এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • নারানয় স্যানাল


    বইপত্তর | ১০ নভেম্বর ২০১৩ | ৩৭৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 127.194.82.40 | ১১ নভেম্বর ২০১৩ ২৩:১৪623419
  • ওয়েল ওয়েল ওয়েল।

    আজকে আমি কুল। তার ওপরে এখন মান্না শুনছি।

    ( তোমার যদি না থাকে সুর
    তবে তুমি খেও ভেলি গুড়!!)

    রঞ্জন দা , কালকের রাতের ভাটের দেখবেন পিনাকী র উত্তরে আমি অ্যাকসেপ্ট করেছি "পল্লব-গ্রাহী " কথা টা । এবং তার পরে ব্যাক গ্রাউন্ড ট বলেছি যেটা পিনাকী র কাছে ওকে।

    কাল মনে হয় কোন কারনে আমি একটু উত্তেজিত ছিলাম। তাছ্ড়া সব সময় ধরে খেলতে ভালো লাগে না। ড্যান্সিং ডাউন দ্য ট্রাক করে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা। মন্দ কী!! ঃ))
    ..
    আমার মনে হয় " কোন কথা আমরা কী ভবে বলছি সেটার ওপর নির্ভর করছে!!"

    রঞ্জন দা, সেই আর্সেনাল র বিরিয়ানী থেকে আমি বঞ্চিত। অতএব এবারে দেখা হলে কচি করে আপনার ঘাড় ভাঙ্গাবো ই। ডিল? ঃ)
  • | 127.194.82.40 | ১১ নভেম্বর ২০১৩ ২৩:১৫623420
  • ন্যাড়া দা, কোন টা সব থেকে বেশী ভালো লাগে?
    ওয়েল ঃ ১,২ এবং ৩ ?
  • | 127.194.82.40 | ১১ নভেম্বর ২০১৩ ২৩:১৬623421
  • আমি আশা করি নাঁতেল? ও অরন্য দা? একটু বলে দাও না গো!!
  • | 127.194.82.40 | ১১ নভেম্বর ২০১৩ ২৩:১৮623422
  • Name: Ranjan Roy

    IP Address : 24.99.172.255 (*) Date:11 Nov 2013 -- 06:10 PM

    ঝিকি,
    বিষয়বৈচিত্র্য, রেনেসাঁ-রুচি!
    ----------------------------------------------------
    এখন থেকে আপনার প্রতিটি শব্দ প্রয়োগের ওপর আমি লক্ষ্য রাখবো এবং মাঝে মাঝে অবজেক্টিভ প্রশ্ন করবো। ওকে? ঃ)))
  • Atoz | 161.141.84.239 | ১১ নভেম্বর ২০১৩ ২৩:২৮623423
  • আরে এই টই কিছুই পড়িনি প্রায়, কাঁটা সিরিজের কয়েকটা হয়তো পড়েছিলাম, কিসসু মনে নাই। এই ধরনের ডিটেকটিভ গপ্পো পার্সোনালি পোষায় না বলে কিসু মনে থাকে না। কিন্তু সে নেহাৎ পার্সোনাল প্রব্লেম, অন্যদের ভালো লাগতেই পারে।

    কিন্তু আর্ষপ্রয়োগ বিষয়ে একটা কথা মনে পড়লো। ঃ-)
    "ষড়রিপু হইলো কোদন্ড স্বরূপ/ পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ/ সে কূপ ব্যাপিল কালরূপ কালসিন্ধুজলে "
    এই লাইনগুলোতে কোদন্ড শব্দটাকে কোদাল রূপে ব্যবহার একটি আর্ষপ্রয়োগ, কোদন্ডের আসল মানে যদ্দুর মনে হয় ধনুক।
    ঃ-))))
  • | 127.194.82.40 | ১১ নভেম্বর ২০১৩ ২৩:৩৬623424
  • কী সাঙ্ঘাতিক!!

    Atoz কী সব শক্ত শক্ত কথা কইচে। ওকে এক্ষুনি ডাক্তার দেখাও!! ঃ))
  • aranya | 154.160.226.53 | ১১ নভেম্বর ২০১৩ ২৩:৪০623425
  • জগতে আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ - নাঁতেল ক্যাম্পে ব-কে স্বাগত
  • Atoz | 161.141.84.239 | ১১ নভেম্বর ২০১৩ ২৩:৪৭623426
  • শিশিবোতল তো নেই! শক্ত কেন হবে? ঃ-)
  • kumu | 133.63.112.14 | ১২ নভেম্বর ২০১৩ ০০:০৮623427
  • এজেড হ্যাঁ।কোদন্ড মানে ধনুকই।এই আর্যপ্রয়োগ নিয়েও গল্প আছে এখন মনে পড়চে না।
  • রোবু | 213.147.88.10 | ১২ নভেম্বর ২০১৩ ০০:১০623429
  • যাই হোক, আমাকে নাঁতেলদলে টানাটানি করবেন্না প্লিজ। আপনাদের এ অনুরোধ আমি রাখতে পারব না।
  • px | 127.194.192.199 | ১২ নভেম্বর ২০১৩ ০৩:০২623430
  • ধনুক বললে তাই দিয়েও চালিয়ে দোবো। অর্জুন ধনুক দিয়ে তীর ছুঁড়ে কুরুক্ষেত্র পূণ্যক্ষেত্রে কূপ কেটে ভীষ্ম কে জল খাইয়েছিল। সেই রেফারেন্সে। HHB
  • ন্যাড়া | ১২ নভেম্বর ২০১৩ ০৩:১০623431
  • রোবুর এত তেল কিসের যে নাঁতেল হতে পারবে না! নাঁতেল নয় আঁতেল, নয় বাতেল। একটি স্বাধীন সার্বভৌম গোষ্ঠি।
  • aka | 78.119.50.88 | ১২ নভেম্বর ২০১৩ ০৩:৪৪623432
  • টেস্ট
  • ph`naka naam | 82.37.171.164 | ১২ নভেম্বর ২০১৩ ০৩:৫৪623433
  • এক্টি কূট প্রশ্ন ব্রতীনের জন্যঃ সত্যিকারের ব্ড় ঠিক কিভাবে হওয়া যায়? চুরিচামারি না করে strong individual performance করে?
    ব্যক্তিগত অভিমতঃ অন্যকে এক্দম ছোট না করে কিছুতেই বড় নেতা হওয়া যায় না, সে যে-ই হোক না কেন।

    না স্যা র individual performance মন্দ নয়। অদ্ভুত হলেও সত্যি, ছোট্কালে এক বন্ধুর সাথে আলোচনা করতাম, খেয়াল রাখতে হবে, লোকটা কবে মরছে, তারপর সমগ্রটা বেরলেই কিনতে হবে!
  • Bhagidaar | 216.208.217.6 | ১২ নভেম্বর ২০১৩ ০৩:৫৮623434
  • আমার মনে হয় অন্যকে ছোট না করে বড় হওয়া ইত্যাদি কথাগুলো নারায়ন স্যান্যাল এর ব্যাপারে বলা হয়নি। আমার যা মনে হলো বক্তব্যটি "ইন কন্টেক্স্ট" পড়ে।
  • Atoz | 161.141.84.239 | ১২ নভেম্বর ২০১৩ ০৪:০৮623435
  • সাম্প্রতিককালে সান্যাল মশাইয়ের রদ্যাঁ আর দুই খন্ড রূপমঞ্জরী পড়লাম। ভালোই লাগলো, এখনও, তবে সেই কিশোরীবেলায় যখন প্রথম পড়েছিলাম তখন যেমন লেগেছিল ততটা নয়। অবশ্য সে নিতান্ত পার্সোনাল খামতিও হতে পারে।

    ওঁর প্রথম যে বইটা পড়েছিলাম, সেটার নাম ছিল ডিজনেল্যান্ড। সেই ক্লাস ফাইভে না সিক্সে পড়ার কালে পড়েছিলাম, সেই নেট পূর্ব যুগের দুনিয়া, লাইব্রেরী থেকে নিয়ে ঐ বই পড়া, অতি চমৎকার লেগেছিল। অরোরার কথা ঐ বই থেকেই প্রথম জানতে পারি।

    তারপরে না-মানুষ দের নিয়ে নানাবিধ লেখা পড়ি, পরে লিওনার্দো দ্য ভিঞ্চিকে নিয়ে কিছু পড়ি। এখনো ওঁর না-মানুষ নিয়ে লেখাগুলোই ---সে এমনি প্রবন্ধ হোক বা গল্প হোক বা অনুবাদ, সবচেয়ে ভালো লাগে।
  • ph`naka naam | 82.37.171.164 | ১২ নভেম্বর ২০১৩ ০৪:১০623436
  • ভাটে ব যদি মিস করে যায়, তাই রিস্ক না নিয়ে এখানেই লিখলাম। ঃ-(

    এই 'বড় হবার' ডায়্লগটা আসলে বহুদিন কুট্কুটাচ্ছে। যেমন আমার ডায়্লগ -এ অনেকের মোজা জ্বলবে।

    সবচেয়ে ভাল হ্ত 'কেউ' যদি কারা কিভাবে প্রকৃত বড় হয়েছে তার এক্টা লিস্টি করে টই খুলত। প্রচুর চেঁচামেচির চান্স পাওয়া যেত। ঃ-)
  • ph`naka naam | 82.37.171.164 | ১২ নভেম্বর ২০১৩ ০৪:১৩623437
  • অপরূপ অজন্তা নিয়ে কেউ দু পয়সা দেবে না?

    আর লিন্ডবার্গ - সেটা ও বুঝি অনুবাদ? সে তো ছোট্কালে জান্তুম নে।
  • Atoz | 161.141.84.239 | ১২ নভেম্বর ২০১৩ ০৪:২১623438
  • এল সি এম, হ্যাঁ।
    অ্যাটম বোম, রহস্য রোমাঞ্চ আর ভীষণ প্রেমপীরিত -এই তিন বস্তু একসাথে পাঞ্চ করে লেখা সেই কাহিনীর নাম "বিশ্বাসঘাতক" ।
    সেই বই থেকেই প্রথম অনেকেই আমরা ফাইনম্যানের সম্পর্কে জানতে পেরে ঘোরতর প্রেমে পড়ে যাই(গল্পের মূল নায়ক ক্লাউস কোথায় যে সাইডে পড়ে গেলেন ,টেরই পাওয়া গেল না ঃ-) ), তখন আমাদের বয়স পনেরো ষোলো, আর ফাইনম্যান বাঁচলে ততদিনে তাঁর বয়স হতো প্রায় আশি। ঃ-)
    এ প্রায় সেই আমাদের বন্ধু রৌনকের কেস হল, সেই রৌনক মেরিলিন মনরোর প্রেমে পড়েছিল এক ম্যাগাজিনে তার ছবি দেখে, পরে জানতে পারে মেরিলিন তার ঠাকুমার বয়সী। ঃ-)
  • Bhagidaar | 216.208.217.6 | ১২ নভেম্বর ২০১৩ ০৫:০৪623440
  • মেরিলিন মনরোর বয়েস বাড়েনা।
  • Atoz | 161.141.84.239 | ১২ নভেম্বর ২০১৩ ০৫:২৮623441
  • উর্বশী মেনকা রম্ভা দের যেমন বয়স বাড়ে না। ঃ-)
    তবে আটজন রম্ভা এসে পড়লে কিজানি একটা কেলেংকারি হয়। ঃ-)
  • Bhagidaar | 216.208.217.6 | ১২ নভেম্বর ২০১৩ ০৫:৫৪623442
  • কি হয়? অষ্টরম্ভা শুনেছি, কিন্তু কি যে হয় জানিনা!
  • Atoz | 161.141.84.239 | ১২ নভেম্বর ২০১৩ ০৬:২০623443
  • আমিও জানিনা এই অষ্টরম্ভা কথাটা কীভাবে এলো। শুনেছি অনেক। "আরে তুই তো দেখি পড়াশোনায় একেবারে অষ্টরম্ভা!" শুনেছি অনেক, এর অর্থ বুঝে নিয়েছি, একেবারেই ভালো না, দেখা গেছে সেটাই প্রচলিত ধারণাও। কিন্তু অষ্টরম্ভা কথাটা এলো কী করে সে ব্যাপারে কিছুই জানিনা।
    "আরে তুই তো ঢ্যাঁড়োশ" এটার একজন মানে বুঝিয়ে দিয়েছিলেন, ঢ্যাঁড়োশের মতন পিছল, হড়হড়ে, ঠিক করে লক্ষ্যে পৌঁছাতে পারে না কোনো কাজে, কেবলই হড়কে পড়ে যায়।
    কিন্তু অষ্টরম্ভা কেউ বোঝায় নি। ঃ-(
  • s | 182.0.249.87 | ১২ নভেম্বর ২০১৩ ০৬:৩২623444
  • অষ্টরম্ভার 'রম্ভা' তো কদলী মানে পাতি কলা। যজ্ঞে ৮ টা কলা দিলে যজ্ঞ নষ্ট হয়, এরকম কিছু শুনেছিলাম।
    না সা র তিমি তিমিঙ্গিল এর নাম কেউ করল না। কিশোরবেলায় সেই আমার প্রথম না সা পড়া আর ভালোবাসতে শেখা।
  • Bhagidaar | 216.208.217.6 | ১২ নভেম্বর ২০১৩ ০৬:৩৩623445
  • ও! আমি ভাবলাম গল্পটা জানা আছে বুঝি! তাহলে আমি যদ্দুর জানি, এখানে রম্ভা অপ্সরা রম্ভা নন, রম্ভা এখানে কলা (দা ফ্রুট)। কোনো শুভ কাজে বিজোড় সংখ্যার কাঁঠালী কলা বরণ ডালায় সাজিয়ে দেওয়া হয়, কিন্তু ইন্ত্যাক্ট হতে হবে, বিজোড় সংখ্যা করতে কলা ছিঁড়ে নেওয়া যাবেনা। সাতটা থাকলে হবে, নটা থাকলে হবে, মাঝখানের এই আট বাদ। তাই অষ্টরম্ভা খারাপ জিনিস, কোনো কাজের না।
  • Bhagidaar | 216.208.217.6 | ১২ নভেম্বর ২০১৩ ০৬:৩৪623446
  • আমি লিখতে লিখতে লিখে দিল!
  • Atoz | 161.141.84.239 | ১২ নভেম্বর ২০১৩ ০৬:৩৭623447
  • আরে থ্যাংকু থ্যাংকু দুইজনকেই।
    আটটা থেকে একটা কলা খেয়ে নিলেই হয়, সাতটা হয়ে যায়।
    ডিঃ ম।
  • Atoz | 161.141.84.239 | ১২ নভেম্বর ২০১৩ ০৬:৩৯623448
  • তিমি-তিমিঙ্গিল --এইটা আমি বইটা পড়ার বহু আগে রেডিওতে নাটক হিসাবে শুনেছি, তখন আকাশবাণী কলকাতায় আর বিবিধভারতীতে খুব ভালো ভালো নাটক হতো।
  • Atoz | 161.141.84.239 | ১২ নভেম্বর ২০১৩ ০৬:৪৩623449
  • আর এই বিজোড় সংখ্যার শুভত্বের কেসটা আম্রপল্লবেও দেখা যায়(আবার পল্লব ঃ-))))), ঘটে পূজা করার সময় যে আম্রপল্লব দেওয়া হয়, তাতে পাঁচটা বা সাতটা পাতা থাকতে হয়।
  • Bhagidaar | 216.208.217.6 | ১২ নভেম্বর ২০১৩ ০৬:৪৯623451
  • বললাম যে ইন্ত্যাক্ত লাগবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন