এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা প্রবাদ প্রবচন

    Indrani
    অন্যান্য | ২৪ জুলাই ২০০৬ | ১৬২০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • damayantee | 61.246.150.154 | ০২ আগস্ট ২০০৬ ২৩:৩৯632751
  • কিছু অপ্রচলিত প্রবাদ

    ১। অতি দোসর হয়
    গালে তুলে দেয়
    না ঢিকলে তো নয়।

    পাঠ্যান্তর

    অতি বড় ব্যথী হয়
    হাতে তুলে মুখে দেয়
    গিললে তো কাজ করে।

    ২। আড়ষ্ট বদ্যিনাথ।

    ৩। আতা বলতে উল্লা বলে ফেলা।

    ৪। ভাতার নিয়ে নয় ছেলে।

    ৫। আদার ক্ষেতে কুঙ্কুম।

    ৬। অনচিত্ত রাধার মুন
    শাকে বালি দুধে নুন।

    ৭। আন সখীরে পার করিতে লব আনা আনা।

    ৮। আপটির মা কাপটি।

    ৯। আপন কোটে কুকুরও বড়
    (মূল প্রবাদ : "স্বকে গেহে কুক্কুরোহপি তাবৎ চন্ডো ভবতি" -- মৃচ্ছকটিক )

    ১০। আগ দরশন দুখানি চরণ
    পাছ দরশন ঝুঁটি
    মুখ দরশন হাস্যবদন
    বুকে মাজায় খুঁটি
    (এটি মেয়ে দেখতে গিয়ে কিভাবে পরীক্ষা নিতে হবে তারই নির্দেশ)
  • tan | 131.95.121.127 | ০২ আগস্ট ২০০৬ ২৩:৪৭632752
  • ভারত্‌চন্দ্রের থেকে কিছু কিছি
    "বড়র পীরিতি বালির বাঁধ
    ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ।"

    "নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?"

    "হাতের কঙ্কন দেখতে দর্পণের দরকার কি?"
  • damayantee | 61.246.150.154 | ০২ আগস্ট ২০০৬ ২৩:৪৮632753
  • এটা ছড়ায় যাবে না প্রবাদে জানি না---

    প্রথম প্রহরে প্রভু ঢেঁকি অবতার
    দ্বিতীয় প্রহরে প্রভু ধনুকে টঙ্কার
    তৃতীয় প্রহরে প্রভু কুকুর কুন্ডলী
    চতুর্থ প্রহরে প্রভু বেনের পুঁটুলী।

    আরেকটা

    পদ্মফুলে ভোমরা ভোলে খোঁপায় ভোলে বর
    নাতনী লো তোর খোঁপা দেখে সতীন জ্বর জ্বর।
  • dam | 61.246.150.154 | ০৩ আগস্ট ২০০৬ ০০:০০632754
  • ১। আম ফলে থোলো থোলো তেঁতুল ফলে বাঁকা।

    পূর্ববঙ্গে এটি এরকম

    ছাওয়াল সুদ্ধাই বিয়া করে মায়ের ঝোলায় টাকা।

    ২। আমরা ভুষি পেলেই খুশী হব
    ঘুঁষি খেলে বাঁচব না। (ঈশ্বর গুপ্ত)

    ৩। আপনি নাচে আপনি গায়
    একটি লোকের সম্প্রদায়

    ৪। আরশি আরশি আরশি
    আমার বর পড়ুক ফারসি।

    ৫। আমার বিয়ে যেমন তেমন দাদার বিয়ে রায়বেঁশে

    ৬। আমার কি হোল গো খোদা--
    আমি মিছে করে ন্যাকড়া বেঁধে
    পা করেছি গোদা।

    ৭। আলুনি আদর ঢেপের খই
    হেন আদর কারে কই!

    ৮। ইঁট পায় না ফুট কাটে।

    ৯। এক যে ছিল গেরস্তের বউ কবাটের আড়ে
    নাচতে নাচতে পড়ল গিয়ে ভাশুরের ঘাড়ে।

    ১০। এখন তোমার পড়েচে পাশা
    গড়িয়ে নিও ঝুমকো খাসা।
  • Parolin | 213.94.228.210 | ০৩ আগস্ট ২০০৬ ১৫:১০632755
  • উফ্‌ফ দম । শেষের দশটা গুচ্ছ দিলে।
  • dam | 61.246.42.163 | ০৫ আগস্ট ২০০৬ ০০:২৫632756
  • আরো চাট্টি দিয়ে যাই ---

    ১। গোলোক তূল্য ধাম
    রাম তূল্য নাম।

    ২। গিন্নী আছিলাম কালে
    জল বিলাইছি খাবলা খাবলা
    তেল বিলাইছি লালে।

    ৩। খাই খাই খেয়ে মরি
    মহাপ্রাণী শীতল করি।

    ৪। খোরা খোরা খোরা
    সতীনের মাকে ধরে যেন নেয় তিন মিনসে গোরা।

    ৫। ঘুরেও ক্ষুদুর বাপ, ফিরেও ক্ষুদুর বাপ।

    ৬। চারি চন্নন পদ্মপাত
    গজাগজি দুধে ভাত
    কুস্বপন কুস্বপন
    কাল সয়া আসবে এখন।

    ৭। ঘাসমুস্টি ঘাসমুস্টি
    সতীনের হোক কুড়িকুষ্টি

    ৮। ছাঁচি পান এলাচি গুয়ো
    আমি সোহাগী, সতীন দুয়ো।

    ৯। ট্যাং ট্যাং ট্যাং
    তার ভেঙে দিয়েছি ঠ্যাং।

    ১০। ঢাকা দিয়ে শেয়াল যায়
    পেঁড়োয় কুকুর ডাকে
    শান্তিপুরে বুড়ী বলে
    কামড়ালে মোর নাকে।
  • s | 141.80.168.31 | ০৮ আগস্ট ২০০৬ ১৯:২৭632757
  • কি যাতনা বিষে
    বুঝিবে সে কিসে
    কভু আশীবিষে
    দংশেনি যারে।

    (আশিবিষ বানানটা লিচ্চয় ছড়ালাম মনে হচ্চে)।
  • J | 160.62.4.10 | ১৭ আগস্ট ২০০৬ ১৮:৫৬632758
  • ভাগ্যবানের বউ মরে, অভাগার মরে গরু।
  • J | 160.62.4.10 | ১৭ আগস্ট ২০০৬ ১৯:১৮632759
  • বড়র পীরিতী বালির বাঁধ।
  • mandi | 62.6.139.11 | ২৮ সেপ্টেম্বর ২০০৬ ১৫:৪০632761
  • ছেলের চেয়ে ছেলের গু ভারি
    মুলে মা ভাত রান্ধে না, তার তপ্তো না পান্তো
  • mandi | 62.6.139.11 | ২৮ সেপ্টেম্বর ২০০৬ ১৬:০০632762
  • কচুবনে হেগে এলো কালো কুকুরে,
    ফুচ কারে মুতে দিলো পানা পুকুরে

    কাঠ খাবে , লরি হাগ বে

    গাড় মারাবে, ঘটি হারাবে
  • Su | 59.93.246.33 | ২৯ সেপ্টেম্বর ২০০৬ ০০:৫১632763
  • মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। :-)

    সু
  • J | 160.62.4.10 | ০৮ ডিসেম্বর ২০০৬ ২০:৩০632764
  • চোরের মায়ের বড় গলা।
  • RATssss | 195.68.73.197 | ০৮ ডিসেম্বর ২০০৬ ২১:০৮632765
  • পুরো গানটা আধা ভৈরবিতে গাইতে হয়।
    রাগী গানের নিয়ম মতো এটাও মাত্র ২ লাইনের গান তবে অনেকেই দুই নম্বর লাইনটা জানে না

    "কচু বনে হেগে গ্যালো কালো কুকুরে,
    ভক করে পেদে গ্যালো ভরা দুপুরে।'

    সাক্ষাতে শোনাবার ইচ্ছা রইলো। গানটার ক্লাসের কিছুটা ঝলক পেতে অন্তত ৪৫ মিনিট সময় প্রয়োজন
  • Amreeta | 69.149.228.116 | ০৯ ডিসেম্বর ২০০৬ ১১:০৫632766
  • ও লো চুল/গিমা-র ফুল/
    আমার কি চুল ছিল না?/
    পাড়া পড়শী কি দেখছিল না?/হাসতে চুল কাশতে লুটায়/ডুব দিলে চুল ওতেই শুকায়।
    ---(কিছু বানান/শব্দের ভুল হতে পারে)

    (তোর চুল তো গিমার ফুলের মতন পুচকে, আমার দ্যাখ কত বড়, তোর তো ডুব দিয়ে উঠতে না উঠতেই শুকিয়ে যায় etc etc! কেউ তার অল্প জিনিষ নিয়ে বেশী আদিখ্যেতা করলে মনে হয় এটা প্রযোজ্য)।
  • MM | 195.229.242.85 | ০৯ ডিসেম্বর ২০০৬ ১৪:৪৫632767
  • চাঁদ লিখতেও দ আবার বাঁদর লিখতেও দ।

    ঘরপোড়া গরু সিঁদূরে মেঘ দেখলেই ভয় পায়।

    সুন্দর মুখের জয় সর্বত্র।

    উত্তম চলে অধমের সাথে মধ্যম তিনি যিনি চলেন তফাতে।

    ভাগের মা গঙ্গায় পায় না।

    দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভলো।

    সব পাখী মাছ খায় দোষ হয় মাছরাঙ্গার।

    ভাত খায় কি দে? ভাত খায় ক্ষিদে।

    আপন থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল।

    খাবোনা,খাবোনা অনিচ্ছে, এক পালি চাল দুটো উচ্ছে।

    পাগলা খাবি? না আঁচাব কোথায়।

    ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাই নি।

    ল্যেখতে না জানি মোছতে জানি।
  • S | 125.23.119.125 | ২২ ফেব্রুয়ারি ২০০৭ ২২:০৬632768
  • এই সেই প্রবাদ প্রবচনের পাতা। সামনে এনে দিলাম।
  • kd | 59.93.208.215 | ২২ ফেব্রুয়ারি ২০০৭ ২৩:৩৫632769
  • খাবো কি খাবোনা, খাবোনা; যাবো কি যাবোনা, যাবো। প্রথমটি inputএর, পরেরটি outputএর জন্যে - সুস্থ থাকার জন্যে জ্ঞান।
  • San | 193.32.3.83 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ১০:৩৫632770
  • একে বারে নতুন কিছু:

    ধান নাই চাল নাই গোলা ভরা ইদুঁর,
    স্বামী নাই পুত্র নাই কপাল ভরা সিদুঁর।

    বোঝার ওপোর শাকের আঁটি

  • RATssss | 69.44.64.142 | ২৪ ফেব্রুয়ারি ২০০৭ ১০:৪৫632773
  • এটা মা বলে ... কিছু দেমাকী কথা শুনলে :-
    "বাপের মাথায় চুল নাই, পোলায় বগলে আলবোট কাটে'
  • B | 59.93.210.150 | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:০৬632774
  • দারুন, দারুন প্রবচন। একটাই সমস্যা। বহু প্রবচনের প্রয়োগ বা কোন ক্ষেত্রে প্রযোজ্য বোঝা কঠিন। সেটা জানালে এ সম্ভার আরও সমৃদ্ধ হোত মনে হয়। সম্পূর্ণ বাক্যে না হোক, সংক্ষেপে একটু লিখলে ভালো হোত।

    শেষ প্রবচনের চিঠিতে যেটির উল্লেখ রয়েছে, সেটি আমি একটু ভিন্নভাবে শুনেছিলাম। আমার এক পরিচিত, গৃহশিক্ষকতার সময় এক ফাঁকিবাজ ছাত্রকে, একদিন বাড়ির করণীয় কাজের বাড়তি আরও বেশ কিছু অঙ্ক করবে কিনা সে জিজ্ঞাসা করায়, তিনি বলেছিলেন, "ও বাবা, এ তো দেখছি "মোটে মা রাঁধে না, তায় তপ্ত আর পান্তা।" প্রযোজ্য বা অপ্রযোজ্য না বুঝে সুঝেই সপ্রতিভ ছেলেটির সপ্রতিভ উত্তর, " হ্যাঁ, স্যার, মাথায় নেই চুল, বগলে অ্যালবার্ট।" এ কথা শুনে এ পাতার একজনের হয়তো কিছু কথা মনে পড়লেও পড়তে পারে। এটা কি "বিষ নেই, তার কুলোপানা চক্কর"-এর সমার্থক?

    তবে প্রবচন উদ্ধৃতির সময় সাধারণত: স্বীকৃত(সঠিক বলা যায় কি?) (স্থানভেদে সংস্কৃতিভেদে তার রূপান্তরকে উল্লেখ করলে আলাদা কথা) আকারটি দিলেই ভালো। বেশ কিছু প্রবচনের অন্য কোন রূপ কোথাও শুনেও লেখা হয়েছে বলে মনে হোল। এক উত্তম ভক্তকে একবার তর্কের সময় এক সৌমিত্র-ভক্তকে বলতে শুনেছিলাম, "উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই সৌমিত্র যিনি চলেন তফাতে।"

    এটাও কি প্রবচন-বহুবচনে ঠাঁই পাবে?
  • d | 61.246.155.165 | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৭:১৫632775
  • ওটার আরেক ভার্সান:
    "উত্তম নিশ্চিন্তে চলেন সুপ্রিয়ার সাথে
    তিনিই মধ্যম যিনি চলেন তফাতে"

  • B | 59.93.210.150 | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৮:১২632776
  • Corollary :

    এগুলি অ্যাপলিটিকাল প্রবচন, ছন্দে এটা, কবিতায় সেটা :

    সেকাল :

    জহর নিশ্চিন্ত হোল লর্ড-লেডী সাথে,
    বংশ থাকিবে সদা দুধে আর ভাতে।

    একাল :

    বিপ্লব কাঁদিছে আজ বণিকের সাথে,
    "দিও না, দিও না ছাই মোর বাড়া ভাতে।"

  • B | 59.93.210.150 | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৮:২২632777
  • বাঙাল প্রবচন :

    "নদী শুকাইয়া গ্যালেও র‌্যাখ খান থাইক্যা যায়"।
    (হয়তো বা, বিগত বংশমর্যাদার অবশিষ্টাংশের ..??.. প্রকাশ)

    এটা আমার দিদিমার কাছে শোনা -
    "পুরুষ মাইন্‌সের রাগে হয় ভাত,
    মাইয়া মাইন্‌সের রাগে যায় জাত।"
    দিদিমা কিছু একটা অর্থ বলেছিলেন, তবে মা মানতেন না বলে মনে আছে।
  • Suvajit | 60.228.160.15 | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৮:৫৮632778
  • 'মাথায় চুল..' বা 'বিষ নেই...' এর মডার্ন ভার্সান 'জাংগিয়ার আবার পিকপকেট।'
  • Appan | 212.139.212.57 | ২৫ ফেব্রুয়ারি ২০০৭ ১৯:৩১632779
  • অথবা যদুপুরের ভার্সন:

    'আরশোলার অণ্ডকোষ তার আবার স্বপ্নদোষ"

    ভাটিয়ালিতে লিখেছিলাম কিছুদিন আগে, বোধহয় বে-থের হার্লে চালানো প্রসঙ্গে, এখানেও থাক ।
  • byaas | 24.60.249.125 | ১৩ মার্চ ২০০৭ ০৯:২০632780
  • যা শালা করেছে কি ? এইগুলো কেউ তুলে বাংলা wiki তে পেস্ত কোরুন পিলিজ দারুন হয়।
  • r | 61.95.167.91 | ১৮ জুলাই ২০০৭ ১৬:৩৯632781
  • সিলটিতে:

    বাফর (বাবার) নাই তালুত (তালুতে) সুল (চুল)
    ফুয়ায় (ছেলেতে) তুলইন (তোলে) বগল (বগলে) আলফ্রেড।

    ফুটকিত (পুটকিতে) নাই সাম (চাম)
    আর হরেকৃষ্ণ নাম।
  • Du | 67.111.229.98 | ১৮ জুলাই ২০০৭ ২০:০০632782
  • একইরকম আরো দুটো (সিলেট বা কুমিল্লা)

    ভিতরবাড়িত বেড়া নাই বাইরবাড়িত বেড়া।
    খুইট্যা খাওয়ার দানা নাই পাগড়ি বান্ধে তেড়া।

    মুল নাই ঘর পুবেদি দুয়ার।
  • r | 61.95.167.91 | ১৯ জুলাই ২০০৭ ১২:২৬632784
  • আর একটা আমার ফেবারিট:

    ফাদিলে ফাদন্তি, হে অয় ভাইগ্যবতী
    ফাদ নাই zআর, ফুরা কফাল তার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন