এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • "আমি হিন্দু , আমি ভারতীয়, আমি গর্বিত"

    বিপ
    অন্যান্য | ২৪ জুলাই ২০১৩ | ৩৭১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 213.99.212.53 | ২৫ জুলাই ২০১৩ ২৩:০৪617233
  • ভারতীয় হিন্দু রা অবশ্য প্রাচীন ভারতের গুণগান, সাম্রাজ্যবাদ এর সংগে প্রছন্দ মত ধর্ম বিশ্বাস কে ইকুয়েট করে, তার সমালোচনা করতে পারেন। ইংরেজি তে এবং বাংলায়। কিন্তু সেটা সন্দেহ জনক নয়। কি আশ্চর্য্য।
  • sahana | 127.194.239.106 | ২৬ জুলাই ২০১৩ ০১:৪৯617234
  • কি নিয়ে যে ঠিক আলো্চনা চলছে বুঝতে লা্ড়ছি বাপু ! বিপ কি হিন্দু? বিপ কি ভারতীয় ? বিপ কি গর্বিত?
  • বিপ | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ০৩:২১617235
  • না
    বিপ হিন্দু বা ভারতীয় না -বিপ মানুষ। মানুষ হিসাবে গর্বিত। ভারতীয় বা হিন্দু হিসাবে না --
  • বিপ | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ০৩:৩৪617236
  • এই যে এইচ, সরাসরি বললেই ত হয়-বিপ সাম্রাজ্যবাদ মোদির দালাল। অত ঘোরানো পেচ্চানোর কি আছে? মালটা কি প্যাঁচা না কি?

    আমি আগেই বলেছি পলিটিক্যাল রেটোরিক ছাড়া মালটার ঝুরিতে কিছু নেই। শুধু শুধু শব্দ ঝাড়বে এর ওর দালাল, কিন্ত একটা লাইন ও ইতিহাস লেখার মুরোদ নেই।

    আমি পরিস্কার ডিসক্লেমার দিয়ে রাখি। সাম্রাজ্য থাকলে সাম্রাজ্যবাদ থাকবেই। হেন কোন বড় শক্তিশালী দেশ নেই, যারা অন্য দেশের পেছনে কাঠি দেয় না । আমেরিকার মিলিটার বানিজ্য দরকার বেশি, তাই কাঠিও করে বেশি। আর আমেরিকান নাগরিক হিসাবে, আমি আমেরিকার যুদ্ধ সাপোর্ট করতে বাধ্য আইনত -আইন ভাংলে অবশ্য অন্য কথা। সাম্রাজ্যবাদের পাপেই আমরা খায় এবং পড়ি। এবং এটি আমেরিকা প্রবাসি যেকোন বাঙালীর জন্য সত্য যে তারাও সাম্রাজ্যবাদের পাপের ভাগী-তা তিনি গুরুতে যতই সাম্রাজ্যবাদ বিরোধি বামপন্থা মারাক না কেন-আসলে তিনি সাম্রাজ্যবাদি ই । না হলে আমেরিকা ছেরে অন্য দেশে যেত। সুতরাং আমি সাম্রাজ্যবাদ বিরোধি, প্রিজম বিরোধি এসব ডায়ালোগ আমি দিই না-কারন তাহলে থুতুটা আমেরিকান সিটিজেন হিসাবে আমার মুখেই পড়বে প্রথমে। তবে হ্যাঁ ডেমোক্রাটরা যুদ্ধ করে কম-তাই আমি ডেম। বলতে পারেন সেই অর্থে আমি কম সাম্রাজ্যবাদি !!!

    তাই চিন্তা নেই। আমার সাথে ওসব ন্যাকা মার্কা বাঙালীপনা না করলেও চলবে।
  • rivu | 140.203.154.17 | ২৬ জুলাই ২০১৩ ০৫:৩৭617237
  • এইটা কি বললেন বিপ? আমেরিকায় থাকলে আপনি আমেরিকার যুদ্ধ সাপোর্ট করতে বাধ্য? মানে ভারত যদি দুম করে বাংলাদেশকে এটাক করে কোনো প্রভোকেশন ছাড়া আমি সেটা সাপোর্ট করতে বাধ্য হব?

    আর হ্যান ওই লিং গুলো পড়ব। তবে আপনার রেফারেন্সগুলো (যেগুলো আপনি প্যাসেজ হিসাবে কোট করেছেন) অন্য কথা বলছিল তাই বললাম। এত কিছু "সোনার তরী" নয় যে লিরিকের আড়ালের বক্তব্য খুঁজতে হবে.। তবে যাই হোক, লিং গুলো পরে পরবর্তী কথা বলব।
  • aranya | 154.160.130.16 | ২৬ জুলাই ২০১৩ ০৬:০৮617238
  • 'আর আমেরিকান নাগরিক হিসাবে, আমি আমেরিকার যুদ্ধ সাপোর্ট করতে বাধ্য আইনত -আইন ভাংলে অবশ্য অন্য কথা'

    -আমার ভুল হতে পারে, তবে এমন কোন আইন আছে বলে আমি জানি না। যুদ্ধবিরোধী আন্দোলন আমেরিকায় হয়েছে অনেক। তাতে মার্কিন নাগরিকরা সামিল ছিলেন।
  • aranya | 154.160.130.16 | ২৬ জুলাই ২০১৩ ০৬:১১617239
  • 'মালটা কি প্যাঁচা না কি?', 'মালটার ঝুরিতে কিছু নেই' - এইচ-এর বিরুদ্ধে করা এই কমেন্টগুলো ভাল লাগল না।
  • bip | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ০৬:৫১617240
  • যুদ্ধ বিরোধি সমাবেশ, লেখা লেখি সব আলাউড। কিন্ত যুদ্ধে ডাকলে, সৈন্য হিসাবে যেতেই হবে। সিটিজেনশিপের সময় শপথ নিতে হয়, যুদ্ধে ডাক পরলে এবং সক্ষম থাকিলে আমি যাইতে বাধ্য।

    নাহলে জেল। ভিয়েতনামে যুদ্ধে যেতে অস্বীকার করে অনেকেই জেল খেটেছেন।
  • বিপ | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ০৬:৫২617241
  • এটা পৃথিবীর অনেকে দেশেই আইন। সোভিয়েতেও ছিল, রাশিয়াতেও আছে। চীনেও আছে।
  • বিপ | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ০৬:৫৪617243
  • মালটা কি প্যাঁচা না কি?', 'মালটার ঝুরিতে কিছু নেই' - এইচ-এর বিরুদ্ধে করা এই কমেন্টগুলো ভাল লাগল না।

    >>
    করতে বাধ্য হয়েছি, নাহলে এইচ নামক ভুতের বাঙালী সুলভ ন্যাকাপনা যাবে না --
    আর যারা বেনামে লিখছে, তাদের আবার মান সন্মান কি?
    নিজের নামে লিখুক, বুঝব ধক আছে, পাটা আছে, সন্মান পাবে।
  • aranya | 154.160.130.16 | ২৬ জুলাই ২০১৩ ০৬:৫৫617244
  • ওকে, বুঝলাম। ঠিকই, যুদ্ধ সমর্থন না করলেও ডাকলে যেতে হবে।
  • aranya | 154.160.130.16 | ২৬ জুলাই ২০১৩ ০৬:৫৮617245
  • বেনামে অনেকে নিরাপত্তার জন্য লেখে, কেউ নিছক মজা করার জন্য ছদ্মনাম নেয়, বার বার নাম পাল্টায় -সবই পার্সোনাল চয়েস।
    বক্তব্যের কনটেন্ট ছাড়া কে লিখছে, কোন নাম বা অ্যাড্রেস থেকে লিখছে, তার কোন রেলিভ্যান্স আছে বলে মনে হয় না।
  • pi | 118.12.169.134 | ২৬ জুলাই ২০১৩ ০৭:০৩617246
  • বিপ আর h এর মধ্যে নামে বেনামে কতটা তফাত ? ঃ)
    আর খামোখা ব্যক্তি আক্রমণই বা করেন কেন ? এগুলো বাদ দিয়েও তো আলোচনা তর্ক হয় !
  • bip | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ০৮:৪৮617247
  • Sorry..in Guru people hide behind the mask so that they can abuse others. If they abuse without identity they deserve strong response
  • dd | 132.167.46.249 | ২৬ জুলাই ২০১৩ ০৯:০৯617248
  • বিপ ব্যক্তি সম্বন্ধে স্বল্প জানি, পরস্ম্পৈপদী জ্ঞান। এমন কি ছোবিও দেখেছি।

    একবারো ইশকুলের ছেলের বয়সী মনে হয় নি। তো এই টইতে হনুর সাথে ডায়ালগে এরম ইশকুল ছাত্রোসুলভ ভাষা ব্যবহার ক্যানো? না কি এটি বাঙালীসুলভ ন্যাকামী আর আমেরিকাচিতো খোকামীর গদাযূদ্ধ? বিপের এই পশচারিং খুঅবই বিরক্তিকর লাগলো।

    ভালো করে লিখুন বিপ।

    আমার হনুকে অযাচিত সাট্টিফিকেট। হনু বিস্তর পড়াশুনা করা লোক, এমন কি একটা ছোটো দাড়ীও আছে। ওর সাথে কথা কইলে আপনের ভালো লাগবে, মতে মিলবে না সে অন্য কথা।

    ভেবেছিলেম দীপ/দুখের ডায়ালগের মতোন এটাও একটা উৎকৃষ্টো টই হবে, কিন্তু বিপের খোকামীর জন্য সে আশা ভন্ডুল হোলো।
  • Marauder's Map | 131.241.218.132 | ২৬ জুলাই ২০১৩ ০৯:৫৭617249
  • বিপের টই দেখেও ডিডিদা এত ভাবলেন কী করে? আপনারও কি বেস্ট উইশেজ লাগবে?
  • lcm | 118.91.116.131 | ২৬ জুলাই ২০১৩ ১০:৪৭617250
  • কিন্তু কথা হল - আমি ভারতীয়, আমি হিন্দু, আমি গর্বিত - এরকম বললে অসুবিধাটা কোথায়। যতক্ষণ না অভারতীয় বা অহিন্দু-দের সাথে কোনো তুলনা হচ্ছে, ততক্ষণ তো পাতি ব্যাক্‌ প্যাটিং ...
  • cm | 71.95.189.220 | ২৬ জুলাই ২০১৩ ১০:৫২617251
  • আমি এই টই পড়ছিনে তবে বিপের Date:26 Jul 2013 -- 03:34 AM পড়লাম, উনি বলছেন আমেরিকার কৃতকর্মের দায় তার সব অধিবাসীদের নিতে হবে। এতে ভুল কোথায়? কিছু অপ্রয়োজনীয় কথা আছ কিন্তু সেতো প্রায় সব লেখাতেই থাকে।
  • PM | 233.223.154.55 | ২৬ জুলাই ২০১৩ ১১:১৯617252
  • এখানে বেশীর্ভাগ লোকেই স্বনামে লেখেন না। সেটা জেনেই তো এখানে লিখছেন বিপবাবু। ফুটবল খেলতে নেমে" পেনাল্টি নিয়ম টা বড় বাজে - মানি না" বললে হবে?

    হ এর আসল নাম আমিও জানি না। কিন্তু জানলে কি করতেন- বাড়ি গিয়ে আচ্ছা করে দু ঘা দিতেন? না মুকুল রায়ের কাছে ওনার নাম জমা দিতেন ? ঃ) নাম জানলে কি ওনার বক্তব্যের মানে বিন্দু মাত্র পাল্টাতো?

    এরপর আপনার খিস্তির উত্তরে আরো কিছু লোক আপনাকে খিস্তি করবে। তার্পরে আপনি আবার করবেন।।একটা হলেও হতে পারতো ভালো আলোচনা ভেস্তে যাবে। কি লাভ?
  • h | 213.132.214.156 | ২৬ জুলাই ২০১৩ ১১:৫৬617254
  • আমার একটা অনুরোধ আছে , বিষয়ের বাইরে না যাওয়াই বোধ হয় ভালো।
  • বিপ | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ১৬:৩৬617255
  • কেও স্বনামে না লিখুক ক্ষতি নেই। আমি স্বনামে লিখছি। সুতরাং বেনামে যখন কেও লিখছে, তার সেই লিবার্টিটা নষ্ট করা উচিৎ না ।

    আমি এইচ এর ওপর এই জন্য বিরক্ত যে সে একটাও যুক্তি বা ঐতিহাসিক উদাহরন না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে হিন্দুত্ববাদি বলে রিটোরিক ছারছে। এগুলো বাঙালী সুলভ ন্যাকামো, যাতে আমার রুচি নেই। এটা কোন যুক্তি তর্কের আইন? কেও দেখাক এইচ একটাও ঐতিহাসিক ঘটনাকে সম্বল করে আমার বক্তব্য রিফিউট করেছে । আমার বক্তব্য খন্ডন করতে পারল না -আর পেছনে কুর কুঢ় করবে ব্যাটা হিন্দুত্ববাদি-এটা কি ধরনের তর্ক? আর তার সম্মন্ধে আমি কি উঁচু ধারনা করব?

    আমার সব দেশের সব ধর্মের ইতিহাস পড়ে একটা ধারনা হয়েছে যে ভারতে, চীন এবং গ্রীসে দর্শন চর্চার একটা গোল্ডেন এজ এসেছে, যা ইতিহাসে তুলনাহীন। ৫০০-২০০ খ্রীঃ পূ, দর্শন চর্চার গোল্ডেন এজ-প্লেটো, সত্রেটিস, এরিস্টটল, বুদ্ধ, মহাবীর, চানক্য, কনফুসিয়াস, লাও এরা এই সময়ের মধ্যে মানব সভ্যতার সেরা ফাউন্ডেশন দিয়ে গেছেন। কেন দিতে পারলেন? কেন খৃষ্ঠান বা ইসলামিক সভ্যতা এদের মতন দার্শনিক দিতে পারল না? আরবে যে দর্শন চর্চা হয়েছে, তার পুরোটাই মুতাজিলদের যারা ইসলামে অবাধ্য মুসলিম। এর কারন ইসলাম এবং খ্রীষ্ঠাণ ধর্ম মানব সভ্যতা এবং দর্শন চর্চার টুটি চেপে ধরে ছিল। ইউরোপে অন্ধকার যুগ খ্রিষ্ঠাণ ধর্মের জন্য হয়েছে। আরবে জ্ঞান বিজ্ঞান চর্চার জোয়ার এসেছিল তা কে ডুবিয়েছে? ইমাম গজ্জালি। নিউটনের জন্ম হওয়া উচিৎ ছিল আরবে-হল না কারন ইমাম গজ্জালি বলেদিলেন সব কোরানে আছে।

    শুধু তাই না খ্রীষ্ঠান ধর্মের প্রসার যেমন ভূমধ্য সাগরের সভ্যতার উন্নত দর্শন চর্চা ধ্বংস করেছিল, ইসলামের প্রসার ভারতের দর্শন চর্চা ধ্বংশ করে। এমন কেও এই ফোরামে আছে যে অস্বীকার করবে ইসলামের জন্য ভারতে জ্ঞান বিজ্ঞানের চর্চা ধ্বংস হয় নি?

    এই সত্যগুলো বললে কেও হিন্দুত্ববাদি হয় না-কারন ধর্মীয় আইডেন্টির রাজনীতি যা আজ বিজেপি করছে সেটা চালু করেছে খ্রীষ্ঠাণ এবং তাদের থেকে শিখে ইসলাম। এই বেসিক ইতিহাস যে জানে না তার ইতিহাস জ্ঞান কতটুকু আমার জানা নেই, আর জানার ইচ্ছাও নেই।

    ইতিহাস এবং সমাজ বিজ্ঞানকে রাজনৈতিক এঙ্গেল থেকে দূরে রেখে মুক্তমনে দেখতে হবে।
  • dd | 69.92.167.177 | ২৬ জুলাই ২০১৩ ১৬:৫০617256
  • ইউরোপে অন্ধকার যুগ খ্রিষ্ঠাণ ধর্মের জন্য হয়েছে।" বিপ উবাচ। মানে"ডার্ক এজ "তো?

    প্রথমতঃ ডার্ক এজ কথাটাই আজকাল আর ইউজ হয় না। পলিটিক্যালি ইন করেক্টনেসের দোষেই নয়, এম্নি এম্নি অনেক তথ্য এখন প্রকাশ পাচ্ছে যাতে টের পাওয়া যাচ্ছে সে সময়ের আর্থ-সামাজিক অবস্থা যতোটা ক্যালানে মার্কা ভাবা হয়েছিলো - ততোটা খারাব কিছু ছিলো না। এখন স্কুলের বইতেও আর ডার্ক এজ কথাটা লেখে না।

    আর সেরম উত্থান পতন তো সব সভ্যতায় হয়েছে। সারা দুনিয়া জুড়ে।শুধু ধর্মকেই দায়ী করছেন ক্যানো বলুন তো?

    অনেকগুলো পয়েন্ট না লিখে একটা পয়েন্ট (ঐ যে কইলেন "এমন কেও এই ফোরামে আছে যে অস্বীকার করবে ইসলামের জন্য ভারতে জ্ঞান বিজ্ঞানের চর্চা ধ্বংস হয় নি? কইলেন)। সেটা নিয়েই ধীরে সুস্থে লিখুন না। পড়ি।
  • bip | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ১৮:০১617257
  • অনেক তথ্য এখন প্রকাশ পাচ্ছে যাতে টের পাওয়া যাচ্ছে সে সময়ের আর্থ-সামাজিক অবস্থা যতোটা ক্যালানে মার্কা ভাবা হয়েছিলো - ততোটা খারাব কিছু ছিলো না।

    >>> এমন কিছু তথ্য দিলে ভাল হয় যাতে প্রমানিত হয় মধ্য যুগেও গল, জার্মান, বৃটিশরা [ ন্ররমান বা এংলো স্যাক্সেন ], ক্ল্যাসিক্লাল গ্রীস বা কাথ্রিজ বা রোম সভ্যতার থেকে আলোকিত ছিল। আমার জানা নেই। শুধু এটুকু জানি, কনস্টানটাইন যেই আইন বলে রোমান সম্রাজ্যকে খ্রীষ্ঠান বানালেন, ধর্ম রাজনীতি এবং মানুষের জীবনকে কন্ট্রোল করতে থাকল ইউরোপে। এটা প্যাগান ইউরোপে ছিল না -থাকলে সক্রেটিস প্লেটোদের দর্শন চর্চা করতে হত নয়া- তার আগেই খ্রীষ্ঠানরা পুরিয়ে মারত।

    "অনেকগুলো পয়েন্ট না লিখে একটা পয়েন্ট "

    >> একটা পয়েন্টেই লিখছি। সেটা হচ্ছে প্যাগানিজম বনাম একেশ্বরবাদি ধর্ম।
    থিসিটা হচ্ছে এই " প্যাগান ধর্ম নির্ভর সভ্যতা ধর্মভিত্তিক আইডেন্টিটি রাজনীতির জন্ম দেয় নি, দিতে পারেনা । এই এইডেন্টি ভিত্তিক রাজনীতি জন্ম হয়েছে খ্রীষ্ঠান ধর্মের রোমে উত্থান থেকে। ইসলাম সেটার সর্বোচ্চ রূপ মাত্র"। আমার সব পয়েন্ট এই থিসিস কে কেন্দ্র করেই।
  • PM | 233.223.157.155 | ২৬ জুলাই ২০১৩ ২১:৪৬617258
  • "অন্ধকার যুগের" দায় যদি ক্রিস্চানিটির হয়, রেনেসাঁর শ্রেয় কি ক্রিস্চানিটি পাবে?

    আর একটা কৌতুহল বৌদ্ধ, জৈন আর অদ্বৈতবাদ কে কি ক্লাসিকাল প্যগান ধর্ম বলা যায়?

    বাকি পৃথিবীর মত ভারতেও ( মুস্লিমদের আসার আগে পর্য্যন্ত) দেখা গেছে দর্শন চর্চা যত পরিনত হয়েছে তত একেশ্বর বাদের দিকেই তা টাল খেয়েছে--দর্শন/ধর্মের ইভোলুসন এই ভাবে হয়েছে কেনো?

    আমার প্রশ্ন ভালো খারাপ নিয়ে নয়, ধর্মীয় দর্শনের ক্রমবিবর্তনের ট্রেন্ড ও তার কারন নিয়ে।
  • তাতিন | 34.217.194.161 | ২৬ জুলাই ২০১৩ ২২:০৪617259
  • যিশুর প্রায় কিছু না করেই ক্রুশ হলো, আর বুদ্ধের পেছনে রাজাফাজা শুদ্ধ মুকুট নামিয়ে দৌড়লো- এর একটা আর্থসামাজিক কারণ থাকবে নিশ্চয়ই, তাই না?
    আর, বিপদা সিটিজেনশিপ নিয়েছে শুনে খুব দুঃখ পেলাম। দেশের সাবসিডিতে পড়ে, কেরিয়ারের ধাপ্টাপ বানিয়ে বিদেশি নাগরিকত্ব নেওয়াটা দেশের মানুষের সঙ্গে একভাবে বেইমানি। লিগাল চৌর্যবৃত্তির একটা উদাহরণ। বিপ[অদার কাছে এক্সপেক্ট করিনি।
  • PM | 233.223.157.155 | ২৬ জুলাই ২০১৩ ২২:১৩617260
  • এটা বিলো দা বেল্ট হয়ে গেলো
  • বিপ | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ২২:১৪617261
  • ্প্রশ্নগুলোর জন্য পি এমকে ধন্যবাদ। কারন এগুলি আমার বক্তব্যকে আরো পরিস্কার করবে--

    "অন্ধকার যুগের" দায় যদি ক্রিস্চানিটির হয়, রেনেসাঁর শ্রেয় কি ক্রিস্চানিটি পাবে>>
    একদম পাবে না -কারন রেনেসাস টা কি ছিল? সেই ক্ল্যাসিক্যাল প্যাগান গ্রীকদের এথেন্সকে ফিরিয়ে আনার চেষ্টা । আর রেনেসাসটা শুরু হয়েছে খ্রীষ্ঠাণ অথোরিটির বিরুদ্ধে বিদ্রোহ করে-ব্রুনোকে কে পুড়িয়ে মেরেছে?

    সত্যটা হল এই খ্রীশ্তাণ এবং ইসলাম নামে দুই দৈত্যাকার ধর্মের সৃষ্টি না হলে, রেনেসাসের দরকার হত না । রোমে, চীনে এবং ভারতে জ্ঞান বিজ্ঞান চর্চা এতটাই উন্নতঁ হয়ে এসেছিল নিউটনের জন্ম ১০০০ বছর আগে হত খ্রিষ্ঠানদের আধিপত্য রোমে শুরু না হলে। রোমান ইঞ্জিনিয়ারিং কত উন্নত ছিল, রোম ঘুরে দেখে এস। ভারতেও অঙ্ক এবং চকিৎসা শাস্ত্র উন্নত ছিল।

    "আর একটা কৌতুহল বৌদ্ধ, জৈন আর অদ্বৈতবাদ কে কি ক্লাসিকাল প্যগান ধর্ম বলা যায়?"
    >> না=বলা যায় নয়া। এটা ঠিক ভারতে বৌদ্ধ এবং জৈন ধর্ম জ্ঞান বিজ্ঞানের মূল স্তম্ভ ছড়িয়েছে। চিকিৎসা বিজ্ঞান এবং গণিতের সব দিকপাল বৌদ্ধ।

    কিন্ত জৈন বা বৌদ্ধ ধর্মের সৃষ্টি প্যাগানদের মধ্যে সম্ভব যেখানে বহু বিবিধ জীবন দর্শন নিয়ে মানুষ বেঁচে থাকে। বুদ্ধ বা মহাবিরের জন্ম খ্রীষ্ঠাণ বা ইসলামে হত না -তাদের মেরে ফেলা হত । সক্রেটিসকেও প্যাগানরা মেরেছিল। কিন্ত তার শিষ্যরা স্বাধীন ভাবেই তার চর্চা চালাতে পেরেছে।

    "বাকি পৃথিবীর মত ভারতেও ( মুস্লিমদের আসার আগে পর্য্যন্ত) দেখা গেছে দর্শন চর্চা যত পরিনত হয়েছে তত একেশ্বর বাদের দিকেই তা টাল খেয়েছে--দর্শন/ধর্মের ইভোলুসন এই ভাবে হয়েছে কেনো?"

    - এখানে দর্শন এবং ধর্মকে আলাদা করতে হবে।

    ধর্ম একেশ্বরবাদের দিকে গেছে, কারন তা ঐক্যবদ্ধ জাতি এবং ঐক্যবদ্ধ জাতিমানে আরো ভাল মিলিটারি শক্তি দিয়েছে। পুরোটাই রিপ্রোডাক্টিভ ফিটনেশ-শক্তিশালী সমাজ এবং রাষ্ট্রের কারনে।

    কিন্ত না -দর্শন নাস্তিকতা বা নিরশ্বরবাদের দিকেই গেছে। ভারতের সবকটি উচুমানের দর্শন নিরশ্বরবাদি- অদ্বৈতবাদ, ভাজিকা , সাংখ্য, ন্যায় [ অর্থডক্স] , জৈন, বৌদ্ধ, চার্বাক।

    একেশ্বরবাদ সমাজ এবং রাষ্ট্রের বিবর্তনের দাবী মেনে এসেছে। মহম্মদ বা যীষুবলে কেও ছিলনা-এগুলো সব কাল্পনিক ফিগার। এদের মৃত্যুর ২০০ বছর বাদে এদের নিয়ে রূপকথার গল্প ছেরে এসব ধর্মগুলো তৈরী হয়েছে। এই ধর্মগুলি ছিল সেকালের কমিনিউস্ট শক্তি- বড়লোক, ধনীদের বিরুদ্ধে গরীবদের লড়াই-অবশ্য কাল্পনিক প্রফেটদের নিয়ে।
  • বিপ | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ২২:১৮617262
  • "আর, বিপদা সিটিজেনশিপ নিয়েছে শুনে খুব দুঃখ পেলাম। দেশের সাবসিডিতে পড়ে, কেরিয়ারের ধাপ্টাপ বানিয়ে বিদেশি নাগরিকত্ব নেওয়াটা দেশের মানুষের সঙ্গে একভাবে বেইমানি। লিগাল চৌর্যবৃত্তির একটা উদাহরণ। বিপ[অদার কাছে এক্সপেক্ট করিনি।"

    -তোমার থেকেও আমি বেশি দুঃখ পেয়েছি। এবং তোমার বক্তব্য ১০০% ঠিক।

    কিন্ত আমার পরিবার দেশে ফিরতে চায় নি। যদি ভারতেই না ফিরি, ভারতীয় সিটিজেনশিপ রেখে লাভ নেই। আমি এখানের রাজনীতির সাথে জড়িত। ফলে সিটিজেনশিপ না পেলে, সঠিক ভাবে এখানে রাজনীতি করা সম্ভব হচ্ছিল না -পেশায় কোন সমস্যা ছিল না

    এটা বিলো দ্যা বেল্ট না -যা সঠিক, তা সব সময় সামনেই বলা উচিৎ। এই ধরনের মন্তব্য প্রশংসার যোগ্য।
  • dd | 132.167.18.136 | ২৬ জুলাই ২০১৩ ২২:৪৩617263
  • ইয়েস ইয়েস বিপ। লিখি তাইলে?টুকতে থাকুন।

    প্রথোম ইওরোপীয়ান ইউনিভার্সিটি এই ডার্ক এজে। ডিগ্রী ফিগ্রী দেওয়া। বোলগনায়।

    বাইজেন্টাইন গোল্ডেন এজ ও এই সময়ে। আর্ট ফার্ট সুদ্দু।

    আরোবদের থেকে অ্যালজেব্রাও এ সময়ে ইওরোপে পৌঁছোয় ও ছড়িয়ে পরে (দেখুন , এটা আমার মতোন অংকে কাঁচাদের পক্ষে একটা বিশ্রী খবোর। কিন্তু আপনে তো প্রগ্রেসই ভাববেন, নাকি?)

    Lex Mercatoria মানে নতুন আইনের ফাউন্ডেশন ও এই সময়ে।

    এবং সবসে বড়োকথা সমগ্রে ইওরোপে এই সময়েই খাদ্য সংকট ছিলো না, কৃষি ওয়াস গুড।

    আর্ট আর আর্কিটেকচার নিয়েও কইতে পারি। দরকার নেই।

    তবে কেরেস্তান ধর্মো ইওরোপীয়ো সভ্যতার টুঁটি চিপে ধরেছিলো - সেটা তো ফ্যাস্ক্ট। এই নিয়ে তো আপনের লগে দ্বিমত নেই। ঐ "ডার্ক এজ" টার্মটা এখোন আর চলে না।

    ইসলাম আর ভারোত নিয়ে যা কইলেন সেটাকিন্তু আমি মানি না। আপনের মতোন আমারও কোনো পোলিটিক্যাল করেক্টনেসের দায় নেই, তাই পেটের কথা স্বচ্ছন্দে কইতে পারি, চেঁচিয়েও। কিন্তু এখোন পজ্জোন্তো এটাই আমার বিশ্বেস। আপনে ভালো যুক্তি দিলে আমার পাল্টি খেতে কোনো অসুবিদে নেই।
  • বিপ | 78.33.140.55 | ২৬ জুলাই ২০১৩ ২৩:০২617265
  • প্রথোম ইওরোপীয়ান ইউনিভার্সিটি এই ডার্ক এজে। ডিগ্রী ফিগ্রী দেওয়া। বোলগনায়।
    >> সেটা ইটালিয়ানরা বলে, ঠিক আছে। কিন্ত ভারতে তক্ষশীলা, নালন্দা বিশ্ববিদ্যালয়গুলো যে তারো অনেক আগে ছিল এবং মুসলমানরা সেগুলো ধ্বংস করল-সেটা অন্ধকারের যুগ না ?

    বাইজেন্টাইন গোল্ডেন এজ ও এই সময়ে। আর্ট ফার্ট সুদ্দু।
    >>
    গোল্ডেন এজের শর্ত কিন্ত দর্শন এবং জ্ঞান বিজ্ঞান চর্চা। বাইজেন্টাইন এত বাজে ভাবে খ্রীষ্ঠাণ ছিল ধর্ম চর্চা ছাড়া ওখানে কিছু হত না । বাইজেন্টাইন সভ্যতাকে আলোকিত সভ্যতা বলা যাবে কিনা জানি না।

    আরোবদের থেকে অ্যালজেব্রাও এ সময়ে ইওরোপে পৌঁছোয় ও ছড়িয়ে পরে (দেখুন , এটা আমার মতোন অংকে কাঁচাদের পক্ষে একটা বিশ্রী খবোর। কিন্তু আপনে তো প্রগ্রেসই ভাববেন, নাকি?)
    >>
    নিশ্চয়-মুরদের মাধ্যমে ছড়িয়ে পরে। সেটাই তঁ রেনেসাস ঘটালো। এটাত অন্ধকার পরবর্তী যুগের কথা।

    Lex Mercatoria মানে নতুন আইনের ফাউন্ডেশন ও এই সময়ে।
    >>
    এটা কি ঠিক। ইউরোপিয়ান আইনের ভিত্তি গ্রীক এবং রোমাণ ক্লাসিক্যাল এজ।

    এবং সবসে বড়োকথা সমগ্রে ইওরোপে এই সময়েই খাদ্য সংকট ছিলো না, কৃষি ওয়াস গুড।
    >>
    বিতর্কিত-আংশিক সত্য। ফ্রান্সে জনবসতি খুব বাড়ে। যে রেটে লোক বাড়ছিল, সেই রেটে খাদ্য বাড়ছিল না । ক্রুসেডের একটা বড় কারন ছিল ইউরোপের খাদ্য সমস্যা। ফলে চার্চ মধ্যপ্রাচ্যের সম্পদের লোভ দেখিয়ে যুদ্ধ শুরু করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন