এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদির উত্থান- অশনি সংকেত

    বিপ
    অন্যান্য | ১৭ জুলাই ২০১৩ | ১১৯১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 117.206.251.114 | ০৯ নভেম্বর ২০১৫ ১০:২১617834
  • থাঙ্কু পাই দি।
    অন্য toi তে যা লিখলাম। বিহারের নির্বাচন অনেক কিছু দেখিয়ে দিল।
    নীতিশ কুমারের মত দক্ষ রাজনীতিবিদ ভারতে খুব কমই আছেন। আমার মতে কেজরী/নীতিশ জোটই পারবে মোদী কে আটকাতে।
    আরেকটা জিনিস। কাস্টের রাজনীতি এখনো উত্তর ভারতে কাজ করে (দক্ষিনে তো বটেই)। আর সেটা খুব ভালো ব্যাপার আমার কাছে।
    caste এর রাজনীতি কে পিছনে ফেলে হিন্দুত্ববাদী মোদী যেভাবে ইউ পি বিহার জিতেছিলেন, শঙ্কিত হয়ে পরেছিলাম।
    দলিত রাজনীতির পুনরুত্থান আশার খবর।
    এর পরে বাকি তো সময়েই বলবে। ইউ পি তেও এভাবেই এদের কে দিতে হবে। মায়া-মুলায়াম জোট চাই।
  • মালসাপোড়া কামভাব উইথ কৌপিন | 72.141.45.246 | ১০ নভেম্বর ২০১৫ ১৩:২৭617835
  • আমাদের পাড়ার চণ্ডীচরণ বর্ধনকে একদিন লইয়া গিয়াছি। চণ্ডীবাবু Hindu Boys School নামক একটি ছোটখাট বিদ্যালয়ের স্বত্বাধিকারী, সেখানে ইংরেজী স্কুলের তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যাপনা করান হয়। তিনি পূর্ব হইতেই ঈশ্বরানুরাগী ছিলেন, পরে স্বামীজীর বক্তৃতাদি পাঠ করিয়া তাঁহার উপর খুব শ্রদ্ধাসম্পন্ন হইয়া উঠেন।

    চণ্ডীবাবু আসিয়া স্বামীজীকে ভক্তিভাবে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, ‘স্বামীজী, কি রকম ব্যক্তিকে গুরু করা যেতে পারে?’

    স্বামীজী বলিলেন, ‘যিনি তোমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন, তিনিই তোমার গুরু। দেখ না, আমার গুরু আমার ভূত ভবিষ্যৎ—সব বলে দিয়েছিলেন।’

    চণ্ডীবাবু জিজ্ঞাসা করিলেন, ‘আচ্ছা স্বামীজী, কৌপীন পরলে কি কাম-দমনের বিশেষ সহায়তা হয়?’
    স্বামীজী বলিলেন, ‘একটু-আধটু সাহায্য হতে পারে। কিন্তু যখন ঐ বৃত্তি প্রবল হয়ে উঠে, তখন কি বাপ, কৌপীনে আটকায়? মনটা ভগবানে একেবারে তন্ময় না হয়ে গেলে বাহ্য কোন উপায়ে কাম একেবারে যায় না। তবে কি জান—যতক্ষণ লোকে সেই অবস্থা সম্পূর্ণ লাভ না করে, ততক্ষণ নানা বাহ্য উপায়-অবলম্বনের চেষ্টা স্বভাবতই করে থাকে। আমার একবার এমন কামের উদয় হয়েছিল যে, আমি নিজের উপর মহা বিরক্ত হয়ে আগুনের মালসার উপর বসেছিলাম। শেষে ঘা শুকাতে অনেক দিন লাগে।’

    চণ্ডীবাবু একটু ভাবপ্রবণ প্রকৃতির লোক ছিলেন। হঠাৎ উত্তেজিত হইয়া ইংরেজীতে চীৎকার করিয়া বলিয়া উঠিলেন, 'Oh Great Teacher, tear up the veil of hypocrisy and teach the world the one thing needful—how to conquer lust.'
    স্বামীজী চণ্ডীবাবুকে শান্ত ও আশ্বস্ত করিলেন।
  • pi | 233.231.36.225 | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৭617836
  • এই টইটা পড়ছিলাম। কতজন বলেছিলেন, জুজু।
  • pi | 24.139.209.3 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫০617837
  • এটাও এখানে থাক।

    কোন দিকে যাচ্ছে ?

    Is Reading An Urdu Book In The Delhi Metro A Crime?
    byRhema Mukti Baxter

    Reading in the metro, especially if you manage to find yourself a seat, is such a pleasure. But, thanks to the volatile environment we are currently living in, a person (of an unknown gender) had the most unpleasant experience ever. Why? Because he/she was allegedly 'caught' reading a booklet of the recently concluded Jashn-e-Rekhta festival which happened to be in Urdu.

    Here's the tweet doing the rounds:

    As you can clearly read, the person in question was reading a booklet in Urdu. What's wrong with that? Absolutely nothing!

    But the tweets that followed were "quite an insight into organised trollery":

    @sowmyarao_ @mihirssharma well if she/ he looked like a Jihadi then probably deserved a good thrashing.

    — Uzi (@LutyensChurail) February 22, 2016

    Thankfully, there were others who showed us that there is still hope left for this world:

    This tweet sums up the debate:

    For the uninitiated:

    Urdu happens to be one of the eighteen national languages of the Union of India. Hindi is one of them and NOT the only one.
    It is NOT a crime to read in the metro. Shoving your bag in people's faces is.
    Having an opinion is NOT a crime. Forcing others to accept it is.
    Reading is a good thing. Everyone should try it out.
    Thinking is an excellent thing. People should be careful when doing that.
    Intolerance is a heavily loaded word. Recently, it has been thrown around quite a bit with every other pot calling the kettle black. It is the trend to notice the speck in your brother's eye while completely ignoring the plank in yours. In the midst of this volatile environment, what we need is anything but partisan politics.

    http://www.scoopwhoop.com/Is-Reading-An-Urdu-Book-In-The-Delhi-Metro-A-Crime/
  • pi | 24.139.209.3 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৫617838
  • এটাও থাক।

  • cm | 127.247.99.181 | ১৭ মার্চ ২০১৬ ১৯:৫৬617840
  • http://www.truthdig.com/report/item/the_revenge_of_the_lower_classes_and_the_rise_of_american_fascism_20160302

    দেখুন তো এই সুর অন্য টই এও পান কিনা, "College-educated elites, on behalf of corporations, carried out the savage neoliberal assault on the working poor. Now they are being made to pay. Their duplicity—embodied in politicians such as Bill and Hillary Clinton and Barack Obama—succeeded for decades. These elites, many from East Coast Ivy League schools, spoke the language of values—civility, inclusivity, a condemnation of overt racism and bigotry, a concern for the middle class—while thrusting a knife into the back of the underclass for their corporate masters. This game has ended."

    "Fascist movements build their base not from the politically active but the politically inactive, the “losers” who feel, often correctly, they have no voice or role to play in the political establishment. "
  • pi | 233.191.43.110 | ২৬ মার্চ ২০১৭ ২১:৫৫617841
  • তুললাম।

    এখনো মনে হচ্ছে, ভয়টা শুধুমুধু ছিল ?
  • S | 90067.146.9004512.46 | ২৫ নভেম্বর ২০১৮ ১১:৪৮617844
  • ভয় দেখিয়েই যদি কাজ হয়ে যায় (মাইনরিটি ভোট কম দেয়), তাহলে এক কথা। নইলে দাঙ্গার রাস্তা খোলা রাখছে।
  • PT | 340123.110.234523.6 | ২৫ নভেম্বর ২০১৮ ১১:৫২617845
  • দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ঘর হতে শুধু দুই পা ফেলিয়া......
    সিঙ্গুরের অনশন মঞ্চে রাজনাথ-তথাগতের উপস্থিতিতে কে কে অশনি সংকেত দেখেছিলেন হাত তুলুন!! আর কে কে এই খবর নিয়ে অলোচনা করতে মোট্টে ইচ্ছুক নন হাত তুলুনঃ
    The Rashtriya Swayamsevak Sangh (RSS) has added more than 250 shakhas across Bengal in the last one year.....>
    http://timesofindia.indiatimes.com/articleshow/63457900.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • S | 90067.146.9004512.46 | ২৫ নভেম্বর ২০১৮ ১১:৫৬617846
  • অযোধ্যার পরেও যারা অশনি সংকেত দেখেনি, তাদের জন্য ছিলো গুজরাত দাঙ্গা। কিন্তু আমরা তো উন্নয়নের ঢপ খেয়ে ঢেকুড় তুলতে ব্যস্ত।
  • amit | 340123.0.34.2 | ২৬ নভেম্বর ২০১৮ ০৮:২৬617847
  • কি মনে হয় ? ভোটের আগে এই রাম মন্দির নিয়ে শোরগোল, ধর্ম সভা, অধর্ম সভা, বানর সভা- ইত্যাদি ইত্যাদি এগুলো কি মোদী পার্টি নিজেরাই ওসকাচ্ছে জাস্ট 2019-এর সলতে পাকানোর জন্য , নাকি বাঘের পিঠ থেকে নিজেরা আর নামতে পারছে না ? নামলেই বাঘে খাবে।

    আফটারাল চাড্ডিদের একটা বড়ো দাঙ্গা বা যুদ্ধ তো দরকার 2019-এর আগে, নাহলে ভোটের আগে পাবলিক খাবে কি ? ডিমনি আর GST এর ঘা তো এখনো শুকোয় নি, বিরোধীরা ওগুলোর পেছনে পড়ে থাকলে তো মুশকিল, একটা বড়ো স্কেল এ ডাইভারশন দরকার।
  • dc | 232312.164.90034.202 | ২৬ নভেম্বর ২০১৮ ০৮:৩৮617848
  • আমার মনে হয় এগুলো পরিকল্পিত উশকানো। সামনে এতোগুলো রাজ্যে নির্বাচন, প্লাস ২০১৯, কাজেই একদম অপটিমাম সময়ে হুজুগটা তোলা হচ্ছে যাতে ভোটের সময় আসতে আসতে শুধু এই ইস্যুটাই পড়ে থাকে, আর সব পেছনে চলে যায়। এদিকে পেপারে পড়লাম অমিত শাহ স্যর বলেছেন সরকার সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করবে, অর্ডিন্যান্স আনবে না। যদ্দিন ইস্যুটা লাইভ থাকে তদ্দিন বিজেপির লাভ।
  • amit | 340123.0.34.2 | ২৬ নভেম্বর ২০১৮ ০৯:১৮617849
  • একদম। একবার মন্দির হয়ে গেলে তো এদের গেলো। যতদিন জিয়ে থাকে, লাভ। সুদ ভাঙিয়ে চলে যাবে। আসলে হাত পড়বে না।

    কিন্তু যেটা বুঝতে পারছি না: এই হট্টগোলের বাজারে মাথা কান কে নাড়াচ্ছে নাকি উল্টোটা। বেশি ল্যাজে খেলালে অনেক সময় হাতের বাইরে বেরিয়ে যায়। LTTE বা ভিন্দ্রানওয়ালে কেস গুলো মনে করে দেখুন।
  • dc | 232312.164.90034.202 | ২৬ নভেম্বর ২০১৮ ০৯:২২617850
  • আমার মনে হয় শিব সেনা অ্যাকচুয়ালি একটু খচরামো করছে। উদ্ধব থ্যাকারে চাইছে বিজেপি/আরেসেসের অ্যাপল কার্ট আপসেট করতে, পেছনে কং এর হাত থাকলে অবাক হবো না।
  • S | 90067.146.9004512.46 | ২৬ নভেম্বর ২০১৮ ০৯:২৭617851
  • বাজপেয়ি সরকার হারার পর বিজেপির একাংশের মনে হয়েছিলো যে হিন্দুত্ব অ্যাজেন্ডা জিইয়ে রাখলে এবং শাইনিং ইন্ডিয়ার পথে না চললে ফল অন্যরকম হতো। এবারে তাই অন্যরকম ব্যবস্থা।

    তাছাড়া মোদি সরকার উন্নয়ন করেছে, এই ঢপতো বাচ্চা ছেলেও খাবেনা। পুরোপুরি ফ্লপ করেছে মোদি। ভোটে জেতার মতন কোনো অ্যাজেন্ডাই নেই, মন্দির ছাড়া।

    এটা মোদি-শাহ-আরেসেসের পরিকল্পনা। তবে লোকে একটা কথা বুঝেছে যে ভোটের দিকে তাকিয়েই আবার মন্দির ইস্যু তোলা হয়েছে। আর এইসব লাইনে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে, সেটা অন্য কথা। মোদি ভোটটাকে ডু ওর ডাই সিচুয়েশনে নিয়ে গেলো।
  • S | 90067.146.9004512.46 | ২৬ নভেম্বর ২০১৮ ০৯:২৯617852
  • উদ্ধব থ্যাকারে মনে হয় মোদি-শাহকে গাছে চড়িয়ে দিয়ে মইটা সড়িয়ে নেবে।
  • dc | 232312.164.90034.202 | ২৬ নভেম্বর ২০১৮ ০৯:৩২617853
  • এমপি আর রাজস্থানে বিজেপির জেতা খুব টাফ, যার জন্য রাম মন্দির টন্দির এতো বেশী করে তুলে আনছে। তবে লাস্ট কয়েকটা ইলেকশান তো মোদি একার ক্যারিশমায় জিতেছে, ওভাবে আর জিততে পারবে কি? কর্ণাটকেই তো পারলো না। ডিমিনিশিং রিটার্ন আসতে শুরু করে দিয়েছে। দেখা যাক কি হয়।
  • amit | 340123.0.34.2 | ২৬ নভেম্বর ২০১৮ ০৯:৪২617856
  • এই ধর্ম সভা র নাম করে স্টেট ইলেকশন গুলোর আগে একটা দাঙ্গা না বাধে এবার। দাঙ্গা আর পোলারিসেশন হলে তো চাড্ডিদের সোনায় সোহাগা। যারা সেনসিবল পাবলিক, তারাও গন্ডগোলে ঘাবড়ে গিয়ে ভোট দিতেই যাবে না।
  • dc | 232312.164.90034.202 | ২৬ নভেম্বর ২০১৮ ০৯:৫০617857
  • দাঙ্গা মানে যদি গুজরাট টাইপের কিছু ভাবেন, সেরকম বড়ো স্কেলে বোধায় আর হবে না, কারন তাহলে বিজেপির অ্যাডমিনিস্ট্রেশানের বদনাম হবে, ইনভেস্টররা চিন্তিত হবে। তার বদলে লো ইনটেন্সিটি ভায়োলেন্স তো হয়েই চলেছে, যাতে মানুষের মনের ভয় আর ঘৃণাটা জিইয়ে রাখা যায়। যেমন ধরুন এখন অযোধ্যা ছেড়ে মুসলিমরা পালাচ্ছেন। আবার গুজরাট, এমপি, রাজস্থানে এখানে ওখানে মব লিঞ্চিং, দলিত হত্যা, মারধোর, এনকাউন্টার কিন্তু লেগেই আছে, মাঝে মাঝেই টুকটাক খবর বেরোচ্ছেই। আর পোলারাইজেশান তো অবশ্যই হয়ে চলেছে, গ্রাউন্ড লেভেলে ক্যাম্পেন তো হয়েই চলেছে।
  • sei | 456712.100.6723.66 | ২৬ নভেম্বর ২০১৮ ১০:৩৩617858
  • রোগী আদিত্যনাথ ভয়ঙ্কর লোক। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে গিয়ে প্রকাশ্যে প্ররোচনামূলক মন্তব্য করেই যাচ্ছে আর নির্বাচন কমিশন ললিপপ চুষতে ব্যাস্ত।
  • amit | 340123.0.34.2 | ২৬ নভেম্বর ২০১৮ ১১:০৯617859
  • এই আদিত্যনাথ মাল টার সেরা কমেন্ট বোধহয় ছিল কেরালাতে গিয়ে।

    UP-তে জাস্ট কমাস আগে সরকারি হাসপাতাল এ অনেক বাচ্চা মারা গিয়েছে অক্সিজেন না পেয়ে। পুলিশ আর কাওকে না পেয়ে ডাক্তার কাফিল খানকে জেলে ভরে দিয়েছে। ইন্ডিয়াতে পুরো দেশের হাসপাতাল গুলোতে হয়তো 60-% নার্স কেরালা থেকে আসে। এদের ছাড়া গোটা দেশের হাসপাতাল সিস্টেম বসে যাবে। ওভারঅল কেরালাতে হাসপাতাল সিস্টেম বেশ ভালো, মানে অন্তত UP, বিহারের নরকের তুলনায় স্বর্গ প্রায়।

    আর আদিত্যনাথ তার কদিন পরে কেরালায় ভোটের প্রচারে গিয়ে বলছে কেরালা সরকারের শেখা উচিত UP-কে দেখে কিভাবে সরকারি হাসপাতাল সিস্টেম চালাতে হয়। লিমিট মাইরি। এক ঘর।
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৮ ১২:৩৩617861
  • শিবসেনা অযোধ্যায় যা করছে, সেটা বিজেপিরই বানানো প্ল্যান হলে অবাক হব না। পুরোটাই মেড আপ লাগছে।
  • PT | 340123.110.234523.20 | ২৬ নভেম্বর ২০১৮ ১৩:৫৯617862
  • বোধহয় সব হিন্দু দেবদেবীরই একটা না একটা বাহন থাকে। সেইমত বিজেপিকে যারা কাঁধে করে বয়ে এনেছে তারা সকলেই কংগ্রেসের ভোট কেটে রাজ্যে রাজ্যে ক্ষমতায় আছে। বিজেপি যতদিন ক্ষমতাশালী ততদিন তাদের লাভ। এরা কখনই চাইবে না যে কংগ্রেস শক্তিশালী হোক। আর কংগ্রেস শক্তিশালী না হলে দিল্লী থেকে বিজেপিকে সরানো মায়ার খেলা হবে। কেননা ভোটের পরে রাজ্যভিত্তিক দলগুলোকে সিবিআই কিম্বা টাকা দিয়ে কেনার চেষ্টা অবশ্যই হবে। এখন কোন দলের হাতে সবচাইতে বেশী টাকা ও ক্ষমতা সেটা সকলেই জানে।

    আমার সবিনয় নিবেদন এই যে সবাই পিতিমের দিকে তাকিয়ে আছে। পিতিমে কিসের ওপরে (বা ভরসায়) দন্ডায়মান সেটির দিকেও নজর দেওয়া জরুরী। টিডিপি বা মুলো অথবা বহেনজী কারো বিজেপি বিরোধী অবস্থানই বিশ্বাসযোগ্য নয়। কাজেই ঘরের ভেতরের অশনির দিক থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া মোট্টে যুক্তিযুক্ত হবেনা।
  • sm | 785612.35.5667.56 | ২৬ নভেম্বর ২০১৮ ১৪:২১617863
  • একমাত্র সি পি এম এর বিজেপি বিরোধী অবস্থান বিশ্বাসযোগ্য তাই তো?
    আর,ইয়েচুরি এমন প্যাঁচ কষছে যে বিজেপি সর্ষে ফুল দেখবে।
  • dc | 232312.164.90034.202 | ২৬ নভেম্বর ২০১৮ ১৪:২২617864
  • এখন অপোজিশান পার্টিগুলো যে স্ট্র্যাটেজি নিয়েছে, রাজ্যে রাজ্যে বোঝাপড়া, সেটা কাজে দিতেও পারে। যেমন ইউপিতে মায়া-অখিলেশ-কং, মহারাষ্ট্রে কং-শারদ পাওয়ার। পবতে কং-তিনো-সিপিএম জোট হতে পারে।
  • dc | 232312.164.90034.202 | ২৬ নভেম্বর ২০১৮ ১৪:২৫617865
  • sm, পবতে সিপিএম তো কং এর সাথে জোট করতে এমনিতেই আগ্রহী। তিনোও মনে হয় বিজেপিকে ঠেকাতে জোটে অরাজি হবে না।
  • sm | 785612.35.5667.56 | ২৬ নভেম্বর ২০১৮ ১৪:২৬617867
  • সি পি এম ইগো ঝেড়ে ফেলে আসতে পারবে না। যতই হোক চৌত্রিশ বছরের সযত্নে, লালিত দম্ভ, এতো সহজে যেতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন