এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • বাংলা গানের দুনিয়ায় বাংলাদেশ অনেক এগিয়ে

    sarkar chaandaan
    গান | ২৬ জুন ২০১৩ | ২৩৭৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sarkar chaandaan | 141.228.29.4 | ১৪ জুলাই ২০১৩ ১৫:০২612875
  • ভাল গান শুনতে চান? nokia internet radio ta tune korun "dhaka fm 90.4","abc radio"
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ১৪ জুলাই ২০১৩ ১৮:১১612876
  • টাঙন,

    আজম খান নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় আপনাকে সাধুবাদ।

    আমরা যারা প্রজন্ম '৭১, আজম খান তাদের কাছে শুধু কণ্ঠস্বর নয়, একটি চেতনাও। বলা ভালো, আমরা প্রায় শৈশব থেকেই আজম খানের গানের ভেতরেই স্বাধীন বাংলা, হতাশা, প্রাপ্তি ও প্রেম খুঁজে পেতে চেয়েছি।

    আজম খান ছিলেন ১৯৭১ এর একজন মহান মুক্তিযোদ্ধা। ঢাকাকে পূর্ব পাকিস্তানের কব্জামুক্ত করতে আজম খানের গেরিলা প্ল্যাটুন খুব সাহসিকতার সঙ্গে লড়েছিল। স্বাধীনতার পর তিনি অস্ত্র জমা দিয়ে গিটারকে সার্বক্ষণিক সঙ্গী করেন। রণাঙ্গের ময়দানেও তার গান মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছে [দ্র. একাত্তরের দিনগুলি, জাহানারা ইমাম।] স্বাধীন বাংলায় তিনি ছিলেন বাংলার পপ গানের পাইনিয়রদের একজন।

    সাতের দশকের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে একটি মাত্র সাদাকালো সরকারি টিভি স্টেশন, এক ব্যাণ্ডের রেডিও, লং প্লে রেকর্ড, কেরোসিন, চড়া বাজার দাম, নকশাল, সর্বহারা পার্টি, রক্ষী বাহিনী, ১৯৯৪ এর দুর্ভিক্ষ -- ইত্যাদিকালের আজম খান এই সময়ে কেউ শুনে নাক সিঁটকান বা অশ্রদ্ধা করেন, ঘটনা পরম্পরা না জানা এবং প্রজন্মের ভালবাসাকে অবজ্ঞা করার দায়ে তার প্রতি করুণাই থাক।

    আজম খানের সঙ্গে আলাপ-চারিতা নিয়ে সাবেক কর্মস্থল বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম-এ সংবাদ করেছিলাম। পরে এই নিয়ে দু-একটি নোট লিখেছে। লক্ষ্যনীয়, নোটটিতে খুব সচেতনভাবে আজম খানের মুক্তিযুদ্ধটিকে ফোকাস করা হয়েছে, তার গানকে ততোটা নয়। কারণ, বাংলাদেশে তার গান বরাবরই ফোকাসড, বেশ জনপ্রিয় [ পুনর্বার, এতে কারো গাত্রদাহ হলে কিচ্ছু আসে যায় না]।

    http://biplobcht.blogspot.com/2007/12/blog-post_10.html
  • বিপ্লব রহমান | 212.164.212.14 | ১৪ জুলাই ২০১৩ ১৮:৪১612877
  • আমাদের সময়ে চারুকলার বারান্দায় এক নগর বাউলের দেখা মিলেছিল। আশ্চর্য মেধাবী যুবক, আয়নার মতো ঝাঁ চকচকে চোখ। আর ভীষণ পড়ুয়া। মুক্তোর মতো গোটা গোটা হাতের লেখা। মনে হতো অক্ষরগুলো বার বার ছুঁয়ে ছুঁয়ে দেখি। নগর বাউল চমৎকার সব কবিতা লিখতেন। গান বাঁধতেন ঢোলের তালে। ...সবই এখন ধূসর অতীত। অথচ মনে হয়, যেনো গতকালের কথা! ... লীলাময়ী, করপুটে থাকে না কিছুই। ...

    http://biplobcht.blogspot.com/2013/06/blog-post_3624.html
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ জুলাই ২০১৩ ২২:১০612878
  • নাহ। তাও আজম খানের গান ভালো লাগাতে পারলাম না। যদিও ভদ্রলোকের ওপর শ্রদ্ধা হল।
    সে কী আর করা যাবে। রুচি বিভিন্না।
  • শঙ্খ | 118.35.9.186 | ১৫ জুলাই ২০১৩ ০২:০৬612879
  • তাহলে গায়কের গান শুনতে হলে তার ব্যাকগ্রাউন্ড, বেড়ে ওঠা জেনে তবে শুনতে হবে? নাকি ভালো লাগলে তবে লোকে গায়কের ব্যাকগ্রাউন্ড খোঁজে?

    এই ধরুন কোরিয়ান সিংগার সাই, লোকে আগে উইকি করে সাইকে জেনেছে তারপরে গ্যাংনাম স্টাইল বা জেন্টলম্যান শুনে হাততালি দিয়েছে?

    আর ভালো গান গাইলে, আজম খান মুক্তিযোদ্ধা হোন, রাজাকার হোন, খান সেনার কর্নেল হোন, কি আসে যায়? গানের সঙ্গে সেসবের সম্পর্ক কি? কই হুমায়ূন আহমেদের লেখা যখন গোগ্রাসে পড়ি, কখনো ভাবিনা তো, শাওন নোভার বন্ধু ছিল কিনা সেটা জেনে তারপরে বিচার করতে বসব। জুনুন, স্ট্রিংস (বিলাল, ফৈসল), আতিফ শোনার সময় কেউ তো বলে না, নাঃ ব্যাটারা পাকিস্তানি, কারগিলে বহুত ভুগিয়েছে, এদের গান শুনব না।
  • | 24.97.115.236 | ১৫ জুলাই ২০১৩ ০৮:৪৫612880
  • কারো গান/কবিতা/গল্প/ছবি খারাপ লেগেছে বললে তাকে 'কটুক্তি' করা হয়!!!???
    কি কঠিন ডিক্টেটরশিপ রে কাকা! খারাপ লেগেছেও বলা যাবে না?~
  • কল্লোল | 37.97.221.242 | ১৫ জুলাই ২০১৩ ১০:৪৯612881
  • আজম খান আমারও ভালো লাগেনি। কিন্তু ওঁর সময়ে (১৯৭১) উনি নিঃসন্দেহে অন্য রকমের গানওয়ালা। ৭১এ বাংলা পপ গাওয়ার কথা উনি ভেবেছিলেন, এটা নিশ্চই কৃতিত্বের। সেই শুরুর দিনে নিশ্চই গানের কথা ও সুর নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে ওনাকে, যেখানে পূর্বসুরি কেউ নেই।
    আজকে ওনার গান সাঙ্গীতিক জায়গা থেকে তেমন আর আবেদন করে না। কিন্তু পথিকৃত তো পথিকৃতই।
  • টাঙন | 233.231.38.223 | ১৫ জুলাই ২০১৩ ১৩:১০612882
  • ণমেঃ শ্রী সদা

    ঈ আদ্দ্রেস্স ঃ ১২৭।১৯৪।২১২।১২৪ (*) ডতেঃ২৯ যুন ২০১৩ -- ১১ঃ৪১

    পপ গুরু না বা*। ওগুলো গান ?

    "বাল" বলাকেও যারা কটূক্তি মনে করেনা সেইসব বাল্ছালকে করুনা ছাড়া আর কিইবা দিতে পারি, ঘাড়ে কটা মাথা যে তাকে ডিক্টেট করি!!
  • Blank | 180.153.65.102 | ১৫ জুলাই ২০১৩ ১৩:২১612883
  • আজম খান শুনে ঐ 'বালের গান' এর বাইরে কিছুই মনে হয় নি।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৫ জুলাই ২০১৩ ১৪:০১612885
  • ক্ষী আশ্চর্য, টাঙন আমাকে সৈত্যের পথ থেকে বিচ্যুত হতে কইছেন ?
  • khilli | 131.241.218.132 | ১৫ জুলাই ২০১৩ ১৬:৪৯612886
  • দাবি টা কি ?আজম খানের গান ভালো না লাগলেও মুক্তিযোদ্ধা বলে ভালো লাগাতে হবে? মমতা মুখ্যমন্ত্রী বলে তার ছবি ভালো লাগতেই হবে? আর নিলে অজ্ঞ দেগে দেওয়া হবে ?
    ওখানকার সাহিত্য এত সমৃদ্ধ ,ভালো লাগে।অথচ ওপার বাংলার আধুনিক গান বেশ কিছু শুনলাম কিন্তু লিরিক সেরকম দাগ কাটল না । "জাতিস্মর" জাতীয় গান লেখা হয়ে থাকলে শোনান ।
  • শঙ্খ | 169.53.78.143 | ১৫ জুলাই ২০১৩ ১৯:৫৬612887
  • যাক, টইয়ের নামে পশ্চিমবঙ্গীয়দের ঝাঁট জ্বলেছে, আর আজম খানের গান নিয়ে কমেন্টে বাংলাদেশিদের। কাটাকুটি হয়ে গেল।

    তামাম শুধ্‌। চলুন সবাই মশলা খাই।
  • টাঙন | 80.39.185.14 | ১৬ জুলাই ২০১৩ ১৩:১৯612888
  • "পপ গুরু না বা*" উক্তিটি যে কটু সেই সহজ সত্যটুকু স্বীকার করতে শ্রীযুক্ত সৈত্যে সদা অবিকল বাবু এত বিচলিত কেন? কেউতো শুলে চড়াচ্ছেনা কোনো উক্তির জন্যই! কোন অহঙ্কারে অন্ধ হয়ে ন্যূনতম সৌজন্যটুকুও হারিয়ে ফেলেছেন তা আপনিই জানেন।

    দাবি সামান্যই। সদাসত্যশ্রী বুক ফুলিয়ে বলুন যে ওই কটূ উক্তিটি উনি সচেতনেই করেছেন। তারপর যতখুশি চালিয়ে যান।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১৬ জুলাই ২০১৩ ১৮:০৭612889
  • "সদাসত্যশ্রী বুক ফুলিয়ে বলুন যে ওই কটূ উক্তিটি উনি সচেতনেই করেছেন।"
    ~ সেটা বলিনি বুঝি? ঠিকাছে বলে দিলাম। এবার খুশী তো? দিন, আরো চাট্টি আজমবাবুর বাছাই করা বালছালের লিং।
  • আজম | 121.93.178.74 | ০১ অক্টোবর ২০১৩ ০০:২৫612890
  • শুনুন আর একবার
  • sarkar chaandaan | 141.228.29.77 | ০১ অক্টোবর ২০১৩ ১৯:০৫612891
  • গানটা পুরনো হলেও আমার কাছে নতুন ।গত পরশু RADIO TODAY 89.6 এর খুলনা বিভাগে GOOD MORNING KHULNA অনুষ্ঠানে শুনলাম।ভালোই লেগেছে।পারলে দেখবেন
  • potke | 233.239.157.2 | ০২ অক্টোবর ২০১৩ ১১:৫১612892
  • ল্লেঃ, এবার থেকে "বাল" বলার সময় ডিঃ দিতে হবে নাকি, কি গেরো!
  • শ্রী সদা | 127.194.198.14 | ০২ অক্টোবর ২০১৩ ১২:০৯612893
  • বাপ্স ক্ষী সব লিরিক। সায়ন (নাকি শায়ন) এর গানটা কেমন একটা জ্ঞান দিচ্ছি বসে শোনো টাইপ লাগলো। চান্দানবাবুরটা নিয়ে কিসু বলার নেই, নির্মল .....
    ২০১৩ সালে বসে এই লেভেলের জিনিসপত্র যাঁরা তারিফ করে শোনেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে গেলাম :P
    বাংলাদেশে (এবং এখন ভারতেও ) শুনেছি প্রচুর কভার ব্যান্ড আছে যারা বিদেশী রক ব্যান্ডের কভার পারফর্ম করে। তাদের কন্ট্রিবিউশন ও বোধয় বেশী এই সব "বাংলায় গেয়ে ফাটিয়ে দিয়েছি " টাইপ স্যাম্পলের থেকে।
  • সিকি | ০২ অক্টোবর ২০১৩ ১৬:৪৮612894
  • উফফ! কী উৎকট গান, আর কী উৎকট লিরিক! কী করে লোকে এগুলো ভালো লাগাতে পারে!

    (খেয়াল করে দেখবেন, "বাল" বলি নাই)
  • Rabaahuta | 132.172.151.13 | ১৭ সেপ্টেম্বর ২০১৭ ১৮:০৬612896
  • ঐ টইগুলো উঠলো যখন এটাও উঠুক ঃ)
  • !@#$%^& | 2405:201:8805:37c0:bcff:9ba9:20fd:fec2 | ০২ জুন ২০২০ ১১:৪৭731771
  • চন্দ্রবিন্দুর গানের কথা নিয়ে আরো কি টই ছিল। ভাট থেকে মনে হলো।
  • শঙ্খ | 116.206.220.59 | ০২ জুন ২০২০ ১৬:৫৯731772
  • এই ন্যান বাংলাদেশি র‌্যাপ গান, এ এক অনন্য অভিজ্ঞতাঃ
  • লেজেন্ড | 2001:bc8:182c:f37::1 | ০২ জুন ২০২০ ১৭:১১731773
  • সমালোচক | 178.209.46.183 | ০২ জুন ২০২০ ২২:২৩731776
  • মিনিবাস এর কন্ডাকটর কে বলতে শুনেছি - দাদা একটু পেছনের দিকে এগিয়ে গিয়ে জায়গা করে দিন , গেট এর মুখটা ছাড়ুন 
     

    এটা কি সেই পেছনের দিকে এগিয়ে যাবার কথা বলা হয়েছে ?

  • বধির শ্রোতা | 80.211.241.230 | ০৩ জুন ২০২০ ১২:৫৮731780
  • আক্ষরিক অর্থে , 

    গানের মাস্টার কে কুপিয়ে কেটে পিস করে পরিবেশন করলে যেমন হয় অনেকটা সেইরকম 

    ভালোই 

  • S | 69.146.151.28 | ০৩ জুন ২০২০ ১৩:০৬731781
  • বাংলা র‌্যাপ শুনতে হলে এইটা শুনুনঃ
  • বধির শ্রোতা | 185.242.105.211 | ০৩ জুন ২০২০ ১৩:১৮731782
  • লে সেফটিপিন 
    আরো এরকম শুনতে চাই 

  • বাঃ | 2001:bc8:182c:f37::1 | ০৩ জুন ২০২০ ১৭:৩১731784
  • বাংলাদেশের গায়করা খুবই সমাজসচেতন। সবাই দেশের নানারকম সমস্যার প্রতিবাদ করে গান লেখে। বেশ একটা সুন্দর কলচর হল।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন