এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আবার ঐন্দ্রিলাঃ আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা

    kamalendu chakrabarti
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০১৩ | ৬৮০৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৭ নভেম্বর ২০১৩ ১৯:২২623896
  • আমি তো কাল থেকে মেডিক্যাল ডায়গনসিস পদ্ধতির 'সায়েন্টিফিক তথ্যপ্রমাণ' গুলো চাইছি।
  • a x | 138.249.1.194 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:১০623897
  • আমার তো এই খোঁচা মারা, হার্বার্টের মত মনে হয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলা এই মন্তব্যগুলোই অনেক বেশি অপমানজনক ঠেকছে। একজন লাইসেন্সড, প্র্যাক্টিসিং পেডিট্রিশিয়ানের মস্তিষ্কের সুস্থতার প্রতি এই কটাক্ষগুলো।
  • a x | 138.249.1.198 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:১৬623898
  • কমলেন্দু, ধন্যবাদ এই প্রসেসটা বলার জন্য। প্রসেসটা ভুল কী ঠিক সেই তর্কের বাইরে গিয়ে বলি, প্রথম থেকেই যদি আপনি ঐ লম্বা লম্বা কপি পেস্ট না করে এই প্রসেসটা নিয়ে বলতেন তাহলে আপনাকেও এত বিরক্ত হতে হতনা।

    আপনি পাব্লিক ফোরামে লিখছেন, প্রশ্ন আসবেনা, এত হয়না, কাজেই লোকের বুদ্ধি, সদিচ্ছে, জ্ঞান ইত্যাদির দিকে সময় নষ্ট না করে কয়েকটা প্রশ্নের উত্তর দিলে আপনাকেও আর ১২ ঘন্টা জাগতে হবেনা।

    আপাতত দুটি প্রশ্ন, আরো প্রশ্ন আসবে।

    ১) এই যে থুৎনি, গলা ইত্যাদির গঠন নিয়ে বললেন, এবং মা ও বাচ্চার একইরকম বললেন - এর সাথে বোন স্ট্রাকচারের সম্পর্ক নেই বলছেন? অর্থাৎ ঐ গঠনের মা-এর বাচ্চা যদি আপনার রেকমেন্ডেড পুষ্টি লাভ করত, তাইলে তার গঠন বদলে যেত?

    ২) চামড়ার ড্রাই এক্সিমা তো বাচ্চাদের মধ্যে কমন। ৫-৬ বছর বয়স অবধিও দেখা যায়, অনেকসময় তা অ্যাস্থ্মার সাথে রিলেটেড হয় - এই দুটিইর হেরেডিটারি বেসিস পাওয়া গেছে যখন তখন শুকনো চামড়া দেখে বাকি পসিবিলিটি এক্সক্লুড করছেন কীভাবে?
  • রামখেলতিলকসিং | 127.194.229.235 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:২২623899
  • কিন্তু ছবি দেখে চামড়ার ডালনেস বিচার করাটা কী করে সম্ভব সেইটা কেউ বলে দাও। বাকিগুলো আমার সিলেবাসের বাইরে।
  • Bhagidaar | 218.107.71.70 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:২৩623900
  • লম্বা গলা, বিশেষত মেয়েদের, দেখতে খুব ভালোলাগে তো!
  • রামখেলতিলকসিং | 127.194.229.235 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:২৪623903
  • আর আমার এই একটা মাত্র কোশ্চেনে এত রেগে যাবার কী হল?
  • sosen | 111.63.168.183 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:২৪623901
  • ছবি প্রিন্ট নিয়ে তার ওপর হাত বুলিয়ে।
    (ডি: ম: )
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ২০:২৬623905
  • তুমিও গুরুচণ্ডা৯ কিনা, তাই।
  • a x | 138.249.1.198 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:২৬623904
  • ৩) Meherban Singh’s Pediatrics Clinical Method, 1992 আপনার এই রেফারেন্স থেকে যে ছবিদুটি দিয়েছেন, সেটি কি আপনার স্ক্যান করা, নাকি নেটে পাব? ঐ বইতে এই ছবি দুটি কিসের আলোচনার বা রেফারেন্সে দেওয়া আছে?
  • s | 182.0.249.87 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:২৭623906
  • সে কে 'ক'। আমারও একই অনুভুতি হচ্ছে। বিশেষ করে জনগন নিজেদের অসভ্যতাগুলোকে দেখতে পারছে না, অথচ ডাক্তারবাবুর এক একটা পোস্টে প্রচুর কমেন্ট পড়ছে।
    যাই হোক, এই দলে ভীড়ে কোনো ব্যক্তিবিশেষকে ব্যাশিং গুরুতে নতুন নয়।
  • achena | 69.160.210.2 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:২৯623909
  • স্ক্রল করে ওপরে বা পাতার নীচে গেলে ১ থেকে ১০ পাতার নম্বর পাবেন। তার ২ এবং ৩ এ ক্লিক করলে ঐন্দ্রিলার অনেকগুলো ছবি পাবেন।
    ১)

    ছেলেটির মুখের কোণে হাসি থাকলেও ওর মানসিক অবস্থা ভালো নয়। শরীর মোটামুটি ঠিক আছে।
    - এইটা একেবারে বুঝতে পারি নি। শারীরিক বা মানসিক অবস্থার কোনোটাই।

    ২) http://s21.postimg.org/oz10zs9rb/article_2456412_18_B2_F09600000578_23
    1_634x473.jpg

    এই মেয়েটি অসুস্থ। ওড় মূখের ভাব এবং বসার ধরণ একটু লক্ষ্য করুন।
    - আমার মনে হল ওড়নাটা কোনোভাবে আটকে অমন অদ্ভুত দেখতে লাগছে। এমনি তে তো ঠিকঠাক ভাবেই বসে আছে। বসর ধরণে এমনি আলাদা কি পেলেন? একটু কুঁজো হয়ে বসেছে।

    ৩) চামড়ার অবস্থা—দুজনার চামড়াই মড়া মড়া (dull)
    - সিওর নই। ছবির রেজোলিউশনের জন্যেও হতে পারে। ওয়েবে ছবির সাইজ খুব কম হওয়ায় গ্রেইনি এফেক্ট আসে। ২ ও ৩ পাতায় ঐন্দ্রিলার যে কটা ছবি দিয়েছি তাতে এটা আরো মনে হচ্ছে না। বিশেষ করে মায়ের পাশের ছবিটায় মোটামুটি উজ্জ্বলই লাগছে ত্বক। তবে সিওর নই।

    ৪) কাঁধঃ ২ ও ৩ পাতার ছবিগুলোয়, লেখার জন্য উঁচু হয়ে থাকা ছবিটা বাদে বাকিগুলোয় কাঁধ ঢালু বলেই মনে হচ্ছে। তবে এই বয়সের মেয়েদের সব্বার কাঁধ ঢালু হবেই, এটা কি প্রমাণিত? কোনো রেফারেন্স?

    ৫) সূঁচালো থুৎনি ও সরু গলা যে কেবল ছোটোবেলার অপুষ্টিরই লক্ষণ এটা জানি না। এটা কোথায় পাওয়া যাবে? কোনো রিসার্চ পেপার বা বই বা স্টাডিতে?

    ৬) ২ আর ৩ পাতার ছবি দেখে ঐন্দ্রিলার মুখের কোন ঝোলানো মনে হচ্ছে না। angle of the mouth = drooping এর আর কোনো ক্লাসিক ছবি পাওয় যাবে? বুঝতে সুবিধে হয়। হাসলে তো ড্রুপিং লাগবেই না। হাস্যরত ছবি দিলে কি করে বুঝবো? ঐন্দ্রিলার ২ পাতার হাস্যরত ছবিতে তো ড্রুপিং মনে হচ্ছে না।

    ৭) ফিগার সি আর ডি থেকে কি বোঝা যাচ্ছে জানালে আরো লেখা যাবে, কিন্তু a street child clicked and edited by Dr.Kamalendu লিখেছেন কেন? ও তো বহুদিন আপনার সাথে আপনার বাড়িতেই থাকে? ওকে কি এখনো স্ট্রীট বয় বলা যায়?

    আর, সেসুলাতীয়ন =?
  • a x | 138.249.1.194 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:২৯623908
  • সাড়ে আট ডলার দিয়ে কিনতে হবে তো!
  • lobodonka | 125.242.131.148 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৩১623910
  • খুব খীল্লী ওড়ালেণ আপণাড়া, একবাড়ো নিজেরা চেষ্টা কোড়ে দেখলেন না কথা টা কোথায় ভুল। সময় নষ্ট ছাড়া আপনারা কিছুই শেখেণ নি , আমি ডাঃ বাবু কে নিজের কাজ করতেই বোল্টে ইচ্ছা কোড়ছে।
  • sosen | 111.63.168.183 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৩৫623911
  • কিন্তু ডাক্তারবাবুর নিজের ব্যাশড বা বুলিড হয়ে দুর্বল হয়ে পড়া ব্যক্তিদের প্রতি কোনো সহানুভূতি নেই, এবং তারা যে সারভাইভ করার যোগ্য নয় তা-ও উনি বলে দিয়েছেন। সেক্ষেত্রে সহানুভূতির ছলছল দৃষ্টির প্রতি ওনার আকর্ষণ নেই বলেই মনে হয়। আর উনি একটি বিতর্কিত মতকে প্রতিষ্ঠা করতে চাইছেন, কাজেই বিতর্ক তো হবেই।
  • সে | 203.108.233.65 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৩৮623912
  • দেখুন, কমলেন্দুবাবুকে খেলো প্রমাণ করতে হলে অন্ততঃ একজন এম্বিবিয়েস ডাক্তার নিয়ে এসে তারপরে প্রমাণ অপ্রমাণ ইঃ করুন। ডাক্তারি পাশ না করেই যদি ডাক্তারিবিদ্যা ফলাতে চান তবে তো যতই ঝগড়া করুন না কেন, যুক্তিগুলো ঠিক দাঁড়াবে না।
    অবশ্য পশ্চিমবঙ্গ যুক্তিবাদী সমিতির তরফ থেকে এলে অন্য কথা।
    এবং কমলেন্দুবাবুকে আমি কোনোভাবেই অসম্মান করে কিছু লিখিনি।
  • রামখেলতিলকসিং | 127.194.229.235 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৪০623914
  • যাঁরা ব্যাশিং ইঃ বলছেন তাঁরাই না হয় উত্তরটা দিন। ছবি থেকে চামড়ার কন্ডিশন কী করে জাজ করা সম্ভব।
  • SULAGNA | 125.242.131.148 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৪১623915
  • বেকার বিচ্ছিরি বিরক্তি কর কিছু লোকের পাল্লায় পরে নিজের সময় নষ্ট আর মাথা গরম।
    I HATE THIS SITE
    লেখাটা খুব যত্ন করে লেখা
    নিরপেক্ষ মতে লেখা IS SUBJECTIVE
    এবার আর এই সব জায়গায় দিয়ে কাজ নেই
    একটা পেপার লেখ ।
  • রামখেলতিলকসিং | 127.194.229.235 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৪৩623916
  • ছবির যে অনেক প্যারামিটার থাকে, রেজোলিউশন, লাইট, iso ইঃ সেটা বলার জন্যে এমবিবিএস লাহবে?
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৪৫623918
  • আরে এই লেখার উত্তরে এম্বিবিয়েস আসছে কোদ্দিয়ে? মেডিক্যাল সায়েন্সের কিছু কি বলা আছে এখানে? সমস্ত পয়েন্টেই তো "আপনারাও ধরতে পারবেন", "দেখলেই বোঝা যায়" টাইপের ব্যাপার। এমন কিছু কি ছিল যাতে আমরা ডাক্তার নয় বলে দাঁত ফোটাতে পারি নি, একজন ডাক্তারকে দিয়ে অ্যানালাইজ করাতে হবে?

    আচ্ছা বেশ, আনা হোক এম্বিবিয়েস।
  • সে | 203.108.233.65 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৪৫623917
  • না ছবির (ফোটো) ব্যাপারে কোনো মতব্য করিনি।
    এবার কমলেন্দুবাবুকে ছেড়ে আমার ওপর আক্রমণ শুরু হবে নাকি?
  • a x | 138.249.1.194 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৫০623919
  • সে, আপনি বোধহয় জানেন না বা বোঝেন না প্রফেশনাল এটিকেট বলে একটি জিনিস আছে। একজন ডাক্তার এসে খামোকা আরেকজন ডাক্তারকে এই নিয়ে কিছু বলবেন না, সে আপনি যতই লুকিয়ে রইল ইত্যাদি বলে প্রোভোক করার চেষ্টা করুন। আর আপনিও তো অনেক আক্রমণাত্মক কথাই বলছেন, উত্তর দিলেই পার্সেকিউটেড বোধ হলে বলার আগে ভাববেন।
  • রামখেলতিলকসিং | 127.194.229.235 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৫১623920
  • @সে - তাহলে দয়া করে বলে দেবেন কোন পোস্টের রেসপেক্টে বলছেন। কারণ আপনার পোস্ট থেকে মনে হচ্ছে আপনি সকলকে বলছেন।

    আর কোনো ডাক্তার যদি ক্লেইম করেন যে ছবি থেকে উনি স্কিন কন্ডিশনের ডায়াগনসিস করতে পারেন, তখন ডাক্তারি না পড়লেও কমনসেন্স ব্যাগড়া দেয়।
  • sosen | 111.63.168.183 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৫৪623921
  • তাইলে কি এই ঠিক হলো, ডাক্তারি না পড়লে ডাক্তারির কিছুই জানা সম্ভব না, ইঞ্জি না পড়লে ইঞ্জি, অথবা দর্শন না পড়লে দর্শন? ডিগ্রী ছাড়া মানুষেরা তাইলে কিছুই কইতে পাবেন্না? সিরিয়াস পড়াশুনো করে জানলেও?
  • সে | 203.108.233.65 | ০৭ নভেম্বর ২০১৩ ২০:৫৯623922
  • ও তাহলে তো ঠিকই আছে। ডাক্তারদের প্রোফেশনাল এটিকেট আছে জেনে ভালো লাগল। ভবিষ্যতেও এই প্রোফেশনাল এটিকেট দেখতে পাবো আশা রাখছি।
    দুই, বাকিদের তাহলে প্রোফেশনাল এটিকেট নেই বুঝতে হবে। নয়ত একজন মানুষকে দলবদ্ধ হয়ে খুঁচিয়ে ঠুকরে আনন্দলাভের চেষ্টা হতো না।
    এরপরে আপনি আমাকে যুক্তিসহকারে ও/বা লিংক সহকারে যতখুশি গালাগালি দিন না কেন আমি গায়ে মাখব না। কিন্তু দলবদ্ধ হয়ে একটা মানুষকে হেয় করবার চেষ্টায় যে "আনন্দ", তাতে ধিক্কার জানিয়ে গেলাম।
    প্রসঙ্গতঃ আমি ভদ্রলোককে চিনি না, এই সাইটে দেখবার আগে ওঁর নাম ও শুনিনি। প্রত্যেকটা মানুষ কিছু ভদ্র ব্যবহার আশা করে। সেটা দিতে যদি না পারি সে আমাদের দুর্ভাগ্য।
  • decoder বা জ্ঞানদা | 69.160.210.2 | ০৭ নভেম্বর ২০১৩ ২১:০৫623925
  • সে, এখনো বললেন না সেদিন ভাটিয়া৯তে decoder বা জ্ঞানদা -র কথায় বুলিড হচ্ছেন বলে মনে করেছিলেন কিনা। আপনার হ্যাঁ বা না বলার উপরে অনেক কিছু নির্ভর করছে, আমার। জানাবেন।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ২১:০৫623923
  • সে-কে কি কেউ গালাগালি দিয়েছে? আপনার বক্তব্যে যুক্তি থাকলে যুক্তি দিয়েই কথা কাটুন না, "আপনি আমাকে গালাগালি দিন, আমি গায়ে মাখব না" টু সাম এক্সটেন্ট সেন্টিমেন্টাল কথা হয়ে গেল, যুক্তিবিন্যাস হল না।

    আনন্দ টানন্দ কেউ পায় নি। শুরু থেকে এক ধরণের গাঁটামো দেখিয়ে যাচ্ছেন, ইচ্ছেমত প্রশ্ন এড়িয়ে নিজের বক্তব্য সারমনের ঢঙে পেশ করে যাচ্ছেন কোনও ভ্যালিড তথ্যপ্রমাণ ছাড়াই। এ ক্ষেত্রে যে কেউ খিল্লি করবে, এখানেও করা হয়েছে। উনিও অনেক উল্টোপাল্টা কথা বলেছেন, যদি সময় নষ্ট করতে বলেন তো পাতার পর পাতা উল্টে টাইমস্ট্যাম্প ধরে তুলে এনে দেখিয়ে দিতে পারি। যেমন ব্যবহার করেছেন তেমনই ব্যবহার পাবেন, আবার কী?
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ২১:০৭623926
  • উনি বলেছিলেন। ডিকোডারের হয় তো চোখ এড়িয়ে গেছে।
  • decoder বা জ্ঞানদা | 69.160.210.2 | ০৭ নভেম্বর ২০১৩ ২১:০৯623927
  • কোথায় কবে?
  • সে | 203.108.233.65 | ০৭ নভেম্বর ২০১৩ ২১:১০623929
  • বিনামূল্যে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন