এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৭৮১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 182.0.249.87 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২০629518
  • ঃ)))))
  • s | 182.0.249.87 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১০629519
  • মৌচাকে ঢিল ছুঁড়লে অ্যানার্কি হবেই।

    If the price rises to $8 per unit then expected profit for RIL is 54,000 crore.

    RIL had done a 17 year contract with NTPC according to which it was supposed to supply gas at lower than $1 per unit.

    However, the price was first increased to $2.34 per unit and then the production was only 18% of the estimated production, thus forcing the government to import gas which in turn increased the price of essential commodities.

    Now, from April 1, the price of gas is to be increased to $8 per unit while its partner Niko is still supplying gas to Bangladesh at $2.34 per unit. If the gas price rises, prices of CNG, electricity, fertilizers, etc will go up thus increasing overall commodity prices. Proposed profit to RIL counts to 54,000 crore.

    Now Delhi government has asked the ACB to file a FIR in the case and investigate the matter. The Delhi government has every right to investigate the matter as it comes under the concurrent jurisdiction of ACB and CBI.

    The Delhi government has also urged the central government and its ministers to cooperate with investigations and halt the price rise as matter is under investigation.

    বিস্তারিত।
    https://www.facebook.com/photo.php?fbid=521271797988125&set=a.334057936709513.79195.304477473000893&type=1

    মিলেনিয়ম পোস্টের লেখা।
    http://millenniumpost.in/NewsContent.aspx?NID=51792

    ঢিল ছোঁড়াটা তো কেউ শুরু করল। নয়ত সব ভাই ভাই করে এদ্দিন বসে ছিল।
  • s | 182.0.249.87 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৯629520
  • পিটিদার কথাই ঠিক। কে ব্যাটা কেজরী আই আই টি পাসাঊট, IRS এর মাল, সে ব্যাটা মধ্যবিত্ত আর উচ্চমধ্যবিত্তদের-ই স্বার্থ দেখবে। গরীব মানুষের স্বার্থ দেখার জন্য ঐ একটি রাজনৈতিক দলই অফিসিয়ালি ছিল, আছে ও থাকবে। তারা থাকতে ব্যাটা কেজরী। ছ্যা ছ্যা। তবে তৃতীয় ফ্রন্টে আসলে কিন্তু আবার অন্য বিশ্লেষণ।

    ফেসবুকে এটা পেলাম।
    'রেজ্জাক গাল পাড়ে, নেতাইদা ফেঁসে যায়,
    আর সুর্যের চার্জশীটে সুতানুটি ভেসে যায়।'
  • PT | 213.110.243.22 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৭629521
  • s-এর হয়্ত জানা নেইঃ গুরুদাস বাবু এই নিয়ে বিস্তর চিঠি-চাপাটি করেছেন। তবে এখনি উদ্বেলিত হইয়েন না। অম্বানিকে জেলে পোরার অবস্থা হলে কেজরি অপসৃত হবেন।

    ফেসবুকে যিনি ছড়াটি ছেড়েছেন তিনি ঠিক কতটা সামাজিক-রাজনৈতিক কাজকম্ম করেছেন সেটা জানতে পারলে হিসেবটা ঠিক ঠিক কষা যেত।
  • PT | 213.110.243.22 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০০629522
  • খবরে প্রকাশঃ জুলাই ১২, ২০১৩

    Accusing the Congress-led UPA government at the Centre of surrendering to the Reliance Industries, CPI floor leader in the Lok Sabha Gurudas Dasgupta has said that the Congress is harming the interests of the country for the benefit of one industrial house.
    ..............................
    “If this proposal is accepted, then the country will have to bear an additional subsidy burden of `76,000 crore. This is a huge scam that is in the process of being enacted in assistance with the petroleum ministry,” he said.
    http://www.newindianexpress.com/states/andhra_pradesh/CPI-sees-Rs-76000-crore-scam-in-Reliance-Gas-price-hike-move/2013/07/12/article1679447.ece
  • AR | 30.139.67.50 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৪629523
  • ছড়া লেখার আগে কাজ কম্ম করা জরুরি!!!! :))
  • PT | 213.110.243.22 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৮629524
  • পছন্দের মানুষদের জন্য দানছত্র-পব স্টাইলে?

    The Delhi government Wednesday exempted some 24,000 people who took part in an AAP campaign against inflated electricity tariff from paying 50 percent of the bills for that period. http://in.news.yahoo.com/aap-partly-waives-off-power-bills-24-000-101409147--finance.html
  • * | 69.93.240.103 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৫১629525
  • PT যা বলেছেন তা দেখে বলতে বাধ্য হলাম গুরুদাস দাশগুপ্ত অনেকদিন ধরেই শিল্পপতিদের দূর্নীতি নিয়ে কথা বলছেন। পার্লামেন্টে তুলেছিলেন নানান ইস্যু অবশ্য তারপর ভোটে হেরে যান। নিজেই।
    সত্য সেলুকাস... আজ শুনতে হয় অরবিন্দ সততার একমাত্র প্রতীক!
  • PT | 213.110.243.22 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৩629526
  • 10.12.2012 Uncorrected / Not for Publication

    (o2/1500/lh-jr)
    1500 hours
    SHRI GURUDAS DASGUPTA (GHATAL): Mr. Deputy-Speaker, Sir, I must tender my unqualified apology because at the beginning I did not realize the
    implications of this Bill. But on going into it, it appears that it is a toothless superfluous Bill.

    Sir, the ARC was set up many years back. That was done to realize the defaulted sum, to realize the NPA and to clean artificially the balance sheet of the banks.

    A number of times the Act was changed or amended. At the end of the day, let the hon. Finance Minister tell this House the reason. It is not a question of
    numbers. You can get the Bill passed. We can realize; that is not the issue. Despite all the Bills that they had passed, despite all the amendments that they had passed, and despite the all powerful Finance Minister, who is at the helm today
    and more so, he is a lawyer, even then the fact remains that the NPA is increasing.

    Today, my friend is saying that it is Rs.1,17,000 crore. No, it is nearly Rs.2,00,000 crore because the banks never disclose the NPA. The people who
    have stolen the money are the criminals of this country but the law of contract is so sacrosanct that they abide by that and they never let the country know who are the defaulters. Only suit filed cases are made public. The NPA is increasing.

    I would like to tell the Members of the Government and the Ruling Party as to why the NPA is increasing and who the defaulters are. The defaulter is Kingfisher. The firms like Kingfisher are the defaulters. The owner of Kingfisher has a free
    access to the Government. But a small peasant, who might have defaulted the payment of his bank loan because of his bad harvest, has no access even to the orderly of a nationalized bank.
    http://164.100.47.132/newdebate/15/12/10122012/3To4pm.pdf
  • pi | 69.93.245.179 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৯629529
  • দুর্নীতির ব্যাপারে পঃবঙ্গের শিল্পপতিদের অবস্থা কীরকম ? জানতে চাইছি। এনিয়ে এতদিনে কোন নাড়াচাড়াও হয়েছে কি ? কারখানার মাকিলদের পি এফ মারা ইঃ নানাবিধ অপকর্ম নিয়েও ক্ষমতাসীন দলের ইউনিয়ন কতটা কী করেছে ( এর উত্তরে এখনকার দলের ইউনিয়নও কিছু করছে না, সেই যুক্তি শুনতে চাইনা)।

    তবে সোমবার আবাপ তে অমিতাভর লেখাটা পড়ে বেশ হতাশ হলাম। দুর্নীতি নাকি কেবল মধ্য ও উচ্চ মধ্যবিত্ত 'নাগরিক সমাজ' এর জন্য প্রতিবন্ধক, নিম্নবিত্ত ' রাজনৈতিক সমাজ' এর কাছে সহায়ক ! আর তাই কেজরীর আপ নাকি কেবল নাগরিক সমাজের ই প্রতিভূ ! এজাতীয় অতিসরলীকরণ একেবারেই হজম হলনা।
    এখন খাপ টাপ কে সমর্থন করে 'রাজনৈতিক সমাজ' এর সমর্থন পেতে চাইছে, এই বিশ্লেষণও ঠিকঠাক লাগলো না।
  • PT | 213.110.243.21 | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৩629530
  • "( এর উত্তরে এখনকার দলের ইউনিয়নও কিছু করছে না, সেই যুক্তি শুনতে চাইনা)।"

    ফিরে এস ঢাল!!
  • a | 132.164.182.251 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫০629531
  • গুরুদাসবাবু অনেকদিন ধরেই রিলায়েন্স, কিঙ্গফিশার ইত্যাদিদের বিরুদ্ধে লড়ছেন, একথা তো অস্বীকার করা হচ্ছেনা! ওনার লড়াইকে তো কোনভাবে খাটো করেও দেখানো হচ্ছেনা! তাহলে কেজরিওয়াল যদি আম্বানির বিরুদ্ধে FIR করেন তো কেজরিওয়ালকে ব্যাঙ্গ করা কেন? অরবিন্দ সততার একমাত্র প্রতীক, এরকম দাবী কেউ করেছে কি? গুরুদাসবাবু অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু শুধুমাত্র আগমার্কা বামপন্থীরাই সততার প্রতীক হতে পারেন, আর কেউ হতে পারেননা, এরকম চিন্তাধারা বেশ হাস্যকর।
  • Sibu | 118.23.96.158 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৬629532
  • প্রশ্নটা ঠিক কেজরি নিজে ব্যক্তিগত ভাবে সৎ কিনা সেটা নয়। ভারতবর্ষে ব্যাক্তিগত ভাবে সৎ মানুষ কেউ নেই তাতো নয়। এবং তাদের সবাই বামপ্ন্থী তাও নয়। কথা হল কেজরি তার ব্যক্তিগত সততা দিয়ে (যাদি সেটা সত্যি হয়ে থাকে) একটা ভূঁইফোঁড় পার্টিকে সৎ করে তৈরী করতে বা সৎ রাখতে পারবেন কিনা। ওনার ব্যক্তিগত সততা একটা সৎ প্রশাসন চালানোর জন্য যথেষ্ট হবে কিনা। ওনার ব্যক্তিগত সততা আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে বাধা হয়ে দাঁড়াবে কিনা। ওনার ব্যক্তিগত সততা একটা জনমুখী শাসন চালু করতে ও বজায় রাখতে পারবে কিনা। ওনার ব্যক্তিগত সততা জনতার সবচেয়ে রিগ্রেসিভ ট্রেটগুলোকে তোষণ করবে কি তার বিরোধীতা করবে?

    এসব যদি উনি ঠিকমত না করতে পারেন তো ওনাকে নিয়ে এত হইহই কেন? ব্যক্তিগত স্তরে আরো সৎ মানুষ তো আছেন, যেমন গুরুদাস দাসগুপ্ত।
  • PT | 213.110.247.221 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১০629533
  • a
    "ঢিল ছোঁড়াটা তো কেউ শুরু করল। নয়ত সব ভাই ভাই করে এদ্দিন বসে ছিল।"

    এই মন্তব্যের প্রেক্ষিতে গুরুদাস বাবুর বক্তব্য তুলে ধরা হয়েছে।
  • a | 132.164.205.184 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪০629534
  • Sibu, আপনার প্রশ্নগুলো প্রাসঙ্গিক, কিন্তু উত্তরগুলো বোধহয় একমাত্র সময়ই দিতে পারবে। আআপের কিছু কাজ আমাদের খারাপ লেগেছে, কিন্তু বেশ কিছু উদ্যোগ সঠিকও মনে হয়েছে। এখনো অবধি ভারতী-কান্ড ছাড়া বড়ো কোন ভুলও তো করেননি। একটা জনমুখী শাসন বজায় রাখার জন্য যে দক্ষতার করকার, সেটা অর্জন করার ন্যূনতম সময়্টাও তো ওনাকে দিতে হবে!

    PT, ব্ক্তব্যটাতো ঠিকই আছে! " নয়ত সব ভাই ভাই করে এদ্দিন বসে ছিল (গুরুদাসবাবু ছাড়া)" এরকম একটা ডিসক্লেমার দেওয়া উচিত ছিল বলছেন? আমার মনে হয় বক্তা এমনিতেও গুরুদাসবাবুকে ছেড়েই ওটা বলেছেন।
  • cm | 127.247.113.150 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৭629535
  • যদি কেউ গুরুদাসবাবু ছাড়া অন্য কাউন্টার এক্সাম্পল দিয়ে দেয়?
  • PT | 213.110.247.221 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৯629536
  • আপনি কি ব্যাখ্যা দেবেন সেটা আপনার ব্যাপার আর বক্তার সঙ্গে আলোচনা করে আপনি এটা লিখলেন নাকি নিজে "ধরে" নিচ্ছেন?

    কিন্তু অন্ততঃ গুরুদাস বাবু এটা বলেছেন - এবং সেট ঘাটালের কোন প্রত্যন্ত গ্রামে নয়-, একেবারে দিল্লীতে বসে-সেই তথ্যটাও তো কেউ দেওয়ার চেষ্টা করেননি!!

    আসলে এতদিন যারা মমতার "সততা"-কে আশ্রয় করে বামেদের দিকে ঢিল ছুঁড়ছিল তারা উদ্ভ্রান্ত হয়ে আআপ-কে আশ্রয় করেছে। দেখা যাক এই প্রত্যয় কতদিন টিকে থাকে!!
  • a | 132.164.205.184 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৫629537
  • "আসলে এতদিন যারা মমতার "সততা"-কে আশ্রয় করে বামেদের দিকে ঢিল ছুঁড়ছিল তারা উদ্ভ্রান্ত হয়ে আআপ-কে আশ্রয় করেছে।"

    যাব্বাবা, সবেতেই মমতার ভুত দেখেন কেন? অনেক বামপন্থীরাও কিন্তু আআপের কাজকর্ম ফলো করছে! ঃ-))
  • Sibu | 118.23.96.158 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৬629538
  • ফলো করতে অসুবিধা কি? সে তো বামপ্ন্থীরা বুশের কাজকর্মও ফলো করত। অসুবিধা হল হোসান্না গাওয়াতে।
  • PT | 213.110.247.221 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৮629540
  • ভূত দেখব কেন? কে না জানে মমতা=সততা!! এমনকি সদ্গুরু আন্নাও মমতার সততায় মুগ্ধ-পব-তে প্রচারে আসছেন।
  • s | 182.0.249.87 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৩629541
  • পিটিদার এই মমতা ফোবিয়া গেল না।
    গুরুদাশ দাসগুপ্ত কেন তপন সেনও চিঠি চাপাটি লিখেছেন। তবে তা প্রধানত ভিরাপ্পা মৌলির বিরুদ্ধে। গুরুদাশবাবু গতবছর অক্টবরে বোধহয় পি আই এল ফাইল করেন রিলায়্ন্সের বিরুদ্ধে। সে পি আই এলের শুনানি হবে আগামী ৪ মার্চ। এসবই হয়েছে UPA 2 তে যখন বামেরা জোটে নেই। UPA 1 য়েও রিলায়েন্স বর্ধিত দামে গ্যাস সরবরাহ করেছে তখন বিশেষ আওয়াজ শোনা যায়নি। আর এই আওয়াজে রিলায়েন্সের এদ্দিনও কিছু যায় আসে নি।
    এখন দেখা যাক FIR করার পর পরিস্থিতি কি হয়।

    "আসলে এতদিন যারা মমতার "সততা"-কে আশ্রয় করে বামেদের দিকে ঢিল ছুঁড়ছিল তারা উদ্ভ্রান্ত হয়ে আআপ-কে আশ্রয় করেছে। দেখা যাক এই প্রত্যয় কতদিন টিকে থাকে!!"
    এটা পিটি ভালো বলেছেন। গুড স্কোয়ার ড্রাইভ।

    আমার আবার মনে হচ্ছে, বামেরা হোলিয়ার দেন দাউ অ্যাটিচুড নিয়ে এদ্দিন কিছু প্রোডাক্টিভ কাজকর্ম না করতে পেরে, আআপ ও অন্যারা কিছু করছে দেখে লুচির মত ফুলছে। যার যা দৃষ্টিভঙ্গি, এই আর কি।

    গুরুদাশবাবু কিন্তু ব্যক্তিগতভাবে কেজরীর এই উদ্যোগকে (FIR করা) স্বাগত জানিয়েছেন।
  • pinaki | 93.180.243.109 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৪629542
  • গুরুদাসবাবু সততার প্রতীক এটা হিন্দমোটরের শ্রমিকদের গিয়ে একটু বলে দেখবেন, খুব হাসবে। ঃ-)
  • AR | 30.139.67.50 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৫629543
  • জয় গুরু !!!!
  • একক | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৩629544
  • কে সততার প্রতীক কে নন এনিয়ে তক্কের কোনো উদ্দেশ্য দেখিনা । কে কতটা উদ্যোগ নিয়েছেন সেটাই কথা । এবং উদ্যোগ নিতে গেলে কতটা ক্ষমতা হাতে থাকা দরকার । এখন কেজরী ও তার দলবল পাগল ছাগল যাই হোক একটা জিনিস ভালো বুঝেছে যে এ দেশে আমলাতান্ত্রিক চিঠি চাপাটি দিয়ে শুধু কাজ হবেনা । মিডিয়া তে হল্লা মাচিয়ে কিছু লোক কে সঙ্গে রাখতে হবে । পব তে বামেরা মিডিয়া কে কাজে লাগাতে পারেন নি । মিডিয়া ভালো না মন্দ সে প্রশ্ন অর্থহীন । হল্লা মাচাতে পারলে বাজার তার নিজের স্বার্থেই পাশে দাঁড়ায় ।
  • dd | 132.167.39.243 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৬629545
  • গুরুদাসবাবু ও তামাম সিপিআই এমার্জেন্সীর সময় এককাট্টা সমর্থক ছিলেন সঞ্জয় গান্ধী ইঃ'র প্রতি। সব বামেরাই ছিলো তবু সিপিআই তখন মন্ত্রীসভায় যোগদান করেটরে অস্থির।
    তো সততা পার্সোন্যাল লইয়া আমরা ক্ষী করিবো?
  • dd | 132.167.39.243 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৭629546
  • ধুর।"সততা পার্সোন্যাল" বলে কিছু হয় নাকি? উল্টে পড়ুন, পারসোন্যাল সততা।
  • bratin | 122.79.36.12 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১০629547
  • রাজনৈতিক হিসাবে কেজরীর মুল্যায়নের এখ ও সময় আসে নি। লার্নিং কার্ভ বলে একটা কিনিস সর্বত্র থাকলে রাজনীতি তেই বা কেন থাকবে না?
  • PT | 213.110.243.22 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৯629548
  • মমতা বললেই সবাই লাফ দিয়ে "ফোবিয়া"-টা জুড়ে দেন কেন? বাকি সবাই কি তাহলে বাম "ফোবিয়া"-তে ভুগছেন?

    আর সেই ফোবিয়ার কারণেই কি এবার ৩৪ বছরের অপশাসনের বদলে "এককাট্টা সমর্থক ছিলেন সঞ্জয় গান্ধী ইঃ'র" ইত্যাদি এনে ফেলছি আলোচনাতে?

    "সব বামেরাই ছিলো" মানে? সব বামেরাই এমার্জেন্সির সময় সঞ্জয় গান্ধীর সঙ্গে ছিল? কি মারাত্মক ঐতি-হাসি-কথা!!
  • lcm | 118.91.116.131 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩১629549
  • সে | 203.108.233.65 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৩629551
  • ঃ-))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন