এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেসিডেন্সি নিয়ে - আবাপ বনাম এইসময়

    দেব
    অন্যান্য | ০৯ আগস্ট ২০১৩ | ৬৪২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ আগস্ট ২০১৩ ০১:২০620154
  • আমি কিন্তু একান্তভাবেই ভুমিসংস্কার এর সময়কার সমস্যার কথা বলছি। আরবানাইজেশন এর সমস্যা নিয়ে নয় :-)
    টই এর ধর্মই বেলাইন হওয়া। আমার তাতে মনস্তাপ নেই :-)
  • pi | 172.129.44.87 | ১৪ আগস্ট ২০১৩ ০১:৩১620156
  • সোসেন, হ্যাঁ। এবং এইভাবে চললে হাজার ভালো কোন 'আবিষ্কারের' বাবার সাধ্য নেই সমস্যা মেটায়।
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ আগস্ট ২০১৩ ০১:৩৫620157
  • পড়লাম। দিব্যি লেখা। কিন্তু আমার বক্তব্য কাউন্টার হল না তো!!
  • pi | 172.129.44.87 | ১৪ আগস্ট ২০১৩ ০১:৩৭620158
  • ১২ঃ৫৩ এ লিখলাম যে !
  • sch | 126.202.216.91 | ১৪ আগস্ট ২০১৩ ০১:৪১620159
  • সোসেন দিদি, পরিকল্পনা বিহীন অনিয়ন্ত্রিত ডিপ বোর ওয়েলের ব্যবহার সারা দেশজুড়েই আছে - তবে নিম্ন গাঙ্গেয় উপত্যকায় পশ্চিমবঙ্গে,মানে উত্তর প্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গের কিছু অংশে এবং বাংলাদেশে আর্সেনিক সমস্যার মূল কারণ কিছুটা কিন্তু এখানকার ভূতাত্বিক গঠন
    http://indiaenvironmentportal.org.in/files/Status%20of%20groundwater%20arsenic%20contamination.pdf - এই পেপারের 3,9 section পড়ে দেখতে পারেন বিশদ আলোচনার জন্যে বা http://www.cgwb.gov.in/documents/papers/incidpapers/Paper%208%20-%20Ghosh.pdf এর ৫ নম্বর পাতার মুড়োর দিকটা
    আরো ভালো কিছু লেখা ছিল - এখন খুঁজে পাচ্ছি না
  • কৃশানু | 213.147.88.10 | ১৪ আগস্ট ২০১৩ ০২:১৮620160
  • সচদা, আপনি বোধ হয় জল আর টাউন প্ল্যানিং, সিউয়ার সিস্টেম এর ওপর কিছু খবর রাখেন, ওতেই কাজ করেন। একটা টই খুলে লিখুন না?
  • sch | 126.202.216.91 | ১৪ আগস্ট ২০১৩ ০২:২১620161
  • বেপথুমান টইকে একটু ফিরিয়ে আনার চেষ্টা করি। ভারতের ইঞ্জিনিয়ারিং গবেষণায় সাকসেস নিয়ে কথা বলতে গিয়ে ISRO র সাকসেসের কথা কেউ বললেন না? আমার ক্ষমতা নেই স্পেশ রিসার্চে ISRO র অবদান সংক্ষেপে লেখার - কিন্তু পৃথিবীর খুব মুষ্টিমেয় যেকটি দেশ স্পেশ রিসার্চে দাদাগিরি করে আমরা তাদের মধ্যে অন্যতম।
  • anirban basu | 34.5.197.153 | ১৪ আগস্ট ২০১৩ ০৬:০০620162
  • Sch, Pi, Sosen খুব ভালো লিখেছেন। আরও সমস্যার ব্যাপার হল groundwater এর ব্যবহার যত বাড়ছে, যত নির্বিচারে groundwater কে সেচের কাজে লাগানো হচ্ছে, আমরা তত ভয়ংকর দিকে এগোচ্ছি। ডিপ টিউবওয়েলের কারণেই Shallow aquifer থেকে আর্সেনিক কন্টামিনেশন ক্রমশ deeper aquifer এ পৌছাবে এবং পুরো groundwater -ই কন্টামিনেটেড হবে। শুধু সময়ের অপেক্ষা, যদি না খুব তাড়াতাড়ি এই নিয়ে পলিসি তৈরী করে সরকারী লেভেলে ব্যবস্থা নেওয়া হয়।
  • anirban basu | 34.5.197.153 | ১৪ আগস্ট ২০১৩ ০৬:১৬620164
  • আমার আগের পোস্টটা অন্য টইতে করা উচিত ছিল। Sch আপনি বরং এইটা নিয়ে একটা টই শুরু করুন।
  • PT | 213.110.246.230 | ১৪ আগস্ট ২০১৩ ০৭:৪৩620166
  • "বেং কেম প্রতিষ্ঠার মধ্যে এণ্টারপ্রেনারশিপ, ইনোভেশন ইত্যাদি থাকতে পারে, জ্ঞানচর্চা নেই।"

    পি সি রায় ১৭০ টার বেশী পেপার পাবলিস করেছেন দেশী ও বিদেশী পত্রিকাতে। তার মধ্যে ৯ টা পেপার নেচার পত্রিকাতে-এখনো কোন ভারতীয় পন্ডিত সেই রেকর্ড ছুঁতে পারেনি।

    আমাকে গাল দেওয়ার ইচ্ছে হলে দিন-তার জন্য পি সি রায়কে টেনে নামানো কেন? নাকি এটা নিছকই না-জানার আনন্দ উপভোগ করার ব্যাপার?
  • PT | 213.110.246.230 | ১৪ আগস্ট ২০১৩ ০৮:১৪620167
  • "PT বাবু আপনি তো জ্ঞানী মানুষ - এতো ফালতু ভাট মারান কেন?.....

    .....আর্সেনিক প্রবলেম কেউ "সমাধান" করতে পারেনা।
    ...... পৃথিবী জুড়ে লোকেরা চেষ্টা করে একটা সমস্যার সমাধানে"

    যে সমস্যার "সমাধান" করা যায় না তার "সমাধান" করার জন্য পৃথিবী জুড়ে লোকে চেষ্টা করছে? হুমমম......
  • তাতিন | 127.197.73.116 | ১৪ আগস্ট ২০১৩ ০৮:৩১620169
  • পিসিরায় জীবনের একটা পর্যায়ে প্রোডাক্টিভ সায়েন্স করেছেন।
    আরেকটা পর্যায়ে হিন্দু রসায়ন করেছেন।
    জীবনের বেশিরভাগ সময়টা ল্যাব বেসড কাজ ছেড়ে দিয়ে কেন হিন্দু রসায়নের ক্রিটিক লিখতে বসলেন সেইটা দ্যাখার কথা বললাম।
  • dd | 132.167.7.136 | ১৪ আগস্ট ২০১৩ ০৮:৩১620168
  • যতো কৃষি ততো সেচ।

    ততো গ্রাউন্ড ওয়াটারের দফা রফা। ততো কেমিকেল ফার্টিলাইজারের দুষণ। ততো ইন্সেক্টিসাইডের হত্যালীলা।

    যারা শিল্পো = ইকলজির ক্ষতি আর কৃষি=সরোল গোলগাল প্রকৃতি বন্ধু,এরকম একটি সরল অংকো কষেন ,তাঁদের জন্য জানালেম।
  • cm | 116.213.90.194 | ১৪ আগস্ট ২০১৩ ০৮:৩৪620170
  • কি প্রমাণের চেষ্টা হচ্ছে? আমরা বিজ্ঞান গবেষণায় অগ্রণী? তাই যদি হবে তাহলে কোন ফিল্ডে আমরা কি গোটা কুড়ি ওয়ার্ল্ড লীডার বানিয়েছি? যদি হ্যাঁ মনে করেন তাহলে এরিয়াটার নাম বলে দিন।
  • PT | 213.110.246.230 | ১৪ আগস্ট ২০১৩ ০৮:৫০620171
  • পি সি রায় মারা যান ১৯৪৪-এ। "ল্যাব বেসড" কাজের ওপরে শেষ পেপারটি প্রকাশিত হয় ১৯৩৯-এ, অর্থাৎ প্রায় ৭৮ বছর বয়সেঃ

    Separation of the coagulating principle from the other active substances present in venom of Vipera russelli Full Text By Ghosh, B. N.; De, S. S.; Ray, P. C.
    From Science and Culture (1939), 4, 738-9.

    ১৯৩৬-সেও একটি কাজ নেচারে প্রকাশিত হয়ঃ
    Synthesis of two bisthiocamphors Full Text By Ray, P. C.
    From Nature (London, United Kingdom) (1936), 138, 548. লক্ষ্য করার বিষয় যে এটি single author paper-তার মানে নিজের হাতে কাজটি করেছেন ৭৫ বছর বয়সে।

    আর A History of Hindu Chemistry-র প্রথম ভলুমটি প্রকাশিত হয় ১৯০২ সালে।

    কাজেই তিনি কোন কিছুই ছেড়ে দিয়ে অন্য কিছু করেননি। "বেশিরভাগ সময়টা ল্যাব বেসড কাজ ছেড়ে" দিলে ১৭০+ পেপার পাবলিস করা যায় না। এসবের মাঝেও কংগ্রেসের হয়ে কাজ করেছেন। সাহিত্য পরিষদের সভাপতি হয়েছেন, ইউরোপে গিয়েছেন বার পাঁচেক আর অবশয়ি বেনগল কেমিকাল সামলেছেন ইত্যাদি ইত্যাদি। সেসব লিখতে গেলে মহাভারত হয়ে যাবে।
  • তাতিন | 127.197.73.116 | ১৪ আগস্ট ২০১৩ ০৯:০১620172
  • যাই হোক, কেমিস্ট্রি কাটাই।
    CM, কম্পিউটেশনাল মেকানিক্সের পায়োনিয়ারদের মধ্যে অনেকেই ভারতীয়। গত প্রজন্মের বেশিরভাগ লোকই আমেরিকায় থেকে গ্যাছেন, কিন্তু এই প্রজন্মে ভারতে ফেরা ও থিতু হওয়ার ট্রেন্ড বাড়ছে।
  • sch | 126.203.196.128 | ১৪ আগস্ট ২০১৩ ০৯:০৯620173
  • PT ঠিক পলিটিক্যাল লিডারদের মতো আধখানা কোট করে নিজের যুক্তি প্রমাণের চেষ্টা করেছেন -আমি কি লিখেছি সেটা পড়ে দেখুন। নিম্ন গাঙ্গেয় উপ্তুকায় ভূগর্ভস্থ জলে আর্সেনিক কেন আসছে এর সঠিক কারণ আজও কেউ নির্দিষ্ট ভাবে বলতে পারে নি - বা কেউ বলতে পারেন নি কি করলে এটা রদ করা যায়।

    আমি যে প্রেক্ষিতে সমাধানের কথা লিখেছি সেটা আর্সেনিক মুক্ত জল পাওয়ার ব্যাপারে,
    "আর গবেষণা তো এখন ছন্নছাড়া হয় না - পৃথিবী জুড়ে লোকেরা চেষ্টা করে একটা সমস্যার সমাধানে" - গবেষণা মানে আর্সেনিক মুক্ত জল পাওয়ার গবেষণা।

    আধা সেন্টেন্স তুলে দিচ্ছেন কেন?

    ক্যান্সার কেন হয় সেটার কোনো ডিটারমিনিস্তিক কারণ কেউ বলতে পারে নি - "ক্যান্সার সমস্যার" সমাধানে পোলিওর মতো কোনো ভ্যাকসিন নেই - কিন্তু ক্যান্সারের চিকিৎসা একটা সমস্যা হিসেবে ধরলে তার সমাধান আছে। এটাও তাই।

    cm আলোচনা হচ্ছে কারণ শ্রদ্ধেয় PT জানিয়েছিলেন "আর এদেশে engg. বিষয়ে গবেষণা নিয়ে বিশেষ অলোচনা না করাই ভালো।"
    তাই বুঝতে চাইছিলাম যে উনি engg বলতে কি বোঝাতে চাইছেন
    যেমন ISRO বিষয়ে উনি চুপ করে গেলেন - বোধহয় স্পেশ রিসার্চের কাজ কম্মো ওনার engg এর আওতায় আসে না

    কোনো ফিল্ডে গোটা কুড়ি ওয়ার্ল্ড লিডার বানালে তবেই সেই ফিল্ডে গবেষণা হয়েছে বলা যাবে ? এই বেঞ্চমার্ক কোথায় আছে? আজ আমাদের দেশের যেগুলো সমস্যা সেগুলো কেউ সমাধান করলে সে ওয়ার্ল্ড লিডার নাও হতে পারে - কিন্তু তার গবেষণার মূল্য নেই?
    GSLV D5 র জন্যে ক্রায়োজেনিক ইঞ্জিন এদেশে যারা তৈরী করছেন তারা ক্রায়োজেনিক্সে ওয়ার্ল্ড লিডার না হতে পারেন কিন্তু indigenous ভাবে এটা ডেভেলপমেন্টের দাম নেই?
  • PT | 213.110.246.230 | ১৪ আগস্ট ২০১৩ ০৯:৩৫620175
  • মহাকাশের ব্যাপারে আমার কোন এক্ষপার্টিস নেই তবু উঠল যখন কথাটা তখন পোশ্চেনটা করেই ফেলি। ISRO কোন প্রযুক্তি এ পর্যন্ত ব্যবহার করেছে যেটা আমেরিকান বা রাশিয়ানরা আগে ব্যবহার করে ফেলেনি?

    আমাদের আলোচনা শুরু হয়েছিল original research নিয়ে-derivative science বা derivative technology নিয়ে নয়।

    আর কেমিস্ট্রি কাটিয়ে দিলে কি করে আর্সেনিক সমস্যার সমাধান হবে কে জানে!!
  • sch | 126.203.207.103 | ১৪ আগস্ট ২০১৩ ১০:১৭620176
  • PT -বাবু পড়লেনই না - আমি কি লিখলাম 9:09 - তে পড়লেনই না - আমি তো বলেই দিলাম
    "GSLV D5 র জন্যে ক্রায়োজেনিক ইঞ্জিন এদেশে যারা তৈরী করছেন তারা ক্রায়োজেনিক্সে ওয়ার্ল্ড লিডার না হতে পারেন কিন্তু indigenous ভাবে এটা ডেভেলপমেন্টের দাম নেই?" - যে জিনিস আমাদের নিজেদের তৈরী করতে হচ্ছে সেটার গবেষণার কোনো দাম নেই। আর আমেরিকা ক্রায়োজেনিক টেকনোলজি ট্রান্সফার করতে না চাওয়াতেই কিন্তু এই কাজটা করতে হয়।

    ISRO র স্পেশ প্রোগ্রামের ফসল হিসেবে বহু নতুন টেকনোলজি আমাদের ইন্ডাট্রিতে আসছে যেগুলো মানুষের উপকারে লাগছে - এগুলোকে অরিজিন্যাল রিসার্চ বলা যায় মনে হয় - এই লিস্টিটা দেখুন
    http://www.isro.gov.in/ttg/technologyoffers.html
    ISRO র প্রায় ২৫০ এর কাছা কাছি পেটেন্ট আছে।
    এর মধ্যে যদি সবক'টা টেকনোলজি আগেও আমেরিকা বা রাশিয়া ব্যবহার করে থাকে তাতেও কিচ্ছু যায় আসে না - কারণ ওগুলো ইম্পোর্ট করতে যে খরচা লাগছিল সেটা লাগছে না
  • cm | 116.213.90.194 | ১৪ আগস্ট ২০১৩ ১০:২১620177
  • যাক ভারতীয়রা গোটা কতক ভন নয়মান মেডাল পেয়েছে জেনে ভাল লাগল। নামগুলো জানতে পারলে আরো ভালো লাগত।
  • PT | 213.110.243.23 | ১৪ আগস্ট ২০১৩ ১০:২৮620179
  • স্বাধীনতার পর থেকে শুরু করে গোটা ৭০ ও ৮০-র দশক ধরে ভারতীয়রা derivative science/technology-তে অসাধারণ কাজ করেছে। কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়- কিন্তু science-এ প্রথম ও শেষ কথাটা যারা বলে তাদেরকেই সকলে মনে রাখে। বাকিরা পেটেন্ট নেয় "বিখ্যাত" হয়, ঘন-ঘন বিদেশ যায় ইত্যাদি ইত্যাদি-কিন্তু original কিছু চাইলে সেই সত্যেন বোস, জগদীশচন্দ্র বোস কিংবা সি ভি রমন ইত্যাদিদের সামনেই হাঁটু মুড়ে বসতে হয়।
  • T | 24.139.128.15 | ১৪ আগস্ট ২০১৩ ১০:২৮620178
  • নুথ প্রাইজ চলবে? রভি কান্নান। ২০১১ সালে। ডি ডাইমেনশনাল কনভেক্স বডির ভল্যুম অ্যাপ্রক্সিমেশনের প্রথম র‍্যান্ডমাইজড অ্যালগোরিদমটি লিখে দিয়ে যিনি গোটা দুনিয়ার অশেষ উপকার করেছেন।
  • T | 24.139.128.15 | ১৪ আগস্ট ২০১৩ ১০:৩৩620180
  • চান্দু স্যার, এই ধরুন না মিলেনিয়াম প্রাইজ প্রবলেমের সবকটিই তো আমেরিকানরা সলভ করে ফেলেছে। নাম গুলো ঠিক মনে আসছে না যদিও।
  • T | 24.139.128.15 | ১৪ আগস্ট ২০১৩ ১০:৪০620181
  • এ এক মহান অরিজিনাল আক্ষেপ, কিন্তু কি করবেন বলুন ক'জনই বা গ্যালোয়া হয়।
  • cm | 116.213.90.194 | ১৪ আগস্ট ২০১৩ ১০:৪৪620183
  • এ বাবা সত্যি কি আমরা ওদের সাথে পারব। মিলেনিয়াম প্রাইজ নয় দাদা প্রতি সাত জনে একজন ভারতীয় কিন্তু আমরা কোথায়। এক মিটিনে এক জন জানতে চাইলেন ক বিষয়ে ভারত থেকে বছরে কটা ph.d বের হয় অনেক ভেবে বললাম এই ধরুন ২০ তো ফ্রান্সে নাকি প্রতি বছর ওরা ২০০টা জব ক্রিয়েট করে। আই আই টি গুলোর এই বিপুল ভ্যাকান্সি কি করে ব্যাখ্যা করবেন। এ জিনিস মানতে মন চায়না কিন্তু সত্যি। হয়ত আরো বছর ৫০ অপেক্ষা করতে হবে।
  • Sibu | 183.60.205.153 | ১৪ আগস্ট ২০১৩ ১০:৪৪620182
  • অরিজিনাল কাজ না করেও যদি ভারতীয়রা ভাল কপি করতে পারে তো সেটাও মন্দ কি? চীনেরা যেমন টেকনোলজি ট্রানসফার করে সেরকম করতে পারলে আমাদের ভালই হবে। চীনে নোবেল লরিয়েটের সংখ্যা ভারতীয় নোবেল লরিয়েটের চেয়ে খুব বেশী না। কিন্তু টেকনোলজিক্যাল প্রোয়েসে দুটো দেশের তুলনাই হয় না।
  • cm | 116.213.90.194 | ১৪ আগস্ট ২০১৩ ১০:৪৮620184
  • নোবেল নয় তবে ঠিক তার তলার স্তরে চীনে প্রচুর আছে। প্রত্যেকটা ভালো ডিপার্টমেন্টে চীনে পাবেন।
  • Sibu | 183.60.205.153 | ১৪ আগস্ট ২০১৩ ১১:০১620186
  • সেকেন্ড লেভেলে ভারতীয়ও অনেক কিন্তু।

    আসলে আমি যেটা বলতে চাইছি সেটা এইরকম। এক, আবিষ্কার ভ্যাকুয়ামে হয় না। একটা ইন্ডাস্ট্রিয়াল এনভাইরনমেন্ট থাকলে তবেই হয়। নইলে ভারতীয়দের মত অন্যের প্রবলেম সলভ করে রিসার্চ করতে হয়। আমরা কাজ অন্য জাতের চেয়ে খারাপ করি না। কিন্তু যা নিয়ে করি সেটার উৎস এবং বিচার, দুইই অন্যত্র।

    দুই, বিচ্ছিন্নভাবে বিখ্যাত অনেকেই হন। কিন্তু এমন রিসার্চার কজন আছেন যাঁদের কাছে অন্য দেশের ছাত্ররা কাজ করতে আসেন। সেই লেভেলে না গেলে কি সত্যি ভাল রিসার্চ হচ্ছে বলা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন