এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 37.130.137.251 | ০৪ জানুয়ারি ২০১৪ ১৫:৫১624623
  • "তো – তো – এটাই বিভূতিভূষণ – মানুষের গহীন গোপন ভালোমানুষীগুলোর অবয়ব একের পর এক ফুটিয়ে দিয়ে গেছেন – আরণ্যকে, আদর্শ হিন্দু হোটেলে, পথের পাঁচালী – অপরাজিততে এবং অতি অবশ্যই চাঁদের পাহাড়ে।"
    ----
    -----

    "সিরিয়াসলি স্পিকিং মেঘে ঢাকা তারা অবধি কমলেশ্বর মুখার্জী ধীরেসুস্থে আমার বেশ পছন্দের ছবিকরিয়ে হয়ে যাচ্ছিলেন – দুঃখের ব্যাপার – এই ছবিটার পরে লিস্ট থেকে নাম কাটবো কিনা ভাবছি – যদিও তাতে ওনার কিছু এসে যায়না।"

    বিভুতিবাবুর "দেবযান " পড়ে আমার মনে হয়েছিলো যে লেখক নির্ঘাত গাঁজায় দম দিয়ে লিখেছেন। পথের পাঁচালীর বিভুতিভুষণ-ও যেমন সত্যি তেমন "দেবযানের" বিভুতিভুষণ ও তো সত্যি। জাস্ট কৌতুহল--- কৌস্তভবাবু কি দেবযান পড়ার পরে বিভুতিভুষণকে "পছন্দের লিখিয়ের" লিস্টি থেকে বাদ দেবার কথা ভেবেছিলেন? নাকি দেবযানকেও মাস্টারপিস মনে হয়েছিলো---মনে হয়েছিলো "তো – তো – এটাই বিভূতিভূষণ"
  • পটল | 24.96.45.151 | ০৫ জানুয়ারি ২০১৪ ১৬:০০624624
  • আমি কিছু বললেই কাজু কীরকম ঝাঁপিয়ে পড়ে দেখুন্না! ব্ল্যাক মাম্বার থেকেও তড়িঘড়ি!

    দেবের থেকে দেবযান ঢের ঢের ভালো (আমার মতে), ছ ঢের ভালো।

    '' নাকি গল্পের টানে আর ভাষার রসায়নে মুগ্ধ হয়ে বিশ্বাস করেছি ! তা হলে ফিল্মটা দেখতে বসে কেন পদে পদে এই ধরনের প্রশ্ন তোলা ?'' এইটার মধ্যেই উত্তর আছে, না হলে কমলেশ্বরবাবু কিছু আমার পাকা ধানে মই দেননি, বিভূতিভূষণও কিছু আমার দাদামশাই হন না। পসন্দ আপনা আপনা, এ হক কথা। কিন্তু এই বুনিপ দেখে কেউ বইটা পড়তে চাইবে কি না আমার ঘোর সন্দেহ আছে, বিশেষ এখনকার বাচ্চারা যারা এ-ক্লাস গ্রাফিক্সের কাজ দেখে অভ্যস্ত।
  • Kaju | 69.93.241.252 | ০৫ জানুয়ারি ২০১৪ ১৭:২৯624625
  • না না পটলবাবু উপলক্ষ্য মাত্র। আমি সচদা-র কথার উত্তর দিয়েছিলাম মাত্র। ঃ-)
  • Kaju | 69.93.241.252 | ০৫ জানুয়ারি ২০১৪ ১৭:৩০624626
  • এঃ দুবার 'মাত্র' হয়ে গেল। আমার মাত্রাজ্ঞান বরাবরই খারাপ।
  • সিকি | ০৫ জানুয়ারি ২০১৪ ১৮:২২624627
  • এই রকম বারবার মাত্র বলাকেই কি মাত্রবৃত্ত বলে?
  • Blank | 69.93.197.130 | ০৫ জানুয়ারি ২০১৪ ২১:৪৪624628
  • AP কে,
    রিভিউকার রা কেউ গল্পের বিচ্যুতি নিয়ে বলেন নি, গল্পের মুল ভাব ধরতে না পারার ব্যার্থতাটাকে নিয়ে বলেছেন। ওটার নাম চাঁদের পাহাড় না হয়ে 'দেবের পাহাড়' হলে লোকে শুধু সিনেমার ত্রুটি গুলো নিয়েই কথা বলতো।
  • san | 133.63.144.164 | ০৫ জানুয়ারি ২০১৪ ২২:১৮624629
  • দেখে এলাম। আমার যা মনে হল -
    ক। চমৎকার ক্যামেরা ।
    খ। রিয়েল লোকেশন , দেবের পরিশ্রমসাধ্য শুটিং ইত্যাদির পরেও লেখার সোল-টা একেবারেই মিসিং।এটি একটি এন্টারটেনমেন্ট ফিল্ম। অভিযাত্রী জীবনের নিবিড় নির্জন রহস্যময়তার ভাষা ইত্যাদি প্রভৃতি খুঁজতে যাবেন না।
    গ। বিভূতিভূষণ পড়ার ব্যাগেজ বাদ দিয়ে যারা দেখতে পারবেন , তাদের জন্য গুড এন্টারটেনমেন্ট। আমি অ্যাকচুয়ালি লোককে দেখতেই রেকমেন্ড করব ।
  • b | 135.20.82.164 | ০৬ জানুয়ারি ২০১৪ ০৮:৫৩624630
  • চারুলতার পরে অচলপত্রে সম্ভবতঃ সিনেমার নাম চারুলতা না হয়ে "একটি বাইনকুলারের জীবন ও মৃত্যু" হলেই ভালো হত এই মর্ম্মে একটি প্রেসক্রিপশন বেইরেছিলো।

    পথের পাঁচালী রিলিজ হবার পরে কমলকুমার নাক সিঁটকে সত্যজিত রায়ের সাথে দেখা করা ছেড়ে দেন।

    বলি নতুন কি হইল?
  • aranya | 154.160.5.25 | ০৬ জানুয়ারি ২০১৪ ০৮:৫৮624631
  • নিউ জার্সীতে রিলিজ করছে, ১০ তারিখ। পাড়ার হলে এই প্রথম বাংলা সিনেমা। লাস্ট শো-য় যাব ভাবচি
  • Lama | 113.249.36.189 | ০৬ জানুয়ারি ২০১৪ ০৯:১১624633
  • বুনিপটা মন্দ কি? বেশ গোসাপ আর সিন্ধুঘোটক মেশানো
  • Kaju | 131.242.160.180 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৩:৫৫624634
  • আমাদের লাহিড়ী দেখে এসে বলছে - ওটা নাকি রোডেশিয়ান মনস্টারের অনুপ্রেরণায় বানানো। সেই যেটাকে ডিঙ্গোনেক বলে।
  • PM | 185.176.222.7 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৫:৫০624635
  • কিন্তু AP বাবুর রিভিউ কই ?
  • পটলা | 165.201.35.63 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৬:১৭624636
  • গ্রাফিক্সের কাজ হিসেবে ব্যাপক কাঁচা। লামাকে বললাম। এই মাত্র।
  • Blank | 180.153.65.102 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৬:৫৫624637
  • এইটা বানিয়েছে?

  • Kaju | 131.242.160.180 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৭:৩৪624639
  • এই টাইপেরই নাকি। সরীসৃপ। ছিল অ্যান্থ্রোপয়েড এপ, হল সরীসৃপ।
    আমি তো দেখিনি, আমার কোলিগ বলল।
  • Azog | 24.139.187.130 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৭:৩৪624638
  • এই বস্তুটা কী? বুনিপ? ইস্‌, এচ্চেয়ে তো সি গ্রেড ইংরিজী সিনেমায় বেটার এফেক্ট দেয়!
  • Blank | 180.153.65.102 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৭:৩৬624640
  • এটা মনে হয় সিনেমার ছবি নয়। এটা আঁকা ছবি ডিঙ্গোনেকের। এমনি জিনিস বানিয়েছে কিনা জানতে চাইছি। যারা দেখেছে তারা কনফার্ম করুক
  • Azog | 24.139.187.130 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৭:৩৮624642
  • হেঁশোরাম হুঁশিয়ারের ডায়েরীতে এচ্চেয়ে বেটার আইডিয়া পেত।
  • Kaju | 131.242.160.180 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৭:৩৮624641
  • হ্যাঁ এটা প্রচলিত বর্ণনা শুনে আন্দাজে বানানো। এই ছবিটারই পাশে কোথাও লেখাও ছিল বোধায় সেটা, সেদিন দেখছিলাম।
  • kiki | 69.93.197.42 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৮:২১624644
  • না এরম না। আরো জঘন্ন্য। থলথলে চারপেয়ে , আর টিকটিকির মতন বা কুমীরের মতন একটা লেজ আছে। :X

    দেবকে নিয়ে দাদার কিত্তির রিমেক বানালেই তো পারে।সবচেয়ে মানায়। উফ!
  • kiki | 69.93.197.42 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৮:২৮624645
  • সেদিন আবার তারা মিউজিক না কোথায় চ্যানেল ঘোরাতে গিয়ে আটকে গেসলো, তাতে দেখলাম দেব কি ভীষন তেলে তেলে মুখ নিয়ে, আর ডিরেক্টর বাবু আর একটা কে খুব গদগদ হয়ে কথা বলছে। লোকজন নাকি বেজায় নিয়েছে সিনেমাটা। আর আমার হতচ্ছাড়া ছেলে, সেদিন সিনেমা দেখতে দেখতে কেবল ভাইয়ের সাথে হাতাহাতি আর টয়লেটে ছোটাছুটি কচ্ছিলো, সে বললো খুব ভালো হয়েছে সিনেমাটা( আমি যা বলব, তার উল্টো বলতেই হবে)। তার অবশ্য পাগলু জাতীয় সিন্মা ভালো লাগে। কি চাপের ব্যাপার!!
  • tania | 218.87.232.180 | ০৭ জানুয়ারি ২০১৪ ১২:১১624646
  • আমরা হলাম মাগ্গা মারা বাঙালির জাত। আমাদের দাদা পুরিয়া করে গিলিয়ে না দিলে আমরা কিছুই হজম করতে পারিনা। উদাঃ চাঁদের পাহাড় দেখে বেরোবার সময় দুটি বছর কুড়ির ছেলের কথোপকথন স্বকর্ণে শোনাঃ

    ১ঃ তো ব্যাপারটা কি দাঁড়াল? ও চাঁদের পাহাড়ে যেতে পারল না নেক্স্ট টাইম যাবে?
    ২ঃ গেল তো? না কি?
    ৩ঃ কখন?
    ৪ঃ ঐ যে গুহায় ঢুকল? ওটাই তো?
    ৫ঃ ওটাই? পাহাড় মানে গুহা?
    ৬ঃ তাই তো দাঁড়ায়, নাহলে কি সিকুয়েল হবে?

    তো, যেখানে পাব্লিক এতো বোদ্ধা, সেখানে বুনিপকে না ভিশুয়ালাইজ করে শুধু ছায়া আর শব্দ দিয়ে বোঝালে ফিলিম হজম হবে? এখন কথা হচ্ছে এমন মেজরিটি পাব্লিকের কথা মাথায় রেখে ছবি বানানো ভালো না কি এমন ক্লাসিকের মার্ডার না করে উটি আমাদের জেনারেশানের সঙ্গে কবর দেওয়াই বেটার? আমার তো মনে হয় হাজার বিচ্যুতি নিয়ে হলেও ছবিটি একটি মাইলস্টোন ছবি হয়েছে বাংলা ফিল্ম ইন্ডস্ট্রিতে। এর জন্য ডিরেক্টরের একটি কুর্ণিশ প্রাপ্য।
  • lcm | 118.91.116.131 | ০৭ জানুয়ারি ২০১৪ ১২:৫৩624647
  • জনগণের অনুরোধের চাপ আর নিতে না পেরে ল্যাদ ভেঙ্গে গেলাম টিকিট কাটতে, স্টার থেটারে। ছোট লাইন, কত হবে, মেরে কেটে জনা বিশেক। লাইনে দাঁড়ালাম। হুড়মুড় করে একটি লোক পেছনে এসে দাঁড়ালেন, চোখে মুখে টেনশনের ঘাম ছিটকে বেরোচ্ছে। বললেন - ম্যাটিনি আর ইভিনিং শো হাউস ফুল, নাইট এখনও আছে। লোকটির টিকিট পাওয়া নিয়ে টেনশন, ম্যাটিনি/ইভিনিং শো - এই সব শব্দগুলো, সব মিলিয়ে বেশ স্মৃতিমেদুর হয়ে পড়ছিলাম। বেশ লাগছিল। মিনিট পাঁচেক পরে লোকটি আমাকে বললেন, যে নাইট বোধহয় শেষ হয়ে গেছে। আমি কাউন্টারে গিয়ে জিগ্গেস করলাম, বলল না - আছে টিকিট, এই সুযোগে দামটাও জেনে নিলাম। এসে দেখি আমার জায়্গা নাই, আবার লাইনের পিছনে গিয়ে দাঁড়ালাম। লোকটি দেখলাম টেনশনে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের নখটি খতম করে, বাঁ হাতেরটি চিবানো শুরু করেছেন। আমাকে লাইনের পেছনে পাঠিয়ে নিজের প্রোব্যাবিলিটি বাড়িয়েও টেনশন কমে নি। যাই হোক লোকটি নিশ্চয়ই টিকিট পেলেন, তবে এই ধরনের লোকের অজস্র প্রশ্ন থাকে, এবং কাউন্টারে অনেক প্রশ্ন করে বেরিয়ে এলেন, এবং ফোন বের করে সুখবর দিতে থাকলেন। লাইনের বাকীরা লোকটির প্রতি বিরক্ত প্রকাশ করেলও, আমার বেশ লাগল - সিনেমার টিকিট পেয়ে তৃপ্তি - যে ধরনের তৃপ্তিই হোক - পেলেন তো।

    পাড়ার হল হলে যা হয়। মিনিট পোনেরো দেরী হল ঢুকতে। তখনও টাইটেল কার্ড চলছে। শুরুর দিকের ক্যামেরা হেব্বি হচ্ছিল, একদম ওয়েস্টার্ন - দেব তো অলমোস্ট জন ওয়েন, সিংহ-টাও তাগড়া, পাঁজর-টাজর দেখা যাচ্ছে না। ট্রেন স্টেশন-ও তো প্রায় টেক্সাসের ছোট জায়গা। সিংহ-ও প্রায় ঢুকে পড়ছিল স্টেশনঘরে। মাঝে মধ্যে আলখাল্লা পড়া লোকজনের সঙ্গে কথা বলছিল দেব। তার পর চলে এল সাপ - ব্ল্যাক মাম্বা। টর্চের আলোতেই সাপ নেতিয়ে গেল। এর মাঝেমধ্যে ন্যারেশন হচ্ছিল, কে একজন গম্ভীর গলায় শংকরের জীবন কাহিনী, রোমাঞ্চের নেশা এসব শোনাচ্ছিল। এই ব্যাকগ্রাউন্ড ব্ক্তৃতার সময় ন্যাটজিও-র মতন আফ্রিকার সিনসিনারি দেখাচ্ছিল। এসবের ফলে আমার যা হবার তাই হল। জেট ল্যাগের চোটে ভালো ঘুম হয়্নি কদিন, ফলে চোখ একেবারে জুড়ে এল, ব্যস চলে গেলাম চাঁদের পাহাড়ে।
  • siki | 131.241.127.1 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৩:০৬624648
  • যা তা!
  • Paramita | 172.233.205.42 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৩:৪৬624649
  • তাও তো কম্বল, রিক্লাইনার এসব দ্যায় নি। ধোবিঘাত্ট দেখতে গিয়ে ঐসব উপকরণে সে কি ভাতঘুম..
  • Reshmi | 129.226.173.2 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫১624650
  • তানিয়ার পোস্ট পড়ে মনে হল, ঘটনার সিকোয়েন্স, মানে কোনটা ফ্ল্যাশব্যাক আর কোনটা প্রেজেন্ট, সেটা বুঝতে আমার ছেলেরও (১১ বছর) একটু অসুবিধা হয়েছে। সিনেমার শুরুর দিকে শঙ্কর বাড়িতে চিঠি লিখছিল দেখিয়েছে, যেটা আসলে চাঁদের পাহাড় অভিযানের পর, তারপর শঙ্করের আফ্রিকা আসা আর তার পরবর্তী ঘটনা দেখিয়েছে, ও তাই একটু ঘেঁটে ফেলেছে। যদিও গল্পটা ওর জানা ছিল, আমি পড়ে শুনিয়েছিলাম পুরো বইটা যখন ও বছর সাতেকের ছিল।

    দেখে কেমন লাগল জিগ্গেস করাতে বলল শঙ্করকে অনেক কম বয়সী ছেলে মনে হয়েছিল গল্প শুনতে শুনতে। আর স্টেশন মাস্টারের ঘরটা অনেক সাদামাটা হবে ভেবেছিল, এখানে তো অনেক জিনিসপত্র দেখালো। তবে জঙ্গল দেখে খুব খুশী আর বুনিপ নিয়ে গুগল সার্চ করে আরো জানতে চায় ঃ)
  • পটলা | 165.201.35.63 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৫:৪৮624651
  • আরো অনেক খারাপ বুনিপটা। আমি হেন লোক খরাপ বলছে, তাও আপ্নেরা বিশ্বাস যান না, কী জ্বালা।
  • Kaju | 131.242.160.180 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৫:৫৬624652
  • তা-ও এখনো লোকে হাউসফুল দিচ্ছে তো ! লাল হয়ে গেল চাঁ-পা র ক্রেজের চোটে। স্রেফ নামে কেটে গেল।
  • Reshmi | 129.226.173.2 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৬:০৫624653
  • হাউসফুল তো দিল্লীতেও, এত ঠান্ডা, বেশির ভাগ জনতাকেই এন সি আরের বিভিন্ন প্রান্ত থেকে লম্বা রাস্তা পেরিয়ে আসতে হয়, ৩৭০ টাকার টিকিট, তবুও! অবশ্য সেদিন রবিবার ছিল, উইকডের কথা জানি না।
  • রোবু | 177.124.70.1 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৬:০৮624655
  • কী আশ্চর্য কাজু, এতে এত রাগের কী হলো!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন