এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রূপঙ্কর সরকার | 126.203.209.168 | ২২ জুন ২০১৩ ২১:৩৮613172
  • একটি টেলিভিশন চ্যানেলের প্রোগ্রাম দেখছিলাম। চ্যানেলটির রাজনৈতিক মতাদর্শ বা তার সঞ্চালকদের সম্ভাব্য উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্নোত্তর নিয়ে কিছু বলছিনা। কামদুনিতেই গ্রামের লোকদের জড়ো করে অনুষ্ঠানটি হচ্ছিল। তো বর্তমান সরকারের নীতি, কী করলে অথবা কী না করলে এখন কী প্রতিক্রিয়া, তাই নিয়েও বক্তব্য নেই আমার।

    গ্রামের একটি অল্পবয়সী যুবক, মাইক্রোফোনটি হাতে পেয়ে এবং সেই মাধ্যমে বাকি গ্রামবাসীদের বলার সুযোগ পেয়ে বলল যে চার্জ এখনও গঠন করা হয়নি। গত শুনানির দিনে আমাদের গ্রাম থেকে জনা পনের লোক আদালতে হাজির ছিল। কিন্ত আসামীর পক্ষে ন্যুনতম পঞ্চাশ জন। এর পরের দিন যেন গ্রাম থেকে আরও বেশি লোক যান সেই অনুরোধ করছি।

    এবার আমার প্রশ্নটি অন্য জায়গায়। আদালত পঞ্চায়েতের অফিস নয়, সেখানে জমায়েত করে লাভ হয়না। কিন্তু টুম্পা কয়াল ইন্সিডেন্টের পর দিন থেকেই নাকি বাইক বাহিনী গ্রামে ঘুরছে এবং প্রতিবাদী কন্ঠ পেলেই বায়োডেটা নোট করছে। কাগজে অবশ্য 'বায়োডাটা' লিখেছে।

    কারা এই পঞ্চাশজন যে এরকম ক্রিমিনালের সমর্থনেও কোর্টে ভিড় জমায়? তাদের বায়োডেটা নোট করছে কি কেউ? কোনও রাজনৈতিক বাইক বাহিনী কিংবা প্রশাসন? এদেশে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেবার সুযোগ খোঁজে। এবিপ্যানন্দের ‘পর্নোগ্রাফিক’ টক (বা ঝাল) শোয়ে শুনলাম, ‘হিন্দু সংহতি মঞ্চ’ বলে কারা নাকি গ্রামে মিটিং সবার আগেই করে গেছে।

    কারা এই পঞ্চাশজন ? প্রশাসন হিসেব রাখছে ?
  • কৃশানু | 213.147.88.10 | ২২ জুন ২০১৩ ২২:১২613283
  • হিন্দু সংহতি মঞ্চ ওই পঞ্চাশজনের মধ্যে নয়। একদম বিপ্রতীপে।
    অপরাধীরা যেহেতু মুসলমান, তাই হিন্দু সংহতি মঞ্চ সেটাকে এনক্যাশ করার চেষ্টা করছে।
  • রূপঙ্কর সরকার | 126.203.213.72 | ২২ জুন ২০১৩ ২২:৪৪613344
  • আমার প্রশ্ন তো সেটাই।

    প্রথম কথা এই রকম জঘন্য অপরাধীর সমর্থক কারা ?

    ১) পরিবারের লোক হতে পারে। তারা হাজার অপরাধী হলেও তাকে বাঁচাবার চেষ্টা করতে পারে। কিন্তু এক পরিবারে পঞ্চাশ জন তো থাকতে পারেনা।

    ২) তবে কি কোনও রাজনৈতিক দল? তাহলে তো এক্ষুনি তদন্ত হওয়া উচিত।

    ৩) না হলে কি কোনও সম্প্রদায়? তাহলে তো পালটা সম্প্রদায় র‍্যালি করবেই। ওই যে 'এনক্যাশ' -

    সেটাই তো জিজ্ঞাস্য আমার। কারা এরা? আর কী ব্যবস্থা নেয়া হচ্ছে এই বিকৃত সমর্থনের বিরুদ্ধে।

    এনক্যাশ করার সুযোগ দেয়া হচ্ছে কেন?
  • pi | 118.22.236.173 | ২২ জুন ২০১৩ ২২:৪৭613355
  • যারা কামদুনিতে থেকে ঘুরে এল, তাদের জিজ্ঞাসা করা যেতে পারে, কিছু জানে কিনা।
  • রূপঙ্কর সরকার | 126.203.213.72 | ২২ জুন ২০১৩ ২৩:০০613366
  • যাঁরা আদালতে ঘুরে এসেছেন তাঁরাই বলতে পারবেন। কামদুনির লোক তো বলল - পঞ্চাশজন কিন্তু তাদের আইডেন্টিটি কী, সেটা তো এদের থেকে ইন্টেলিজেন্ট লোকেরা ভাল বলতে পারবেন।

    আমি জানি। আমার তো প্রায়ই আদালত যেতে হ'ত( কাজের সুবাদে), আমি দেখেছি এই ধরণের ঘটনা। প্রশাসন এই সময় প্রো-অ্যাক্টিভ না হলে সমূহ বিপদ। চোরা স্রোত তলায় তলায় বইতে শুরু করলে থামানো মুশকিল।

    আর সবচেয়ে বড় কথা, এমন হবেই বা কেন? হতে দেয়া হবে কেন?
  • pi | 118.22.236.173 | ২৩ জুন ২০১৩ ০০:২৯613377
  • এদের থেকে ইন্টেলিজেন্ট লোকেরা মানে ?
  • রূপঙ্কর সরকার | 126.203.186.193 | ২৩ জুন ২০১৩ ০৯:২১613388
  • মানে, গ্রামের যে ছেলেটি বলল, বা যারা শুনল, তাদের চেয়ে বুদ্ধিমান (আপাতদৃষ্টিতে) কেউ। মানে কোনও সংবাদ সংস্থার লোক, কোনও মানবাধিকার গোষ্ঠির লোক, কোনও এন জি ও বা যে কেউ, যার কিছুটা বিধ্যেবুদ্ধি আছে ও ইম্পার্শিয়াল ওপিনিওন দেবার মত মানসিকতা আছে।
  • মৌমিতা | 24.99.161.23 | ২৩ জুন ২০১৩ ১৩:১১613399
  • আমি তো ভাবছি, ঐ ছেলেটার (যে বলল অপরাধিদের পক্ষ থেকে ৫০ জন) আবার কোন ক্ষতি না হয়ে যায় !!
  • a x | 86.31.217.192 | ২৩ জুন ২০১৩ ১৩:১৮613410
  • রূপংকর যেটা বললেন, এটা বোধহয় প্রায়ই হয়ে থাকে। পাইও জানে নিশ্চয়ই নোনাডাঙ্গার বেইলের সময় গুচ্ছের তৃণমূলের লেগাল সেলের লোক আদালত ভরে দিয়েছিল, এমনকি স্লোগান টোগানও দিচ্ছিল।
  • রূপঙ্কর সরকার | 126.203.205.203 | ২৩ জুন ২০১৩ ১৪:২৭613173
  • আমার বেসিক প্রশ্নটা থেকেই গেল। লোকগুলো কারা।

    অক্ষবাবু যা বললেন, সে তৃণমূলের লোকজন হলে তো মিটেই গেল। তাহলে তো মিডিয়াকে জানিয়ে দিলেই হয়, যে এতবড় অপরাধীরও রাজনৈতিক সমর্থন জুটেছে। কিন্তু তাই কি ?

    যদি তারা তৃণমূলের বা সিপিএমের বা কংগ্রেসের বা এসিউসির লোক না হয়ে থাকে, তবে কারা ? কী তাদের পরিচয়, বা অপরাধীর সঙ্গে লিঙ্কটা কোথায়। সেটাই আমার প্রশ্ন।

    এবং কেন ?
  • b | 135.20.82.166 | ২৩ জুন ২০১৩ ১৭:১৬613184
  • অর্থাৎ রূপঙ্করের প্রশ্ন হলঃ ঐ পঞ্চাশজন মুসলিম কি না, এবং তারা স্রেফ ধর্মের খাতিরে অপরাধীদের সাপোর্ট করছে কি না।
    এখানে ঐ পাই যেমন বলেন, যারা কামদুনিতে গেছিলো তাদের থেকে জেনে নিতে হবে।
  • DB | 125.187.37.70 | ২৩ জুন ২০১৩ ১৭:৫০613195
  • চাই বা ন চাই এই এক নতুন সমস্যা মাথা চাড়া দিচ্ছে পশ্চিমবঙ্গে - ওরা হিন্দু না মুসলিম ? এই প্রশ্ন বহুকাল হল সরে গিয়েছিল স্মৃতি থেকে।চরম অস্বোয়াস্তিকর ব্যপার
  • রূপঙ্কর সরকার | 126.203.216.55 | ২৩ জুন ২০১৩ ১৮:৪৯613206
  • আমি একটা প্রশ্ন রেখেছি। প্রশ্নটির কী অর্থ, তা তো যিনি ইন্টারপ্রীট করছেন তাঁর ব্যাপার। সে বিশ্লেষণে আমি অংশ নেবনা।
    ব্রতীন বাবু যা বললেন, সেটা তাঁর বিশ্লেষণ।

    প্রশ্নটির অর্থ যাই হোক, উদ্দেশ্য একটা আছে। তা হ'ল যে ক্রাইমটি ঘটেছে তার গভীরতা নিয়ে কারো কোনও দোলাচল থাকতে পারা উচিত নয়। দ্বিতীয়তঃ আমরা শহরের লোক মিডিয়া এবং জনশ্রুতিতে যা শুনি বা বুঝি, স্থানীয় লোক অনেক বেশি বা দ্রুত শোনেন এবং বোঝেন নিশ্চয়ই।

    নোনাডাঙার বস্তি উচ্ছেদের সঙ্গে সম্ভবতঃ মাত্রায় কিছুটা তফাত আছে ঘটনাটির।

    এবার ঘটনার গুরুত্ব জেনেও যদি পঞ্চাশ জন (এটাও শোনা, উনপঞ্চাশ বা তিপান্নও হতে পারে) অপরাধীর সমর্থনে একটা সভ্য দেশে আদালতে ভীড় জমাতে পারে, তা নিয়ে আমরা কী ভাবছি সেটাই আমার প্রশ্ন।

    প্রশ্নের দ্বিতীয় অংশ, এরা কারা ? মানে, অপরাধীর সঙ্গে, এদের কমন ইন্টারেস্ট কী ? এরাও কি সেইরূপ ধর্ষক ও হত্যাকারি?, রাজনৈতিক দল ? কোনও সম্প্রদায়ভুক্ত লোকজন?

    এবার যদি ধরে নিই ব্রতীন বাবু যা বললেন, এরা কোনও ধর্মীয় সম্প্রদায়ের লোক, তবে কি এতবড় অন্যায়ের স্বপক্ষে প্রকাশ্যে র‍্যালি করা নিয়ে কিছু বলা যাবে?
  • | 24.97.207.118 | ২৩ জুন ২০১৩ ১৮:৫১613217
  • উটি ব্রতীনবাবু নন।
  • রূপঙ্কর সরকার | 126.203.216.55 | ২৩ জুন ২০১৩ ১৯:০৩613228
  • ও, তবে নিতান্তই দুঃখিত।
  • sosen | 111.63.164.34 | ২৩ জুন ২০১৩ ১৯:০৭613239
  • আজকে ১৫দিনের সময়সীমা পার হয়ে গেছে। চার্জশিট হয়নি।
    কামদুনিতে স্কুলের বাচ্চাদের নিয়ে মিছিল করার অপরাধে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষককে শো-কজ করা হয়েছে।
  • প্রচার | 69.93.200.139 | ২৩ জুন ২০১৩ ১৯:৪৫613250
  • [প্রশ্নের দ্বিতীয় অংশ, এরা কারা ? মানে, অপরাধীর সঙ্গে, এদের কমন ইন্টারেস্ট কী ? এরাও কি সেইরূপ ধর্ষক ও হত্যাকারি?, রাজনৈতিক দল ? কোনও সম্প্রদায়ভুক্ত লোকজন?]

    খুবই যুক্তিসংগত প্রশ্ন । কোন সরলীকরণ বা কোন ধরে নেওয়ার দরকার কি ? সরকার চায় এই অপরাধীদের যেন অতি সত্ত্বর - যদিও চার্জশীট দেবার ন্যুনতম সময় চলে গেছে - দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হয় । সে অবস্থায় যদি অপরাধীদের অনুকূলে কোর্টে ৫০ জনের ভিড় হয় তাহলে প্রশাসনকে নিজেদের স্বার্থেই - মানে এই মামলা বা চার্জের স্বার্থে - খোঁজ নিতে হবে ও নিশ্চিৎ হতে হবে এরা কারা , এদের মধ্যে কোন দোষী বা দোষীদের মদত দেবার লোক আছে কি না বা এ রকম হতে পারে কি না যে অপরাধীরা যে নির্দোষ সে সম্বন্ধে তাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে । সরকার এ নিয়ম - জনতার বা ভিকটিমের আত্মীয় স্বজনের স্বার্থে তো বটেই - করতে পারে যে উপযুক্ত কারণ ছাড়া কেউ অপরাধীদের সাপোর্ট করতে ভিড় জমাতে পারবে না । এতে অন্ততঃ আমরা সরকারের উদ্দেশ্য আর একটু ভাল ভাবে বুঝতে পারব ।
  • রূপঙ্কর সরকার | 126.203.182.241 | ২৩ জুন ২০১৩ ২১:২৬613261
  • আমার এই প্রশ্নটি রাখার পেছনে কিছু কারণ ছিল। আমার ধারণা, এখানে, মানে এই ফোরামে ১০০ শতাংশই 'বুজি' মানে, সদর্থে। যাঁদের আমরা সাধারণতঃ 'বুজি' বলে থাকি, মানে ধরা যাক বিশেষ কোনও রাজনৈতিক দলের মুখপাত্র শশ্রুগুম্ফ শোভিত কোনও চিত্রকর - তাঁদের মত বুজি নয়।

    বিশেষ কোনও ধর্মীয় সম্প্রদায়ের নাম কেউ কেউ করলেন, মানে আমার প্রশ্নের বিশ্লেষণের সুবাদে করলেন। কিন্তু আমার প্রশ্নটি রাখার অ্যামবিট অর্থাৎ পরিধিটি কিঞ্চিৎ বৃহৎ।

    মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করে এলেন এক মাসের মধ্যে সাজা হবে ( যেন উনিই দেবেন) আমরা ফাঁসিই চাইব (যেন ওঁর চাওয়ার ওপরেই সব নির্ভর করে),হ্যাঁ খানিক করে বৈকি।

    এখানে ডিরেক্ট এভিডেন্স সম্ভবতঃ নেই। সারকামস্ট্যানশিয়াল এভিডেন্সের ওপর কেস দাঁড়াবে। চার্জ গঠন যে এখনও হয়নি, সেটাও চিন্তনীয়। হয়তো এভিডেন্স সাজিয়ে গুছিয়ে ঠিকমত করে আদালতে পেশ করতে চাইছে রাজ্য সরকার। সামান্য ত্রুটিতে কিন্তু কেস হাতছাড়া হয়ে যেতে পারে।

    এইবার যেহেতু একটা নির্বাচিত সরকার নানারকম জনগোষ্ঠির ওপর নির্ভরশীল, যেমন, প্রোফেশনাল গ্রুপ (অটোওয়ালা) লিঙ্গুইস্টিক গ্রুপ, ( বিহারি) ধার্মিক গ্রুপ ( গুরুচাঁদ হরিচাঁদ বা মতুয়া), কোনও একদল মানুষ যদি সংখ্যাত্ত্বের দিক দিয়ে একটা মেসেজ দিতে পারে, যে সামনের পঞ্চায়েত নির্বাচনে আমরা একটু ভাবব, তাহলে তো ঐ সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স যোগাড়ও মুশকিল হয়ে দাঁড়াবে।

    ধরা যাক সুইৎজারল্যান্ডের বেশ কিছু মানুষ ভারতে ব্যবসা করেন। এবার কোনও এক সুইস কিশোরী খুন হ'ল। এবার যদিও কোর্ট আছে, আইন আছে, তবু সব সুইসরা যদি এসে ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, শালা মৃতুঞ্জয়(মানে, যার মৃত্য নেই বলে ধরে নেয়া হয়েছিল) যদি না ঝোলে তাইলে আমরা সদলবলে এনু। শুধু তাই নয়, ধরা যাক, রাষ্ট্রপতিও সুইস ন্যাশনাল, মানে যাঁকে প্রথম মার্সি পিটিশন রিজেক্ট কিংবা অ্যাকসেপ্ট করতে হবে। তখন তো মিসেস প্রধানমন্ত্রী ফাটা বেল্লিককে সঙ্গে নিয়ে রাস্তায় কান্নাকাটি করতেই পারেন, কেসে মাইল মাইল ফাঁক থাকলেও। সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স অভিযুক্তের স্বপক্ষে যাবে, না বিপক্ষে, এ বড় জটিল খেলা। সংখ্যতত্বের সঙ্গে এর নিবিড় যোগ।

    সংখ্যাতত্ব একটা মস্তবড় জিনিষ
  • ম্যাক্সিমিন | 69.93.200.199 | ২৩ জুন ২০১৩ ২২:১০613272
  • একটা প্রশ্ন --

    দেয়াল ঘেরা জায়গা, গেটে তালা দেয়া, ভিতরে কেয়ারটেকারের ঘর, সেখানে তক্তপোষ, গ্রামবাসীরা এগুলো জানে। যারা গেছিল তারাও জানে। এবারে কেয়ারটেকারকে ধরা গেলে ডিএনএ টেস্ট করা যায়, সেটা কি ডিরেক্ট এভিডেন্স হবেনা?
  • রূপঙ্কর সরকার | 126.203.211.33 | ২৩ জুন ২০১৩ ২২:৩২613284
  • তুলে দিলাম ঃ
    'Though India allows the collection of DNA samples by law enforcement agencies for identification purposes, it does not have a national law in force that regulates how governments collect, store, create, and use DNA profiles of accused persons '

    .'http://dnapolicyinitiative.org/genewatch-forensic-dna/overreaching-dna-policies-in-india/

    ব্যাপারটা ডাইসি, কিছু ফাঁকফোকর আছে।
  • ম্যাক্সিমিন | 69.93.200.199 | ২৩ জুন ২০১৩ ২২:৫৭613295
  • ঠিকই বলেছেন। 'ঘটনার গুরুত্ব জেনেও যদি ' এতজন লোক 'অপরাধীর সমর্থনে একটা সভ্য দেশে আদালতে ভীড় জমাতে পারে, তা নিয়ে আমরা কী ভাবছি?' প্রশ্নটা আমিও করলাম।
  • প্রচার | 69.93.253.103 | ২৩ জুন ২০১৩ ২৩:৩৫613306
  • ভেবে শুধু আমরা 'বুজি' এটা বোঝা যায় যারা নিজেরা কোন এ্যাকসান নেয় না কিন্তু তাদের এ্যাকসান - অনেক সময়েই ইনএ্যাকসান বা এ্যান্টিএ্যাকসান- দারুনভাবে সাহায্য করে 'সাজা'দের ( সাময়িক রাজা ) তাদের নিজেদের প্ল্যানড এ্যাকসান নিতে ।
  • ম্যাক্সিমিন | 69.93.247.227 | ২৪ জুন ২০১৩ ০৩:৪১613317
  • যে ৫০ জনের কথা হচ্ছে, টিএমসির লোক হওয়ারই চান্স সবচেয়ে বেশি। কামদুনির নয়, বাইরের লোক। সাংবাদিকদের ওপরে এতটা ভরসা রাখি না যে তারা গিয়ে আইডেন্টিফাই করবে।
  • ম্যাক্সিমিন | 69.93.247.227 | ২৪ জুন ২০১৩ ০৪:১৮613328
  • ২) তবে কি কোনও রাজনৈতিক দল? তাহলে তো এক্ষুনি তদন্ত হওয়া উচিত।

    রাজনৈতিক দলে বহু লোক থাকে। আইডেন্টিফাই করার উপায়ই বা কী?
  • parul gayen | 214.28.113.200 | ২৪ জুন ২০১৩ ০৫:২৫613339
  • ছোবি ও ভোটার আইডেন্টি কার্ড দিয়ে সনাক্ত করা দরকার।
  • parul gayen | 214.28.113.200 | ২৪ জুন ২০১৩ ০৫:৫৪613340
  • আর কামদুনের লোকের থেকে ইন্টেলিজেন্ট লোকেদের ও সনাক্ত করা দরকার। লুঙ্গি পরা লোকের থেকে প্যান্ট পরা লোকে ইন্টেলিজেন্ট হয়।
  • প্রচার | 69.93.200.148 | ২৪ জুন ২০১৩ ১০:১৩613341
  • [যে ৫০ জনের কথা হচ্ছে, টিএমসির লোক হওয়ারই চান্স সবচেয়ে বেশি।]
    [২) তবে কি কোনও রাজনৈতিক দল? তাহলে তো এক্ষুনি তদন্ত হওয়া উচিত।]

    টিমসির লোকেরা কি রাজনৈতিক দলের মধ্যে পড়ে না ?
  • প্রচার | 69.93.200.148 | ২৪ জুন ২০১৩ ১০:২১613342
  • [আর কামদুনের লোকের থেকে ইন্টেলিজেন্ট লোকেদের ও সনাক্ত করা দরকার। লুঙ্গি পরা লোকের থেকে প্যান্ট পরা লোকে ইন্টেলিজেন্ট হয়।]

    কামদুনির লুঙ্গিপরা লোকেদের ন্যুনতম প্রয়োজন মেটেনি আর তাই পুরোপুরি মানুষ হয়নি । প্যান্ট পরাদের ন্যুনতম প্রয়োজন মিটে গেছে , তাই ধরে নিতে হবে তারা মানুষ হিসাবে বেশী বুদ্ধিমান ।
  • PM | 233.223.155.210 | ২৪ জুন ২০১৩ ১০:৩৬613343
  • রুপংকর বাবুর বক্তব্য খুব পরিস্কার। প্রশ্নটাও অযৌক্তিক নয় । ওটাকে এই ভাবে কাটা ছেঁড়া করার দরকার আছে কি? পোস্ট করার সময় প্রতিটি শব্দকে ভেলিডেট করে পোস্ট করতে হলে তো খুব মুস্কিল। আলোচনার সতঃস্ফুর্ততা বলে কিছুই থাকবে না।
  • parul gayen | 214.28.113.180 | ২৪ জুন ২০১৩ ১১:৩৫613345
  • প্রচার কে ইগনোর করলাম। কিন্তু গ্রামের মানুষের বুদ্ধি কম এটা যদি আলোচনার প্রেমিস হয়, তাহলে তো খুব মুশ্কিল। স্বতস্ফুর্ততার কি মানে এই অবমাননাকর জায়গা থেকে আলোচনা শুরু করা? আমিও গ্রামের মানুষ। আমার পোষাক আষাক বাচনভঙ্গী দেখে বিচার হবে আমার বুদ্ধি কত? আর বেশি বুদ্ধির মানুষের কাছে জানতে চাওয়া হবে কী করা উচিত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন