এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | 69.93.210.6 | ২৪ জুন ২০১৩ ১২:২৫613346
  • প্রচারবাবু

    "(২)তবে কি কোনও রাজনৈতিক দল? তাহলে তো এক্ষুনি তদন্ত হওয়া উচিত।" এই অংশটা রূপঙ্করবাবু বলেছিলেন।

    আমার বক্তব্য ছিল -- রাজনৈতিক দলে বহু লোক থাকে। আইডেন্টিফাই করার উপায়ই বা কী?
  • siki | 132.177.196.37 | ২৪ জুন ২০১৩ ২০:২৯613347
  • http://abpananda.newsbullet.in/state/34/37977

    আজ কামদুনিতে মিছিল হয়েছে, হেডমাস্টারকে শো কজের প্রতিবাদে।
  • a x | 138.249.1.194 | ২৪ জুন ২০১৩ ২২:২২613348
  • মেয়েটির নাম ব্যবহার নিয়ে কথা হয়েছিল আগে। এই টইতেই কিনা মনে নেই। যাই হোক, সেই সুবাদে এটা প্রাসঙ্গিক -

    NWMI condemns insensitive media coverage of gang rape victim in West Bengal

    June 14, 2013

    The Network of Women in Media, India, an independent forum of media professionals across the country, condemns the recent insensitive media representation of the 20-year-old college student at Barasat, West Bengal, who was recently gang-raped and violently murdered. In papers such as The Telegraph, Protidin and several other newspapers/channels, the victim’s name and her family’s have been freely used. More shockingly, Bangla newspaper Aajkaal printed not only the victim's name but also her photo on its front page.

    The victim, a 20-year-old college girl, was gangraped and murdered on her way home from college on Friday, June 7, 2013 around 2 pm. Aajkaal printed her photo with related news on June 9.

    Publishing her name is a clear violation of the Supreme Court’s order that the identity of a rape victim cannot be disclosed. Such disclosure is prohibited under Section 228A of the Indian Penal Code, 1860, as well as the Norms of Journalistic Conduct issued by the Press Council of India (2010). Under the IPC, revealing the identity of a rape victim is punishable with imprisonment for a term which may extend to two years and shall also be liable to fine.

    Section 228 (A to D) of the Indian Penal Code prohibits the disclosure not only of the victim’s name but also of facts that could lead to the identification of the victim, such as the victim's place of residence, family or friends, university, or work details. This covers victims who are dead, minors and or have “unstable minds”. Even if the name is to be disclosed for welfare or legal reasons, this must be done in writing, only to the appropriate government authority, which does not include the media.

    The reasoning for not disclosing the name of a rape victim is that such disclosure would invade the privacy of the victim and may render her open to further harassment and/or indignity. Revealing the identity of a rape victim could also make her (or her family in case she has not survived) vulnerable to pressure to drop the case.

    In a context where the incidence of violence against women in West Bengal (and elsewhere) is rising, it is of grave concern that the media is flouting the law of the land as well as norms of ethics laid down by the PCI.

    We demand:

    1. Immediate pixellation and removal of all identifiers of the rape victim on online portals and the newspapers’ websites.
    2. Issuance of a written apology in the newspapers, including their websites.
    3. Institution of mechanisms for ensuring increased gender sensitivity while reporting cases of sexual violence. These measures could include, among others: on-the-job training, workshops, and evolving in-house norms for covering gender-based violence.

    Sincerely,

    Manjira Majumdar, Kolkata
    Rajashri Dasgupta, Kolkata
    Ranjita Biswas, Kolkata
    Anju Munshi, Kolkata
    Rina Mukherji, Kolkata
    Ammu Joseph, Bangalore
    Laxmi Murthy, Bangalore
    Gita Aravamudan, Bangalore
    Kavin Malar, Chennai
    Kavitha Muralidharan, Chennai
    Nithila Kanagasabai, Chennai
    Jency Samuel, Chennai
    R Akhileshwari, Hyderabad
    Sandhya Srinivasan, Mumbai
    Jyoti Punwani, Mumbai
    Geeta Seshu, Mumbai
    Kamayani Bali Mahabal, Mumbai
    Kalpana Sharma, Mumbai
    Sandhya Taksale, Pune
    Linda Chhakchhuak, Shillong
    [On behalf of the Network of Women in Media, India]
  • প্রচার | 69.93.243.53 | ২৪ জুন ২০১৩ ২২:৫১613349
  • @parul gayen

    [আমিও গ্রামের মানুষ। আমার পোষাক আষাক বাচনভঙ্গী দেখে বিচার হবে আমার বুদ্ধি কত? ]

    সে ইগনোর করলে করতে পারেন তবে ওপরে যা বলেছেন তা আমার কথা অনুযায়ী না । [পোষাক আষাক বাচনভঙ্গী দেখে ] মানুষের বুদ্ধি ঠিক হয় না তবে তাদের ন্যুনতম প্রয়োজন কতটা মিটেছে তা দিয়ে হয় । গ্রামের লোক হলেই লুঙ্গি পরবে আর শহরের লোক হলেই প্যান্ট পরবে এটা যেমন সাধারণভাবে সত্যি তেমনি গ্রামের লোকেদের বেশীর ভাগেরই যে ন্যুনতম প্রয়োজন মেটেনি এটাও সাধারণভাবে সত্যি । আপনার বা কোন একজন ব্যাক্তির বুদ্ধির কথা নয় , গড় লোকের মানুষ হিসাবে বুদ্ধির কথা । সে হিসাবে গ্রামের লোকেরা যে পিছিয়ে আছে এটা কি নতুন করে বলতে হবে । আমার মনে হয় [মানে, গ্রামের যে ছেলেটি বলল, বা যারা শুনল, তাদের চেয়ে বুদ্ধিমান (আপাতদৃষ্টিতে) কেউ। মানে কোনও সংবাদ সংস্থার লোক, কোনও মানবাধিকার গোষ্ঠির লোক, কোনও এন জি ও বা যে কেউ, যার কিছুটা বিধ্যেবুদ্ধি আছে ও ইম্পার্শিয়াল ওপিনিওন দেবার মত মানসিকতা আছে।] কথাটা রূপঙ্কর সরকারও এই হিসাবেই বলেছে । ব্যাক্তি হিসাবে বুদ্ধির তারতম্য নয় গড় হিসাবে মানুষের মত বুদ্ধির তারতম্য ।

    @ম্যামি

    [আমার বক্তব্য ছিল -- রাজনৈতিক দলে বহু লোক থাকে। আইডেন্টিফাই করার উপায়ই বা কী?]

    রূপঙ্কর বাবু ওই ৫০ জনকে আইডেন্টিফাই করার কথা বলেছেন - প্রত্যেককে আলাদা আলাদা করে । দল হয়ত তাতেই আইডেন্টিফাইড হয়ে যাবে । কোন রাজনৈতিক দলের বহু লোককে আইডেন্টিফাই করার কথা উঠছে না , খালি ওই ৫০ জন যারা গিয়েছিল । তারা কোন একটা দলের হতেও পারে , নাও পারে । অনেক দলের হতে পারে আবার কোন দলেরই নাও হতে পারে ।
  • মৌমিতা | 24.96.21.228 | ২৫ জুন ২০১৩ ০০:০৮613350
  • যারা কামদুনিতে গেছিলেন বা, লোকাল সাংবাদিক চেনা জানা থাকলে খোঁজ নেওয়া উচিৎ। সত্যিই তো, ঐ পৈশাচিক অপরাধের অপরাধিদের পাশে কারা পিলার হচ্ছে, তা সবাইকে জানানো দরকার। গ্রামের লোক তো হবে না, বাইরের পাবলিক। তাদের উদ্দেশ্যই বা কি !!
  • রূপঙ্কর সরকার | 126.203.205.77 | ২৫ জুন ২০১৩ ০০:৫৬613351
  • মৌমিতা, গ্রামের লোক হবেনা কেন, অন্য গ্রামের লোক তো হতে পারে। অপরাধীরা বা মুখ্য অপরাধী তো কামদুনি গ্রামের লোকনা। তবে বারাসত অঞ্চলের লোক।
  • ম্যামি | 69.93.210.6 | ২৫ জুন ২০১৩ ০১:১৩613352
  • রূপঙ্কর বাবু ওই ৫০ জনকে আইডেন্টিফাই করার কথা বলেছেন। সেটা আমি বুঝেছি।
  • rivu | 78.232.127.201 | ২৫ জুন ২০১৩ ০৩:৩৩613353
  • যাকগে, সে মানুষ অমানুষ পশু পাখি মুনিয়া বদরী সাপ ব্যাং ওরাং ওটাং যাই হোক, সেটা কোনো পয়েন্টই নয়। ন্যুনতম প্রয়োজন থিওরি নিয়ে ওই শকিং/ ভোটিং টই এ আলোচনা করলেই ভালো হয়।

    তো প্রশ্ন হলো আইদেন্তিফাই করবেন কিভাবে? একটা লোক আদালতে যাচ্ছে বলেই পুলিশের তার ঠিকুজি কুষ্ঠি অনুসন্ধান করার রাইট থাকতে পারেনা। আর কাউকে আদালতে জড়ো হতে বাধা দেওয়াই কি যায়, স্পেশাল কোনো ধারা লাগু না করে? সবশেষে, কে আদালতে জড়ো হচ্ছে সেই নিয়ে মাথা ঘামাবো কেন? আদালতে গুষ্টির লোক জড়ো হোক না, আইন কে ইন্ফ্লুএনস করার চেষ্টা না করলেই হলো।
  • প্রচার | 69.93.193.236 | ২৫ জুন ২০১৩ ১১:৩৩613354
  • @রিভু

    ঠিক তাই । আদালতে যাক না যে যাবে যতক্ষণ না সে আইনে হস্তক্ষেপ করছে । তা এখানে যারা অপরাধীদের সাপোর্টে যাচ্ছে বলে মনে হচ্ছে তারা যদি শুধু দর্শকের মত আসা যাওয়া করে তবে বলার কিছু থাকে না তবে শুধু সে উদ্দেশ্যে - মানে শুধু তামাশা দেখতে - তারা নিশ্চই যাচ্ছে না । দরকার পড়লেই তারা যাতে আইনের মুখ বেআইনের দিকে ঘোরাতে পারে এটা নিশ্চই তাদের প্ল্যান । হয় অপরাধীদের জন্য সহানুভূতি , শক্তি - রাজনৈতিক বা ধার্মিক বা সামাজিক একতা প্রর্দশন - , সে রকম দরকার হলে নিয়ে পলায়ন ইত্যাদি বা অভিযোগকারীদের ভীতি প্রর্দশন - কায়িক বা রাজনৈতিক বা ধার্মিক বা সামাজিক বা আর্থিক ইত্যাদি । তা এর মধ্যে কোন একটা করতে গেলেই তা আইনবিরুদ্ধ আর তাই তাদের সনাক্ত করে গ্রেপ্তার করাটা জরুরী । তা ছাড়া এদের অনেকেরই হয়ত আগের ইতিহাস তাদের সনাক্ত করিয়ে দেয় ।

    খুনীর যখন বিচার চলে তখন যদি তার সাপোর্টে অনেক অপরাধী বা সাধারণ লোক কোর্টে জড় হয় তার অনুকূলে তবে কি পুলিস তাদের ওপর নজর রাখে না । আর সনাক্ত করার জন্যেই নজর রাখে ।

    তবে সবচেয়ে বড় কথা - যা রূপঙ্কর সরকার তুলেছে - তা হল ওই ৫০ জনের মত লোক যারা অপরাধীদের অনুকূলে কোর্টে গিয়েছিল তাদের চেনার , জানার ও সনাক্ত করার খুব ই প্রয়োজনীয়তা আছে । তা যেহেতু কোর্টে সবার যাবার অধিকার আছে তাই বলে এই প্রয়োজনীয় কাজটা করতে হবে না বা করা যাবে না ।
  • মৌ | 24.99.152.223 | ২৫ জুন ২০১৩ ১২:১১613356
  • রূপঙ্কর কাকু, ঘটনাটি যে রকম তাতে গ্রামের লোক(কামুদনি হোক কিংবা অন্য স্থানের) অপরাধিরা গ্রামের ছেলে, বড় হতে দেখেছি, খেলতে দেখেছি এই সব বলে তাদের পাশে থাকবে না। সোজা সাপ্টা বললে দুই ধরণের লোক তাদের পাশে থাকবে অথবা গ্রামের লোক থাকলেও দুটি উদ্দেশ্য নিয়ে থাকবে- এক রাজনৈতিক দল, ন্যাতা ন্যাতিদের পার্টি চালাতে নাদুস নুদুস ভালো মানুষের চাইতে এই ধরণের গুন্ডাদের বেশী প্রয়োজন। কোন দল, তা তো সগর্বে ওপেনলি পতাকা নিয়ে থাকবে না, একটু তো লজ্জা সরম থাকা উচিৎ। আর দ্বিতীয়টি ধর্মীয় কারণ- অনেক তো সাম্প্রদায়িক ব্যাপার স্যাপারের চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। ঘটনাটি ঘটার পর কিছু গোঁড়া হিন্দু সম্প্রদায় মিটিং ফিটিং করেছে। অপর পক্ষ তো নিজেদের জোর দেখাতে চাইবে।
  • রূপঙ্কর সরকার | 126.203.187.111 | ২৫ জুন ২০১৩ ১৩:৩২613357
  • এখানে সমস্যাটা হচ্ছে, একতরফা পোস্ট তো, কাজে কাজেই, আলোচনা বা ডিবেট ব্যাপারটা ঠিকমত হওয়া খুব মুশকিল।

    অনেকেই পুরোটা হয়ত অনুধাবন করতে পারলেননা, বা, সাইডট্র্যাকিং হয়ে গেল, বা ফোরগন কনক্লুশনে চলে গেলেন, বা শুধু 'ইতিগজ' পোর্শনটা নিয়ে লড়ে গেলেন, এই সব ব্যাপার। আবার যিনি হয়ত বুঝলেন, তিনি, বা কেউই সারাদিন ল্যাপটপ বা ডেস্কটপ খুলে বসে থাকতে পারেনন। কাজকম্মো আছে তো।

    লোকগুলো কারা, তা জানা খুব প্রয়োজন সেই জন্য, যে এখনই তারা থাকবে, চার্জ ফ্রেম হয়ে কেসটা দাঁড়িয়ে গেলে আর থাকবেনা, তখন 'জল-পুলিশের আওতায়'।

    কাদের ইনফ্লুয়েন্সে কেসটা ঘুরে যেতে পারে, সেই ইঙ্গিত তো করেছি। আমার নিজের চোখে দেখা কিছু ঘটনা আছে। তো, সব কিছু স্পষ্টভাবে এখানে বলা সম্ভব নয়। সেইজন্যই তো বললাম ইন্টেলিজেন্ট লোক দরকার। আবার তাই নিয়ে খানিক জট পাকিয়ে গেল। কে ইন্টেলিজেন্ট এবং কেন, সেই ইসু নিয়ে।

    আসলের অপরাধীরা শাস্তি পাক বা কী শাস্তি পাক তাই নিয়েই বুজি-দের মধ্যে নানা মতভেদ।

    শেষে দেখা গেল মেয়েটর বাড়ির লোকই ইন্ডিরেক্টলি দায়ী বলে না একটা রায় বেরিয়ে যায়।

    এরা (এরা মানে অপরাধীরা, অন্য কিছু পড়বেননা যেন) সাহস পায় কোত্থেকে ? আমরা যোগাই, তাই পায়।
  • cm | 127.208.215.127 | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০০613358
  • এই টইএই খবরটা থাক। ২৪ ঘন্টার ভাষাতেই লিখি। অবশেষে কামদুনির নির্যাতিতার পরিবারকে বাগে আনল রাজ্য সরকার। চাকরি নিতে রাজি হয়েছেন নির্যাতিতার ভাই। মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিল থেকে সাহায্য পরিবারকে জানালেন খাদ্যমন্ত্রী। (রূপঙ্করদা কি উত্তর পেলেন ওনার প্রশ্নের?)
  • siki | 212.62.70.6 | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০০613359
  • প্রথম জানা, পয়সা দিয়ে সবই কেনা যায়?
  • aka | 34.214.145.19 | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৭613360
  • আমি এরমধ্যে কোন সমস্যা দেখছি না। অভাবী পরিবার, সরকার পয়সা দিয়েছে বেশ করেছে নিয়েছে। শুধু এর বিনিময়ে অপরাধীদের শাস্তি ট্রেড অফ না করলেই হল।
  • cm | 127.193.50.90 | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৫613361
  • আমি এর মধ্যে ভয়ানক সমস্যা দেখছি।
    বাড়ির মেয়েটি ধর্ষিত হলে এবং তারপর নৃশংসভাবে তাকে হত্যা করা হলে যদি মেয়েটির বেকার ভাইএর চাকরি এবং একলক্ষ টাকা সরকারি পুরষ্কার মেলে আমি এর মাঝে এক ভয়ঙ্কর ইঙ্গিত দেখছি। এ মেয়েদের বলির আহ্বান মাত্র।
  • | 24.97.72.255 | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫২613362
  • হুঁ আমিও তাই দেখছি। যে দেশে বিধবাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য পুড়িয়ে মারা হত, সেখানে এটি অত্যন্ত ভয়ংকর।
  • siki | 212.62.70.6 | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২613363
  • ইন ফ্যাক্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কামদুনি এপিসোডে এর চেয়ে বেশি ভয়ঙ্কর আর কিছু হতে পারে না।

    খুবই গোদা চাল, সন্দেহ নাই, কিন্তু দারিদ্র্যের কাছে সবাই অসহায়।
  • মন্ত্রীমশাই | 132.164.159.181 | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১২613364
  • বলো হীরক রাণীর জয়!
  • সিকি | ০১ অক্টোবর ২০১৩ ০৯:০৩613367
  • এই সময় তাও খবরটা ছেপেছে। আনন্দবাজারে জাস্ট স্ক্রোলিং নিউজ।
  • মন্ত্রীমশাই | 132.164.8.209 | ০১ অক্টোবর ২০১৩ ১৮:৩৩613368
  • হীরক রাণীর রাজ্যে কিন্তু সুবিচারের অভাব নেই। বিষমদে মরলেও এক লাখ, গনধর্ষণে মরলেও একলাখ।
  • PT | 213.110.243.23 | ০১ অক্টোবর ২০১৩ ১৯:৫০613369
  • মৌসুমী কয়ালও আর আন্দোলনে অংশ নেবে না বলে জানিয়েছে।
  • h | 127.194.241.169 | ০২ অক্টোবর ২০১৩ ০০:০০613370
  • হ্যাঁ কি আর করবেন ওঁরা।
  • pi | 172.129.44.87 | ০২ অক্টোবর ২০১৩ ০০:৩৪613371
  • ফেবু গ্রুপে রঞ্জিত শূর এই পোস্টটা করেছেন। এর সাথে সহমত।

    'Kamduni'te Je vabe TMC & TMC sarkar ghush die, voy dekhie, santrasher poribesh sristi kore akta govir samajik andolonke dhongsho korche tar to akta PRATIBAD hoya dorkar !
    Akti doridro poribaar loove pore ba voye bipothe jetei pare, tai bole sobai " aamar ki dorkar" bole sore gele hobe ? Andolon ta oder akar noy, akar jonno o noy. E andolon sobar, sobar jonne, sobai mile toiri kora. Ato sohoje haal charle hobe ? Sarkar ke ato sohoje walkover die deben ?'
  • PT | 213.110.247.221 | ০২ অক্টোবর ২০১৩ ২২:১৮613372
  • এই রঞ্জিত শূর কি এপিডিআরের হয়ে বক্তব্য রাখেন চ্যানেলে চ্যানেলে?
  • ranjan roy | 24.96.53.233 | ০২ অক্টোবর ২০১৩ ২৩:৫৬613373
  • কি জানি, আজকের "এই সময়" বলছে কালকে কামদুনির মাঠে মিটিং করে মৌসুমি-টুম্পারা আন্দোলন চালিয়ে যাবেন বলছেন।
  • pi | 172.129.44.87 | ০২ অক্টোবর ২০১৩ ২৩:৫৮613374
  • পিটিদা, তাতে কি এলো গেলো ?
  • PT | 213.110.243.23 | ০৩ অক্টোবর ২০১৩ ১৪:৪৯613375
  • এলো গ্যালো অনেক কিছুই।

    রঞ্জিত শূর বোধহয় সেই ঘরানার মানবাধিকার কর্মী যিনি "সিপিএম যাক যে আসে আসুক" রাগে গান গেয়েছিলেন বছর আড়াই আগে। এখন তাঁকে পথহারা পাখীর মত লাগছে। বোধহয় ভেবেছিলেন যে কামদুনিকে আশ্রয় করে ভেসে উঠবেন-কিন্তু দিদি সে গুড়ে বালি দিয়েছেন।

    এখন কথা হচ্ছে যে নির্যাতিতার পরিবার যদি মনে করে যে তারা দিদির থেকে টাকা-চাকরী ইত্যাদি পেয়ে ন্যায়-বিচার পাওয়ার পথে চলেছেন তাহলে রঞ্জিত শূরের "আন্দোলন তো ওদের একার নয়" বা "সরকারকে এতো সহজে walkover দিয়ে দেবেন" বলার মানে কি?
  • aranya | 154.160.226.53 | ০৩ অক্টোবর ২০১৩ ২০:৪৪613376
  • ইয়ে, মানে পিটি, সত্যিই তো এটা সকলের আন্দোলন - কামদুনি, গেদে, সুটিয়া - সব জায়গাতেই সরকার অপরাধীদের আড়াল করে, নিরপরাধ-দের ভয় দেখায়, পুলিশ-কে অকর্মণ্য করে রাখা হয় - এসবের বিরুদ্ধে আন্দোলন তো শুধু কামদুনির মানুষদের নয়, আপনার, আমার সবারই
  • aranya | 154.160.226.53 | ০৩ অক্টোবর ২০১৩ ২০:৫৩613378
  • পরিবারটি গরিব, বাধ্য হয়ে টাকা, চাকরি নিয়েছে - বেশ করেছে, তার সাথে আন্দোলনের কোন সম্পর্ক থাকা উচিত নয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন