এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হ্যারি পটার vs. ঠাকুমার ঝুলি

    4z
    বইপত্তর | ১০ জুলাই ২০১৩ | ৭৪৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 138.249.1.198 | ১১ জুলাই ২০১৩ ২২:২৫618375
  • আমি ভেবে দেখলাম এমন কোনো বই নেই যা ছোটবেলাতে পড়তে ভালো লাগেনি। সব উপকথা, রূপকথা, রামায়ন, মহাভারত, ঠাকুমা, ঠাকুদ্দার ঝুলি সব কি ভালো কি ভালো লাগত। সীতার দুঃখে, দুয়োরাণীর দুঃখে হাপুশ নয়নে কাঁদতাম। অরিজিৎ, আমি তো দিব্বি পিকচারাইজেশন পারতাম, কি সুন্দর সুন্দর ছবিও ছিল!
  • Ishan | 202.43.65.245 | ১১ জুলাই ২০১৩ ২২:২৮618376
  • আমাকে পটারের একটা ইবুক দেওয়া হোক। পড়তেই যখন হবে ...;(
  • pi | 172.129.44.87 | ১১ জুলাই ২০১৩ ২২:২৯618378
  • আমার অবস্থাও অক্ষদার মতনই। আর এই প্রশ্নটা সেদিন আমিও করেছিলাম, আজকের কুচোরা বেশিরভাগ বাংলা বই পড়তে চায়না, আইডেন্টিফাই করতে পারে না, একথা বলা প্রসঙ্গে। আইডেন্টিফাই করা এতটা প্রয়োজনীয়, মানে নেসেসারি কণ্ডিশন কেন হবে ? উল্টোদিকে আইডেন্টিফাই না করতে পেরে কল্পনায় কিছু একটা ভেবে নেওয়া, তার তো মজাই আলাদা।
  • kc | 188.61.96.29 | ১১ জুলাই ২০১৩ ২২:২৯618377
  • আমারতো ব্রতকথা, লক্ষ্মীর পাঁচালির গল্প গুলোও খুব ভালো লাগত। সব ভালো লাগত।
  • pi | 172.129.44.87 | ১১ জুলাই ২০১৩ ২২:৩২618379
  • আরে কচদা, আমারো ! কতদিন যে পাঁচালি, ব্রতকথার বই নিয়ে দুপুরে খেতে বসেছি! অবশ্যই একা থাকতুম যখন। মা দেখলে আর দেখতে হত না। সে অবশ্য ভেবে দেখলুম, দাদার উঁচু ক্লাশের ইতিহাস ( আমি বলতুম হিস্টোরি বই) বইগুলোও আমার জন্যে ভাল গপ্পের বই ছিল। যাগ্গে, টই বেলাইন করবো না।
  • cm | 233.233.52.10 | ১১ জুলাই ২০১৩ ২২:৩৪618380
  • কেসির সাহস তো কম না কয় কিনা লক্ষ্মীর পাঁচালি ভাল। আপনার দিনটা গেল।
  • ppn | 190.215.92.143 | ১১ জুলাই ২০১৩ ২২:৩৫618381
  • ঠাকুমার ঝুলি অতি ঝুল লাগত ছোটবেলাতেই। বড় বেশি ভায়োলেন্স, রাজকন্যা-রাজপুত্তুরের ধুর একটা জগত।

    ওর থেকে রুশদেশের উপকথা অনেক ভালো ছিল। আর রায় পরিবারের লোকজনের লেখা।
  • ppn | 190.215.92.143 | ১১ জুলাই ২০১৩ ২২:৩৮618382
  • আর অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড - বড় প্রিয় বই ছিল/আছে/থাকবে।
  • কৃশানু | 213.147.88.10 | ১১ জুলাই ২০১৩ ২২:৪৫618383
  • রায় পরিবারের লোকজনের লেখা-র মধ্যে আমি উকি-র ছেলেদের মহাভারত ও রাখছি। বাকি প্পনদাকে ক। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড অবশ্য বাংলায় পড়েছি। সুনীল গঙ্গ। ফিফটি চিলড্রেন এপিক্স এন্ড ক্লাসিক্স। এইয় মোটা একটা বই। আমি ওটা নিয়ে খেতে বসতাম। বাড়িতে বারণ ছিল না। মামার বাড়ি মাসির বাড়ি গিয়েও বই নিয়ে খেতে বসতাম। সবাই অবাক হয়ে যেত। কেউ কেউ আপত্তি-ও করত। তবে অসুবিধে হয় নি, অন্য কেউ বলত আহা, পড়ছেই তো, পড়তে দাও।
  • C | 161.141.84.239 | ১১ জুলাই ২০১৩ ২২:৪৬618385
  • অরণ্যদেব/ বেতাল ভালো লাগতো। ছবিতে গল্প যে ওরকম হয়, অরণ্যদেব দেখেই বুঝলাম প্রথম। ঃ-)
    ঠাকুর্মার ঝুলি বই হিসাবে পাই নি ছোটোবেলা, মুখে মুখে গপ্পো শুনতাম, সত্যিকার ঠাকুমার মুখে, তবে ঐ ঝুলির গপ্পো না, অন্য গপ্পো, টুয়াই আর সাতভাই এর গপ্পো, নইদার চান এর কুমীর হয়ে যাবার গপ্পো। উপকথা মুখে শোনার থ্রিল আলাদা, চারপাশের আবহটাও গল্প হয়ে ওঠে। ঃ-)
    পরে সেই অরণ্যদেব পড়ানো বন্ধুনির সৌজন্যে রুশদেশের উপকথা পড়া, দারুণ লাগলো। ভাসিলিসা ইভান এদের জগৎ।
    তারপরে নয় দশ বছরে হাতে এলো বঙ্কিম রচনাবলি, সব কটা উপন্যাস তখন সবকটাই দারুণ লাগলো। আর তখন, ভালো লাগতো কৃত্তিবাসী রামায়ণ, ওহ, কত যে কাহিনি। বড়রা রাগ করতো, বলতো "তরে কি রামে পাশ করাবে, বঙ্কিমে পাশ করাবে?"---কিন্তু পড়ার বইয়ের ম্যান্দামারা জগতের চেয়ে অনেক বেশী রঙীন ছিল বঙ্কিমের জগৎ, কৃত্তিবাসের জগৎ। ঃ-)
  • ppn | 190.215.92.143 | ১১ জুলাই ২০১৩ ২২:৪৮618386
  • কী আশ্চর্য! খাওয়ার সময় বই পড়া আমার কবেকার অভ্যাস!!
  • pi | 172.129.44.87 | ১১ জুলাই ২০১৩ ২২:৪৯618388
  • *বই নিয়ে খেতে বসা
  • pi | 172.129.44.87 | ১১ জুলাই ২০১৩ ২২:৪৯618387
  • না না, আমার অন্য বই নিতে বসা নিয়ে কিছু বলতো না , মানে তেমন কিছু বলতো না, কিন্তু ব্রতকথা নিয়ে টেবিলে খেতে বসেছি দেখলে ... ঃ)
  • | 24.97.246.9 | ১১ জুলাই ২০১৩ ২২:৫০618389
  • লীলা মজুমদারের অনুবাদে হ্যান্স অ্যান্ডারসনের গল্পসমগ্র দুটো খন্ড ছিল। কয়েকটা গল্প দারুণ লাগত, কয়েকটা তত ভাল না।

    আচ্ছা যাদের টুনটুনির বই খুব ভাললাগে, তাদের কখনও মনে হয় নি, খামোখা সাত রাণীর নাক কেন কাটাল? কিম্বা বেচারী বাঘের ছানাগুলোকে কেনই বা কেটে ফেলল?
    (এই নিয়ে অবশ্য গুচতে আগেও কথা হয়ে গেছে। ইন্দ্রাণী এলেই বলে দেবে)
  • | 24.97.246.9 | ১১ জুলাই ২০১৩ ২২:৫১618391
  • মানে ধেড়ে বাঘকে কাটলে বুঝতাম। কিন্তু বাচ্চাগুলোকে কেন?
  • ppn | 190.215.92.143 | ১১ জুলাই ২০১৩ ২২:৫১618390
  • উকির ছেলেদের রামায়ণ/মহাভারত ক্লাসিক। আমি বড় হয়েও পড়েছি। পাতার পর পাতা মুখস্থ ছিল।
  • C | 161.141.84.239 | ১১ জুলাই ২০১৩ ২২:৫২618393
  • রামায়ণ বিষয়ে ঐ আপত্তি ছিল অভিভাবকদের, বলতেন, এ বই এভাবে খাটের উপরে রেখে উপুড় হয়ে পড়তে নেই। এ নাকি লাল শালুর উপরে রেখে পদ্মাসনে বসে ভক্তিভরে পড়তে হয়।
    কিন্তু আমি ওদের বললাম, আরে এ তো গল্পের বই হিসাবে পড়ছি, ধর্মগ্রন্থ হিসাবে না। হাজার হোক, কত গল্প তো ওর মধ্যে!
    ঃ-))
  • san | 24.98.127.105 | ১১ জুলাই ২০১৩ ২২:৫২618392
  • অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের চেয়ে আমার আরো বেশি পছন্দের ছিল সিলভি আর ব্রুনো। লুইস ক্যারলেরই। অন্য কারো পছন্দ না ?
    থ্রু দ্য লুকিং গ্লাস ও ভালো , কিন্তু সিলভি ব্রুনো আমার বেস্ট লাগত এবং লাগে।
  • | 24.97.246.9 | ১১ জুলাই ২০১৩ ২২:৫৪618394
  • কৃত্তিবাসি রামায়ণ আর কাশীদাসি মহাভারতে কি সুন্দর সুন্দর ছবি ছিল।
  • lcm | 138.32.84.27 | ১১ জুলাই ২০১৩ ২২:৫৫618397
  • আসলে হ্যারি পটারের সঙ্গে ঠাকুরমার ঝুলির তুলনাটা ঠিক নয়।
    ঠাকুরমার ঝুলির প্রাইমারিলি ছোট বয়েসের জন্যে, ধরো, ৮-এর আগে। হাঁউ-মাঁউ-খাঁউ মানুষের-গন্ধ-পাঁউ, ঠাকুরমার কোলের কাছে বসে শোনা সব গপ্পো। মূলত বাচ্চাদের পড়ে শোনানোর গপ্পো।
    হ্যারি পটার আর এর পরের বয়েসের জন্যে। যদিও ম্যাজিক মেটেরিয়াল ছোট বয়েসেও অ্যাট্রাকাটিভ। কিন্তু গল্পের বই, টেক্স্‌ট বই পড়ে আনন্দ পাওয়ার বয়েসেই বেশী প্রযোজ্য। এখানে যাকে বলে টুইনএজার, বা, প্রি-টিন (৮-১২) - সেই বয়েস থেকে শুরু। এর পরের বয়েসের, মানে টিন-এজার বাচ্চারাও পড়ে, কিন্তু লেট টিন-এজে ক্রেজ কমে আসে।
  • সিনফট | 127.194.238.58 | ১১ জুলাই ২০১৩ ২২:৫৫618396
  • আমারও রাজা গজাদের রুপকথার থেকে সাধারন লোকেদের নিয়ে রুপকথা বেশি ভালো লাগত।
  • lcm | 138.32.84.27 | ১১ জুলাই ২০১৩ ২২:৫৭618399
  • আর, হ্যারি পটার হল উপন্যাস।
    ঠাকুর্মার ঝুলি হল গল্প সংকলন।
  • lcm | 138.32.84.27 | ১১ জুলাই ২০১৩ ২২:৫৭618398
  • আর, হ্যারি পটার হল উপন্যাস।
    ঠাকুর্মার ঝুলি হল গল্প সংকলন।
  • C | 161.141.84.239 | ১১ জুলাই ২০১৩ ২২:৫৯618400
  • আর বর্ষায় তালের বড়া খাওয়ার পরে তালবেতালের উপাখ্যান শুনতাম সবাই, বাবার কাছে। ওটা নাকি ওদের অঞ্চলের মানুষের একধরণের প্রথা, তালবেতালের কাহিনী শোনা তালের বড়া খাওয়ার পরে। সন্ধ্যেবেলা। মুখে মুখে উপকথা শোনার থ্রিল। চারিদিকের ঐ বর্ষাভেজা অন্ধকার, ঐ হু হু হাওয়া---সবই ম্যাজিকের কাজ করতো গল্পটার মধ্যে। ঃ-)
  • T | 24.139.128.15 | ১১ জুলাই ২০১৩ ২৩:০৬618401
  • ঠাকুরমার ঝুলির চরিত্রগুলোকে কি ইচ্ছেকরেই এমন দূর থেকে দেখার মতো করে আঁকা? মানে, রাজপুত্র শিকারে গেল, রাজকন্যে উদ্ধার করল, ফিরে এল, বিয়ে শাদী হ'ল, কোনো খানেই রাজপুত্রের মুখ থেকে টুঁ শব্দটি বেরোল না। আবার কিছু ক্ষেত্রে কথাবার্তা সব কেমন অতিনাটুকে, এমনকি রূপকথার জগতেও যতটুকু র‍্যশনালিটি থাকা উচিত তাও নেই। অতিরিক্ত চেষ্টার ফল কিনা কে জানে? সেদিক দিয়ে টুনটুনি, বেড়াল, বোকা জোলা, ধেড়ে বাঘ, শেয়াল ইত্যাদি সবাই পরিচিত শব্দবাক্যে কথা বলছে। সেই দূরত্ব নেই, ফলে টুনটুনির বই অনেক গ্রহনযোগ্য। এমনটাই মনে হয়েছে।
  • C | 161.141.84.239 | ১১ জুলাই ২০১৩ ২৩:০৭618402
  • এখনো মনে আছে, রাজা মশাই কবিদের খুব কদর করেন আর অনেক টাকাকড়ি দ্যান শুনে চারজন সেই আশায় চললো রাজার কাছে। কিন্তু কবিতা তো একটাও লেখেনি, তাতে কী, মুখে মুখে বানিয়ে নেবে যেতে যেতে।
    প্রথমে ওরা একটা মাঠ পার হতে হতে হতে দ্যাখে উলুক্ষেত ফুলে ভরে আছে, তাই না দেখে প্রথমজনের "কাব্যপ্রেরণা" এলো, সে মুখে মুখে চটজলদি বানিয়ে ফললো, "উলুক্ষেতের ফুলু যেন তুলু থুরুথুরু।" ঃ-)
    পরের জন শাপলা পুকুরের পাশ দিয়ে যেতে যেতে এর সঙ্গে মিল দিয়ে বানিয়ে ফেললো "শাপলার ডাঁটা যেন তাম্রখাড়ু।" ঃ-)
    এসব মুখে মুখে শোনার আনন্দ আর প্রতিক্রিয়া অন্যরকম। ঃ-)
  • kk | 78.47.250.76 | ১১ জুলাই ২০১৩ ২৩:০৮618403
  • দমুদির ১০-৫০ এর পোস্ট, হ্যাঁ কথা হয়েছে তো এই নিয়ে আগে। বার দু তিন হয়েছে। আমি এই টইতেও একবার লিখেছি। দ্রি এই নিয়ে বেশ ভালো বলেছিলেন মনে আছে। বলেছিলেন সব রূপকথাই তো আসলে মানুষের অবদমিত ইচ্ছেকে রূপ দেওয়া। সাধারণ জীবনে যার যত ফ্রাস্টেশন , লোকের ওপর রাগ, হিংসে সেগুলোই ঐ রকম রূপকের আকারে লেখায় বেরিয়ে এসেছে। এক্স্যাকটলি এই কথাগুলোই বলেননি। তবে বক্তব্যটা এইই ছিলো।
  • C | 161.141.84.239 | ১১ জুলাই ২০১৩ ২৩:১৬618404
  • আর, এই রূপকথাগুলোতে সব খুব পরিষ্কার দুই রঙে ভাগ করা, শত্রুপক্ষ আর মিত্রপক্ষ। মাঝে কিছু নেই। শেষে সব সময় "মিত্র"পক্ষ "শত্রু"পক্ষকে একেবারে নিকেশ করে ফ্যালে, ব্যস শান্তি।
    সে সেই রাক্ষস খোক্কস শত্রু হোক বা বাঘ শত্রু হোক, "রাজপুত্তুর" আর তার বন্ধুরা একেবারে ওদের নিকেশ করে ছাড়ে। মানে ওদের মানে শুধু যারা মারামারি করতে এলো, তাদের ই শুধু না, একেবারে সবংশে নিধন করে দেয়!
  • ppn | 190.215.92.143 | ১১ জুলাই ২০১৩ ২৩:১৮618405
  • মীরাক্কেলে সেদিন বলল ঠাকুমার ঝুলি আসলে বড়দের বই।

    কারণ কী? না, ওই যে বলেছে রাজকন্যা ঘুমোচ্ছিলেন আর রাজপুত্র তাকে সোনার কাঠি দিয়ে জাগিয়ে তুললেন।
  • a | 75.204.229.11 | ১১ জুলাই ২০১৩ ২৩:২১618407
  • আমি হ্যা প পড়তে শুরু করি অফিসে। শেষে এমন নেশা হয়ে যায় যে খেতে যাবার সময় দু তিন পাতা প্রিন্ট আউট নিয়ে জেতাম আর খেতে খেতে পড়তাম। জাস্ট একঘর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন