এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হ্যারি পটার vs. ঠাকুমার ঝুলি

    4z
    বইপত্তর | ১০ জুলাই ২০১৩ | ৭৫৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 116.200.160.89 | ১১ জুলাই ২০১৩ ০০:২৭618551
  • হ্যারিপটারের মার্কেটিং আর ল অ রি তুলনা করুন। বই লেখার দুবছরের মধ্যেই সিনেমা হয়েছে। আর আমার শুধু পড়েই অন্যদুনিয়ায় যাওয়ার অনুভূতি আসেনা যেটা টোল্কিয়েন পড়ে আসে।
  • kk | 78.47.250.76 | ১১ জুলাই ২০১৩ ০০:২৯618552
  • আমার যা যা বলার ছিলো হু প্রায় সবই বলে দিয়েছে। আমি cm এর সাথে একেবারেই একমত হতে পারলামনা। বইগুলো সত্যি সত্যি আমার জন্য একটা আস্ত দুনিয়া তৈরী করে দিয়েছে, সিনেমার সাথে তার কোনই সম্পর্ক নেই। আর সিনেমা দেখে কেউ যদি হ্যারী পটার সিরিজের বিচার করতে চান তো সেটা নিতান্ত ভুল হবে।
  • cm | 116.200.160.89 | ১১ জুলাই ২০১৩ ০০:৩১618553
  • তাকিয়ে দেখুন হু প্রায় মহাকাব্যিক বিশেষণটি সযত্নে টোল্কিয়েনের জন্য ব্যবহার করেছেন।
  • san | 213.88.22.135 | ১১ জুলাই ২০১৩ ০০:৩৩618554
  • ফোর্জিদি , মনে করে দেখলাম আমি এগারোয় শরদিন্দু পড়তাম। তা সেই হিসেবে দশে গ্রিমভাই ভাল লাগত না নিশ্চই। ওগুলো আরো ছোটোবেলায় ভাল্লাগে , বা আরো বেশ অনেক বড়ো হয়ে সেটা অন্য ভালোলাগা। কিন্তু গ্রিমভাই র‌্যাপুনজেল পড়ার পক্ষে দশ বোধয় বেশি , মানে তখন আরেকটু ম্যাচিওর্ড জিনিস চায় বোধ হয়। প্লেন অ্যান্ড সিম্পল রূপকথার জন্য দশ হয়তো একটু বেশি।
    আর মহাভারত সিম্পল না কিন্তু ও বোধ হয় দেশে না থাকলে রস পাওয়া কঠিন !
    এগুলো আমার মনে হওয়া লিখলাম বলাই বাহুল্য , কোনো থিওরি না।
  • T | 24.139.128.15 | ১১ জুলাই ২০১৩ ০০:৩৫618555
  • সেটা hu ই বলতে পারবেন। "এই বইটা" বলতে উনি লর্ড অব দ্য রিংস না হ্যারি পটার বুঝিয়েছেন। আর না বলে থাকলে আমিই ওই বিশেষণে দাগিয়ে দিলাম।
  • san | 213.88.22.135 | ১১ জুলাই ২০১৩ ০০:৩৬618556
  • আমারো কেকেদির মত।
  • pi | 172.129.44.87 | ১১ জুলাই ২০১৩ ০০:৪০618557
  • বলেই ফেলি।
    গল্পে কি সিনেমায় ম্যাজিক চলে এলে তার মজাটা আমার কাছে অনেক কমে যায়। ম্যাজিক দিয়ে তো যা খুশি তাই করিয়েই নেওয়া যায় ! রূপকথার কিছুও সত্যি নয় কিন্তু সেই মিথ্যেতে অন্য একটা চার্ম আছে। ম্যাজিককে কেমন ফাঁকিবাজি, চালাকি লাগে। তবে এনিয়ে তক্কে যাবোনা। নিতান্তই আমার মনে হওয়া। যেজন্য পটার সেভাবে ভালো লাগাতে পারলুম না।
  • hu | 142.248.254.178 | ১১ জুলাই ২০১৩ ০০:৪৬618558
  • কথাটা ঠিক। 'প্রায় মহাকাব্যিক' বিশেষণটি লর্ড অফ দ্য রিংসের জন্যই ব্যবহার করেছি। কিন্তু তাতে হ্যারি পটার মুগ্ধতা একটুও কমে না। হ্যারি পটারের জন্য 'প্রায় মহাকাব্যিক' কথাটি লিখতে গিয়েও ঠেকেছে তার কারন মহাকাব্য হতে গেলে যতটুকু দূরত্ব লাগে হ্যারি পটার তার চেয়ে অনেক বেশি কাছের দুনিয়া নিয়ে লেখা গল্প। যে দুনিয়াটাতে আমরা বাস করি তার সাথে একটাই তফাত হ্যারির দুনিয়ার - সেটা হল ঐ দুনিয়ার একটা বিশেষ কোড আছে যেটা আমরা জানি না। ফ্যান্টাসি ঠিক এইটুকুই। বাকিটা আদ্যন্ত লজিকাল। T যেমন বললেন - নিখুঁত ইন্টারলিঙ্কড।

    আমিও সিনেমা দেখার আগেই হ্যারি পটারের বেশির ভাগ বই পড়েছি। আর সিনেমাগুলো একেবারেই ভালো লাগে না। কাজেই সিনেমার সাহায্য নিয়ে রোলিং অন্য দুনিয়া তৈরী করেছেন এটা মানতে পারলাম না।
  • hu | 142.248.254.178 | ১১ জুলাই ২০১৩ ০০:৫৪618559
  • ফোর্জি, আমি অনেক বন্ধুর থেকেই শুনি এখনকার বাচ্চারা রূপকথা অতটা ভালোবাসে না। রিমিদিও মনে হয় একবার লিখেছিল। সেই সময় রিমিদির সাজেশনে আমি ডক্টর সিউসের বইগুলো পড়ি এবং খুব ভালো লাগে বইগুলো। কয়েক বন্ধুর জন্য নিয়েও যাই। তাদের বাচ্চারাও বইগুলো খুব খুশি হয়ে পড়ে। এর আগে তাদের হাতে রূপকথা তুলে দিয়ে কাজ হয়নি। তো আমার মনে হচ্ছে - নিজের চারপাশের সাথে যত কানেক্ট করতে পারছে তত সেটা পড়তে ভালো লাগছে। সেটা হ্যারি পটারের জনপ্রিয়তার একটা কারন।

    আর স্যান যেটা লিখেছে সেটাও ঠিক। দশ বছরের বাচ্চার জন্য একমাত্রিক রূপকথা একটু বেশি ট্রিভিয়াল। মহাভারত ঠিক্ঠাক অনুবাদে পড়লে ভালো লাগার কথা। হয়তো আরেকটু বেশি বয়সে লাগবে। আমিও তো ছোটদের মহাভারত ছ'সাত বছর বয়সেই পড়েছিলাম। তারপর আবার পড়ার ইচ্ছা হয়েছে পঁচিশ পার করার পর।
  • ranjan roy | 24.96.70.252 | ১১ জুলাই ২০১৩ ০০:৫৮618561
  • দুটো বই আমার সিনেমার থেকে অনেক বেশি ভাল লেগেছে।
    এক, শলোকভের ডন সিরিজ। মহাকাব্যিক। শেষে ঠিক যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের মত একটা অনুভূতি হয়। বিরাট শূন্যতা মনকে ছেয়ে ফেলে।
    আর, অবশ্যই পটারের প্রথম বইটি।

    আমার সময় চীন-ভারত যুদ্ধের ফলে চীনের রূপকথা আসা বন্ধ হয়ে গেছল, ক্ষতি হয়েছে আমার।
    কিন্তু রুশী ও উক্রাইনী রূপকথা আমাকে মুগ্ধ করে রেখেছিল।

    শাপে ছোটোভাই ইভানুশকা হয়ে গেছে ছাগলছানা, ওকে মেরে রান্না করা হবে আর দিদি আলিউশকা নদীতে শৈবালের দামে আটকে মারা যাচ্ছে।

    ছাগলছানা ডাকছেঃ
    " আলিউশকা দিদিরে!
    সাঁতরে আয় নদীরে,
    ঝনঝনঝন ছুরি,
    এবার বুঝি মরি!"

    নদীর গভীর থেকে দিদির উত্তর আসছেঃ
    "ইভানুশকা ভাই ওলো,
    শুকনো ঘাস পায়ে জড়ালো
    -------"।
    বা ডাইনীর শাপে ব্যাঙ হয়ে যাওয়া রাজকুমারী ভাসিলিসা, যে নাচতে গিয়ে বাঁহাত দোলালে ঘরের মধ্যে হ্রদ তৈরি হয়। ডানহাত দোলালে তাতে হাঁসেরা সাঁতার কাটতে থাকে। তার নকল করতে গিয়ে ওর জায়েদের যা হাল হয়--।

    আর উক্রেইনের বীর ইলিয়া মুরোমেৎস , সাথী রূপবান দোব্রিনিয়া এবং শিসে ডাকাত সলভেই!
    নাউম ভাইয়ের গল্প?

    আপনাদের একটা কথা বলিঃ
    আমাদের গুরুচন্ডালির পুরনো সাথী ছান্দসিক ওমনাথ ব্রত নিয়েছে এই হারিয়ে যাওয়া বর্তমানে দুষ্প্রাপ্য রুশী-চীনী উপকথা , সর্বকর্মার পেনসিল জাতীয় যত বই আছে তার লিস্টি করে সেগুলো লোকজনের কাছ থেকে চেয়ে নিয়ে ডিজিটালাইজ করে ফেলা।
    এর জন্যে ও এক বন্ধুকে নিয়ে প্রায় প্রত্যেক শনি-রোববারে বারাসাত থেকে কোলকাতা এসে চষে বেড়ায়। কোথাও সহযোগ, কোথাও ঔদাসীন্য।
    এভাবে প্রায় ৪০০ বাংলা অনুবাদের সূচী করে ফেলেছে ও ২৫০ মত ডিজিটালাইজ করে ফেলেছে।
    কর্মস্থল ও পরিবার কিছুটা নেগলেক্ট হয় বইকি!
    তবু ওদের প্যাশনের সামনে আমি নতমস্তক।
  • ranjan roy | 24.96.70.252 | ১১ জুলাই ২০১৩ ০১:০১618562
  • T,
    এই কল্পনার যন্যে অনেক ধন্যবাদ। সত্যি আমার জানলায় রাখা চিঠি যদি হেডুইক নিয়ে গিয়ে ঠিক ঠিকানায় পৌঁছে দিত, কি ভালই হত।ঃ)))
  • cm | 116.200.160.89 | ১১ জুলাই ২০১৩ ০১:০৪618563
  • হ্যারিপটারের রিপালসিভ লেগেছে বাচ্চাদের ভায়োলেন্স। আমি সর্বত ভাবে ওর বিরোধী।
  • Sibu | 84.125.59.177 | ১১ জুলাই ২০১৩ ০১:১৪618564
  • হ্যারি পটার? দারুন লাগে। আমি তো এমনি এমনি খাই।

    হ্যারি পটার প্রথমবার পরেছিলাম এয়ারপোর্টে। নীস যাবার পথে কানেক্টিং ফ্লাইট মিস করে এয়ারপোর্টের দোকানে বই খুঁজছিলাম। কাউন্টারে একটা বাচ্চা ছেলে (এই বছর পনেরো) বই বিক্রি করছিল। সে আমাকে সোর্সারারস স্টোন কিনিয়েই ছাড়ল। এদেশে যাঁরা থেকেছেন তাঁরা জানেন এটা কতটা আনইউজুয়াল।

    তার পর তো ইতিহাস। সেই বই পড়তে পড়তে আমি পরের ফ্লাইটও প্রায় মিস করছিলাম। কনফারেন্সের একটা সেশনে আমার হাতে বইটা দেখে আমাকে কেন্দ্র করে ভীড় জমে গেল। তখনো হ্যারি পটারের নাম সবাই জানেন না। সুতরাং হ্যারি পটার ইভ্যানজেলিস্টরা এই সুযোগে দলে লোক বাড়ানোর চেষ্টা করতে লাগলেন। খানিক বাদে দেখা গেল স্পীকার সামনের খালি চেয়ারদের বক্তিমে শোনাচ্ছেন, আর আসল মিটিং ঘরের পেছনে হ্যারি পটারকে নিয়ে হচ্ছে।

    বাড়ি ফেরার পর আমার ঝোলায় ঐ বই দেখে মেয়ের চোখ কুঁচকে প্রশ্ন - হোয়াই আর ইউ রিডিং দিস? তারপর - সো ইউ আর নট দ্যাট লেম!! বলে আমার হাত থেকে বই বাগিয়ে নেওয়া। পড়ার ফাঁকে ফাঁকে - এই বইটা না থাকার জন্য ইস্কুলে বন্ধুদের কাছে কিরকম আনটাচেবল হয়ে থাকতে হয়েছে তার সব-স্টোরি।

    আমার গিন্নিও মোটেই ম্যাজিক ভক্ত না। কিন্তু মেয়ে তাকেও হপ্তাখানেকের মধ্যে কনভার্ট বানিয়ে ছাড়ল। এখন তিনিও হরি পোদ্দার বলতে গদগদ।

    তবে মানতেই হবে, হ্যারি পটার সিন্মাগুলো অতি খাজা। লর্ড অফ দি রিং এর মুভিগুলো হ্যারি পটার মুভিকে গুনে গুনে ১০০ গোল দেবে। কুইডিচ খেলা হলে লর্ড অফ দি রিং স্নিচ হাতে করে শুরু করবে। ইত্যাদি, ইত্যাদি।
  • cm | 127.99.102.193 | ১১ জুলাই ২০১৩ ০১:২৪618565
  • গেল টই হারিয়ে। এত রাউলিং ভার্সাস টোল্কিয়েন শুরু হয়ে গেল। এবার ল অ রি কেমন লেগেছে বলুন।
  • kk | 78.47.250.76 | ১১ জুলাই ২০১৩ ০১:২৬618566
  • ভায়োলেন্স জিনিষটা আমি তো সবদেশের রূপকথাতেই প্রচুর পরিমাণে দেখি। রাণীদের হুঁ করতে হেঁটোয় কাঁটা ওপরে কাঁটা দিয়ে পুঁতে ফেলা, নির্দোষ বাঘের ছানাদের মুন্ডু কেটে ঝুলিয়ে দেওয়া, ছোট্ট মেয়েকে জহ্লাদ দিয়ে জঙ্গলে মরতে পাঠানো, জলকন্যার মানুষের মত পা পাবার জন্য নিজের জিভ কেটে দাম দেওয়া, রাক্ষসী রাণী নিজের ছেলেকে চিনিয়ে খেয়ে ফেলা ..... কত আর বলবো?

    কোন বই কার ভালো লাগবে না লাগবে সে তো ব্যক্তিগত পছন্দ। তবে আমার কথা বলতে পারি, হ্যারি পটারে আমি স্রেফ ম্যাজিকের বাইরে আরো অনেক কিছু খুঁজে পেয়েছি। ম্যাজিক জিনিষটা এখানে শুধু একটা মিডিয়াম বলে মনে হয়েছে আমার। তার ভাঁজে খাঁজে আমি অনেক অনেক ফিলোজফি খুঁজে পেয়েছি। খোঁজার চোখ একেক জনের একেক রকম হয় অবশ্য।
  • Sibu | 84.125.59.177 | ১১ জুলাই ২০১৩ ০১:২৭618567
  • ল অ রি তো অবশ্যই দারুন। ইন ফ্যাক্ট, দুটোই একসাথে পেলে আমি ল অ রি-ই পড়ব। আমার সেই মেয়ে এখন বিএসসি পাস করে চাকরি করছে। সেও সেদিন এরকম একটা কথাই বলল।

    কিন্তু, শিরমাল ভাল খাই বলে কি রুটি-বেগুনভাজার দর কিছু কমে?
  • kk | 78.47.250.76 | ১১ জুলাই ২০১৩ ০১:২৮618568
  • * মারতে ,* চিবিয়ে ইত্যাদি
  • 4z | 152.176.84.188 | ১১ জুলাই ২০১৩ ০১:২৯618569
  • টই হারাবে কেন? হোক না হ্যারি ভার্সাস হবিট এট আল
  • hu | 142.248.254.178 | ১১ জুলাই ২০১৩ ০১:৩৪618570
  • kk-দির কথায় ক। আমারও মনে হয় ম্যাজিক জিনিসটা জাস্ট একটা মিডিয়াম হ্যারি পটার সিরিজে। তার বাইরেও অনেক কিছু আছে।
  • cm | 116.213.149.113 | ১১ জুলাই ২০১৩ ০১:৩৭618572
  • আমিও এটিই বলতে চাই। পড়ার সময় তো দুটো ই গোগ্রাসে গিলেছি কিন্তু ল অ রি কেই ওপরে রাখব।
  • T | 24.139.128.15 | ১১ জুলাই ২০১৩ ০১:৩৯618573
  • অ এই ব্যাপার, লর্ড অব দ্য রিংস ফুঃ, হ্যারি বেঁচে থাকুক।
  • ranjan roy | 24.96.70.252 | ১১ জুলাই ২০১৩ ০১:৪০618574
  • শিবুর হরি পোদ্দার দারুণ!

    লর্ড অফ রিং এর মোটা বইটা আর সিনেমা! মেয়েগুলো দশবার করে পড়ে আর দেখে , আমি হতাশ হয়ে বুঝে যাই বয়েস হয়ে গেছে।
    কিন্তু আমার দিল্লিবাসী বুজি বন্ধু টি এস ভোগল ও রাণু ল অ রি নিয়ে মুগ্ধ,। বহুবছর আগে হলে গিয়ে দেখার প্রস্তাব দিয়েছিল, এড়িয়ে গেলাম,
  • cm | 116.213.149.113 | ১১ জুলাই ২০১৩ ০১:৪১618575
  • বোঝেনা, পোলাপান।
  • Blank | 69.93.199.139 | ১১ জুলাই ২০১৩ ০১:৪৪618576
  • যাই দুটি কথা লিখে।
    প্রথমত ইপ্সিতা দিকে - হ্যারি পটারের জগতে সবাই ম্যাজিসিয়ান। তাই ম্যাজিক দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। পড়ে দেখতে পারো ফের।
    চা মি কে,
    সিনেমার বহু আগে থেকে হ্যা প সুপার হিট। সিনেমা গুলো তো নামে চলেছে, যেমন যতই বাজে হোক ফেলুদার সিনেম গুলো নামে কাটে।
    হুচির সাথে একমত - হ্যারী পটার রুপকথা নয়। ফ্যান্টাসি।
    ভায়োলেন্স আছে - এবং বেশ ডার্ক লেখা। একদম ছোটদের জন্য তো লেখা নয়। কিশোরদের জন্য লেখা।
    ল অ রি র সাথে তুলনায় যাওয়া যায় না। হবিট বইটি ছোটদের, কিন্তু লর্ড অফ দ্য রিং এর টার্গেট অডিয়েন্স মুলত বড়রা।

    হ্যারি পটার - এক আলাদা জগৎ, আমার চেনা জগতের পাশেই তৈরী। সে ট্রেনে চাপে, ইস্কুল যায়, পড়াশুনো করে - খালি সিলেবাসটা আলাদা - কিন্তু পরীক্ষায় কম মার্কস পায়। টেনসানে থাকে। তাদের হোস্টেল, ভালো/খারাপ টীচাররা, বাওয়াল বন্ধুরা - এই সবের সাথে মিশে যায় পোষা ড্রাগন, আর কুইডিচ গেম। রনের মতন ছরু বন্ধুরা তো খুব চেনা, যার সাথে গাড়ি করে ঘুরতে গিয়ে কেস খেতে হয় - কিন্তু কোটালপুত্রের সাথে ঘোড়ায় চড়ে জঙ্গলে যাওয়ার ছবি মনে তৈরী হয় না। কুইডিচ গেমের উত্তেজনা টের পাই ফুটবলের মতন, কিন্তু পাশা খেলার আনন্দ ফীল করতে পারিনা। এমন জায়গা গুলোতেই হ্যা প এগিয়ে যায় পুরনো বই গুলো থেকে।
    আর রাউলিং নিজে অনেক খেটেছে হ্যা প নিয়ে। ৭ খানা বই তে সব কটা খোল সুতোকে জুড়েছে। অনেক সুতো হয়তো প্রথম বইতে খোলা হয়েছিল। মাঝে মাঝে মনে হয় হয়তো সব সত্যি - রাউলিং চোখের সামনে দেখেছে তাই সুতোগুলোকে জুড়তে পেরেছে।
    একটা প্যাঁচা পোষার শখ কতদিনের।
  • kk | 78.47.250.76 | ১১ জুলাই ২০১৩ ০১:৪৫618577
  • আমি রঞ্জনদার দুটো ভুল ধরবো -- কাঁকনমালার যাস্কে পিঠে নয়, চাস্কে পিঠে। আর কাঞ্চনমালার পিঠে গুলোর মধ্যে চন্দনলতা নয় চন্দনপাতা :))।
  • Blank | 69.93.199.139 | ১১ জুলাই ২০১৩ ০১:৪৭618578
  • ম্যাজিক ভাল্লাগলে Bartimaeus trilogy পড়ে ফেলুন। বড়দের জন্য লেখা যদিও কেন্দ্রীয় চরিত্রে একটি বাচ্ছা। খুব ডার্ক লেখা আর অন্য রকম লেখা। আমার দারুন লেগেছে।
  • Blank | 69.93.199.139 | ১১ জুলাই ২০১৩ ০১:৪৮618579
  • রঞ্জন দাকে বলবো pan's labyrinth সিনেমাটা দেখতে।
  • kk | 78.47.250.76 | ১১ জুলাই ২০১৩ ০১:৪৯618580
  • Bartimaeus trilogy আমারো খুব প্রিয় সিরিজ।
  • s | 145.12.80.207 | ১১ জুলাই ২০১৩ ০২:১৪618583
  • আমার মেয়ে খুব ছোটো বেলায় ভীষণ আগ্রহ নিয়ে ঠাকুমার পাশে শুয়ে শুয়ে ঠাকুমার ঝুলির গল্প শুনত। ওর এতো ভালো লাগত যে রুপকথার গল্প না শুনলে ওর ঘুম আসত না।

    এখন একটু বড় হয়ে (দশ বছর বয়স) হ্যারী পটার নিয়ে পাগল। এক একটা এত মোটা মোটা বই দিন কয়েকের মধ্যে-ই শেষ। যখন প্রথম বই Philosopher's Stone পড়ছিল তখন একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল। মেয়ে ওখানে-ও বইটা নিয়ে গিয়েছিল - খাওয়ার সময়-ও পড়া ছাড়ে নি। বুঝুন কি অবস্থা।

    আমার মতে ঠাকুরমার ঝুলি না পড়লে ছোটো বেলা অপূর্ণ থাকে আর হ্যারী পটার ও এনিড ব্লাইটন না পড়লে কৈশোর।
  • s | 145.12.80.207 | ১১ জুলাই ২০১৩ ০২:১৪618581
  • আমার মেয়ে খুব ছোটো বেলায় ভীষণ আগ্রহ নিয়ে ঠাকুমার পাশে শুয়ে শুয়ে ঠাকুমার ঝুলির গল্প শুনত। ওর এতো ভালো লাগত যে রুপকথার গল্প না শুনলে ওর ঘুম আসত না।

    এখন একটু বড় হয়ে (দশ বছর বয়স) হ্যারী পটার নিয়ে পাগল। এক একটা এত মোটা মোটা বই দিন কয়েকের মধ্যে-ই শেষ। যখন প্রথম বই Philosopher's Stone পড়ছিল তখন একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল। মেয়ে ওখানে-ও বইটা নিয়ে গিয়েছিল - খাওয়ার সময়-ও পড়া ছাড়ে নি। বুঝুন কি অবস্থা।

    আমার মতে ঠাকুরমার ঝুলি না পড়লে ছোটো বেলা অপূর্ণ থাকে আর হ্যারী পটার ও এনিড ব্লাইটন না পড়লে কৈশোর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন