এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদির উত্থান- অশনি সংকেত

    বিপ
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৩ | ১১৯৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ৩০ অক্টোবর ২০১৫ ২১:১২617801
  • ৮৮ ফুটি নিয়ে তো পিটিই ব্যস্ত দেখলাম। আর কাউকে তেমন দেখিনি। ঃ-)
  • Arpan | 125.118.223.39 | ৩০ অক্টোবর ২০১৫ ২১:৩৩617802
  • বিষ কমল পুর নির্বাচনে ঝেঁটিয়ে বিদেয় হবার পরে পিটির চিন্তা কমেছে, ৮৮ ফুটি নিয়ে মনোযোগ দিতে পারছেন।

    ঃ)
  • PT | 213.110.243.22 | ০১ নভেম্বর ২০১৫ ০৬:৫৫617803
  • একটি বিশ্বখ্যাত ভারতীয় institute-এর এক সিনিয়র অধ্যাপক তাঁর সহকর্মীদের কাছে এই e.mail-টি পাঠিয়েছেন। শুধু নাম-ঠিকানা বাদ দেওয়া ছাড়া আমি আর কিছু এডিট করিনি। ক্যাপিটাল লেটারের ব্যবহারও তাঁরই।

    This is a deliberate attempt to vitiate the atmosphere in our country by creating a false fear of intolerance in the society. The so called writers and academics who are creating this fear psychosis should be ashamed of themselves. So much happened in Indi in past and no body ever bothered to return any award.

    SHAME ON YOU PASCHIMBANGA VIGYANMANCHA,
    SHAME ON THOSE SCIENTISTS WHO ARE HELPING THIS FALSE NOTION,
    YOU ARE A TRAITOR TO HUMANITY,
    BECAUSE YOU ARE DOING THIS JUST FOR POLICTICS AND WITHOUT ANY REAL INTENTION FOR SOCIAL HARMONY.
  • SC | 183.11.119.245 | ০১ নভেম্বর ২০১৫ ০৭:০৫617804
  • তা পি টি বাবু, বিহারে মোদিকে আটকাতে সিপিএম কি করছে?
    আপনি তো একদিন খুব হে হে করে হেসেছিলেন, অমিত শাহ এর নাম শুনে। জিগেশ করেছিলেন ইনি অরাবুলের চেয়ে বড় গুন্ডা কিনা।
    এখন আবার এসব চিঠি চাপাটি postachhen কেন? এখনো আপনার কি এই ব্যাপারগুলো কে খোরাক মনে হচ্ছে?
    আশা করি সেদিনের প্রশ্নের উত্তরটা এখন পেয়ে গিয়েছেন। :)
  • PT | 213.110.243.22 | ০১ নভেম্বর ২০১৫ ০৭:১৭617805
  • এরকমটাই হয়। আগে আরাবুলরা আসে। তাদের নেতারা বিজেপির মন্ত্রীসভায় মন্ত্রী-টন্ত্রীও হয়। তার পরে নেতারা মায়ের হাতের মালপোয়া খেতে আসে। রাস্তা তৈরি করবে। তার পরেই অমিত শাহর মত স্টার পারফরমার স্টেজে আসে। এসবই বুর্জোয়া গণতন্ত্রের খেলা।

    কিন্তু আপনি কিছু পোস্টিং আগে বুর্জোয়া গণতন্ত্র নিয়ে জ্ঞান দিয়েছিলেন না? এই নিন তার আরেক পিস নমুনাঃ
    'Hindus don't cut hair on Tuesday': Muslim barber told to shut shop, triggers riot in Mangalore village
    http://www.msn.com/en-in/news/national/hindus-dont-cut-hair-on-tuesday-muslim-barber-told-to-shut-shop-triggers-riot-in-mangalore-village/ar-BBmztzp
  • PT | 213.110.243.22 | ০১ নভেম্বর ২০১৫ ০৭:৩০617806
  • **রাস্তা তৈরি হয়।
  • SC | 117.206.251.114 | ০১ নভেম্বর ২০১৫ ১০:০৬617807
  • হ্যান, গণতন্ত্র তো পারফেক্ট নয়, কোনো utopian পৃথিবীর মিথ্যা স্বপ্ন নয়, কিন্তু সকলকে একটা স্পেস দেয়।
    মোদীর উত্থান হয়েছে, কিছু মানুষ চেয়েছে বলে হয়েছে। কিন্তু রুখে দাঁড়ানোর জায়গাও গণতন্ত্র দিয়েছে। সেটাই সবচেয়ে বড় ব্যাপার।
    তাই মোদীর রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে কেজ্রীয়য়াল, নীতিশ কুমার কেড়ে নিতে পারেন অমিত শাহ এর ঘুম।

    সিপিএম এর মত আব্বুলিশ পার্টির কথা বলছি না। ওসব ড্রয়িং রুমে সীমাবদ্ধ দলেরা মানুষের মাঝে জায়গা করতে পারেনি বলে এখন গণতন্ত্র কে গালি দিয়ে তত্ব নামাতে ব্যস্ত। আর ওরকম লিং আমিও অনেক দিতে পারি। চিনে যেখানে জনগণতান্ত্রিক বিপ্লব হয়ে গেছে, সেখানকার হিউমান রাইটস রেকর্ড নিয়ে কিছু লিং চাই? কিংবা আপনার সাধের স্তালিন এর?

    আর বাকি আপনি যা বললেন, তৃনমূল কংগ্রেস একসময়ে বিজেপির সফরসঙ্গী ছিল, জানি তো। আলাদা কি তথ্য।
    তবে এটাও বলুন, যে ২০১১ তে ভোট কেটে যদি জিতিয়ে দেয়, সেই আশায় বিজেপি নিয়ে নিশ্চুপ ছিলেন, তখন "অমিত শাহ, সে আবার কে" করে ঠাট্টা তামাশা করে বিজেপির থ্রেট তা কে লঘু করছিলেন। সেদিন যখন বলেছিলাম, যে ভোট কাটাকাটির অঙ্ক ভাবতে গিয়ে "then they came after me " কেস যেন না হয়ে যায়।
    এখন চিঠি লিখেছে করে কান্নাকাটি দেখে মনে হচ্ছে সেটাই সত্যি হচ্ছে। যাইহোক, এখন প্রার্থনা করুন, ভোট কাটতে গিয়ে খাল কেটে কুমির না এসে পড়ে। এখন তো দু চোখে শুধু আরাবুল দেখছেন, অমিত শাহ এলে বুঝতে পারবেন, আর এস এস এর মার কাকে বলে। তাই নিজেদের ভালোর জন্যই, খাল কেটে কুমির আনবেন না।
  • shree daam | 11.39.37.93 | ০১ নভেম্বর ২০১৫ ১০:২৩617808
  • আগেও লিখেছি আবার ও লিখি স্পষ্ট করেই তৃণমূলের চেয়ে বিজেপি এনি ডে বেটার। ধোঁয়ার সাথে যুদ্ধ করা যায় না। এতো আবার ছদ্মবামের মুখোশ পড়া ঐ যাকে কেউ কেউ নিওকম্যুনিস্ট অব্দি বলছে। জামাতকে এ রাজ্যে নিমন্ত্রণ কে দিয়েছে?
  • SC | 117.206.251.114 | ০১ নভেম্বর ২০১৫ ১৩:৫৪617809
  • তৃনমূল মোটামুটি অর্থে ধান্দাবাজ দের পার্টি। পেটি গুন্ডা, কিছু unsophisticated ধড়িবাজ, এদের দল। মুকুল একবার বলেছিল, যে কয়েক বছর আছি, এর মধ্যে যতখানি পারা যায় গুছিয়ে নিতে হবে। তিনমুলের এটাই সবচেয়ে ভালো characterization ।
    মোটামুটি অর্থে সিপিএম ও বিজেপি ছাড়া ভারতের অন্য সব রাজনৈতিক দলই তাই। বস, ক্ষমতায় এসেছি, তাড়াতাড়ি যা পারি গুছিয়ে নি।
    কোনদিন না সিবিআই এসে যায়। কংগ্রেস, গো বলয় ও দক্ষিনের রিজিওনাল দলগুলো।
    বিজেপি কিন্তু তা নয়.।বিজেপির একটা ideological ভিশন আছে, লং টার্মে সমাজটাকে একটা খুব মৌলিক ভাবে পাল্টাতে চায়। গুছিয়ে নেওয়ার থেকেও অনেক বেশি ইম্পর্টান্ট কিভাবে লং টার্ম চেঞ্জ করা যায়, কিভাবে ভারতকে একটা হিন্দুত্ভাবাদী দেশে পরিনত করা যায়।
    খুব ঘোষিতভাবেই, সিপিএমও structurally খুব সিমিলার একটা দল, যারা লং টার্ম এ বিপ্লবের কথা ভেবে একটা fundamental সোশ্যাল ট্রান্সফরমেশন চায়। চাওয়াটা ভুল কিছু না, ওটা দুই দলের বিশ্বাস।
    কিন্তু সেটা চায় বলে বিজেপি খুব বিপজ্জনক। এখনো (এখনো!) যারা বলছেন, বিজেপি এনি ডে বেটার, তারা কোন দেশের সংবাদপত্র পড়েন, জানি না! তবে, বেস্ট অফ লাক!
  • sm | 233.223.159.253 | ০১ নভেম্বর ২০১৫ ১৫:১২617811
  • আচ্ছা, পিটি এতো শিব সেনা , ম্যাঙ্গালোর,এই সব হাবি জাবি লিংক দিয়ে যাচ্ছে কেন? আমরা জানতে ইচ্ছুক এই শিব সেনা বা ওই রকম জনতার বিরুদ্ধে ওনার প্রিয় বাম দল গুলো কি করছে?
    যদি কিছু না করতে পারে, তাহলে অন্য লোকেদের সমালোচনা করছে কেন?
    চা বাগান গুলোরই বা এতদিন কোনো উন্নতি হয় নি কেন?
  • শ্রী দাম | 11.39.39.58 | ০১ নভেম্বর ২০১৫ ১৫:২৭617812
  • ধোঁয়ার সাথে যুদ্ধ করা যায়না ছিল পাঞ্চ লাইন । ধান্ধাবাজেদের শনাক্ত করেছেন দেখে ভাল লাগল ।
  • শ্রী দাম | 11.39.39.58 | ০১ নভেম্বর ২০১৫ ১৫:৪৫617813
  • আর যদি বিজেপির শক্তিবৃদ্ধি কেন বিপজ্জনক সত্যিই বোঝেন(SC র পোস্ট) সেক্ষেত্রে কি করণীয় তার ইঙ্গিত ও যেন দেখলাম মনে হল ।
  • Bratin | 11.39.36.36 | ০১ নভেম্বর ২০১৫ ১৭:১৩617814
  • "আপনি ( আপনারা) কী করেন?

    " দেখুন আমরা সবাই প্রচন্ড শিক্ষিত ।বেসিক্যালি বিভিন্ন বিষয়ে আমাদের প্রচুর পড়াশুনা। পার্টির একেবারে অনুগত। এতই অনুগত তারা যদি কিছু ভুল বা অন্যায় করেন সেটা পয়েন্ট আউট করার মতো ধৃষ্টতা আমরা দেখাই না।কাজ টাজ করা আমাদের খুব একটা পোষায় না। রাশিয়া র বিভিন্ন নেতা আমাদের নেতা। আমরা বেসিক্যালি দায়িত্ব নিয়ে বিভিন্ন দরকার ফেলে দিয়ে থাকি।এছাড়া নিজেরা কিছু না করলেও অন্য যেকোন লোকের বা দলের আমরা দায়িত্ব নিয়ে সমালোচনা করে থাকি । তারা "যাই" করুক ভালো বা মন্দ
    সেটা এ "কত ভুল" সে টা হাসতে
    হাসতে প্রমাণ করা আমাদের বাঁ হাতের খেল"।
  • সে | 198.155.168.109 | ০১ নভেম্বর ২০১৫ ২১:০৩617815
  • হাঃ হাঃ হাঃ
  • PT | 213.110.246.22 | ০১ নভেম্বর ২০১৫ ২৩:০৩617816
  • "তবে এটাও বলুন, যে ২০১১ তে ভোট কেটে যদি জিতিয়ে দেয়, সেই আশায় বিজেপি নিয়ে নিশ্চুপ ছিলেন, তখন "অমিত শাহ, সে আবার কে" করে ঠাট্টা তামাশা করে বিজেপির থ্রেট তা কে লঘু করছিলেন। "

    এমন উচ্চাসনে আমায় কেউ এর আগে বসায়নি গো!! আমি নাকি পব-র ইলেকশনে বিজেপির থ্রেট লঘু করার জন্য দায়ী ছিলাম। আপনাকে ধন্যবাদ।
    আবার বলি অমিত শাহ গুন্ডা নন-গুন্ডা পোষেন। আর আরাবুলের মত গুন্ডা পোষেন যিনি তিনি সেটা প্রকাশ্যেই স্বীকার করেছেন। কোথায় ইচ্ছার সমাপতন হল এই দুই গুন্ডা পোষার সর্দারদের?
    বামেদের উৎখাত করাটা একজনের আদর্শগত লক্ষ্য আর আরেক জনের সারভাইভালের জন্য প্রয়োজন। আরাবুল (এবং আরো অনেকে) দুজনের হয়েই কাজ করেছে-জেনে এবং না জেনে।
    কথা হচ্ছে যে ঐ শ্রীদাম কথিত "ধোঁয়া" কতদিন ঐ আদর্শনিষ্ঠ রক্তবীজের ঝাড়কে আটকে রাখ্তে পারবে পবতে!!
  • sm | 233.223.155.14 | ০১ নভেম্বর ২০১৫ ২৩:৩৩617817
  • কারা হার্মাদ পুষতো ?
  • sswarnendu | 198.154.74.31 | ০২ নভেম্বর ২০১৫ ০০:০৭617819
  • আলোচনা অন্যদিকে গড়িয়ে গেছে যদিও, তবু টুক করে এই ফাঁকে রঞ্জনদা কে লিখে যাই Indegenous Aryans 'তত্ত্ব' গেরুয়ারা বহুদিন ই বকে যাচ্ছে, গীতার বয়স ইত্যাদি নিয়েও ভুলভাল দাবি অজস্র... আর সেইজন্যে সবসময়েই Aryan Invasion তত্ত্বকে straw man খাড়া করে... আজকের দিনে কেউই Aryan Invasion এর কথা আদৌ বলেনা... যা বলে সেটাকে বলে Aryan Migration Theory...আর তাতে Race এর আভাষ আদৌ নেই, মূলত ভাষা এবং মেটিরিয়াল কালচার এর ভিত্তিতে Aryan টার্ম টা ব্যবহৃত হয়... ফলত থাপার যা বলেন বা বলেছেন চিরকাল সেইটা নিতান্তই standard thoery ই, গেরুয়ারা ইতিহাস নতুন করে লেখার গোয়েবলসীয় প্রজেক্ট নিয়েছে বহুদিনি...এসব তারই অংশমাত্র
  • ranjan roy | 24.97.205.158 | ০২ নভেম্বর ২০১৫ ০০:৩৩617820
  • ধন্যবাদ, স্বর্নেন্দু!
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | 151.0.12.130 | ০২ নভেম্বর ২০১৫ ১২:০৬617822
  • রোমিলা থাপারের কয়েকটা লেকচারের ট্র্যান্সস্ক্রিপ্ট আমার কাছে আছে, অনলাইনেও পাবেন। পারলে (মানে সময় পেলে) দিচ্ছি। আর বইয়ের নরম কপিও আছে।
  • সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম | 117.167.108.172 | ০২ নভেম্বর ২০১৫ ১২:১৬617823
  • সম্ভবতঃ স্বর্নেন্দুও ঐ লেকচারগুচ্ছের কথাই বলেছে।
  • sswarnendu | 138.178.69.138 | ০২ নভেম্বর ২০১৫ ১৭:২৮617825
  • হ্যাঁ... ওইগুলোর কথা মাথায় ছিল তো বটেই...সে ছাড়াও Aryan Migration Theory আর গেরুয়া ক্যাম্পের তার বিরোধিতা করে বক্তব্যের আরও কিছু ভাল রেফারেন্স আছে... যেমন Witzel এর একটা প্রবন্ধ আছে... Edwin Bryant এর একটা বেশ ভাল বই ও আছে... থাপার এর বক্তব্য এই বিষয়ে সে গুলোর থেকে আলাদা কিছু না... তবে এই বিষয়ে গেরুয়া ক্যাম্প এ কিছু সাদা চামড়াও আছে... Oak তো এমনিই কুখ্যাত আর ওকে খুব একটা কেউ সিরিয়াসলি নেয় না... কিন্তু আরও আছে... যেমন Frowley, Elst... এছাড়া কিছু বিদেশী নাগরিক ভারতীয় আছেন, যেমন Kak...এবং কিছু দেশের 'স্কলার' (?) যেমন Talageri, Rajaram... Sharma একটু আলাদা... কারণ Sharma খুব সম্ভবত just wrong, কিন্তু অন্য intention ছিল এমন নয়... প্রসঙ্গত এই রাজারাম হরপ্পার লিপি দেসিফার করেছেন বলেও দাবী করেছিলেন, দাবীটা ছিল ভাষাটা সংস্কৃত... সেটা শুধুই ভুল দাবী এমন নয়... বেশ জুয়াচুরির উদ্দেশ্য রয়েছে বলেই মনে হয়...
    Witzel এর প্রবন্ধটা এইখানে

    http://www.people.fas.harvard.edu/~witzel/EJVS-7-3.pdf
  • pi | 24.139.209.3 | ০২ নভেম্বর ২০১৫ ২১:০২617826
  • ৩১ তারিখে গিরিরাজ সিংহের সাক্ষাৎকারটা শুনে না থাকলে শোনেন। জি নিউজে। মানে, একজন কেন্দ্রীয় মন্ত্রী যে এই ধরণের কথাবার্তা বলতে পারেন, না শুনলে হয়তো ভাবতে পারতাম না। বিজেপি কারুর কাছ থেকে খুব আশ্চর্যজনক না হলেও, একজন মন্ত্রীর কাছ থেকে তো বটেই।
  • Ekak | 113.6.157.186 | ০৩ নভেম্বর ২০১৫ ১৬:৪৮617828
  • খুব মজার সময় আসছে । সরকারী ডেটা ব্যান্ক এর ভ্যালিডিটি প্রশ্নের সামনে দাঁড়াচ্ছে । চাড্ডি রা যখন শয়ে শয়ে ওয়েবসাইট এ নিজেদের থিওরি নাবাচ্ছিল তখন আমাদের স্কলার রা ভেবেছিলেন ও কিছু না রিয়ালিটি আমাদের অধীনস্থ। কোর্ ইস ইন্ত্যাক্ট । এবার রিয়ালিটি অন্য দলের হাত এ । আস্তে আসতে রিয়ালিটি গুলোতে থাকবে । শুধু এরিয়ান মাইগ্রেশন জাতীয় বহুচর্চিত বিষয় নয় পুরো রাজনৈতিক ইতিহাসটাই রিভিসনিস্ট এপ্রচে চলবে । এরা তো ক্ষমতায় চিরকাল থাকবেনা । যেটা হবে তা হলো ওই কোর্ কেও পাবলিকলি করাপতিবল প্রমান করে যাওয়া । স্যান্ক্তিটি ব্রেক করা । সাউন্ডস গুড । চাড্ডি গেলে এন্টি চাড্ডি আসবে । তারপর নিয়ম মেনে নিও চাড্ডি । লড় শালারা রিয়ালিটি নিয়ে কামরাকামরি করে । ফুলটু মস্তি :)))
  • sswarnendu | 138.178.69.138 | ০৩ নভেম্বর ২০১৫ ১৭:০৫617829
  • দুঃখের কথা আমি ঠিক এর মধ্যে মস্তির ব্যাপারটা খুঁজে পাচ্ছি না... তবে সে নির্ঘাত আমারই রসবোধের অভাব... যাই হোক, এই লিঙ্ক ফেবুতে শেয়ার করে নিচে একটা মন্তব্য করেছিলুম, সেটা এখানেও দিয়ে গেলুম...

    "এবার রূপকথা আর গালগল্পই 'ইতিহাস' বলে চালানো হবে, আর মেহরগড়, লোথাল আর ভীমবেটকায় ধুলো জমবে... এই না হলে আর নিজের ইতিহাস নিয়ে গর্বিত ভারতীয়!"
  • Ekak | 113.6.157.186 | ০৩ নভেম্বর ২০১৫ ১৭:৩৫617830
  • আরও ভয়ঙ্কর সব ব্যাপারস্যাপার হবে । এতো কম লিখেছেন । যেগুলো রিলেটেড টু এন্থ্রপলোজি সেগুলো চট করে রিভাইস করা মুশকিল । এরা ক্ষমতা হারালেই সেসব দাবিদাওয়া অপ্রাসঙ্গিক হয়ে যাবে । মস্তি তো রাজনৈতিক ইতিহাসে । যেখানে ভাষ্য ই শেষ কথা । ঘেঁটে ঘ হবে হেহে হে হে হে
  • PT | 213.110.243.21 | ০৩ নভেম্বর ২০১৫ ১৭:৪২617831
  • আশা করি এই অর্টিকেলটা পড়ার পরে "বাম" বলতে কি বোঝাতে চাইছিলাম সেটা কারো কারো কাছে পরিষ্কার হবে।
  • pi | 24.139.209.3 | ০৮ নভেম্বর ২০১৫ ১৪:০৭617833
  • SC, তুলে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন