এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.162.198 | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৩২613297
  • হ্যাঁ, আমাকেও টুন্ডে খাইয়েছে কল্লোলদা। ঝগড়া না কত্তেই। এমনকি আলুভাতে, মুসুর ডালসেদ্ধ আর গরম ভাতও খাইয়েছে এই এপিডিআরের অবিশ্বাসযোগ্য কুচক্রী।
  • de | 190.149.51.68 | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৩৫613298
  • আম্মো টুন্ডে খেতে লুরু যাবো ঃ)
  • Rémy-fication | 223.41.169.196 | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৪৯613299
  • আমি যে কী খেলুম মনে নেই, তবে টুন্ডে ছিলো না গ্রান্টী।
  • Blank | 180.153.65.102 | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৩২613300
  • এসব তুন্ডে কাবাবের বেলায় আমার নাম কোথাও পাচ্ছিনা কেন শুনতে !!!
  • cm | 122.79.36.251 | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৩৫613301
  • আপাতত কামদুনিতে যাওয়া যাক।
  • PM | 233.223.155.151 | ০৯ অক্টোবর ২০১৩ ২১:৩৪613302
  • নির্ভর যোগ্য সুত্রে শুনলাম - কাম্দুনি পরিবারকে দুটি অপসন দেওয়া হয়েছিলো- একটা টাকা আর চাকরী। যত না প্রথম অপসনটি ভালোবেসে, দ্বিতীয় অপসন থেকে দুরে থাকতেই ঐ পরিবার প্রথম অপ্সন্টি নিতে বাধ্য হয়েছেন। দয়া করে ওদের ওপোর রাগ করবেন না। ওনারা যতটুকু লড়েছেন তার জন্য আসুন ওদের সাধুবাদ জানাই
  • সিকি | ০৯ অক্টোবর ২০১৩ ২২:৫৯613303
  • ওনারা যদ্দূর জানি দুটি অপশনই পেয়েছেন।
  • PT | 213.110.246.230 | ০৯ অক্টোবর ২০১৩ ২৩:৫৫613304
  • ওদের ওপরে কেউ রাগ করেনি তো! বিরোধী নেত্রী কিংবা মুখ্যমন্ত্রী চাকরী দিয়ে সমর্থন আদায়ের যে পদ্ধতিটি চালু করেছেন সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
  • lcm | 118.91.116.131 | ১০ অক্টোবর ২০১৩ ০০:৩৩613305
  • পলিটিক্যাল পার্টি-র কাউকে চাকরি বা সুবিধা পাইয়ে দিয়ে সমর্থনের পদ্ধতি নতুন নাকি?
  • cm | 122.79.36.240 | ১০ অক্টোবর ২০১৩ ০৫:৫৩613307
  • এ বিতর্কে আমার মীরাতুন নাহারের দৃষ্টিভঙ্গীটি সঠিক মনে হচ্ছে। উনি বললেন যে ঐ পরিবারটিকে সাহায্যগ্রহণে বাধ্য করা হয়েছে। আসলে কি হয়েছে আমরা জানিনা তবে এটা শোনার পর থেকে অন্য কোন সম্ভাবনাই দাঁড়াচ্ছেনা।
  • PT | 213.110.246.230 | ১০ অক্টোবর ২০১৩ ০৭:২৮613308
  • নতুন নিশ্চয় নয়। কিন্তু বিরোধী নেত্রী হিসেবে চাকরী দিয়ে দলে টানলে সেটা স্যাক্রোস্যান্ট আর মুখ্যমন্ত্রী হয়ে চাকরী দিয়ে দলে টানলে সেটা সমর্থন যোগ্য নয়-এ কেমন অবস্থান?

    তাছড়া ঢাক ঢোল পিটিয়ে পরিবর্তন আনার পরে সব কিছু তো অন্য রকম হওয়ার কথা ছিল। এনারাও যদি তেনাদের মতই সব কিছু করেন তাহলে এই ঢক্কানিনাদ কিসের জন্য হল?
  • 8-D | 127.194.208.93 | ১০ অক্টোবর ২০১৩ ০৭:৫৫613309
  • ঐ ঢক্কানিনাদকেই পলিটিক্স বলে। যেমতি প্রিভোট ভাষণে সকল প্রার্থীই বলে থাকে, আমারে ভোট দেন - এলাকায় বিদ্যুৎ, জল, রাস্তা, আইন-শৃঙ্খলা-সুরক্ষার বান ডাকিয়ে দোবো, কোটি কোটি ছেলেমেয়ের চাকরি দোবো, সূর্যালোক কে মোলায়েম ও বৃষ্টির জলকে সরবত বানিয়ে দোবো, । ইত্যাদি প্রভৃতি। এসব কেন হোলোনা বলে ভোটের পরে যারা ঘ্যান ঘ্যান করে, তারা ছাগল। বিপ এলে তাদের কাঁঠালপাতা খেতে দেবেন।
  • PT | 213.110.246.230 | ১০ অক্টোবর ২০১৩ ০৮:৩৩613310
  • একটু ভুল হল। মমতার ঢক্কানিনাদ নিয়ে আমার কোন বক্তব্য নাই। যে সকল বিপ্লবী নাগরিকেরা তার হয়ে ঢক্কানিনাদ করেছিল মন্তব্যটা তাদের উদ্দেশ্যে।

    ছাগলের মত বোধ-বুদ্ধি নিয়ে ঠিক মত পড়া না করে কোন আলোচনাতে যোগ দিতে নেই।
  • siki | 132.177.253.115 | ১০ অক্টোবর ২০১৩ ১১:২৭613311
  • অপূর্ব!
  • π | ২৪ অক্টোবর ২০১৩ ১৯:২৭613312
  • http://songbadmanthan.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%9F/?fb_source=pubv1

    'হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে সোজা মহাকরণে

    ওরা প্রথমে শুরু করেছিল, আমরা চাকরি বা টাকা নেব না, যার জন্য এত বড়ো আন্দোলন হল। আমরাও তাতে নেমেছিলাম। একটা দরিদ্র পরিবার, কিন্তু তাদের একটা আত্মসম্মান আছে। পরবর্তী সময়ে তাদের ভুল বুঝিয়ে চাকরি ও টাকা নেওয়ানো হয়েছে এবং বলা হয়েছে যে সুবিচার অবশ্যই হবে। সেই আশায় হয়তো ওরা চাকরি নিয়েছে। কিন্তু ওরা যে চাকরি এবং টাকা প্রত্যাখ্যান করেছিল, সেটাই আমাদের গর্বিত করেছিল এবং আমরা আন্দোলনটা শুরু করেছিলাম। আমার মনে হয় যে কোনো প্রকারে ওদের ভুল বুঝিয়ে ওগুলো নেওয়ানো হয়েছে যাতে আন্দোলনটাকে আর বড়ো না করা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে ওদের সোজা মহাকরণে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন আমি বাড়িতে ছিলাম না, ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলাম। ওনার বাবা-মায়ের শরীরটা খারাপ হয়েছিল। বাইরে থেকে গাড়ি এসেছিল। ওরা গেল, প্রথমে ওদের আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর থেকে ওদের ফোনের সুইচ অফ রয়েছে। পুলিশ আমাদের ওদের বাড়িতে ঢুকতে দেয়নি। ওরা যখন চাকরি আর টাকা নিয়ে ব্যাক করল, আমাদের প্রতিবাদী মঞ্চের ৪৬ জন আমরা মিটিংয়ে বসেছিলাম। বসার পর ওদের ফ্যামিলিকে ডাকতে গিয়েছিলাম। পুলিশ আমাদের ঢুকতে দেয়নি। পুলিশ বলল, যদি ওদের সঙ্গে কথা বলতে হয় ফোনে কথা বলো। আমরা বললাম, আপনাদের পারমিশন নিয়ে ঢুকছি। ওরা বলল, কোনো পারমিশনই নেই তো আপনারা ঢুকবেন কী করে? যখন ফোন করলাম, ফোনের সুইচ অফ বা রিঙ হয়ে যাচ্ছে, কল রিসিভ হচ্ছে না। তারপর থেকে ওদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। ওরা রাস্তায় বেরোচ্ছে না। বাড়ির থেকে গাড়ি করে ওরা চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। তা সত্ত্বেও দোষ দেওয়া হচ্ছে যে আমাদের প্রতিবাদী মঞ্চ ওদের হুমকি দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। চাকরি ও টাকা নেওয়ার ব্যাপারে গ্রামবাসী ওদের ওপর ক্ষুব্ধ এই কারণে যে ওরা এতদিনই তো নিতে পারত। গ্রামকে এত দূর নিয়ে গিয়ে এখন পিছিয়ে পড়াটা ওরা মনে হয় ঠিক করেনি। ওদের প্রতিবেশীরা ওদের সঙ্গে কথা বলছে না। শান্তিরক্ষা কমিটির ব্লাড ডোনেশন প্রোগ্রামের সম্ভবত দু-দিন আগে এবিপি-র প্রোগ্রামে ওর ভাই এসেছিল, সেখানে ওর সঙ্গে কথা হয়েছিল। ও বলে, ‘আমাদের কেউ বাড়িছাড়া করেনি। আমরা স্ব-ইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছি। আমরা আগামীকাল বাড়িতে যাব।’ পরবর্তী সময়ে ও বাড়িতে এসেছিল, ব্লাড ডোনেশন ক্যাম্পে ছিল। সেইদিনই ওরা আবার বাড়ি থেকে চলে যায়। ৭ জুন ঘটনাটা ঘটেছিল, প্রতিমাসের ৭ তারিখ আমরা গ্রামে একটা স্মরণসভা করি। এরপর ৭ অক্টোবরের স্মরণসভার জন্য আমরা ওদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। আগামীদিনেও আমরা স্মরণসভাটা চালিয়ে যাব। ওদের ডাকব। এবারের স্মরণসভায় বৃষ্টির মধ্যে সারা গ্রামবাসী এসেছে, বাইরের প্রতিবাদী মানুষও এসেছে। প্রায় এক হাজার লোক হয়েছিল।'
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৩ ০২:০১613313
  • কামদুনি ধর্ষণকাণ্ডে শেষ অভিযুক্তকেও ধরা গেছে গতকাল। খবরটা বোধ হয় সবার চোখ এড়িয়ে গেছে।
  • sweta | 125.250.70.55 | ২৮ অক্টোবর ২০১৩ ১৭:১৫613314
  • খবরটা অন্তত আমার্চখ এড়িয়ে যায়নি , আমার বাবা cid অফিসার । সুতরাং এড়িয়ে যাবার কোনো চান্স নেই । আমার বাবার জন্যই কিন্তু সে ধরা পরেছে ..............। তোমরা এবার যদি বিশ্বাস না কর আমার কিছু করার নেই ..
  • sweta | 125.250.70.55 | ২৮ অক্টোবর ২০১৩ ১৭:১৫613315
  • ** আমার চোখ
  • Ranjan Roy | ৩০ অক্টোবর ২০১৩ ০৫:০৫613316
  • শ্বেতা,
    খুব ভালো খবর। কিন্তু অবিশ্বাসের কথা উঠছে কেন?
  • একক | 132.167.219.94 | ৩০ অক্টোবর ২০১৩ ০৫:০৮613318
  • পদবি বিশ্বাস নয়,বধায় ।
  • h | 127.194.232.149 | ৩০ অক্টোবর ২০১৩ ০৭:০৭613319
  • কিন্তু এই খবর টা চোখ এড়ায় নি। কি কি খবর কি কি কাগজে পড়ছি, তালিকা রোজ কি করে দোবো ? ঃ-))))

    কিন্তু একই সংগে অবশ্য আরো তিনটি বীভৎস ঘটনাও চোখ এড়ায় নি।
  • sweta | 111.63.253.46 | ৩০ অক্টোবর ২০১৩ ১১:৫৮613320
  • আসলে তোমরা আমাকে কেও চেন না , হয়ত নাও বিশ্বাস করতে পারো । তাই বললাম ..........
  • Ranjan Roy | ৩০ অক্টোবর ২০১৩ ১৬:৫৩613321
  • শ্বেতা,
    আমরাএখানে অধিকাংশই কাউকে বাস্তবে চিনিনা, ভার্চুয়ালি চিনি।
    আর অবিশ্বাসের কোন স্পষ্ট কারণ না ঘটলে আমরা সবাইকে বিশ্বাস করি।
    আর পুলিশ এবং আরও কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তোমার বাবার মত লোকজন এখনো বেশ কিছু আছেন, তাই আজও আকাশে চন্দ-সূয্যি উঠছে। এটা আমার বিশ্বাস।
  • sweta | 125.250.248.73 | ৩০ অক্টোবর ২০১৩ ১৭:৪৭613322
  • আসলে বাবা খুব তেন্সেনে ছিল সেদিন রাতে , বাবার সোর্স ছিল রফিকের বন্ধু , ও প্রায় ১০ তা নাগাদ ধরা পরেছে , বাবা রাতে খেতে পর্যন্ত পারে নি । আরে সারা রাত নিউস চ্যানেল এর ফোনের উত্পাতে ঘুমোতেও পারে নি ।
  • sweta | 125.250.248.73 | ৩০ অক্টোবর ২০১৩ ১৭:৪৯613323
  • ** টেনসেনে
  • quark | 24.139.199.12 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৮613325
  • এক মাসের মধ্যে ফাঁসি হয়ে যায় নি?
  • Sibu | 118.23.96.158 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২২613326
  • ফাঁসি? কার? দেখুন গে ভাল সংগঠক হয়তো।
  • রোবু | 213.99.211.19 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৫613327
  • অক্সিজেন কমও হতে পারে।
  • j | 230.227.106.153 | ২০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২১613329
  • আমি চোর ? তুমি চোর ? সে চোর? কে চোর ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন