এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদির উত্থান- অশনি সংকেত

    বিপ
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৩ | ১১৯২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 11.39.61.188 | ১৩ ডিসেম্বর ২০১৪ ২০:১৪617734
  • এহে ডেবোনেয়ারের এতো লিমিটেড মার্কেট নাকি? আচ্ছা তাহলে এটাও ক্যান্সেল।
  • sm | 233.223.157.84 | ১৩ ডিসেম্বর ২০১৪ ২২:৫৪617735
  • রঞ্জন বাবু বুঝতে অসুবিধ হচ্ছে । এত পড়া করতে দিলে খেলব না।আপনি কি করে ভুলে গেলেন শ্রী কৃষ্ণ যুদ্ধ বন্ধ করার প্রস্তাব নিয়ে ধৃত রাষ্ট্রর কাছে গিয়েছিলেন ।যুধিস্তিরের পাঁচ টি গ্রাম চাওয়ার প্রেক্ষিতে দুর্যোধনের বিখ্যাত উক্তি,সুচাগ্র মেদিনী দেব না। বারো বছর বন বাস, নিজ স্ত্রীর অপমানের পর যুদ্ধ ছাড়া আর কি অপশন খোলা ছিল?
    সে যুগে যুদ্ধ করা টা বড় কথা ছিল না। গীতায় যুদ্ধের ভয়াবহ পরিনাম টা দেখানো হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে।
    যদি মহাভারতের কাহিনী কে সত্য ধরি, তাহলে কৃষ্ণ নিজের এক অক্ষয়্হিনী সৈন্য দুর্যোধন কে দিয়েছিলেন; কেন?
    নিজে, তার এক অক্ষৌহিনী সৈন্য নিয়ে পান্ডব দের পক্ষে যুদ্ধ করলেই পারতেন। যুদ্ধ শেষে নিজের রাজত্বে ফিরে গিয়েছিলেন ও রাজত্ব করেছিলেন কিনা সেটাও পরিষ্কার নয়। সুতরাং চরিত্র তে টুইস্ট হ্যাজ ।
    যুদ্ধে যখন নামা টা স্থির হয়ে গেছে, তখন অর্জুনের প্যানিক এটাক কে সামাল দেবার জন্য ভোকাল টনিক তো দিতেই হত।

    আর ফল ছাড়া কর্ম বলতে কি বলছেন? এখানে নিজের আখেরের কথা বলছেন না ,ওই পার্টিকুলার কর্মের জন্য নির্দিষ্ট গোল বা রেসাল্টের কথা বলছেন ।যদি প্রথম টির কথা বলে থাকেন তো, বহু ব্যক্তি ই নির্স্বার্থ ভাবে পরের উপকার করেন। আর রেসাল্টের কথা না ভেবে কাজের কথা বলেন, তাহলে সেই ব্যক্তি হয় মুর্খ বা দেবত্বে উপনীত হয়েছেন।
  • ranjan roy | 131.245.64.209 | ১৩ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৫617736
  • পঞ্জিকার বিজ্ঞাপন গুলো?
    'সচিত্র প্রেমপত্র" দাম ২/।
    তার সঙ্গে প্রোমোঃ
    "তরুণী হৃদয় কাঁদে ফুকারিয়া নীরব প্রেমের ক্রন্দনে,
    কতদিনে ধরা দিবে হে নিঠুর আমার এ বাহুর বন্ধনে।
    শূন্য এ হৃদয় আর সহে না কো এই বিরহ,
    এস চুপিসাড়ে মরমের দ্বারে নিঝুম রাতেব্র প্রিয়।"
    ক্লাস ফোরে ভেবে কুল পেতাম না-- কেন কেউ তরুণীকে কাঁদায়, নিঠুর হয়, আর নিঝুম রাতের প্রিয় কেন? দিনের বেলায় কি অন্য প্রিয়?
    এই সব ভেবে ভেবে আমার আর প্রেম করা হল নাঃ(((
  • ranjan roy | 131.245.64.209 | ১৪ ডিসেম্বর ২০১৪ ০০:০৪617737
  • sm
    নারায়ণী সেনা? খ্যাল করুন। এখানেও ভগবান শঠতা করলেন। দুর্যোধন আদৌ ওই সব ভাড়াটে মার্সেনারি চান নি। গিয়েছিলেন কৃষ্ণকেই চাইতে। অর্জুনও তাই। দুর্যোধন আগে পৌঁছলেন। সেই দেখে কৃষ্ণ "কপট নিদ্রা" গেলেন( এই কপট নিদ্রা ফ্রেজটি আমার নয়, মহাভারতকারের)।
    দুর্যোধন মাথার কাছে বসলেন। অর্জুন পরে এসে পায়ের কাছে। কৃষ্ণ অমনি জেগে উঠে বললেন-- আমি ভাই চোখ খুলে অর্জুনকে আগে দেখেছি, তাই ফার্স্ট চান্স ওর। ব্যস, অর্জুন কাকে চাইলেন বুঝে নিন। দুর্যোধন পেলেন কনসোলেশন প্রাইজ।
    ২)
    আর আপনি বলছেন-"সে যুগে যুদ্ধ করা টা বড় কথা ছিল না। গীতায় যুদ্ধের ভয়াবহ পরিনাম টা দেখানো হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে।"
    একেবারেই সত্যি নয়। গীতা থেকে একটা শ্লোক দেখান যে কৃষ্ণ যুদ্ধের ভয়বহ পরিণামের কথা প্রীচ করছেন।
    বরং অর্জুন যুদ্ধের ভয়াবহ পরিণাম দেখিয়ে যুদ্ধ এড়াতে চাইছিলেন--- " হে কৃষ্ণ, যুদ্ধের পরিণামে স্ত্রীগণ কুলধর্ম ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়, ফলে বর্ণসংকর জন্ম নেয়"।
    ৩)
    "ওই পার্টিকুলার কর্মের জন্য নির্দিষ্ট গোল বা রেসাল্টের কথা বলছেন ।আর রেসাল্টের কথা না ভেবে কাজের কথা বলেন, তাহলে সেই ব্যক্তি হয় মুর্খ বা দেবত্বে উপনীত হয়েছেন।"
    --এবার দেখুন আপনি কী বলছেন।
    নি;স্বার্থভাবে পরোপকারকে নিঃস্বার্থ কাজই বলাহয়। ফলের চিন্তা না করে কর্ম করা বলা হয় না।
    তাহলে আপনার শেষ লাইনটা অনুযায়ী বাস্তব জীবনে কেউ যদি নির্দিষ্ট গোল বা রেজাল্টের কথা না ভেবে কাজের কথা বলেন তিনি হয় নিজে মূর্খ বা শ্রোতাদের মূর্খ বানাচ্ছেন।
  • sm | 53.251.91.105 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১১:১২617738
  • রঞ্জনবাবু, নিরপেক্ষ দৃষ্টি তে কৃষ্ণ চরিত্র টি বিচার করুন। শ্রী কৃষ্ণ এলেবেলে লোক নন। যদুকুলপতি ও শক্তিশালী রাজা। তদুপরি অর্জুন তার ভগ্নীপতি। ঠিক যেমন জয়দ্রথ দুর্যোধনের ভগ্নীপতি। তাহলে শ্রীকৃষ্ণের উচিত ছিল সৈন্য সামন্ত নিয়ে অর্জুনের পক্ষে যুদ্ধ করা। চক্র ফক্র দিয়ে শত্রু পক্ষ কে ছিন্ন ভিন্ন করা। তাহলে খামকা নিজে যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ না করে, খালি অর্জুনের সারথী হলেন কেন?
    যুদ্ধে ভয় পাওয়ার লোক তো শ্রী কৃষ্ণ নন। আর যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করলেও কোনো যুক্তির অভাব হত না কারণ জয়দ্রথ ও দুর্যোধনের পক্ষেই যুদ্ধ করেছিলেন।
    আবার অর্জুন ও সেনার বদলে সানন্দে শ্রী কৃষ্ণের নিজ পক্ষে যোগদান কেই শ্রেয় ভেবেছেন।অর্থাত চরিত্র টি কিঞ্চিত অতিমানবিক।
    কৃষ্ণ শান্তি দূত হয়ে হস্তিনাপুর গেছিলেন, সেটিও মিথ্যা নয়। দুর্যোধন শান্তি প্রস্তাব মানবে না সেটাও অস্বাভাবিক নয়।
    অর্থাত যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল। যুদ্ধ যে একটা বাঁধবে সেটা তিনি অনেক বার ই বলেছেন আর যুদ্ধ হলে তার পরিনাম ভয়ংকর হবে সেটাও অনেক বারই ইঙ্গিত দিয়েছেন বা বলেছেন।এটা সারা মহারত জুড়েই আছে।
    যুদ্ধে নেমে অর্জুন কাদুনী গাইলে, তার আর কি করার ছিল?

    আর ফলের আসা ছেড়ে কর্ম করার ব্যাপারে আপনার লাস্ট লাইন টি ঠিক বুঝলাম না।একটু বিশদে বলুন।
  • cm | 127.247.114.194 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১২:৩২617739
  • আপনারা মন কি বাত শুনছেন? আজ এবিপি আনন্দে লাইভ দেখিয়েছে।
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৪:২১617741
  • এহেন অতিমানবিক চরিত্র কে জরাসন্ধ বধ করতে এত জালিগিরি করতে হল? তাও নিজের খ্যামতায় কুলোল না, পাণ্ডবদের, বিশেষ করে ভীম কে ডেকে নিয়ে যেতে হল... মিথিকাল ওভারলে টা বাদ দিয়ে টেক্সট টা পড়ুন, কি আসলে ঘটছে তার ক্লু তো মহাভারতকারই বহু রেখে গেছেন...
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৪:২১617740
  • এহেন অতিমানবিক চরিত্র কে জরাসন্ধ বধ করতে এত জালিগিরি করতে হল? তাও নিজের খ্যামতায় কুলোল না, পাণ্ডবদের, বিশেষ করে ভীম কে ডেকে নিয়ে যেতে হল... মিথিকাল ওভারলে টা বাদ দিয়ে টেক্সট টা পড়ুন, কি আসলে ঘটছে তার ক্লু তো মহাভারতকারই বহু রেখে গেছেন...
  • PM | 122.198.77.28 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৪:৪১617742
  • একটা থিওরি আছে ( যেটা নৃসিংহপ্রসাদও সমর্থন করেছেন) মহাভারত আসলে উঃ ভারত আর পুর্ব ভারতের আর্য্য দের মধ্যেকার ক্ষমতার লড়াই-এর বিবরনী ।

    জরাসন্ধ ছিলেন মগধের রাজা। প্রাক কুরুক্ষেত্র যুগের ক্ষমতার কেন্দ্র যেটা নাকি পূর্ব ভারতে অবস্থিত। কৃষ্ণ জরাসন্ধ্কে পরাজিত করে ক্ষমতার কেন্দ্রকে উত্তর ভারতে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ নেন। কুরোক্ষেত্র যুদ্ধেও দেখবেন পূর্ব ভারতের ঘোড়া ছিলো দুর্যোধন। বেশীর্ভাগ পূর্ব ভারতীয় রাজারা ছিলেন কৌরব বাহিনীতে। জয় হয় উত্তর ভরতীয়দের , তারাই পরে তাদের মত করে ইতিহাস লেখে।

    তাই কৃষ্ণ উত্তর ভারতের হিরো হতে পারেন , পুর্ব ভারতের নয়।

    মৌর্য্য যুগে ক্ষমতার কেন্দ্র আবার পূর্ব ভারতে আসে পরে স্রে যায় আবার।। মাঝে পাল যুগে আবার তা ফিরে আসে। হর্ষবর্ধন বনাম শশাঙ্ক শেষ যুদ্ধ উঃ বনাম পুঃ এর। সেই ভাবে দেখলে ভারতের ইতিহাস আসলে উঃ বনাম পুঃ এর ক্ষমতার দখলের সংগ্রামের খেলা। যে খেলায় পুঃ ভারত শেষ সেম সাইড গোল দুটো করে ১৯১১ আর ১৯৪৭ সালে, তারপরে আর খেলায় ফিরতে পরে নি। অদুর ভদিষ্যতে পারবে বলেও মনে হয় না।
  • sm | 53.251.91.206 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৪:৫১617745
  • কৃষ্ণ জালিগিরি করে নি কে বলেছে? সেতো রামায়নে রাম চন্দ্র কেও বালি বধ করতে জালিগিরি করতে হয়েছিল।গীতা তে তো শ্রী কৃষ্ণ বলেই দিয়েছেন আমি আগে থাকতেই সব করে রেখেছি। অর্জুন যুদ্ধ করবে নিমিত্ত হিসেবে। যাতে ভবিষ্যতের লোকে জানে কুরু ও পান্ডবের মধ্যে যুদ্ধ হয়েছিল। জরাসন্ধ বধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভীম কেই এই কাজ করতে হত; তাই ভীমের প্রয়োজন পরেছে।
    আর আপনি কেন ধরে নিচ্ছেন ভগবান কোনো জালি কাজ করতে পারে না?
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৪617746
  • শ্রী কৃষ্ণ এলেবেলে লোক নন এটা গোটা মহাভারত জুড়েই আছে, তাই অস্বীকার করার কিছু নেই, কিন্তু শক্তিশালী রাজা? গোটা মহাভারতের মূল প্লট কিন্তু এই শক্তিশালী রাজা হয়ে ওঠার গল্পটাই...... কৃষ্ণ শক্তিশালী রাজা ছিলেন না... হয়ে উঠলেন... একের পর এক পলিটিকাল শত্রুদের নানাভাবে পথ থেকে সরিয়ে... কৃষ্ণ সর্বজনগ্রাহ্য শক্তিশালী রাজা হলে রাজসূয় যজ্ঞে তাকে অর্ঘ্য দেওয়া নিয়ে বাকি অতজন রাজা আপত্তি করতেন কেন? ( একা শিশুপাল আপত্তি করেন নি ).... আর এত শক্তিশালী রাজা যে যাদবদের তৎকালীন বাসভূমি যমুনাতীর ছেড়ে দ্বারকায় গিয়ে রাজধানী করতে হল? কংস, শিশুপাল, জরাসন্ধ... অর্থাৎ যমুনাতীরের আশেপাশের রাজাদের পথ থেকে সরাচ্ছেন... পাণ্ডবদের হস্তিনাপুরে বসাচ্ছেন যাতে দ্বারকায় নতুন রাজধানী নিরাপদ হয়... গুজরাট এ রাজত্ব করতে গেলে দিল্লীতে পাপেট সরকার বসানো দরকার বলে... যাদবরা কৃষ্ণের জন্মের আগে পলিটিকালি বিরাট ফ্যাক্টর ছিল এ তথ্য কোথায় আছে মহাভারতে? বরং কৃষ্ণ তাদেরকে একজোট করে ফোর্স বানালেন... যাদব ন্যাশনালিজম এর উত্থান ... আর এস এস একটু চাপ নিয়ে মোদী কে কৃষ্ণের অবতার বললে সেটা গণেশের মাথায় হাতির মুণ্ডু প্লাস্টিক সার্জারির থেকে কম হাস্যকর প্রপোজিশন হত। :)
  • sm | 53.251.91.206 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৫617747
  • পি এম,আপনি এত পূর্ব ভারত আর উত্তর ভারত নিয়ে শঙ্কিত কেন?
    দক্ষিণ ভারত তো গোল করে বেরিয়ে যাচ্ছে। আর্য- অনার্যের দ্বন্দ তে তো ইতিহাস পাল্টাতে চলেছে।
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৮617748
  • ওই থিওরি নিয়ে আমার কোন আপত্তি নেই তো... বরং এতে থিওরির কি সেটাই অবাক লাগে... টেক্সট এই তো এই প্যাটার্ন জ্বলজ্বল করছে ...
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:০১617749
  • "আর্য- অনার্যের দ্বন্দ" !!!!!!!!!!
    সত্যিই এইজন্যেই এই দেশে আর এস এস করে খায়...
    sm কারা ঠিক আর্য একটু বলবেন?
  • sm | 53.251.91.206 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:০২617750
  • স্বর্নেন্দু আপনার কথা সঠিক। কৃষ্ণ ও যাদব কুল প্রথমে অত শক্তিশালী ছিল না। তাই কৃষ্ণ কে রাজধানী দ্বারকায় নিয়ে যেতে হয়। কিন্তু কংস কে বধ করার পর, তিনি শক্তিশালী হলেন ,একথা তো বলা যায়।
    প্রশ্ন দুটি, কৃষ্ণ কেন অর্জুনের পক্ষে সক্রিয় যুদ্ধে সেনা সমেত অংশ গ্রহণ করে নি?
    আর কুরুক্ষেত্র যুদ্ধের পরে কেন সুখে নিরাপদে নিজ রাজত্ব ভোগ করতে যায় নি?
  • sm | 53.251.91.206 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:০৭617751
  • আর্য হলো যারা বহিরাগত। মিডিল ইস্ট বা ইউরাল অঞ্চল থেকে ভারতে এসেছিলেন। এরা মূলত উত্তর ভারতে বসবাস স্থাপন করেন
    অনার্য হলো যারা ভারতের অরিজিনাল অধিবাসী। মূলত দক্ষিণ ভারতে বসবাস করতেন।
    পূর্ব ভারতে মূলত আর্য, অনার্য(আদিবাসী ও উপজাতিদের ধরে);সন্মশ্রিত জাতিগোষ্ঠী।
  • PM | 122.198.77.28 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:০৮617752
  • আমি সবেতেই আমার শন্কা, আমার চুল ছেড়া নিয়ে দেখতে পাচ্ছেন কেনো বলুন তো? ঃ)
    আমি ভারতের ইতিহাস সম্পর্কে একটা থিওরি বল্লুম মাত্র। ্‌(থিওরিটা মোটেই আমার নয়)। সাথে আমি একটা ফুট নোট দিলাম যে অখন্ড পূঃ ভারতের যা রোল ছিলো ভারত ইতিহাসে ,খন্ডিত পূঃ ভারতের সেই রোল নেওয়া সম্ভব নয়। পাওয়ার সেন্টার চিরকালের মতো পূঃ ভারত থেকে শিফ্ট হয়ে গেছে।

    ওপোরের থিওরিতে আপনার অপত্তি থাকলে, আপনি এর বিরুদ্ধে যুক্তি সাজান। আমি নিমিত্ত মাত্র। ব্যক্তি আমি আপনার কাছ থেকে এতো গুরুত্ব পাবার যোগ্য নয়।
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:১৭617753
  • কৃষ্ণ কেন অর্জুনের পক্ষে সক্রিয় যুদ্ধে সেনা সমেত অংশ গ্রহণ করে নি?

    এটার উত্তর যেহেতু স্পষ্টভাবে মহাভারতকার দিয়ে জাননি, তাই আমি তো রেফেরেন্স দিয়ে বলতে পারব না... অন্য ক্লু থেকে প্রপোজাল দিতে পারি, দেখুন পছন্দ হয় কিনা...

    পলিটিকাল নিউট্রালিটির প্রিটেন্স টা রাখতে... এইটুকু মহাভারতকার ও প্রায় এক্সপ্লিসিটলি ই বলেছেন । প্রশ্ন হল কিন্তু কেন?
    মুলত দেবব্রত... খেয়াল করে দেখুন মহাভারতে এত বীর, তাদের এত বীরত্ব ... কিন্তু একমাত্র আনডিস্পুটেব্ল বীর গঙ্গাপুত্র। ভীষ্ম কৃষ্ণ কে বিশাল কিছুই ভাবতেন, ভাই এ দের মধ্যে যুদ্ধে একপক্ষে যোগ দিলে এই লোকটার ভক্তি চোট খেত আর সেটা কৃষ্ণ, পাণ্ডবরা সবাই বুঝেছিলেন... পাণ্ডবদের প্রতি কুরুবীরদের সহানুভূতিটা ছাড়া ১০ টা কৃষ্ণ পাণ্ডবদের যুদ্ধ জেতাতে পারতেন না তাই নিয়ে মহাভারতকার কোন সন্দেহও রেখেছেন কি?
  • sm | 53.251.91.206 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:১৯617754
  • আরে না না, আপনি যে ভাবে রামায়ন মহাভারত থেকে, আর্য-অনার্য,হয়ে হর্ষ- শশাঙ্ক কে ছুয়ে, ১৯১১, ৪৭ কে ডান দিকে ডজ করে পূর্ব ভারতের ভবিষ্যত নিয়ে হারা ম্যাচের বিবরণ দিলেন তাতে একটু শংকা হচ্ছিল বৈকি ।এখন বুইতে পারছি আপনি মেসি; আর আমি তো পাড়ার ফুট বলার।
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:২০617756
  • "আর্য হলো যারা বহিরাগত। মিডিল ইস্ট বা ইউরাল অঞ্চল থেকে ভারতে এসেছিলেন।"-- এইটা বর্তমানে ভারত ইতিহাসের সবচেয়ে বিতর্কিত তথ্যগুলোর একটা...
  • PM | 122.198.77.28 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:২১617757
  • ঃ)
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:২৫617758
  • মহাভারতের যুগের " পূর্ব ভারত" আর পরের যে " পূর্ব ভারত" আপনি মেলালেন সে দুটো খানিক আলাদা বোধহয় ... সে যুগে যমুনাতীর ও ( উত্তরপ্রদেশ ) ও " পূর্ব ভারত" ।
  • PM | 122.198.77.28 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:৩৪617759
  • কেনো বলছেন একথা? হস্তিনাপুর কি অর্থে পুর্বভারত?
  • রোবু | 233.223.131.253 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৬:২৯617760
  • তক্ষশীলা যে অর্থে উত্তর ভারত। ষোড়শ মহাজনপদের ম্যাপ কেউ দিতে পারেন? হস্তিনাপুর পূর্ব হয়ত হবে না, তবে উত্তরও হবে না।
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৬:৪৫617761
  • হস্তিনাপুর পূর্ব ভারত বলিনি তো, কিন্তু এই যে রোবু লিখলেন তক্ষশীলা তো আজকের অর্থে উত্তর ভারত, কিন্তু মহাভারতের যুগের হিসেবে পূর্ব ভারত... বিহার-উত্তরপ্রদেশ-উত্তরাখন্ড এসবই সেই সময়ের হিসেবে পূর্ব ভারত... হস্তিনাপুর তো আজকের রাজস্থান বা হরিয়ানায়, সেটা কেন পূর্ব ভারত হবে?
  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৬:৫০617762
  • গঙ্গার উচ্চ অববাহিকা ও সে সময় পূর্ব ভারত, আর ৪৭এর পূর্ব ভারত বলতে আপনি যা বললেন সেটা গঙ্গার বদ্বীপ, সেযুগের হিসেবে হিসেবের বাইরে, যেমন সেযুগের " উত্তর ভারত" বা আর্যাবত্যকে আজকে আপনি-আমি স্বচ্ছন্দে পশ্চিম ভারত বলব, আর গান্ধারীর বাপের বাড়ি গান্ধার আউট অফ দ্য পিকচার।
  • PM | 122.198.99.67 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৭:০৪617763
  • ঘেঁটে গেলাম। তাহলে তো পুরো ভারত-ই তো পুর্ব ভারত ছিলো--বাকি কি রইলো? তক্ষশিলা তো গান্ধার রাজ্যে বলেই জানতাম। অন্তত মেগস্থিস তো তাই বলেছিলেন বলে জানি
  • Arpan | 125.118.43.20 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৭:১৭617764
  • বর্তমান ভারতের সঙ্গে ঐ সময়ের ভারতকে ভৌগোলিক ভাবে মেলাতে গেলে তাই হবে।

    এইটা দেখুনঃ

  • sswarnendu | 198.154.74.31 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৭:২৫617765
  • @Arpan

    আমি এই ছবিটার সাথে ইনকনসিস্টেন্ট কি বললাম?
  • Arpan | 125.118.43.20 | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৭:২৮617767
  • যাস্লা। আপনাকে কোথায় বললাম! আমার পোস্ট তো পিএমের পোস্টের পরেই।

    (দাদা কি প্রতিক্রিয়াশীল?)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন