এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৯৩৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 208.231.20.20 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৫625816
  • যারা গারবেজ বিন ফলো করেন তাদের জন্য ফয়জলভাইয়ের উপহার। কাল গুড্ডুকেও অ্যাড করা হবে বলে খবর আছে।
  • dc | 133.201.213.43 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৮625817
  • দিল্লীতে আপের জেতার ভালো সম্ভাবনা তৈরী হচ্ছে! ভালো খবর।
  • Arpan | 233.227.215.68 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৩625818
  • ইতিমধ্যে বিজেপি দুটো ফঁপা করেছে। ভিসন ২০১৫ বলে একটা ম্যানিফেস্টো বার করেছে তাতে এক তো নর্থ ইস্টের লোকেদের ইমিগ্রান্ট বলে উল্লেখ করেছে (ফ্রয়েডিয়ান স্লিপ?) আর দুই নম্বরটা আরো কেলেংকারির - দিল্লিকে পূর্ণ রাজ্য করার ব্যপারে কোন দাবিই জানানো হয়নি।
  • b | 135.20.82.164 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৬625819
  • ওটা দেখিছি। এক লাইনে ইমিগ্র্যান্ট আবার পরের লাইনে-ই মাইগ্র্যান্ট। ছাপার ভুল-ই হবে। তবে, খেলতে নেমে ফুলটস বল দিলে কি চলে?
    ইলেকশন কবে? প্রি পোল সার্ভে দিয়ে অবশ্য কিছুই বোঝা যায় না।
  • dc | 133.201.213.43 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৬625820
  • এই লেখাটা ইন্টারেস্টিং লাগলোঃ

    http://www.ndtv.com/opinion/kejriwal-vs-bedi-ambition-grew-in-an-activist-movement-736739?pfrom=home-topstories

    বিশেষ করে এখানটা, অবশ্য আগেও এই নিয়ে নানান রিপোর্ট পড়েছিঃ

    A point to be noted here that is now pretty much in the public domain and reported extensively is that the cadres for the IAC movement were mostly imported from the RSS, the ideological mentor of the BJP, and the ABVP, which is the student wing of the BJP. The agenda was simple - the nepotism and malpractices in the UPA government mainly on issues like black money needed to be exposed
  • সিকি | 125.249.13.82 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৯625821
  • বিজেপি এইবারে এন্তার রেটে ছড়াচ্ছে। যে ভাবেই কেজরিকে অ্যাটাক করার চেষ্টা করছে, সেটাই কেজরির হাতের অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে।

    পরশু কাগজে অ্যাড দিল, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নিমন্ত্রণ পায় নি বলে প্যারেডের সামনে কেজরি রেগে ঝাঁটা ঘোরাচ্ছে। নিচে লেখা, উপদ্রবী গোত্র। ব্যস, আর যায় কোথায়? লোপ্পা বল। কেজরি অ্যান্ড টিম লাগিয়ে দিল - গোত্র তুলে কথা বলে বিজেপি আগরওয়াল কমিউনিটিকে অপমান করেছে। বিজেপিকে ঢোঁক গিলে সাফাই দিতে হয়েছে।

    কাল রোহিনীর র‌্যালিতে মোদী আবার আবেগবিহ্বল হয়ে গিয়ে ভগৎ সিংকে জেল খাটতে পাঠিয়ে দিয়েছে আন্দামানে। (আপনারা খালি দিদির ভুল ধরেন)।

    কাল দুকুর নাগাদ কিরণ বেদীর ক্যাম্পেন অ্যাডভাইসার রিজাইন করে, মিডিয়ার কাছে বাইট দেয় - কিরণজির সাথে কাজ করা সম্ভব নয়, অসম্ভব ডিক্টেটরশিপ চালান, কারুর কথা শোনেন না। বিকেলেই অবশ্য তিনি "ইমোশনাল আউটবার্স্ট" বলে আবার বিজেপিতে ফিরে আসেন, কিন্তু ততক্ষণে ক্ষতি যা হবার তা হয়ে গেছে।

    এখন চলছে হাওয়ালা অ্যাট মিডনাইট। গত বছর এপ্রিলে নাকি পঞ্চাশ লাখ টাকার চারটে চেক জমা পড়েছে আপ-এর অ্যাকাউন্টে, যাদের নামে চেক, তাদের কোনও ব্যবসা নেই, ইনকাম নেই, দুটো ঠিকানাও ভুয়ো। সেইটা নিয়ে বিজেপি এখন খুব নাচানাচি করছে। আপ বলেছে - কখনও শুনি নি, ব্ল্যাকমানি কেউ চেকে দেয়। আমরা চেক নিই, প্যান কার্ডের নম্বর সমেত, এখন যে চেক দিচ্ছে, সে কীভাবে টাকা জোগাড় করেছে, সেটা আমরা কী করে জানব? তবু তদন্ত হোক, আর শুধু আপ-এর ফান্ডিং নয়, বিজেপি কংগ্রেস সবার ফান্ডিংএর সোর্স তদন্ত করে দেখা হোক, কোথা কোথা থেকে টাকা এসেছে। যদি আমি দোষী হই, আমি জেলে যেতে রাজি আছি।

    আজ সকালে দেখি কেজরির বাড়ির সামনে একদল লোক, মাথায় আপ-এর টুপি, কাঁধে আপ-এর ঝোলা, হাতে আপ-এর লিফলেট, বেরোচ্ছে দিল্লিতে প্রচার করতে।

    ভোট ইজ কামিং। সমস্ত সমীক্ষায় আপ এগিয়ে।
  • dc | 133.201.213.43 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:০৮625822
  • ডোনেশানের আরেকটা অদ্ভুত ব্যাপার, ওটা নাকি আপের ওয়েবসাইটে ছিল। এরকম পাবলিকলি ব্ল্যাক মানি নিতে তো কাউকে শুনিনি। আবার এটাও ঠিক যে দু কোটি টাকা ডোনেশান এলো কিন্তু আপের লোকেরা সেই নিয়ে কিছু জানেনা, এটাও অবাক ব্যাপার।

    তবে আপ যেটা বলেছে, কং-বিজেপি-সিপিয়েম সবার ডোনেশানের তদন্ত হ্প্ক, সেটা কোনদিন হবেনা। তাহলে পলিটিকাল পার্টিগুলো উঠে যাবে :d
  • সিকি | 125.249.13.82 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:১৯625824
  • গল্পটা গত বছর এপ্রিলের। আপের একটা নিজস্ব অ্যাকাউন্ট ভেরিফিকেশন টিম আছে। যারা পঞ্চাশ হাজারের ওপর ডোনেশন দেয় তাদের সোর্স যাচাই করাটা এদের কাজ। সেই টিম এই চারটে চেককে গো অ্যাহেড দিয়েছিল, তখন সামনেই মে মাসের লোকসভা নির্বাচন, আপের সমস্ত নেতা ভোটের কাজে ব্যস্ত, ক্রসচেক করে নি। এখন সেই সময়কার অ্যাকাউন্ট ভেরিফিকেশন টিমের লোকজন এখন আর আপ-এ নেই, চলে গেছে।

    আভাম (AVAM, আপ ভোলান্টিয়ার্স অ্যাকশন মঞ্চ) এই চেকের কপি দেখিয়েছে পরশু এবং প্রশ্ন তুলেছে। এরা মোটামুটি বিক্ষুব্ধ আপ-এর একটা মঞ্চ। তারা কোথা থেকে কী ভাবে এই কপি পেয়েছে সেটা জানাচ্ছে না। হতেই পারে তখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন টিমের কেউ হয় তো এখন আভাম-এর গ্রুপে আছে। কোনওভাবে পুরনো ডেটাবেসে অ্যাক্সেস রয়ে গেছে তাদের, সেইখান থেকে চুকলি কাটার জন্য বের করেছে। সেদিন অ্যাপ্রুভ করেছিল হয় তো এই লোকগুলোই।

    ডিঃ পুরোটাই স্পেকুলেশন। সত্যমিথ্যে জানি না। ঠিক যে ভাবে সময় বুঝে এরা এক্সপোজটা করেছে, তাতে পেছনে বিজেপির হাত থাকা একেবারেই অস্বাভাবিক নয়। স্পেশালি আভাম-এর লোকটি প্রথম প্রেস কনফারেন্সে নিজেকে বিজেপির সাপোর্টার বলেছিল, তার ঘন্টাতিনেক বাদে আবার বয়ান দেয় সে বিজেপির মেম্বার বা সাপোর্টার নয়, "আমি বিজেপির সাপোর্টার" বলেছিল কেজরিকে রাগানোর জন্য শুধু।

    তো, সব মিলিয়ে লোকটিকেও আমার খুব সুবিধের লাগছে না রে তোপসে।

    আর ডিসি ঐ যা কইলেন, বিজেপি কংগ্রেসকে যদি নিজেদের ডোনেশনের খাতা খুলে দেখাতে হয়, তা হলে রাতারাতি পার্টিদুটো উঠে যাবে। :) তাই এসব কোনওদিনই হবে না। চালুনি এবং ছুঁচের উপমা নিয়ে আমাদের বাঁচতে হবে, এন্ড অফ দা ডে।
  • b | 135.20.82.164 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২৬625826
  • এই হ্যাভ আর হ্যাভ নটস এর লড়াইতে ওবামা অব্দি চাঁদা দিলো..., ও বাম, তুমি কোথায়?
  • jhiki | 149.194.228.12 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৩625827
  • সত্যি, মার্ক্স, লেনিন, মাও-জে-দং বা পুতিন, ১১ জেনপিং কেউ-ই একপয়সাও চাঁদা দেননি ঃ(
  • cb | 68.106.0.240 | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১২625828
  • এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনে ১৫টি আসনে লড়াই করবে বামফ্রন্ট। ৭০ আসনের দিল্লি বিধানসভায় বাকি আসনে বামেরা আম আদমি পার্টিকে সমর্থন করবে।

    এটাই দেখলাম ২৪ ঘন্টায়
  • সিকি | ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৭625830
  • আমি এখন ক্লায়েন অফিসে বসি। বাড়ি থেকে চুয়ান্ন কিমি। মানে রোজ যেতে আসতে একশো আট চলে আমার।

    আজ এখানে আমাদের দোকানের দুই হোমরা এবং চোমরা এসেছিলেন। কচি করে হাইহ্যালো কেমনচলছে কীঅসুবিধেহচ্ছে এইসব হয়ে টয়ে - এমনিই ইয়ার্কির সুরে, বড়দারা যেমন বলে থাকে আর কি, তোমরা সবাই ভোট দিচ্ছো তো? কাকে দেবে, কিরণ বেদী নাকি কেজরিওয়াল - এইসব ফালতু বাকতাল্লা হচ্ছিল।

    টিমের মিক্সড পপুলেশন, আমার মতন অনেকে আছে যাদের "দিল্লি"তে বাড়ি নয়, তাদের ভোট নেই, বাকিরা ভোট দেবে, এবং অন্তত সাতজন একসাথে বলে উঠল, কেজরিওয়াল।

    সাধারণত অফিসপ্লেসে কেউ নিজের পলিটিকাল ইনক্লাইনেশন ব্যক্ত করে টরে না, সবিস্ময়ে দেখলাম, বাকিরা ব্যাপারটকে চিয়ার আপ করল, তাতে ভরসা পেয়ে দুটি মেয়ে এবং একটি ছেলে, ছেলেটি আমাদের টিমের রিলেশনশিপ ম্যানেজার, তারা বলল, তারা আপ-এর ভলান্টিয়ার। অফিসের পরে এবং ছুটির দিনে আপ-এর হয়ে কাজ করে।

    ক্যাফেটেরিয়াতে বড় বড় টিভি লাগানো আছে, তাতে কিরণ বেদীর মুখ আজ, চোখে জল, কিরণজী ভাবুক হো গয়ি হ্যায়, রুমাল দিয়ে আঁসু পোঁছছেন আর কইছেন, আই উইল রিটার্ন ব্যাক ইয়োর লাভ, লোকে সমস্বরে খিল্লি করতে লাগল কিরণ বেদীকে।

    হাওয়া খুব খারাপ, কালীদা ;-)
  • Abhyu | 85.137.13.200 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:২৫625832
  • ভুললে চলবে না, এই কেজরিই শীলা দীক্ষিতের ম্যাজিক উড়িয়ে জিতে এসেছিল
  • Abhyu | 85.137.13.200 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৪625833
  • হে হে
  • Atoz | 161.141.84.175 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪১625834
  • আরে ঐ ৫০১, ২০১, ১ এগুলো নিয়ে লেখাটা কই গেল? ওগুলো আপকে দেওয়া চাঁদা। এমনকি মোহনদাস কর্মচন্দ্র ও নাকি দিয়েছেন। ঃ-)
  • adhuli | 190.148.69.210 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৫625835
  • পশ্চিমবঙ্গে মমতাকে দেখে যদি দিল্লিবাসীর এখনো শিক্ষা না হয়ে থাকে, তাহলে কেজরিবল-কে আর একবার মসনদে বসালেই শিক্ষা হয়ে যাবে। প্রথম বারের ৪৯ দিনের নাটক বিশেষ জমে নি হয়ত, আরো একটা এপিসোড চাই।দু -নম্বর সততার প্রতীক-এর মোহ কাটতে কতদিন লাগে দেখি। বঙ্গের সততার প্রতীক তো এখন গলা অবধি পাঁকে ডুবে গেছে।
  • dc | 213.109.107.236 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৬625837
  • উফ গুল পানাগের ওপর ছোটবেলার থেকে আমার ব্যাথা। দিল্লীতে থাকলে তো কোন কিছু না ভেবে গুল পানাগকেই ভোট দিতাম।
  • সিকি | 125.249.13.82 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২০625838
  • গুল পানাগের ওপর আমারও ব্যথা বহুদিন থেকে - স্পেশালি ওর গালের ঐ টোলটার জন্য আমি ওকে দশবার ভোট দিতে রাজি আছি - একবার জেনুইন, নবার ছাপ্পা।

    দেখনেবালি বাত হ্যায় ইয়ে, কি কাল মহিলা মিছিলের যতজন স্কুটিতে ছিলেন, ইনক্লুডিং গুল, প্রত্যেকে হেলমেট পরে ছিলেন, ভারতের মাটিতে অ্যাট এনি গিভেন ডে, ফর এনি পলিটিকাল পার্টির র‌্যালিতে হুইচ ইজ এক্সট্রিমলি আনলাইকলি। রাজনৈতিক দলের মোটরসাইকেল র‌্যালি মানেই হেলমেটহীন, দরকার হলে নাম্বারপ্লেটহীন, কিংবা একটা বাইকে তিনজন চারজন সওয়ারী - এই রকম ছবিই আজ পর্যন্ত দেখে এসেছে ভারত। আপ প্রথম অন্য ছবি দেখাল।
  • dc | 213.109.107.236 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৩625840
  • বিজেপি নাকি বলছে এই ইলেকশন পিএমের ওপর রেফেরেন্ডাম নয়, কারন এটা সিএম সিলেক্ট করার নির্বাচন, পিএম সিলেক্ট করার না। এদ্দিন তো এই কথা কংগ্রেস বারবার বলতো। মানে যখনই কংগ্রেসের হেরে যাওয়ার চন্স বেশী হতো ওমনি বলতো এটা ন্যাশনাল/রাজ্য লেভেলের ইলেকশান, রাজ্য/ন্যাশনাল লেভেলের ইলেকশান না, তাই সোনিয়া/রাহুল/পিএমের ওপর রেফেরেন্ডাম না। আর তারপরেই কং ইলেকশানটা হারতো। তাহলে কি এবার... :p
  • Reshmi | 129.226.173.2 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০১625841
  • বিজেপি এই কথা বলছে নাকি? কিন্তু ওদের প্রচারে তো শুধুই মোদী এবং মোদী। রোজ অফিস যাওয়া আসার পথে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল "মেরী দিল্লীকো, মেরী দিল্লীকো/থোড়া সা প্যার চাহিয়ে/ কাম করনেওয়ালি মোদী সরকার চাহিয়ে" (তবে গানটার টিউনটা বেশ ক্যাচি!)।

    এমনকি কিরণ বেদী র আওয়াজ টিমটিম করে যে কয়েকবার শোনা যাচ্ছে, তাতেও মোদীজি...... উনি বললেন বলেই আমি এই মহান দায়িত্ব নিজের কাঁধে নিলাম ইত্যাদি ইত্যাদি।

    পিএম মহাশয় এবং তার পারিষদবর্গ যে ভাবে বাকি কামকাজ ছেড়ে আদাজল খেয়ে লেগেছে দিল্লীর মত একটা পুচকে রাজ্যের (তাও আবার পুরোপুরি রাজ্যও না!) ইলেকশন ক্যম্পেইনিং এ, ভাবা যায় না!
  • lcm | 118.91.116.131 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৯625842
  • সিবি যা লিখেছে তাই হলে, ভাল খবর। লেফ্‌ট আর আপ তো ন্যাচারাল অ্যালাই হওয়া উচিত।
  • Arpan | 125.118.55.13 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২৬625844
  • কিন্তু কেজরি টেক স্যাভি না। সব ডোনেশন চেকেই কেন হতে হবে? পেপল বা বিলডেস্ক দিয়ে হবে না?
  • kumu | 11.39.34.51 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৩625845
  • সিকি ১১ ২০ ইয়েস।হেলমেটের ব্যপারটা আমিও লিখব ভেবেছিলাম।
  • Reshmi | 129.226.173.2 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩৫625846
  • dc পড়লাম, আগে থেকেই একটু গেয়ে রাখছে আর কি .......

    কিন্তু "not projecting him as the face of Delhi elections" টা ডাহা মিথ্যে কথা। আজকেও এফেমের অ্যাডে শুনে এলাম, সেই মোদীরই জয়জয়কার!

    এদিকে ওপিনিয়ন পোলের রেজাল্ট শেয়ার মার্কেটের মত রোজ পাল্টাচ্ছে, মঙ্গলবার আপ এগিয়েছিল, বুধবার বিজেপি!

    আচ্ছা, সেই চাণক্য এবার কোথায় গেল, যারা এর আগে এক্কেবারে ঠিকঠাক প্রেডিক্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল?
  • jhiki | 149.194.228.12 | ০৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৪০625849
  • oraa eksiT pol kare.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন