এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদির উত্থান- অশনি সংকেত

    বিপ
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৩ | ১১৮৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | 149.194.243.144 | ২৫ মে ২০১৪ ০৮:৫৯617601
  • SJ_GW, আপনার পোস্ট খুবই কুরুচিকর। আপনি শাসকদলের সমর্থক হতে পারেন, কিন্তু গণতন্ত্রে বিরোধীদের তাদের প্রাপ্য জায়গা দিয়েই হবে।
  • SJ_GW | 205.228.45.176 | ২৫ মে ২০১৪ ১০:০৭617602
  • Are ami core group er member, amar post kuruchikor hobe ki kore?? Jhiki je keno ei samanyo byapargulo bojhe na!!!

    Jaakge, Eisob bostapocha propaganda choriye kichu laabh hobe? BTW, oi Bidyasagar er saamne na pechone kota lok hobe taar chobi jeno ekhane postano hoy.

    BJP'r jodi 31% vote pewata majority'r acceptance na pawa ke indicate kore, ei sobhay jota lok hobe ta diyeo onek kichur indication pawa jaabe.
  • a x | 86.31.217.192 | ২৫ মে ২০১৪ ১০:৪৯617603
  • তাইলে এত চিন্তাই বা কিসের, ৩১% ভোট যখন হয়েই গেছে। কে কোথায় মিটিং করলে তাতে এত উত্তেজিত হলে চলবে? আর ঐ কে দেয় মানেটা কী? who gives what?
  • SJ_GW | 119.201.138.211 | ২৫ মে ২০১৪ ১১:০১617604
  • Robbar sokale haate cha er cup niye uttejito hote jaabo keno? Sei ek i fata knasi bajacche dekhe bollam er ki, taar upore guccho bhulbhal funda
  • a x | 86.31.217.192 | ২৫ মে ২০১৪ ১১:০৯617605
  • উত্তেজনাও নেই, শুধু ভুলভাল ফান্ডা কাউন্টার করতে গিয়েই তুই তোকারি হয়ে যাচ্ছে?
  • SJ_GW | 99.207.132.76 | ২৫ মে ২০১৪ ১১:১৩617606
  • Are Okkho, ota ektu adda style er language, cha er cup haate thakay mood ese gechilo. Mind koro na bawa
  • pi | 127.194.10.112 | ২৫ মে ২০১৪ ১১:২৭617611
  • তো, এই বিচারব্যবস্থার দোহাই দিয়ে মোদীকে নির্দোষ প্রমাণ করতে উঠেপড়ে লাগাটাও একটু ভুলভাল হয়ে যাচ্ছে না ভাই ?
  • SJ_GW | 47.130.227.133 | ২৫ মে ২০১৪ ১১:৪৬617612
  • Modi ki doshi proman hoye geche? Naki ekhono adalat e case cholche? If so, well and good,so be it. Innocent until proven guilty . Ki, thik ache?
  • pi | 127.194.10.112 | ২৫ মে ২০১৪ ১১:৪৭617613
  • On May 16, the day Prime Minister designate Narendra Modi won his historic mandate, the Supreme Court set Saleem and five others free, pulling up the Gujarat Police for framing innocent people, and blaming the then home minister — Modi — for “non-application of mind”. Four of the six men had already spent over 10 years in jail.
    “I had been working in Saudi Arabia for 13 years, when they picked me up alleging there was a problem with my passport. They beat me brutally — I still have scars on my back, and I suffered a fracture in my foot. They asked me which case I wanted to be charged under — Akshardham, Haren Pandya or Godhra. I did not know what to say,” Saleem told a press conference addressed by five of the six men in Delhi.

    এটা নিয়ে কী বক্তব্য জানতে চেয়েছিলাম।
  • SJ_GW | 188.79.161.152 | ২৫ মে ২০১৪ ১১:৫৯617614
  • Bollum to , ain kanoon er poblem ache, bina dosh e lok e jail khate abar adalat jodi bole keu nirdosh , setao lok e mante chaay na.

    Otohpor raasta ja khola thake seta holo gono-adalat, seta khub simpul byapar, jongol er modhye gacher chayay bose bichar.Er se bichar e kono bhul-chuk howar jo neiko. Kintu Modi er sekhane jacchen koi
  • pi | 127.194.10.112 | ২৫ মে ২০১৪ ১২:১৩617615
  • পুরো একটা ঘাঁটা উত্তর দিলেন। একদিকে বিচারব্যবস্থার ত্রুটি আছে, তাকে কাউণ্টার করে কোন বক্তব্য দিতে পারছেন না, সেই বিচারব্যবস্থার ভিত্তিতেই মোদীকে কেন নির্দোষ বলা হবে তারও উত্তর দিতে পারছেন না, না পেরে টন্ট করে চলে যাচ্ছেন ঃ)
  • SJ_GW | 47.130.227.133 | ২৫ মে ২০১৪ ১২:২২617616
  • ami ekhono porjonto Modi doshi na nirdosh se byapare kothay comment korechi? Odbhut tow.
  • pi | 127.194.10.112 | ২৫ মে ২০১৪ ১২:২৬617617
  • যাক, তাহলে আপনি মনে করেন না যে, মোদীকে গণহত্যার ব্যাপারে নির্দোষ বলা যায়। তারপরেও সেই লোকটির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে প্রতিবাদ সভা হলে আপনার মনে হয় বস্তাপচা ভুলভাল প্রোপাগাণ্ডা হচ্ছে। তা বেশ ঃ)
  • SJ_GW | 119.201.138.210 | ২৫ মে ২০১৪ ১২:৩৩617618
  • Kothay Bhulbhal kotha bola hocche quote kore mention kore dewa ache to, Pre-Modi BJP sorkar somoykar bhul tothyo er Modi in future ki korbe tai niye prochur jyotishchorcha'r chorachori o dekchi.
  • SJ_GW | 119.201.138.210 | ২৫ মে ২০১৪ ১২:৩৭617619
  • Ta kotojon lok holo seta'r chobi pawa gele bhalo hoy, ashay thaklam je chobi dekhte pabo.

    800 mm telephoto niye geleo dekha jaabe sob lok ek frame dhore geche, hnu hnu bawa, er naam potibad sobha
  • pi | 127.194.10.112 | ২৫ মে ২০১৪ ১২:৪০617620
  • আপনি মনে করেন না যে, মোদীকে গণহত্যার ব্যাপারে নির্দোষ বলা যায়। তারপরেও সেই লোকটির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে প্রতিবাদ সভা হলে আপনি যাবেন না, এবং যাঁরা যাবেন, তাঁদেরকে নিয়ে ব্যঙ্গ করবেন। এর নাম লজিক। হুঁ হুঁ বাওয়া।
  • SJ_GW | 74.113.32.29 | ২৫ মে ২০১৪ ১৩:০১617622
  • আপনি মনে করেন না যে, মোদীকে গণহত্যার ব্যাপারে নির্দোষ বলা যায়।
    Jehetu ekhono bichar cholche tai doshi/nirdosh kichui bolchi na
  • jhiki | 149.194.243.192 | ২৫ মে ২০১৪ ১৪:১৫617623
  • 'দেওয়া' কথাটা যারা বিরোধীতা দেখে গালিগালাজ করছেন তাদের উদ্দেশ্যে এ বলা। এ পাতায় অবশ্য অনেকেই বিরোধীদের স্পেস দেওয়া ব্যক্তিগত ভাবে অপছন্দই করেন, প্রকাশটা আলাদা, এই যা ঃ))
  • jhiki | 149.194.243.192 | ২৫ মে ২০১৪ ১৪:২৬617624
  • পাই, কয়েকদিন আগে কলকাতায় একজন মহিলাও (মুনমুন সামথিং?)বোধহয় স্বামীকে খুনের অভিযোগ থেকে বেকসুর ছাড়া পেলেন। এ সবই দুর্ভাগ্যজনক ঘটনা।
    এরকম ঘটনা আমার বা আমার আপনজনের সাথেও ঘটতে পারে। আমার হয়ত ক্ষতিপূরনের মামলা করার সামর্থ্য আছে, তথাকথিত NGOরা এই মুনমুন বা অক্ষরধামে অভিযুক্ত ব্যক্তির জন্য ক্ষতিপূরনের মামলা লড়তেই পারেন।

    আর অক্ষরধামে অভিযুক্তদের জন্য হয়ত মামলা লড়াও হবে, মুনমুন দের হয়ে লড়ার জন্য কেউ এগিয়ে আসবে না এই যা!
  • pi | 127.194.10.112 | ২৫ মে ২০১৪ ১৬:৫০617625
  • '...The AAP has also decided to challenge the erroneous order of the learned Metropolitan Magistrate, who sent Kejriwal to judicial custody in the Tihar Jail despite the fact that he was ready to give an undertaking to ensure his presence on all dates of hearing in the case of criminal defamation filed by the former BJP President Mr Nitin Gadkari against him.

    It is shocking that Mr Gadkari, who had to resign from the post of BJP President after his corrupt deals surfaced in 2012, is now likely to become a minister at the centre and Kejriwal, who exposed corruption, has been sent to jail.Kejriwal’s fight is not merely confined to a legal question of whether an individual summoned in a case of criminal defamation should be subjected to furnishing a bail bond, but it is for the rights of thousands of poor and helpless people languishing in jails due to their inability to furnish such bonds.The issue raised by Kejriwal poses a serious questionmark on the country’s legal system that whether people who cannot furnish surety bonds will be allowed to suffer in jails merely on technical grounds, even if they have committed no crime...

    এই শেষের ক'টা লাইন খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে অন্ততঃ। বিচার ব্যবস্থার এই রিফর্মটা খুবই দরকারি মনে করি। যাঁরা বলছেন, এই বেইল টা কোন ইশ্যুই হওয়া উচিত নয়, তাঁদের এই নিয়ে, মানে শেষ কয়েক লাইন নিয়ে মতামত কী, জানতে আগ্রহী।
  • pi | 127.194.10.112 | ২৫ মে ২০১৪ ১৭:৫৬617626
  • সরি, ভুল টই।
  • সিকি | ২৫ মে ২০১৪ ২০:২৩617627
  • SJ_GW,

    বাংলায় লেখা কি খুব অসুবিধেজনক লাগছে? একটু চেষ্টা করে দেখবেন?
  • SJ_GW | 92.94.251.227 | ২৫ মে ২০১৪ ২১:২৬617628
  • Siki,
    Bahut banam bhul hoy, er onek khatni, cost-benefit e portay poshay na, ogotya...
  • সিকি | ২৫ মে ২০১৪ ২৩:১৭617629
  • বানান ভুলটা আমরা ম্যানেজ করে নেব, কিন্তু আপনার বাংলায় লিখতে যত খাটনি, তার থেকে অনেক বেশি খাটনি হচ্ছে আমাদের বাংরেজি পড়তে।

    প্লিজ একটু বাংলায় লেখার চেষ্টা করুন। তিন রকমের অপশন দেওয়া আছে। কোনও না কোনওটা সহজ লাগবেই আপনার।
  • - | 109.133.152.163 | ২৬ মে ২০১৪ ০৫:২৩617630
  • ঝিকির Date:25 May 2014 -- 08:59 AM-এর সঙ্গে অনেকটা একমত। অনেকটা বললাম, কারণ, এই SJ_GW-এর বলার ধরনটা ঠিক "কুরুচিকর" না। হয়ত বা "সমাচরেৎ" টাইপ। যেটা আপনি না ঃ-) এইখানে মনে হয় আপনার অসুবিধা হয়েছে।
    ঠিকই, বিরোধীতার জায়গা না থাকলে মজা নষ্ট হয়। জটিলে-কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না। বিরোধীতা থাক; বিরোধীরা লড়তে আসুক দশ-মুন্ড নিয়ে, মেঘের আড়াল থেকে ছোঁড়া নাগপাশ নিয়ে, তারপর... তারপর... ? দেখা যাবে ঃ-))
  • jhiki | 190.214.232.88 | ২৬ মে ২০১৪ ০৭:২০617631
  • যতই মতানৈক্য থাকুক, পাবলিক ফোরামে অপরিচিত মানুষদের তুই-তোকারি করা যথেষ্ট কুরুচিকর।
  • - | 109.133.152.163 | ২৬ মে ২০১৪ ০৭:৪৩617634
  • বুঝলাম ঝিকি, আপনি তুই-তোকারি মীন করেছিলেন। যুক্তিযুক্ত। আমি ভেবেছিলুম বিদ্যাসাগরের মুন্ডু ইত্যাদি নিয়ে কেমন করে একটা বলেছেন বলে। মমতাও তো কদিন আগে মোদীকে অমন করেই বল্লেন। কে জানে, হয়ত রাজনৈতিক কথাবার্তায় এইটিই ইন থিং! যাগ্গে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন