এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গ্যাজেট সম্পর্কে যে দুয়েকটি কথা আমি জানি

    Half Blood Prince
    অন্যান্য | ০৪ জুন ২০১৩ | ১৮৩০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Half Blood Prince | 131.241.218.132 | ০৪ জুন ২০১৩ ১৫:২৪615113
  • সিধাসাধা রিকোয়্যারমেন্ট -

    ইবুক পড়া
    সিনিমা দেখা
    গান শোনা
    ছবির প্রিভিউ দেখা
    নেট থাকলে ভালো, না থাকলেও মরে যাবো না

    তো এসবের জন্যে ইউএসবি পোর্ট জরুরী। মানে যদি যখন খুশি যা খুশি করতে চাই। আইপ্যাডের ওই আইটিউন্‌স বা আইক্লাউড ডিপেন্ডেন্সীটা বালস্য বাল ফান্ডা, জাঁক দেখাতে ঘুরিয়ে নাক দেখানো ছাড়া কিসুই নয়।
  • sosen | 24.139.199.11 | ০৪ জুন ২০১৩ ১৫:৩৯615224
  • এক এক গ্যাজেটের জন্য এক এক রকম।
    গান শুনতে একরকম, সিনেমা দেখতে একরকম, বই পড়তে একরকম-
    আমার গ্যাজেট আলাদা আলাদা হওয়া দরকার।
  • dukhe | 212.54.74.119 | ০৪ জুন ২০১৩ ১৫:৪৮615273
  • নুকটা কি মাইক্রোসফট কিনে ফেলেছে?
  • sinfaut | 131.241.218.132 | ০৪ জুন ২০১৩ ১৫:৫১615284
  • গান শোনা, সিনেমা দেখা, আর ছবি তোলা প্রতিটি আলাদা আলাদা ডিভাইসে হওয়া উচিত। সিনেমা বড় স্ক্রিনে মানে ডেস্কটপেই দেখা ভালো। গান কোওন এর প্লেয়ারেই ভালো। আর ছবি ডিএসেলারে।
  • | 190.215.64.230 | ০৪ জুন ২০১৩ ১৫:৫৮615295
  • গ্যাজেট অতি জালিম জিনিস। এই সম্পর্কে বেশী না জানাই ভালো।
  • san | 213.88.22.133 | ০৪ জুন ২০১৩ ১৫:৫৯615306
  • যারা যা গ্যাজেট ব্যবহার করেন সুবিধে অসুবিধে লিখে রাখুন প্লিজ। প্রতি তিন মাস পরপর নুক ভাল না কিন্ডল , আইপ্যাড মিনির রিভিউ , ট্যাবে পিডিএফ পড়ার সুবিধে অসুবিধে এ কি খুঁজে পাওয়া যায় ?
  • Half Blood Prince | 131.241.218.132 | ০৪ জুন ২০১৩ ১৬:০২615317
  • এসব দিয়ে ছবি তুলতে চাই না, শুধু ডিএসএলআর-এর সাথে কানেক্ট করার পোর্ট চাই যাতে বেড়ানোর সময় রাত্রে ঘরে বসে ছবিটা ঠিক উঠলো কিনা দেখতে পারি।

    আর অত আলাদা আলাদা ডিভাইস নিয়ে ঘুরতে পারি না বাপু।
  • siki | 132.177.19.254 | ০৪ জুন ২০১৩ ১৬:১০615328
  • ডিএসএলআরের সাথে সেই ডিভাইসকে কানেক্ট করবে মানে সেই ডিভাইসে চওড়া ইউএসবি পোর্ট থাকতে হবে। তাই তো?

    গ্যালাক্সি ট্যাব ফ্যাব সব বাদ হয়ে গেল এই বাবদ। তাতে সরু ইউএসবি পোর্ট আছে, অন্য প্রান্তে চওড়া, ল্যাপটপে কানেক্ট করা যায়। কিন্তু ডিএসএলআরে কানেক্ট করা যাবে না, তার জন্য তা হলে কাস্টমাইজড ইউএসবি কেবল দরকার, আরও কিছু কনফিগারেশন দরকার, কারণ কোনটা ইনপুট আর কোনটা আউটপুট ডিভাইস হবে, সেটা কীভাবে ডিসাইড করা হবে, জানি না। মানে, ডিভাইসের ফোটো ডিএসএলআরের স্ক্রিনে দেখা যাবে, নাকি ভাইসি ভার্সা, সেইটা কীভাবে ডিসাইড করবে?
  • siki | 132.177.19.254 | ০৪ জুন ২০১৩ ১৬:১১615339
  • ক্যামেরার ছবি দেখার জন্য প্রসেস করার জন্য ল্যাপটপ বেস্ট।
  • siki | 132.177.19.254 | ০৪ জুন ২০১৩ ১৬:১৫615114
  • এর বাইরে অন্য রিকো যেগুলো দিলে, ইবুক পড়া, গান শোনা সিনেমা দেখা, কোনওকিছুর জন্যেই ইউএসবি পোর্ট ঠিক মাস্ট নয়। ইন ফ্যাক্ট একটা দেড় জিবির মুভি ইউএসবি দিয়ে ট্যাবে বা ফোনে ট্রান্সফার করতে হলে অনেক সময় লেগে যাবে।

    আমি যেটা করি, ফোন থেকে মাইক্রো এসডিটা খুলে নিই। ল্যাপটপে কার্ড রিডার আছে, সেখানে ঢুকিয়ে দিই। দিয়ে সোজা কপি।

    মাঝারি ফাইল টাইল হলে আইদার ইউএসবি ট্রান্সফার, নয় তো ড্রপবক্স ট্রান্সফার। ইন এনি কেস, ইউএসবি কানেক্ট হচ্ছে ল্যাপটপের সাথে, যেখানে আছে চওড়া ইউএসবি পোর্ট। ছোট ডিভাইসে ছোট পোর্টই পাবে, চওড়া পোর্ট পাবে না।

    কিন্ডল নুক ইঃ আমি কখনও চোখেও দেখি নি, ফটোও দেখি নি। তাই তাদের গল্প জানি না। আমি গ্যালাক্সি দেখেছি, আইফোং দেখেছি। আইফোং থাম্ব ডাউন। বাকি সব কাজের জন্য গ্যালাক্সি এস থ্রি, এস ফোর, ট্যাব সব থাম্বস আপ।

    আমি তো এস থ্রিতে দিব্যি বই টই পড়ি। কোনও অসুবিধে হয় না।
  • Half Blood Prince | 131.241.218.132 | ০৪ জুন ২০১৩ ১৬:৩৫615125
  • আর্ধুর, এসব ডিভাইসে প্রসেস করতে যাবো কোন দুঃখে।

    বেড়াতে গেলে মাঝে মাঝে মনে হয় ক্যাপেরার স্ক্রীনের চেয়ে একটু বড় একটা স্ক্রীনে ছবিটা দেখতে পেলে ভালো হত। এইটা একটা রিকোয়্যারমেন্ট।

    এছাড়া, বই পড়া, সিনেমা দেখা আর পারলে গান শোনা। নেট থাকলে ভালো, নইলে তেমন ক্ষতি নাই। এসব ট্যাবে জায়গা তো ১৬ জিবি বা ৩২ জিবি - তার মানে সিনেমা দেখার আগে সেটাকে কপি করে নিয়ে যেতে হবে। অত হ্যাপা পোষায় নাকি? হার্ড ডিস্কে সিনেমা আছে, সেটা লাগাবো দেখবো।

    কিন্তু এসবের জন্যে ঘাড়ে ল্যাপি নিয়ে ঘুরতে পারবো না।
  • কৃশানু | 177.124.70.1 | ০৪ জুন ২০১৩ ১৬:৪৯615136
  • অথচ হার্ডডিস্কটা নিয়ে ঘুরবে?
  • siki | 132.177.19.254 | ০৪ জুন ২০১৩ ১৬:৫০615147
  • আরেকটা কাজ করতে পারো। ক্যমেরার এসডি কার্ড তো সাইজে বড়। ওখানে মাইক্রো এসডি ঢুকিয়ে নাও। মাইক্রো এসডির জন্য বড় এসডির সাইজের হোল্ডার পাওয়া যায়। বড় এসডির স্লটে ঢোকানো যায়। মানে আমিও ল্যাপটপের বড় এসডির স্লটে হোল্ডারে বসিয়ে মাইক্রো এসডি ঢোকাই।

    তো, এই রকম একটা ষোল বা বত্তিরিশ জিবির মাইক্রো এসডি আর হোল্ডার কিনে নাও। ক্যামেরায় ইউজ করো, হয়ে গেলে ক্যামেরা থেকে খুলে ট্যাবে মাইক্রোটা ঢুকিয়ে দেখে নাও।
  • siki | 132.177.19.254 | ০৪ জুন ২০১৩ ১৬:৫১615158
  • হার্ডডিস্ক নিয়ে ঘুরতে বাড়তি লেবার দিতে হয় নাকি? ও তো পকেটেই ঢুকে যায়!
  • কৃশানু | 177.124.70.1 | ০৪ জুন ২০১৩ ১৬:৫২615180
  • আরে লেবারের জন্য না। আমি কাউকে দেখিনি হার্ড ডিস্ক নিয়ে বেড়াতে যেতে :-)
  • Half Blood Prince | 131.241.218.132 | ০৪ জুন ২০১৩ ১৬:৫২615169
  • আমার ক্যামেরায় কমপ্যাক্ট ফ্ল্যাশ। এসডি নয়।

    আর হার্ড ডিস্কটা তো পাতলা এইটুকু, ওটা নিয়ে ঘোরাই যায়...
  • শ্রী সদা | 132.176.98.243 | ০৪ জুন ২০১৩ ১৬:৫৩615191
  • ডি এসেলারে মাইক্রো এসডি কি চলবে? সন্দেহ হ্যাজ। ট্রান্সফার স্পিড কম হয় বড় এস ডি র তুলনায়।
  • | 190.215.64.230 | ০৪ জুন ২০১৩ ১৬:৫৭615202
  • মানুষের জীবনে কত দাবি!! ঃ((
  • Half Blood Prince | 131.241.218.132 | ০৪ জুন ২০১৩ ১৬:৫৮615213
  • নর্মালি ডিএসএলআর-এ এসডি, কিছু ক্ষেত্রে (যেমন ক্যানন ৩৫০ ডি - আমার পুরনোটা, বা ৭ডি - নতুনটা) সিএফ। তবে আমার একটি কার্ড রিডার আছে যাতে সব লাগে।
  • কৃশানু | 177.124.70.1 | ০৪ জুন ২০১৩ ১৭:০৬615225
  • এ দিকে কিন্ডলে পেপার হোয়াইট এর স্ক্রিন টা নুক গ্লো এর চেয়ে অনেক ভালো বলছে, রেসলিউশন ও বেশি !! আবার পেজ চেঞ্জ করার বাটন নাই। ক্ষী মুশকিল!
  • sosen | 24.139.199.11 | ০৪ জুন ২০১৩ ১৭:১৫615236
  • আমি তো বল্লাম!!!
  • কৃশানু | 177.124.70.1 | ০৪ জুন ২০১৩ ১৭:৩১615247
  • কিন্ডল এডাপ্টার দেবে না। মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ করতে হবে। সেটা কি ল্যাপি থেকে করা সম্ভব?
  • শ্রী সদা | 132.176.98.243 | ০৪ জুন ২০১৩ ১৭:৩৪615258
  • হ্যাঁ। ল্যাপি দিয়ে বিন্দাস চার্জ করা যায়।
  • কৃশানু | 177.124.70.1 | ০৪ জুন ২০১৩ ১৭:৪২615267
  • এই মাইক্রো ইউএসবি পোর্টটা ল্যাপটপের কোথায় থাকে রে বাবা !! জম্মে দেখেছি বলে তো মনে হচ্ছে না !!
    বাকি যা বুঝলাম, নুক গ্লো বা কিন্ডল পেপার হোয়াইট কোনোটাতেই আমার অসুবিধে নেই।
  • | 24.97.230.205 | ০৪ জুন ২০১৩ ১৭:৪৮615268
  • এস-থ্রি মিনি ভারতের মার্কেটে পাওয়া যাচ্ছে।
  • Blank | 180.153.65.102 | ০৪ জুন ২০১৩ ১৮:০০615269
  • অরিজিৎ দা চাইছে, তার একমাত্র সলিউশান ১১ ইঞ্চি ম্যাক এয়ার। ছোট হালকা, যেকোনো ব্যাগে ঢুকে যায়।
    অথবা সস্তায় চাইলে - যেকোনো নেটবুক, আসুস প্রেফার করবো আমি (ইঞ্চি দশেক সাইজ)।

    এর বাইরে গপ্প বই পড়ার জন্য, নুক বা কিন্ডল। আমার নিজের পছন্দ নুক - কারন এন্তার স্টোরেজ, মাইক্রো এসডি কার্ড নিয়ে নাও ব্যাস। সেখানে কিন্ডল ২ জিবি মাত্র দেয়, তার মধ্যে আবার সব টা ইউজারের জন্য নয়।
    নুকের আর একটা সুবিধে নুক ইপাব পড়ে, যেটা সবচেয়ে কমন ফর্মাট। কিন্ডলে কিনলে হয় মোবি পড়তে হবে, নয়তো ক্যালিবার চাইলে ইপাব থেকে কিন্ডলের নেটিভ ফরম্যাটে নিয়ে যেতে হবে। আমার জালি লাগে এই ইপাব সাপোর্ট না থাকা টা।
    নুকের মধ্যে নুক গ্লো ভালো, রাতে পড়ার জন্য, না হলে আলাদা আলো কিনতে পাওয়া যায় ইবে তে। রিডিং লাইট - সস্তার জিনিস, খারাপ না - তবে হ্যপা একটা।
  • Blank | 180.153.65.102 | ০৪ জুন ২০১৩ ১৮:০১615270
  • আর ট্যাব জিনিসটা বেশ ভালো, কিন্তু বই পড়ার জন্য ইরিডারের তুলনা নেই। বাংলা বই গুলোর যদি ইপাব বেড়োতো তাহলে কি সুবিধে হতো বা ইরিডার গুলোতে যদি পিডিএফ জুম করা ফেসিলিটি থাকতো।
  • Half Blood Prince | 131.241.218.132 | ০৪ জুন ২০১৩ ১৮:০৩615271
  • নেক্সাস কেমন?
  • কৃশানু | 177.124.70.1 | ০৪ জুন ২০১৩ ১৮:০৪615274
  • এই ফরম্যাট নিয়ে একটা প্রশ্ন আছে। এর মানে কি এই, যে ক্যালিবার আমাকে কিন্ডলে ইনস্টল করে রাখতে হবে এবং ক্যালিবার দিয়েই পড়তে হবে?
  • Blank | 180.153.65.102 | ০৪ জুন ২০১৩ ১৮:০৪615272
  • গেম খেলার জন্য পি এস পি এতকাল বেশ ভালো ছিলো। যত ইচ্ছে খেলো, গান শোনো - পকেটে নিয়ে ঘোরো। কিন্তু সোনি এখন পি এস পি র জন্য গেম বানানো বন্ধ করে দিয়েছে, সেটা চাপের। তার বদলে পকেট সাইজ পি এস ভিটা এনেছে - যদিও পি এস পি র মতন পপুলার হয় নি দামের জন্য।
    তবে গেমের নেশা থাকলে বাড়িতে পি এস ৩ মাস্ট (পি এস রিলিজ হবে কয়েক মাসের মধ্যে, দাম শুনছি প্রচুর)। মাইক্রোসফট এক্স বক্স ৩৬০ তৈরী করে এক কালে এগিয়ে গেছিল - কিন্তু পি এস থ্রি এখন এক্স বক্স কে পেছনে ফেলে দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন