এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গ্যাজেট সম্পর্কে যে দুয়েকটি কথা আমি জানি

    Half Blood Prince
    অন্যান্য | ০৪ জুন ২০১৩ | ১৮২৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | 139.74.191.152 | ১৪ মার্চ ২০১৪ ০০:৪১615205
  • ফোজ্জি, এটা তো ৭"। ছোট স্ক্রীণ চলবে না যে। নইলে নেক্সাস এর উপর কথা ছিল না।
    বাইদ্যোয়ে, গুগল নতুন নেক্সাস ১০ কবে মার্কেটে আনবে কেউ জান? পুরনোটা তো মার্কেট থেকে হাপিস করে দিল অথচ নতুনটা আনার নাম-ও করছে না।
  • sha`Mkh | 169.53.78.143 | ১৪ মার্চ ২০১৪ ০২:৩৬615207
  • ট্যাব বোলে তো আইপ্যাড। পূর্ণচ্ছেদ।

    আর ইদিকে গুগল গ্লাসের লিস্টিতে ছিলুম, ব্যাটারা বিক্রিও করতে চায়, মেল পাঠিয়েছে, হাজার দেড়েক ডলার দাম হাঁকছে। বাপরে!
  • pipi | 79.136.3.21 | ১৪ মার্চ ২০১৪ ০৭:৪৩615208
  • এহে ফোজ্জি খেয়াল করে নি যে নীচে ছোট ছোট অক্খরে গোটা গোটা করে লেখা আছে we are out of inventory. Please check back soon. ঐ মেসেজটি ঝুলছে সেই ডিসেম্বর থেকেঃ)
  • | ১৪ মার্চ ২০১৪ ০৮:১৮615209
  • ২০-১৫ হাজারে তো ১০ বা ১২ ইঞ্চির হাল্কাপুল্কা নোটবুক হয়ে যাবে।
  • sosen | 125.241.30.93 | ১৪ মার্চ ২০১৪ ০৮:৪৫615210
  • দেশের নেটের ভরসায় ট্যাব থেকে স্কাইপ না করাই ভালো। একটা ছোট ল্যাপি কিনে নেওয়াই ভালো।
  • | ১৪ মার্চ ২০১৪ ১০:২৭615212
  • *ব্যপার
  • | ১৪ মার্চ ২০১৪ ১০:২৭615211
  • আর খুব বেশী ট্র্যাভেল করার ব্য়্তপার না থাকলে তো নোটবুক/ল্যাপী/ডেস্কটপই ই সুবিধেজনক।
  • swati | 194.64.38.52 | ১৪ মার্চ ২০১৪ ১০:৩৭615214
  • বোনের ল্যাপিটা চোরে নিয়া গ্যাছে। অহনে বুইনঝির ট্যাবই ভরসা, ভোদাফোনের কানেকশন। মোটামুটি। অনেকটা 'থমকে থমকে ধীর ভীরু পায়ে' ইস্টাইলে যদিও, তবু কথা হয়ে যায়, কাজ চলে যায় মোটামুটি স্কাইপে। খুব খারাপ তো নয়।
  • | ১৪ মার্চ ২০১৪ ১৮:৫৭615215
  • "থমকে থমকে ধীর ভীরু পায়ে'
    :-))))
  • 4z | 152.176.84.188 | ১৪ মার্চ ২০১৪ ১৯:০২615216
  • ও পিপিদি, স্টক শ্যাষটা তো আমি কানাডার জন্য ভেবেছিলাম। আম্রিগার ভাঁড়েও ভবানী কি করে বুঝবো?
  • 4z | 152.176.84.188 | ১৪ মার্চ ২০১৪ ১৯:০৩615217
  • তুমি তাহলে নেটবুকই নিয়ে নাও। খামোখা ট্যাবে পয়সা ঢেলো না।
  • pipi | 139.74.191.152 | ১৪ মার্চ ২০১৪ ১৯:৪৭615218
  • আরে ট্যাবের পিছনে দৌড়চ্ছি কি সাধে? ল্যাপির কথাই প্রথমে ভেবেছিলাম কিন্তু যাদের জন্য ব্যবস্থা তারা প্রায় কম্পিউটার নিরক্ষর! তাদেরকে ধরে ধরে এখন বুট করা, মাউসের ব্যবহার শেখানোর থেকে অনেক, অনেক সহজ ট্যাব ধরিয়ে দেওয়া। আমি দেখেছি লোকে চট করে ট্যাব ব্যবহার করতে শিখে যায়। ঝাম নেই বিশেষ, অন কর, স্কাইপ এর অ্যাপ টাচ কর - খাল্লাস! আর দুজনারই ছোট অক্ষর পড়তে অসুবিধা হয় কিন্তু ট্যাবে দরকার হলে জুম করতে পারবে বা প্রয়োজন মত কাছিয়ে আনতে পারবে। নেটবুক অতটা ইউজার ফ্রেণ্ডলি না। ট্যাব হ্যাণ্ডল করা অনেক সহজ এইসব সাতপাঁচ ভেবেই ট্যাব তাক করেছি। কিন্তু সোসেন/স্বাতী যা বলছে তাতে তো আসল প্রয়োজনটাই হয়ে উঠবে কিনা সন্দেহ হচ্ছে। দেখি, শেষমেষ ছোটখাট ল্যাপি কিনতে হবে মনে হচ্ছে। কিন্তু সে নিয়ে বাড়ীর লোকে যে কি ভীষণ হাবুডুবু খাবে বেশ বুঝতে পারছি।
  • sosen | 125.242.195.66 | ১৪ মার্চ ২০১৪ ১৯:৫৮615219
  • সেক্ষেত্রে অবশ্য ট্যাব কেনাই ভালো। বা বড় সাইজের ফোং
  • 4z | 152.176.84.188 | ১৪ মার্চ ২০১৪ ২০:২৩615220
  • তাহলে নেক্সাস ৭-ই দেখ না। ওতেও তো ছোট অক্ষর জুম করে নিতে পারবেন। আর সেটিংস--অ্যাক্সেসিবিলিটি অপশন-এ গিয়ে লার্জ ফন্ট সিলেক্ট করে নিলে অক্ষর অত ছোট থাকবেও না।
  • pipi | 139.74.191.152 | ১৪ মার্চ ২০১৪ ২০:৩৮615221
  • বুঝলাম না! ট্যাবগুলো থ্রিজি আর নেক্সাস ৭-ও থ্রিজি সিম। তাহলে ট্যাবে স্কাইপির স্পীড হাঁটি হাঁটি পা পা আর নেক্সাস ৭-এ দৌড়বে কিভাবে?
  • sosen | 125.242.195.66 | ১৪ মার্চ ২০১৪ ২০:৪৫615222
  • কোনটাতেই তেমং দৌড়বে না গো। একমাত্তর বাড়ির ল্যান থেকে ওয়াই ফাই হলে দৌড়বে।
  • 4z | 152.176.84.188 | ১৪ মার্চ ২০১৪ ২০:৫৬615223
  • ধ্যাৎ, ট্যাব কিনলে নেক্সাস ৭ নিতে বলছি। অন্যদের সঙ্গে স্পীড কম্পেয়ার কোথায় করছি?
  • pipi | 139.74.191.152 | ১৪ মার্চ ২০১৪ ২১:৫৮615226
  • অ বুইলাম। না বাপু, আমার মা'র যেখানে সেখানে ফোং ফেলে আসা স্বভাব। নেহাত নোকিয়ার আম পাড়া মডেল তাই হাটে বাজারে ফেলে এলেও কেউ ছোঁয় না। রথের মেলায় গিয়ে ভক্তিভরে রথকে পেন্নাম ঠুকতে এমনই ব্যস্ত থাকে যে গাঁটকাটারা কখন ব্যাগ কাটে কিম্বা গলার সোনার হার খুলে নিয়ে যায় সে হুঁশও থাকে না। এমন মানুষের হাতে আমার পকেট খালি করে নেক্সাস ৭ তুলে দিতে পারব না।
  • কটা সাজেশন | 212.142.114.253 | ১৫ মার্চ ২০১৪ ০৯:৩৪615227
  • পিপিদির দরকার একখানি হার্ডওয়্যার স্কাইপফোন এবং পাড়ার কেবলওলার ৬০০ টাকা রেন্জের পাঁশশোবারো কেবিপিএস নেট কানেক্শন। স্কাইপের অনলাইন শপে ওরম বহুত পাওয়া যায়। পাঁচ ছ হাজার টাকার মধ্যে। এক্ষুনি ভিডিওওলা কোন ফোন ওদের শপে নেই বটে কিন্তু তাও পাওয়া যায় হাজার দশেকের মধ্যে।
    http://shop.skype.com/intl/en-in/phones/#/categoryid=2&sortby=3&subcategoryid=1|2&filter=&manufacture=&price_range=~5000|5000~10000|10000~15000|15000~&viewall=1&page=&mac=0

    এছাড়া ওরকম জিনিস ফ্লিপকার্ট বা অ্যামাজনেও পাবেন। উদাহরন -
    http://www.flipkart.com/belkin-skype-v1000/p/itmdscc5dvftyx2p?q=Belkin+Skype+V1000&as=on&as-show=on&otracker=start&as-pos=p_1&pid=MOBDSCC4AAGNVUEH
    বা
    http://www.flipkart.com/belkin-desktop-internet-phone-skype-corded-landline/p/itmdm97fwyfd9ecs?pid=LANDM97YREWMERFP&otracker=from-search&srno=t_2&query=belkin+skype&ref=1a5fba4d-a11f-4694-998b-8f25283a4156

    এগুলো একেবারে পাতি টেলিফোনের মত বলে আনাড়ী লোকও হেসেখেলে ব্যাবহার করতে পারে। লার্নিং এফর্ট জিরো। আর নেট চালু থাকলে ২৪ ঘন্টা অনলাইন। তবে আমেরিকা থেকে তো সরাসরি ল্যান্ডলাইনে কল করে নিলেই ল্যাঠা চুকে যায়। খরচ তো কমই শুনেছি।

    নিতান্ত ট্যাব নিলে ভারতীয় ট্যাব কোম্পানীগুলোকেও একটু নেড়েচেড়ে দেখতে পারেন। Notionink বা Milagrow র মত কোম্পানী। ছেলেগুলো খুব চেষ্টা করছে অনেকদিন ধরে। নোশনইন্ক ষোলোহাজার আর মিলাগ্র পঁচিশ। ট্যাবে অবিশ্যি ফোনের চেয়ে অনেক বেশী কিছু পাওয়া যায়, যেমন খবর কাগজ পড়া, ইবুক বা ইমেল। এ ছাড়া রোজ রোজ আরও নতুন নতুন ই-গভর্ন্যান্সের ঝামেলা যোগ হচ্ছেই, বাড়ির ট্যাক্স বা ব্যাঙ্কের কাজ ইত্যাদি।

    notionink -
    http://adamstore.in/#

    Milagrow-
    http://milagrowhumantech.com/quad-core/75-104-pro-3g-sim-quad-core-16gb.html
    প্রথমটির বাজারে বেশ একটু নেগেটিভ রিভিউ আছে। তাও দামটা কমের দিকে বলে বললাম। দুটোই বেশ আমপাড়া গোছের ব্যাপার। দুটোই ওদের নিজেদের শপের চে বাজারে কম দামে পাবেন, স্ন্যাপডিল, ফ্লিপকার্ট বা অ্যামাজন দেখুন।

    সেশমেশ কি করলেন সেটা এখানে একটু জানাবেন তো, আমারও ঠিক একই কাজ করতে হবে কিনা, আপনার ঘাড়ে বন্দুক রেখে যদি... :)

    **পুনশ্চ: পাড়ার কেবলওলার নেট নিলে পাসওয়ার্ডলেস (ম্যাক আড্রেস ধরে) লগিন করিয়ে নিতে ভুলবেন না। ওকে ওরা 'অটোলগিন' বলে। লীজড লাইন আরকি। পাওয়ার অন করলেই নেট, যতক্ষন পয়সা দেওয়া আছে। বয়স্ক লোকের পক্ষে সুবিধাজনক। ছমাসের দাম একসঙ্গে দিলে ওরা একমাসের ছাড়ও দেয়। ঐ নেট এগারোশো বারোশোর ঐফাই রৌটারে লাগিয়ে নিলে বেস্ট। এরম রৌটার -
    http://www.flipkart.com/d-link-dir-505-all-in-one-mobile-companion-router/p/itmdekmqrj4czdj4?pid=RTRDEHFF6AJRARJ3&icmpid=reco_pp_historyFooter_router_2
    বা
    http://www.flipkart.com/tp-link-tl-mr3020-portable-3g-3-75g-4g-wireless-n-router/p/itmd8fsebcjkr94y?pid=RTRD8FNGAPAKBDPC&icmpid=reco_pp_personalhistoryFooter_router_3
    তাতে অন রেখে দিলেও চলবে, পাওয়ার অন করার ঝাম ও নেই।
  • সায়ন | 59.249.33.94 | ০৭ এপ্রিল ২০১৪ ০০:৫৩615228
  • আরে এই থ্রেডটায় কিছু বাণী দেওয়ার ছিল -

    প্রথমে সোসেনঃ 14 Mar 2014 -- 08:45 PM
    "কোনটাতেই তেমং দৌড়বে না গো। একমাত্তর বাড়ির ল্যান থেকে ওয়াই ফাই হলে দৌড়বে।" - এটা বুঝিলাম না। বাড়ির ল্যান টা কী দিয়ে বানানো? ওয়্যার্‌ড ব্রডব্যান্ড থেকে ওয়াইফাই রাউটার হলে ঠিক আছে। না হলে যদি থ্রীজি ডঙ্গল দিয়ে ল্যান বানিয়ে ট্যাবলেটে ওয়াইফাই ক্যাচ করতে হয়, তাচ্চাইতে ট্যাবে'র ইউএসবি পোর্টে ডিরেক্টলি কানেক্ট কল্লে ব্যান্ডউইড্‌থ লস অনেক কম হয় (হ্যাঁ, মাল্টিপল ডিভাইজ কানেক্ট করা যাবে না (ট্যাবে হটস্পট না বানালে), আর পিপি বোধহয় শুধু ট্যাবেই নেট চাইছে)।

    এবার পিপিকেঃ যে কোনও থ্রীজি সিম বা অন্য কোনও ইউএসবি-বেস্‌ড ব্রডব্যান্ড নেওয়ার আগে লোক্যালি কাউকে জিজ্ঞেস করে দ্যাখ তোদের ওখানে সিগন্যাল স্ট্রেন্‌থ ঠিকঠাক কিনা নইলে থ্রীজি কানেকশনেও লো স্পীড পাবি, ভিডিও স্ট্রীম বাফার করতে করতেই সবাই ঘুমিয়ে পড়বে। যদি এয়ারটেল "ল্যান্ডলাইন" ব্রডব্যান্ড দেয়, চোখ বুজে কোনও লিমিটেড প্ল্যান নিয়ে নে, মান্থলি ৪-৫ জিবি'র একটু বেশী মানে ওয়ান এমবিপিএস কি তার বেশী স্পীডওয়ালা। আর এয়ারটেল যদি না আসে, পাড়ার কোনও কেব্‌ল ব্রডব্যান্ড। ওদের 512 কেবিপিএস'ও কাজের হয়। এছাড়া একটা ওয়্যারলেস রাউটার চাই। ওপরের পোস্টে "কটা সাজেশন" যেমন লিখলেন, কেব্‌ল ব্রডব্যান্ড নিস যদি, অটো-লগিন এন্যাব্‌ল করিয়ে নিস। রাউটার অন করলেই ট্যাবে ওয়াইফাই রেডিলি অ্যাভেইলেব্‌ল।
  • সায়ন | 59.249.33.94 | ০৭ এপ্রিল ২০১৪ ০০:৫৯615229
  • একটা ইউআরএল দিলাম, কেব্‌ল ব্রডব্যান্ডের কিছুটা আইডিয়া পাবি -
    http://www.hathway.com/Broadband/broadband_home.aspx
  • সায়ন | 59.249.33.94 | ০৭ এপ্রিল ২০১৪ ০১:১০615230
  • রাইট, আর এটা কোলকাতায় আছে। একবার দেখতে লাগবে যে তোদের ওখানে কভারেজ আছে কিনা, থাকলে ভালো স্পীড/প্ল্যান আছে দেখছি - http://tikona.in/for-home/broadband-plans/plans/tariff-plans/
  • Arpan | 125.118.68.222 | ০৭ এপ্রিল ২০১৪ ০১:১৩615231
  • আইডিয়া পেতে গেলে আইডিয়ার সাইট দেখলেই হত। তাচাড়া হ্যাথওয়ে কলকাতায় আসে না। ঃ)

    হাই স্পিড কানেকশন পেতে গেলে নিচের লিং দ্রষ্টব্য।

    http://www.tatadocomo.com/broadband-high-speed-plans.aspx
  • সায়ন | 170.83.96.84 | ০৭ এপ্রিল ২০১৪ ১২:০২615232
  • ড্রামা কুইন কুপ্রীত! পিপির হোমটাউনে হাই স্পীড কানেকশনের কভারেজ না থাগলে কী হবে? অ্যাঁ? উল্লু বানাওয়িং!
    আর হ্যাথওয়ে আসে নাই তো। ওটা দিয়েছিলাম ট্যারিফ সম্বন্ধে আলোকিত হওয়ার জন্য। তারপর টিকোনা ব্রডব্যান্ডের লিং দিলাম কারণ ওটে আসে বোধহয় ওখানে।
    বাফ্রেবাফ্রেবাফ!
  • Arpan | 125.118.177.128 | ০৭ এপ্রিল ২০১৪ ১২:৫৪615233
  • সার্ভিস প্রোভাইডারের নামটা মোক্ষম চুজ করেছিস! ;-)
  • সায়ন | 170.83.96.84 | ০৭ এপ্রিল ২০১৪ ১৩:২৪615234
  • আমি আবার চুজ করলাম কই! ইট ওয়জ অন অফার। সার্ভিস। ব্রড ব্যান্ড।
  • Ekak | 24.99.198.62 | ০৭ এপ্রিল ২০১৪ ১৩:৩১615235
  • আচ্ছা এইযে তোমরা গ্যাজেট ত্যাজেট ইউস করো এই মাল গুলো হাতে নিয়ে পড়লে ঘাড় ব্যথা হয় ,চোখ খারাপ হয়তো । এক এপ বানালে কেমন হয় যা কিনা ভিশন এংল বের করে স্ক্রীন এ শো করবে ঠিক কিভাবে ধরা উচিত ।কতটা দুরে .। কতক্ষণ একনাগাড়ে তাকিয়ে থাকা উচিত নয় ইত্যাদি ।
  • Arpan | 52.107.175.152 | ০৭ এপ্রিল ২০১৪ ১৪:৩৫615237
  • সান্দা নিশ্চয় ফার্স্ট হ্যান্ড এক্সপি থেকে বলছে। ব্রডব্যান্ড সার্ভিসটা নিশ্চয় FUP বেসড (ছদ্ম আনলিমিটেড) ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন