এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.193.33.85 | ০৩ অক্টোবর ২০১৩ ২১:৩৭613379
  • নির্যাতিতার বাবার ২৩২ টাকা রোজ অস্থায়ী চাকরি। নির্যাতিতার কাকিমার চাকরি আগেই দুই ভাইয়ের চাকরিও পুজোর আগেই।

    তা আমির খান তার ঐ নাটক নাটক খেলা একটু খেলুন না।
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৩ ২১:৪৬613380
  • খাওয়া না-খাওয়ার খেলা যদি চলে সারাবেলা
    হঠাৎ কী ঘটে যায়, কিচ্ছু বলা যায় না।
  • PT | 213.110.246.230 | ০৪ অক্টোবর ২০১৩ ০০:০১613381
  • "পরিবারটি গরিব, বাধ্য হয়ে টাকা, চাকরি নিয়েছে - বেশ করেছে"- তার সাথে সাথে আন্দোলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে-বেশ করেছে?

    একজনের লড়াই অন্যে লড়ে দিতে পারে না-লড়াইয়ে সাহায্য করতে পারে মাত্র।

    The family members submitted a letter to the secretary of Kamduni Pratibadi Mancha (KPM) yesterday in which they said they were "totally frustrated" with the way Mancha was handling the issue.

    "Using our family as a front, some political leaders and a section of the media are trying to malign the image of Mamata Banerjee and misguided us entirely. We have total faith in the assurances given by the CM. Thus we withdraw our membership from the Mancha," the letter said.

    "Considering the helpless condition of our family, our humanitarian CM has extended her total support with financial assistance of Rs 1 lakh, assurance to provide employment to three members in the family within seven days and an exemplary punishment to the culprits. This has restored our faith and trust on the CM," it said.
    http://zeenews.india.com/news/west-bengal/kamduni-rape-victim-s-family-leaves-pratibadi-mancha_880297.html

    এই চিঠি শুধুমাত্র ভয়ে বা চাপে লেখা-এটা হজম করতে কষ্ট হচ্ছে।

    আরও একটা ব্যাপার পরিষ্কার। কোন রাজনৈতিক দল সরাসরি এই জাতীয় ঘটনা নিয়ে রাস্তায় না নামলে শুধু নাগরিক মঞ্চ দিয়ে - অন্ততঃ পব-তে খুব বেশী দূর যাওয়া যায় না।
  • aranya | 154.160.226.53 | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৩৯613382
  • এই চিঠি ঐ পরিবারের মানুষদের লেখা, এটাও হজম করতে কষ্ট হচ্ছে, বিশেষতঃ যেখানে চিঠিতে বলা হচ্ছে প্রতিবাদী মঞ্চের লোকেরা নাকি লাখ লাখ টাকা কামাচ্ছে, এই আন্দোলন থেকে। তিনোমুলের নেতারা চিঠি লিখে এদের দিয়ে সই করিয়েছেন, এটাই মনে হচ্ছে।
  • রোবু | 213.147.88.10 | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৪৮613383
  • আমারো অরণ্যদার মতই মনে হয়।
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৫৪613384
  • টানা দুদিন ধরে ভাবছিলাম, লেখা উচিত কি উচিত নয়। তো শেষমেশ মনে হচ্ছে, লিখেই ফেলি, খামোকা ডিপ্লোমেসির মুখোশ পরে থাকা আমার ধাতে নেই।

    হয়েছিল কী, মেয়েটির ভাই, বাবা, যখন সরকারি সাহায্য প্রত্যাখ্যান করেছিল, তখন গোপনে অনেকেই জানতে পেরেছিল, প্রত্যাখ্যান করলেও আসলে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কিছু সাহায্য পেলে তাদের খুব উপকার হয়।

    মেয়েটির ভাইয়ের হাতে কিছু টাকাকড়ি তুলে দেবার ব্যবস্থা করা হয়, সেখানে আমারও কিছু কন্ট্রিবিউশন ছিল। হয় তো গুরুর বেশ কয়েকজন নিজ নিজ সাধ্যমত কনট্রিবিউট করেছিলেন।

    আজ এতকিছু হয়ে যাবার পরে, সমস্ত কিছু কার্যকারণ ঠাণ্ডা মাথায় বিবেচনা করার পরেও, কেন জানি মনে হচ্ছে, আমি প্রতারিত হলাম। আমার কিছু টাকা কেউ ঠকিয়ে নিয়েছে আমার কাছ থেকে।
  • aranya | 154.160.226.53 | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৫৮613385
  • কিন্তু সিকি, সেই সাহায্য তো তখন ওদের কাজে লেগেছে। আর সাময়িক অর্থসংস্থান তো সত্যিই কোন পার্মানেন্ট সলিউশন নয়, চাকরি দরকার
  • aranya | 154.160.226.53 | ০৪ অক্টোবর ২০১৩ ০১:০২613386
  • এক্ষেত্রে মনে হচ্ছে, সরকারী সাহায্যের পূর্বশর্ত হল প্রতিবাদী মঞ্চ ছাড়তে হবে, তিনোরা যা করে বেশ নির্লজ্জ, দুকান-কাটার মতই করে, সেই কামদুনির লোকদের মাংসভাত খাওয়ানোর মত।
    পিটি-র একটা কথা ঠিক - রাজনৈতিক দল ছাড়া পঃবঙ্গে কোন আন্দোলন বেশীদ্ন টেকে না, এটা একটা দুঃখজনক সত্য
  • aranya | 78.38.243.161 | ০৪ অক্টোবর ২০১৩ ০৮:৩৩613389
  • এই সরকার ওপেনলি নোংরামো করবে, এটা প্রত্যাশিত, তাও ধাক্কা লাগে
  • cm | 71.95.189.220 | ০৪ অক্টোবর ২০১৩ ০৮:৪২613390
  • কেন ধাক্কা লাগে কেন? জয় মা পরিবত্তোন রক্ষে করো।
  • aranya | 78.38.243.161 | ০৪ অক্টোবর ২০১৩ ০৮:৫০613391
  • পরিবত্তোনের মা -মাসি হয়ে গেছে
    সত্যের খাতিরে বলতে হয়, বিরোধীদের হ্যারাসমেন্ট সিপিএম জমানাতেও ছিল, তবে এমন খুল্লামখুল্লা চলত না সবকিছু, একটু আড়াল থাকত
  • মন্ত্রীমশাই | 132.164.150.45 | ০৪ অক্টোবর ২০১৩ ০৯:৩২613392
  • যায় যদি যাক প্রাণ, হীরকের রাণী ভগমান!
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ০৯:৩৪613394
  • সে আর বলতে!

    বৃত্ত সম্পূর্ণ হবে, আমি জানি। শুধু সময়ের অপেক্ষা।
  • cm | 71.95.189.220 | ০৪ অক্টোবর ২০১৩ ০৯:৩৪613393
  • মেয়েটি কি চাকরি করত? আমি শুনেছিলাম ছাত্রী। মেয়েটির মাসিক উপার্জন কত ছিল? তার চেয়ে বেশি যে কটি পয়সা ওর পরিবারের লোক পাচ্ছেন তা মেয়েটিকে বেচে উপার্জন করা।
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ০৯:৩৭613395
  • মেয়েটি টিউশানি করত, যতদূর জানি। সেটা সব নয়, এর সাথে তার বাবা অনিয়মিত হিসাবে কিছু দৈনিক মজুরি পেতেন /পান। দুর্ঘটনার পর দীর্ঘকাল বাবা কাজে যোগ দিতে পারেন নি।

    পুলিশ একদিন এদের ঘরেও আসবে। এদের ঘরেও রেইড হবে। সেদিন বোধ হয় আর কাগজে খবরও হবে না। মিলিয়ে নেবেন।
  • aranya | 78.38.243.161 | ০৪ অক্টোবর ২০১৩ ০৯:৪৪613396
  • মিঞাসাব, মেয়েকে বেচে উপার্জন - এগুলো না বলাই ভাল। সিকি যেমন বলল, মেয়েটির বাবার বহুদিন কাজ ছিল না।
    তাছাড়া লড়ার ক্ষমতা তো সবার সমান থাকে না। খিদে আর ভয়ের কাছে, হয়্ত লোভেরও কাছে মানুষ হার মানে, শয়তান জেতে। কিন্তু হেরে যাওয়ার আগে কিছুক্ষন, কিছু দিন তো মানুষ লড়াই করে, সেটাও তো একটা জয়।
    এইরকম ছোট ছোট জয় দেখে হয়ত গোপনে শয়তানও ভয় পায়, লজ্জাও পায় কি - জানি না ..
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ০৯:৪৮613398
  • অরণ্যদা, শুধু সেটুকুই হলে আমার কিছু বলার ছিল না। যাক, এখন অফিসে বেরোব, পরে লিখব।

    আপাতত আনন্দবাজারের সাইটে স্ক্রোলিং নিউজ, কামদুনি গ্রাম ছাড়ল মৃতার পরিবার, দুই প্রতিবাদীর বিরুদ্ধে এফআইআর।
  • cm | 71.95.189.220 | ০৪ অক্টোবর ২০১৩ ০৯:৪৮613397
  • বলতে আমারো কষ্ট হচ্ছে কিন্তু এও ভুলতে পারছিনা যে সবটাই মেয়েটির উপর নৃশংস অত্যাচার ও মৃত্যুর বিনিময়ে। মানুষের পেটের দাবী সবার আগে, সে জন্য ওনারা আন্দোলনে সময় দেবেন না সে সব বোঝা যায়। কিন্তু তাবলে এতো বিনিময় মূল্যে সব সম্ভব।
  • aranya | 78.38.243.161 | ০৪ অক্টোবর ২০১৩ ০৯:৫২613401
  • কামদুনি গ্রাম ছাড়ল মৃতার পরিবার, দুই প্রতিবাদীর বিরুদ্ধে এফআইআর - কিছু বলার নেই :-((
    সিকি, সিএম - তোমাদের/আপনাদের সেন্টিমেন্ট আমি বুঝি।
    লিখ পরে সময়মত।
  • | 24.97.95.218 | ০৪ অক্টোবর ২০১৩ ১০:০৩613402
  • আমারও এটা মনে হচ্ছে যে এখন কি অপরাজিতার বাবা, ভাইরা একবার হলেও ভাবছেন 'ভাগ্যিস ওর ওপরে অমন অত্যাচার হয়েছিল'। মেয়েটির ওপরে অমন অত্যাচার, অমন মৃত্যু তো তাঁদের অযাচিত সৌভাগ্যের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

    আর সিকি যেটা লিখল, সিকির টাকাটা সত্যিই আদৌ কামদুনির কারো কাছে পোঁছেছে কিনা ......... কি জানি আমার মন খুবই সন্দেহপিচাশ।
  • ranjan roy | 24.99.211.183 | ০৪ অক্টোবর ২০১৩ ১০:১২613403
  • অরণ্য,
    কোন রাজনৈতিক দল ছাড়া যদি বঙ্গে নাগরিকদের আন্দোলন ব্যর্থ হতে বাধ্য তো সেটা বঙ্গের পক্ষে অগৌরবের।
    কামদুনির কথায় আসি, কোথায় সেই রাজনৈতিক দল যে ওদের পাশে দাঁড়াবে? আর দল নেই বলে আন্দোলন করাটা কি ভুল? শুধু সাময়িক হারজিত দিয়েই কি আন্দোলনের যৌক্তিকতার বিচার হবে?
    তাহলে বহুবার যে ট্রেড ইউনিয়নের ডাকা হরতাল ব্যর্থ হয় সেগুলো ভুল?

    যদি দিল্লিতেব জেসিকা লালের হত্যাকারীরা পেশি ও রাজনৈতিক শক্তি দেখিয়েও শেষে নাগরিক আন্দোলনের কাছে পরাজিত হয়ে থাকে তাহলে বঙ্গে কেন নয়?
    চেষ্টা হোক। আবাপ'র খবরে দেখছি স্বামীর বিরুদ্ধে এফ আই আর ও ভোর বেলায় পুলিশের হানা সত্ত্বেও মৌসুমী কয়ালেরা আন্দোলন চালিয়ে যাবেন বলছেন।
    পিটি যে লিখেছিলেন মৌসুমিও আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন তার উৎস কী?
  • aranya | 78.38.243.161 | ০৪ অক্টোবর ২০১৩ ১০:১৮613404
  • রঞ্জন-দা, সহমত। অবশ্যই চেষ্টা হোক। দিল্লীতে হলে, বাংলায় কেন হবে না?
    কোন আন্দোলন-ই সম্পূর্ণ ব্যর্থ হয় না, কোথাও কিছু প্রভাব থাকেই, সলতে পাকানোর কাজ চলে
  • ranjan roy | 24.99.211.183 | ০৪ অক্টোবর ২০১৩ ১০:২১613405
  • পিটি,
    একটা কথা ভেবে দেখুন।
    পরিবারটির দাবি মেয়েটির হত্যাকারীর ফাঁসি চাই, কোর্টে কেস চলছে। অনেকেরই সাজা হবে, কেউ কেউ ফাঁসিতে ঝুলবে, আজ নয়তো কাল।
    সেটা আদালতে হবে-- মুখ্যমন্ত্রী চাইছেন বলে নয়।
    কিন্তু মৌসুমী কয়ালদের আন্দোলন শুধু একটা দাবীতে সীমিত নয়। ওরা চাইছে স্টেশন থেকে গ্রাম অবধি রাস্তায় বিজলী বাতি। ওই আড্ডার ঠেকটি ভেঙে দিয়ে ওখানে মেয়েটির নামে মহিলা কলেজ। যাতে স্থানীয় গ্রামের মেয়েদের জন্যে শিক্ষা সহজলভ্য হয়। চাইছে ওখানে একটি থানা। যাতে মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারে।
    অর্থাৎ একটি পরিবারের ঘটনার সুবাদে শুরু হলেও আন্দোলনটি অন্য মাত্রা পেয়েছে।
    এখানেই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার যৌক্তিকতা।
  • PT | 213.110.246.230 | ০৪ অক্টোবর ২০১৩ ১০:৪৫613406
  • RR

    মৌসুমি টিভিতে সাংবাদিকদের এই কথাই বলেছিলেন-সেটা আমি দেখেছি।

    আমি আন্দোলন চালানোর বিরুদ্ধে নই-কিন্তু গোটা ঘটনাটায় কেমন যেন নিজেকে পরাজিত মনে হচ্ছে-যদিও এই আন্দোলনের সঙ্গে আমার আমি বিন্দুমাত্র-ও সংযোগ নেই।

    "দিল্লিতে জেসিকা লালের হত্যাকারীরা পেশি ও রাজনৈতিক শক্তি দেখিয়েও শেষে নাগরিক আন্দোলনের কাছে পরাজিত" হয়েছিল তার কারণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোন রাষ্ট্রশক্তি ছিল না। সেখানেই দিল্লীর সরকারের সঙ্গে পব-র সরকারের ফারাক। মনে হচ্ছে এই জাতীয় মাপকাঠিতেই পব-সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবকে মাপতে হবে।

    আর "রাজনৈতিক দল ছাড়া যদি বঙ্গে নাগরিকদের আন্দোলন ব্যর্থ হতে বাধ্য তো সেটা বঙ্গের পক্ষে অগৌরবের" ধরে নিলেও সেটাই সত্যি। বামেরা যে ভুলই করে থাকনা কেন, বাম আমলে যত তথাকথিত নাগরিক "আন্দোলন" হয়েছে (বিশেষতঃ গত ৩/৪ বছরে) তার সবটাই তীব্র মাত্রা পেয়েছিল তিনোদের কল্যাণে (আর মাওবাদীদের সশস্ত্র সহযোগীতায়)। এটা রিজানুরের আত্মহত্যা থেকে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই সব "আন্দোলন"-এর ক্ষেত্রে প্রযোজ্য।

    অবিশ্যি আমি বরাবরই তিনোদের ময়ূরপুচ্ছধারী কাক বলে এসেছি-এখন শুধু পালক খসার খেলা চলছে।
  • ranjan roy | 24.99.211.183 | ০৪ অক্টোবর ২০১৩ ১০:৫৫613407
  • পিটি,
    আপনার ভাবনার আমিও অংশীদার।
  • Jabberwocky | 131.241.218.132 | ০৪ অক্টোবর ২০১৩ ১০:৫৭613408
  • "যদি দিল্লিতেব জেসিকা লালের হত্যাকারীরা পেশি ও রাজনৈতিক শক্তি দেখিয়েও শেষে নাগরিক আন্দোলনের কাছে পরাজিত হয়ে থাকে তাহলে বঙ্গে কেন নয়?"

    এইটা নিয়ে রঞ্জনদার উত্তরে পিটির সাথে অনেকটাই সহমত। দিল্লীতে এক্ষেত্রে পার্টিজানিজম ছিলো না একেবারেই। এবং দিল্লীতে সম্ভবতঃ তুলনামূলকভাবে লোকজন পার্টি রাজনীতি অ্যাগনস্টিক। পঃবঙ্গে সেটা নয়। এখন মনে হয় অত্যধিক পোলারাইজেশন এবং পার্টিজানিজম সব ব্যাপারে খারাপ ছাপই ফেলছে।

    (ডিঃ- আমি কিন্তু এখনো সিপিয়েমই।)
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ১১:০৪613409
  • শুধু অর্থসাহায্য আর চাকরিসাহায্য নিলেই যদি ব্যাপারটা শেষ হত, আমার মনে বিন্দুমাত্র ক্ষোভ থাকত না। আজ নয় কাল, ব্যাপারটা হতই। অভাব মানুষকে অনেক বদলে দেয়, অনেক কম্প্রোমাইজ করতে শেখায়। কিন্তু তার সঙ্গে এই যে বক্তব্যটা, আমাদের পরিবারকে সাহায্য করার নামে মঞ্চ বানিয়ে তারা লাখ লাখ টাকা লুটেছে, এইটা আমি মেনে নিতে পারছি না। এতটা ডিফেমেশনের কোনও কি দরকার ছিল? আমি বা আপনি, এটাও জানি, এ তারা নিজেরা লেখে নি, তাদের দিয়ে এই বক্তব্যে সই করিয়ে নেওয়া হয়েছে, এ বক্তব্যের ইমপ্যাক্ট কতখানি, হয় তো তারা এটাও বোঝে নি, এখনও বুঝছে না।

    প্রতিবাদী মঞ্চে আমি ছিলাম না, আপনি ছিলেন না, কিন্তু সহমর্মিতা ছিল, আমরা অসংখ্য সাধারণ মানুষ ছিলাম, শঙ্খ ঘোষ ছিলেন, মৃণাল সেন ছিলেন, শুভানুধ্যায়ীদের এইভাবে কালি দেওয়া মানে তো এই এতগুলো মানুষকেও অপমান করা।

    মেয়েটির পরিবার এই অপমান করে নি, আমি নিশ্চিত, করেছে যারা চক্রী, তারাই। শুধু ভাবছি, কীভাবে করতে পারল?

    এই ডিফেমেশনটা আমি মেনে নিতে পারছি না কিছুতেই। খুব বড় ভুল করল মমতার সরকার। কিন্তু এ ভুলের কোনও শাস্তিও হবে না।
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ১১:০৬613411
  • এটা আমি আগেও লিখেছি, আজও লিখছি, দিল্লির ক্রাউডের সঙ্গে কলকাতার ক্রাউডের জাস্ট কোনও তুলনা চলে না। দুটো দু রকমের। দিল্লিতে কেউ অ্যাক্সিডেন্টে আহত হলে লোক ভিড় করে এগিয়ে আসে না, কিন্তু এই ধরণের বৃহত্তর ইস্যুতে সাধারণ লোক স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসে। দিল্লিতে এই লেভেলের মাস প্রোটেস্টের জন্য কোনও শঙ্খ ঘোষ মৃণাল সেনের দরকার হয় না।

    কলকাতায় কাউকে ডাক ছাড়তে হয়, মঞ্চ বানাতে হয়, তবে সাধারণ মানুষ বেরোয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন