এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বাংলা গানের দুনিয়ায় বাংলাদেশ অনেক এগিয়ে

    sarkar chaandaan
    গান | ২৬ জুন ২০১৩ | ২৩৮১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | 132.176.98.243 | ০১ জুলাই ২০১৩ ১৬:১৪612808
  • সেটা হওয়ার ষোলো আনা সম্ভবনা আছে। ১৯৯৯ এ গৌতম চট্টো র মৃত্যুর পর সুমনকে এই নিয়ে কিছু বলতে বলায় উনি নাকি বলেছিলেন - কে গৌতম? তখন চন্দ্রবিন্দু, ক্যাকটাস বেশ ভালো ই জনপ্রিয়, এটা মানা অসম্ভব যে সুমন মহীনের নাম শোনেননি।
    বুঝিনা, মহীনের যে কোনো সদস্যের তুলনায় অনেক বেশী ট্যালেন্টেড, সফল এবং ফোকাসড প্রতিভা হওয়া সত্বেও সুমনের এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সের কী কারণ।
  • টাঙন | 80.39.185.97 | ০১ জুলাই ২০১৩ ১৬:২৩612809
  • বন্ধুরে ও বন্ধু তুই প্রথম তুই শেষ কেমন লেগেছে? আর, ও টুনির মা তোমার টুনি? দ্বিতীয়টি সেই হাওয়া হাওয়া ও হাওয়া খুসবু লুটা দে থেকে নেওয়া:-)
  • কৃশানু | 177.124.70.1 | ০১ জুলাই ২০১৩ ১৬:২৯612810
  • টুনির মা-কে আধুনিক নাগরিক(শহুরে) গান উইথ ইন্টেলিজেন্ট লিরিক - বলা যায় না। আমি কিন্তু পুরো খেলাটা এই লাইন-এই খেলছি :-)
    টুনির মা কয়েকবার শোনার পর ভালই লাগে। ঘরের বাইরে বাজলে। নিজে কখনই খুঁজে নিয়ে নিজের কাছে রাখব না। আর বেশিবার শোনা হয়ে গেলে আবার খারাপও লাগতে আরম্ভ করে।
  • টাঙন | 80.39.185.97 | ০১ জুলাই ২০১৩ ১৬:৪২612811
  • জে ইউ তে গৌতম স্মরণে দরিয়ায় আইল তুফান অনুষ্ঠানে আসতে বলে ফোন করায় সুমন এক্জাক্টলি ওই কথাটাই বলেছিল বলে আমায় জানিয়েছিল উদ্যোক্তা বন্ধু। অদ্ভুত নীরবতা দেখাছি তাঁর মহীন নিয়ে। উপরের ওই ফেবু আপডেটেই প্রথম মহীন বিষয়ক টিপ্পনি শুনলাম তাঁর। আরো একটা জিনিস আমার অবাক লেগেছিল সুধীর চক্রবর্তির লেখা বাংলা গানের চার অধ্যায় বইটিতে মহীনের কোন উল্লেখ না দেখে।
  • শ্রী সদা | 132.176.98.243 | ০১ জুলাই ২০১৩ ১৬:৪৮612812
  • বোঝো। শেষে টুনির মা !
  • টাঙন | 80.39.185.97 | ০১ জুলাই ২০১৩ ১৬:৫৯612813
  • সুমন চট্টো মহীন চিনত কি না সে প্রশ্নই ওঠেনা। গৌতম জেলে থাকা কালীনই গান শুরু করে। বেরনর পর কাগজের বাঘ নামে একটি দল বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে গাইত বলে শুনেছি। মহীনের ঘোড়াগুলির সম্পাদনায় আধুনিক বাংলা গান রেকর্ডিংয়ের প্রথম পর্বে সুমন চট্টো নাকি রেকর্ডিং টীমের একজন ছিলেন। নগর ফেলোমেন নামে একটা রেকর্ড নাকি বেরিয়েছিল যার একটি গানই এখনও বন্ধুদের মুখে শুনি "তোমাদের সন্ধ্যাগুলো অনুরাগে....." গানটা তৈরীতে নাকি সুমনও ছিল। এসবই শোনা কথা। কিন্তু যাদের থেকে শোনা তাদের অবিশ্বাস করার কোন কারন দেখিনা।
  • কৃশানু | 177.124.70.1 | ০১ জুলাই ২০১৩ ১৮:০১612814
  • তথ্যগুলো আমিও বন্ধুদের মুখে শুনেছি। গান এর নামটা মনে ছিল না।
  • siki | 132.177.42.90 | ০১ জুলাই ২০১৩ ১৮:২৫612815
  • ফেলোমেন না। ফিলোমেল। নগর ফিলোমেল।
  • টাঙন | 80.39.185.78 | ০১ জুলাই ২০১৩ ১৮:৪৩612816
  • হ্যাঁ, সিকিকে থ্যাঙ্কু, নগর ফিলোমেল। তোমাদের সন্ধ্যাগুলো গানটা বন্ধুদের মুখে একরকম শুনতাম, কিন্তু পুরান ভার্সানটা একজন শুনিয়েছিল সম্পূর্ণ আলাদা, কথাগুলোও খানিক আলাদা, খুঁজলে উটুবে পাওয়া যাবে মনে হয়।
  • pi | 118.12.169.134 | ০১ জুলাই ২০১৩ ১৮:৪৬612818
  • টাঙন, এই নিয়ে কল্লোলদা এখানে বিস্তারিত লিখেছিল। খুঁজে পেলে দিচ্ছি।
  • pi | 118.12.169.134 | ০১ জুলাই ২০১৩ ১৮:৪৯612819
  • আজম খানের সাক্ষাৎকার তো যদ্দুর মনে পড়ে বিপ্লব রহমানও নিয়েছিলেন।

    আজম খানকে নিয়ে এই লেখাটাও রইলোঃ
    http://www.guruchandali.com/default/2011/06/06/1307339940000.html#.UdGA5fm1FXk
  • টাঙন | 80.39.185.78 | ০১ জুলাই ২০১৩ ১৯:০৭612820
  • এক বন্ধু বলেছিল যে জেমস কমিউনিস্ট মেনিফেস্টো এমনকি দাস ক্যাপিটালও গেয়ে দিলে অবাক হয়ে শুনতে হবে। জেমস বহু বিচিত্র সব গান গেয়েছে। সেলাই দিদিমনি সবার জানা, কিন্তু বেদের মেয়ে জ্যোছনার সেই হই হই কাণ্ড রই রই ব্যাপার!! মীরা বাই এর দেহ দোলানা, লেইস ফিতা লেইস এর হকারি, দুখিনী, বাপের স্মৃতি, মা মরা বাচ্চার কান্না আরো কত, অসংখ্য। তবে একটিও নিজের কথা নয়।
  • শ্রী সদা | 127.194.199.109 | ০১ জুলাই ২০১৩ ১৯:৩২612821
  • জেমস গায়ক হিসেবে কেমন মূল্যায়ন করার যোগ্যতা নেই। তবে লিরিক নিঃসন্দেহে বাজে। বাজে মানে দুর্বল এবং হাস্যকর, পাড়ার দেওয়াল পত্রিকায় ওর থেকে ভালো কোয়ালিটির কবিতা বেরোয়।
    মাইলস, এল আর বি, হাসান ইঃ দুনিয়া কাঁপানো বাংলাদেশী গ্রুপগুলোর সবারই একই হাল - পঞ্চাশ ষাটের দশকের মতো লিরিক ইলেকট্রনিক মিউজিক দিয়ে গাইছে।
    এপার বাংলায় চন্দ্রবিন্দু, ক্যাকটাস, পরশপাথর শুনলে মনে হয় নব্বই এর দশকে কোলকাতা বা শহরতলীতে বড় হওয়া আমার মতো একটা ছেলের যেমন করে ভাবা উচিত ঠিক তেমন - রিলেট করতে কখনো প্রবলেম হয়না। এই সমসাময়িকতা বাংলাদেশের ব্যান্ডের গানে পাইনা। কৃত্রিম লাগে।
  • টাঙন | 80.39.185.78 | ০১ জুলাই ২০১৩ ১৯:৩৩612822
  • ধন্যবাদ পাই। ফারুক ওয়াসিফের লেখাটা পড়লাম।

    সুমনের ওই দাবীটা নিয়ে আর কীই বা বলার আছে! উনি বলেছেন যে অত বড়ো ইন্টারভিউ বাংলায় আর কেউ নেয়নি, কত বড়ো তা ত জানিনা।
  • ন্যাড়া | 132.179.108.148 | ০১ জুলাই ২০১৩ ২০:০১612824
  • অন্যদিকে আবার সুমন-পরবর্তী বাংলা গান এক অদ্ভুত লিরিকের চক্করে পড়েছে। ৯০% ওঁচা। ক্যাকটাস, পরশপাথর-টাথর এক গোত্র। কুড়িটায় একটা গান উৎরোয়। দৈনন্দিন প্রাত্যহিকতাকে গানে উত্তীর্ণ করতে গেলে যে এলেম লাগে তা সুমনের, আর কিছুটা চন্দ্রিলের, ছাড়া কনসিসটেন্টলি কারুর নেই। চন্দ্রিলও ক্রমশঃ গানের আর্ট ফিল্ম হয়ে যাচ্ছে - "আমি মুষ্টিমেয়ের জন্যে গান লিখি"-টাইপস। সুমন মোটামুটি ২০০০ সালের পর থেকে ক্রিয়েটিভলি মায়া।
  • টাঙন | 80.39.185.59 | ০১ জুলাই ২০১৩ ২০:০১612823
  • সাধারণভাবে লিরিকের দুর্বলতা অনস্বীকার্য এবং তৌফিক সেইখানেই সিরিয়াস। কিন্তু সুইট হার্ট আয়্যাম ফিলিং এলোন এবং ইঃ ইঃ ও ইঃ তে কোন ইন্টেলেক্টের সন্ধান পান তা আপনি জানেন। অবশ্য তা না জানতে পাওটা আমার দুর্বলতা হতে পারে।

    হই হই কাণ্ড রই রই ব্যাপার, নাচে গানে মন মাতবে সবার। এই বলে আরেকটু ধারা বিবরণ দিয়ে যাত্রাপালা বেদের মেয়ে জোছনা ঘোষণা। সত্যিইতো। কথাগুলোতে কোন ইন্টেলেকচুয়াল গভীরতা খোঁজাইত বৃথা। কিন্তু গানটা শুনুন। বেদের মেয়ে জোত্‍স্না সিনেমাটার তত্‍কালীন ক্রেইজ ভাবুন এবং গ্রামে যাত্রাপালার উত্তেজনার নিজস্ব অভিজ্ঞতা না থাকলে একটু কল্পনা করে নিন দেখবেন ওই শিশুশ্রাব্য গানটা আপনার কাছেও কেমন জীবন্ত ও উপভোগ্য হয়ে যায়।
  • শ্রী সদা | 127.194.199.109 | ০১ জুলাই ২০১৩ ২০:১৭612825
  • ন্যাড়াদাকে অক্ষরে অক্ষরে ক।
    টাঙনকে বলি, সুইটহার্ট গানটা চন্দ্রবিন্দুর ভালো গানগুলোর মধ্যে একটা সেটা কখনৈ দাবী করছি না। তবে ঐ রকম কলেজ লাইফ কাটিয়ে এসেছি বলে রিলেট করতেও সমস্যা হয়না। এরকম খিল্লির স্টাইলে গান বেশীরভাগ ক্ষেত্রেই খুব মোটা দাগের ভাঁড়ামিতে পরিণত হয়, এক্ষেত্রে সেটা হয়নি।
    এই গানটা আবার নচিকাকা নাকি ঝেড়ে দিয়ে নিজের নামে চালিয়েছিল কিছুদিন।
    ঐ অ্যালবামের আরো তো গোলা গোলা গান আছে। মঙ্গলগ্রহ শুনুন। মৌনমুখরতা। কেউ ভালোবেসে জয় - জাস্ট এক্সেলেন্ট উইটি গান। স্মার্ট, নির্মেদ, নাগরিক ভাষা।
  • টাঙন | 80.39.185.10 | ০১ জুলাই ২০১৩ ২১:২৭612826
  • তুই কি জানিস না
    তোর জন্য কান্না ভোরের ঘাসের ডগায় শিশীর হয়ে ফোটে
    জানিস না কি তুই
    ঠিক যখনই ছুঁই তোর চোখের পাতা চুল অমনি ফোটে ফুল।

    কোথায় ইন্টেলেক্ট! তাইত। কিন্তু বহু বছর আগে 'স্বর্ণযুগের গান'এর চাঁদ তারা ফুল লাথি মেরে সরিয়ে সুমন ও তারপর মহীন পেরিয়ে যখন ওই কিংকর্তব্য বিমূঢ় বা প্রত্যুত্‍পন্নমতিত্বে ফোক এর আধুনিক নির্মাণও কানে বাসী হয়ে আসছিল ঠিক তখন তুই কি জানিসনা শুনে চমকে উঠেছিলাম। এটা কে?! এভাবে গাইছে! অর্ণব। খোঁজ খোঁজ। অর্ণব। কৃষ্ণকলি। পেয়ে গেলাম আজ তোমার মেঘে মেঘে রামধনু। সাত কাহন। বিশাল মহাকাশ ছোট্ট পৃথিবী তিন ভাগ জলে ভাসা
    এক ভাগ মাটি তুমি বন্ধু বেঁধেছ ছোট্ট বাসা
    তবু বন্ধু ভালোবেসো একবার। তারপর আবার চমক। লিমন আর সুমির একটা দুটো একটা কানে আসতে না আসতেই, এটা আবার কে রে বাবা! বলে, বাংলা দ্যাশ
    এর কি অবস্থা সব শ্যাষ। তারপরে শুনি বলে, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই? সোজা কথায় বলে, মুজীব হত্যার বিচার চাই। কেরে এটা? লাল মিঞা। খোঁজ খোঁজ বাংলা হিপহপ। এসে গেল তৌফিক ও ফায়সালের অল্টারনেটিভ।
    যুদ্ধ দেখিনি তবু শুনেছি মুখে
    বিপ্লব শিখিনি তবুযে রক্ত জ্বলে
    অনাচার অত্যাচার আর কত করবি কর
    নীরব নিশ্চুপ দেখে ভেবনা নির্বোধ
    লাল বিপ্লব হবে
    জনতা বিচার হবে
    মিথ্যা জীহাদি হবে কালের কালিমা
    অবাক পৃথিবী রবে তাকিয়ে তোদের দিকে
    ঘৃণায় ফেরাবে মুখ
    বলবে হানাদার
    বলবে গদ্দার
    বলবে রাজাকার। পেয়ে গেলাম প্রতিশ্রুতি জেগে ওঠো বাংলাদেশ।

    না। চন্দ্রবিন্দুর সুগভীর ইন্টেলেক্ট খুঁজে পেলাম না। কিন্তু দেখতে না দেখতে পৌঁছে গেলাম শাহবাগে। ঠিক সেই সময়, দিল্লীতে নির্ভয়া আন্দোলন চলছে আর আবিষ্কার করলাম তৌফিককে আবার

    সময়ের সেই গতিতে
    হাজার বছর ধরে
    দেয়ালের অপর প্রান্তরে
    এখনও আজো অশ্রুজলে ঢাকা
    মেঘের ঘনঘটা
    সূর্যটাকে ঢেকে দিয়ে...
  • শ্রী সদা | 127.194.205.248 | ০১ জুলাই ২০১৩ ২১:৪২612827
  • দেয়ালের অপর প্রান্তরে - মানে?
    প্রান্তে আর প্রান্তরে কি একই জিনিস? কি জানি বাবা, আমার তো পুরো মালটাই এথেনিয়াম স্কুলের বাংলার শিক্ষক বৈকুন্ঠ মল্লিকের কবিতার মত মনে হল। এগুলো আপনারা সিরিয়াসলি শোনেন ? হাসি পায়না?
  • Rivu | 209.234.155.34 | ০১ জুলাই ২০১৩ ২২:২২612830
  • "এথেনিয়াম স্কুলের বাংলার শিক্ষক বৈকুন্ঠ মল্লিকের কবিতা"। :-)
  • rabaahuta | 172.136.192.1 | ০১ জুলাই ২০১৩ ২২:৩২612831
  • শ্রীসদার সঙ্গে আমি লিরিক বিষয়ে একমত।
    কিন্তু এই উজ্জীবিত করা, কোন কিছুর জন্যে অনুপ্রাণিত করা - এই যে টাঙন লিখেছে শাহবাগের কাছে, নির্ভয়ার কাছে পৌঁছে দেওয়া... এগুলো একটা ব্যাপার। কোন গানের এই কোয়ালিটি যদি থাকে, লিরিকের কাব্যগুণ বা শহুরেপনা না থাকলেই বা কী।

    তবে এখানে আবার শিল্পের উদ্দেশ্য বা উদ্দেশ্যহীনতা এইসব নিয়ে জটিল তর্ক চলে আসবে।
    আর... এই উজ্জীবিত করে তোলা- এটা, ঐ, একাকী গায়কের নহে তো গানও কিছুটা বোধয়। কোন কিছুতে অনুপ্রাণিত হয়ে ওঠাটায়, শ্রোতার পারিপার্শ্বিক ইত্যাদিরইর অবদানই বোধয় বেশী - গানটা অনুঘটক। আমি যেমন এই লিরিকে এত হোঁচট খাচ্ছি, যে কিছুই মনে হচ্ছে না। তবে স্টেজে বা সুর তাল যন্ত্র সব মিলিয়ে পুরো প্যাকেজ হিসেবে শুনলে নিশ্চই অন্যরকম লাগবে।

    অন্যদিকে, এমন ছবিতে কিশোরী মানায় ভালো/ ফ্রকে মুখ গুঁজে কাঁদে চুল এলোমেলো, বা কেউ ভালোবেসে গায়ে ঢেলে দেয় কেরোসিন/ আমি সব ভালোবাসা ভুলে বড় হবো একদিন, এইগুলো একা একাও ব্রেনে ঝিলমিল লাগিয়ে দেয়।

    আর, এই পূব বাংলা আর পশ্চিমবাংলার গানের তুলনামূলক বিচারটা হাল্কা বাজে ব্যাপার। অপ্রয়োজনীয়, ক্ষতিকরও কী?
  • কৃশানু | 213.147.88.10 | ০১ জুলাই ২০১৩ ২২:৫৮612832
  • ন্যাড়া-দা কে ক।
    আর সদার প্রথম যে কথা-টাতে দ্বিমত হলাম, তা হল ক্যাক্টাস এবং পরশপাথর। কোথায় শহুরে? কোথায় উইটি? একটা। দুটো।
    হুতোদার পোস্টকে ও ক। পুরটাকেই।
    আর এই তুলনা বাজে এবং অপ্রয়োজনীয় তো বটেই। যখন কেউ কন্টিনিউয়াস্লি ঘ্যান ঘ্যান করতে করতে নতুন নতুন ভাবে বাংলা দেশ 'এক্স' বিষয়ে ভালো বলে কোনও এনালিসিস, যুক্তি বা ডেটা না দিয়ে চাট্টী আজে বাজে জিনিসের লিং দিয়ে চলে যান, যা আদতে বাংলাদেশের সম্পরকে ভালো এবং ঠিকঠাক ধারনা-র চেয়ে একটা ভুল ধারণা প্রপাগেট করার বেশী ক্ষমতা রাখে, তখন হালকা চেটে দিতে ইচ্ছে করে। এই আর কী।
  • sosen | 111.63.186.85 | ০১ জুলাই ২০১৩ ২৩:০৫612833
  • যার যা ভাল্লাগে শুনবে। বাদ্দাও নে বাপু।
  • টাঙন | 120.227.81.102 | ০২ জুলাই ২০১৩ ০০:০১612834
  • তুলনা নয়, আলো ছানা।

    শ্রী সদাকে বলব, অপর প্রান্ত প্রান্তর হওয়ার ওপর ব্যাকরণের নিষেধাজ্ঞা একটু মুলতুবি রেখে শুনেই দেখুন্না বা দেখেই শুনুন্না। না হয় হেঁসেই নেবেন খনিক! চন্দবিন্দু গড়্পরতা কম শুনিনিত। সিরিয়াসলিই শুনেছি, যেমন সিরিয়াসলি শুনলাম এই হরিনাম তুমি গাইবে কবে। এই গানটা কিছুদিন আগে পর্যন্ত প্রায় দেড় বছর টানা বেশ কিছু জেলার গ্রাম, সদর ও মফস্বলে ব্যাপক শুনলো ও গাইল।
  • কল্লোল | 116.76.227.239 | ০২ জুলাই ২০১৩ ০০:৩২612835
  • নগর ফিলোমেল নামে একটা গানের দল ছিলো ৮০র শুরুতে। ওদের একটা ক্যাসেট বার হয় এইচএমভি থেকে। ওদের সাথে সুমনের যোগাযোগ ছিলো। তবে ওদের গানে সুমনের কোন ভুমিকা নাই। সম্প্রতি নগর ফিলোমেলের গীতিকার গৌতম নাগের সাথে আলাপ হলো। ওদের অন্যদের চিনতাম, ইন্দ্রজিৎ আর প্রবুদ্ধকে। কিন্তু গৌতমের সাথে আলাপ ছিলো না। গৌতমের নগর ফিলোমেল নিয়ে একটা লেখা কম্পুতে তুলছি। হয়ে গেলে গুরুতে দেবো।
    তোমাদের সন্ধ্যাগুলি অনুরাগে - এটা হর্ষ দাশগুপ্তের গান। হর্ষদা নগর ফিলোমেলকে গানটা গাইতে অনুমতি দেন। এর মধ্যে সুমনের কোন ভুমিকা নেই।
    সুমন মহীনকে অস্বীকার করে কারন নাহলে ওর "নতুন ধারার বাংলাগানের ভগীরথ" টাইটেলটি মিথ্যা হয়ে যায়।
    নগর ফিলোমেলের বেশ কিছু ভালো গান ছিলো - বিজনের চায়ের কেবিন, ভালোবাসার নিখাদ খোলা মাঠ, ভাষামানুষের গান। এগুলো ইয়ুটিয়ুবে আছে।

    তবে এই এপার ওপারের গানের তুলনা বেশ ভাটের। আগেই লিখেছি ঐতিহাসিক কারনেই দুই বাংলার "অন্য" গান আলাদা।
  • bidrohi | 120.227.81.102 | ০২ জুলাই ২০১৩ ০০:৩৩612836
  • towfique & faisal live | 120.227.81.102 | ০২ জুলাই ২০১৩ ০০:৩৬612837
  • টাঙন | 120.227.81.102 | ০২ জুলাই ২০১৩ ০০:৪১612838
  • কয়ে কল্লোল।
  • towfique & narmeen | 120.227.81.102 | ০২ জুলাই ২০১৩ ০০:৪৭612839
  • rabaahuta | 172.136.192.1 | ০২ জুলাই ২০১৩ ২৩:২৫612841
  • তৌফিক ফয়সল - শুনলাম। ভালৈ লাগলো।

    এখনকার গানের জগৎ, বা এদের গানের জগৎ, যতদূর বুঝি শুধু গানটুকুতেই সীমাবদ্ধ নয়, গায়কের অ্যাপিয়ারেন্স উপস্থাপনা, পারিপার্শ্বিক পুরোটা মিলিয়ে একটা প্যাকেজ। না হলে গানের লিরিক নিতান্ত ঢপের, সুর গায়কী এসব নিয়ে অবশ্য বলার মত জ্ঞান নেই। তো এই গানের কথা আর সুর বাদে বাকী কোথাও 'বাংলা' খুঁজে পেতে দেখি কসরত করতে হয়। আর সব ছেড়েই দিলাম, এরা তো আর্ধেক কথাই বলে নাকীসুরে ইংরেজীতে, বাংলা উচ্চারনও ঐরকম। সবকিছু মিলিয়ে বাংলা গানের ছোঁয়াটা পেতে অসুবিধে হচ্ছে আমার, যদিও গান গুলো বাংলা-ই। কিন্তু সবই কেমন মার্কিন মার্কিন।

    এমনিতে একসময় এলারবি, মাইলস খুব শুনতাম, নব্বইরে শেষ দিকে, সেই তুমি, বা, এখন অনেক রাত/খোলা আকাশের নীচে/জীবনের অনেক আয়োজন... ইত্যাদি। তো কথার দৈন্য বা অ্যাকসেন্ট সেই ভালো লাগা কমায় নি। এখন অনেক রাত তো, রাতের পর রাত ক্রমাগত শুনে গেছি। একেকটা ফেজ আসতো, কখনো ক্রমাগত সুমন, কখনো ক্রমাগত হরি জাকির, কখনো নিটি গ্রিটি ডার্ট ব্যান্ড, মুডি ব্লুজ, মাইল্স, মহীন। তো সেগুলো গানের গুণ না শ্রোতার দোষ সে অন্য কথা, লিরিক টিরিক নিয়ে ভাবতে ভাবতে মনে পড়ে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন