এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অরবিন্দ কেজরিওয়ালঃ আবার আশাভঙ্গ নাকি অনেক দিনের সযত্নে লালিত স্বপ্ন কে চুঁয়ে ফেলা ?


    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৪ | ১৮০৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.53 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৮629585
  • কেজরি লোভনীয় চাগ্রি ছেড়ে সিস্টেমের ভিতর থেকে দেশের কাজ করবে বলে IAS পরীক্ষায় বসে, রেভিনিউ সার্ভিসে জয়েন করে - এইরূপ শুনেছি। অবিশ্যি ব্যাপক লড়ে গেলেও দুর্নীতি দূর করতে পারবে কিনা তা শ্যামলাল-ও জানে না।
    আন্তরিক ভাবে চেষ্টা করবে - এই আশায় বেঁধেছি বুক
  • PT | 213.110.247.221 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩২629586
  • সিপিআই-এর কিছু লোক নাকি অনেক আগে স্বাধীন ভারতের মিলিটারিতে যোগ দেয়- ভেতর থেকে মিউটিনি চাগাবে বলে। সত্যি কিনা কে জানে। কেজরির "সিস্টেমের ভিতর থেকে দেশের কাজ" করার ইচ্ছে শুনে এই গপ্পটা মনে পড়ল।
  • aranya | 154.160.226.53 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৮629587
  • :-)
  • Sibu | 84.125.59.177 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৪629588
  • অরণ্য, IAS পরীক্ষায় বসে দেশের কাজ করতে চাওয়ার আর একটা উদাহরণ কি তোমাকে মনে করিয়ে দিতে হবে? "দাই হ্যান্ড, গ্রেট অ্যানার্ক"-এ নীরদ সি বর্ণনা দিয়েছেন বাঙালীর সেই গ্রেট হিরো গুজরাতী বনিকসন্তানের হাতে কিভাবে পদে-পদে হিউমিলিয়েটেড হয়েছেন, এবং নিজের এজেন্ডা ইমপ্লিমেন্ট করতে শেষ অবধি ব্যর্থ হয়েছেন। সেই বর্ণনা, অলটারনেটিং বিটুইন রেজ অ্যান্ড ফার্স, অতীব সুখ্পাঠ্য।

    ভাল ছাত্র হওয়া, আত্মত্যাগের ইচ্ছে, দেশের কাজে প্যাশন এগুলো সবই খুব ভাল। কিন্তু মনে হয় এক্ষেত্রে যথেষ্ট কোয়ালিফিকেশন নয়। আমার মনে হয়।
  • brafin | 125.248.113.253 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০০629589
  • আইসিএস পরীক্ষায় যোগ পেয়ে কাটিয়ে দিয়ে আরেকজন দেশের কাজে যোগ দেন।সিপিএম র লোকেরা চিনতে পারে।
  • aranya | 154.160.226.53 | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৪629590
  • শিবু, এগ্রিড
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২৬629591
  • এগ্রিড, কিন্তু সবকিছুর শেষে একটা "তবুও" রয়ে যায়। এত কিছু এক্সাম্পলের পরেও কিছু লোক ঐ একই পথে ভাবে। এতদিন এই পথে কেউ সফলতা অর্জন করে নি বলেই এটা সঠিক পথ নয়, এটা বলার সময় কোনওদিনই আসে না। তবুও খুব কম কিছু লোক এই সব ভুলভাল কাজ করে যায়।

    ডিঃ কেজরির সাপোর্টার নই, মানে সো ফার ভোটে জিতে থেকে আজ পর্যন্ত কেজরি যা যা করেছে বা করে নি, তার বেশির ভাগের সমর্থন আমি করতে পারি না, কিন্তু ওর জায়গায় বসলে আমি হয় তো এর থেকেও বেশি ভুল স্টেপ নিতাম। সিস্টেমের বাইরে থেকে সমর্থন জানানো বা না জানানো খুব সোজা। সিস্টেমের ভেতর থেকে কাজ করা, সিস্টেমকে বদলানো, সহজ নয়। আজ পর্যন্ত খুব খুব কম লোক পেরেছে। দেখা-ই যাক না, এ কদ্দূর যায়। আম আদমি পার্টি হয় তো আর দু বছরও এক্সিস্ট করবে না, আমার মন বলছে।
  • Sibu | 84.125.59.177 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৩৬629592
  • ও না, আমি একেবারেই প্রেডিক্ট করতে রাজি না যে কেজরি ফেল করবে। সত্যি বলতে কি কেজরি যদি সফল হয় তো আমি খুব খুশি হব। তবে কেজরিকে নিয়ে আশা করতেও আমি রাজী না। মাই ব্রেন সেজ দ্যাট হি ইজ ডেস্টিনড ফর ফেলিওর। মাই হার্ট ওয়ান্ট্স টু সি হিম (অর এনিবডি এলস) সাকসিড।
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:১৩629593
  • অক্ষরে অক্ষরে ক। ব্রেন বলছে হি ইজ ডেস্টাইনড ফর ফেলিওর। হার্ট বলছে মে হি সাকসিড।

    (যাদি বলো চাইছি নেহাত, চাইছি নেহাত স্বর্গরাজ্য,
    আমি জানি একদিন হবে, একদিন হবে এটাই গ্রাহ্য)

    :-)
  • PT | 213.110.243.21 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪১629595
  • "কেজরিওয়াল এবং তাঁর দল, দাঁড়িয়ে আছেন ‘এলিট’ বৃত্তের কেন্দ্রে। যাঁদের নামে তাঁর দল, সেই আম আদমির সিংহভাগের সেই বৃত্তে প্রবেশাধিকার নেই।
    ---------------------------------------------------
    কেজরিওয়ালের মস্ত সুবিধা, তাঁর দলের কোনও বৃহত্তর আদর্শ নেই। ফলে, এক প্রশ্নে অবস্থানের সঙ্গে অন্য প্রশ্নে অবস্থানের আদর্শগত সঙ্গতির কথা তাঁকে ভাবতে হয় না।
    ----------------------------------------------------
    এই মহল্লা কমিটির কোনও সদস্যের বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিতে পারবে না, তদন্তও করতে পারবে না। আশ্চর্য, তাই না? যাঁর উত্থান সম্ভব হল সব সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্তের দাবির হাত ধরে, তিনিই ক্ষমতায় আসার মাত্র দেড় মাসের মাথায় আইন তৈরি করে কিছু লোককে আইনের শাসনের ঊর্ধ্বে নিয়ে যেতে তৎপর!"
    http://www.anandabazar.com/archive/1140211/11edit3.html
  • সিকি | 158.195.135.17 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫০629596
  • এই এলিট বৃত্তটি গড়ে তোলা সম্ভব হয়েছে নন এলিটদের ঘাড়ে পা রেখেই। দিল্লির অটোওলাদের দল। এদের বড় অংশের সাপোর্ট বেস ধরেই কেজরির উত্থান। আর এদের ক্যাটেগরিতে এদের মত অসৎ আর কেউ হয় না। দিল্লির অটোওলা, অন্যান্য মেট্রো শহরের অটোওলার মতই কি তারও বেশি, নবাগতদের গলা কাটতে সিদ্ধহস্ত। এদের হাত ধরেই কেজরির ভ্রষ্টাচার বিরোধী অভিযানের শুরু।

    কেজরি গাজিয়াবাদের বাসিন্দা। উত্তর প্রদেশের। কিন্তু দিল্লির ভোটার কার্ড। কী করে? খুব সোজা। দিল্লির ঠিকানায় কোনও আপ সাপোর্টারের বাড়ির নামে রেন্ট এগ্রিমেন্ট বের করে। সবাই জানে সে গাজিয়াবাদের রেসিডেন্ট, আর সবাই জানে তার ভোটার কার্ড দিল্লির।

    আমার মনে একটা খুব অপরাধবোধ ছিল। দিল্লিবাসের শুরুর দিকে দিল্লির পিনকোডে একটা বাড়িতে ভাড়া থাকতাম, তখন সিকিনীর পাসপোর্ট বানানো হয়েছিল দিল্লির ঠিকানায়। সেই পাসপোর্ট দেখিয়েই গত সাত আট বছরে কেনা আমার বাইক, গাড়ি সবকিছুর রেজিস্ট্রেশন দিল্লির। সিকিনীর নামে। এদিকে দিল্লি ছেড়েছি আমরা দশ বছর আগে।

    এখন আর কিছু মনে হয় না। কেজরি সৎ হলে আমিও সৎ।
  • Administrator | 118.7.161.111 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৯629597
  • http://www.samachar.com/AAP-Bareilly-unit-disbanded-after-cashforticket-racket-ocogLTdhcgb.html

    BAREILLY: The Aam Aadmi Party has 'temporarily dissolved' its Bareilly unit after an applicant for a Lok Sabha ticket alleged that some local party members demanded Rs 20,000 from him in the name of a 'jhadu yatra'.

    Senior officials of the Rohilkhand region, under which the Bareilly division falls, have confirmed the development .
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৫629598
  • শিবুদার ৪:৩৬ কে কিছুটা ক দিলাম। এর সাকসেস হোক চাই, কিন্তু এর সাকসেস এর কি মানে, সেটা আমরা নিজেদের মত করে ভেবে নিছি। কেজরী-র সাকসেস মানে কিন্তু খুব অথরটেতিভ একটা কিছু হতে পারে, যেটা আমি এখনি প্রেডিক্ট করতে পারছি না।
  • PT | 213.110.243.22 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৫629599
  • এলিট, নন-এলিটদের টানা-পোড়েনের এই সম্পর্কটা যেন চেনা চেনা। "যে আসে আসুক", "যেমন করে আসে আসুক" ইত্যাদির মত পরিচিত ছক।
  • নেতাই | 131.241.98.225 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩৯629600
  • "কেজরিওয়াল এবং তাঁর দল, দাঁড়িয়ে আছেন ‘এলিট’ বৃত্তের কেন্দ্রে। যাঁদের নামে তাঁর দল, সেই আম আদমির সিংহভাগের সেই বৃত্তে প্রবেশাধিকার নেই।

    এইটে ভুল। দিল্লীর এলিট লোকজন আজও বিজেপির সাথে আছে। আপের ঝুলিতে ভোট ভরিয়েছিল নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্তরাই।
  • নেতাই | 131.241.98.225 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪০629601
  • ইয়েচুরী কাকে ভোট দিয়েছিল জানা যায়না। ভোট দিয়েছিল খবর আছে। ওর কেন্দ্রে সিপিয়েম প্রার্থী দেয়নি।
  • রোবু | 213.99.212.224 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪৫629602
  • বলব? বলেই ফেলি।
    সিপিয়েম এর নির্দেশ ছিল, এই ভোটে সিপিয়েম প্রার্থী না থাকলে সপা-কে ভোট দিতে।
  • নেতাই | 131.241.98.225 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫০629603
  • রোবু তো অনেক ভেতরের খবর রাখে। ঃ))
  • PT | 213.110.243.22 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৮629604
  • "২০ঃ১৩ আর্ভিন্দ Kএজ্রিল qউইত্স অস ডেল্হি ঃ "এহ্লে হেইল হরি হই, আব ওদি কি বারি হই," শৌত্স আঅম আঅদ্মি অর্ত্য সুপ্পোর্তের্স ঔত্সিদে পর্ত্য হেঅদqউঅর্তের্স।

    Kএজ্রিল হস অপ্পরেন্ত্ল্য ব্রিত্তেন অ ওনে-লিনে লেত্তের তো ত ওভের্নোর ণজীব যুঙ্গ সয়িঙ্গ হে ৌল্দ লিকে তো স্তেপ দো্ন অস । ইস এন্তিরে বিনেত হস রেসিগ্নেদ িথ হিম।

    Kএজ্রিল হস নো ফোর্মল্ল্য qউইত অস ডেল্হি ।"
    http://news.rediff.com/commentary/2014/feb/14/liveupdates.htm
  • PT | 213.110.243.22 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৯629606
  • 20:13 Delhi is now headed for President's rule.

    20:13 Arvind Kejriwal quits as Delhi CM: "Pehle Sheila hari hai, Ab Modi ki baari hai," shouts Aam Aadmi Party supporters outside party headquarters.

    Kejriwal has apparently written a one-line letter to Lt Governor Najeeb Jung saying he would like to step down as CM. His entire cabinet has resigned with him.

    Kejriwal has now formally quit as Delhi CM.
    http://news.rediff.com/commentary/2014/feb/14/liveupdates.htm
  • a x | 138.249.1.194 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১১629607
  • স্রেফ পয়সা নষ্ট।
  • s | 182.0.249.87 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৫629608
  • অনেকে বলবেন এসকেপ রুট। কিন্তু আমি দেখছি একটা লোক কথা দিয়ে কথা রাখল। ক্ষমতার মোহে পড়ে থাকল না। এটাও একটা বিশাল পাওনা।
    নয়ত অন্যান্য ক্ষেত্রে ------
  • ম্যামি | 69.93.207.95 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৫629609
  • ভালো করেছেন।
  • a x | 138.249.1.194 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৮629610
  • উনি তো এটা করবেন বলেই এটা করেছেন। দেখ আমি করতে চেয়েছিলাম এরা আমাকে করতে দিলনা। এইটা চেপে লোকসভা ইলেকশন। কিন্তু পার্লামেন্টেরিয়ান রাজনীতিতে ইউ ক্যান নট ক্রাই আংকল অ্যাট এভরি অপরচুনিটি এবং এই কিছু না পেলেই খাওয়া বন্ধ করে দিলাম, রিজাইন করলাম এগুলো খুব একটা রাজনৈতিক পরিপক্কতার নমুনা বলে মনে হয়না।

    আর প্রতিবার ভোটে দেশের প্রচুর পয়সা যায়।
  • PT | 213.110.243.21 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪২629611
  • either my way or highway!!
  • ম্যামি | 69.93.207.95 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৭629612
  • উপায় কিছু ছিল কি? প্রথম থেকেই বলেছেন জন লোকপাল বিল। জনলোকপাল বিষয়ে আমার আইডিয়া ক্লিয়ার নয়।
  • Arpan | 126.202.178.222 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৮629613
  • অক্ষদাকে ক্ক।

    উনি যদি রামলীলা ময়দানে ড্রাফট পেশ করতে চান আইনসভাকে বাইপাস করে, তাহলে উনি বিধানসভায় দাঁড়িয়ে শপথপাঠ করলেন কেন?
  • ম্যামি | 69.93.207.95 | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৫629614
  • তার চেয়ে বলা ভালো ভোটে দাঁড়ালেন কেন।
  • রোবু | 213.147.88.10 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৭629615
  • অক্ষদা এবং অর্পণদা কে ক।
    প্রথমদিন বললেন দরকার হলে কংগ্রেস আর বিজেপি একজোট হোক। তার পরিণতি এই?
  • s | 182.0.249.87 | ১৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৭629617
  • প্রচুর টেকনিক্যাল প্রশ্ন। পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি। আমি কিছু করি না করি আমার পলিসি এন্ড প্রোসিডিউর ঝক্কাস থাকতে হবে। তবেই না গনতান্ত্রিক।
    আশ্চর্য ভাবে প্রশ্ন আসছে না, যে বিধানসভায় বিলটা নিয়ে আলোচনা তো হতে পারত, এর ভালো মন্দ নিয়ে মতামত তো হতে পারত। এই যে এতগুলো লোক সেজে গুজে প্রতিদিন বিধান সভায় আসছে, অ্যালাউন্স পাচ্ছে, তাদের কাজটা কি? এই বেসিক প্রশ্নগুলো আসছে না।
    কেজরী ফেল হলে আনেকগুলো নিশ্বাস একসঙ্গে পড়বে। যাক, ব্যাক টু আওয়ার নোন ডেমোক্রাটিক সিসটেম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন