এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.243.21 | ০৮ অক্টোবর ২০১৩ ১৬:৫৯613263
  • কল্লোলদা

    তোমার সমস্ত ঐতিহাসিক সিপিএম-বিরোধিতা উগড়ে দিচ্ছ কিন্তু তাতে বিশেষ কিছু বোঝা যাচ্ছে না। কেননা সিপিএম দলটি দেবদুতে বোঝাই রয়েছে সেকথা আমি কেন কেউই দাবি করেনি। তুমি তাই হাওয়ার সঙ্গে যুদ্ধ করছ। তবে তোমার প্রত্যাশা আমাকে হতবাক করছে-কেননা আমরা যারা সত্তরে বেড়ে উঠেছি তারা কংগ্রেসে গুন্ডা-গার্দি দেখছি। আর তিনোদের হয়ে মাওবাদীরা যে কসাইয়ের কাজ করেছে আদিবাসীদের জীবন-রক্ষার বাহানায় সেটাও দেখেছি। আরও পিছিয়ে গিয়ে বামেদের নির্বাচিত সরকারকে কারা ক্ষমতাচ্যুত করেছিল সেই ইতিহাসটাও ঘেঁটে দেখ্তে পার। তুমি কি প্রত্যাশা করেছিলে এই আবহাওয়ায় সিপিএম বেছে বেছে শুধু গান্ধীবাদি দেবদুতদের দলে রাখবে?

    যদিও আমার সব কথা তোমাকে উদ্দেশ্য করে লেখা নয়, তবু বলি যা বলছ সবই একটু দেরীতে বললে। এই যেমন সিপিএমকে গাল দেওয়ার প্রবল তারনায় কেমন বুদ্ধবাবুকে "হার্মাদদের বাবা" বলতে গিয়ে ঐতিহাসিক চরিত্র সুব্রত মুখার্জীকে ভুলে গেলে। এটা কি ইচ্ছাকৃত?

    দেখো বছর তিনেক আগে তিনো, মাওবাদী, মাওব্যথী, এপিডিআর (সুজাত ভদ্র সহ), চিদাম্বরম ইত্যাদি সকলেই যখন বামেদের সম্বন্ধে "হার্মাদ" শব্দটি ক্রমাগত ব্যবহার করছিল তখন তাদের সঙ্গে হাসি হাসি মুখে পব-র রাজনীতির হার্মাদিকরণের অন্যতম পিতামহ সুব্রত মুখার্জী একই সঙ্গে, একই দিকে বসে একই সুরে বামেদের হার্মাদ বলত। তখন কেউ কিন্তু বলেনি যে একদল হার্মাদের বদলে আরেকদল হার্মাদ ক্ষমতায় আসতে চলেছে। পরিবর্তন-প্রত্যাশীদের একদল জানত কিন্তু বলেনি আরেকদল ন্যাকাষষ্ঠীরা রাজনৈতিক বালখিল্যপনার কারণে "বুঝতে পারেনি"।

    তিনো নেত্রীর তরফে চাকরী/টাকা দিয়ে মানুষ আগেও কেনা চলছিল-এখনও চলছে। আর অনেক মানুষ নিজেকে বিক্রী করার জন্যেও প্রস্তুত-সেখানে গরীব বড়লোকের ফারাক নেই-শুধু প্রাইস ট্যাগের ফারাক আছে। আরেকটা তফাৎ জোর করে দেখানোর চেষ্টা চালু হয়েছে-বিরোধী নেত্রী হিসেবে চাকরী/টাকা দিয়ে মাথা কিনলে সেটা ঠিক ছিল কেননা সেটা বামেদের ক্ষমতা থেকে তাড়ানোর জন্যে কাজে লেগেছে।

    এইসব ন্যাকাষষ্ঠী আর অসৎ বিপ্লবী নাগরিকদের শুধু ঘৃণাই করতে পারি। আশা করি তারা পবর-রাজনীতি থেকে চির-নির্বাসিত থাকবে।
  • কল্লোল | 125.242.141.156 | ০৮ অক্টোবর ২০১৩ ১৭:৫৭613264
  • পিটি।
    ঐতিহাসিকভাবে আমি সিপিএম বিরোধী নই। ৭১এ জেল থেকে বের হবার পর ৮৪ সাল পর্যন্ত সমালোচনা স্বত্ত্বেও সিপিএমকেই ভোট দিতে গলা ফাটিয়েছি। ৮৫ সালের কলকাতা কর্পোরেশন নির্বাচনের সময় থেকে সিপিএমের বিরোধীতা শুরু করি।

    গান্ধীবাদী দেবদূতও ছিলো সিপিএম-এ। বলে কয়ে গান্ধীবাদী ছিলেন না তাঁরা। একজনের নাম এখনই মনে পড়ছে - শচীন সেন। না বালিগঞ্জ কসবার নন। নেতাজীনগরের। ঐ ৭২-৭৭এর নব যুবও তাঁকে ঘরছাড়া করতে পারেনি।
    সে যাই হোক। তো সেই সব "জঙ্গী" কমরেডরা ৭৭-১১ কি কত্তেছিলেন?

    তা, ঐ সুশান্ত, তপন, সুকুর, লালপতাকা গোঁজা বাইকবাহিনীর বাবা কারা?
    সেটি লিখতে তোমার হাত কাঁপবে। তাই উত্তর না দিয়ে পাস কাটাবে।

    সুব্রতকে ভুলি নাই। অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয়।
    -----------------------------------------------------------
    "তিনো নেত্রীর তরফে চাকরী/টাকা দিয়ে মানুষ আগেও কেনা চলছিল-এখনও চলছে।" সিপিএম কেনাও চলছে, সেটা চোখে পড়ে নাই?
    =====================================
    এবার একটু পুরোনো কাসুন্দি হোকঃ
    পিটি লিখছেঃ
    "তখন কেউ কিন্তু বলেনি যে একদল হার্মাদের বদলে আরেকদল হার্মাদ ক্ষমতায় আসতে চলেছে।"

    ১) Name: kallol Mail Country: IP Address : 124.124.93.205 Date:30 Jun 2010 -- 11:10 PM
    সিপিএম যাক। এনিয়ে কোন দ্বিধা নেই আজও। তার বদলে যেই আসুক, সেও যদি সিপিএমএর মতই হয়, তবে তার কাজেরও প্রতিবাদ করব।
    2) Name: ranjan roy Mail: Country: IP Address : 122.168.205.199 Date:30 Jun 2010 -- 11:36 PM
    না, আদৌ চাইব না। কেন চাইব? কেরালা মডেল সবাইকে বদলাবার কথা বলে। এক নাগনাথ তো দুসরা সাঁপনাথ।
    ======================================

    এরকম অজস্র বার বলেছি, সিপিএম গিয়ে যেই আসুক সেও কদিন পরে সিপিএমএর মতোই আচরণ করবে। তবু সিপিএম যাক।
  • cm | 127.193.54.178 | ০৮ অক্টোবর ২০১৩ ১৮:৩১613265
  • এবারের বিধানসভায় বাজেটবিতর্ক কেমন হয়েছে জানতে চাই? এই চূড়ান্ত স্বৈরাচারী সরকারকে আমরা সি পি এমের মতন কেন বলছি? এ তো সবার গলা টিপে ধরছে। জনগণের ট্যাক্সের টাকায় জমিদারী খয়রাতি কোন আইনের বলে হচ্ছে জানতে চাই?
  • PT | 213.110.243.21 | ০৮ অক্টোবর ২০১৩ ১৮:৩২613266
  • "সেও যদি সিপিএমএর মতই হয়...."

    মানে সেই সময়ে সুব্রত মুখার্জী কি দেবদূত হয়ে গিয়েছিল বলে মনে করে এই "যদি" শব্দটি ব্যবহার করেছিলে? নাকি তার উপস্থিতি তখনও অনিচ্ছাকৃত ভাবে এড়িয়ে গিয়েছিলে? অবিশ্যি তুমি একা নও-অনেক মানবাধীকার কর্মীও সুব্রতর সঙ্গে একই সুরে কথা বলেছিল সেই সময়ে।

    আর আমার কোন হাত কাঁপাকাঁপির ব্যাপার নেই। আমি হৃদয়ের দোলাচলে কখনো সিপিএমের গলাও জড়াইনি আর বিষোদ্গারও করিনি। ভারতবর্ষের রাজনৈতিক দলে জঙ্গীরা থাকবে না এমন সোনার পাথরবাটি জাতীয় প্রত্যাশা আমি কখনো করিনি। তবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে সুব্রতর মত লোকেদের সঙ্গে আমার রাজনৈতিক প্রত্যাশাকে জড়িয়ে দেওয়া থেকে শত যোজন দূরে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    " সিপিএম কেনাও চলছে, সেটা চোখে পড়ে নাই"-চোখে পড়েছে। কিন্তু রুকবানুরকে কিনে নেওয়াটা যে ঘৃণ্য কাজ হয়েছিল সেরকম কোন মন্তব্য এখনও চোখে পড়ল না কেন?
  • aranya | 154.160.226.53 | ০৮ অক্টোবর ২০১৩ ২১:৫৭613267
  • ' প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বঙ্গবাসী ও সুরেন্দ্রনাথ কলেজের প্রচুর ছাত্রছাত্রী এবং মানবাধিকার সংগঠন এপিডিআর-এর কর্মীরাও ছিলেন।
    বিকেল চারটে নাগাদ কামদুনি স্কুলমাঠ থেকে মিছিল শুরু হয়।' - আজকের আবাপ থেকে।

    গতকাল কামদুনির প্রতিবাদীদের সাথে এপিডিআর-এর কর্মীরাও ছিলেন - পিটির ভাল লাগতে পারে, এটা শুনে। এপিডিআর নীরব নয়,এখনও আন্দোলন করছে।

    চাকরী ও টাকা-র পরিবর্তে যে সব শর্ত আরোপ করা হয়েছে মনে হয় - প্রতিবাদী মঞ্চ ছাড়তে হবে, মঞ্চের নেতাদের বিরুদ্ধে মিথ্যা আভিযোগ আনতে হবে - অত্যন্ত ঘৃণ্য, নক্কারজনক; কিছু বলার নেই।
  • PT | 213.110.246.230 | ০৮ অক্টোবর ২০১৩ ২২:৫৪613268
  • এ আর নতুন কি। রুকবানুরকে চাকরী দিয়েও শর্ত আরোপ করা হয়েছিল দিদির লোক হয়ে দিদির ইচ্ছানুসারে বাম সরকারের বিরুদ্ধে কথা বার্তা বলতে। তখন কোন বুজীই তার প্রতিবাদ না করায় এখন নির্যাতিতার পরিবারকে চাকরী দিয়ে চুপ করিয়ে দেওয়া এত সহজ হচ্ছে। কেউ মুখ খুললেই সটান উত্তর আসবেঃ "এ আর নতুন কি? দিদি তো চিরকালই নির্যাতিতদের পরিবারকে চাকরী দিয়ে সাহায্য করেছেন!"

    বোধ হয় সাঁই পরিবারেরো কাউকে রেলমন্ত্রী চাকরী জুটিয়ে দিয়েছিলেন।
  • দিদির লোক | 127.194.199.160 | ০৯ অক্টোবর ২০১৩ ০০:৩৭613269
  • PT গোল গোল ঘুরছে কেন? শাসক দল চিরকালই প্রতিবাদের স্বর কে ছলে বলে কৌশলে দাবিয়ে দেবে। শাসকবিরোধীরাও ছলে বলে কৌশলে ছুতো নাতা থেকে বিক্ষুব্ধ আন্দোলন ও সরকারের ইমেজে কালিমালেপন করার চেষ্টা ও সুযোগ চালিয়ে যাবে। ভারতবর্ষে একে সংসদীয় গণতন্ত্র তথা রাজনীতি বলে। কামদুনি থেকে রুকবানুর সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সর্বত্র মমতার পলিটিক্স বামফ্রন্টকে টেক্কা দিয়েছে। তাইজন্যেই মমতা এখন গদিতে, বামফ্রন্ট ধুলোয়। যদ্দিন মমতা বেশি কৌশলী পলিটিক্স খেলবে তদ্দিন সেই জিতবে। সাদা কথা। এই বিভিন্ন ছ্যা ছ্যা করা বেসিকালি হেরোদের গজরানি ছাড়া আর কিছু নয়। মমতার চেয়ে বেটার পলিটিক্স খেলে দেখান।
  • কল্লোল | 111.63.139.14 | ০৯ অক্টোবর ২০১৩ ০৫:৩৯613270
  • পিটি। হাত তো কাঁপছেইই। তাই একটা "যদি"র আশ্রয় নিতে হচ্ছে। রঞ্জনের "এক নাগনাথ তো দুসরা সাঁপনাথ" কেমন সুন্দর এড়িয়ে গেলে।
    লিখতে পারবে না যে সুশান্ত, তপন সুকুর, লক্ষণ, লাল পতাকা গোঁজা বাইকবাহিনীর বাবা কারা। কিছুতেই পারবে না। কারন টিকি বাঁধা।
    আমি তো সোজাসাপ্টা লিখেই দিয়েছি কারা কারা হার্মাদ আর কারা তাদের বাবারা।
    সুব্রতর নাম বাদ গেছিলো, তুমি বলাতে তাও লিখে দিয়েছি।

    কিন্তু তুমি লিখতে পারবে না।

    রুকবানুর চাকরী পাওয়ার আগে ও পরে একই কথা বলেছিলো। বামফ্রন্টের পুলিশ আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। চাকরী পাওয়ার আগে কি রুকবানুর কোথাও বলেছে যে রেল পুলিশ বা তৃণমূল দায়ী তার ভাইয়ের মৃত্যুর জন্য? তাই কমদুনির নির্যাতিতার পরিবার ও সে সময়ের রুকবানুর এক কথা নয়। এই পরিবার টাকা ও চাকরী পেয়ে কামদুনি প্রতিবাদী আন্দোলনের নামে কুৎসা করছে।

    এটুকু বোঝার মতো বুদ্ধি তোমার আছে। কিন্তু ঐ যে টিকির দায় বড় দায়।

    উপরে অরণ্যর পোস্টে পরিষ্কার কারা আন্দোলনের সাথে আছে আর কারা নিরাপদ দূরত্বে ঠান্ডা ঘরে বসে শুধুই বিবৃতি ঝাড়ছে।
    তুমি তো অবশ্য কামদুনি প্রতিবাদী মঞ্চের আন্দোলনকে কোন আন্দোলনই মনে করো না। লক্ষনীয় যে তৃণমূলের কামদুনি শান্তি কমিটিও ঠিক একই কথা বলে।

    মেলাবেন তিনি মেলাবেন।
  • PT | 213.110.246.230 | ০৯ অক্টোবর ২০১৩ ০৭:০৪613271
  • কল্লোলদা

    আমি বলাতে তুমি সুব্রতর নাম লিখবে কেন? গত তিন বছরে লেখনি -তার নিশ্চিত অন্য কোন কারণ ছিল। যাকে মোটামুটি ভাবে "ভাবের ঘরে পুকুর চুরি" বলে ব্যাখ্যা করা যায়। আর তুমি তো এ ব্যাপারে একা নও-সকল পরিবর্তন-পিয়াসী বিপ্লবী নাগরিকেরাই সুব্রতকে দেখতে পায়নি-কেননা তারা সুব্রতকে দেখতে চায়নি। আমার বক্তব্য এই যে তুমিও সেই চেনা ছকের মধ্যে পড়ছ।

    তোমার মত রাজনীতি সংপৃক্ত মানুষ - যে দলে সুব্রত আছে তারা ক্ষমতায় এলে কি করতে পারে - সেটা বুঝতে পারেনি এটা বিশ্বাস করা আমার পক্ষে বেজায় কঠিন। আর সেই ইচ্ছাকৃত না দেখাকে বারংবার "সুশান্ত, তপন সুকুর, লক্ষণ, লাল পতাকা গোঁজা বাইকবাহিনীর"-কথাটি দিয়ে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত হাস্যকর।

    তোমার রুকবানুর তত্ব থেকে মনে হচ্ছে যে কোন কারণ ছাড়াই দেবদুতেরা রুকবানুরকে চাকরী জুটিয়ে দিয়ে, TMC-র হয়ে ভোটে দাঁড় করিয়েছিল। তোমার চোখে এ ঘটনা নিষ্পাপ কর্মকাণ্ড হতেই হবে। সেটা ঐ সুব্রতর উপস্থিতিকে তিন বছর দেখতে না পাওয়ার ছকেরই অংশ।

    কিন্তু রুকবানুরকে চাকরী দিয়ে কেনা হয়েছিল মুসলমান ভোটকে একত্রিত করার ধান্দাতেই, এই সত্যটা স্বীকার না করলে কামদুনির পরিবারকে চাকরী নামক ঘুষ দেওয়ার সমালোচনা করা যাবেনা।

    আর এই ছকটাও বহুচেনা-যেটা এখনকার সরকারি টাকা নিয়ে দান-খয়রাতির সঙ্গে মেলেঃ

    Mamata gives job to Mughal emperor’s kin. http://articles.timesofindia.indiatimes.com/2011-06-21/kolkata/29683283_1_railway-minister-family-members-mughal

    Sain family member gets Mamata’s job offer
    http://www.indianexpress.com/news/sain-family-member-gets-mamata-s-job-offer/592830/
  • cm | 181.76.243.165 | ০৯ অক্টোবর ২০১৩ ০৭:১২613273
  • আর সরকার চালানো আর জমিদারির ফারাকটা একটু বুঝতে পেলে ভালো হত।
  • কল্লোল | 125.242.236.253 | ০৯ অক্টোবর ২০১৩ ০৯:৪০613274
  • আমি জানতাম এই লাইনেই (সুব্রত) খেলবে।
    আমি ইচ্ছে করেই আগের পোস্টে ও তার আগের পোস্টেও কিছু নাম ভুলে গেছি। তাই নিয়ে তোমার মাথাব্যাথা নেই। থাকবেও না।
    =====================================
    ১)Date:08 Oct 2013 -- 05:57 PM
    তা, ঐ সুশান্ত, তপন, সুকুর, লালপতাকা গোঁজা বাইকবাহিনীর বাবা কারা?
    2)Date:08 Oct 2013 -- 10:06 AM
    মজিদ মাস্টার, সুশান্ত, তপন, সুকুর, মিচকে বাবলু, লাল পতাকা লাগানো বাইক বাহিনী - তাদের বাবারা কারা?
    3) Date:09 Oct 2013 -- 05:39 AM
    "লিখতে পারবে না যে সুশান্ত, তপন সুকুর, লক্ষণ, লাল পতাকা গোঁজা বাইকবাহিনীর বাবা কারা।"
    ======================================
    আমি একবার মজিদ মাস্টার, মিচকে বাবলুর নাম করেছি। আবার তার পরের পোস্টে করিনি।
    লক্ষণের নাম আগের দুটো পোস্টে নেই, শেষ পোস্টে আছে।

    তোমার মনে হতেই পারতিন পরে মনে করছি।ও যে আমি কি আগে মজিদ মাস্টারকে হার্মাদ মনে করতাম না? তরপরে মনে হলো ওটাও হার্মাদ। আবার পরে মনে হয়েছে মজিদ মাস্টার হার্মাদ নয়।
    বা
    লক্ষণকে একদিন আগেও হার্মাদ মনে করতাম না। একদিন পরে মনে করছি।
    এসব একবারও মনে আসে নি তোমার।

    কিন্তু কিন্তু কিন্তু এটা সত্যি, দিনের আলোর মতো, রাতের আঁধারের মতো সত্যি, তুমি লিখতে পরবে না - সুশান্ত, তপন, সুকুর, লক্ষণ, মিচকে বাবলু, লালপতাকা গোঁজা বাইকবাহিনীর বাবা কারা?
    তোমার হাত কাঁপবে।
    দেখি হিম্মত হয় কি না এদের বাবাদের চিহ্নিত করতে।

    তারপর তক্কো করা যাবে।
  • কল্লোল | 125.242.236.253 | ০৯ অক্টোবর ২০১৩ ০৯:৪৪613275
  • "কিন্তু রুকবানুরকে চাকরী দিয়ে কেনা হয়েছিল মুসলমান ভোটকে একত্রিত করার ধান্দাতেই, "

    ভুলে যায় মানুষ ভুলে যায়। যায় কি?
    তসলিমা বিতাড়ন - কি কেনা হচ্ছিলো "সর্বহারাদের ভোট"??

    চালুনি ও সূচের গপ্পো।
  • PT | 213.110.246.230 | ০৯ অক্টোবর ২০১৩ ১০:২৯613276
  • যারা সিপিএমের সঙ্গে গলাগলি করেছিল তারাই সব চাইতে ভাল জানে তপন, সুকুরের বাবা কে। এবং তারা এইসব জানা সত্বেও কিসের ধান্দায় ক্ষমতাসীন সরকারের কাছে ঘেঁষার চেষ্টা করছিল কে জানে।

    কিন্তু তপন,সুকুর ইত্যাদিকে যদি আমার বাবাও হাতে ধরে তৈরি করে থাকে তাতেও যারা সুব্রতর উপস্থিতি অগ্রাহ্য করে বা ইচ্ছাকৃত ভাবে না দেখে তিনোদের ক্ষমতায় যাওয়ার জন্য তোল্লাই দিয়েছিল তাদের পাপস্খালন হয়না।

    আর তসলিমা সুইডিস নাগরিক ছিল। তার গায়ে হাত পড়লে তুলকালাম কান্ড হত। তাকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের - রাজ্যের নয়। তা বেশ তো - পরিবর্তনের গনতান্ত্রিক সরকার তাকে নেমন্তন্ন করে কলকাতায় নিয়ে আসুক না। এই নিয়ে কোন বিপ্লবী নাগরিককে তো বিশেষ কোন অবস্থান নিতে দেখিনি। মন্ত্রীসভায় তো বুদ্ধবাবুকে গাল দেওয়া একজন নাট্যকার আছে। সেই নিয়ে আসুক না তসলিমাকে-দেখি কত বড় মাপের মুক্ত-চিন্তার মানুষদের ক্ষমতায় পাঠানো হয়েছে!!

    এইসব গেঁজে যাওয়া তথ্য দিয়ে রুকবানুর ইত্যাদিকে ঘুষ দেওয়া চাকরীকে defend করা যাবেনা। এবং এই কারণেই কোন বিপ্লবী নাগরিকই কামদুনির পরিবারকে চার-চারটে চাকরী দেওয়ার নিন্দা করতে পারছে না।
  • কল্লোল | 111.63.200.131 | ০৯ অক্টোবর ২০১৩ ১১:১৩613277
  • কিন্তু তুমি লিখতে পারবে না সুশান্ত, তপন, সুকুর, লক্ষণ, মিচকে বাবলু, লালপতাকা গোঁজা বাইকবাহিনীর বাবা কারা?
    তোমার হাত কাঁপবে।
    =======================================
    কামদুনি নিয়ে আমিই তো লিখেছি, সেগুলো অবশ্য চোখে পড়বে না, ঠুলি খোলো।
    Name: কল্লোল IP Address : 111.63.156.153 (*) Date:07 Oct 2013 -- 03:14 PM
    কোয়ার্ক।
    কামদুনিতে চাকরি ও টাকা দিয়ে তৃণমূল সরকার নির্যাতিতা মহিলার পরিবারকে প্রতিবাদী মঞ্চ থেকে সরিয়ে দিলো। এটা নিশ্চই "একটি প্রতিবাদী আন্দোলনের পাশে দাঁড়ানো" নয়।

    রেশমী। দিল্লীতে নির্ভয়ার পরিবারের লোকজনকে টাকা বা চাকরী দিয়ে এটা বলাতে যায়নি কেউ, যে আন্দোলনকারীরা তাদের মেয়ের নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তফাৎটা বোঝা গেচে আশা করি।
    =======================================
    তৃণমূল দল ও সরকারের নিন্দা করতে আমার হাত কাঁপবে না।

    কিন্তু তুমি লিখতে পারবে না সুশান্ত, তপন, সুকুর, লক্ষণ, মিচকে বাবলু, লালপতাকা গোঁজা বাইকবাহিনীর বাবা কারা?
    তোমার হাত কাঁপবে।
    ফলে তোমার সাথে আর তক্কে নেই।
  • quark | 24.139.199.12 | ০৯ অক্টোবর ২০১৩ ১১:১৪613278
  • Name: কল্লোল

    IP Address : 111.63.139.14 (*) Date:09 Oct 2013 -- 05:39 AM

    "রুকবানুর চাকরী পাওয়ার আগে ও পরে একই কথা বলেছিলো। বামফ্রন্টের পুলিশ আমার ভাইয়ের মৃত্যুর আগে কি রুকবানুর কোথাও বলেছে যে রেল পুলিশ বা তৃণমূল দায়ী তার ভাইয়ের মৃত্যুর জন্য? তাই কমদুনির নির্যাতিতার পরিবার ও সে সময়ের রুকবানুর এক কথা নয়। এই পরিবার টাকা ও চাকরী পেয়ে কামদুনি প্রতিবাদী আন্দোলনের নামে কুৎসা করছে।

    --------------------------------------

    কল্লোলদার রুকবানুর তত্ত্বে স্কুলের ছেলেও লজ্জা পাবে। ছোট্ট একটা তথ্য সুকৌশলে এড়িয়ে গেলেন। রুকবানুরকে চাকরী দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী আর কামদুনিতে চাকরী দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিন এবার দুটো ঘটনার তুলনা করুন।

    Name: কল্লোল

    IP Address : 125.242.141.156 (*) Date:08 Oct 2013 -- 05:57 PM

    এরকম অজস্র বার বলেছি, সিপিএম গিয়ে যেই আসুক সেও কদিন পরে সিপিএমএর মতোই আচরণ করুক তবু সিপিএম যাক।

    ----------------------------------------

    গেছে তো। এবার কী?
  • কল্লোল | 111.63.200.131 | ০৯ অক্টোবর ২০১৩ ১১:৩১613279
  • কোয়ার্ক।
    Name: কল্লোল
    IP Address : 111.63.156.153 (*) Date:07 Oct 2013 -- 03:14 PM
    কোয়ার্ক।
    কামদুনিতে চাকরি ও টাকা দিয়ে তৃণমূল সরকার নির্যাতিতা মহিলার পরিবারকে প্রতিবাদী মঞ্চ থেকে সরিয়ে দিলো। এটা নিশ্চই "একটি প্রতিবাদী আন্দোলনের পাশে দাঁড়ানো" নয়।
    দুটো ঘটনাই ঘটিয়েছে তৃণমূল কিন্তু প্রথমটায় তারা আন্দোলনের পক্ষে ছিলো, পরেরটা পরিষ্কার ভাবেই আন্দোলনের বিরোধী। এটা না বোঝার মতো এতো সরলমতি আপনি নন।
    এসব বালখিল্য যুক্তি এনে লাভ আছে?

    রেশমী। দিল্লীতে নির্ভয়ার পরিবারের লোকজনকে টাকা বা চাকরী দিয়ে এটা বলাতে যায়নি কেউ, যে আন্দোলনকারীরা তাদের মেয়ের নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। তফাৎটা বোঝা গেচে আশা করি।
    Name: quark
    IP Address : 24.139.199.12 (*) Date:07 Oct 2013 -- 04:51 PM
    আহা যুক্তি আর আমি কোথায় দিলাম, শুধু আপনার আগের পোস্টে ব্যাপারটা এত সরল ক'রে বলা ছিল না, তাই। এই তো এখন কেমন বুঝে গেলাম।
    ========================================
    এই তো বেশ বুঝে গিয়েছিলেন। এখন আবার অবুঝ হয়ে গেলেন কোং কোয়ে?
    ----------------------------------------------------------------
    আপনি লিখেছেন - গেছে তো। এবার কি?
    এবার তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন। আমার এপিডিআরের বন্ধুরা নোনাডাঙ্গা থেকে কামদুনি - আন্দোলনেই আছে।
    ব্যাক্তিগতভাবে আমি এখানকার এসএফ`আই বন্ধুদের সাথে একসাথেই মমতাকে কালো পতাকা দেখানো থেকে রাস্তায় নেমে কামদুনির ঘটনার প্রতিবাদ করেছি। এখানকার অনেক গুরুচ্ন্ডা৯ ও ছিলেন। গুরুতে লেখা ও ছবিও ছিলো দেখেন নি?
  • b | 135.20.82.164 | ০৯ অক্টোবর ২০১৩ ১১:৫৭613280
  • আমার সুচিন্তিত দু পয়সাঃ

    ধোর বা*। ঘুরে ফিরে সেই একমেবাদ্বিতীয়ম স্টেবল পয়েন্ট।
  • PT | 213.110.246.230 | ০৯ অক্টোবর ২০১৩ ১৩:০৮613281
  • এই "বাবা কে তোর, বাবা কে তোর, বাবা কে তোর রেফারি" ধুয়ো দিয়ে আলোচনাটা কোথায় যাচ্ছে কে জানে! আর আমার হাত কাঁপার কিছুই নেই-কেননা আমি জানিই না এদেরকে কে তৈরি করেছিল। উপরন্তু এটা এমন কোন গূঢ় তত্ব নয় যা দিয়ে সিপিএমের বন্দুকবাজী আর পরিবর্তনের সরকারের ভন্ডামির ওপরে বিশেষ কোন আলোকপাত করা যাবে।

    কিন্তু সুব্রতর সঙ্গে একাসনে বসে বামেদের গাল যারা দেয় তারা কামদুনিতে থাকল কি না থাকল তাতে বিশেষ কিছু আসে যায় না। তিনো এবং মাওবাদীদের হত্যালীলা প্রসঙ্গে ন যৌ, ন স্থৌ অবস্থান নিয়ে এপিডিআর তাদের বিশ্বাসযোগ্যতা সম্পুর্ণ হারিয়েছে। এরা মোটেই কামদুনির লোকের সাহায্য করতে যায় নি, নিজেরা কিছুকে অবলম্বন করে ভেসে ওঠার চেষ্টা করছে। কালকেই আবার দরকার হলে মমতার পদতলে আশ্রয় নেবে কোন না কোন বাহানায়।
  • b | 135.20.82.164 | ০৯ অক্টোবর ২০১৩ ১৩:৪১613282
  • পি
    টি







    ঠি




    লে
    ছে
    ন।

    ( বক্তব্য কে জোরালো করতে একটু ভেরিয়েশন আনলাম)
  • কল্লোল | 125.242.221.22 | ০৯ অক্টোবর ২০১৩ ১৪:২০613285
  • আহারে। কেউ জানেই না যে সিপিএমের হার্মাদদের কে তৈরী করেছিলো। কিন্তু তৃণমূলের হারমাদদের চিনতে ও তাদের বাবাদের জানতে অসুবিধা নেই।
    এই না জানার ন্যাকামী ও খোকাপনা বড়ই আল্হাদের।
    যাগ্গে। তক্কে যাবার কোন মানে নেই।
    এপিডিআর নিয়ে ভবিষ্যতবাণীর বেলায় জ্ঞানভান্ডার বেশ খেলছে। শুধু সিপিএমের হার্মাদদের বেলায় - কিচ্ছু জানিই না।
    এই অতিজানা ও না জানা নিয়ে বসে থাকুন তারা।
  • PT | 213.110.246.230 | ০৯ অক্টোবর ২০১৩ ১৪:৩৩613286
  • তুমি নাহয় এই গূঢ় তথ্যটি জানিয়েই দিলে। তারপরে দেখাই যাক না সেই তথ্যের ভিত্তিতে আমরা আরও কত দূর আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিংবা তার ভিত্তিতে রুকবানুর ও কামদুনির পরিবারের চাকরিগুলো অন্য আলোকে আলোচনা করা যায় কিনা!!

    কিন্তু পব-তে এপিডিআরের চাইতে মমতার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে এখনও অনেক বেশী।
  • কল্লোল | 125.242.221.22 | ০৯ অক্টোবর ২০১৩ ১৪:৪০613287
  • পিটি। নাহ। এভাবে আলোচনা হয় না। তাই আমার আর তোমার সাথে এই আলোচনায় যাবার ইচ্ছে নেই। শুধু শুশু তিক্ততা বাড়ছে।
    ভালো থেকো। কখনো দেখা হলে গান শোনাবো। আর ব্যাঙ্গালোরে এলে খবর দিও। টুন্ডে কাবাব খাওয়াবো।
    বিবি তো আর খবরই দিলো না। সেদিনও গেছিলুম। কাবাবেরা বিবির জন্য ক্ষীই ক্ষাঁদলো।
  • b | 135.20.82.164 | ০৯ অক্টোবর ২০১৩ ১৫:০৩613288
  • আমি নোট করলাম যে, ঝগড়া করলেই কল্লোলদা টুন্ডে কাবাব খাওয়ান। পার্শিয়ালিটি আর কারে কয়?
  • নেতাই | 131.241.98.225 | ০৯ অক্টোবর ২০১৩ ১৫:১৭613289
  • আমি ঝগড়া করিনি বলে আমাকে টুন্ডে কাবাব খাওয়ায়নি। টুন্ডে ছাড়ো, এমনি পাতি কাবাবও খাওয়ায়নি।
  • cb | 127.194.70.13 | ০৯ অক্টোবর ২০১৩ ১৬:০৯613290
  • তিক্ততা বাড়িয়ে কি হবে? হাত মেলান প্লিজ
  • কল্লোল | 111.63.178.167 | ০৯ অক্টোবর ২০১৩ ১৬:১৮613291
  • তিক্ততা বাড়াতে চাইছিনা বলেই তো আর আলোচনা নয়।
  • কল্লোল | 111.63.178.167 | ০৯ অক্টোবর ২০১৩ ১৬:২৬613292
  • নেতাই। ভালো হবে না বল্লুম। নিজে সাড়ে তিন মিনিটের জন্য এসে হা হুশ। তো আমি কি করব?

    আর আমি মোট্টেও ঝগড়া কোল্লেই কাবাব খাওয়াই না। না কোল্লেও খাওয়াই, কোল্লেও খাওয়াই।
    ইন ফ্যাক্ট ওপেন অফার - লুরু এসো টুন্ডে খাও।
  • PT | 213.110.246.230 | ০৯ অক্টোবর ২০১৩ ১৬:৫৮613293
  • আমি তিক্ততা অনুভব করছি না তো! আমার তো কখনই মনে হয়নি যে আমাকে কল্লোলদা ব্যক্তিগত ভাবে কিছু বলেছে।
  • রোবু | 177.124.70.1 | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:০৬613294
  • টাইম আউট টাইম আউট।
  • cm | 122.79.37.26 | ০৯ অক্টোবর ২০১৩ ১৭:৪৩613296
  • আমার প্রশ্ন গুলো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন