এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | 131.242.160.180 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৬:২০624656
  • কী আশ্চর্য রোবুদা, এতে এত রাগের কী দেখলে !!
  • Blank | 180.153.65.102 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৬:২৩624657
  • ওটা রাগে লাল না। এমনি লাল।
  • Reshmi | 129.226.173.2 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৭:১৪624658
  • ও হ্যাঁ, আমার ছেলে ওই অ্যালভারেজ উদ্ধারের দৃশ্যে খুব ভয়ে সিঁটিয়েছিল কারণ চিতা তো গাছে চড়তে পারে, এই বুঝি গাছে চড়ে খুবলে দিল লোকটাকে। ভাগ্যিস পরিচালক মশাই চিতার গাছে চড়তে পারার স্কিলের তোয়াক্কা করেননি!

    আর তার আরেকটা প্রশ্ন, রিখটার্স্ভেল্ড তো সাউথ আফ্রিকার উত্তর পশ্চিমে, তাহলে সেখান থেকে ফেরার পথে শঙ্কর রোডেশিয়ার রাস্তা পাবে কি করে ভবছিল? রোডেশিয়া, মানে এখনকার জিম্ববোয়ে তো উত্তর পূর্বে, ওটা তো নামিবিয়া হওয়া উচিত ছিল।

    আমি ভূগোলে অতি কাঁচা, গুগল করে মনে হল ও খুব একটা ভুল বলেনি। কিন্তু আসল গল্পেও তো এরকমই ছিল মনে হচ্ছে। কোথাও ভুল হচ্ছে?

    ওর এইসব প্রশ্ন শুনে আমারও মনে হল, ওদের জেনারেশনের সত্যিই বোধহয় চাঁদের পাহাড় পড়ার দরকার নেই, যেখানে বোতাম টিপলেই গুগল, কল্পনার অবকাশ কোথায়? চাঁদের পাহাড়ের মত ক্লাসিকের দাম ওরা বুঝবেনা, ও আমাদেরই থাক।
  • Kaju | 131.242.160.180 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৭:৫৭624659
  • ওই জন্যেই তো গল্পে লেখা ছিল - কালাহারি মরুভূমি উত্তর-পূর্ব কোণ ঘেঁষে একটি বিশেষ পথ ধরে পার হলে তবেই রোডেশিয়া পৌঁছনো যাবে।
    রিখটার্সভেল্ড ধরে উত্তর পশ্চিম ভাবলে হব্যা?

    ভুল নেই মশাই, ভুল নেই লেখায়। লেখক আফটার অল বিভূতিভূষণ।
  • ফরিদা | ০৭ জানুয়ারি ২০১৪ ১৮:৫০624660
  • থ্যান্কু। ছেলে কে বই এর ওই জায়গাটা পড়ে শুনিয়ে আর তার সঙ্গে ম্যাপ দেখিয়ে তার সন্দেহের নিরশন করলাম। ঃ)
  • Reshmi | 192.64.181.193 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৮:৫৯624661
  • ওপরের পোস্টটা আমার।
  • Kaju | 131.242.160.180 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৯:০৯624662
  • তাই ভাবছি কত্তা গিন্নী দুজনেই একই সময়ে হাজির !

    তবে ও যে এই বয়েসে এই প্রশ্নটা করেছে, এতটা ভেবেছে, এর জন্যেই হ্যাটস অফ। খুব ভাল লাগে ছোটোদের মধ্যে এরম ঝিলিক দেখতে। শুনেও আনন্দ।

    তানিয়া যে দুই কুড়ি বছরের ছোঁড়ার কথা বললেন, ইচ্ছে করছিল সামনে পেলে দুটোকে কান মুলে... কী ব্লান্ট ছেলেপুলে আর খালি ওপরচালাকি ! এরম দু এক পিস বাসেও দেখি প্রায়ই।
  • পটলা | 165.201.35.63 | ০৯ জানুয়ারি ২০১৪ ১৯:৩০624663
  • তমলুকের দিকে চাঁদের পাহাড়ের পোস্টার দেখে এলুম, জাস্ট কথা হবে না। শুধু দেব, দেব, আর দেব। আফ্রিকাও নাই।
  • I | 24.99.54.183 | ০৯ জানুয়ারি ২০১৪ ২১:২৯624664
  • কিন্তু বুনিপ যে অস্ট্রেলিয়ার গপ্পো, খুড়ো বলছে! বিভুতিবাবু কি তাইলে ভুল লিখেছ্যালেন?
  • S | 139.115.2.75 | ০৯ জানুয়ারি ২০১৪ ২২:৩৫624666
  • দেব কথা বললে আমার বুঝতে কিছুক্ষন সময় লাগে কোন ভাষায় বলছে। বাঙ্গলা, হিন্দি, ইঙ্গরাজি শব্দের ও উচ্চারণের এমন রকমভেদ খুব কম দেখা যায়।
  • Arpan | 126.202.126.242 | ১০ জানুয়ারি ২০১৪ ০০:১৮624667
  • বুনিপ অস্ট্রেলিয়ার গপ্পোই। অ্যাবওরিজিনদের সাথে সাথে বুনিপও হারিয়ে গেছে দুনিয়া থেকে।

    তেমনি চাঁদের পাহাড় বলতেও আফ্রিকাতে অনেক পাহাড়কেই বোঝায়। তবে সেসব উগান্ডার দিকে। আমার কেমন ধারণা ছিল মাউন্ট কিলিমাঞ্জারোকে চাঁদের পাহাড় বলা হয়ে থাকে। ওই উগান্ডা রেলওয়ের নামটা মাথায় গেঁথে ছিল। বহুদিন পরে আবার পড়তে গিয়ে দেখি রিখটার্সভেল্ডের নাম আছে, তদ্দিনে জেনে গেছি উহা সাউথ আফ্রিকায়।

    তো, বলার কথা, সিনিমাটা দেখে ফেলেছি অবশেষে। কাল পশশু সময় পেলে লিখব কেমন লাগল।
  • de | 69.185.236.53 | ১০ জানুয়ারি ২০১৪ ১৫:০১624668
  • হ্যাঁ, আম্মো চান্দের পাহাড় দেখে এলাম -- মরুভূমিতে হারানোর পর থেকে শেষ অব্দি দেবকে ভালো লেগেছে -- লাস্ট দশ মিনিট! বাকিটা অখাদ্য! আর ওই বেন জনসন মার্কা দৌড় সিংহের সাথে কমপিট করে, মাম্বার সামনে ঢুলে পড়া, হাতে ব্যান্ডেজ, সারাগায়ে রক্ত ঢেলে সিংহ শিকার, হুল আলা কাঁকড়াবিছে খাওয়া আর সর্বোপরি বুলডগের মতো বুনিপ ইঃ মিলিয়ে ছবিটা বছরের সেরা জোক! দারুণ হেসেছি ছবিটা দেখতে গিয়ে -- চারপাশের লোকজন অবাক হচ্ছিলো বোধ্হয়!

    একটাই লাভ, মেয়ে বাড়িতে ফিরেই বিভূতিভূষণ নিয়ে বসেছে -- চাঁদের পাহাড়, পথের পাঁচালী আর আরন্যক নিয়ে বলেছে, এবার এগুলো কমপ্লিট করতে হবে। এমন মুভি আরো হোক!
  • Blank | 180.153.65.102 | ১০ জানুয়ারি ২০১৪ ১৬:১৬624669
  • চাঁদের পাহাড় অদ্ভুত সুন্দর দেখতে। বিবিসি আফ্রিকা দেখুন, সেখানে দেখাবে। দারুন সুন্দর।
  • Ranjan Roy | ১০ জানুয়ারি ২০১৪ ২৩:৫৮624670
  • ব্ল্যাংকি ক্যামেরা নিয়ে যাবার তাল করছ নাকি?
  • Blank | 69.93.241.17 | ১১ জানুয়ারি ২০১৪ ০১:০১624671
  • শুট করার জন্য ক্যামেরা অনেক ভাল বন্দুকের চেয়ে
  • PM | 120.168.242.28 | ১১ জানুয়ারি ২০১৪ ১২:০৩624672
  • উইকি বলছে ৩য় সপ্তাহ পর্য্যন্ত বক্স অফিস সংগ্রহ ওক্ষ ওফ্ফিে ১২ কোটি।
    http://en.wikipedia.org/wiki/Chander_Pahar_(film)

    এ সিনেমা তো শুধু বক্স অফিস থেকেই খরচ তুলে ফেলল দেখছি। ডিভিডি রাইট্স আর স্যটেলাইট রাইট্স এর টাকা পুরোটাই লাভের খাতায়।

    ভেন্কটেশ ফিল্ম্স ব্যবসাটা বোঝে তাতে কোনো সন্দেহ নেই। কোনো হিন্দি ছবি-ও এই ব্যবসা করতে পারে নি এখনো পর্য্যন্ত। এই বাজারটা যে আছে পঃবঃ তে সেটাই জানা ছিলো না।
  • PM | 37.130.216.100 | ১১ জানুয়ারি ২০১৪ ১২:৩০624673
  • শুধু মফস্বলের "দেব অন্ত প্রান" লোকেরাই ছবিটাকে ভালো বলছে তা কিন্তু নয়। ছবিটার IMDB ইউসার রেটিং 7.8। ৬৭৯ জন লোক রেটিং দিয়েছে।

    http://www.imdb.com/title/tt3300904/
    যেহেতু ছবিটা এখনো দেখা হয় নি কলকাতায় না থাকার দরুন-পরের মুখের ঝাল-ই খাচ্ছি ঃ)
  • Sibu | 118.23.96.158 | ১২ জানুয়ারি ২০১৪ ০০:৫৬624675
  • এ নিয়ে আমাদের অনামিত্র বাবু কি বলেন?
  • Ekak | 132.166.147.157 | ১২ জানুয়ারি ২০১৪ ০২:২৩624677
  • অনেকেই দেখলুম একটু হাঁপ ছেড়েছেন সিনেমা তা "বাচ্চাদের ভালো লেগেছে " বলে । শিশু চলচ্চিত্রের অভাব পূর্ণ করছে শিশুসুলভ চলচ্চিত্র । জয় হো !
  • aranya | 78.38.243.161 | ১২ জানুয়ারি ২০১৪ ০৯:২৬624678
  • বালের পাহাড় দেখলাম, ঢপের পাহাড়-ও বলা যেতে পারে
    হায়, কমল বাবু যদি এ পাড়ার কাউকে অ্যাডভাইসার হিসাবে নিতেন, কত পোটেনসিয়াল ছিল ছবিটায়, ক্যামেরার কাজ এত ভাল, আফ্রিকা দেখে মন ভরে যায়..
    সবাই সব লিখে দিয়েছে, আমি শুধু দেবের অভিনয়ের কথা বলি - এই ছেলেটি সব সনয়ই একই ফ্ল্যাট, মনোটোনাস টোনে কথা বলে যায়। ব্যাক গ্রাউন্ডে যিনি গল্প বলেন, তার গলাও শুনতে ভাল লাগে নি।
    আবাপ-র শঙ্করলাল এই বাংলা 'শোলে'-কে ১০-এ ৯ দিয়েছেন, আমি দিলাম ৬.৫
  • Lama | 113.249.36.126 | ১২ জানুয়ারি ২০১৪ ০৯:৩০624679
  • আমার ভালো খারাপ কিছুই লাগেনি। তবে কিনা, জিলিপি আমার পছন্দ না হলে দুনিয়াশুদ্ধু ময়রাকে জিলিপি ভাজা ছেড়ে দিতেও তো বলা যায় না।

    ব্যবসা করতে এসেছে, করেছে, আইনকানুন না ভেঙ্গেই (যতদূর জানি), বেশ করেচে। কমলেশ্বরবাবুর পাঁঠা উনি ল্যাজের দিক দিয়ে কাটবেন না মাথার দিক দিয়ে কাটবেন সে ওনার ব্যাপার
  • Sibu | 118.23.96.158 | ১২ জানুয়ারি ২০১৪ ০৯:৪৬624680
  • আহা, জিলিপি ভাজা ছেড়ে দিতে বলবে কেন? তবে জিলিপি অতি বালের জিনিষ এতো বলাই যায়।
  • cm | 122.79.36.48 | ১২ জানুয়ারি ২০১৪ ১০:১২624681
  • এক কামড়েই যখন বোঝা গেছে জিলিপি খাচ্ছেন তখন তাকে জিলিপি হিসেবেই অ্যাপ্রিশিয়েট কল্লে হয়না। পষ্টো বুঝছি আমার এখন হলে গিয়ে এ সিনেমা দেখলে মন্দ লাগবেনা।
  • kc | 204.126.37.78 | ১২ জানুয়ারি ২০১৪ ১০:২৬624682
  • মন্দ মোটেই লাগবেনা। আমারও বেশ ভাল লেগেছে। আলোআঁধারি ঘর, চালাক চালাক উদ্ভুটে শহুরে সংলাপ, আর পরকীয়া নিজকীয়া শরীর ঘষাঘষির বাইরেও যে বাংলা সিনেমা হয় সেটাই ভুলে গেছিলাম।
  • রোবু | 213.147.88.10 | ১২ জানুয়ারি ২০১৪ ১০:৩০624683
  • ইকি! এই তো সেদিন ভুতের ভবিষ্যৎ হল।
    এ বাদে, সন্দীপ রায় তো নিয়মিত এইসবই করে যান।
  • aranya | 154.160.98.31 | ১২ জানুয়ারি ২০১৪ ১০:৪১624684
  • ন্যারেশন-টা সুমন-কে দিয়ে করালে কেমন হত ভাবি
  • kc | 204.126.37.78 | ১২ জানুয়ারি ২০১৪ ১০:৪৩624685
  • হ্যাঁ, প্র্যায় দুবছর হয়ে গেল ভুতের ভবিষ্যৎ এর। "সেই কবে ঘী খেয়েছি সেই মনে রেখে দিতে হবে।"
  • রোবু | 213.147.88.10 | ১২ জানুয়ারি ২০১৪ ১০:৪৯624686
  • আহা, ভালো ঘি। মনে রাখতেই হবে।
    দশ বছর আএর সুমন হলে ঠিক আছে, এখনকার জড়ানো উচ্চারণে আরো বাজে লাগত। অত ন্যারেশন অ্যাভয়েডেবল ছিল, অ্যাট দা ফার্স্ট প্লেস।
  • ব্যাং | 233.229.182.162 | ১২ জানুয়ারি ২০১৪ ১১:১৭624688
  • আমি ও চাঁদের পাহাড় দেখেছি। দিব্যি লেগেছে। দেবকেও মন্দ লাগে নি , এমনকি বুনিপটাকেও মন্দ লাগে নি সিনেমাটা দেখার পরে। সিনেমাটা দেখার আগে এক দশবছুরেকে বারবার বলেও চাঁদের পাহাড় বইটাকে তিরিশ পাতার বেশি পড়াতে পারি নি। সেই সময়ে রোজ পার্সি জ্যাকসন আর অলিম্পাসের হিরোরা আমাদের শঙ্করকে হারিয়ে দিচ্ছিলেন। চাঁদের পাহাড়ের বদলে হাতে উঠছিল ঐসব বই। চাঁদের পাহাড় দেখে আসার পরে নিজের থেকেই বাকিটা পড়ছে নিজের ইচ্ছেমতন। এখন আর সাধতে হচ্ছে না। কমলেশ্বরবাবুর ভালো হোক।

    গুরুচন্ডালির আর ফেসবুকের কোনো নেগেটিভ রিভ্যুই আমাকে টলাতে পারে নি। দিব্যি হয়েছে সিনেমাটা। আর লোকের দাবিদাওয়া মেটাতে গেলে জীবনে কোনো সিনেমা বানানো যাবে না। একশো বছর আগে আফ্রিকানরা কেন ঈংরিজিতে কথা বলছে , বলি তাদের দিয়ে ফ্রেন্চ বলালে বুঝতে কি আরো সুবিধে হত? সিনেমাটা তো শুধু উচ্চশিক্ষিত জনতার জন্য বানানো হয় নি, সব্বার জন্য বানানো হয়েছে। আর বুনিপের চেহারা নিয়ে অত কথার কী আছে? আর কতখানি খারাপ দেখতে হলে লোকজনের মন ভরত?সিনেমার টি্কিটের টাকা উসুল হয়ে গেছে ফটোগ্রফি দেখে। ব্যাস আমি খুশ। আর শংকর দেবই হোক বা রুদ্রনীল, কী আসে যায়?চাঁদের পাহাড় পড়ার সময় শংকরের চেহারা নিয়ে কোনোদিনও মাথা ঘামাই নি। পড়েছি থ্রিল আর প্রকৃতির বর্ণনার জন্য। সিনেমা দেখেও যথেষ্ট থ্রিলড আর ছবি দেখেও মন ভরে গেছে। আর বিভূতিভূষণের গল্প নিয়ে সত্যজিতের বানানো ছবিগুলো ছাড়া আর অন্য কোনো সিনেমা দেখে বিভূতিভূষণের বই পড়ার অনুভূতি হওয়া সম্ভব? ঐরকম ইল্লুতে আশা নিয়ে সিনেমা দেখতে গেলে সে আশায় ছাই পড়বেই।

    আমি তো সল্লেক সিটি সেন্টারে দেখতে গিয়ে দেখলাম হলে প্রচুর মারোয়াড়ি দর্শকও আছেন এবং উপভোগ করছেন। লুরুতেও শুনেছি বেশ কিছু অবাঙালী দর্শক হলে গিয়ে দেখেছেন। তো আর কী চাই!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন