোধ্হয় অনুপমের নয়। ক্রেডিটে দেখ্লাম ইন্দ্রদীপ দাসগুপ্ত আর অংশুমান চক্রবর্তী র নাম ।
  • bhabuk | 34.34.251.214 | ২৮ জুন ২০১৩ ০৯:৫৬612960
  • মিসটেক মিসটেক । জানি দেখা হবে'র কথা - শ্রীজাত আর অংশুমান চক্রবর্ত্তী র। সুর - নীল দত্ত আর ইন্দ্রদীপ দাশগুপ্ত ।
  • lcm | 34.4.162.218 | ২৮ জুন ২০১৩ ১০:৫৭612961
  • এত লিংক, এসব গান আজ থেকে ৫ বছর বাদ কজন শুনবে। ঐ বড়জোর তক্কের সময় চারটে লিংক দেবে।

    অনুপমের তো একটাই গান - আমাকে আমার মতন থাকতে দাও। শ্রোতারা অবশ্য এই আবেদন মঞ্জুর করেছে, ও নিজের মতনই আছে, আর বিশেষ কিছু করে নি। ওটাকেই ঘুরিয়ে ফিরিয়ে...
  • কল্লোল | 37.97.19.194 | ২৮ জুন ২০১৩ ১১:১২612962
  • টাঙন।
    সুমন বা প্রতুলে চিৎকার নাই। কারন দুটো আলাদা।
    প্রতুল যখন গান তৈরী করছেন, তার তিনটে ভাগ আছে। ৬৭-৭০, ৭১-৭৭ ও ৭৭এর পরে।
    ৬৭-৭০এর গান মুক্ত হবে প্রিয় মাতৃভূমি, থাক না হাজার অযুত বাঁধা, বোকা বুড়োর পাঁচালী, জন্মিলে মরিতে হবে, দাবানল জ্বলুক দাবানল.......
    ৭১-৭৭এর গান - মাগো কে বলে তুই সন্তানহারা, যেতে হবে দূরে, বাইরে যখন হাজার হাজার লাল পতাকা.........
    ৭৭ পরবর্তী - মাগো আমার মরতে এখন এতোটুকু ইচ্ছে করে না, স্লোগান, তোর কি কোন তুলনা হয়, ছোকরা চাঁদ জোয়ান চাঁদ.......
    এর মধ্যে ৬৭-৭০এর গানগুলোতে উচ্চকিত উচ্চারণ আছে। কিন্তু সেগুলো কোনভাবেই রূপমীয় চিৎকার নয়।
    পরেকার গানে (৭১-৭৭)তো উচ্চকিত উচ্চারণের সুযোগই নেই।
    ৭৭ পরবর্তী গানে প্রতুল অনেক পরিণত। সেখানেও উচ্চকিত উচ্চারণ এসেছে, তবে তা গানের দাবী মেনে, উদাহরণ ছোকরা চাঁদ। তবে আবারও বলছি তা কোন অর্থেই রূপমীয় নয়।
    সুমনের সঙ্গীত দর্শন দাঁড়িয়েই আছে ৫০-৬০এর বাংলা আধুনিক মেলডির উপর। সেখানে রূপমীয় চিৎকারের জায়গাই নেই।

    এই টইয়ের বিষয়টির আমার কাছে কোন মানে নেই। এভাবে কোন তুলনা হয় না। কেউ যদি চ্যালেঞ্জ নিবি না শালার সাথে জেমসের গানের তুলনা করে বা মহীনের সাথে নিলোফার ইয়াসমিনের তাহলে তুলনাটাই বাতুলতা হয়ে যায়।
    দুই বাংলাতেই প্রচুর ভালো এবং খারাপ গান হয়/হয়েছে/হবেও।
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৮ জুন ২০১৩ ১২:২৫612963
  • চ্যালেঞ্জ নিবিনা শালা র সঙ্গে জেমসরই তুলনা হতে পারে ঃ)
  • lcm | 34.4.162.218 | ২৮ জুন ২০১৩ ১২:৩৬612964
  • রূপম কি একটু শ্রুতিমধুর চিৎকার করছে আজকাল।
  • টাঙন | 80.39.185.64 | ২৮ জুন ২০১৩ ১৪:১৭612965
  • কল্লোলে ক। আপনি ঠিক বলেছেন। চিত্‍কার ও উচ্চকিত উচ্চারণের ফারাক করা দরকার।

    একটা প্রশ্ন পায় যে তৌফিক ও ফয়সালের অল্টারনেটিভে কি মেলোডি ও চিত্‍কারের মাঝের প্রাচীর ভেঙ্গে যায়নি?
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৮ জুন ২০১৩ ১৪:২৪612967
  • তবে সব চিৎকার খারাপ ও নয়। মেটালিকা শুনুন। মাস্টার অফ দি পাপেটস। কার্ট কোবেনের লিথিয়াম। গ্রীন ডে র যুদ্ধবিরোধী গান গুলো। দুই বাংলার সো কল্ড রকস্টাররা এদের থেকে শেখেনা ক্যানো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন