এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৩৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 86.31.217.192 | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:১৬625751
  • জলের এক্সপেন্ডিচার বড় ফ্যামিলি হলেই বাড়বে এরকম কোনো কনক্লুশন করা যায় কি? বা ব্যবহারের সাথে ইনকাম স্ট্রাটার কোনো সম্পর্ক আছে কিনা? গোইং বাই ইন্ট্যুশন বড়লোকে বেশি জল খরচ করে। কিন্তু কোনো ডেটা/স্টাডি পেলে ভালো হত।

    হাউসিং গুলোতে যে কমন পারপসে জল ব্যবহার হয়, সেটার খরচ কি আবাসিকদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়?
  • a x | 86.31.217.192 | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:২২625752
  • এরকম স্টাডি এদেশে প্রচুর আছে। আমার কিছু বন্ধু এ নিয়ে কাজও করে - লনে স্প্রিংক্লার সিস্টেম, গাড়ি ধোয়া ইত্যাদির জন্য বড়লোকেরা ইনফ্যাক্ট দেখা যায় অনেক বেশি জল খরচ করছে। দেশে প্যারামিটার্সগুলো আলাদা বলে এখানের স্টাডি থেকে এক্স্ট্রাপোলেট করা যাবেনা। কিন্তু দিল্লি এবং আশপাশ বেসড ডেটা নিশ্চয়ই আছে।
  • siki | 131.241.127.1 | ০৬ জানুয়ারি ২০১৪ ১১:১৩625753
  • আমাদের হাউজিংয়ে ৫৬৮টা ফ্ল্যাট। ছোটোখাটো একটা টাউনশিপই বলা যায়। অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট অকুপেন্সি।

    বছরে ট্যাক্স দিই, গাজিয়াবাদ নগর নিগমকে, ১৪৫২ টাকা, এর মধ্যে বোধ হয় সাড়ে ছশো না সাড়ে সাতশো টাকা ওয়াটার ট্যাক্স। সারা বছরে। কোনও ক্যাপ নেই। টাইমকলে জল আসে তবে আমরা ইউজ করি না, আমরা সোসাইটির চব্বিশ ঘণ্টার যে সাপ্লাই, সেটাই ইউজ করি। কোনও মিটার নেই ফলে কতটা জল সারামাসে পার হাউসহোল্ড খরচা হয় তার কোনও হিসেব নেই। হাউসিংয়ের নিজস্ব বোরওয়েল পাম্প আছে, আর গঙ্গা অ্যাকশন প্ল্যানের পাইপলাইন আছে নগর নিগমের সাপ্লাই। সোসাইটি অফিস থেকে এর জন্য মাসে মাসে গাজিয়াবাদ নগর নিগমকে বড় পরিমাণের ট্যাক্স দেওয়া হয়। ফলে জলের সাপ্লাই নিরন্তর অব্যাহত থাকে। কখনও পাম্প খারাপ হলে বা গঙ্গা প্ল্যানের লাইন খারাপ হলে নগর নিগম থেকে জলের ট্যাঙ্কার পাঠিয়ে দেয়। আমাদের একটা ব্যাডমিন্টন কোর্টের সাইজের ট্যাঙ্ক আছে।
  • Arpan | 52.107.175.148 | ০৬ জানুয়ারি ২০১৪ ১১:২৭625754
  • অক্ষদা, ডিস্ট্রিবিউট হয়, মেন্টেনান্স চার্জের একটা অংশ জলের পেছনে যায়। সব সোসাইটিতে পুরসভার জলের কানেকশন পৌঁছয়নি, সেখানে বোরওয়েল আর ট্যাঙ্কারের জলই ভরসা। পুরসভার জলের কানেকশন থাকলেও ও দুটোর ওপর কিছুটা নির্ভর তো করতেই হয়।
  • sch | 132.160.114.140 | ০৬ জানুয়ারি ২০১৪ ১২:১৯625755
  • water taxation and metering কিন্তু খুব ওয়েল্ স্টাডিড বিষয়। কেজরিবাবু নিয়ম করেছেন পরিপারপিছু ( আমার মনে বাড়িপিছু হবে ওটা শেষ মেষ বা প্রতি মিটার পিছু) দৈনিক ৭০০ লিটার জল দেবেন বিনা পয়সায়। আর ৭০১ লিটার হলেই পুরোটার জন্যে পয়সা দিতে হবে। এর সুফল আছে, সবাই চেষ্টা করবে ৭০০ লিটারের মধ্যে খরচা বেধে ফেলতে।
    কিন্তু তার বেশী হলেই পুরো খরচা এটা কিন্তু ঘাপলার রাস্তা খুলে দেবে - মিটার ট্যাম্পারিং এর প্রবণতা বাড়বে। যেটা সহজ হত সেটা হলো স্লাব সিস্টেম।
    এটা যদি ০-৪০০ লিটার কোনো খরচা নেই - ৪০০-৭০০ লিটার খুব নামমাত্র চার্জ ( লিটার প্রতি ৫ পয়সা) তার পর খুব বেশী চার্জ (লিটার প্রতি ৫০ পয়সা বা ১ টাকা...)। এই রকম হলে বোধহয় অনেক সুবিধে হত -
    আর এই ভর্তুকী দিয়ে জল/বিদ্যুত দিয়েও কি ভাবে সরকারের চলবে সেটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। সেই মডেলটা জানা দরকারী
  • siki | 131.241.127.1 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৩:২২625756
  • কেজরিবাবুর নিয়মটা শেষমেশ এই রকম হয়েছে -

    পরিবারপিছু (বাড়িপিছু বা মিটারপিছু, যেভাবেই ধরুন), ২০০০০ লিটার প্রতি মাসে। একে ৩০ দিয়ে ভাগ করলে দাঁড়ায় প্রতিদিন ৬৬৭ লিটার। মাসে কুড়ি হাজার লিটার ছাড়িয়ে গেলে পুরো পরিমাণ জলের ওপর ১০% ট্যাক্স সমেত পুরো টাকা।
  • sch | 132.160.114.140 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৪:৪৫625757
  • সিকি এই পরিবার পিছু আর বাড়ি পিছু আমার জানার ইচ্ছে - একটা দো-তলা বাড়িতে দুটো পরিবার থাকতে পারে, আর মিটার একটা থাকতে পারে - সেক্ষত্রে কিন্তু মিটারপিছু হিসেবে অই ৭০০ লিটার দিলে পুরো বাঁশ। একটু জেনে জানাবেন?
    সাধারনতঃ ভারতীয় পরিবারের সদস্য সংখ্যা গড়ে ৫ ধরা হয়। সেক্ষেত্রে ১৪০ লি হিসেবে ৫ জনের জন্য ৭০০ - ঠিক আছে।
  • siki | 135.19.34.86 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৬:৩২625760
  • দেখব, তবে কিনা আমি তো দিল্লিতে থাকি না, তাই মাথাও ঘামাই না।

    আমরা হাউজিং সোসাইটির বাসিন্দা। এখানে প্রতি ফ্ল্যাট বেসিসে জলের মিটার হয় না। পুরো সোআইটির একটাই মিটার হয়। সেইটাকে নাম্বার অফ ফ্ল্যাট দিয়ে ভাগ করে পার হাউসহোল্ড বিচার করা হয়। কোঠিবাড়ির কেসটা কী আমি জানি না। জানার চেষ্টা করব।
  • sch | 132.160.114.140 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৭:০০625761
  • না হাউসিং সোসাইটির ক্ষেত্রে এই নিয়ম হওয়ার কথা না। ওটা commerical meter -এর আন্ডারে পড়া উচিত। ওর বাল্ক মিটার হয় - আর প্রাইসিং রেট আলাদা হয়। জানি না দিল্লীতে কি হয়। এটা কমন প্রাকটিস
  • aap | 132.164.202.233 | ০৬ জানুয়ারি ২০১৪ ১৯:৫৬625763
  • জেনে ভাল্লাগলো AAP কাশ্মীরে referendum চায়না। হোআট আ রিলিফ!
  • রোবু | 177.124.70.1 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৬:১২625764
  • h | 213.99.212.224 | ০৭ জানুয়ারি ২০১৪ ১৬:৩৩625765
  • নতুন তর্কের উদ্দেশ্যে নয়, জাস্ট নিজের ইংরেজি লেখার ঢাক পেটানোর উদ্দেশ্যে এবং এই প্রসংগে বক্তব্য কনসোলিডেট করার উদ্দেশ্যে কিছু কন্টেন্ট দিয়ে গেলাম। আম আদমি পার্টি সম্পর্কে এইখানে একটা ঝগড়া করেছিলাম। তো আমার বক্তব্যের একটা প্রকাশিত লিংক এইখানে দিলাম, এগুলো আগে বলা, বা পরিচিত বালি।

    http://tns.thenews.com.pk/genesis-aap/#.UvJ3v9IW23U

    তো এই টা হল যা প্রকাশিত। আর যেটা অপ্রকাশিত সেটা নীচে দিলাম, কারণ ওয়ার্ড লিমিটে কাটা পড়েছিল, এটা অপরিচিত বালি।

    The national stage
    We have had similar epochs in post-independent Indian history. In late 1970s, abuse of power, rampant corruption, led our big mass leader J P Narayan help assemble a non-Congress alternative, which melted a few years later because of internal partisan contradictions. But that was when India was not used to the idea of coalitions. Now we are. That was also when the middle class was smaller than now or in some areas, they chose to unit in political solidarity with the toiling masses AAP may turn out to be exclusively a party of the middle classes. So there is definitely an apportunity for the AAP to be part of a national governing coalition, but I guess addressing of wider issues or subscription to a common minimum programme will be required on its part, but it is too early to say anything for definite.
    We don’t know if the non-Congress and non-BJP parties will unite to invite the AAP to their forum for having pre or post election understanding, We do not even know whether there will be any such forum or there will be many forums like that. We can expect Congress or the BJP to invite AAP into its fold, even if it is just strong in Delhi and nowhere else.
    The fall of Samajwadi party in the eyes of secular voters including section of muslims and the dismal record of Bahujan Samaj Party in governance has created a political space in the bunch of parties, the so called third alternative We do not know whether AAP will become bigger than it is today outside Delhi or will bigger parties adopt some of its methods or part of its symbolism.
    Yes, the flavor of the season is service delivery and smooth administration, but should the Left join the bandwagon of this post ideology political alternative?That will be a defeatist reaction in my view.
    It may not be beneficial for the AAP to get into any adjustments at least for now, as it has the wind in its sail, but we will not know more about AAP unless it participates in the general elections. For now, it will suffice to say, that Congress and BJP’s insistence on favouring nothing but the big businesses and assumptionthat there will be enough trickle for the rest of the society has created a vacuum even in the right of centre, which itself is a defeat for claims of widespread trickle in an environment of large private sector dominance. . One must admit between 2004-2008 , Congress had a relatively more progressive view towards welfare, which it has increasingly abandoned in recent years. The lesson for the Left is that it has to continue to remain Left, simply because democracy needs its vocal contrarians. If it joins or emulates AAP in affirmation of strong rejection of ideology per se, then it will further lose its originality, and I am not sure it will be good news for the working people of our country including our middle classes, even if it is just for the sake of democratic debate.
  • π | ০৮ জানুয়ারি ২০১৪ ১৩:১৩625766
  • গৃহহীনদের শেল্টার দেবার প্রোজেক্টটা সত্যি ভাল। অন্য রাজ্যগুলোতেও তো এরকম কিছু ইম্প্লিমেন্ট করতে পারে! এই শীতে, ফুটপাথে বা রাস্তায় কাটানো চূড়ন্ত অমানবিক অবস্থা বললেও কম বলা হয়। এরাজ্যে কোনো এনজিও কি শেল্টারের ব্যাপারে কাজ করে ?
  • ম্যামি | 69.93.201.227 | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:২৪625767
  • There is a strong emphasis on individual morality in AAP, which is a logical extension of its anti-corruption stance. There is an attempt to revoke Gandhian symbols (the Gandhi cap, the chorus of Bhajans etc.)

    revoke?
  • h | 213.99.212.224 | ০৮ জানুয়ারি ২০১৪ ১৭:৪১625768
  • টাইপো, 'invoke' হবে। থ্যাংক্স ম্যামি দি।
  • ম্যামি | 69.93.201.227 | ০৮ জানুয়ারি ২০১৪ ১৮:১৭625769
  • লেখাটা বেশ ভালো লাগল। পরিষ্কার লিখেছ।
  • P | 103.115.84.195 | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:০০625771
  • দারুন ব্যাপার! এবার থেকে কেউ ঘুষ চাইলেই ফোন করে কম্প্লেন করতে পারবেন দিল্লীবাসী। কলকাতায় এরকম কবে হবে?
  • ম্যামি | 69.93.201.227 | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:০১625772
  • "One must admit between 2004-2008, Congress had a relatively more progressive view towards welfare.

    When welfare is a long term target, it leads to growth as well. The above period saw an increase in govt investment. And there was an increase in private investment too. There was no crowding out.
  • ম্যামি | 69.93.201.227 | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:০৫625773
  • একটা quote মার্ক বাদ গেছে। আরেকবার লিখি

    বোধি লিখেছিল "One must admit between 2004-2008, Congress had a relatively more progressive view towards welfare."

    আমি যোগ করলাম When welfare is a long term target, it leads to growth as well. The above period saw an increase in govt investment. And there was an increase in private investment too. There was no crowding out.
  • π | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:০৭625774
  • আআপ এর পেজ থেকেঃ
    'Measures being taken to fight corruption in Delhi:

    011-27357169 will be a helpline number which will assist you in doing a sting to catch the corrupt.

    The helpline will be open from 8am to 8pm everyday.

    We are in the process of acquiring a four-digit helpline number which is easier to remember.

    This announcement makes every citizen of Delhi an anti-corruption inspector.

    Teams of Delhi Police will be on standby for any assistance.

    State vigilance department has a team which will look into the matter.

    With just a phone, every citizen has the power to expose the corrupt.

    People should fear that they might be under surveillance.

    The purpose is to create fear in the mind of every corrupt individual.'
  • রোবু | 177.124.70.1 | ১০ জানুয়ারি ২০১৪ ১০:২৭625777
  • লেখাটা খুব ভালো।
  • ম্যাক্সিমিন | 69.93.199.235 | ১০ জানুয়ারি ২০১৪ ১২:০৪625778
  • eminently unreadable.
  • সিকি | 135.19.34.86 | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:১৫625779
  • দিল্লির বিধানসভা নির্বাচন হবে ৭ই ফেব্রুয়ারি। ফল প্রকাশ ১০ তারিখ। কংগ্রেসের পক্ষে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অজয় মাকেন, আম আদমি পার্টির তরফে কেজরিওয়াল, বিজেপির তরফে কিরণ বেদী।

    চোখ রাখুন।
  • সিকি | 135.19.34.86 | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:২৩625780
  • আপাতত আপডেট।

    বিজেপি মেনেই নিয়েছে প্রধান প্রতিদ্বন্দ্বী হল আপ।

    গত ইলেকশনের বাইশ দিন আগে আপ ডোনেশন নেওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ প্রয়োজনের থেকে অনেক বেশি ডোনেশন এসে গেছিল আপ-এর ফান্ডে। এবার গতকাল পর্যন্তও আপ-এর ফান্ডে ইলেকশন লড়ার মত সাফিশিয়েন্ট ফান্ড নেই। কেজরি এবং পার্টি মেলে ফেসবুকে সব্বাইকে আবেদন জানাচ্ছেন অন্তত ৫০১ টাকা করে আপ ফান্ডে জমা করতে।

    আন্নার সঙ্গে কেজরি কিরণ একসাথেই ছিলেন, কিন্তু ১৫ মাস আগে কিরণ বেদী টুইটারে কেজরিকে ব্লক করে দিয়েছেন - কারণ কেজরির অ্যানার্কিস্ট মুভমেন্ট তাঁর পছন্দ হয় নি। কেজরি আজ ওপেন টুইট করেছেন - আনব্লক মি বলে, কিরণ বলেছেন, ফোট্‌ বে।

    কেজরি কাল কিরণকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিজেপি থেকে মনোনীত হবার জন্য অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ করেছেন মুখোমুখি পাবলিক ডিবেটে অংশ নিতে, দু ঘণ্টার জন্য। কিরণ প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন, পরে বলেছেন, ডিবেটে বসব অ্যাসেমব্লি হলে, মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা হিসেবে। তার আগে কোনও ডিবেট নয়।

    অজয় মাকেনের কথা তো কেউই শুনছে না, তাও মাকেন কাল একটি চটি বই প্রকাশ করেছেন - ইউ টার্ন অফ কেজরিওয়াল নামে, আজ বলেছেন, কিরণ যদি রাজি না হয়, আমিই কেজরির সঙ্গে পাবলিক ডিবেটে রাজি আছি।

    মোটামুটি এই মুহূর্তে দিল্লিতে কেজরি আর কিরণ হাওয়া ফিফটি ফিফটি।
  • Abhyu | 34.248.33.194 | ২১ জানুয়ারি ২০১৫ ০৭:৩৬625782
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন