এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | 125.242.58.119 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৯618939
  • ক্কি ভালো গল্প।
    হুতোদা পরেরটা অনুবাদ করে দিন্না। প্লিজ।
    এই রোবু, খালি অকাজ না করে এই গল্পগুলো সুন্দর বাংলা হরফে লিখে দে।
  • sosen | 125.242.58.119 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫২618940
  • আর স্ট্যাট, এখেনে-ও!
  • শ্রী সদা | 24.96.95.146 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৩618941
  • কুমুদি কে ক দিলাম ঃ) বেচারা অত হ্যাজাতে না পেরে যা ভেবেছে সেটাই সরল মনে লিখে দিয়েছে, আর গুরু র ৫% রা সেই নিয়ে খিল্লি করছে ঃ)
  • b | 135.20.82.166 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৫618942
  • দারুণ গল্প। যেমন ইংরিজি, তেমনি ঝরঝরে বাংলা। এরকম সুনিশ্চিত গাণিতিক মডেলের লেখা বিনয় মজুমদারের পরে এই প্রথম পড়ছি। শুধু অভিযোগঃ বাংলা করতে গিয়ে মূলানুগ থাকুন, অঙ্কিত নিজেকে শাস করেছে, শেষ করেনি।
  • cm | 127.99.83.162 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪১618943
  • সাহস করে যে নামটি আমি করিনি আপনি করে ফেললেন। এইবার একখান তুলকালাম আলোচনা শুরু হল বলে।
  • শঙ্খ | 151.0.9.76 | ২১ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫২618944
  • অ্যান্ড পরেরটাও ট্রানশ্লেট করে দিচ্ছি। বাট সাম টাইম লাগবে। আর ইসে, রোবুকে থ্যাংকস অ্যান্ড একসাইটমেন্ট!!
  • শঙ্খ | 151.0.9.76 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৪618945
  • লিটন ক্লাস ১০ পাস করে। সায়েন্স নিয়ে স্কুল তে ভর্তি হয়েছে।
    লিটন এর আগে এর ছেলে রা যখন প্রেম করতে বিজি। লিটন পুরো উল্টো। লিটন এর এক গাদা ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে ক্লাব তে ক্যারম নয়তো চেস নয়তো ফুটবল খেলে বেড়ায়।
    লিটন, প্রেম অ্যান্ড মেয়ে বাজি বাদ দিয়ে সব কিছু-ই করে।
    লিটন কেমিস্ট্রি সাবজেক্ট টা একটুও ভালো লাগে না।
    মান্থ এর ২ দিন কেমিস্ট্রি টিউশান তে যায়, বাকি দিন গুলো খেলা ধুলো, আড্ডা এই সব নিয়ে বিজি থাকে।
    একদিন কেমিস্ট্রি স্যার এর ব্যাচ তে স্যার এগজাম নেবে। সবাই কে আসতে বলা হয়েছে।
    সবাই এগজাম দিতে গেছে, বাট লিটন সেদিন এগজাম না দিয়ে গঙ্গা এর ঘাটে একা একা বসে আছে। তখন রাত ৭ টা বাজে। হঠাৎ কিছু ক্ষণ পর, তার পাশে তে একজন ভ্যাগাবন্ড এসে বসল। অ্যান্ড কিছু ক্ষণ পর, সেই ভ্যাগাবন্ড টা লিটন এর সঙ্গে কথা বলতে শুরু করল।
    লিটন এখন ম্যাক্সিমাম টিউশান ব্যাচ কামাই করে। বাড়ি তে এই নিয়ে চরম ঝগড়া-অশান্তি হয়। স্যার রা গার্ডিয়ান কল করে। হেভি বাওয়াল হয় বাড়ি তে।
    এই করতে করতে লিটন HS এগজাম দিয়েছে।
    লিটন এর আজ কে HS এগজাম রেজাল্ট আউট।
    লিটন এর সব বন্ধু রা দারুণ ভাবে পাস করেছে। লিটন-ও পাস করেছে, কিন্তু যেন তেন ভাবে।
    লিটন পিওর সায়েন্স পাস নিয়ে একটা কলেজ তে ভর্তি হয়েছে। বাট লিটন রোজ কলেজ তে যেত না। সেই জন্য কলেজ তে তার অ্যাটেনডেন্স খুব কম, তাই সে এগজাম দিতে পারলো না। তাই লিটন গ্র্যাজুয়েট হতে পারল না। লিটন এর সব বন্ধু রা কলেজ পাস করে, এই দিক-ঐ দিকে তে চলে গেল।
    লিটন এখন খুবই একা। এমন কেউ নেই, যাকে লিটন তার মন এর কথা খুলে বলবে। লিটন এর সঙ্গে কেউ প্রেম করে না। আর কেনই বা প্রেম করবে, কারণ লিটন যে কোন কাজ কম্মো করে না।
    লিটন সকাল তে বের হয়, অ্যান্ড রাতে তে বাড়ি ফেরে। লিটন এর কোন বন্ধু লিটন এর কোন খোঁজ খবর নেয় না। অ্যান্ড লিটন, আর কোন বন্ধু এর সঙ্গে সেই ভাবে মেশে না কিংবা মিশলেও আর সেই ভাবে কথা হয় না। আস্তে আস্তে লিটন এর এই অ্যাটিচুড তে, লিটন এর সব ফ্রেন্ডস রা দূরে সরে যায়।
    লিটন এর এক নিজের ভাই আছে সে গভঃ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে।
    লিটন গ্র্যাজুয়েট পাস করতে পারেনি। তাই লিটন এর বাবা রোজ অফিস থেকে ফিরে সন্ধ্যে বেলা তে, লিটন কে খুব বকা-ঝকা করে। দিন-রাত লিটন কে তার মা, বাবা এর থেকে দারুণ অপমানিত হতে হয়।
    লিটন এর বাবা লিটন এর ভাই এর সঙ্গে লিটন এর কম্পেয়ার করে। ভাই এর সামনে লিটন এর বাবা লিটন কে খুব মার-ধোর করে। কিন্তু লিটন সব কিছু সহ্য করে যায়। লিটন কোন কথা বলে না।
    লিটন রোজ সকাল তে বের হয়, আর সেই রাতে বাড়ি ফেরে। আর ফিরে-ই শুরু হয় লিটন এর উপর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টরচার। লিটন এর বাবা এর অফিস এর সব বন্ধু দের ছেলে-মেয়ে রা যখন গভঃ, প্রাইভেট কিংবা ব্যাংক তে জব পেয়ে যাচ্ছে। সেখানে লিটন তখন বেকার। কেই বা লিটন কে কাজ দেবে, করণ লিটন তো গ্র্যাজুয়েট পাস করতে-ই পারেনি। আজ কের দিন তে নন-গ্র্যাড কে কেই বা সিমপ্যাথি দেখাবে।
    লিটন কে একটা টাইম তে তার বাবার থেকে শুনতে হয়েছে " তোকে সোসাইটি তে পরিচয় দেবার মতন নয় "।
    বাট লিটন তার বাবা এর মুখের উপর কোন কথা বলে না। সব কিছুই লিটন শুনে যায়।।
    এক উইকেন্ড ডে তে লিটন তার বাবা এর সঙ্গে গাড়ি করে যাবার টাইম তে, পুলিশ তার বাবার গাড়ি টাকে ধরল, অ্যান্ড তার বাবার থেকে লাইসেন্সড অ্যান্ড কাগজ-পত্ত বের করতে বলে। কিন্তু সেই টাইম তে লিটন দের কাছে লাইসেন্সড অ্যান্ড কাগজ-পত্ত ছিল না। তাই তাদের গাড়ি টাকে আটকে রেখে দেয়। লিটন তখন তার বাবা কে পাশে সরিয়ে, পুলিশ এর সঙ্গে কিছু কথা বলে, অ্যান্ড লিটন এর বাবা দেখতে পায়, পুলিশ টা কাকে যেন কল করছে, তারপর পুলিশ গুলো, লিটন দের গাড়ি টাকে ছেড়ে দেয়।
    লিটন এর বাবা, লিটন কে এই সব হবার কারণ জিজ্ঞাসা করল। কিন্তু লিটন তার বাবার কোন কোয়েশ্চেন এর অ্যানস না দিয়েই না-না ভাবে অ্যাভয়েড করতে লাগল।
    লিটন এর বাবা-ও ছাড়-বার পাত্র নন। উনি তাদের যাবতীয় কাজ-কম্ম গুলো সেরে নিয়ে, গঙ্গা এর ধারে নিয়ে গিয়ে লিটন কে না-না ভাবে চাপ দিতে থাকে। অ্যান্ড জিজ্ঞাসা করতে থাকে।
    অনেক ক্ষণ এই ভাবে চলার পর লিটন বলতে শুরু কলল, " বাবা, আমি একজন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারস, raaW ( Research ayaanD Anaalysis Wing) এর সিক্রেট এজেন্ট। আমি একজন raaW এর ইন্টারনাল সিকিউরিটি ডিভিশন এর ডিস্ট্রিক্ট হেড। আমার আন্ডার তে ৭৫৫ জন কাজ করে, কেউ রেডিও এজেন্ট কিংবা কেউ স্পাই হিসেবে অ্যান্ড কেউ ব্যাংকার হিসেবে। আমায় রিক্রুট করা হয়েছিল, তখন আমি ক্লাস ১২ তে পড়ি। একদিন আমি কেমিস্ট্রি টিউশান ব্যাচ তে এগজাম না দিতে গিয়ে, সন্ধ্যে বেলা তে এই গঙ্গা এর ঘাটে বসেছিলাম। তখন ভ্যাগাবন্ড গোছের একাজন লোক এসে আমার সঙ্গে কথা বলতে শুরু করে, অ্যান্ড আমায় রিক্রুট করা হয়। তারপর ট্রেনিং। উনি একজন raaW এর অফিসার অ্যান্ড রিক্রুটার ছিলেন। আস্তে আস্তে আমি প্রোমোশান পেতে-পেতে। আজ আমি ডিস্ট্রিক্ট হেড।
    আমি রোজ সকাল তে বের হই। না-না অবজারভেশান এর পর, কাজ কম্মো সেরে রাতে বাড়ি ফিরি।
    আমি এখন একটা অ্যাসাইনমেন্ট তে কাজ করছি, সেটা হল। আমাদের দেশ এর মধ্যে এমন কোন শত্রু আছে, যে দেশ এর বাইরে/ভিতরে nexus তৈরি করে, আমাদের ইন্ডিয়া তে অশান্তি তৈরি করার ট্রাই করছে।"
    লিটন এর বাবা লিটন এর এই সব কথা শুনে দারুণ ভাবে শকড হয়। লিটন তখন নিজের ID কার্ড টা বের করে তার বাবার হাতে দিয়ে বলে "তোমায় আজ যে গুলো বললাম। সে গুলো তুমি কক্ষণো কাউকে বোলো না, ইভন ফ্যামিলি এর কাউকে নয়। দেশের স্বার্থে এর জন্য এই টুকু কোরো প্লীজ, তোমায় এই স্যাক্রিফাইস টা করতে-ই হবে"।
    তখন লিটন এর বাবা লিটন কে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, " অফিস তে গেলে শুনতাম, সব বন্ধু দের ছেলে মেয়ে রা জব পেয়েছে। তখন আমার খুব কষ্ট হত জানিস তো। সবাই তোর কথা জিজ্ঞাসা করতো, আমি কোন অ্যানস দিতে পারতাম না। বাট আজ আমি খুবই খুশি, আমি আজ দারুণ গর্বিত। করণ আমার ছেলে দেশের জন্য নিজে কে স্যাক্রিফাইস করেছে। সেটাই আর ক-জন পারে বল। লিটন তুই এগিয়ে যা। আমার মুখ দিয়ে কোন কথা কক্ষণো বের হবে না। আজ থেকে অমিও অফিস তে মাথা উঁচু করে যাবো। একটা টাইম তে তোকে নিয়ে আমি খুব টেন্সড ছিলাম বাট আজ আর নই। "
    লিটন তখন গঙ্গা এর দিকে তে তাকিয়ে বলে," বাবা, সামনে আরো কঠিন, ভয়ঙ্কর দিন আসছে, যখন ওয়াটার/জল নিয়ে সারা ওয়ার্ল্ড ডিভাইডেড হয়ে যাবে অ্যান্ড চূড়ান্ত ওয়ার অ্যান্ড তার পরিণতি হবে আরো ভয়ঙ্কর"।
  • Bhagidaar | 216.208.223.1 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৫৬618946
  • বাবাগো! গায়ে কাঁটা দিচ্ছে!
  • Atoz | 161.141.84.239 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৪২618947
  • লিটনের গল্পটা একটা দারুণ কাহিনি। মানে এই মূল কাঠামোটা নিয়ে কায়্দাকানুন করে করে তেলমশলা দিয়ে রাঁধলে রীতিমতন একটা ইয়ে হয়ে যাবে। তার উপর আবার বাঙালি বাবা ছেলের ভুল বোঝাবুঝি পার হয়ে মধুর সম্পর্কের ব্যাপারও আছে। এ তো রীতিমতন মুভি মেটেরিয়াল!!!!!
    ঃ-)
  • aka | 34.214.145.19 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৭618949
  • এই ভাষায় কিন্তু বহুলোকে কথা বলে ও লেখে। আমি দেখেছি।
  • pi | 118.22.231.245 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৯618950
  • লাস্ট লাইনটা যাকে বলে ...
  • kc | 204.126.37.78 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৬618951
  • আর ওই ক্যানসারের গল্পটা? সেটা কি সত্যি সত্যি হারিয়ে গেল?
  • kc | 204.126.37.78 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৭618952
  • ওটাতে আবার যাদবপুর আর্টসও ছিল।
  • b | 135.20.82.164 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৩618953
  • লিটনের সাথে আমার প্রচুর মিল আছে। অ্যান্ড এইচ এস কেমিস্ট্রি আমার কাছে বাঘ জাতীয় জিনিস ছিলো। বাট আমি raaw তে চাকরি করি না ।
  • kumu | 133.63.112.76 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৬618954
  • কেমিস্ট্রি ভাল্লাগে না যখন জীবনে উন্নতি করবেই ।এতে আর গোল হবেকী?
    তবে মায়না পেত লিটন? সেই পহা দিয়ে কী করত/করত না?
  • + | 213.110.243.22 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১২:০২618955
  • সেই পয়সা দিয়ে আসলে লিটনই একটা উগ্রপন্হী দল চালায়।

    পরের গল্পের প্লট দিয়ে গেলাম। কে লিখবে???

    বারংবার গল্পে গঙ্গার ধার আসছে, মানে নিশ্চয়ই গঙ্গা দিয়েই হানার সম্ভাবনা আছে
  • sosen | 125.242.138.181 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৩618956
  • আমি raaw তে কাজ করতে চাই। বাট গঙ্গার ঘাটে কোন সময় ওদের রিক্রুটার আসেন?
    লিটন যদি অ্যানস দেয় তাহলে খুবই এক্সাইটমেন্ট হবে।
  • sosen | 125.242.138.181 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৪618957
  • মানে সাতটার স্লট বাদ্দিয়ে, এই সকাল্দিকে --
  • aka | 34.214.145.19 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩২618958
  • আমাদের খুব ছোটোবেলায় এটা চালু গল্প ছিল। একজন পাগল ছিল খুব ইংরিজি বলত, ইতিহাসও অনেক জানত। তার নাম ছিল ভুট্টো। ভুট্টো নাকি সিক্রেট এজেন্ট অমন পাগল সেজে থাকে। ঐ করে ভুট্টোর কোনদিনও চিকিৎসা হল না। আমার ধারণা ভুট্টোকে অল্প চিকিৎসা করালেই ঠিক হয়ে যেত। তবে তখন এই নিয়ে আমাদের মনে কোন দ্বিধা ছিল না যে ভুট্টো আসলে সিক্রেট এজেন্ট।
  • sosen | 125.242.138.181 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪২618960
  • আকাদা, আপনি সকলদীপকে চিনতেন? পোস্টাপিসের পিওন ছিল?
  • Atoz | 161.141.84.239 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৩618961
  • বাট সেই রিক্রুটারদের তো রেকগনাইজ করা যায় না। অ্যান্ড সেই রিক্রুটাররা ভ্যাগাবন্ড সেজে থাকে।
    ঃ-)
  • siki | 127.213.241.145 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪০618962
  • Raaw-টা তুলকালাম। :)
  • aka | 34.214.145.19 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৫618963
  • সোসেন না সকলদীপকে তো চিনতে পারলাম না। আমাদের বাড়ির দিকে একজন আসতেন খুব ছোটোবেলায়, তাঁর সাথে বেশ ভাব হয়েছিল। তারপরে কাকুর দোকান হবার পরে সব চিঠি দোকানেই আসত। তাই আর বিশেষ কাউকে চিনতাম না।
  • sosen | 125.242.178.36 | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৩618964
  • সকলদীপ এর নাম করে আমায় ছোটবেলায় ভয় দ্যাখানো হত। সাইকেল চড়ে আসতো। নীল হিরো সাইকেল।
  • sch | 126.203.206.79 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৪618965
  • "Research ayaanD Anaalysis Wing" - মাথার AND gate গুলো NAND হয়ে গেছে মনে হয় - অল্প হাতুড়ীর বাড়ি মারলে ঠিক হয়ে যাবে
  • তাতিন | 127.197.68.67 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৯618966
  • আকাকে ভয় দ্যাখানো সম্ভব ছিল না বলে সকলদীপের নাম বলা হত না।
  • একক | 125.115.139.226 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৩618967
  • অনেকদিন বাদে গুরুতে এসেই লেখা দুটো পড়ে ভাল্লাগলো ! খাসা হয়েছে । বিষয় আশয় বয়েস পাকলেই ঠিক হয়ে যাবে । কিন্তু বাক্য গঠন অসাধারণ । এটা যেন থেকে যায় :)
  • Tim | 188.91.253.11 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৬618968
  • আমি শুধু ভাবছি সামনে ক্ষি কঠিন সময় আসছে অ্যান্ড কিভাবে লিটন ভয়ঙ্কর করে ওয়াটার ওয়ার রুখবে। ইভেন লিটনের কাছেও কি কি এর অ্যান্স আছে?
  • sinfaut | 131.241.218.132 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৮618969
  • কারও বাবা অ্যানস দিতে পারেননা, এটা খুবই দুঃখের।
  • রোবু | 177.124.70.1 | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪৬618971
  • ( AMI JANI NA,TUMI FB TE AACHO KINA,THAKLE HOYTO ANNY NAME TE AACHO,KINBA AMY BLOCKED KORE REKHE DIYECHO,BUT KI R KORA JAABE.TOMAR JANNY 4 YEARS WAIT KORE CHILAM.BHEBECHILAM TUMI FIRE AASBE,BUT ASLE NA TO.TOMAR SANGE & TOMAR FAMILY ER SANGE AMI JAA KHARAP BEHAVE KORECHI,JANI KHAMA KORA JAY NA.BUT OTA EKTA PAGLAMO CHILO.JANI ,TUMI AMY TOMAR BHALOBASA'R SOB KICHU DIYE DIYECHILE,KINTU KENO JANI NA,AMI OTA RAKHTE PARI NI.TOMAR BARI GIYE AMI ULTO-RATH ER DIN TE EKTA LETTER DIYE ASECHILAM,JANI NA TOMAR MAA TOMY DIYECHEN KINA.AMR BANDHU DER KE DIYE OI SEI A.R.RAHMAN ER CONCERT DVD TA TOMAR BABA ER HAATE DIYE ASECHI,ASHA KORI PEYECHO AND TUMI OI SIM CHANGE JANNY JE TAKA TA DIYECHILE,SAME TIME TE TOMAR BABA ER HAAT DIYE ASECHI. ACTUALLY TOMAR SANGE AMI JAA KORECHI,NIJE'R SAHOS PAYNI TOMAR BARI GIYE TOKHONI KHAMA CHEYE NEBAR,BHUL TA BUJHTE BUJHTE ANEEK DERI HOYE JAY.SUDHU BHABI,TOMR SANGE JODI KOKHONO DEKHA HOY,TAHOLE KI KORBO.DUR,TOMAR BHALOBASA SAS HOLO,R THICK TAR-POR THEKE AMR BHALOBASA SURU HOLO).

    Dear Riya,

    I know what I did with you I utterly unattributive characteristic phase of my character, but first our friendship first began from phone...That time I was reading at Indian Statistical Institute ...You also promised me when you met me that after your graduation you shall marry me, and I am still waiting for you. I also sent Kaustav couple of times for this then your mother told him I should come by myself rather then sending Kaustav as a medium. Please grant me for 1 last time I know I had done Mistake ...but we are after all mere human beings and human beings makes mistakes. we are not superhuman or beyond criticisms

    I thought this letter writing thing was going to be easy but I guess it's not always that way. I have so many feelings to express that I have no idea where to begin. I never expected to feel this way toward you and to be honest I tried not to fall in love with you. But it got me, it sure got me good. Now that I don't have you I need you more than ever! I read a quote somewhere once that said, "It's not missing you that kills me, it knowing that I had you in my life that does." That is so absolutely true. But what's really bothering me is that I can't tell you how I feel.

    I made the choice to let you go in the worse possible way, I screwed up so very badly and I don't blame you for never wanting to speak to me and for hating me as much as you probably do right now. You said some pretty nasty things to me but I don't hold it against you. I probably would have said worse in your case, you know me! I'm broken, remember, by insulting you throwing A.R.Rahman Concert DVD at you ???

    I just want to be with you once last time, express you how much I love you, embrace you. I miss you that much extreme and not only that what I did at your house what not merciable but yet I am telling you we are after all human being we do not possess any supernatural powers. Please, I miss that so very much!

    I'm sorry that I was such a jerk and that I never showed you how much I loved you. I remember when you told me more than once to let go and let you love me. I never listened and kept my stupid guard up. I'm sorry! I really wanted to go to the zoo, I will forever drink peach iced tea so it can remind me of you, and wave at every Jitney and Transit bus I see on the street.

    I will always have our shooting stars to remind me. Do you want to know what my wish was??? I wished that I would never be stupid enough to let you go, but I did! I'm sorry Riya...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন