এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৬৭০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 122.79.36.57 | ১০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৭625650
  • @ রোবু, প্রভার্ব টার কি উল্টো মানে করলেন? কারণ ২০০৪ এর সাকসেস এর পর থেকে তো লোকসভায় সিট সংখ্যা ক্রমশ কমেছে!
  • রোবু | 213.147.88.10 | ১১ ডিসেম্বর ২০১৩ ০০:১২625651
  • সে তো বেশ কিছু মেজর মোমেন্টে ভুল ডিসিশন নেওয়াতে।
    সেই সময় তো সাক্সেস ছিলও। ইউপিএ ওয়ান এর পার্ট হওয়া। সিএমপি ডেভেলপ করা।
  • সংহারক | 24.139.193.76 | ১১ ডিসেম্বর ২০১৩ ২০:২৯625652
  • আপ কিন্তু মাইনরিটি গভ: করে দিলেই বুদ্ধিমানের কাজ করবে। ভা জ পা যদি আস্থা ভোটে অংশ না নেই তাহলে ওরা ওদের এজেন্ডা অনুযায়ী কাজ করতে পারবে। আর ওদের যা এজেন্ডা তাতে কেও বিরোধিতা করতে পারবে না। অন্যদিকে ভা জ পা যদি ভোটে অংশ নিয়ে সরকার ফেলে দেয় তাহলে গণরোষ ভাজপার বিরুদ্ধে যাবে।ভাজপা যা করবে তাতেই আপের লাভ বই লোকসান নেই।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:৫৫625654
  • ওহো, সাথে এটাও ছিলঃ

    Date: Sunday, the 15th of December, 2013
    Time: 2PM
    Venue: Girish Park, Kolkata
    Walk Upto: Esplanade
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৩ ১০:৫৫625653
  • ফেসবুকে পেলাম। কলকাতার জনতা একটু খোঁজ নিন তো?

  • kabya | 59.249.128.30 | ১৩ ডিসেম্বর ২০১৩ ০১:০২625657
  • হু হু বাওয়া,
    লোকজন এ কি বলে, চন্দননগর এ অনেক দিন আগে ত্রিফলা বসে গেছে। এখন তো আবার ডমিনোস ও খুলে দিলো।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ১২:০৪625658
  • কেজরিওয়াল ৮ - ১০ দিন সময় চেয়ে এসেছে এলজির কাছ থেকে। নিজেদের ম্যানিফেস্টো কংগ্রেস আর বিজেপির কাছে পাঠিয়েছে। যে যে সমস্ত পয়েন্টে নিঃশর্ত সমর্থন জানাবে, তাদের নাম নিয়ে এই কদিনে নাকি দিল্লির বিভিন্ন এলাকায় তারা জনসভা করবে। জনতা জো জনাদেশ দেগি, সেটাই মাথায় নিয়ে আপ মিলিজুলি সরকার বানাবে অথবা বানাবে না।
  • π | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৪৪625660
  • The 18 issues pertaining to the common man raised in Aam Aadmi Party chief Arvind Kejriwal's letter to the Congress and the BJP chiefs.

    1. The VIP culture should be stopped in Delhi. No MLA, minister or Delhi official will use a red beacon on their cars. Neither will they live in big bungalows nor take any special security.

    2. Passing of the Janlokpal Bill, the same version for which Anna Hazare held fasts.

    3. People will take decision directly in 'mohalla sabhas', which will be held in every locality and colony.

    4. The AAP demanded complete statehood status for Delhi. Central government's hold on DDA and Police should end.

    5. The party also demanded a special audit of all electricity companies in the national capital from the time these were privatised. The companies that refuse to participate, their licenses should be cancelled.

    6. Electricity meters should be checked.

    7. There is 220 litres of water available for every person daily. Where is it?.

    8. AAP wants unauthorised colonies should be regularised. Thirty percent of Delhi's population lives in such colonies and these should be regularised.

    9. The party demnded to know if the Congress and the BJP will support its decision to give clean and affordable 'pakka houses' (built up houses) to those living in slums.

    10. It also sought their support to give regular jobs to those working on contractual basis.

    11. It wants to give infrastructural facilities like roads, electricity, water and basic facilities to the ordinary trader.

    12. AAP said it is against FDI in retail.

    13. The party wants to provide facilities and subsidies to farmers in the villages in the national capital.

    14. The party also demanded to know the Congress and BJP's stand on opening 500 government schools, stopping donations in private schools and making the fee system transparent.

    15. The party said it wanted to open new government hospitals with better facilities.

    16. It also wants to have special security units for women and wants all harassment cases to be tackled within three months.

    17. It wanted to set up enough courts and appoint judges so that all cases are dealt with within six months.

    18. The AAP wanted to know whether the municipal corporations of Delhi will support them on these issues.
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৫০625661
  • ১ নম্বরটাই তো কেউ মানবে না। :) মানে না কংরেস, না বিজেপি। এ সব এনজয় করার জন্যেই তো পলিটিক্সে এসেছে গান্ডুগুলো।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৫৩625663
  • ১৬ নং পয়েন্টে দিল্লি পুলিশকে ইনভলভ করতেই হবে। আর সেখানেই কবি কেঁদেছেন। গত বছর ষোলই ডিসেম্বরের ঘটনার পরেও এই কথা উঠেছিল, এবং শীলা দীক্ষিত সঠিকভাবেই বলেছিলেন, দিল্লির কেসটা একটু আলাদা।

    আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারে থাকলেও শুধু দিল্লির ক্ষেত্রে এটা দিল্লি সরকারের এক্তিয়ারে নেই। দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রির আন্ডারে। সুতরাং কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে রাজি না হলে সিকিওরিটি নিয়ে কিসুই করতে পারবে না দিল্লির সরকার।
  • π | ১৪ ডিসেম্বর ২০১৩ ২০:৫৩625662
  • ১০, ১২, ১৪, ১৫ বিশেষভাবে পশ্য।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:০১625664
  • ১৪ আর ১৫ নিয়ে অনেক কথা বলা যায়।

    ৫০০ স্কুল খুলতে গেলে কী পরিমাণ জমিজমা লাগবে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। দিল্লির মত ঘনবসতিপূর্ণ শহরে এত স্কুল খোলার জায়গা কোথায়? এক্সিসটিং স্কুলগুলোকে উন্নত করা যেতে পারে।

    প্রাইভেট স্কুলে ডোনেশন বন্ধ করা - কোন স্কুল ডোনেশন নেয়? একটা স্কুলও ডোনেশন নেয় না। ভর্তির সময়ে যে আশি হাজার, এক লাখ, দেড় লাখ নেওয়া হয়, তা পুরোটাই বিভিন্ন খাতে খরচা দেখিয়ে নেওয়া হয়, পাকা রসিদ দেওয়া হয়। ডেভেলপমেন্ট ফি, মিসলেনিয়াস ফি, হ্যান ফি, ত্যান ফি। চার পাতার সিলেবাস বুকলেটের জন্য আড়াইশো করে টাকা নেওয়া হয়। পারো তো চ্যালেঞ্জ করো।

    আর দিল্লিতে নেওয়া হবে না, চারপাশের এনসিআরে নেওয়া হবে, এই কেস ঘটলে দিল্লির স্কুলে আরও বিশাল বিশাল রাশ হবে। নয়ডা গুরগাঁও গাজিয়াবাদের প্রচুর লোক যাদের বাচ্চাদের দিল্লির স্কুলে আনানেওয়া করার প্রভিশন আছে, তারা দিল্লির স্কুলে লাইন দেবে। দিল্লির অ্যাড্রেস প্রুফ? ও বের করতে দশ মিনিট লাগে।

    ১৫ নং নিয়ে, হাসপাতালের অবস্থার উন্নতি। খুবই হাই লেভেল কথা, ইফ নট ভেগ। হাই লেভেল বলতে কী বোঝায়, সেটা তো ডিফাইন করতে হবে। এমনিতেই সিস্টেম হিসেবে দিল্লির সরকারি হাসপাতাল কলকাতার সরকারি হাসপাতালের থেকে অনেক অনেক সিস্টেমেটিক, অনেক পরিচ্ছন্ন। যতটা অপরিচ্ছন্নতা হয়, সেটা মূলত রোগীর চাপের জন্য। আরও প্রচুর হাসপাতাল দরকার সাধারণ মানুষ, গরীব মানুষদের জন্যে। কিন্তু জমি কোথায়? কে দেবে?
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ২১:০৫625665
  • ৪ নিয়ে অনেকদিন ধরে আইনি লড়াই চলছে। দিল্লি বহুকাল ধরেই বকচ্ছপ অবস্থায় আছে। রাজ্য কিন্তু পুরো রাজ্য নয়। সম্পূর্ণ রাজ্য হয়ে গেলে রাজ্য সরকারের হাতে অনেক ক্ষমতা আসবে, উইথ দিল্লি পুলিশ, সমস্ত রাজ্য সরকারই এ নিয়ে প্রচুর চেষ্টা করে গেছে, কিন্তু ঐ, সংবিধানে অ্যামেন্ডমেন্ট না হওয়া পর্যন্ত "ব্যাহেস" চলতেই থাকবে, যেমন চলে এসেছে এতকাল। ওটা করা আপের অ্যাজেন্ডায় থাকতে পারে, কিন্তু ঐ সংসদে চাপ দেওয়া ছাড়া আর কিছুই করার নেই।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ২২:১১625667
  • দিল্লির আশেপাশের জমি নিয়ে দিল্লি কী করবে? দিল্লি পিনকোডের মধ্যেই তো দিল্লি সরকার কাজ করবে।
  • π | ১৪ ডিসেম্বর ২০১৩ ২২:২২625668
  • আরে মূল দিল্লি শহর না, দিল্লি পিনকোড এরিয়ার মধ্যেই বলছি। কোথাও কোন জায়গা নেই ? না থাকলে এরকম দাবি তুলতো ? যতদূর জানি, লোকজনের সাথে কথা বলেই তো এই দাবিসনদ তৈরি হয়েছে।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৩ ২২:২৬625669
  • না না আছে। চাষবাস হয় তো দিল্লির বিভিন্ন এলাকায়। কিন্তু পার্সেন্টেজ কতটুকু? দিল্লি আফটার অল কৃষিপ্রধান রাজ্য নয়, এমনিতেই আয়তনে খুব ছোট, তার মধ্যেও চাষীরা এখানে মাইনরিটি। আউটার দিল্লির কিছু এলাকা এবং যমুনার পাড় ধরে ধরে চাষবাস হয়।
  • a | 132.166.143.92 | ১৪ ডিসেম্বর ২০১৩ ২৩:১০625671
  • আরে কি বলছেন স্যার? সিঙ্গুর ভুলে গেছেন? চাষের জমির দিকে ভুলেও তাকাবেন না!!!

    আপের মেন দাবি হল নাম্বার টু। ওতে সহমত হওয়া অনেক ইজি, স্টেট লেভেলে।

    আমি খুব আগ্রহী মহল্লা সভা বা পিপল রেফারেন্ডাম জিনিসটা দেখার জন্যে
  • S | 109.27.138.238 | ১৫ ডিসেম্বর ২০১৩ ১২:৫৪625673
  • বেশ কিছু পয়েন্ট খুব ভেগ লাগলো। এটা আশা করিনি।

    লোকপাল বিল হায়তো এখনি পাশ করিয়ে দেবে। কিছু কমিটি তৈরী হবে স্টেটহুড, স্বাস্থ্য, শিক্ষার জন্যে। এমনকি কিছু বেশি পুলিশ কর্মচারী নিয়োগ করে আইন-শৃন্খলার উন্নতির কথাও বলা যাবে।

    যেহেতু কেন্দ্রে কঙ্গ আছে - আর পরের বছর বিজেপি আসবে, আর আগামী ৫ বছর আআপ দিল্লিতে সরকারে থাকবে, সেক্ষেত্রে বিজেপি আর কঙ্গের থেকে বেশ কিছু কাজ করিয়েও নেওয়া যায়।

    কিন্তু আমার মনে হয় ঐ বিদ্যুত আর জল নিয়ে যে প্রব্লেমটা সেটার কোনো সলিউশন হবে না। কারণ ঐ জায়গাগুলোতেই আসল কোরাপশন লুকিয়ে আছে - ওখানেই আসল পয়সাটা লুকিয়ে আছে। ফলে ওখানে কঙ্গ বা ভাজপা কেউই রাজি হবে না খুব স্ট্রঙ্গ স্টান্স নিতে।
  • π | ১৬ ডিসেম্বর ২০১৩ ১৮:১৮625674
  • ভেগ মনে হলেও প্র্যাকটিকালি করতে যাবার চেষ্টা করলে সত্যিই কি ভেগ থাকবে ? চেষ্টাটাই তো সেভাবে কখনো করা হয়নি।

    এই বক্তৃতাটা রইলো। মিউজিক ফিউজিক দিয়ে খুব মেলোড্রামাটিক শোনাচ্ছে বটে, তবে কথাগুলো শোনাই যায়। প্র্যাকটিকালই লাগলো।
  • s | 182.0.249.87 | ১৭ ডিসেম্বর ২০১৩ ০১:৫৪625675
  • এটা তো মহল্লার কনসেপ্ট। আআপ তো এই কন্সেপ্ট শুরু থেকে দিয়ে আসছে। ইলেক্শনের পর অনেক এমেলে মহল্লা শুরুও করে দিয়েছে।
  • π | ১৭ ডিসেম্বর ২০১৩ ০২:০৩625676
  • হ্যাঁ, কিন্তু এটাকে অনেকেই প্র্যাকটিকাল মনে করছিলেন না।
  • s | 182.0.249.87 | ১৭ ডিসেম্বর ২০১৩ ০২:০৬625677
  • আর আজকে কংগ্রেস বলেই দিয়েছে ঐ ১৮ দফা শর্ত বালখিল্যের মত হয়েছে। ওর মধ্যে ১৬টা লেজিস্লেটিভ ইস্যুই না। দিল্লি সরকারের অ্যাডমিনিস্ট্রেশনেই ওগুলো করা যায়। বাকী দিল্লি পুলিশ আর লোকপাল এ দুটোতে দিল্লির লেজিস্লেশনের কোন ভূমিকাই নেই। কেজরীলালের উচিৎ আর ভ্যানতেরা না করে সরকার গঠন করা। নইলে আত্মবিশ্বাসের অভাব এই বার্তাই যাচ্ছে।
  • π | ২১ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৭625679
  • "The decision to form a minority government backed by Congress, which has eight MLAs, is driven by the overwhelming response from people who want AAP to assume power in Delhi and deliver effective governance. Kejriwal said more than 75% of people in the Capital want AAP to assume office. "Forming the government and delivering on our promises will reap huge benefits for AAP in Lok Sabha polls." '
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ০৯:১৭625680
  • কাশ্মীর নিয়ে আআপ। https://www.facebook.com/photo.php?v=237553293085268

    কিন্তু চেঁচামেচির চোটে সেরকম ভাল করে কিছু বুঝতেই পারলাম না। কেউ পারলে একটু জানতে ইচ্ছুক।
  • Kejriwal himself | 131.247.234.25 | ২৩ ডিসেম্বর ২০১৩ ২২:৫০625682

  • Arvind Kejriwal stated in a Google Hangout session that Kashmir is an integral part of India , "compromise on kashmir issue ?ofcourse not "
    Uploaded by AAP FAQs
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন