এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আবার ঐন্দ্রিলাঃ আপনাদের মতামত -- আমার ব্যাখ্যা

    kamalendu chakrabarti
    অন্যান্য | ২৯ অক্টোবর ২০১৩ | ৬৯১২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 81.91.97.74 | ০৮ নভেম্বর ২০১৩ ০১:৩৫623962
  • হলই বা উতুব ভিডিও তাবলে অবজ্ঞা করবেন? ঃ(
  • π | ০৮ নভেম্বর ২০১৩ ০১:৫১623963
  • হ্যাঁ, কিন্তু আগের ছবি থেকেই তো লক্ষণ দেখা হল !!

    এবং পেপারটির শেষ লাইন।
    Facebook may be a useful diagnostic tool in patients with Horner syndrome and other neurological disorders like Bell's palsy, internuclear ophthalmoplegia, strabismus, Grave's ophthalmopathy and myasthenia gravis.
  • Atoz | 161.141.84.239 | ০৮ নভেম্বর ২০১৩ ০১:৫৪623964
  • কী সব্বোনাশ!
    আমার পাঁচ মিনিট অন্তর অন্তর তোলা দু'খানা ফটো ছিল, একটাতে মনে হচ্ছিল হাসিখুশী হাল্কা ফুল্কা স্বাভাবিক মানুষ এইমাত্র লুচি মোহনভোগ খেয়ে উঠলো এমন উদ্ভাসিত হাসি আর আরেকটাতে পাঁড় গাঁজাখোর এর মতন, একেবারে চোখ টোখ দেখে মনে হচ্ছিল বহুকালের নেশা-এরকম লাগছিল। ঃ-)
  • কল্কেকাশি | 132.103.208.96 | ০৮ নভেম্বর ২০১৩ ০৩:৩০623965
  • কেউ কোন কথা বললে অবশ্যই কনট্রাডিক্ট করতে পারেন, তা বলে তার পেট পরিষ্কার হচ্ছেনা বা তাকে বুজরুক বলা কি অক্ষ সমর্থন করছেন? যদি না করে থাকেন চুপ কেন? পয়েন্টেড প্রশ্ন উত্তর দিন।

    এখানে অনেকেই চাইছেন গাণিতিক সূক্ষ্মতায় কমল বাবু তার মত প্রতিষ্ঠা করবেন। তাদের কে প্রশ্ন ১০ বছর পরে চেনা লোক দেখলে আমরা চিন্তে পারি অথচ মুখ্টা পাল্টে গেছে অনেক খানি। তা কি করে চেনেন একটা স্যাটিস্ফ্যাক্টরি উত্তর দিন তো।
  • a x | 138.249.1.206 | ০৮ নভেম্বর ২০১৩ ০৩:৩৬623966
  • আমি কাকে কখন কী বলব সেটা পুরোপুরি আমার ব্যাপার। আপনি বিবেকের ভূমিকায় নেমে পড়তে পারেন স্বচ্ছন্দে সেটাও আপনার ব্যপার। কমলেন্দু যখন আকাট মূর্খ ইত্যাদি বলে কোনো প্রশ্নের উত্তর দেন না, তখনো কীভাবে রিয়াক্ট করব সেটাও আমার ব্যাপার।
  • a x | 138.249.1.206 | ০৮ নভেম্বর ২০১৩ ০৩:৩৮623967
  • আর এই উত্তর দিন টিন বলে কথা বলবেন না, মানে বলতেই পারেন, উত্তর পাবেন না।
  • কল্কেকাশি | 132.103.208.96 | ০৮ নভেম্বর ২০১৩ ০৩:৪৭623969
  • এই রে নো ইন ইনফর্মেশন ইস সাম ইনফর্মেশন। কমলেন্দুবাবু অবশ্যই বলেছেন তবে আগে বলেন নি আর এই কামড়া কামড়ির নীট ফল যেহেতু শুন্য তাই প্রথমটাতেই আটকানো ভাল এই মাত্র।
  • a x | 138.249.1.206 | ০৮ নভেম্বর ২০১৩ ০৩:৫৪623970
  • একটি মৃতা মেয়ের মারা যাবার ঘটনাকে কেন্দ্র করে পেরেন্টিং, তার মানসিক স্বাস্থ্য, এবং সর্বোপরি কারা সার্ভাইভ করতে ফিট না ইত্যাদি বিষয়ে নিদান হাঁকা এগুলো আমার চোখে আরো আগে পড়ে।
  • ঈশান | ০৮ নভেম্বর ২০১৩ ০৪:০৭623971
  • আমার এখানে একটা জিনিস বলা দরকার আছে।

    প্রথম দিকে এই টইটা বা এর আগের টা দেখছিলাম। ওই পেরেন্টিং বা সার্ভাইভ্যাল সংক্রান্ত কথাগুলো খুবই আপত্তিকর। খুব। "আকাট মূর্খ" টুর্খ বলা তো বেশ বিরক্তিকর।

    কিন্তু এগুলোর সঙ্গে এর কাউন্টারের যে ভঙ্গী কিছু কিছু ক্ষেত্রে উঠে এসেছে, তার একটা মাত্রাগত পার্থক্য আছে। "আপনি অমুক কলেজে পড়েছেন", "আপনি একলা থাকেন", "আপনার যৌন জীবন অমুক" ... এগুলো আপত্তিকর স্টেটমেন্ট শুধু না, ব্যক্তি পরিচয় ধরে আক্রমণ।

    এই দুটোর পার্থক্যটা বোঝা দরকার।
  • a x | 138.249.1.198 | ০৮ নভেম্বর ২০১৩ ০৪:৩৫623972
  • পার্থক্য তো আছেই, প্রথমটা আমার কাছে বহুগুণ আপত্তিকর। এবং বহু লেভেলে।

    কমলেন্দু লিখছেন ডাক্তারের পরিচয়ে, পেশাগত পরিচয়ে - অর্থাৎ এই ব্যাপারে ওনার মতামত লে ম্যানের মতামত না। সেই পজিশন থেকে এই কথা গুলো, এবং যেখানে ডিফেন্ড করতে বাবা বা মা কেউ নেই, সেখানে অত্যন্ত নির্মম ও কুরুচিকর আমার কাছে।
  • কল্কেকাশি | 132.103.208.96 | ০৮ নভেম্বর ২০১৩ ০৪:৫১623973
  • যেটা আপত্তিকর সরাসরি বলাটাই ভালো নয়, তার বদলে কারো পেট পরিষ্কার হচ্ছে কিনা এ সব বলার মানে কি? মানে নেই এ তক্কেরো, অতএব ।।
  • a x | 86.31.217.192 | ০৮ নভেম্বর ২০১৩ ০৫:৪০623974
  • এই কথাটা আমাকে বার বার বলারই বা মনে কি?
  • khilli | 131.241.218.132 | ০৮ নভেম্বর ২০১৩ ১১:২১623975
  • "বুজরুকি" "ওঝা" ইত্যাদি দাগানোর মানে কি ? একজন ডাক্তার কিছু অভিজ্ঞতা ওপর বেস করে কিছু ডায়াগনসিস মেথড দাবি করেছে প্লাস আরো কিছু পেরেন্টিং রিলেটেড আপত্তিকর কথা বলেছে,আফটার অল সেও সমাজের অংশ এক ব্যক্তি । তাকে বলতে দিয়ে তারপর ভদ্র ভাবেও সমালোচনা করা যেত বিশেষ করে যখন মেডিসিন ঠিক exact science নয় । ডাক্তার I এর বক্তব্য যথার্থ - "মূল্যযুক্ত" সমালোচনা কাকে বলে ওর পোস্ট থেকে শেখা যায় ।
  • Blank | 180.153.65.102 | ০৮ নভেম্বর ২০১৩ ১৪:১১623976
  • এই সব কটা পয়েন্ট অজস্র জ্যোতিষ আর ওঝার ওপর প্রযোজ্য
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৩ ১৪:১৬623977
  • যাব্বাবা, বুজরুক বা ওঝারা কি সমাজের বাইরের ব্যক্তি নাকি? যথেষ্ট বলতে দেওয়া হয়েছে, তারপরেই বুজরুক বলা হয়েছে।
  • রূপঙ্কর সরকার | 126.202.194.73 | ০৮ নভেম্বর ২০১৩ ১৫:১৯623978
  • সচ্‌ -কে একটা কথা অনেক পাতা পরে বলছি, খেইটাও বোধহয় হারিয়ে গেছে। ঐ পিঠের দাগটা নিশিবাবুর ডায়ারিতেই ছিল, আমি বলিনি।

    কমলবাবু গুরু-গ্রুপে একটা পোস্ট দিয়ে আজ বলেছেন, উনি গুরু থেকে বিদায় নিচ্ছেন। মুখ দেখা, দুধ খাওয়া ইত্যাদি নিয়ে আমার কিছু জানা নেই (ইন ফ্যাক্ট আমি দুধ বা দুধের যে কোনও প্রোডাক্ট ভীষণ পছন্দ করি) কিন্তু উনি কোলকাতায় লীডিং পেডিয়াট্রিশিয়ানদের একজন।

    একটু ছোট ছোট পাসে বল বাড়িয়ে খেলেই বোধহয় ভাল ছিল।

    বুড়োরা (আমার মত) একটু ভাট বকেই। প্রচারৌ -ও যদুপুরের ফার্স্ট ব্যাচ ইলেক্ট্রিকাল। তা বলে প্রচারৌ তো ইলেট্রিকাল এঞ্জি নিয়ে কিছু বলেন নি, সামাজিক বিষয়ে বলছিলেন, যেটা ওঁর সাবজেক্ট নয়।

    ইনি কিন্তু পেডিয়াট্রিশিয়ান এবং সেই ব্যাপারেই বলছিলেন। আর আদার দ্যান ডাক্তারী বিদ্যে দিয়ে ডায়াগনোসিসের কথা যদি বলতেই হয়, শেতল ঘোষের পাগলামি তো ভারত বিখ্যাত। কিন্তু অত বড় ডাক্তার আর হচ্ছে কই?
  • sosen | 24.139.199.11 | ০৮ নভেম্বর ২০১৩ ১৫:৩৬623980
  • উনি গুরুতে লিখে খুব উপকার করেছেন। লীডিং পেডিয়াট্রিশিয়ান বলছেন যখন। এই ব্যাপারগুলো জানার দরকার-ও তো আছে রোগীদের।
  • রূপঙ্কর সরকার | 126.203.182.81 | ০৮ নভেম্বর ২০১৩ ১৫:৪৭623981
  • না না, আমি নিজেই ওঁর সঙ্গে একমত নই (ডাক্তারীর 'ড' না জেনেও।) আজ থেকে বছর কুড়ি আগে এক ব্রিটিশ বিজ্ঞানী (নাম বলতে গেলে অনেক হাতড়াতে হবে) এই মতবাদ চালু করেন। তাঁর বক্তব্য ছিল, আপনি যত পারেন দুধ খান, ওনলি ইফ, আপনি নিজেকে বাছুর ভাবেন। ঈশ্বর (অর হুমসোএভার) গরুর বাঁটে দুধ দিয়েছেন, তার বাছুরের জন্য, আপনার জন্য নয়। সে সময়ের ডাক্তারদের মধ্যে এটা চাউরও হয়েছিল বেশ।

    কিছুদিন পরেই অন্য মত শোনা যায়। বিপরীত পক্ষ বলতে থাকেন, এত অল রাউন্ড নারিশমেন্ট পৃথিবীতে আর কোনও ফুড/ড্রিঙ্ক দিতে পারেনা। তা ছাড়া স্মরণাতীত কাল ধরে এই খেয়েই বাচ্চারা বড় হচ্ছে পৃথিবী জুড়ে। হ্যাঁ ল্যাকটোস ইনটলারেন্স থাকলে আলাদা কথা। সে তো ওয়াক করে তুলেই দেবে তাহলে। কিংবা অ্যালার্জী বেরোবে।

    আমার কথা তা নয়। সবই হল, দু পক্ষই একটু সফট পেডাল করলে হ'ত, এই আর কি।
  • রামখেলতিলকসিং | 131.241.218.132 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:০৩623982
  • আমি ডাগদারি বুঝি না, আমার ভাগ্নীকে জিগ্গেস করলে হয়তো কিছু বলতে পারবে। কিন্তু একজন প্র্যাক্টিসিং ডাক্তার কী করে এই দাবীটা করলেন যে ছবি দেখে উনি চামড়া এবং হেন্স স্বাস্থ্যের কন্ডিশন বলে দিতে পারেন? Graves' disease-এর মত ইউনিক সিমটম হলে প্রশ্নটা করতাম না, কিন্তু উনি তো খুব জেনেরিকভাবে বললেন। কী করে সম্ভব? এবং এইটা শুনলে ওঁর বিশেষজ্ঞতা নিয়ে প্রশ্নই বা উঠবে না কেন?
  • zzz | 69.160.210.2 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:০৮623983
  • লীডিং কিছু নয়, ৯০% লোকে/ডাক্তারে ওঁকে পাগল বলে জানে। MR, ওষুধের কোম্পনী, টীকার ওষুধ কোম্পানীদের কাছে ডাক্তারদের বিকিয়ে যাওয়া ও জনস্বার্থবিরোধী চিকিৎসা, টীকা ও ওসুধ ব্যবহার, ব্রেস্টফিডিং ও অন্য দুধের অপকারীতা প্রচার নিয়ে ওঁর দীর্ঘদিনের জেহাদ। বাড়িতে কোনো কোনো ডাক্তার লোকজন জুটিয়ে ক্যাল দিতে এসেছে - এমনও হয়েছে। লিখেওছিলাম। উনিও অ্যাডামিট করেন। তথাপি সবারই একটা পার্সোনাল সার্কেল থাকে যেখানে সে অ্যাপ্রিসিয়েটেড। আর সারা জীবন ডাক্তারি করেছেন, পুরস্কার অ্যাপ্রিসিয়েশন ও বেশ কিছু পেয়েছেন। মানে কিছু লোকের কাছে ভগবান। এবার নেট এ বাংলা টাইপ করা চাপের, আর বই লেখার জন্যে টাইপিস্ট ব্যবহার করেন। বয়স হয়েছে রাত জগেন প্রচুর - এই করে করে চট করে মেজাজ হারিয়ে ফেলেন। তবে এত সহজে হাল ছেড়ে দেবার লোক নয় বলেই মনে হয়।
  • zzz | 69.160.210.2 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:০৯623985
  • ** ব্রেস্টফিডিংএর উপকার ও অন্য দুধের অপকারীতা
  • রূপঙ্কর সরকার | 126.203.182.81 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:০৯623984
  • আমি একেবারেই ওঁকে ডিফেন্ড করছিনা। কিছু বক্তব্যে আমিও অবাক হয়েছি (তার জন্য ডাক্তারী জানা লাগেনা)

    কিন্তু একটাই বক্তব্য, জাস্ট ডিবেট ( সোজাসুজি) হতে পারত হয়তো। হলে ভাল হ'ত।
  • sosen | 24.139.199.11 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:১১623986
  • ইনফ্যান্সি-র পরে ল্যাকটোজ ভাঙ্গার ক্ষমতা বন্ধ হয়ে যাওয়ার-ই কথা। LCT জিনের এক্সপ্রেসন বন্ধ হওয়ার কথা। ল্যাকটেজ তৈরী হওয়ার কথা নয়। অর্থাৎ দুধে ইনটলারেন্স মানুষের ডিফল্ট। কিন্তু ডেয়ারী শিল্পের প্রসারের সাথে সাথে( অর্থাৎ ক্যাটল ডোমেস্টিকেশনের সাথে তাল মিলিয়ে) মানুষ বড় হবার পরেও ল্যাকটেজ তৈরী করতে শুরু করে, যেটা হয় LCT জিনের রেগুলেটর MCM6 এ কতকগুলো মিউটেশন তৈরী হওয়ার ফলে। এই মিউটেশন গুলোর ছড়িয়ে পড়ার সময়কে ম্যাপ করা যায় একদম ক্যাটল ডোমেস্টিকেশনের ম্যাপের সাথে। এটা ডিপেন্ডেন্ট এডাপটেশন এর ক্লাসিক উদাহরণ। এবিষয়ে তাই ওনার সাথে একমত হওয়া সত্যি-ই কঠিন।
  • kumu | 133.63.112.168 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:২২623987
  • সোসেন দুধের টইতে লেখো না আরেকটু বিশদে।রূপংকরবাবু, দুধ বিষয়ে আলোচনার জন্য আরেকটি টই আছে।সেটি দেখবেন সময় করে।
  • zzz | 69.160.210.2 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:২৬623988
  • কিন্তু যে ক্যাটল মিল্ক খাচ্ছে না, তার ক্ষেত্রেও কি এই বড় হওয়ার পরে ল্যাকটেজ তৈরি হয় এখন? MCM6 এর মিউটেশন কি এখন মানুষের ডিফল্ট? আবার ডেয়ারি শিল্প বন্ধ হয়ে গেলে কি মানুষ তার পূর্বাবস্থায় ফিরে যাবে, ল্যাকতেজ জেনারেট না করার স্টেটে? LCT জিন ও MCM6 এর মিউটেশনের অন্য কোনো প্রভাব অন্য কোনো ভাবে মানুষের মধ্যে পড়ছে কি?
    ওঁর একটা বেসিক দাবি হল, গোরুর দুধে বেশি মাত্রায় ফসফেট থাকায় দুধের ক্যালসিয়াম আদৌ দেহে অ্যাবসর্ব হয় না, বরং দেহ থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায়। এটা কদ্দুর ঠিক?
  • Blank | 180.153.65.102 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:২৯623989
  • সোসেন দি এই নিয়ে এক খানা মাঝারি সাইজের লেখা লিখে দাও দিকিনি
  • kumu | 133.63.112.168 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:৪৭623992
  • ক্ষী সমাপতন।এটাই লিখতে যাচ্চিলাম।দুধের ক্যাল শরীরে ঠিক্করে ঢোকার জন্য ভিটামিন ডি লাগে।তাই কিছু ডেয়ারী কোং ভিটামিন ডি যোগ করা শুরু করেছে।
    কম্পু সেরে এলে লিং দোব।
  • sosen | 24.139.199.11 | ০৮ নভেম্বর ২০১৩ ১৬:৪৭623991
  • সব উত্তর দিতে এক্ষুনি পারব না। পড়ে দেখতে হবে।
    ১। ক্যাটল বড় হলে দুধ খাবে না সম্ভবত। তার-ও ল্যাকটেজ তৈরী হয়না। রেসিডুয়াল ল্যাকটেজ একটিভিটি একটু আধটু থাকবে। তাই fermented প্রডাক্ট খাওয়া যায়। এমনকি বিড়াল ও কুকুর-ও ল্যাকটোজ intolerant হয়। তবে কো-দমেস্তিকেসনের জন্য ওদের কোনো এমন মিউটেশন হয়েছে কিনা জানিনা।
    ২। MCM6 এ গোটা কতক মিউটেশন আছে। সেগুলোর এফেক্ট quantitative । সব জনগোষ্ঠী সমান ভাবে দুধে রিয়াক্ট করে না। একটা হটস্পট ম্যাপ আছে। সাউথ ইস্ট এশিয়ানরা বেশি intolerant এরম একটা ম্যাপ আছে। সেটার সাথে মিউটেশন টা কোরিলেট করে। ডমিন্যান্ট বলে এক কপি থাকলেই একটু ল্যাকটোজ পারসিসটেন্ট হবে।
    ৩। হয়ত ফিরে যাবে। এই মিউটেশন টা এখনো চলছে। 35% মানুষ পার্সিসটেন্স গেইন করেছে। বছর-এর হিসেবে বোধহয় ১১,০০০ না ১২,০০০ বছর আগে শুরু বলে অনুমান।
    ৪। অন্য প্রভাব আছে কিনা পড়ে দেখতে হবে। নেই মনে হয়।
    ৫। ক্যালসিয়াম আর ফসফেট -ও পড়ে দেখতে হবে। এটা ঠিক জানিনা। মানে চোখে পড়ে নি।
  • pinaki | 148.227.189.9 | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:১৪623993
  • হুম্ম, কিছু কিছু দুধে সেইজন্যে দেখি ভিটামিন ডি অ্যাড করা আছে। এতদিন কারণটা জানতাম না। ইন্টারেস্টিং। কুমুদি, এই দুধের ক্যালসিয়াম শরীরে ঢোকার জন্যে ভিটামিন ডি লাগে - এটা কি এস্টাব্লিশড ফ্যাক্ট? নাকি আজকাল দুধের কোংরা এটা দাবী করছে?

    আমার দুধ নিয়ে অদ্ভুত অভিজ্ঞতা। ছোটোবেলায় নিজের বাড়ীর খাঁটি গরুর দুধ খেয়েছি প্রচুর। একটু বড় হওয়ার পরে ভালো লাগতো না বলে খাওয়া বন্ধ করে দিই। তখনো অব্দি কোনো ল্যাক্টোজ ইনটলারেন্স এর ব্যাপার ছিল না। এর পরে বুড়ো বয়েসে ইউএসে গিয়ে দেখলাম সকালে দুধ সিরিয়াল খাওয়াটা সবচেয়ে ইজি। কিছুদিন খেলাম। নো প্রব্লেম। এরপর আবার বন্ধ করে দিয়ে পাঁউরুটি খাওয়া ধরলাম। একবছর বাদে আবার মনে হল দেখি দুধ ট্রাই করে। ওম্মা। দেখি ল্যাকটোজ ইনটলারেন্ট হয়ে গেছি। দুধ খেলেই ডাইরিয়া টাইপ হচ্ছে। তারপর থেকে সেই ইনটলারেন্স আজও চলিতেছে। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, কিভাবে এক বছরের মধ্যে আমার শরীর দুধে অন্যরকম ব্যবহার করা শুরু করল।
  • sosen | 24.139.199.11 | ০৮ নভেম্বর ২০১৩ ১৭:২০623994
  • ওই রকম-ই হয় তো। acquired ইনটলারেন্স ও হয়ে থাকে। গ্যাস্ট্রিক, ইনজুরি, কেমো, ইনফেকশন এমন নানা কারণ তার।
    আর চাইল্ডহুড ল্যাক্টোজ ইনটলারেন্স অন্য, ল্যাকটেজ জিনটা কাজ করে না। তারা ব্রেস্ট মিল্ক-ও খেতে পারবে না। সেটা রেয়ার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন