এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 118.22.231.245 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৩618906
  • রোবু সেকালের বাঘা বাঘা ফেকদের প্রোফাইল দেখে নাই।
  • রোবু | 177.124.70.1 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৪618907
  • তা বটে। কিন্তু কেউ এত খাটনি করবে লোককে আনন্দ দেওয়ার জন্য, এটা ভাবতেই কেমন লাগে :-)
  • jhumjhumi | 127.194.237.99 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৪618908
  • রোবু কি কিশানু ? আর এগুলো কি? কে লিকেচে? বাবা গো ও ও ও মাথাটা ঝিমঝিম কচ্চে ! অ্যাদ্দিন পর গুরু খুললাম, তারপর এই !
  • aka | 80.193.130.11 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৪618909
  • আরে লিটনের গপ্পোটা বেশ হয়েছে। এটা আমার ছেলেবেলার অ্যাম্বিশন ছিল সিক্রেট এজেন্ট হব।
  • rabaahuta | 172.136.192.1 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:০০618910
  • চমৎকার গল্প তো।

    আমার খুব বেশী ভালো লাগে নি, কিন্তু অফিস কাচারীতে অনেকে বলে শুনি 'চ্যালেঞ্জ' নিতে ভালো লাগে, তাদের নিশ্চই ভালো লাগবে। রোবু, সেই যে একটি ছেলের চাকরীর ইন্টারভিউ ছিল বলে তার মা ভোর চারটে না পাঁচটায় তাকে ডাকতে গেল, ঐ গল্পটাও দিও কিন্তু।
    একটা মর্মপীড়ের মহিমা টাইপের কিছু লেখা দরকার, অনেকদিন ধরে পারছিনা। এই লেখককে একটু ভক্তিমার্গে নিয়ে আসতে পারলে বোধয় সম্ভাবনা ছিল।

    আর আমার কেমন যেন মনে হচ্ছে লিটন আসলে ওর বাবাকে ঢপ দিয়েছে।
  • রোবু | 213.147.88.10 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৬618911
  • রোবুকে ঠিকই চিনেছ ঝুমঝুমিদি :-)
    হুতোদা, ইন্টারভিউ এর গল্পটা মনে পড়ছে না, এই একই ব্যক্তির লেখা?
  • rabaahuta | 172.136.192.1 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৮618912
  • ইন্টারভিউর গল্প কোনটা? সে যে মা বাবা মদ খাওয়াতো বলে একটা ছেলে মিথ্যেবাদী হয়ে গেল আর রেজাল্ট খারাপ করে চাকরী পেলনা? ঐ গল্পেই তো মা ভোরবেলা ডাকতে যায়, আর কোন গল্প তো পড়িনি :-|
  • শ্রী সদা | 24.99.145.19 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:০০618913
  • বেংলিশে লেখা হওয়ার জন্যে আমার সুচিন্তিত মতামত এবং সমালোচনা আপনারা মিস করলেন।
  • Atoz | 161.141.84.239 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৮618914
  • ঐ প্রথম পাটিগণিত গল্পোটা পড়লাম। আরে বাংলা হরফে দিন, নইলে এফেক্ট কমে যায়। এমন একটা দারুণ জিনিস-- ও ও ওরে বাবা, হা হা হি হি
    কী আর বলবো। ঃ-)
    রোবু, এসব যিনি লেখেন তিনি কি ইয়ে মানে খুবই তরুণ? এই ষোলো সতেরো বয়স?
  • kabya | 59.249.80.64 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২618916
  • রাহুল পড়েই ক্লান্ত। লিটন আর পড়া হলো না।
  • রোবু | 213.147.88.10 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:২০618917
  • ইনি পঁচিশ এবং সেটাই সবচেয়ে আশ্চর্যের।
  • Atoz | 161.141.84.239 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৮618918
  • এনার যদি সত্যি সত্যি লেখার ইচ্ছে থাকে তবে তো আগে কোনো কোর্স টোর্স করে নেওয়া উচিত, এমনি সাধারণ বক্তব্য রাখার বাংলাতেও তো মনে হয় সচ্ছন্দ নন। আরে ভাষাটা তো আগে জানতে হবে গল্প লিখতে গেলে!!!!
  • রোবু | 213.147.88.10 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৩618919
  • ওহো, হুতোদা, ঐ গল্প তো আমি পড়িনি :-(
    তা তুমি কোথায় পড়লে? ফেবুগুরুতেই?
  • rabaahuta | 172.136.192.1 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৮618920
  • হ্যাঁ, ওখানেই পড়েছিঃ) খুব সম্ভবত ফেবুগুরুতে এই লেখকের ওটা প্রথম গল্প ছিল।
  • রোবু | 213.147.88.10 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৬618921
  • না, প্রথম গল্পে কিছুতেই সৎ পথে চাকরি না পেয়ে সুইসাইডের ইচ্ছা। কিন্তু ওষুধ কিনতে না পারায়, লাইনে গলা দিতে সাহস না হওয়ায় ভোট বানচালের চেষ্টা, যাতে পুলিশ ওকে মেরে ফ্যালে। পুলিশ মেরে ফেলেই পকেটে হাত দিয়ে দেখল, লেখা আছে "আমাদের চাকরি-বাকরির ব্যাবস্থা করো"।

    দ্বিতীয় গল্পে একটি ছেলে, সাধারণ ঘরের। একটি মেয়ের সাথে ভাব ভালোবাসা। মেয়েটি বড়লোক। ছেলেটি গরীব বলে মেয়েটি অন্য বয়ফ্রেন্ড জোটায়। সে জদুপুরে কম্পাঃ লিটাঃ পড়ত। নতুন বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে থাকতে শুরে করে, নিউ আলিপুরে। পশ এরিয়া। সেখানকার কিছু ছেলে মেয়েটিকে রেপ করে। তখন প্রথম ছেলেটি খুব সাহায্য করে। ওদের মফস্বল পাড়ার লোকজনও খুব সাহায্য করে। রেপড মেয়েটিকে নিউ আলিপুরের বয়ফ্রেন্ড বে করবে না বলে, তখন প্রথম ছেলেটি বে করে।
    তাহলে তুমি যেটা পড়েছ, সেটা আরো পরের।
  • rabaahuta | 172.136.192.1 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০০618922
  • ও আচ্ছা- কিছু নতুন পাঠকের প্রতিক্রিয়া পড়ে ভেবেছিলাম ওটাই বোধয় প্রথম।

    আমি একটা জিনিস ভাবছিলাম। এই গল্প গুলির সঙ্কলন করে যদি চূড়ান্ত ভালো প্যাকেজিং, অভাবনীয় লেভেলের মার্কেটিং, অত্যন্ত শস্তা দামের বই করে বিক্রী করা হয় তাহলে কি হবেঃ) আমার কোটি কোটি এক্সট্রা টাকা থাকলে এরকম একটা এক্সপেরিমেন্ট আমি অবশ্যই করতাম।
  • Atoz | 161.141.84.239 | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৪618923
  • বিষয়বস্তুগুলো আর থীমগুলো কিন্তু উড়িয়ে দেবার মতন না। শুধু লেখাগুলো হয়ে যাচ্ছে কাঠ-কাঠ আর কাঠামো কাঠামো। উপরে মাটি রঙ কাপড় গয়না ইত্যাদি না জুড়লে কী করে হবে?
    নইলে এই একই ধরনের বিষয়বস্তু নিয়ে লিখেটিখে নাম কামিয়ে গেছেন কেউ কেউ।
  • শঙ্খ | 169.53.110.140 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৮618924
  • এই নিন, পপুলার ডিমান্ডে এই গল্প পড়তে পড়তে অনুবাদও করে দিলুম। জাস্ট বাংলিশ থেকে বাংলা। প্রতি শব্দের পরে 'তে' ওটি অরিজিনালেই আছে। এবং ইংরেজি শব্দগুলিও। ঐভাবেই পড়ে বেশি মজা।

    -----------

    রাহুল এর পিসি'র ছেলে অঙ্কিত।
    রাহুল এর থেকে অঙ্কিত ৩ ইয়ার্স সিনিয়ার।
    অঙ্কিত এর বাবা একটা ফরেন ব্যাংক এর কলকাতা ব্র্যাঞ্চ এর ম্যানেজার।
    রাহুল এর বাবা সামান্য একটা জব করে।
    রাহুল ছোটো থেকে স্ট্রাগল করে বড় হয়েছে। অন্য দিকে তে, অঙ্কিত ছোটো থেকে খুবই আদরে তে মানুষ হয়েছে।
    বাট তাদের রিলেশান এর মধ্যে কোনো বর্ডার লাইন ছিলো না। খুব ভালো রিলেশান ছিলো ওদের।
    রাহুল যখন ক্লাস ৫ তে তখন অঙ্কিত ক্লাস ৮ তে। অ্যান্ড অঙ্কিত ক্লাস ৮ থেকে ৯ তে উঠে ২ বার ফেল করে, অ্যান্ড তখন তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়, অ্যান্ড অন্য স্কুল তে নিয়ে যাওয়া হয়। সেখানেও অঙ্কিত, ক্লাস ৯ তে একবার ফেল করে। তখন রাহুল অ্যান্ড অঙ্কিত সেম ক্লাস। বাট এত কিছু হওয়া সত্তেও অঙ্কিত লালু-ভুলু হয়েই মানুষ হচ্ছে, অন্য দিকে তে, রাহুল কে সকাল ৫ টায় উঠে ঝড়-জল-বৃষ্টি তেও নিউজপেপার সেল করতে হচ্ছে।
    মাধ্যমিক এগজাম তে রাহুল সব সাবজেক্ট তে লেটার পেয়ে, ৯১% নাম্বার পেলো। বাট অন্য দিকে তে অঙ্কিত, ৪৮% নাম্বার পেলো।
    অঙ্কিত এর বাবা যেহেতু রিচ ম্যান, তাই অনেক টাকা ঘুষ দিয়ে একটা ভালো স্কুল তে, কমার্স নিয়ে ছেলে কে ভর্তি করলো। অ্যান্ড সেই স্কুল তেই রাহুল পিয়োর সায়েন্স উইথ অ্যাডিশনাল স্ট্যাটিসটিক্স নিয়ে ভর্তি হলো।
    অ্যান্ড তখন থেকেই অঙ্কিত অ্যান্ড রাহুল এর ফ্যামিলি এর মধ্যে একটা রেস চলে এলো। অঙ্কিত এর ফ্যামিলি রাহুল এর বাবা অ্যান্ড মা কে বলে দিল "তাদের সঙ্গে র কোন রিলেশান ওদের থাকবে না"। রাহুল রা অনেক ট্রাই করেছিলো, রিলেশান কন্টিনিউ করার জন্য বাট অঙ্কিত এর ফ্যামিলি এর থেকে চূড়ান্ত অপমানিত হয়েছিলো তারা।
    রাহুল এইচএস তে ৯২% নাম্বার নিয়ে পাশ করল। অ্যান্ড শহর এর সব থেকে ভালো কলেজ তে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হলো। অ্যান্ড অঙ্কিত যেন-তেন ভাবে পাস করেছে।
    বাট তা সত্ত্বেও, অঙ্কিত লাইফ তে এনজয় করে কাটাছে। অঙ্কিত একটা সামান্য কলেজ তে কমার্স পাস নিয়ে ভর্তি হয়েছে। রয়্যাল এনফিল্ড গাড়ি কিনেছে। দিন রাত ঘুরে বেড়াচ্ছে।
    অ্যান্ড রাহুল এর সঙ্গে দেখা হলে, অঙ্কিত যা-তা ভাবে অপমান করত রাহুল কে। বাট অঙ্কিত যেহেতু একজন ফ্যামিলি মেম্বার, তাই রাহুল কিছু বলত না।
    অঙ্কিত নিজে এর রিচ ম্যান দের ফ্রেন্ড সার্কল তে বলে বেড়াচ্ছে, রাহুল এর ব্যাপারে তে অনেক ফলস কথা, অ্যান্ড রাহুল এর ফ্যামিলি এর নামে তে যা তা ফলস কথা। অ্যান্ড এমন একটা টাইম আসল, যখন অঙ্কিত রাহুল কে নিজের ভাই বলে পরিচয় দিতে লজ্জা পেত। তার ওনলি কারণ, রাহুল অনেক এগিয়ে যাচ্ছে অঙ্কিত এর থেকে।
    অঙ্কিত এর ফ্যামিলি রিচ ম্যান, তাই অঙ্কিত এর ফ্রেন্ড এর অভাব নেই, অঙ্কিত এর অনেক গার্ল ফ্রেন্ড -ও আছে। তার মধ্যে এক্জন গার্ল ফ্রেন্ড আবার কমন ফ্রেন্ড অফ রাহুল, নাম তার বৈশাখী।
    রাহুল বৈশাখীকে ভালোবাসত, বাট রাহুল এর যেহেতু টাকা নেই, তাই রাহুল কখনও প্রোপোজ করেনি বৈশাখীকে, অ্যান্ড বৈশাখী-ও রাহুল কে ইম্পর্ট্যান্ট না দিয়ে অঙ্কিত কে বেশি ইম্পর্ট্যান্ট দিত। একটা টাইম তে বৈশাখী রাহুল এর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
    রাহুল গ্র্যাজুয়েশান তে হেভি নাম্বার করে JAM এগজাম দিয়ে IIT কানপুর তে ফিজিক্স তে M.Sc করতে ঢুকল। সেখানে অঙ্কিত গ্র্যাড পাস হবার পর প্রাইভেট MBA কলেজ তে ভর্তি হল।
    অঙ্কিত প্রেম + MBA করে যাচ্ছে। সঙ্গে এনজয় ফ্রী। অঙ্কিত, মোটামুটি এনগেজড হয়েছে বৈশাখী এর সঙ্গে। অ্যান্ড রাহুল নিজে এর ফ্যামিলি এর কথা ভেবে চূড়ান্ত পড়াশোনা করে যাচ্ছে। দারুন ভাবে মাস্টার ডিগ্রী তে নাম্বার করে, IISc তে গেলো ডক্টরেট করতে।
    অঙ্কিত এর বাবা রিটায়ার্ড হয়ে গেছেন।
    অঙ্কিত মার্কেটিং নিয়ে MBA পাস করে, একটা কোম্পানি তে সেলস তে ঢুকেছে। বাট এত টার্গেট জব। অঙ্কিত তার এনজয়মেন্ট এর লাইফ টা কোথা-ও যেন হারিয়ে ফেলল। সব বন্ধু রা এই দিক, ঐ দিকে হয়ে গেল। অঙ্কিত বৈশাখী কে টাইম দিতে পারছে ন। ওদের মধ্যে রোজ ঝগড়া অশান্তি হচ্ছে। অঙ্কিত নিজে-ও নিজের জব নিয়ে স্যাটিসফায়েড নয়।
    একদিন বৈশাখী TV তে খবর দেখছে। হঠাত দেখতে পেল UPSC civil service এর হিস্ট্রি তে এই 1st কোন বেঙ্গলি 1st হয়েছে অ্যান্ড রেকর্ড নাম্বার পেয়েছে, অ্যান্ড সেটা হল রাহুল, তখন রাহুল এর ইন্টারভিউ দেখাচ্ছে। অ্যান্ড রাহুল এর সঙ্গে দেখা যাচ্ছে রাহুলের বাবা অ্যান্ড মা কেও।
    বৈশাখী সেটা দেখে লাফিয়ে উঠ্ল। রাহুল এর সঙ্গে তার পুরোন দিনের কথা তার মনে পড়ে গেল।
    তখন বৈশাখী দৌড়াতে দৌড়াতে রাহুল এর বাড়ি গেল। রাহুল কে কনগ্র্যাটস জানাল। অ্যান্ড রাহুল কে বিয়ে করতে বলল। রাহুল বৈশাখী এর কথা শুনে দারুণ শকড অ্যান্ড একসাইটমেন্ট।
    রাহুল এর সঙ্গে এনগেজড এর কথা টা, বৈশাখী অঙ্কিত কে জানাল থ্রু MSG।
    অঙ্কিত, বৈশাখীর ৩ পেজ এর পাঠানো MSG টা পড়ে, তার বাবার ড্রয়ার এর কাছে গেল। ড্রয়ার তে থাকা লাইসেন্সড গান টা দিয়ে অঙ্কিত নিজে কে শেষ করে দিল।
  • siki | 127.213.244.132 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:০০618925
  • স্মেলিং সল্ট আছে কারুর কাছে?

    [পুনরায় পতন এবং মুর্চ্ছা]
  • Atoz | 161.141.84.239 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৭618927
  • হুতো বা টি বা সোসেন আর আরো যারা কার্টুন আঁকায় দক্ষ, তাঁদের মধ্যে কেউ এই বৈশাখীর দৌড়াতে দৌড়াতে রাহুলের বাড়ী গিয়ে পড়ার ছবি আঁকুন প্লীজ। তার উপর আবার গিয়েই---
    "রাহুল কে কনগ্র্যাটস জানাল। অ্যান্ড রাহুল কে বিয়ে করতে বলল। রাহুল বৈশাখী এর কথা শুনে দারুণ শকড অ্যান্ড একসাইটমেন্ট।"---এইটার কার্টুন কীরকম হবে কেউ সেটা একটা ট্রাই নিতে পারেন?
    ঃ-)))
    সত্যি, এরকম গল্প সেই বাচ্চারা গল্প বলা শেখার সময় "তারপরে তো বাঘটা দৌড়াতে দৌড়াতে শেয়ালের বাড়ী ---"

    এ গল্প নয়, এ রীতিমতন একটা নতুন ব্যাপার!!!!

    ও হি হি হি ঃ-))))) হা হা গড়াগড়ি দিয়ে উঠলাম। ঃ-))))
  • anandaB | 154.160.130.16 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০০618928
  • টু গুড, বহুদিন এরকম গল্প পড়া হয় নি। একদম পরিস্কার জলের মত সহজ লেখা, কোথাও একটুও থামতে হলো না, মনে হল যেন একটাই বাক্য পড়ছি
    ইংরেজি শব্দ গুলো আর ওই 'তো' ব্যাপার টা না থাকলে মনে হত "পুওর ম্যানস" রমানাথ রায়-এর লেখা পড়ছি
  • anandaB | 154.160.130.16 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০১618929
  • সরি 'তো' নয় 'তে' হবে
  • netai | 132.177.230.243 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১০618930
  • গল্পটি পড়ে আমি আমার ড্রয়ার খুলে দেখলাম লাইসেন্সড গান নেই। অ্যান্ড গান নেই বলে কিছু করতে পারলাম না। বাট কি আর করা যাবে। ঘুমিয়ে পড়ি।
  • siki | 127.213.244.132 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৯618931
  • সেই ভালো। কবি বলেছেন, যার গান নেই, তার জানও নেই।
  • siki | 127.213.244.132 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১২618932
  • লিটনটা এখনও পড়া হয় নাই। ওটা কেউ বাংলা করে দেবে?
  • cm | 127.99.83.162 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৪618933
  • রাহুল এবং লিটন দুটি গপ্পৈ পড়লুম এবং মুগ্ধ। অনর্থক বাহুল্য বর্জিত দুখানি নির্মেদ গপ্পো শুধুমাত্র সেই সব পাঠকের জন্য যারা খালি বলে তারপর।
  • + | 213.110.246.25 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৫618934
  • থ্যাংকু শঙ্খদা, কাল থেকে পড়ে উঠতে পারিনি, আজ পড়লাম।

    এবার পরের গল্পটা?
    জাস্ট না পড়ে থাকা যাচ্ছেনা
  • রোবু | 213.147.88.10 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১২:০২618935
  • বলিনি বলিনি?
  • Bhagidaar | 218.107.178.181 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৩618936
  • এত সাবধানবাণী, এত সতর্কিকরন, এবং ৪ লাইন পরেই বোঝা যাচ্ছে কি বস্তু, তাও কিন্তু সবাই (মাইসেলফ ইন্ক্লুদেদ ) porchhe
  • kumu | 133.63.112.142 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪১618938
  • এই গল্পই বড় (!!) লেখকরা মশলা দিয়ে রেঁধে দেবে আর সবাই পয়সা দে কিনে পড়বে, নাকেজ্জলেচোকেজ্জলে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন