এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৩৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ২২:৫৫625683
  • এটা আগেই শুনেছিলাম। বেশ কিছুদিন আগের তো এটা। ওদের নতুন কোন পার্টি স্ট্যান্ড হয়েছে কিনা জানতে চাই। কারণ প্রশান্ত ভূষণ তো বোধহয় নিজের স্ট্যান্ড নিয়েই আছেন। আর এই বিধায়কও ওরকম কিছুই বললেন।
    বিজেপি তো এই ভিডিও নিয়ে আআপ এর বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে।
  • question | 131.241.218.132 | ২৪ ডিসেম্বর ২০১৩ ১০:৩৪625684
  • Who is the boss - Kejriwal or mla or Prashant Bhushan ? This video is dated 5 july 2013
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৩৯625685
  • কেজরিবাবুর সাফাই। শুনুন।

  • S | 109.27.138.238 | ২৪ ডিসেম্বর ২০১৩ ২১:১০625686
  • কেন, জ্যোতিবাবু তো এইভাবে সরকার না বানানোর ক্ষেত্রেই ঐতিহাসিক ভুল বলেছিলেন।
  • π | ২৪ ডিসেম্বর ২০১৩ ২১:২১625687
  • কেজরিওয়াল তো বলেন, উনি বস নন। আম আদমিই বস ঃ)
  • Arpan | 52.107.175.150 | ২৪ ডিসেম্বর ২০১৩ ২১:৪১625688
  • তালে আপ সরকারের ফেলিওরও আম আদমিরই হবে, ওনার না বা ওনার সরকারের না?

    দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ যেসব ইস্যুতে পার্টির এখনো তেমন কোন বক্তব্য নাই সেগুলির ক্ষেত্রে ভবিষ্যতে দরকার পড়লে উনি এসেমেসের মাধ্যমে মিনি জনমত নিয়ে পার্টি লাইন তৈরি করবেন? ট্রেন্ডটা সময়বিশেষে বিপজ্জনক দিকে টার্ন নিতে পারে।
  • cm | 122.79.37.74 | ২৪ ডিসেম্বর ২০১৩ ২১:৫০625689
  • কিন্তু কারু কোন দায় নাই। ব্যাপক মজা।
  • siki | 132.177.42.150 | ২৪ ডিসেম্বর ২০১৩ ২২:২৮625690
  • হাল্কা কেস হয়েছে। বিনোদ কুমার বিন্নী, আপের এক বিজয়ী এমেলে আজ সন্ধ্যেয় পার্টি মিটিং ছেড়ে বেরিয়ে গেছেন। মন্ত্রীদের লিস্টি তৈরি হচ্ছিল, সেখানে বিন্নীর নাম ছিল না।

    বিন্নী কাল সাংবাদিক সম্মেলন করে কিছু ধামাকা পেশ করতে ইচ্ছুক।
  • Arpan | 190.215.60.202 | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:২৩625691
  • বিন্নিবাবুর কেস পড়লাম। এইবার এরম কেসগুলিকে ধরে ধরে কং/বিজেপি দ্বারা ব্রেন ওয়াশ শুরু হবে। তারপরেই তো আসল মজা!
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:২৫625693
  • হুঁ। মজা এখন প্রতিদিন।
  • sch | 126.203.169.127 | ২৫ ডিসেম্বর ২০১৩ ০২:০৫625694
  • এই sms রেফেরান্ডামটা কি বায়াসড না? মানে যাদের মোবাইল আছে আর sms করতে পারে শুধু তারাই মত দিচ্ছে। তারা কি আম আদমী???
  • কল্লোল | 125.241.113.154 | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৪625695
  • স্চ-এর কথাটা মনে ধরলো। যাদের মোবাইল নেই তারা আম আদমী নয়।
    আমার কাছে অন্য একটা বড় সমস্যা মনে হচ্ছে। ক্ষমতায় থাকা অবস্থায় দলের নেতা ও এমেলেদের সামলানো।
    দেখা যাক।
  • সিকি | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৬625696
  • এখানে রিক্সাওলা কাজের্মাসী আইসক্রিমবিক্রেতা কাবাড়িওলা সক্কলের মোবাইল আছে। সবাইই আম আদমি।
  • sch | 126.203.180.46 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৭625697
  • ২০১১ census এর ডাটা বলছে দিল্লীতে ৯১% লোকের মোবাইল আছে। আর দেশে কিন্তু এই % ৬৩। তাহলে আম আদমীর এই মোবাইল রেফারান্ডামের মডেল শুধু দিল্লীর জন্যে
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৫625698
  • পুণেতেও তাই। সক্কলের মোবাইল আছে এবং একাধিক আছে। এমনি রাস্তায় ধরে কাউকে কিছু বললে সে তৎক্ষণাৎ মোবাইল নং দিয়ে সময় বলে দেয় কথা বলার জন্য।
  • কল্লোল | 111.63.219.100 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:২৭625699
  • দিল্লীতে কতোজনের মোবাইল আছে বা ব্যাঙ্গালোরে আমি তাতে খুব কৌতুহলী নই। কথা হলো মোবাই না থাকলে সে মানুষ নয় - এইটা আপত্তিজনক।
  • a | 132.179.62.156 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৫:১৮625700
  • ক্ল্লোলদা কি বাইরে কোথাও ছিলেন? এদ্দিন দেখিনি আর ফিরেও নট ইন টাচ মনে হচ্ছে?
    আপ ২৮০+ মহল্লা সভা করেছে প্লাস চিঠিতেও মত জানানো গেছে। এসেমেস একটা মাধ্যম, একমাত্র নয়
  • কল্লোল | 111.63.145.216 | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৭:৪১625701
  • তবে তো ঠিকই আছে। আমিই ওভার রিঅ্যাক্ট করেছি।
    তবে এটা দেখার যে আপ কিভাবে ক্ষমতাকে হ্যান্ডেল করে।
  • সিকি | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৭:৫২625702
  • সে তো দেখব বলে আম্মো গ্যালারিতে গুছিয়ে বসেছি বাদাম্ভাজা সমেত।
  • a | 132.179.62.156 | ২৫ ডিসেম্বর ২০১৩ ২১:৩২625704
  • ও কল্লোলদাঃ আপনি কি আজ হোয়াইটফিল্ড বা আইটিপিএলের দিকে যাচ্ছিলেন? বাসে দেখলাম মনে হল কিন্তু শিওর নৈ বলে কথা বলিনি
  • PT | 213.110.246.230 | ২৫ ডিসেম্বর ২০১৩ ২১:৫০625705
  • "বালুকাবেলায় মিছে কি গড়িস খেলাঘর"
  • jhiki | 233.255.225.78 | ২৬ ডিসেম্বর ২০১৩ ১৩:০২625707
  • নাঃ, খেলা দেখতে চা আর কুকীজ নিয়ে গুছিয়েই বসি। অ্যায়্সেভি মেরা তো হক বনতা হ্যায় ঃ)
  • কল্লোল | 111.63.201.191 | ২৬ ডিসেম্বর ২০১৩ ১৪:১৩625708
  • এ। এক্কেরে ঠিক দেখেছো। গেলুম এলুম। এট্টু খ্যাঁট ছিলো।
  • ranjan roy | 24.99.111.84 | ২৬ ডিসেম্বর ২০১৩ ১৪:১৬625709
  • আপ নিয়ে তিনটে স্ট্যান্ড দেখা যাচ্ছেঃ
    ১) এই শালারা ঢপের চপ। এদের কোনো সোশিও -ইকনমিক এবং ফিলজফিক্যাল স্ট্যান্ড নেই, পার্স্পেক্টিভ নেই। স্পষ্ট কোন ইডিওলজি নেই।এটা শুধু বাম রাজনীতিতে আছে। সত্যিকারের পরিবত্তন শুধু বাম রাজনীতির হাত ধরেই হতে পারে।
    হুঃ, করাপশন! এটা যেন কোন আকাশ থেকে পড়া স্বতন্ত্র এনটিটি!
    যতদিন পুঁজিবাদ থাকবে, বুর্জোয়া অপসংস্কৃতি থাকবে --ততদিন করাপশন কোন না কোন ভাবে থাকবে; যেমন ঘুষ, গ্রাফ্ট, স্বজন পোষণ, প্রটেকশন মানি ইত্যাদি ইত্যাদি, এমনকি জেন্ডার ইস্যুতে -- তুমি আমায় শরীর দাও, আমি তোমায় স্বাধীনতা দেব -পর্য্যন্ত।
    (কোন কমিউনিস্ট শাসন ব্যবস্থায় ঘুষের কথা, গ্রাফ্ট ও স্বজনপোষণের কথা শুনেছেন কখনো?)
    তাই কমরেড, যারা আজ পুঁজিবাদ উচ্ছেদের কথা না বলে বিচ্ছিন্ন ভাবে করাপশন নিয়ে হল্লা মচাচ্ছে --তারা আসলে জনগণকে ধোঁকার ডালনা খাওয়াচ্ছে।
    ক'টা দিন যাক, জনগণই এদের মুখোশ খুলে দেবে। এদের পার্টিকে নিমতলায় পাঠিয়ে দেবে।
    এরা জোয়ারের গু। কদ্দিন নাচানাচি করে তলিয়ে যাবে।

    ২) কেজরিওয়াল দৈব শক্তি প্রাপ্ত। এমন ম্যাজিক আগে কখনো হয় নি, পরেও কেউ দেখাতে পারবেন না। (জুনিয়র পিসি দিল্লি এসে কিছুদিন আপ এর দলে অ্যাপ্রেন্টিস থাকুন।)
    উনি জনতাকে ঢপ দেন না। যা বলেন তা করে ছাড়েন। কথনি ঔর করনি মেঁ কোঈ অন্তর নহীঁ।
    শীলার সরকারকে ঝাড়ু লাগিয়েছেন। মোদীর বিজয় রথের চাকা আটকে দিয়েছেন।
    এবার ২৪ ঘন্টায় দিল্লিবাসীকে মাগনায় ৭০০ লিটার দেবেন বলেছেন, জল আসবে। উনি ভগীরথ।
    ( জিগাইবেন কুমুদিদি, শ্রাবণীদিদি, নেতাইদাদা, সিকিদাদারে। জল পাইয়া কবি নেতাই ও কবি ফরিদা নিশ্চিত একেকটি অরবিন্দ-চালিশা ও কেজরি-মহাকাব্য রচনা করিবেন।)
    তারপর শস্তাদরে বিজলি। কেন পারবে না? বামেরা ১৯৬৭ তে শস্তাদরে খাদ্য দেবে বলে ক্ষমতায় এসে কিছুদিন চাল-টাল দেয় নি? এরাও পারবে। খনার বচন মিথ্যে হবে না।

    ৩) কেজরিওয়াল আম-আদমি। না ভগবান , না ভূত। ভূতেরও ভবিষ্যৎ আছে। ওঁর আছে বর্তমান। কারণ আম-আদমী শুধু বর্তমানেই বাঁচে। আর শুধু বর্তমানই ভগবানকে ভয় করে। বামেরা করে না, ওরা তো নাস্তিক।
    হ্যাঁ, ওদের একটা দাস ক্যাপিটাল আছে। ম্যানিফেস্টো আছে। অ্যান্টি-ড্যুরিং কাছে। স্টেট অ্যান্ড রেভোলুশন আছে। গোথা প্রোগ্রাম, চোথা প্রোগ্রাম সব আছে। মানে, অর্থনীতি-সমাজশাস্ত্র-বিশ্ববীক্ষা সব আছে।
    কিন্তু তাতে কি হল? ওরা নিজেরাই ওসবে আর বিশ্বাস করে না। তাই খালি আগামী নির্বাচনে কটা সিট বাড়বে বা কমবে ( অর্থাৎ সাপ-লুডো খেলায় কোয়ালিশনের মই পেয়ে তরতর করে ওপরে উঠবে? না কি মোদী নামক সাপের মুখে পড়ে সড়সড়িয়ে নীচে নামবে--- সেই ক্যালকুলেশনে মজে আছে। বিপ্লব নিয়ে কেউ কথা বলে না( শুধু মাওবাদী কাপালিকের দল ছাড়া।)

    তাই কতরকমই তো খেলা হল, এবার আপ-ই সই। অনুপ ঘোষালের গজলটা মনে করুন।--হুস্ন ভি আপ হ্যায়---- জিস তরফ হি দেখিয়ে, আপ-হি-আপ হ্যায়, ইত্যাদি।
    এরা হয়তো খুব কিছু পারবে না। করাপশন কে একটু ভেংচি কাটবে হয়ত! সেই যে সন্ন্যাসীর নেংটি ইঁদুরে কাটায় উনি বেড়াল আনতে শুরু করে গরুর দুধ ধুয়ে শেষে সংসারী হলেন তেমনি কিছু হবে।

    তবু অল্পদিনের জন্যে হলেও কেউ তো রাজাকে ন্যাংটো বলুক। খোদ দিল্লিতে, লালবাতি-পার্কিং-হুটার-জেড ক্যাটিগরি সুরক্ষাকে ফালতু বলুক। নাহয় অনিল কাপুরের একদিনের সিনেমাই হোক।
    আজ হয়তো ইয়ার্কি মনে হয়েছে। এরা না পারুক, কেউ হয়তো একদিন পারবে। ইকেরুসের মোমের পাখা না হয় সূর্যের উত্তাপে গলে গেছল, তবু তো মানুষ একদিন আকাশে উড়ল।
    বা ব্রেখটের মাদার কারেজ নাটকের শেষ দৃশ্য মনে করুন-- যেখানে বোবা কাত্রী রাত্তিরে মই বেয়ে উঠে সবাইকে জাগাতে ড্রাম বাজিয়ে গুলি খেয়ে নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ে!
  • কল্লোল | 111.63.201.191 | ২৬ ডিসেম্বর ২০১৩ ১৪:২২625710
  • এটা একটা যবরদস্ত পরীক্ষা। ক্ষমতা বড় বিষম বস্তু। ক্ষমতায় এলে, নেতা ও কর্মীদের পাখনা গজায়। সকলে সমান নয়। কারুর বেশী, কারুর কম গজায়। এই পাখাটাখা কিভাবে সামলানো যায়, সেটাই দেখার।
  • jhiki | 233.255.225.78 | ২৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৩১625711
  • দিল্লীতে ফ্রিতে জল দিলে, নেতাই বা ফরিদা কী খুশী তে অরবিন্দ চালিশা লিখবে???
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৩৯625712
  • নেতাই, ফরিদা, সিকি, কেউই দিল্লিতে থাকে না। একমাত্র চালিশা লেখার লোক হচ্ছেন পটাশম্যাম।
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৪625713
  • কেজরিওয়াল অ্যাথেইস্ট ছিল - এটা পড়ে প্রথমেই যে শব্দটা মুখ থেকে বের হল, সেটা হচ্ছে, "বাল"। কেজরি যদি নিজে বলে থাকে ও অ্যাথেইস্ট ছিল, তা হলে নির্জলা মিথ্যে বলেছে। ও রীতিমত ভগবানে বিশ্বাসী, এবং বাড়িতে রীতিমত পুজোআচ্চায় অংশ নেয়।

    নিজের বউকে যখন প্রথম বাবামায়ের সামনে ইন্ট্রোডিউস করে কেজরি, বাবার একটাই প্রশ্ন ছিল, মা তুমি ভগবানে বিশ্বাস করো তো? হবু বৌমা বলেছিলেন, হ্যাঁ, করি। তারপরে হবু শ্বশুর গ্রীন সিগন্যাল দেন।

    প্রশ্ন করতেই পারেন, বউ আস্তিক হল তো কেজরিওয়ালের কী যায় আসে। আমার ব্যক্তিগত মতে কেজরি নিজে নাস্তিক হলে তার বাড়িতে বসে তার বউ পছন্দ করার সময়ে এইসব কনভার্সেশন আগে বাড়তেই পারত না।
  • শ্রাবণী | 127.239.15.117 | ২৬ ডিসেম্বর ২০১৩ ১৫:২৩625715
  • আমি কেজরিওয়ালের পাড়ার লোক নই, তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই, তার বউকে অরবিন্দের বাবা প্রথম আলাপে কী জিজ্ঞেস করেছিল সেই অ্যানেকডোটও জানা নেই তবে আমার বেশীরভাগ বন্ধুই উত্তরভারতীয়, ইউ পি আর পাঞ্জাব হরিয়ানার লোক, মানে যাদের বন্ধু বলার আগে এক বিন্দুও ইতস্তত করিনা, স্কুল থেকে যাদের সাথী তারা।
    এত বছরের অভিজ্ঞতায়, ঘনিষ্ঠতায় যা বুঝি এদের সংসারে বাবা মার প্রভাব, বাড়ির ইক্যুয়েশনটা ঠিক আম বাঙালী ছেলেমেয়েদের সঙ্গে মেলেনা। অবশ্যই সেটা যারা বোঝেনা তাদের হিপোক্রেসী মনে হতে পারে তবু প্রচুর দাহেজ নেওয়া ছেলেকেও আমি জানি যারা দাহেজের খিলাফ, কিন্তু চাপ সমাজের, দুই তরফের সমান, বাবা মা শ্বশুর শাশুড়ী পরিবারের চাপে মেনে নিতে হয়, এখন সব জায়গার মত এদিকেও পরিবর্তন আসছে তবে বিশ বছর আগেও এই সমীকরণ সহজ ছিলনা।
    যেটা বলছি সেটা হল উপরের গল্প শুনেও কেজরিওয়াল নিজের বিশ্বাস নিয়ে মিথ্যে কথা বলছে এই কনক্লুজনে আসার মত কিছু দেখিনা!

    আপ বিরোধী আসনে বসলে খুব ভালো হত, কিন্তু এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে সেটা আর সম্ভব নয়। আপ বা কেজরিওয়াল জাদুদন্ড নিয়ে আসেনি এটাও সবাই জানে, জনতা বুরবক নয়, দুদিনে কিছু বদলাবে না (যেমন বঙ্গে চৌত্রিশের পরিবর্তন দুয়ে সম্ভব নয় বলে যুক্তি আসে, যেই আসুক এরা যাকের অবস্থা হয়ত অনেক জায়গাতেই, শুধু রঙ বদল)। এটাও অনেকেই জানে খুব সম্ভবত এর মধ্যে কিছু লোক সেই স্টিরিওটাইপ নেতা হবে বা নেতাদের ফলো করবে, চুরিটুরিও করবে বা করার চেষ্টা করবে তবু যদি কিছু অন্যরকম করার একটুক সদিচ্ছাও দেখা যায়, অন্তত ওপরের কিছু লোকের মধ্যেও, এরা কিন্তু আবার উইনার হবে!
    আর এদের মধ্যে, সঙ্গে অনেকেই আছে যারা হয়ত এখানে যারা আলোচনা করছি তাদের থেকে অনেক বেশী সচেতন, পলিটিক্যাল সায়েন্স অনেক বেশী বোঝে, ইতিহাসও।,সেই যাকে বলে পড়ালিখা লোক।
    সেই সঙ্গে অনেকে আছে যাদের পড়ালিখা বেশী না হলেও ভুঁয়ের সঙ্গে যোগ আছে, মানুষের পালস বোঝে! দুয়ের মেলমিলাওতে কিছু অন্যরকম যা হয়নি এর আগে হতে পারে, হলেও। অন্তত আম আদমী এমনটাই ভাবছে, বেশী কিছু না। আপের হারাবার খুব বেশী নেই, জেতার অল্প আছে।

    তাই আমরা বাকীরা যাদের খুব কিছুতেই বেশী কিছু এসে যাবেনা, ভোটে কোনো দল জিতলে কিছু এসে যায়্না আপাতভাবে, তাদের শতরঞ্চি পেতে বাদামভাজা নিয়ে বসার ডিসিশন একেবারে যুক্তিযুক্ত মনে হয়! না আমরা কখনো কেজরিওয়াল হব না আম আদমী! :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন