এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হ্যারি পটার vs. ঠাকুমার ঝুলি

    4z
    বইপত্তর | ১০ জুলাই ২০১৩ | ৭৪৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.32.246 | ১১ জুলাই ২০১৩ ২৩:৩২618408
  • প্রথমটা এত ভাল লেগেছিল যে একবার রায়পুর স্টেশনে হ্যা প হিন্দি অনুবাদে কিনে ট্র্নে পড়েছি। এখন কি ? প্রিন্স অফ অজকাজান?
  • hu | 142.248.254.178 | ১১ জুলাই ২০১৩ ২৩:৩৬618409
  • প্রিজনার অফ আজকাবান ঃ)
  • hu | 142.248.254.178 | ১১ জুলাই ২০১৩ ২৩:৩৯618411
  • আমারও লক্ষ্মীর পাঁচালী, বাংলার ব্রতকথা সব ভালো লাগত। বই নিয়ে খেতে বসতে বাড়িতে বারন ছিল না। মাও বই নিয়ে বসত। কিন্তু দিদার বাড়ি গিয়ে সেটি করা যেত না। দিদা বলত বড্ড পাকা হয়েছ আর তারপর বাকি বকুনিটা মা খেত।
  • hu | 142.248.254.178 | ১১ জুলাই ২০১৩ ২৩:৩৯618410
  • আমারও লক্ষ্মীর পাঁচালী, বাংলার ব্রতকথা সব ভালো লাগত। বই নিয়ে খেতে বসতে বাড়িতে বারন ছিল না। মাও বই নিয়ে বসত। কিন্তু দিদার বাড়ি গিয়ে সেটি করা যেত না। দিদা বলত বড্ড পাকা হয়েছ আর তারপর বাকি বকুনিটা মা খেত।
  • hu | 142.248.254.178 | ১১ জুলাই ২০১৩ ২৩:৪৪618412
  • কৃত্তিবাসী রামায়নে বারবার লেখা রামের ঔরসে, ওমুকের ঔরসে, তমুকের ঔরসে। বাবাকে জিজ্ঞেস করলাম ঔরস মানে কি। জানতে চাইল কোথায় পড়েছ। তারপর আর উত্তর দিল না। বইটা অবশ্য নিয়ে নেয় নি।
  • ranjan roy | 24.99.32.246 | ১১ জুলাই ২০১৩ ২৩:৫৮618413
  • হু কে ধন্যযোগ।
    মানে আন্তরিক অচ্ছেদ্দা টা এতটাই যে নামটা পর্য্যন্ত চোখ খুলে দেখিনি। এ পাপের ক্ষমা নেই।
  • C | 161.141.84.239 | ১২ জুলাই ২০১৩ ০০:০১618414
  • "ভরত ও দুষ্মন্তের মিলন" পাঠ্যে ছিল উঁচু ক্লাসে, সেখানে ক্লাসে একবার একজন দিদিমণিকে জিজ্জেস করে ফেলেছিল, "দিদিমণি, ঔরসজাত সন্তান বলছে এখানে, এই ঔরস মানে কী?"
    দিদিমণি অনেক কায়্দা করে জবাব দিয়েছিলেন- পিতার আপন সন্তান, জেনেটিক সন্তান। ঃ-)

    কৃত্তিবাসী রামায়ণে ঔরস ইত্যাদি তো ছিলই, এমনকি বলাৎকার এর কাহিনি অবধি কোথাও কোথাও ছিল(এটা অবশ্য খুব সাংঘাতিক অত্যাচার হিসাবে দেখানো ছিল না, শুধু অভিভাবকদের ভয়ে মেয়েটির অমত, এরকম একটা ব্যাপার ছিল। সেই বয়সে এত বুঝিনি, অনুমান করে নিয়েছিলাম মাত্র)। একেবারে স্বাভাবিক কাহিনির ফ্লো তেই ছিল, যেন কিছুই না। এসব ব্যাপার একেবারে জীবনের আর পাঁচটা ব্যাপারের মতন ছিল মনে হয় সেই সমাজে।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১২ জুলাই ২০১৩ ০৯:২৯618415
  • একটা ভুল হচ্ছে। ঠাকুমার ঝুলি এট অল (এট অল-টা খেয়াল করবেন) আর হ্যারি পটারের তুলনা কিন্তু যারা পটারভক্ত তারা কেউ করতে চায় না, বা করেওনি (ইনিশিয়ালি)। এই তুলনাটা প্রথম টানেন স্বনামধন্য বাংলা সাহিত্যিক কয়েকজন - যে বাঙালীর ছা আজকাল পটার পড়ছে, অথচ সেখানে যা আছে সবই তো ঠাকুমার ঝুলি এট অল-এ পাওয়া যায় ইত্যাদি। বাংলালাইভের সেই সময়কার আর্টিকলের আর্কাইভ মনে হয় আর নেই - নয়তো নবনীতার ডায়েরীর লিঙ্ক দেওয়া যেত। যারা হ্যারি পটার পছন্দ করে, তাদের বেশিরভাগের বক্তব্যটা মনে হয় এইটুকুই যে - না সেসবই ঠাকুমার ঝুলি এট অল-এ আছে - এই কথাটা ভুল। কোনটা ভালো, কোনটা খারাপ এই তর্কটা এখানে আসে না। আর কেউ এই দুটোর মানে বইও লিখছে না।

    এবার কেন লোকজন হ্যারি পটার পছন্দ করেছে - শুধুই আইডেন্টিফাই করতে পেরেছে বলে, নাকি আরো কিছু - সেই নিয়ে মনে হয় অলরেডি থিসিস লেখা হয়ে গেছে। ম্যাঞ্চেস্টারে একবার ম্যাঞ্চেস্টার ইউনির কয়েকটি ছাত্রী, সম্ভবতঃ সোশ্যাল সায়েন্সের, এই নিয়ে দশ মিনিট ধরে গুচ্ছের কোশ্চেন করে একটা সার্ভে ভর্তি করেছিলো, অথচ তখনো হ্যারি পটার পড়িওনি, শুধু সিনেমা দেখেছি।

    তবে আমার মনে হয় আইডেন্টিফাই করাটা একটা বড় কারণ। সেটা হ্যারির বয়সী অনেকের সাথে কথা বলেই মনে হয়েছে - হ্যারির বয়সী মানে ওই জেনারেশনটা যারা পটার সিরিজের বইগুলো বেরনোর সময় ক্লাস ফাইভ-সিক্সে পড়তো।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১২ জুলাই ২০১৩ ০৯:৩০618416
  • আপনারা তক্কো করেন, আমি ততক্ষণ ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুজন মডিউলের ট্রেনিং নিয়ে আসি। কী যন্ত্রণা রে বাপ...
  • ব্যাং | 132.167.122.208 | ১২ জুলাই ২০১৩ ০৯:৩৫618418
  • আইডেন্টিফাই করার কথাই যদি বলেন তাহলে দাদামশায়ের থলে নাকি ঠাকুদ্দার থলে তার গল্পগুলোর সাথে কিন্তু সেই সময়কার বালক-বালিকারা, তাদের জীবনযাত্রা, সামাজিক অবস্থা সব কিছুই দিব্যি আইডেন্টিফাই করার যেত। ঐ একই লেখকের লেখা , ঐ একই সময়ে।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১২ জুলাই ২০১৩ ০৯:৩৭618419
  • হ্যাঁ, এইটা ব্যাং ঠিক কয়েচে। দাদামশায়ের থলে বইটা আমার ঠাকুমার ঝুলির চেয়ে অনেক বেশি ভাল্লাগতো। কে জানে কেন, তখন তো এত আইডেন্টিফিকেশন ইঃ বুঝতাম না...
  • শ্রী সদা | 132.176.98.243 | ১২ জুলাই ২০১৩ ০৯:৫২618420
  • বই এর নামগুলো একটু চিন্তাভাবনা করে দিলেও তো পারতো :)
  • lcm | 34.4.162.218 | ১২ জুলাই ২০১৩ ১০:০১618421
  • অ, এই হল তাহলে এই হ্যাপ-ঠাঝু র তুলনার ব্যাকগ্রাউন্ড।
  • কল্লোল | 125.240.94.206 | ১২ জুলাই ২০১৩ ১০:৫৩618422
  • ধুর। এরা গ্রেসের সাথে ব্রাডম্যানের, ব্রাডম্যানের সাথে ভিভ আর ভিভের সাথে শচীনের তুলনা করে চলেছে। ওটা তাও বা হয়, দিনের শেষে ক্রিকেটই তো।
    ঠাকুমার ঝুলি আদৌ লিখিত বস্তুই না। ও হলো কথকতার একটা ধরন, যা দক্ষিণারঞ্জনবাবু প্রায় ভার্বাটিম লিখে ফেলেছিলেন। এর অনেকটাই পদ্যে, যা মাঝে মাঝে বইটায় এসেছে। বাংলায় যাকে বলে স্ক্রিপটেড ওরাল মিথ।
  • কৃশানু | 177.124.70.1 | ১২ জুলাই ২০১৩ ১১:৪৫618423
  • দয়াময়ীর কথা নিশ্চই অনেকেই পড়েছেন?
  • সিদ্ধার্থ | 233.239.137.73 | ১২ জুলাই ২০১৩ ১১:৪৬618424
  • ঠাকুরদার থলে?????

    মানে????? :ও
  • সিদ্ধার্থ | 233.239.137.73 | ১২ জুলাই ২০১৩ ১১:৫১618425
  • আরেকটা জিনিস কাল ভাবছিলাম। হ্যারি পটারের মত ক্রাইসিস বিল্ডিং খুব কম বইতে হয়েছে। ক্রাইসিস শুধু ভল্ডেমর্ট বনাম হ্যারি নয়। ক্রাইসিসটা হল, ভল্ডেমর্টকে মারতেই হবে, কিন্তু তাতে হ্যারিও বাঁচবে না। কারণ হ্যারির মধ্যেও ভল্ডেমর্ট ঢুকে আছে। বইটাকে জনপ্রিয় করার একটা বড় কারণ এই সাংঘাতিক ক্রাইসিস।

    আমি হ্যারি পটারকে বাচ্চাদের বই হিসেবে দেখতে রাজি নই। এত ডার্ক থীম বাচ্চাদের বইতে হয় না। বাচ্চাদের বইএর মোড়কে এটা একটা রূপক কাহিনী
  • lcm | 118.91.116.131 | ১২ জুলাই ২০১৩ ১১:৫২618426
  • সিদ্ধার্থর লাস্ট প্যারাটার সঙ্গে অনেকটাই সহমত।
  • cb | 99.231.112.83 | ১২ জুলাই ২০১৩ ১২:০৪618427
  • প্লট বলব না, রন্জনদা সহ অনেকেই পড়েন নি এবং পড়তে ইচ্ছুক।

    ধরুন এমন একটা দেশ, যেখানে কোরাপ্ট এবং লবিবাজ লোকে সরকারি প্রশাসনযন্ত্র দখল করে ফেলেছে আর সর্বশক্তি দিয়ে নিজেদের ভেস্টেড ইন্টারেস্টের কাজে লাগাচ্ছে। যারা প্রতিবাদ করার চেষ্টা করছে,সংগে সংগে লেবেলিং করে তাদের কে বিচ্ছিন্ন করা হচ্ছে। মিথ্যা মামলা, প্রোপাগান্ডা , মেন প্রোটাগোনিস্ট দের নামে হুলিয়া বার করা, এথনিক ক্লিনসিং এটসেট্রা।

    নাজিদের কথা মনে পড়িয়ে দেয়। ডার্ক ডেস।
  • সিদ্ধার্থ | 233.239.137.73 | ১২ জুলাই ২০১৩ ১২:১৬618429
  • ভল্ডেমর্ট আসলে নাজি। চেহারার ডেসক্রিপশনটাও মনে হয় ইচ্ছে করেই নর্ডিক-ঘেঁষা।

    উল্টোদিকে হ্যারির সংগীদের মধ্যে মিশ্র-রক্ত/মাডব্লাডের রমরমা। হারমায়োনি আছে। হ্যারি নিজেও তাই। (ইন্টারেস্টিংলি, ভল্ডেমর্ট নিজেও মাডব্লাড )

    আবার অন্যভাবে ভাবলে, ডেথ ইটারদের মধ্যে কোনো কালো মানুষ নেই। অন্য এথনিসিটির কেউ নেই। উল্টোদিকে ছড়াছড়ি। কিংস্লে শ্যাকলবোল্ট কৃষ্ণাংগ, চো চ্যাং চাইনীজ, পার্বতী ভারতীয়, প্রবাবলি নেভিল-ও ইংলিশ না, হিস্পানিক। শেষটা ঠিক শিওর নই। এগুলো তো ইচ্ছে করে নির্মান করেছে রাউলিং।
  • Lama | 213.132.214.156 | ১২ জুলাই ২০১৩ ১২:৩৬618430
  • কিন্তু থলে-টা একটু কেমন যেন। হোয়াই নট বাক্স, ঝুড়ি, ঝোলা, ঝুলি, কিংবা পেটিকা? ঠাকুর্দাদার পোর্টোম্যান্টো হলেও না হয় কথা ছিল। বা তোরঙ্গ।
  • cm | 233.234.250.226 | ১২ জুলাই ২০১৩ ১৩:২৭618431
  • কেন ঠাকুমার ঝুলির আদলে ঠাকুর্দার থলে হলে অসুবিধে কোথায়। ছাতা আর থলে সঙ্গে করে ছোটবেলা অনেক বুড়োকেই দেখেছি।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১২ জুলাই ২০১৩ ১৩:৪৪618432
  • ভল্ডেমর্ট মাগল-বর্ন নয়, মিক্সড ব্লাড - হ্যারির মত। অর্থাৎ পিওর আর্য নয়, বর্ণসংকরের ফসল। হিটলারও পিওর আর্য ছিলো না।
  • | 24.97.177.152 | ১২ জুলাই ২০১৩ ১৭:১১618433
  • সিদ্ধার্থ আর cbর লেখা পড়ে হ্যাপ পড়তে আগ্রহ হল সত্যি সত্যি। সত্যিকারের লেয়ারড থীমের গপ্পো উপন্যাস আমার ভাল্লাগে। এবং এটা বলতে গিয়েই গুরু মার্কেজের কথা মনে এসে গেল।

    যাই হোক এই দুজনকে ধন্যবাদ সত্যিকারের ইন্টারেস্টিং কিছু জিনিষ হাইলাইট করেছেন বলে। পরে হয়ত ভাল নাও লাগতে পারে, তবু অন্তত আগ্রহ তো জাগল।
  • | 24.97.177.152 | ১২ জুলাই ২০১৩ ১৭:১৩618434
  • আর এই অজ্জিত খালি গপ্পো বলে দেয়। অজ্জিতকে ঙ, ঞ ণ ঃ ঁ সব দিয়ে গেলাম।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১২ জুলাই ২০১৩ ১৭:১৫618435
  • আমি কই বল্লুম? বরং সিদ্ধার্থ ক্রাইসিসটা বলে দিয়েই তো সব মাটি করে দিলো!
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১২ জুলাই ২০১৩ ১৭:১৯618436
  • আমি শুধু ভুল টার্মগুলো ঠিক করছিলুম। যেমন মাডব্লাড মানে যার বাপ-মা দুজনেই মাগ্‌ল (মানে নন-ম্যাজিকাল)। সিম্বলিক্যালি দেখলে অনার্য। মিক্সড-ব্লাড মানে বাপ-মা কেউ একজন মাগ্‌ল, মানে বর্ণসংকর। ইঃ।
  • Blank | 180.153.65.102 | ১২ জুলাই ২০১৩ ১৭:৪৩618437
  • হ্যাপ র রিডাররা Bartimaeus ট্রাইলজি পড়ুন। এটাও ম্যাজিকাল - শুধু তিনখানি বই একজন জিনের জবানীতে। প্রচন্ড ডার্ক লেখা - ছোটদের জন্য নয়। কুটনীতি, রাজনীতি আর ম্যাজিকের মিশ্রন।
    এখানে স্কুল কলেজ নয়, ভোট, পার্লামেন্ট এসবের সাথে এগোতে থাকবেন শুধু।
  • Blank | 180.153.65.102 | ১২ জুলাই ২০১৩ ১৭:৪৫618438
  • আর দম দিকে,
    প্রথম খান তিন হ্যারী পটার পড়ে ছেরে দিও না। ওগুলো ছোটদের জন্য বটে বা কিশোরদের জন্য। নানা সমস্যা, হিরোর জিতে যাওয় এই সব আছে। তারপর থেকে ক্রমশ ডার্ক হয়ে আসবে গপ্প। লাস্ট ৩ খানা, স্পেশালি লাস্ট ২ খানা ভয়ানক।
  • Hungarian Horntail | 131.241.218.132 | ১২ জুলাই ২০১৩ ১৮:১৪618440
  • হুঁ, জোনাথন স্ট্রাউড। নামিয়ে রেখেছি, এখনো শুরু করিনি। মাঝে আলেকজান্ডার এসে মনটা অন্যদিকে চলে গেলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন