এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হ্যারি পটার vs. ঠাকুমার ঝুলি

    4z
    বইপত্তর | ১০ জুলাই ২০১৩ | ৭৪৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পটলা | 165.201.35.63 | ১৭ জুলাই ২০১৩ ১৪:০০618475
  • ঃ)
  • jaabihaabi | 116.198.199.38 | ২৩ জুলাই ২০১৩ ১৮:০৬618476
  • বিষয় : ঠাকুমার ঝুলি-প্রিয় গল্প
    বিভাগ : অন্যান্য
    শুরু করেছেন :হাবিজাবি
    IP Address : 132.176.208.82 (*) Date:29 May 2013 -- 11:54 AM

    Name: হাবিজাবি

    IP Address : 132.176.208.82 (*) Date:29 May 2013 -- 12:40 PM

    তা অনেকদিন পর "ঠাকুমার ঝুলি" টা আবিষ্কার করলাম। উঃ... বাচপান কী ইয়াদে :) :) :)
    যেই গল্পটা অল্টাইম ফেভারিট ছিল...এবং সবসময় থাকবে, সেটা আবার আবার আবার থেকে পড়লাম। কী গল্প? "নীলকমল লালকমল"।
    সে এক দেশে ছিল এক রাজা। তার দুই রানী। যেহেতু এটা রুপকথা, রাজা-রানীর ratio টা 1:2 বা তার চেয়ে বেশী হবেই হবে। দুই রানীর মধ্যে একজন কিন্তু মানুষ নয়। মানুষখেকো রাক্ষসী। রাক্ষসী রানীর ছেলের নাম অজিত (হিন্দী ছবির ভিলেনের নাম থাকলেও ইনিই নায়ক) আর ভালমানুষ রানীর ছেলের নাম কুসুম। রাক্ষসীর সঙ্গে মানুষ রাজার সন্তান হয় কীকরে এবং সেটা কী ধরনের জিনিস হয়, বায়লজির বাপেরও সাধ্য নেই যে বঝাবে।
    অজিত-কুসুমের বড় ভাব। একেবারে যেন শোলের অমিতাভ-ধরমেন্দ্র। এই নিয়ে তো রাক্ষুসীর খুব পব্লেন। কারন কুসুম আজিতের "প্রানের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি" হলে কী হয়েছে? রাক্ষসীর কাছে তো সে বেচারা Kentucky Fried Chicken বা করিমসের গুর্দা কালেজি বা গড়িয়াহাটের ফুচকা-চাউমিন ছাড়া কিছু হয়ে উঠতে পারল না। আর এরকম অবস্থায় কোথায় মায়ের সঙ্গ দেবে ব্যাটা অজিত, তা না। সেও ছোট ভাইকে মায়ের dinner এ পরিণত হওয়া থেকে সমানে রক্ষা করে চলেছে। Kids these days, I tells ya! :P
    রানীর এদিকে কুসুমকে ভাজা ফ্রাই করে না খেলে চলছে না। নিজের ছেলেটাও এক নম্বরের গাদ্দার কাহি কা। তো এক নিঝুম রাতে decide করা হল দুটোকেই ধরে খাওয়া যাক।
    আর যাবে কোথায়? হয়ে গেল বদহজম। আর যেহেতু সেকালে পুদিনহারা-টারা কিছু ছিল না, things got more complicated আর রানীর গলা থেকে বেরোয় দুটো ডিম। রানী ডিমগুল পুতে আসে, একটা চাষা সেগুলকে মাটি থেকে রীতিমত excavation করে বের করে then a hell lot of things happen, finally অজিত আর কুসুম, later renamed as নীলকমল আর লালকমল successfully রাক্ষসী রানী আর তার সাঙ্গপাঙ্গদের খালাস করে।

    আপনাদের ফেভারিট রুপকথা কোনটা? আছে নাকী কোনও?

    Name: কিরণমালা

    IP Address : 80.39.185.13 (*) Date:12 Jun 2013 -- 05:49 PM

    অরুণ বরুণ কিরণমালা ছিল সবার থেকে আলদা। শেষ কবে পড়েছি কিরণমালার কথা? রূপ তরাসী, রাক্ষস খোক্কস আর চ্যাং ব্যাংয়ের বাকী কাহিনীগুলো ছিল বড্ড চেনা। ঘুমানোর আগে মায়ের মুখে শুনে শুনে কত আগেই যেন বাসী হয়ে গেছিল খোলসের অবগুন্ঠন ভস্ম করে আকাঙ্খার রাজকুমারকে আবিষ্কার করার রহস্য। তবু, একই উত্তেজনার একই প্রশমন-সুখ পেতাম নিশ্চয়। মনে পড়ছে, নীলকমলের শেখান মাফিক আগের থেকেই কোঁচরে লুকিয়ে রাখা আসল কোড়ই চিবিয়ে লোহার কোড়ই চিবুচ্ছি বলে রাক্ষুসী মা কে ধোঁকা দেওয়ার জায়গাটা থেকে বুঝে ফেলেছিলাম যে আসপাশের পেশীবহুল কালো রংয়ের মানুষের ছেলেরা সব নীলকমল, আর দুর্বল আমি ফর্সা আমি লালকমল। কিন্তু, কত পাথর খসে গেল, কত পাহাড় টলে গেল তবু একবারও পিছু ফিরলনা কিরণমালা। সহস্র কন্ঠ রাজকুমার রাজকুমার বলে ডাকলেও কিরণমালা নির্বিকার, সে তো রাজকুমার নয়, আর খোলস রহস্যতো সে আগেই জেনে ফেলেছে। ঠাকুমার ঝুলি ও অন্য অন্য জীয়ন মরণ রূপকথা হাজার বছর সুখ শান্তি রাজত্বের যে আশ্বাসে শেষ হত, সেখান থেকেই শুরু হয়ে গেছিল আরব্য রজনীর আহার বিহার অবিশ্বাস ও ঘাতকতা। অরুণ বরুণ কিরণমালা যেন এক অস্বস্তির মত জীবন্ত হয়ে ছিল শৈশবের সেই পর্ণোময় পাঠসুখের জগতে।

    Name: দ

    IP Address : 24.96.189.212 (*) Date:12 Jun 2013 -- 10:04 PM

    'পর্ণোময় পাঠসুখের জগতে'??
    খাইসে!

    Name: ম

    IP Address : 60.82.180.165 (*) Date:12 Jun 2013 -- 10:17 PM

    একটা নতুন দিগন্ত খুলে গেল যেন!
    যাই, বইখানা খুলে বসি;)

    Name: kiranmala

    IP Address : 80.39.185.46 (*) Date:13 Jun 2013 -- 12:45 AM

    হ্যাঁ সেরকমই মনে হয়েছে আমার। সেই সময় পড়ার বইয়ের বাইরের পাঠসুখের জগতে খুব জোরালো দিক হিসাবে যা ছিল তাকে পর্ণোময়তা ছাড়া আর কি বলতাম! রাজা প্রাসাদ ছেড়ে যেতেই রানী বাগানে গিয়ে হাততালি দিল এবং সাতজন হাবসী ক্রীতদাস হাজির হলে তাদের সাথে 'আহার বিহারে মত্ত' হল। কোন ক্রীয়া সম্পন্ন হচ্ছে তা খুব কিলিয়ার না হলেও, আরব্য রজনীর গল্প পড়তে শুরু করেই এই সংবাদ আমাকে যে এক নিষিদ্ধ উত্তেজনায় কাঁপিয়েছিল তা আমার স্পস্ট মনে পড়ে। প্রাইমারি স্কুলকে নিশ্চয় শৈশব বলা চলে। এবং সেদিনের পর থেকে ওইসব জীয়ন মরণ রূপকাঠিতে চাঁদমামার রঙীন ছবিগুলোও ঢুকে যাচ্ছিল। নাহ্। আমি সেই পর্বের দুরু দুরু পাঠসুখের ছোঁকছোঁকামো আর বয়সকালের পর্ণোপাঠকে কিছুতেই আলাদা করতে পারছিনা।

    Name: ম

    IP Address : 60.82.180.165 (*) Date:13 Jun 2013 -- 01:02 AM

    আমি স্কুলে একবার প্রাইজে আরব্যরজনী পেয়েছিলাম।মোটকামত একটা বই। ছোটদের বা কিশোর আরব্যরজনী নয়। সে বই অশ্লীলতার দায়েই সম্ভবত মা কোথায় তুলে রেখেছিলো। পরে আর খুঁজে পাই নি। যখন বড় হলাম,আর কখনো আরব্যরজনী পড়তে ইচ্ছে হয় নি।
    তবে নিষিদ্ধ আনন্দ কথাটা ঠিক। দুরুদুরু বক্ষে রেডিওতে আরব্যরজনী শুনতে মনে একটা পুলক জাগতো বটে। সে পুলক সিক্স-সেভেনেও মনের গভীরে কুলকুল করে বইতো;)
  • C | 161.141.84.239 | ২৪ জুলাই ২০১৩ ০১:২৭618477
  • হ্যা প পড়লাম দুটো, প্রিজনার অব আজকাবান আর চেম্বার অব সিক্রেটস।
    খুব অদ্ভুত শোনালেও বলেই ফেলি, কোথায় যেন ষষ্ঠীপদবাবুর প্রথমদিককার পান্ডব গোয়েন্দা সিরিজের সঙ্গে কোথাও একটা মিল পেলাম।
    হ্যা প তে অবশ্য বন্দুক পিস্তলের বদলে ম্যাজিক ওয়ান্ড। ঃ-)
  • ষষ্টীপদ | 24.139.128.15 | ২৪ জুলাই ২০১৩ ০১:৩৫618478
  • যাক, অ্যাদ্দিনে কেউ তবে বুঝলো! আনন্দাশ্রু! আনন্দাশ্রু!
  • tm | 209.48.147.38 | ২৪ জুলাই ২০১৩ ০৫:২৩618479
  • আপনারা কেউ লরা ইঙ্গলস ওয়াইল্ডার এর অটোবায়োগ্রাফিক্যাল 'লিটল হাউজ' সিরিজটা পড়েন নি?
  • Marauder's Map | 131.241.218.132 | ২৪ জুলাই ২০১৩ ০৯:৪৪618480
  • হায় হায়, শেষে ষষ্ঠীপদ আর পান্ডব গোয়েন্দা! এর চেয়ে না পড়লেই তো ভালো হত।
  • b | 135.20.82.164 | ২৪ জুলাই ২০১৩ ১৬:৪৮618481
  • আঁক!
  • 4z | 152.176.84.188 | ২৪ জুলাই ২০১৩ ১৮:০০618482
  • হিঁক!
  • san | 113.21.185.62 | ২৪ জুলাই ২০১৩ ১৮:০১618483
  • ক্ষি ভয়াবহ !!!!!!
  • C | 161.141.84.239 | ২৫ জুলাই ২০১৩ ২২:৫২618485
  • আহা, আহা, সবে তো কাঁচা পীরিত এখনো, হ্যা প য়ের পরের গুলো পড়ে দেখি, হাফ ব্লাড প্রিন্স, ডেথলি হ্যালোজ--- এই দুটো পড়িনি তো এখনো। ঃ-)
  • Marauder's Map | 131.241.218.132 | ২৬ জুলাই ২০১৩ ১১:১৪618486
  • সিকোয়েন্সটা আগে দেওয়া আছে। তার একটুও এদিক ওদিক হলে গপ্পোটা পুরো গুবলেট হয়ে যাবে।
  • sosen | 218.107.178.181 | ২৬ জুলাই ২০১৩ ১১:১৭618487
  • ষষ্ঠীপদ ??????
  • | 24.97.142.211 | ০৭ আগস্ট ২০১৩ ১০:২৫618488
  • যাগ্গে আমি আড়াইখান পড়ে ফেললাম। ল-অ-র'র মত বোর হয়ে মাঝপথে ছেড়ে দিতে হয় নি বটে, অত্যন্ত খেটেখুটে লেখা, খুব সুখপাঠ্য মুচমুচে সন্দেহ নেই ......... কিন্তু ........ কিন্তু ট্যানের কথায় কিছুটা সত৫য় আছে। ঠিক ষষ্ঠীপদ না হলেও ঐ 'কোথা হইতে কি হইয়া গেল বোঝা গেল না' ব্যপারটা বিলক্ষণ আছে। খুব জটিল সমস্যায় পড়লেই 'ম্যাজিক্যালি' কিছু একটা ঘটে যায়।
  • sosen | 218.107.178.181 | ০৭ আগস্ট ২০১৩ ১০:৩৭618489
  • ম্যাজিকের লজিক বুঝতে হবে!
  • Avada Kedavra | 24.96.72.46 | ০৭ আগস্ট ২০১৩ ১০:৪২618490
  • কী ঘটিয়া যায় আর কেন ঘটিয়া যায় উহাজ জন্য সপ্তম খন্ড অবধি অপেক্ষা করিতে হইবে।
  • phutki | 131.241.146.122 | ০৭ আগস্ট ২০১৩ ১০:৪৩618491
  • আম্মো আড়াই খানায় এখন। মোট্টেও বিশাল কিছু লাগল নাতো! আর আমারও শীর্ষেন্দুর কথাই মনে হচ্ছিল। প্রিজমের অংক কষে গড়ভুতুয়ার কাছে যাওয়া আর রনের দাবা খেলে দরজা খোলানোয় ক্ষি মিল ক্ষি মিল!
    তবে পড়ে নেব বইগুলো। তেমন কিছু নয় বলার জন্যও তো পড়তে হবে।
  • | 24.97.142.211 | ০৭ আগস্ট ২০১৩ ১০:৪৭618492
  • এই অভ্র-কীবোর্ড সামনে গাজর ঝুলাচ্ছে। :-( দাঁড়াও তিন নং শেষ করে ডালরিম পলের নতুন বইখান মাঝখানে পড়ে নেব।
    তাপ্পর দেখা যাবে।
  • | 24.97.209.22 | ০৭ আগস্ট ২০১৩ ১৩:৪১618493
  • নাঃ শীর্ষেন্দুর সাথে তুলনায় একমত নই। শীর্ষেন্দু যেগুলো লিখেছেন সেগুলো খাপছাড়া, কন্টিন্যুইটি তেমন নেই,। রামরাহা যেমন বেশ কিছু বইয়ে আছে, কিন্তু টানা পরের পর উপন্যাস লিখে যাওয়ার এবং জমিয়ে দেওয়ার জন্য যে ধক লাগে সেইটা শীর্ষেন্দুর মধ্যে দেখিনি। ১ এর পর ২ আর তার পর ৩ ধরতে খুব উলুতপ্লুত না হলেও বোর হয়েও যাইনি। আর শীর্ষেন্দু কল্পবিজ্ঞান লেখার চেষ্টা করতেন। ইনি খোলাখুলি যাদুবিদ্যা। ঝাঁটআয় চড়ে খেলতে হবে এমন একটা খেলা পুরো উদ্ভাবন রুল টুল সমেত আর সেটাকে পরের পর চালিয়ে যাওয়া --- এ জিনিষ আগে কেউ কনসেপচ্যুলাইজ করে নি বলেই লোকের এত বেশী ভাল্লেগেছে মনে হয়।
  • Avada Kedavra | 131.241.218.132 | ০৭ আগস্ট ২০১৩ ১৩:৫১618494
  • একটা জিনিস বলে যাই - কী হচ্ছে, কেন হচ্ছে - যেমন ভল্ডেমর্ট আশেপাশে থাকলে হ্যারির ওই scar-টা কেন জ্বালা দেয়, সবেরই কারণ আছে। প্রত্যেকটা ঘটনা একে অন্যের সাথে লিঙ্কড, আর সেই লিঙ্কের জট খোলা শুরু হবে অর্ডার অফ দ্য ফিনিক্সের শেষ থেকে। তবে তারপরেও ফের পাকাবে। শেষ অবধি না পড়ে উপায় নেই।
  • Avada Kedavra | 131.241.218.132 | ০৭ আগস্ট ২০১৩ ১৩:৫৩618496
  • ওই যে ডায়েরীটা - যেটা হ্যারি নষ্ট করলো - দুই নং বইয়ে - সেটা ফেলে দেবেন না কিন্তু। ব্যাসিলিস্কটাকেও ভুলে যাবেন না।
  • phutki | 131.241.146.122 | ০৭ আগস্ট ২০১৩ ১৩:৫৬618497
  • নিঃসন্দেহে দমদি। রাউলিং-এর লেখার কন্সিস্টেন্সি শীর্ষেন্দু তে নেই।
    অসীম ধৈর্য্য নিয়ে লিখেছেন। কিন্তু আমার এখনো "দারুণ তো" টাইপ মনে হচ্চে না। :(
  • | 24.97.209.22 | ০৭ আগস্ট ২০১৩ ১৩:৫৬618498
  • সেকি ব্যাসিলিস্কটা মরে নি?? :-O
    যাগ্গে মরুগ্গে, পড়ি আর না পড়ি আর বলে দিও না বাপু।
  • phutki | 131.241.146.122 | ০৭ আগস্ট ২০১৩ ১৩:৫৭618499
  • অজ্জিতদা কে আজকাবানে পাঠিয়ে দেওয়া হোক। সবই বলে দেবে নইলে।
  • Blank | 180.153.65.102 | ০৭ আগস্ট ২০১৩ ১৪:০৪618500
  • নানা অজ্জিত দা কিছু বলে নি। কিন্তু আগে এগুলো শেষ করে ফেলো তারপর আফগান রাজা পড়ো। একসময় গিয়ে দেখবে সব মিলে গেছে।
  • | 24.97.209.22 | ০৭ আগস্ট ২০১৩ ১৪:০৭618501
  • হুঁ আমিও এখনও উলুতপ্লুত হতে পারছি না। কিন্তু যা দেখছি এরা মনে হয় পুরো সিরিজটাই পড়িয়েও ছাড়াবে আর আমি সম্ভবতঃ তাপ্পর পোবন্ধও লিখে ফেলব। :-(
  • kk | 78.47.250.76 | ০৭ আগস্ট ২০১৩ ১৯:৫৭618502
  • পুরো সিরিজ না পড়লে তো বোঝা যাবেই না। অরিজিৎ তো ঠিকই বলেছে।
  • Norwegian Ridgeback | 131.241.218.132 | ০৮ আগস্ট ২০১৩ ১০:১৩618503
  • সেটাই কে কাকে বোঝায়। আরে বাবা, হ্যারি সেই যে চিড়িয়াখানায় গেলো, আর সেখানে একটা সাপের সঙ্গে কথা বল্ল - সেইটাও দেখবেন একটা ইম্পরট্যান্ট পয়েন্ট;-)
  • sosen | 218.107.178.181 | ০৮ আগস্ট ২০১৩ ১০:১৫618504
  • ও অজ্জিত্বাউ ," উজ্জেতিত" হয়ে পুরো গল্পটাই বলে দিচ্চেন যে , থামেন -----
  • Norwegian Ridgeback | 131.241.218.132 | ০৮ আগস্ট ২০১৩ ১০:১৬618505
  • কিছু বলিনি তো, শুধু বল্লাম যে কিছুই ফেলা যাবে না।
  • Az | 161.141.84.239 | ১০ আগস্ট ২০১৩ ০৪:৩২618507
  • যত পড়ছি ততই প্রলম্বিত ষষ্ঠীপদ মনে হচ্ছে, পরেরদিকের গুলোতে খানিক খানিক মনসুন ওয়েডিং ফ্লেভার ঢুকে গেছে, প্রথমদিকের গুলোতে যেমন কিশোর কিশোরীর সাহসী অ্যাডভেঞ্চার এর উপরেই জোর ছিল, পরেরদিকেরগুলোতে পুর্বরাগ বিয়ে টিয়ে এসব এসে গিয়ে ব্যাপার দীর্ঘ করে ফেলেছে। কোথাও কোথাও লেখা অনাবশ্যক লম্বা, একই কথা একই ধরনের ঘটনা ঘুরিয়ে ঘুরিয়ে নতুন নতুন চ্যাপটারে বলে গেছে।
    এখনো শেষ দুটো বই পড়িনি। ঐ দুটোই বাকী আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন