এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jabberwocky | 131.241.218.132 | ০৪ অক্টোবর ২০১৩ ১১:০৮613412
  • মমতা চাণক্যর সেরা ছাত্রী - এইটা সেদিন ভাটে লিখেছিলাম। শাম-দাম-দন্ড-ভেদ। তবে যেদিন মমতা কাদায় পড়বে, এখুনি নয়, হয়তো আরো বছর দশেক - তখন এত চ্যালাচামুন্ডার কেউ থাকবে না।
  • cb | 127.194.73.90 | ০৪ অক্টোবর ২০১৩ ১১:২৭613413
  • ১০ বছর তো অনেক। কাদায় পড়তে দেরি আছে। চারদিকে তাকিয়ে দেখছি তো , মানুষ তো বেশ খুশি সব মিলিয়ে

    এই ইসু নিয়ে তো কোন উত্তাপ ও দেখছি না
  • aka | 22.207.104.59 | ০৪ অক্টোবর ২০১৩ ১১:৪০613414
  • কথা হল, পঃবঃয়ে প্রতিটা কেসেই আন্দোলন এত বৃহৎ হয় যে সে দিকভ্রষ্ট হতে বাধ্য। দিল্লিতে স্বতঃস্ফূর্ত আন্দোলন একটাই দাবী দোষীদের শাস্তি দ্রুত। হয়েছে।

    পঃবঃয়ে হ্যাঁ শাস্তি চাই, তারসাথে আলো চাই, মমতার পদত্যাগ চাই, সরকারের তৃণমূলের ক্যাডারদের তোষণ কমাতে হবে ইত্যাদি ইত্যাদি।

    পরিবারটিকে এককালীন টাকা দেওয়া হয়েছে। যদিও সেই টাকার কোন পাবলিক হিসেব নিকেশ নেই যে কত টাকা উঠেছে আর কত টাকা পরিবারের কাছে পৌঁছেছে। কিন্তু এই বাজারে এককালীন টাকা দিয়ে একটা দরিদ্র পরিবার কদ্দিন চলবে? আর পরিবারটি এই বৃহত্তর আন্দোলনের সাথে খালি পেটে কদ্দিন আইডেন্টিফাই করবে? সরকার পরিবারের ছেলেকে চাকরি দিয়েছে যা রেগুলার ইনকাম। আমরা কেউই ওদের রোজকার অর্থনৈতিক অবস্থার - মানসিক না হয় ছেড়েই দিলাম - প্রত্যক্ষ অভিজ্ঞতা করছি না।

    পরিবারটি সরে দাঁড়ালে যদি আন্দোলন থেমে যায় তাহলে বলার কিছু নেই। আর পরিবারটির দিক থেকে দেখলেও আমি অন্তত এই অবস্থায় দাঁড়িয়ে কি করতাম জানি না। মেয়েটির মৃত্যুতে পরিবারটি এমনিতেই ছারখার। তার ওপরে পেটের জ্বালা মহাজ্বালা। এই অবস্থায় আমার বেনিফিট অফ ডাউট পরিবারটির পক্ষে যাবে।
  • রোবু | 177.124.70.1 | ০৪ অক্টোবর ২০১৩ ১১:৪৫613415
  • বাজে লাগছে। আর সুদীপ্ত সেন এর দিদির ইন্টারভিউ মনে পড়ে যাচ্ছে। পেটের জ্বালা মহা জ্বালা জানি, তাও, ওই থমথমে মুখে মুখ্যমন্ত্রী-র কাছে চাকরি চাওয়ার আবেদন, ওটাই মনে পড়ছে।
  • PT | 213.110.243.21 | ০৪ অক্টোবর ২০১৩ ১২:১১613416
  • মেয়েটি বেঁচে থাকলে তো চাকরী-টাকা কিছুই পেত না পরিবারটি। আর ক্ষিধে-অভাব সবই তো আগাগোড়াই ছিল। এগুলো বোধহয়-বলতে/শুনতে খারাপ লাগলেও-একটা বাহানা। আমার কাছে এই গরীব পরিবারটির মুল্যবোধ আর রিজানুরের লুকিয়ে থাকা প্রেমিকার মূল্যবোধ একই পর্যায়ের বলে মনে হয়। একদল রাষ্ট্রশক্তির কাছে আর একজন পরিবারতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে। অবিশ্যি রিজানুরের মৃত্যুর বিনিময়ে রিজানুরের ভাই-ও মেট্রো রেলে চাকরী পেয়েছিল।

    কাজেই এই অধঃপতনের নজির নতুন কিছু নয়। আর এর সঙ্গে দারিদ্র-অনাহারের সম্পর্ক নেই।
  • /\ | 69.160.210.2 | ০৪ অক্টোবর ২০১৩ ১২:৩৩613417
  • প্রবল রাষ্ট্রীয় সন্ত্রাসের সামনে অসহায় দাঁড়িয়ে এই কথাগুলো PT আরেকবার একইভাবে উচ্চারণ করবেন আশা রাখি। আর প্রার্থনা করি, সেদিন যেন কখনো দেখতে না হয়।
  • PT | 213.110.243.21 | ০৪ অক্টোবর ২০১৩ ১২:৪৩613418
  • কামদুনিতে "প্রবল" রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছিল বলে জানা যায়নি এখনও। আর রিজানুরের ভাইকেও কোন "রাষ্ট্রীয়" সন্ত্রাসের চাপে চাকরী নিতে হয়নি। তখন মমতা পব-তে বিরোধী নেত্রী ছিলেন আর রেলমন্ত্রী হিসেবে তিনিই রুকবানুরকে মেট্রো রেলে সেই চাকরীর ব্যবস্থা করে দিয়েছিলেন।
  • ranjan roy | 24.99.211.183 | ০৪ অক্টোবর ২০১৩ ১৩:১১613419
  • পিটি,
    "পার" সিনেমায় নাসির ও শাবানার শুয়োর পার করানোর ঘটনা মনে করুন। বা "আক্রোশ" সিনেমায় নায়কের বোন ও বাবার কথা।

    ওরা যে এতদিন মুখ্যমন্ত্রীর চাকরি-চিকিৎসা-টাকার প্রস্তাবে ওদের ঘরে ও রাইটার্সে মুখের ওপর না বলতে পেরেছিল --সেটাই অনেক।

    কিন্তু কামদুনিতে পুলিস ও শাসক দল মিলে যা করল, যেভাবে বদনাম করল, কোলকাতার আদালতে পুলিস পেটাল, সবাইকে সিপিএম-মাওবাদী ষড়্যন্ত্রকারী আখ্যা দিল-- তার প্রেসার গরীব রাজমিস্ত্রি পরিবারে অনেক। রাষ্ট্রীয় সন্ত্রাস আর কাকে বলে? পাল্টা শাসক আশ্রিত মঞ্চও তৈরি হল।
    -- মেয়ের হত্যার বিচার চাও, হত্যাকারীদের ফাঁসি চাও? সে তো ব্যব্স্থা করছি। সরকারই পারে , অন্য কোন হাড়-হাভাতে মঞ্চ নয়। ওরা রাজনীতি করছে, আমাদের বদনাম করছে। তোমরা সরে এস, ততদিন তোমাদের চাকরি দিচ্ছি, চিকিৎসা করাচ্ছি। ওদের শুকনো বুলি শুনে কী পাবে?
    আরে, আগে খেয়ে পরে বাঁচবে তবে তো নিজেদের চোখে মেয়ের হত্যাকারীদের ফাঁসি দেখতে পাবে! কেন ঝামেলা বাড়াচ্ছ? ওদের থেকে সরে এস।
  • PT | 213.110.243.21 | ০৪ অক্টোবর ২০১৩ ১৩:৩৬613420
  • কামদুনিতে কি নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাই-এর চাইতেও বেশী রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছিল?

    আর এই ভয়ের কারণ দেখিয়ে রিজানুরের ভাইয়ের চাকরী নেওয়াটাকে ব্যাখ্যা করা যায়?
  • Jabberwocky | 131.241.218.132 | ০৪ অক্টোবর ২০১৩ ১৩:৫৩613174
  • "কিন্তু কামদুনিতে পুলিস ও শাসক দল মিলে যা করল, যেভাবে বদনাম করল, কোলকাতার আদালতে পুলিস পেটাল, সবাইকে সিপিএম-মাওবাদী ষড়্যন্ত্রকারী আখ্যা দিল-- তার প্রেসার গরীব রাজমিস্ত্রি পরিবারে অনেক। রাষ্ট্রীয় সন্ত্রাস আর কাকে বলে? পাল্টা শাসক আশ্রিত মঞ্চও তৈরি হল।"

    এইটা শুধুই আপনি-আমি ভাবছি রঞ্জনদা।
  • সে | 203.108.233.65 | ০৪ অক্টোবর ২০১৩ ১৪:২৪613175
  • টাকা নিয়েছে চাকরি নিয়েছে - বেশ করেছে। কেন নেবে না?
    অপরাধীদের শাস্তি ইঃ দাবী, সুবিচারের দাবী, এগুলো এর জন্যে চাপা পড়বে কেন?
    সুবিচারের দাবীতে দারিদ্র্য অনাহারে পরিবারটা নিঃশেষ হয়ে যাবে নাকি?
  • cm | 71.95.189.220 | ০৪ অক্টোবর ২০১৩ ১৪:৩২613176
  • টাকা চাকরি কেন পাওয়া গেল? লটারি হচ্ছিল বুঝি?
  • +/- | 69.160.210.2 | ০৪ অক্টোবর ২০১৩ ১৪:৩৫613177
  • বিন্দুমাত্র রাস্ট্রীয় সন্ত্রাস না থাকলেও যে সামান্য মৃদু প্রোমোটারি সন্ত্রাসে বাড়ি এসে মিষ্টি হেসে পান চিবোতে চিবোতে জমি দাবি করলেই বৃদ্ধ-বৃদ্ধা, প্রবাসী-সন্তান-জনকেরা আতঙ্কগ্রস্ত হন, সেইটুকুর কথা মনে রেখেই নিশ্চয়ই PT নিজের অবস্থান রাখছেন, যখন তিনি জানেন এখানে বাইকবাহিনীর কি প্রতাপ বা ভুঁইফোড় পার্টি অফিসের কি জোর। নিশ্চয়ই মনে রাখছেন পরিবারের একজনকে হাসপাতালে চিকিৎসাধীন রেখে ও আরো একজনের মৃত্যুর মাশুল গুনে তাদের প্রায় বাধ্যতামূলক এই সিদ্ধান্ত। ভোটের নামে পশ্চিমবঙ্গে এই কদিন কি লেভেলে কেলিয়ে মাঠ ফাঁকা করে দেওয়া হয়েছে PT জানেন না? ডেডিকেটেড রাজনৈতিক কর্মীদের মতো মার খেয়ে হাড় গুঁড়ো হয়ে গেলেও মমতা নিপাত যাক বলার মতো ইন্টিগ্রিটি বা পরিণতি এই পরিবারটির থেকেও আশা করছেন আর সেটা না পেয়ে বিরক্ত হচ্ছেন!!
  • সে | 203.108.233.65 | ০৪ অক্টোবর ২০১৩ ১৪:৩৬613178
  • না। খিদে পেয়েছিলো খুব।
  • PT | 213.110.243.21 | ০৪ অক্টোবর ২০১৩ ১৫:১০613179
  • পরিবারটি না বললেও অন্য কেউ সেরকম সন্ত্রাসের কথা কিছু বলে নি তো!

    আর রিজানুরের ভাইকে কে ভয় দেখিয়ে চাকরী নিতে বাধ্য করেছিল?
  • cm | 71.95.189.220 | ০৪ অক্টোবর ২০১৩ ১৫:৫১613180
  • বাকি সবার পেট ভরে গেছে বুঝি?
  • PT | 213.110.246.230 | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:১১613181
  • এখন পরিষ্কার যে চাকরী/টাকা দিয়ে মুখ বন্ধ করা বা দলে টানা একটা strategy হিসেবে ব্যবহার করা শুরু হয়েছিল বিরোধী দল হিসেবেই। বাম আমলে রেলের চাকরী পাইয়ে দেওয়াকে করুণাময়ীর পরম করুণার প্রকাশ হিসেবে দেখা হত-বিশেষ্তঃ যারা "সিপিএম যাক যে আসে আসুক" তত্বে আস্থা রাখত তারা এই নিয়ে বিন্দুমাত্র প্রতিবাদ করেনি। এখন ময়ূরের পালক খসা কাকের কান্ড্কীর্তি মনপসন্দ না হওয়ায় চাকরী/টাকা দেয়ার পেছেনে রাষ্ট্রের নখ-দাঁত দেখার প্রচেষ্টা শুরু হয়েছে।
  • কল্লোল | 125.242.207.39 | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:১৮613182
  • কোনও অভাবী মানুষকে চাকরী বা টাকা দেওয়ার মধ্যে এমনিতে কোন অন্যায় নেই। কিন্তু উদ্দেশ্যটা কি, সেটা বিচার করতে হবে। একটা প্রতিবাদী আন্দোলনকে দমিয়ে দেওয়া উদ্দেশ্য হলে কাজটা খারাপ। কোনও মিথ্যা আন্দোলনে উস্কানী দেওয়ার জন্য হলে খারাপ। কিন্তু কোনও প্রতিবাদী আন্দোলনের পাশে দাঁড়ালে ভালো।
    তবে কামদুনির প্রতিবাদী মঞ্চে সিপিএমের ভূমিকা কি?
  • cb | 127.194.73.90 | ০৪ অক্টোবর ২০১৩ ১৬:৪৩613183
  • ওঁয়ারা আবাপ মেনে চলছেন। ঢুকতে গেলেই নাকি আন্দোলনের গায়ে রাজনৈতিক তকমা লেগে যাবে। তাই মাঠের ধারে বসে বসে দেখছেন তিনোবাবুরা কেমন ফাঁকা মাঠে গোল দিচ্ছেন, এবং প্রকাশ্যে এই ধর্ষণ নিয়ে রাজনীতি করেই
  • π | ০৪ অক্টোবর ২০১৩ ১৭:০৩613185
  • এই যে বলা হচ্ছে, এখনো অপরাধীদের শাস্তি ঠিকঠাকই হবে, সেটা কতটা ঠিক ? কারণ শুনেছিলাম, আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। প্রতিবাদী মঞ্চের দাবিগুলোর মধ্যে সেটা একটা প্রধান ইস্যু ছিল না ?

    আর, আমিও মনে করিনা, পরিবারটির অর্থ ও চাকুরি সাহায্য নিলে সাথে আন্দোলন বন্ধ হওয়া উচিত। কিন্তু আন্দোলনের গায়ে যেভাবে কাদা ছিটানো হয়েছে, আর এখন আন্দোলনকারীদের উপর যেভাবে সরাসরি আক্রমণ শুরু হয়েছে ( রেফঃ আজকের খবর ), সেটা হতে থাকলে আন্দোলন চালানো সত্যিই চাপ। যদিনা আরো বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা যায়। সেটা যাবে কি ? এমনিতেই যখন আন্দোলন চলছিল, তখন তো ঐ কিছু গণ আন্দোলনের কর্মী বাদে হাতে গোণা লোক পাশে ছিলেন, নিয়মিতভাবে। কোর্ট কেসের সময় লোকজনকে আসতে বলার ডাক দিয়েই প্রায় কাউকে সেভাবে পাওয়া যেত না ! সেরকমভাবে লোকজন এগিয়ে আসলে হয়তো সরকার থেকে এই চাপ দেবার সাহস পেতো না। এসবই টুকটাক মনে হচ্ছে।
  • PT | 213.110.243.21 | ০৪ অক্টোবর ২০১৩ ১৮:১১613186
  • "কোনও অভাবী মানুষকে চাকরী বা টাকা দেওয়ার মধ্যে এমনিতে কোন অন্যায় নেই"-নেই? রিজানুরের ভাইকে চাকরী দেওয়ার পেছনে অন্যায় ধান্দাবাজী ছিল না?

    কামদুনির আন্দোলন তো নির্যাতিতার পরিবারকে কেন্দ্র করেই গড়ে ওঠার কথা। এবার ভেবে দেখুন যে বামেরা এই আন্দোলনে নির্যাতিতার পরিবারের সঙ্গে আন্দোলনে নেমেছিল। আর মাঝপথে তারা চাকরী/টাকা ইত্যদি নিয়ে সরে গেল-যা ঘটেছে এখন। (অব্শ্য বামেরা সঙ্গে থাকলেও যে তারা সরে যেত সেকথা হলফ করে বলা যায় না) - কিন্তু ধরুণ তারা সরে গেল-তখন বামেদের মুখে একতাল গোবর মেখে মুখ লুকনো ছাড়া অন্য কোন রাস্তা থাকত না।

    কেননা রাস্তা, আলো, স্কুল, কলেজ তো সব গ্রামেরই দরকার-সে আন্দোলন তো শুধু কামদুনির জন্য করার কোন মানে হয়না। তার ওপরে কামদুনির লোকজন পঞ্চায়েত ভোটে তিনোদের ঢেলে ভোট দিয়েছে। তাহলে তারাও এত ঘটনার পরেও এই সরকারের ওপরেই আস্থা রেখেছে।

    একই সঙ্গে এ প্রশ্নও করা যায় যে সেই নির্যাতিতের পরিত্রাতা, মেধা, অনুরাধা, অগ্নিবেশ, সুজাত ইত্যাদি প্রভৃতিরাই বা কোথায় এখন?
  • cm | 127.97.229.108 | ০৪ অক্টোবর ২০১৩ ২০:০৯613187
  • পশ্চিমবঙ্গে কি একঘর অভাবী? কিসের ভিত্তিতে ওরা সুযোগ পেলেন? টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করা হচ্ছে। তবে এখন আপাতত এরকমই চলবে যতদিন না পরিবর্তনপন্থীরা ভুল মানবেন।
  • কল্লোল | 125.241.120.92 | ০৪ অক্টোবর ২০১৩ ২০:২৩613188
  • পিটি। কোট কল্লে পুরোটা করো। নইলে বলো, ওসব ফালতু কথা। আমি লিখেছি -
    "কোনও অভাবী মানুষকে চাকরী বা টাকা দেওয়ার মধ্যে এমনিতে কোন অন্যায় নেই। কিন্তু উদ্দেশ্যটা কি, সেটা বিচার করতে হবে। একটা প্রতিবাদী আন্দোলনকে দমিয়ে দেওয়া উদ্দেশ্য হলে কাজটা খারাপ। কোনও মিথ্যা আন্দোলনে উস্কানী দেওয়ার জন্য হলে খারাপ। কিন্তু কোনও প্রতিবাদী আন্দোলনের পাশে দাঁড়ালে ভালো।
    তবে কামদুনির প্রতিবাদী মঞ্চে সিপিএমের ভূমিকা কি?"
    তুমি লিখেছো - "রিজানুরের ভাইকে চাকরী দেওয়ার পেছনে অন্যায় ধান্দাবাজী ছিল না?"
    তুমি মনে করছো রিজওয়ানুরের ভাইকে চাকরী দিয়ে একটা মিথ্যা আন্দোলনকে উস্কানী দেওয়া হয়েছে। আমি মনে করছি, পুলিশ কমিশনার শুদ্ধু যেভাবে টোডিদের দালালী করছিলো, তাতে পরিবারটির পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিলো।
    তুমি লিখেছো - "এবার ভেবে দেখুন যে বামেরা এই আন্দোলনে নির্যাতিতার পরিবারের সঙ্গে আন্দোলনে নেমেছিল। আর মাঝপথে তারা চাকরী/টাকা ইত্যদি নিয়ে সরে গেল-যা ঘটেছে এখন। (অব্শ্য বামেরা সঙ্গে থাকলেও যে তারা সরে যেত সেকথা হলফ করে বলা যায় না) - কিন্তু ধরুণ তারা সরে গেল-তখন বামেদের মুখে একতাল গোবর মেখে মুখ লুকনো ছাড়া অন্য কোন রাস্তা থাকত না।"
    এতো ধরুন দিয়ে কোন কথা(যুক্তি বল্লাম না - কারন এগুলো যুক্তিই নয়) দাঁড় করানো যায়? তা তোমার ধরুন লাইনেই খেলি তবে?
    ধরুন বামেরা কামদুনির আন্দোলনের পাশে থাকলো। ধরুন বামেদের গণসংগঠনগুলো দিল্লীর মতো রাস্তায় নাবলো। ধরুন তারা বাধ্য করলো মমতাকে রাত ১২টায় বাড়ি থেকে বেড়িয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলতে। ধরুন চাপে পড়ে শেষ পর্যন্ত সরকার সব দাবী মেনে নিলো। তবে তো বামেদের মুখ উজ্জল হতো - নাকি?
    অবশ্য তুমি মনে করো যে, "রাস্তা, আলো, স্কুল, কলেজ তো সব গ্রামেরই দরকার-সে আন্দোলন তো শুধু কামদুনির জন্য করার কোন মানে হয়না।" কাজেই কামদুনির আন্দোলন কোন আন্দোলনই নয়।
    কারন
    "তার ওপরে কামদুনির লোকজন পঞ্চায়েত ভোটে তিনোদের ঢেলে ভোট দিয়েছে। তাহলে তারাও এত ঘটনার পরেও এই সরকারের ওপরেই আস্থা রেখেছে।" ছিঃ - এটুকুই বলা যায়।
    এপিডিআর তো কামদুনির আন্দোলনের সাথে প্রথম থেকেই আছে। চোখে পড়েনি বুঝি। চোখে ঠুলি পড়ে দেখলে কি আর দেখা যায়!!!
    খারাপ সময়ে সিপিএম যে কিছুই করে না, সে তো জানাই কথা।
  • PT | 213.110.243.21 | ০৪ অক্টোবর ২০১৩ ২১:২৭613189
  • কল্লোলদা

    রিজানুরের মৃত্যুকে ব্যবহার করে তিনোরা সেরেফ মুসলমান ভোট ঘরে তোলার ধান্দায় রাস্তায় নেমেছিল। রুকবানুরকে চাকরী দেওয়াটা সেটার একটা extension বলা যেতে পারে। আমি সেটাকে মোটেই গরীবকে সাহায্য করা বলে মনে করি না। তাই তোমাকে পুরো কোট করলেও আমার এই অবস্থানটা বদলাবে না। আসলে যারা সেই সময়ে এই ঘটনাক্রমকে সমর্থন করেছিল তারা ভুলটা স্বীকার করতে লজ্জা পাচ্ছে।

    আমি বেশ কিছুদিন আগে লিখেছিলাম যে ক্ষমতায় যাওয়ার জন্য যদি বিধানসভা ভাঙ্গচুড় করতে হয় তাহলে ক্ষমতায় যাওয়ার দরকার নেই। সেটা একটা extreme ঘটনা কিন্তু আমার বর্তমান অবস্থানটা কতকটা এই রকমই।

    এতদিন শুনলাম যে জনগণ যা চায় সেটাকেই রাজনৈতিক দলের সমর্থন দেওয়া উচিত। সেই যুক্তি অনুসারে যারা মমতাকে ভোট দেয় তাদের মমতার হাতেই ছেড়ে দেওয়া ভাল - নয়কি? আর রাস্তায় নেমে বামেরা কি চাইত? কামদুনির মামলা তো চলছে যেমন আর পাঁচটা মামলা চলে এদেশে। চ্যানেলে চ্যানেলে এত আলোচনার পরেও ভোটের ফলাফলে মনে হয়েছে কি যে "মানুষ" মমতার সরকারের ওপরে অসন্তুষ্ট?

    আসলে বাম-রাজত্বের শেষ ২/৩ বছরের র‌্যাবেল রাউসার মমতাকে দেখে অনেক বাঙালীর এত চোখ সয়ে গিয়েছে যে তারা মনে করতে শুরু করেছে যে ঐটাই বোধহয় আসল রাজনীতি। তাই আমি কামদুনি নিয়ে "বামেদের গণসংগঠনগুলো দিল্লীর মতো রাস্তায়" নামার ঘোর বিরোধী।

    বাঙালীর বোধহয় বেড়ে ওঠার আর বুঝতে শেখার বয়স হয়েছে - তাই তাদের বুঝতে চেষ্টা করা উচিৎ যে সব সময়েই রাজনৈতিক সংগঠনের ছাতার তলায় না গিয়েও কামদুনির মত ঘটনা নিয়ে আন্দোলন করা যায় কিনা।

    আর এপিডিআরকে আমি কোন সংগঠন বলেই মনে করি না। শুন্য থেকে শুন্য বাদ দিলে যা হয় এপিডিআর আমার কাছে একটি পরমশুন্য বস্তু। সিপিএম খারাপ সময়ে "কিছু করেনা" এই ঐতিহাসিক সত্যটি জানার পরেও তাহলে তাদের পথে দেখার প্রত্যাশা কিসের জন্য?
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ২১:৩০613190
  • কামদুনির লোকজন পঞ্চায়েত ভোটে, যদ্দূর জানি তিনোদের ভোট দেয় নি। ওরা ভোট বয়কট করেছিল। তিনো ছাড়া আন্য কোনও দল ঐ জায়গা থেকে দাঁড়ায় নি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনোরা জিতে যায়।
  • aranya | 154.160.226.53 | ০৪ অক্টোবর ২০১৩ ২১:৪৩613192
  • কামদুনিতে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি-র সার্থক ইম্পলিমেন্টেশন যিনি করলেন, মাননীয় খাদ্যমন্ত্রী, তিনিই কি সিপিএম-দের সাথে কথা বল না, তাদের বিয়ে কর না, তারা কেউটে সাপ ইঃ উস্কানিমূলক কথা বলতেন?
  • কল্লোল | 125.241.120.92 | ০৪ অক্টোবর ২০১৩ ২১:৪৩613191
  • প্রত্যাশা নাই। ওগুলো তোমার "ধরুন" এর জবাব।
    যাগ্গে।
  • cb | 127.194.73.90 | ০৪ অক্টোবর ২০১৩ ২১:৪৭613193
  • হুম, এই সেই বাল
  • cm | 181.51.220.110 | ০৪ অক্টোবর ২০১৩ ২২:১২613194
  • ঝগড়া করে লাভ নেই এ পরিবর্তন একটু কস্টলি হয়ে গেছে। সহজে এ কাঁটা ওগড়ানো যাবেনা।
  • aranya | 154.160.226.53 | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫০613196
  • বহত মেহেঙ্গী পড়েগি ঠাকুর - কি যেন ছিল শোলের সেই লাইনটা? একটু কস্টলি হয়েছে বটে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন