এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৭৮১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 126.202.112.167 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৫629452
  • উঁহু সামারি না।

    সুমন দে মমতার পক্ষে থাকলে উল্টোদিকে ছিল ২৪ ঘন্টা। আবাপ'র উল্টোদিকে আজকাল। এরা আগেও ছিল। আবাপ আগেও মিথ্যার বেসাতি করত। মধ্যবিত্ত/উচ্চবিত্তরা আগেও সেসব শুনে জয়ধ্বনি করত।

    কিন্তু ডিয়ার মেশোমশাই, এইবারেই কেন উল্টেপাল্টে একাকার হয়ে গেল, আর বামেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, সেটার রুট কজ অ্যানালিসিস করে যদি রেজাল্ট ওই শুধু সুমন দে আর মহাশ্বেতা-শাঁওলী বেরোয়, তালে চিন্তা নেই, মমতা আরো অনেকদিন বঙ্গদেশ আলো করে থাকবেন।
  • aka | 79.73.9.7 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৭629453
  • বিপ্লব নিয়ে যাদের মাথা ঘামানোর কথা ছিল তারাই ঘামাল না।
  • Arpan | 126.202.112.167 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৮629454
  • লাস্ট লাইনটা লিখতে ভুলে গেছিলাম।

    এক চৌত্রিশের বদলে আরেক চৌত্রিশ মোটেই সুখকর হবে না।
  • aka | 79.73.9.7 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৯629455
  • তবে তারা ঘেমে মরেছে বিপ্লব কেন এল না। বাকিটা ইসে আর কি।
  • Sibu | 118.23.96.158 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২০629456
  • বেশ তো, আপনিই না হয় রুট কজ অ্যানালিসিস করুন। আমি শুনি।
  • Arpan | 126.202.112.167 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২২629457
  • আরে আমি তো মদ্যবিত্ত, আপওয়ার্ডলি মোবাইল (সাধ্যে না কুলোলেও, মনেপ্রাণে)। আমি আরসিএ করতে যাবৈ বা কেন! ঃ)
  • Sibu | 118.23.96.158 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৪629458
  • ঃ-)
  • Sibu | 118.23.96.158 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৫629459
  • মানে ঐ মদ্যবিত্ত-টা অসা। ঃ-))))
  • bratin | 122.79.38.129 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৬629460
  • কিন্তু তাবলে দাদা কে মেহোমশাই বলবে। তাও আবার এননি নয় ডিয়ার।
  • bratin | 122.79.38.129 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৮629462
  • /এমনি
  • PT | 213.110.243.21 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৯629463
  • আপত্তি করার আমি কে?

    যারা সমাজ-বিপ্লব চায় না তারাই মমতাকে রাখার চেষ্টা করবে-আরও অনেক অনেক দিন। যতদিন না যে কোন রকমের বাম ভাবধারা বঙ্গদেশ থেকে মুছে যায়।

    দেখছেন না বিলেত থেকে মন্ত্রীরা এসে বাণী দিচ্ছে যে কেবল এখনই নাকি তারা মানুষকে "হাসতে" দেখছে।

    এ শুধু মেশোমশায়ের সমস্যা নয়। শালীর ছেলে-পুলেদেরও। সারা জীবন যে কোন রকমের বামেদের গাল দিয়ে নিরাপদে থাকবে ভেবেছিল বরুণ সেনগুপ্ত -কিন্তু তাকে জেলে পুরেছিল ইন্দিরাই।

    আর এখন জেলে বসে কান্নাকাটি করে কুল পাচ্ছে না এযুগের বরুণ -কুণাল ঘোষ।

    ইতিহাস ফিরে আসে-তবে অন্য ভঙ্গিমাতে। তবে এসব ক্ষেত্রে শুরুটা বামেদের দিয়েই হয়-যেটা কিষেণজীকে দিয়ে শুরু হয়েছে।
  • cm | 127.247.114.155 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৪629464
  • PTদার বেশির ভাগ বক্তব্যেই ক দিতে ইচ্ছে হয়। সত্যি কথাগুলো আমরা মানতে চাইনা।
  • cm | 127.247.114.155 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৫629465
  • যেকোন মূল্যে সি পি এমকে হঠাবার তাগিদেই তারা গেছে। নইলে অন্য কোন এজেন্ডা ছিল কি?
  • aka | 79.73.9.7 | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৪629466
  • হ্যাঁ ছিল না?
  • cm | 127.247.114.190 | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৪629467
  • আমি ঘোষিত এজেন্ডার কথা বলছিলাম। এই উৎসব শিল্প বা দেয়াল রঙের এজেন্ডা নয়।
  • Arpan | 190.215.42.117 | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৫629469
  • আমি আবার "Jan Lokpal" পড়ে ঘাবড়ে গেছিলাম। জ্যানেই যদি বিল আনার ছিল তালে তো এখনই পদত্যাগ করার কথা!
  • π | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৮629470
  • ndtv তে আজকের কেজরি সেশনে একজন একটা ভাল প্রশ্ন তুল্লেন। বল্লেন আমার মাইনে দশহাজার, আমার মালিকের আয় পঞ্চাশহাজার। তিনি তাঁর ছেলেকে ডিপিএস এ পড়াতে পারেন, আমি পারিনা। ভাল করে পড়াতে গেলে ডিপিএসে পাঠাতে হয়। তো আমি তো ভ্রষ্টাচার করবোই। আপনারা ভ্রষ্টাচার বিরোধী আন্দোলন না করে শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন করুন।
    কেজরি বললেন, এনিয়ে আন্দোলন করবেন। প্রাইভেটাইজেশন বন্ধ করবেন বা আরো সরকারি স্কুল খুলবেন, সরকারি স্কুলের কোয়ালিটি অনেক ভালো করবেন ইঃ ইঃ।
  • রোবু | 213.147.88.10 | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৯629471
  • এই প্রমিসগুলো আপ ডেলিভার করলে সত্যি বলছি, আপকে ভোট দেব।
  • PT | 213.110.246.230 | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২০629473
  • বাঃ বেশ বাম বাম গন্ধ ছাড়ছে এবার। এবার কেজরি মহায়, ঝপাং করে আপনার ইকনমিক পলিসিটা ঝুলি থেকে বের করুন দেখি।
  • aranya | 154.160.5.25 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৭629475
  • 'আর আপের "অ্যাজেন্ডা" তৈরির পেছে যিনি মূল হোতা তিনি একটি আইআইটি-র প্রোডাক্ট'

    - আইআইটি আবার কি দোষ করল, ও পিটি?
  • s | 182.0.249.87 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:২৮629476
  • স্কুলের প্রাইভেটাইসেশন কেজরী কেন কেউ বন্ধ করতে পারবে না। বড়জোর EWS কোটা বাড়াতে পারে। যেটা করতে পারে সেটা অলরেডি আআপের অ্যাজেন্ডায় আছে, সরকারী স্কুলের মানোনয়ন আর ৫০০ না কত নতুন স্কুল খোলা।
  • Ranjan Roy | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:২৯629477
  • কার্ল মার্ক্স জার্মানির করপোরেশন স্কুলে পড়েছিলেন। জেনি ভন ওয়েস্টফ্যালেনের বাবা সেই স্কুলে ঘন্টা বাজাতেন। তার মধুর ধ্বনি-- জেনি ও কার্লের প্রেম!
    লেনিন সিম্বির্স্কের চাষীদের স্কুলে। সেখানে মাস্টারমশাই খুব মারতেন। তাই লেনিনের চাষীদের ওপর অত রাগ! নারোদনিকিদের জেলে পুরে দিয়েছিলেন।
    স্তালিন চাইতেন পাদ্রী হতে। গেলেন পাদ্রীদের স্কুলে। কিন্তু মিশনের শিক্ষে পোষালো না। কাঠি করতে গিয়ে স্কুল থেকে টিসি খেলেন। কিন্তু বক্তিমেতে পাদ্রী-পাদ্রী( পাপ স্বীকার কর ব্যাটা!) ভঙ্গীটা রয়ে গেল। ওনার লেনিনের সমাধি ক্ষেত্রে বক্তিমে পশ্য।
    মাও চাইতেন ইউনিভার্সিটির বুজি হতে। প্রফেসরের মেয়ের সঙ্গে প্রেম করেও কলকে পেলেন না। তাই ফরমান দিলেন যে এই শিক্ষাব্যব্স্থায় যে যত পড়ে সে তত মূর্খ হয়।
    ( কথাটা আমার বেশ মনে ধরেছে, মনে হয় পিটিও কাছাকাছি কিছু ফিল করছেন। ব্যাটা কেজরি!)
  • Atoz | 161.141.84.164 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৩৮629478
  • আরে গিয়ে দেখি আমাদের সেই এলাকার ১ নং ২ নং ৩ নং সব প্রাইমারী স্কুল প্লাসটার করে রঙ টং করে একাকার কান্ড! আর কী রোয়াব! একটু দেখতে গেছি, বলে হুঁ, আমরা খুব ইয়ে করেছি, আগের রা করতো না---ইত্যা ইত্যা-

    এদিকে লাখ লাখ টাকা নাকি ঢালা হচ্ছে এইসব সরকারী প্রাইমারী স্কুলে, ওদিকে শুনছি সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে যারা একেবারেই সাধ্যবিত্ত তারাও ছেলেপিলেকে পাঠাচ্ছে বেসরকারী ইংরিজি মিডিয়াম স্কুলে।

    তাহলে তো পুরো এই সরকারী খরচ বাঁজা জমিতে জল দেয়ার কেস হয়ে গেল। টাকাকে টাকা গেল(সমাজেরই টাকা), এদিকে কাজের কাজ ঠনঠনাঠন ঠন।
    তার চেয়ে বেসরকারীগুলোকেই তাহলে নানা রুল রেস্ট্রিকশনের আওতায় এনে কাজে লাগানো হোক, যাতে মধ্যবিত্ত থেকে সাধ্যবিত্ত দের কিছু অংশ অন্তত উৎকট খরচের মধ্যে না গিয়েও ছেলেপিলের জন্য কিছু শিক্ষা এনে দিতে পারে।
  • Abhyu | 34.181.4.209 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৩629479
  • এখনো আশা আছে কেজরিবাবুর উপর।
  • PT | 213.110.243.21 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৭629480
  • অরণ্য

    "- আইআইটি আবার কি দোষ করল, ও পিটি?"

    আপনার প্র্শ্নটা আমার Date:08 Feb 2014 -- 12:46 PM-এর সমাজ বিপ্লব সংক্রান্ত পোস্টিং-এর প্রেক্ষিতে।

    নীচের উদ্ধৃতি আপনার প্রশ্নের খানিকটা উত্তর দেবেঃ

    "এখন যাঁদের বয়স চল্লিশ বা তার বেশি, তাঁদের বেশির ভাগেরই ছোটবেলায় একটা পাড়া ছিল। বিভিন্ন আর্থিক ও সামাজিক গোত্রের মানুষের মধ্যে মেলামেশা ছিল, নানান ধরনের সামাজিক আদানপ্রদান ছিল, এমনকী বন্ধুত্ব ছিল। পাড়ার ফুটবল মাঠে পাঁচতলা বাড়ির ছেলেটির পাস থেকে গোল করে হিরো হত বস্তিবাসী তুখড় সেন্টার ফরওয়ার্ড। তাতে .... একে অন্যের ভাল-মন্দ বোঝার সুযোগ ছিল, ...... সেই পাড়া-ভাবনা এখন প্রায় সম্পূর্ণত ইতিহাস হয়ে গেছে। এখন সমাজের বিভিন্ন বর্গের মানুষ কেবল নিজেদের মতো লোকের সঙ্গেই মেলামেশা করে। পাশাপাশি, কিন্তু একে অন্যের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সামাজিক অস্তিত্বের মধ্য দিয়ে বড় হচ্ছে উচ্চ ও মধ্যবিত্ত এবং বস্তিবাসী ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের মধ্যে কোনও স্বাভাবিক যোগাযোগই নেই। আছে এক বিরাট ঔদাসীন্য, সন্দেহ, অনেকখানি অপছন্দ, ঘৃণাও।" http://www.anandabazar.com/archive/1140209/9edit3.html

    সেইজন্য ঐ আইআইটি-র কথা এসেছে। ৮০-র দশকে কেজরীর সমাজ সচেতনতা কোন পর্যায়ের ছিল? এবঁ শুধু আইআইটি নয়-কেজরীকে ঘিরে যারা রয়েছে তারা ঠিক কবে থেকে সমাজ সচেতন হল? এরা কোন সমাজ-ব্যবস্থার স্বপ্ন দেখে?
  • jhiki | 212.67.46.24 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৮629481
  • পয়সা থাকলেই ডি পি এস আর কে পুরমে পড়া যায় না/ যেত না। আগে ইন্টারভিউ ইত্যাদি ছিল, এখন তিন কিমি রেডিয়াসের মধ্যে বাড়ী ইত্যাদি।
    মথুরা রোড ডিপি এসের নামের চেয়ে বদনাম বেশী শুনেছি।
    দিল্লীর বাইরের ডিপিএস গুলো এই আলোচনাতে নেই
  • একক | 24.99.238.225 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২২629482
  • প্রত্যেকের সমাজ সচেতনতা তার নিজের মত করে । এসব নিয়েই কালেকটিভ । আমরা বস্তির ছেলেদের সঙ্গে আড্ডা দিতুম খেল্তুম ঠিকই কিন্তু তাদের নিজের সমাজের লোক মনে করতুম এটা বলাটা ফালতু হবে । ইট ওয়াস নেভার লাইক দ্যাট । বরং গ্রামের বাড়ির মেঝ্যান বা কামিনের ছেলে মেয়েদের সঙ্গে সোশ্যাল ডিফারেন্স অতটা ওই বয়েসে বুঝিনি । যত বেশি শহুরে সভ্যতা , শ্রমিক বস্তি তত বেশি প্রকট পার্থক্য । আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যাওয়া । এখন বিচ্ছিন্নতা র সঙ্গে যেটা যোগ হয়েছে তাহলো নিজেকে ঠকানো যুক্তি যে এইটুকুই সমাজ এর বাইরে কিছু নেই । এটা ব্যাঙ্গালোরে আসার পর আরও বেশি করে টের পাচ্ছি । অদ্ভুতভাবে যাদের মধ্যে সেই মানসিকতা সবচে বেশি দেখি তারা আদতে মফস্বলি । নিজেরাই স্মল ঘেট থেকে এসেছে । যেভাবে হোক ভুলতে চাইছে অতীত ।
  • jhiki | 190.214.232.70 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩১629484
  • একক কেমন গ্রাম দেখছে জানিনা, আশির দশকে বীরভূম আর বর্ধমানের দুটো গ্রাম দেখার অভিজ্ঞতা আছে। দুটো গ্রামেই বাবুপাড়া আর অন্য পাড়ার মাঝে দুরত্ব ছিল, একসাথে খেলা ইত্যাদিও দেখিনি। তবে সেসব খুব কম বয়সের অভিজ্ঞতা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন