এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিল্লী বিধানসভা নির্বাচন ২০১৩

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০১৩ | ১১৬৮৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 192.66.4.60 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০০625916
  • ৩৫-১০ ঃ)

    এবং , কিরণ বেদী পিছিয়ে।
  • pi | 192.66.4.60 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৮625917
  • নাঃ এবার নিশ্চিন্তে আপিস বেরিয়ে পড়ি।
    একচল্লিশ -নয়।
    হারবে জানতাম, এভাবে চাট খাবে ভাবিনি ঃ)
  • Ishan | 24.96.107.172 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১১625918
  • ঘুম ভাঙতেই দিল্লির খপর। এরে কয় প্রকৃত আচ্ছে দিন।
  • pi | 192.66.4.60 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৪625919
  • এরে কয় গো-হারান :P
  • pi | 192.66.4.60 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৭625920
  • এই আআপ হাওয়া একটু পব তে লাগলে পারে তো !
  • b | 135.20.82.164 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৩625922
  • লাগবে, লাগবে। দিদি হাত বাড়ালেন বলে , আপ-এর সাথে ইলেক্টোরাল জোট বাঁধবার জন্যে।
  • pi | 192.66.4.60 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৩625921
  • দিল্লি তো ইন্কিলাব জিন্দাবাদে ভরে গেছে দেখছি !
  • কল্লোল | 125.242.157.95 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৬625924
  • আজ অপিস বাঙ্ক। বিজেপিকে বড় করে, অমিত-লরেনকে আরও বড় করে ঠাটিয়ে চড়।
    দিল্লীর মানুষের জয় হোক। সেলাম সেলাম সেলাম।
    যারা বলেছিলেন আপ পাইল্যে গেলো। ওদের আর কেউ পুছবে না। সেই বাতেলাবাজগুলো কই???

    পবতে আপ হাওয়া হবে না। এখানে একদম নীচের তলা অবধি এমনভাবে রাজনীতির দুবৃত্তয়ন ঘটেছে (সেই ৭০ থেকে) যে খুব বড় কোন ধাক্কা না এলে তার ব্যাত্যয় হবে না।
  • Arpan | 125.118.69.177 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২৬625923
  • আর পিকে?
  • Arpan | 125.118.69.177 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩২625926
  • দিল্লির পরে পাঞ্জাব, হরিয়ানা আর পঃ উঃ প্রদেশে ঝাড়ুর দাপট ছড়িয়ে পড়বে আশা করা যাচ্ছে।

    বিজেপিকে দ্বার বন্ধ করে ঠেকিয়ে রাখতে হবে না, গোকুলধামেই বিজেপি বধ হবার ব্লু প্রিন্ট প্রস্তুত।

    পব-এর ভাবনা পরে ভাবা যাবে। সর্বভারতীয় কনটেক্সটে একটা মার্জিনালাইজড স্টেট বই তো কিছু না।
  • dd | 132.172.85.228 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৭625927
  • ওঃ।

    অতিবদেরা বোধয় খুব খুসী। তাই না? কিন্তু ঠান্ডা মাথায় প্রখোর যুক্তি সাজিয়ে এনালিসিস করেছেন? জানি তো, করবেন না।

    এক নম্বোর থিউরী - এক বিশাল যুক্তফ্রন্ট। সেই দলে ওবামা,আবাপ, কল্লোল গোছের নোটাবাবুরা ও নানা রঙের ব্যাগড়াবাবু ও এনার্কোরা। এদের ষড়যন্ত্রো।

    দেড় নম্বোর থিউরী - আসোলে কলকাঠি নাড়ছে চীন। সে এবার ধীরে ধীরে অরুণাচল ,তিব্বত,রানাঘাট হয়ে দখল করবে মসনদ। অ্যাদ্দিন আসতে পারে নি। এবার আসবে।

    দুই নং থিউরী। পাতি অংকো মশাই। সেবারে বি এস পি অনেক ভোট টেনেছিলো- দলিত টলিতদের। মুসলিম ভোট কেড়েছিলো কংরেস। এবারে বাইনোমিয়েল থিউরী হয়ে বিএস্পি/কংরেস কাটাকুটি হয়ে ডিফেরেন্সিয়েল ক্যালকুলাসের এক ধাক্কায় লরেন পার্টী পিছিয়ে গ্যালো। তা হোক। অংকো অমোঘ। তাকে কে আটকায় রে?

    তিন নং থিউরী। দিল্লী ভোটারদের এক বিশাল অংশের মাথায় শিং গজাচ্ছে। তাদের গায়ের থেকে বোঁটকা গন্ধো বেড়াছে। কাঁটাল গাছ দেখলে অনেকের মুখে লালা পরছে আবার কালী পুজোর বাজনা শুনে বহু লোকে ভিড়মী খাচ্ছে। এ গুলো তো নিজের চোখেই দ্যাখা। মনে নেই ?

    সুতরাং আপনেদের উল্লসিতো হবার কিছু নেই। সমুহো দিন আগতো ঐ। মোজাখিল্যরা সাবধান।
  • a x | 60.171.26.111 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৩625928
  • সারা দেশ জুড়ে হওয়ার সম্ভাবনা কম। এইরকম রিজিওনাল পার্টিরই সময় মনে হয় এটা। ইউপির মত জায়গা যেখানে কাস্ট পলিটিক্স ভীষণ স্ট্রং সেখানে আপের ঠাঁই হওয়া কঠিন।
  • Arpan | 125.118.69.177 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৭625929
  • খাপদের হাতে রাখলে হওয়াটাও বিচিত্র না।

    সেইজন্য পঃ ইউপি লিখেছি।
  • pi | 122.79.35.106 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৮625930
  • কেউ একটু আপডেট দিন না। আর দেখতে পাচ্ছিনা।
  • Arpan | 125.118.69.177 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৩625931
  • কিন্তু আপ দিল্লির বাইরে পেনিট্রেট করতে পারল কি পারল না সেইটা মূল পয়েন না।

    মূল পয়েন হল এই যে বিপুল টাকা খরচ করে, পুরো ক্যাবিনেট মিনিস্ট্রিকে প্রচারে নামিয়ে, অ্যানালিটিক্স দিয়ে প্রেডিকশন মডেল বানিয়ে, কম্যুনাল রাজনীতির তাস খেলে কাশ্মীর থেকে কন্যাকুমারীর প্রতিটি ইঞ্চি অমিত শাহ হেলায় জিতে বেরিয়ে যাবেন, এই প্রচারের ঢক্কানিনাদ এইবার ধীরে ধীরে স্তিমিত হবে আশা করা যাচ্ছে।

    দিল্লির ইলেকশন রেজাল্টের অসম্ভব গুরুত্ব এখানেই।
  • dd | 132.172.85.228 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৬625932
  • ইয়েস।

    বাজারের সব থেকে বড়ো ঢপের চপের নাম অমিত শাহ। প্লাস তেম্নি মোটা।

    দু চক্ষে দেখতে পারি না।
  • j | 230.227.106.153 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০৯625933
  • সংঘ পরিবারের সদস্য ছাড়া উত্তর ভারতে ডেডিকেটেড সাধারণ বিজেপি কর্মীর সংখ্যা খুব একটা বেশি নয়,আর আপ সেখানেই টেক্কা দিয়েছে বুথবিত্তিক সংগঠনে

    সফট হিন্দু তাসও (অনেকটা কং স্টাইলে) ভালভাবে খেলেছে আপ, আজ সকাল থেকেই একদা নাস্তিক কেজরীর প্রেয়ার চলছে ভগোয়ানের উদ্দেশ্যে ;-)

    অবশেষে ৫৭-১২ -১ !!!!!
  • Abhyu | 85.137.14.41 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১২625934
  • গতবার শীলা দীক্ষিতকে শিক্ষা দিয়েছিল, এবারে মোদী অমিত শাহের রথ থামিয়েছে। অসাধারণ। এতো ভালো করবে সত্যিই আশা করি নি। খুব খুশি হয়েছি।
  • 11 | 133.242.242.16 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৫625935
  • ৫৭ টা পেলে আহা!!
  • Arpan | 125.118.69.177 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:১৮625937
  • ৬৩
  • Pi | 122.79.39.43 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২১625938
  • আহারে এমন দিনে মিটিঙ্গ মিছিলে ফেসে থাকতে হবেঃ(
  • Abhyu | 85.137.14.41 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৩625939
  • এনডিটিভি বড় বড় করে দেখাচ্ছে - কেজরিওয়াল ফরগিভন
  • lcm | 118.91.116.131 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৭625941
  • SAP-র বিজনেস ইন্টেলিজেন্স সফ্টওয়্যারের এমন হেনস্থা দেখে ভারি পুলকিত বোধ করছি।
  • Reshmi | 129.226.173.2 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৭625940
  • কেন্দ্রে ক্ষমতায় আসার এত কমদিনের মধ্যেই রাজ্যের ভোটে এ ভাবে গোহারা আগে কেউ হেরেছে?
    কং কেন্দ্রে থাকাকালীন অনেক রাজ্যেই হেরেছে, কিন্তু সদ্য ক্ষমতায় এসে এইভাবে হেরেছে কি কোন স্টেটে, যেখানে মোটমুটি একটা ভদ্রস্থ জায়্গায় ছিল আগে?
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৯625942
  • হুঁ। কেজরিওয়াল ফরগিভেন।

    আর কিছু না, ঐ অমিত আর লরেনের গাধায় সলিড দু খানা লাথ, এ যে কী শান্তি, কী শান্তি, কেজরিকে সামনে পেলে ওকে একটা ফেলে চুমু দিতাম। এ ভাবেও ফিরে আসা যায়।

    এখন আশা করি আপ আর তাড়াহুড়ো করবে না। ধীরেসুস্থে স্ট্রেংথ বাড়াবে।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩২625943
  • কিরণ বেদীও কেজরিকে ফোন করে কংগ্র্যা জানাল।

    এখন প্রণয় রায় এনডিটিভিতে শাজিয়া ইলমিকে চাটছে।
  • Reshmi | 129.226.173.2 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৩625944
  • ভোট শেয়ার কিন্তু বিজেপির খুব একটা কমেনি, তবে অ্যান্টি বিজেপি ভোট পুরোটাই আপের পকেটে গেছে।
    কং বিজেপির যাত্রাভঙ্গ করতে নিজেদের নাক কেটে তলে তলে আপের হয়ে খেলেছে কিনা কে জানে! এই ভাবে ধুয়ে মুছে গেল!!
  • dc | 213.109.107.237 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৫625945
  • রেজাল্টটা অনেকগুলো কারনে ভাল্লাগলো। এক তো অমিত শাহের ইমেজটা ফেঁসে গেলো। দুই, কং একেবারে ধুয়েমুছে সাফ। এই ট্রমার ফলে যদি দলটা গান্ধী পরিবারের হাত থেকে বেরোতে পারে তো দলটারও ভালো হবে। আর আপ যদি এখন আস্তে আস্তে আরো কিছু রাজ্যে ছড়াতে পারে, আর বছর তিন-চারেকের মধ্যে মেন অপোজিসন হিসেবে উঠে আসতে পারে, তো খুব ভালো হয়। আর দিল্লীওলাদের পলিটিকাল ম্যাচুরিটি সত্যি তারিফ করার মতো। আমার মনে হয় লোকসভা আর বিধানসভা, দুটো ইলেকশানেই খুব হিসব করে ভোট দিয়েছে।

    পবর লোকেরা কি এই ইলেকশান থেকে শিক্ষা নেবে? জানিনা - অন্তত পবর ইতিহাস থেকে তো মনে হয়্না। তবে পবতেও যদি সাধারন লোকে উত্সাহিত হয়ে আপের অফিশ খুলতে অগিয়ে আসে, আপের হয়ে ক্যাম্পেন করতে শুরু করে, আপের হয়ে ইলেকশানে দাঁড়ায় তো খুব ভালো হয়। তিনো, সিপিয়েম, বিজেপি - তিনটে অপদার্থ পার্টিকে হটিয়ে যদি আপকে এগিয়ে আনতে পারে তো বাঙ্গালির পলিটিকাল চেতনা নিয়ে একটু বড়াই করা যাবে।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৬625946
  • কংয়ের ব্যাপারটা আনএক্সপেক্টেড নয়। অজয় মাকেনের জন্য অজয় নিজে ছাড়া আর কেউই রাস্তায় নামে নি, ও হ্যাঁ, রাহুল নেমেছিল। শীলা দীক্ষিত মুখই দেখায় নি। কং নিজেও জানত বাজে খরচা করে লাভ নেই, এমনিতেই এখন পার্টি ফান্ডে টাকা কম আসছে।
  • সিকি | 125.249.13.82 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৩৮625948
  • দিদি অলরেডি বাইট দিয়েচে - বিজেপির হার ইজ আ টার্নিং পয়েন্ট।

    আর হ্যাঁ, সেনসেক্ষ আবার চড়েছে ২০০ পয়েন্ট। কাল নেমে এসেছিল কেজরির জয়ের আশঙ্কায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন