এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.195.238 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৫618806
  • ঠিক ঠাওর কত্তে পাচ্ছি না। একটা ছেলে র তাপ্পরেই এট্টা হাপ্সোল। এগুলো কি? এরা কি নতুন লেখক?
    ধর - "আ'ম ব্রোকেন, রিমেমবার, বাই ইনসাল্টিং ইউ থ্রোইং এ.আর.রহমান কনসার্ট ডিভিডি অ্যাট ইউ ???"
    ডিভিডি ছুঁড়ে ইনসাল্ট!!! কোনটা ব্রোকেন? আ'ম না ডিভিডি??
    মাইরী, গুরু পত্তে হয় - নয়তো মত্তে হয়।
  • cm | 181.76.164.238 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২১618807
  • এরে কয় গানের গুঁতো।
  • siki | 131.243.33.212 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৬618808
  • হাতে গরম, জাস্ট দশ মিনিট আগে নেমেছে -

    ekjon khub gorib master chilo,nirlob master.tar kono demand chilo na,je ja fees dito,se setai nito.se khub bhalo math koraten and science group poraten.
    tai tar kaache sob boro lok bari'r ador'r chele ra porto.
    tar sei group te ekjon new admission ney ekta gorib bari'r khub gorib chele.
    chele tar name chilo ram.chele tar maa nai.baba din-raat maal kheye pore thake,tai chele takei sob kaaj korte hoy.
    chele take sob samay boro lok bari'r chele ra na-na bhabe heyo kore and khub kharap behavior kore.ram sob kichu sojjo korto sudhu matra porasona'r jnny.
    samne exam + ram ke bari'r kaaj krte hoy + kichu income korte hoy, ai sob chinta korte korte ram er porasona kora ta r hoy na.
    jokhn math kinba physics, chemistry er formula mone rakha'r jnny boro lok bari'r chele ra na-na vitamin, protein wala medicine khache,valo mondo khete paache.sekhne te ram kichui paache na.din-din se khub weak hoye porche.
    ai dike te tader sei sir,khub chintito ram ke niye.
    exam'r 7 din aage sir ram ke deke pathalo.ram gelo.sir,ram ke glass te kore aneek ta jol'r moton torol ekta jinish khete dilo.ram kichu jigasha na koreiye seta kheye nilo.
    sir bollen "ata holo brahmi saak and aaro aneek jori-buti'r moton aneek gaach-gachra diye toiri ekta jinish.ata khele tor sob mone thakbe,tor sorir-mon khub taza thakbe.r dekhbi tor exam sobar theke bhalo hobe,tui roj sokale te ase ata kheye jas and ai bapar ta kintu kokhono kauke janash na".
    tarpor theke ram roj sokal te ase kheye jeto.
    exam suru hyeche.ram'r exam khub bhalo hyeche.

    aj ke exam'r result out.

    ram sei sir'r batch te sob students der madhya sob theke best number peyeche.and class te ram 1st hyeche.ram math and physical sc. te 100 out of 100 peyeche.
    ram darun khusi.
    ram dourote dourote sir ke result niye dekhate geche.sir,dekhe khub khusi.sir bollen " tui parbi,seta ami jantam".
    ram bollo "sir,apnar sei medicine khub kaaj diyeche ".
    sir sune haaste suru korlo,and haaste-haaste bollo "tui je jinish ta ato din dhore kheyechish,seta ki janish??? seta holo batasha and gur er mixture.oi sob jori-buti kichuu noy.asole tor mon ke oi sob jori-buti,brahmi saak bole strong kora.toke je bollam na dekhbi ai sob kheyechis,ai bar tor exam bhalo hobe.asole tui mone korechilish,ota'r effect tor exam te kaaj debe.asole seta vul.tor mon and brain ke strong krbe,sei jnny oi sob bola"
    ram chorom khusi hoye sir ke pornam korlo and sir,mon khule ram ke ashirbaad krlo.
  • কল্লোল | 111.63.211.165 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৬618809
  • হুমমম। ঈশপ বা পঞ্চতন্ত্রের নতুন ভার্সন।
    এগুলো কি আজকের সাহিত্য?? মনস্তাত্বিক ট্রিটমেন্টের মা মাসী করে ছেড়েছে। আমার তাই মনে হলো। গোপাল-রাখালের গপ্পো - অন্য একটা প্রকাশভঙ্গীতে।
  • শঙ্খ | 151.0.8.142 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৬618810
  • একজন খুব গরীব মাস্টার ছিলো, নির্লোভ মাস্টার। তার কোনো ডিমান্ড ছিলো না, যে যা ফীজ দিতো, সে সেটাই নিতো। সে খুব ভালো ম্যাথ করাতেন অ্যান্ড সায়েন্স গ্রুপ পড়াতেন।
    তাই তার কাছে সব বড়ো লোক বাড়ির আদরের ছেলে রা পড়তো।
    তার সেই গ্রুপ তে একজন নিউ অ্যাডমিশন নেয় একটা গরীব বাড়ির খুব গরীব ছেলে।
    ছেলে টার নেম ছিলো রাম। ছেলে টার মা নেই। বাবা দিন-রাত মাল খেয়ে পড়ে থাকে, তাই ছেলে টাকেই সব কাজ করতে হয়।
    ছেলে টাকে সব সময় বড়ো লোক বাড়ির ছেলে রা না-না ভাবে হেয়ো করে অ্যান্ড খুব খারাপ বিহেভিয়ার করে। রাম সব কিছু সহ্য করতো শুধু মাত্র পড়াশোনার জন্য।
    সামনে এগজাম + রাম কে বাড়ির কাজ করতে হয় + কিছু ইনকাম করতে হয়, এই সব চিন্তা করতে করতে রাম এর পড়াশোনা করা টা আর হয় না।
    যখন ম্যাথ কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি এর ফর্মুলা মনে রাখার জন্য বড়ো লোক বাড়ির ছেলে রা না-না ভিটামিন, প্রোটিন ওয়ালা মেডিসিন খাচ্ছে, ভালো মন্দ খেতে পাচ্ছে। সেখানে তে রাম কিছুই পাচ্ছে না। দিন-দিন সে খুব উইক হয়ে পড়ছে।
    এই দিকে তে তাদের সেই স্যার, খুব চিন্তিত রাম কে নিয়ে।
    এগজামের ৭ দিন আগে স্যার রাম কে ডেকে পাঠালো। রাম গেলো। স্যার, রাম কে গ্লাস তে করে অনেক টা জলের মতন তরল একটা জিনিস খেতে দিলো। রাম কিছু জিজ্ঞাসা না করেই সেটা খেয়ে নিলো।
    স্যার বললেন "এটা হলো ব্রাহ্মী শাক অ্যান্ড আরো অনেক জড়ি-বুটির মতন অনেক গাছ-গাছড়া দিয়ে তৈরি একটা জিনিষ। এটা খেলে তোর সব মনে থাকবে, তোর শরীর-মন খুব তাজা থাকবে। আর দেখবি তোর এগজাম সবার থেকে ভালো হবে, তুই রোজ সকালে তে এসে এটা খেয়ে যাস অ্যান্ড এই ব্যাপার টা কিন্তু কখনো কাউকে জানাস না"।
    তারপর থেকে রাম রোজ সকাল তে এসে খেয়ে যেতো।
    এগজাম শুরু হয়েছে। রামের এগজাম খুব ভালো হয়েছে।

    আজ কে এগজামের রেজাল্ট আউট।

    রাম সেই স্যারের ব্যাচ তে সব স্টুডেন্টস দের মধ্যে সব থেকে বেস্ট নাম্বার পেয়েছে। অ্যান্ড ক্লাস তে রাম 1st হয়েছে। রাম ম্যাথ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স তে 100 আউট অফ 100 পেয়েছে।
    রাম দারুন খুশি।
    রাম দৌড়োতে দৌড়োতে স্যার কে রেজাল্ট নিয়ে দেখাতে গেছে। স্যার, দেখে খুব খুশি। স্যার বললেন " তুই পারবি, সেটা আমি জানতাম"।
    রাম বললো "স্যার, আপনার সেই মেডিসিন খুব কাজ দিয়েছে "।
    স্যার শুনে হাসতে শুরু করলো, অ্যান্ড হাসতে-হাসতে বললো "তুই যে জিনিষ টা এতো দিন ধরে খেয়েছিস, সেটা কি জানিস??? সেটা হলো বাতাসা অ্যান্ড গুড় এর মিক্সচার। ওই সব জড়ি-বুটি কিছু নয়। আসলে তোর মন কে ওই সব জড়ি-বুটি, ব্রাহ্মী শাক বলে স্ট্রং করা। তোকে যে বললাম না দেখবি এই সব খেয়েছিস, এই বার তোর এগজাম ভালো হবে। আসলে তুই মনে করেছিলিস, ওটার এফেক্ট তোর এগজাম তে কাজ দেবে। আসলে সেটা ভুল। তোর মন অ্যান্ড ব্রেইন কে স্ট্রং করবে, সেই জন্য ওই সব বলা"
    রাম চরম খুশি হয়ে স্যার কে pornam করলো অ্যান্ড স্যার, মন খুলে রাম কে আশীর্বাদ করলো।
  • Atoz | 161.141.84.239 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৯618811
  • ঃ-)))))
  • শ্রী সদা | 127.194.195.74 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩১618812
  • Date:24 Sep 2013 -- 06:06 AM শঙ্খদার অনুবাদের শেষ দুটো প্যারা সিরিয়াসলি বেশ বেশ ভালো লাগলো। মানে খিল্লি করে বলছি না, সত্যি ভালো লেগেছে।
    প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রনাকে নিয়ে , কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে ......
  • রোবু | 213.147.88.10 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৫618813
  • ইংরেজী লেখার হাতটা অবশ্যই বেশ ভালো। অন্তত আমার থেকে অনেক ভালো।
  • শ্রী সদা | 127.194.195.74 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪১618814
  • আমারো ওটা বেশ ইম্প্রেসিভ লেগেছে। একটা সামান্য রিপোর্ট লিখতে গিয়ে নাকেজ্জলে চোখেজ্জলে হয়ে যাই, আর এই ছোকরা একটা গোটা প্রেমপত্তর এরকম ফাসক্লাস ইঞ্জিরিতে নামিয়ে দিল? ঈর্ষায় সবুজ হয়ে গেলাম প্রায়।
  • rabaahuta | 172.136.192.1 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৯618816
  • চিঠিটা সত্যি বেশ ভালো লাগলো।
    ' দূর, তোমার ভালোবাসা শেষ হলো, আর ঠিক তার-পর থেকে আমার ভালোবাসা শুরু হলো' এই লাইনটাতে, এই 'দূর' শব্দটা - চমৎকার। চিড়িয়াখানায় গিয়ে পীচ আইসড চা খাওয়া এইসব...

    সত্যি বলতে কি, এই গল্পগুলি না পড়ে শুধু চিঠিটা পড়লে আর ভালো লাগতো, অথবা গল্পগুলির পর চিঠিটা পড়া একটা অন্যরকম চমক? কে জানে।

    তবে এ সত্যি ফেক হলে আর কোন কথাই নাই, চরম।
    চিঠিটা ভালো লাগলো আবার বলে যাই, আর জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, এইসব বলে হাহুতাশ করে যাই একটু। সাদাসিধে বাচ্চাছেলের কথা, খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল ইত্যাদি।

    আমার সবসমই বয়স বেড়ে যাওয়া নিয়ে হাহুতাশ আছে (কত কিছু নিয়েই যে আছে আর পারিনা), মানে অমন কিছু বুড়ো হইনি, কিন্তু টিন এজটা কি চমৎকার সময় ছিল, অবিমৃশ্যকারী অদূরদর্শী অগ্রপশ্চাৎ না ভেবে প্রেমে পড়ে যাওয়া, (এটাই সব্চে বড় ব্যাপার) এইসব তো আর হবে না। ওয়েলকাম টু সজ্জনপুর সিনেমা দেখে এরকম দুঃখ হয়েছিল একবার। তারমধ্যে আবার নীললোহিত পড়ছি। তারওপর আবার অঞ্জন দত্তকে নিয়ে কি একটা লেখা বেরিয়েছে কোথায়, তারওপর শরৎকাল, শীত এলো বলে, একেবারে ত্র্যহস্পর্শ চলছে। মর্মপীড় রুষ্ট না হলে নিশ্চই চমৎকার কিছু কবিতা লিখে ফেলতাম, কিতু হে মোর দুর্ভাগা হুতো।
  • kumu | 133.63.112.67 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫২618817
  • সরি বলে রাখলাম কিন্তু এই কান্না চাপার ব্যাপারটা কোথায় আছে সদা? এটা রোবুর চিঠি বল্ল যে সবাই।তাই আমি পড়লুম না।গুরুজন হই কিনা।
  • শ্রী সদা | 127.194.195.74 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৭618818
  • কুমুদি , গুরুদেবের গান থেকে কোট করলাম ঃ)

  • রোবু | 213.147.88.10 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০১618819
  • প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রনাকে নিয়ে , কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে ......
    - সুমনের গান কুমুদি। গানওয়ালা এলবামে আছে। আমার, আমাদের লেট কৈশোর আরলি জৈবনের জাতীয় সঙ্গীত।
  • রোবু | 213.147.88.10 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৩618821
  • আর এটা রোবুর চিঠি নহে। রোবু এত ভালো ইংরেজিও লেখে না, আবার এত সেন্টিমেন্টালও নয় :-)
  • aranya | 154.160.226.53 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৩618820
  • হায় সেই অহৈতুকী প্রেম, হায় সেই সোনালী ডানার প্রিয়া, হায় সেই ..... হু হু ক্রন্দন :-(((((((((((((((((((

    শুধু এই প্রেম করার জন্যই (আর এট্টু আধটু ফুটবল খেলার জন্যও, আর সামান্য একটু জঙ্গলে ঘোরাঘুরির জন্য) দুঃখময় পৃথিবীতে আবার জনম নিতে হবে

    বেঁচে থাক রোবুর চিঠি
  • Bhagidaar | 106.2.241.35 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৬618822
  • একটুই সময় পাই লাঞ্চের সময়, নতুন গল্প পোস্ট হয়েছে দেখে গোগ্রাসে পরে ফেললাম!
  • aranya | 154.160.226.53 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৬618823
  • সবাই যখন বলচে রোবুর চিঠি, তখন পাব্লিক ওপিনিয়ন হেতু এটা রোবুরই চিঠি, ব্যাস :-)
  • রোবু | 213.147.88.10 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১২618825
  • কী মুশকিল!! এই ভাষায় এখন প্রিয়াঙ্কা চোপড়াকেও লিখতে পারব না!! আর আমি যখন ষোল ছিলাম তখন প্রিয়াঙ্কা চোপড়া ছিল না!!
  • Bhagidaar | 106.2.241.35 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১২618824
  • ইনজিরি চিঠিটার প্রথম লাইন টার মানে টা শুধু বুঝতে চাই
  • শ্রী সদা | 127.194.195.74 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৭618828
  • এ মাইরি কি বুর্জোয়া চয়েস আপনার কমরেড রোবু। ছ্যা ছ্যা শেষে প্রিয়াঙ্কা চোপড়া ?
  • siki | 127.192.28.41 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৭618827
  • দিব্যা ভারতী তো ছিল।
  • aranya | 154.160.226.53 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৮618829
  • ফুটবল আর জঙ্গলের চেয়ে প্রেম বড়, সত্যের খাতিরে এটা স্বীকার করে যাই।
    হায় সেই ....
  • Bhagidaar | 106.2.241.35 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২২618830
  • অরন্য দা পুরনো প্রেম পত্রের কার্বন পাওয়া যাবে নাকি চিলেকোঠার ট্রাঙ্ক ঘাঁটলে?
  • aranya | 154.160.226.53 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৪618831
  • তা বোধায় আছে, যুগে যুগে প্রেম (বা সত্যযুগে প্রেম) নাম একটা সিরিজ নামাব
  • siki | 127.192.28.41 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৭618833
  • আমার প্রেম্পর্বের বাহাত্তরখানা চিঠি সযত্নে ব্যাগবন্দী করে রাখা আছে। বল্লে হবা?
  • kumu | 133.63.112.67 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৭618832
  • ওটা সুমনের গান তা জানি।আমি ভেবেছিলাম একই ভষা চিঠিতেও আছে।
  • শ্রী সদা | 127.194.205.213 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৫618834
  • কুমুদি, চিঠিটার যে অংশটা আমি তারিফ করলাম সেটা পড়ে ঠিক এই লাইনগুলোই মনে পড়েছিল।
  • রোবু | 213.147.88.10 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৯618835
  • তা মনে পড়েছিল বটে। এই, প্রিয়াঙ্কা খারাপ কীসে রে?
    সিকি যে কী বলে? দিব্যা যখন মারা এলো, তখনও আমার ডানা পালক গজায়নি।
  • শ্রী সদা | 127.194.205.213 | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৪618836
  • হ্যাঁ কোথায় বলবে মারজেন সাত্রাপি, জোন বায়েজ, নিদেনপক্ষে সোহিনী সেনগুপ্ত ঃ)
  • siki | 127.192.28.41 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:০০618838
  • প্রিয়াঙ্কা ভালো। হাপ্প্যান্ট আরও ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন