এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৮৪১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৫ ২৩:৩৭625783
  • কেজরির হাওয়া হু হু করে চড়ছে। দিল্লির একটা বড় অংশ খুব রেগে গেছে কিরণ বেদী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে বিজেপি জয়েন করায়। বিজেপির মধ্যেও অসন্তোষ চলছে।
  • lcm | 60.242.74.27 | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৫১625784
  • গ্রেটার দিল্লি এলাকা দিল্লি-র মধ্যে ঢোকানো উচিত। অন্তত ইলেকটোরাল লিস্টে। দিল্লির রাজনীতিতে এই সব এলাকার মানুষের রোল আছে।
  • lcm | 60.242.74.27 | ২২ জানুয়ারি ২০১৫ ০০:৫৪625785
  • কেজ্রি ভরোসা। যো ভি হো, উস মে দম হ্যায়।
  • Abhyu | 85.137.13.151 | ২২ জানুয়ারি ২০১৫ ১০:০৬625786
  • Arpan | 125.118.30.39 | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:১৫625787
  • আপের ধোয়ামোছার যেটুকু বাকি ছিল সেটুকু প্রশান্তভূষণ করে দিলেন।
  • সিকি | 131.241.127.1 | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:৪২625788
  • নাহ। প্রশান্ত ভূষণ বিশেষ কিছুই করে উঠতে পারেন নি। আপ ধোয়ামোছার থেকে অনেক দূরে।
  • Arpan | 125.118.30.39 | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:৫৩625789
  • দেখা যাক। এবার হাওয়া সুবিধার ঠেকছে না। কেজরিওয়ালের টাকা চেয়ে মেল এসেছে। গতবার যখন দিলেও দিয়ে দিতে পারি এমন অবস্থা ছিল, তখন পোঁছেওনি। ;-)
  • সিকি | 135.19.34.86 | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:০০625790
  • জানি। আমার কাছে একদিন অন্তর আসছে। আগের বারে ভোটের বাইশ দিন আগে ওরা ডোনেশন নেওয়া বন্ধ করে দিয়েছিল। এইবারে লোকে ডোনেশন দিচ্ছে না বটে, কিন্তু সারপ্রাইজিংলি কেজরির রোড-শোতে গুচ্ছের লোক হচ্ছে। প্রপার ব্যাকিং ছাড়া লোকজন এইভাবে এখনও আসছে, এটা ঠিক বিজেপির মত দলের সাংগঠনিক ভিড় জমানোর কেস নয়।

    সমীক্ষাও বলছে, কেজরি যদি হারেও, দু এক চুলের জন্য হারবে। নয় তো আবার ত্রিশঙ্কু। তখন কী হয়, দেখতে হবে।
  • d | 144.159.168.72 | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:১৪625791
  • আরে কেজরির টাকা চাওয়ার সহজ সলিউশান আমি বের করেছিলাম তো। আগেরবার সমানে আসছিল, তখন একদিন আমি ঐ উগান্ডা না নামিবিউয়া কোথাকার সেই বিলিয়নেয়ার মারা যাবার সময় আমাকেই উত্তরাধিকারী বানিয়ে গেছে এরকম একজনকে কেজরির ইমেইল আইডি দিয়ে বলেছিলাম এর খুব টাকার দরকার, আমার প্রাপ্য সেই মিলিয়ন মিলিয়ন ডলার ওনাকেই দেওয়া হৌক।

    তারপর থেকে আমার কাছে কেজরি এবং সেইসব মৃত বিলিয়নেয়ারদের অ্যাটর্নি দুপক্ষেরই মেইল আসা একদম বন্ধ হয়ে গেছে।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৩ জানুয়ারি ২০১৫ ১১:৩২625793
  • নাইজেরিয়া নাইজেরিয়া !
  • Abhyu | 85.137.12.52 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২৬625794
  • সিকি | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৮625795
  • মনেপ্রাণে চাইছি ঐ শালা কিরণ বেদী যেন বড় মার্জিনে হারে।
  • Abhyu | 85.137.12.52 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০০625796
  • বিজেপির সাংগঠনিক শক্তি হেলাফেলার নয়। অমিত শাহ থেকে স্বয়ং মোদী ফিল্ডে নামছেন এবার।
  • dc | 213.187.246.42 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০২625797
  • অমিত শাহ থেকে স্বয়ং মোদী ফিল্ডে নামছেন এবার - এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে দিল্লীতে কেজরি যথেষ্ট স্ট্রং পজিশনে আছে। দেখা যাক কি হয়। তবে কেজরি জিতে গেলে বিজেপি বড়ো ধাক্কা খাবে। মিডিয়ার বিজেপিকে নিয়ে ন্যাকামোও খানিক কমবে হয়তো।
  • সিকি | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৭625798
  • জিতবে হয় তো না। মনে হচ্ছে আবার একটা হাং অ্যাসেম্বলির দিকে এগোচ্ছে দিল্লি। কিন্তু জোর টক্কর দেবে। যে য গ্রাউন্ডে কেজরিকে অ্যাটাক করেছিল বিজেপি, সেগুলো খুব স্মুথলি ট্যাকল করেছে আপ - মেনলি যোগেন্দ্র যাদব। লোকটা একটা অ্যাসেট।
  • dc | 213.187.246.42 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৯625799
  • হ্যাঁ যোগেন্দ্র যাদবকে আমারও ভাল্লাগে। শুধু অ্যানালিস্ট না, সুবক্তা। এরকম বেশ কয়েকজন রাজনীতিতে এলে তো পলিটিক্সের এরিয়াটাই বদলে যাবে। আর হাং অ্যাসেম্বলি হলেও বিজেপি ধাক্কা খাবে।
  • সিকি | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৪625800


  • এই ছবিটা বেরিয়েছিল ৩০শে জানুয়ারি। বিজেপি একটা সিরিজ চালাচ্ছে, কেজরিকে খিল্লি করে। তো, এইটা ব্যাকফায়ার করেছে। আন্নাকে পেছনে ফ্রেমবন্দী করে মালা ঝুলিয়ে দেবার মানে হল, আন্না মারা গেছেন। কেজরি এই সুযোগ ছাড়ে? দিনটা আবার তিরিশে জানুয়ারি। একদিন এই দিনেই নাথুরাম গডসে গান্ধীকে মেরেছিল, আজ এই দিনেই মোদী ভার্চুয়ালি হলেও আন্নাকে মেরে ফেললেন। শুডন্ট হি অ্যাপোলোজাইজ?
  • সিকি | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৭625801
  • যো-যা সাংঘাতিক ঠাণ্ডা মাথার লোক। কোনও সিচুয়েশনেই টেম্পার হারায় না। এমন হাসি হাসি মুখে উত্তর দেয় যে ফিদা হয়ে যেতে হয়। আর রীতিমত তথ্য দিয়ে উত্তর দেয়, সহজে কাউন্টার করা যায় না।
  • dc | 213.187.246.42 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৯625802
  • হ্যাঁ।
  • সিকি | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২১625805
  • কংগ্রেসের ইউএসপি - দিল্লি বনায়ি থি, দিল্লি বনায়েঙ্গে (আমরাই দিল্লি বানিয়েছি, আমরাই দিল্লিকে বানাবো)। আর জায়গায় জায়গায় তাদের প্রতিশ্রুতি, বিজলি দেওয়া হবে ১.৫০ টাকা ইউনিটপ্রতি রেটে। যেটা অবিশ্বাস্য, অসম্ভব। হয় তো কংগ্রেস নিজেও জানে তা। তা, ক্ষমতায় তারা আসবেও না, তাই প্রতিশ্রুতি সেইভাবে রাখার দায় তাদের নেই। এটা ওদের কাছে একটা হারা ম্যাচ খেলতে নামা।

    বিজেপির শ্লোগান, দিল্লির হোর্ডিংয়ে হোর্ডিংয়ে - চলো চলে মোদী কে সাথ। কিরণ বেদী সেই অর্থে কোথাওই ভিজিবল নেই, শেষ মুহূর্তে মার্কেটে নেমেছে মোদী আর অমিত শাহ, দুদিন আগেই কোথাও একটা রোড শো-তে পার্টির পলিসি নিয়ে প্রশ্নের উতরে কিরণ বাজেভাবে ছড়িয়েছেন। ন্যাচারালি, সবে পার্টি জয়েন করেছেন, ইন অ্যান্ড আউট কিছুই জানেন না।

    আপ-এর শ্লোগান - পাঁচ সাল, কেজরিওয়াল। তো, সেইটাকে ধরে বিজেপি শুরু করে - পাঁচ সওয়াল, কেজরিওয়াল। পাঁচটা প্রশ্ন করা হয়, কেন কেজরি ৪৯ দিনে মন্ত্রীসভা ভাঙলেন, কেন কেজরি দ্বিতীয় দিন থেকেই এসইউভি নিয়ে বিধানসভা যাওয়া শুরু করলেন, কেন কেজরি লিউটিয়েন্স দিল্লিতে বাংলো নিলেন, কেন কেজরি কেংগ্রেসের সাথে সমঝোতা করলেন, ইত্যাদি। আপ সবকটারই জবাব দিয়েছে তাদের মত করে - সবগুলোই খুব কনভিন্সিং, তা নয়, তবে অ্যাক্সেপ্টেবল।

    আর ছদিন বাদেই ভোট।
  • PM | 233.223.154.71 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩১625806
  • সিকি কিরন বেদীর ওপোর চটে কেনো? আমি ওর সম্পর্কে ডিটেল জানি না।
  • dc | 213.187.246.42 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৪৭625807
  • পার্সোনালি আমি কেজরিওয়ালের থেকে যোগেন্দ্র যাদবকে বেশী শ্রদ্ধা করি। মানে অন্য অনেক পলিটিশিয়ানের থেকে কেজরিওয়াল এনিডে প্রেফারেবল, তবে লোকটা কেমন একেকটা উদ্ভট উদ্ভট সিদ্ধান্ত নেয়। খুব একটা ভেবেচিন্তে কিছু করে বলে মনে হয়্না। সেই তুলনায় যাদবকে দেখে মনে হয় বরফ ঠান্ডা মাথা। সবদিক না ভেবে কোন কথা বলে না। আর যাদবের পারসোনা এমন যে মিডিয়াও ওকে এক কথায় ফেলে দিতে পারবে না। যোগেন্দ্র যাদবকে যদি এক নম্বর লিডার হিসেবে প্রোজেক্ট করতো তো খুব ভালো হতো।
  • Abhyu | 85.137.12.52 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০১625808
  • যোগেন্দ্র যাদব সত্যিই আপের অ্যাসেট। এখন শুনলাম ক্রেন বেদীর ক্রেডিটটাও নাকি একজন অধস্তন কনস্টেবলের প্রাপ্য যেটা কিরণ মেরে দিয়েছিলেন। ভদ্রমহিলাকে এখন বেশ সুবিধাবাদী বলে মনে হচ্ছে।
  • PM | 233.223.154.71 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৯625809
  • রিলায়েন্স এর বিরুদ্ধে FIR এর কথা মনে আছে গত টার্মে? কেজরীকে হারাবার জন্য জলের মতো টাকা বইবে এইবার
  • সিকি | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৪625810
  • হ্যাঁ। সুবিধেবাদী। মেনলি সেটাই কারণ আমার কিরণ বেদীকে অপছন্দ করার। (হিন্দিতে বলে অবসরবাদী)। একজন টাফ অ্যাডমিনিস্ট্রেটর ছিল। ইন্দিরা গান্ধীর গাড়ি টো করানো কনস্টেবলের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন না নিয়ে প্রথম লাইমলাইটে আসে। এ ছাড়াও প্রথম মহিলা আইপিএস হিসেবে একটা স্থান তো আছেই।

    কেজরির সংস্পর্শ ছেড়ে বেরিয়ে এসেছিল, এই অবধি ঠিক আছে। কিন্তু ক্যালকুলেট করে বিজেপি জয়েন করা এবং কেজরির বিরুদ্ধেই সিএম ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে যাওয়া - এইটা অনেক হার্ডকোর বিজেপি ভক্তও মেনে নিতে পারে নি। কিরণ বেদীর রাজনৈতিক অভিজ্ঞতা কিস্যু নেই। জাস্ট জয়েন করল আর করেই সিএম ক্যান্ডিডট, এবং একটা কথারও নিজে উত্তর দিতে পারছে না - ওর হয়ে এখন ময়দানে লড়ছে মোদী নিজে আর অমিত শাহ। বেসিকালি মোদী / শাহ দিল্লিতে একটা নিজেদের মনের মত পুতুল চেয়েছিল। সেইটা ব্যাকফায়ার করছে। বহু বিজেপি ভক্ত কিরণকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় না। মহিলার পলিটিকাল ম্যাচিওরিটি নেই। ভেটেরানরাও অপছন্দ করছে এই ডিসিশন, তারাও সেভাবে ব্যাকিং করছে না কিরণকে।

    দেখা যাক, কী হয়।
  • সিকি | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫৭625811
  • কেজরি যদি এই একটা লোকের কথা শুনে চলে, যোগেন্দ্র যাঅদব, তা হলে আম আদমি পার্টি টিকে যাবে।

    কেজরি বাই নেচার অটোক্র্যাটিক। যে যে আপ ছেড়ে বেরিয়েছে, সবারই এক বক্তব্য - কেজরি নিজে যা ঠিক মনে করে, সেটাই করে, কারুর কথা শোনে না, বাস্তব পরিস্থিতি দ্যাখে না। অনেকটা হীরকরানীর মতন। বিন্নি, শাজিয়া, কিরণ (কিরণ অবশ্য আপ-এ ছিলেন না, উনি পার্টি ফর্মেশনেরই বিরোধী ছিলেন, আপ গঠিত হতেই উনি সরে আসেন) - সব্বাইই একই কথা বলেছে। অটোক্র্যাটিক।

    এখন এই শিশোদিয়া, আর যোগেন্দ্র যাদব - এই দুজন যদি সামলাতে পারে, তা হলে আপ-এর পক্ষে মঙ্গল।
  • Abhyu | 85.137.12.52 | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০২625812
  • কেজরীর সংগঠনের শক্তিও ভালো, মনে রাখতে হবে উনিই আন্নাকে আন্দোলনের মুখ করেছিলেন এক সময় - কিন্তু অটোক্র্যাটিক হয়ে থাকলে মমতার মতো ডুবতে সময় লাগবে না। আশার কথা যে কেজরী মিসটেক থেকে শিখতে জানেন, আর ভুল স্বীকারও করতে জানেন। দেখা যাক (ভদ্রলোকের পেটের বিদ্যে নিয়ে তো আর কথা হবে না, আর পড়াশুনোয় ভালো মানে তার বেসিক কিছু গুণ থাকতেই হয়)।
  • 4z | 208.231.20.20 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৩625815
  • খি খি খি :-)

    http://goo.gl/NXQ0XB
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন