এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গালিগালাজের ইতিকথা

    J
    অন্যান্য | ২৭ জুন ২০০৬ | ২৯৬৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • J | 192.6.178.101 | ২৭ জুন ২০০৬ ১৯:৩০635242
  • সেতো গোড়ায়ই বলেছি ট্যান। সান অফ আ বিচ, শুনতে তেমন রগরগে নয়, কিন্তু চুদিরভাই বললে যাকে বলা হলো সে তেড়ে উঠবেই। গালাগালির রগরগানিতে মেয়েছেলেদের বাদ দিলে কিস্যু থাকবে না। খিস্তি নামক আর্টটা পুরো জোলো হয়ে যাবে।
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ১৯:৩২635243
  • পুলিশকে ঢ্যামনা বলতো কেন ৭০ এর দশকে? এটা কি পুলিশের ক্রুয়েলটি ও হাবামি একাধারে বোঝাতে?

  • s | 141.80.168.31 | ২৭ জুন ২০০৬ ১৯:৩৫635245
  • শতেকখোয়ারি মানে যে সব খুইয়ে বসে আছে মানে মা বাপ ভাই বোন নিকটাত্মীয় সব্বাইকে খেয়েছে, সোজা কথায় অনাথ।
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ১৯:৩৫635244
  • বাংলা বাঞ্চোৎ কথাটা কি হিন্দি বহেনচোদ থেকে এসেছে?
    সমরেশ বসুর একটা গল্পের ইংরেজী করতে গিয়ে অনুবাদক এই শব্দটাকে কিছুতে কায়্‌দা করতে পারেন নি,পরে s f দিয়ে যেটা হয়েছে একেবারে জোলো হয়ে গেছে।
    ইংরেজীতে এটাকে কি বলে?
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ১৯:৩৭635246
  • উঁহু তা নয় মনে হয় স।
    খোয়ার করা মানে প্রচন্ড গন্ডগোল পাকানো,কিছু খোয়ানো নয়।

  • vikram | 134.226.1.62 | ২৭ জুন ২০০৬ ১৯:৪১635248
  • বানচোদ হলো বহেন চোদ।

    আর গান্ডু গাঁড় থেকে উদ্ভূত হলে তবেই।

    কিন্তু উদগান্ডুটা আরো ভালো। একবার আমার বন্ধু দোসরা অক্টোবর কয়েছিলো আজ উদগান্ধীর জন্মদিন।

    বিক্রম
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ১৯:৪১635247
  • "হারামজাদা" আর "হালা" এই দুটোই কি অবৈধ সম্পর্কজাতক বোঝায়?

  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ১৯:৪৪635249
  • গান্ডু মানেটা পরিষ্কার হলো না।এটা কি বোঝালো শেষে? ক্লীব? নাকি দুই সমকামী পুরুষের মধ্যে বোকাটে ধরনের লুজার পার্টনারটি?
  • s | 141.80.168.31 | ২৭ জুন ২০০৬ ১৯:৪৮635252
  • বঙ্কিমে যে যে জায়গায় ঐ শব্দটি এসেছে যে যে পরিপ্রেক্ষিতে তাতে আমার এই মনে হয়েছিল। পরে আরেকজনাকে জিজ্ঞেস করেছিলাম - এক উত্তর পেয়েছি তবে সঠিক তো জানা নেই। হতেও পারে খোয়ার করা মানে ঝগড়া করা। সেক্ষেত্রে মানেটা বোধহয় দাঁড়াবে প্রচণ্ড ঝগড়ুটি।
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ১৯:৪৮635250
  • "আব্বে ফোট্‌" বল্লে কেন বেশী তেজ? এতে আসলে কি মীন করা হচ্ছে?
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ১৯:৫০635253
  • তালব্য শ দিয়ে না বলে দন্ত্যস দিয়ে saaল্লা বল্লে কেন বেশী চিড়বিড়ানো এফেক্ট হয়? এই স আর শ এতটা তফাৎ এনে দেয় কেন???

  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ১৯:৫২635254
  • "পুঙ্গির পুত" কথাটার মানে কি?
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ১৯:৫৬635255
  • একটা এইরকম সব মারাত্মক আকথা কুকথা ভর্তি গল্প ইংরেজীতে অনুবাদ করা সম্ভব কি সবটুকু এফেক্ট বজায় রেখে?
  • dd | 202.122.18.241 | ২৭ জুন ২০০৬ ২০:০১635256
  • শুয়ারের বাচ্চা সম্বোধিত হলে সর্বদাই উত্তেজিত হতাম "বাপ তুল্লি ক্যানো ?" বাপ তুলে গাল দেওয়াটা দারুন গালি ছিলো। এক্ষেত্রে, J, ভেতো মহ:স্বলী বাঙালী কুত্তার বাচ্চাই বলতো, কুত্তীর বাচ্চা নয়।

    ৭০ দশকে পুলিশকে বলা হোতো খোঁচোর। ঢ্যামনা ?নেভার।
  • dd | 202.122.18.241 | ২৭ জুন ২০০৬ ২০:০৪635258
  • আর নীরোদ সি চৌধুরী "বাঙালী জীবনে রমনী" তে উল্লেখ করেছেন লেসবিয়ানের কথ্য বাংলা প্রতিশব্দ।

    সেটি ব্যবহারের অপ্রয়োজনে আজ অবলুপ্ত।

  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ২০:০৪635257
  • মাগীর উল্টো মরদ শব্দটা কিন্তু গালাগালই নয় মোট্টে।বরং বেশ একটা বীরপূজাই থাকে ওটা,মর্দ-মর্দ ভাব!
    আসলে মুশকিল হলো পুরুষ আর মহিলাদের বিচারের লেভেলটাই যে পুরো আলাদা! যেটা দিয়ে মহিলাদের হ্যাটা করা যাবে,ঠিক সেটাতেই পুরুষরা উইন-উইন,ঠিক গোপালের গপ্পের মতন! ওটা মোটে অপরাধই নয় ওদের,যেন বেশ একটা বিজয়ী ভাব!

  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ২০:০৭635259
  • এ হে্‌হ ,তাই তো! আসলে এখন পুলিশকে ঢ্যামনা বলে কোথাও কোথাও।
    তখন খোঁচোর বলতো। কিন্তু খোঁচোর মানে কি?
  • Arjit | 128.240.229.6 | ২৭ জুন ২০০৬ ২০:১৪635260
  • দীপ্তেনদা - ইন জেনারেল পুলিশকে খোচোর বলতো না পুলিশের চরকে?
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ২০:১৫635261
  • দেশ বা জাতিবাচক গালাগালও আছে,যেমন উজবুক,মগ,মগা,মগী,হার্মাদ-এইসব।
    আবার বুজুর্গ শব্দটা জ্ঞানী বোঝায় এক দেশে,আরেক দেশে পাল্টে বুজরুক হয়ে গালাগাল হয়ে গেছে।
    এইসব বিশ্লেষণ করতে পারলে ইতিহাস বেরোবে হয়তো।
  • s | 141.80.168.31 | ২৭ জুন ২০০৬ ২০:২৬635264
  • এই থ্রেডটা তো মনে হচ্ছে পোস্টিং স্পিডে ছড়ার থ্রেডটাকেও হার মানাবে!!
  • Paramita | 213.94.228.210 | ২৭ জুন ২০০৬ ২০:২৬635263
  • একটি মেয়েলি গালি। ঢলানি। এটি ঠিক ছিনাল এর মত অত জোরালো নয় । ইংরিজির ফ্লার্ট শব্দটির মেয়েলি অনুবাদ এক্কেবারে।

    শতেকখোয়ারির মানে কি বহু-সাথে-সম্পর্ক গোছের কিছু হতে পারে ?

    আর কাউকে ন্যাকা বললে আমরা তার পেছনে শশী লাগাই কেন ? শশী কে ? এর সাথে চাঁদের কি কোনো সম্পর্ক থাকতে পারে ?
  • Parolin | 213.94.228.210 | ২৭ জুন ২০০৬ ২০:২৮635265
  • ধুর , আজ কেবল নাম চুরি করছি।

    আর একটি বহুত পছন্দের গালি । নপুংশক। গালি দেবো কি , কাউকে এই গালিটা দিচ্ছি ভাবলেও কেমন নাটুকে ফীল হয়।
  • J | 84.73.115.13 | ২৭ জুন ২০০৬ ২৩:২১635266
  • বোকাচোদা থেকে এসেছে ন্যাকাচোদা।
    ন্যাকা থেকে এসেছে ন্যাকাষষ্ঠী, ন্যাকাচৈতন্য।
    ন্যাকড়া করা এসেছে বোধয় নখরা আর ন্যাকামির হাইব্রিড হয়ে, যদিও মানে একই।
    গান্ডু এসেছেবিক্রম যেটা বল্ল,সেটা থেকেই, এবং ট্যান ও ঠিক।
  • Samik | 221.134.224.147 | ২৭ জুন ২০০৬ ২৩:৩২635267
  • মাগ মাগিরই শর্ট ফর্ম। মাগ পুংলিঙ্গ নয় মোটেই।

    গান্ডু গান্ড (চলতি কথায় গাঁড় বা নিতম্ব) থেকে এসেছে। কেন এটা গালাগাল হল, তা জানি না অবশ্য। অসমে এই একই জিনিসকে বলে গুয়া। বোজো, এটা কি অসমীয়া, না রাজবংশী? জলুর লোককেও এটা ব্যবহার করতে দেখেছি ... গুয়া মারাইসে .. ইত্যাদি।

    খোঁচর বলা হত পুলিশ, পুলিশের চর, পুলিশের ইনফর্মার, পুলিশের সাথে ভালো সম্পর্ক আছে এমন যে কাউকেই।

    ট্যান এটা ভালো বলেছো। বাংলায় বুজরুক মানে ফেরেব্‌বাজ, প্রতারক। অথচ হিন্দিতে বুজুর্গ মানে বয়স্ক, সম্মানীয় ব্যক্তি। বুজুর্গোঁ নে কহলায়া কি প্যয়রোঁ পে অপনি খাড়ি হো কে দিখলাও, ফির য়হ জমানা তুমহারা হ্যায় ...

    হস্টেলে র‌্যাগিং পিরিয়ডে খিস্তি কম্পিটিশন হত। আমার মতন অনেক ভালো ভালো ছেলে, যারা তার আগে জীবনে কোনওদিন খিস্তি উচ্চারণ করে নি, কেবল মারের হাত থেকে বাঁচার জন্য ভুলভাল খিস্তি মারত। সেখান থেকে অনেক খিস্তি উদ্ভাবন হত। আমাদের ইয়ারে বেস্ট খিস্তি হয়েছিল, 'বাপের কন্ডোম ফাটা বাচ্চা'।
  • Samik | 221.134.224.147 | ২৭ জুন ২০০৬ ২৩:৩৪635268
  • হস্টেলে সেরা ইন্টেলেকচুয়াল খিস্তি শুনেছিলাম থার্ড ইয়ারে, তখনকার এক ফার্স্ট ইয়ারের ছানার মুখে।

    ছানা হ্যাগ্‌স নামাচ্ছিল। আরেক পাবলিক বাইরে থেকে এক মগ জল ছুঁড়ে দিয়েছে ভেতরে, বোধ হয় বন্ধ দরজার সামনে অনেকক্ষণ গামছা পরে দাঁড়িয়ে থেকে হেজে গেছিল।

    ভেতর থেকে একটা জোরালো গলা এল, 'কোন বাঞ্চোদ বে'?

    বাইরের ছানা গম্ভীর গলায় উত্তর দিল, 'তোর মামা'।

    এর পর আর কোনও কথা হয় না!
  • J | 84.73.115.13 | ২৭ জুন ২০০৬ ২৩:৩৭635269
  • তালব্য শ এর জায়গায় দন্ত্য স এর এফেক্ট বেশি জোরালো এবং তাতে হিন্দি টাচ থাকলে এফেক্ট বেশি হয়।
    উদাহরণ:- শুয়োরের বাচ্চা, সুয়ারের বাচ্চা, সুয়ারকা বাচ্চা। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ।

    এবার "আতা" বলে একটা খিস্তি মনে পড়ল। ফুল ফর্মটা অনেকেই জানে। এটা পুরোপুরি পুং খিস্তি।

    একটা জিনিস বরাবর লক্ষ্য করেছি, যেসব খিস্তিতে কোনো মেয়ের সঙ্গে যৌন সংসর্গ করবার মধ্যে একটা বীরভাব প্রকাশ পায়, এবং এক্ষেত্রে পুরুষের মধ্যে একটা ধর্ষক ধর্ষক অ্যাটিটিউড লক্ষ্য করা যায়। যেমন:- তোর মাকে রমণ করি। (রমণ করি লিখলাম, কারণ তৎসম শব্দ ব্যবহার করলে ব্যাপারটা কম অশ্লীল শোনাবে)। ঐ একই, তোর বোন কে করি।
    এই খিস্তিতে খিস্তিকর্তার বীরভাবের মধ্যে একটা জিঘাংসা, একটা ধর্ষণকারী ভাব। কাজে নয়, কথায়।

    পতিতা বা বেশ্যা তৎসম শব্দ। কাউকে ঐসব না বলে, খানকি বা রেন্ডি (রান্ডি, রাঁড়) বল্লে বেশী তেজ প্রকাশ পায়।
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ২৩:৩৮635270
  • গন্ডমূর্খ,ক অক্ষর গোমাংস এগুলো কোথা থেকে এলো?
    বাজ দিয়ে প্রচুর গালাগাল।
    চিটিংবাজ, ফেরেব্বাজ, ক্লিকবাজ, বাতেলাবাজ,টিকরমবাজ, তোলাবাজ....
    এগুলো কি নানাভাষা থেকে আহৃত?
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ২৩:৪১635271
  • "তুই যে কি চীজ তা আর কারু জানতে বাকি নেই"--এই বাক্যে চীজ কথাটা কি মীন করছে? কেন এটা গালাগাল?
  • J | 84.73.115.13 | ২৭ জুন ২০০৬ ২৩:৪২635272
  • ফাটা কন্ডোম কা ঔলাদ- বহু পুরোনো খিস্তি। পঞ্চাশের দশকের শেষেও এর প্রচলন ছিলো। এমনকি আতাচোদাও।
    ফাটা কন্ডোমকা ঔলাদ মানে অবাঞ্ছিত সন্তান। খুব সম্ভবত: পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যখন পরিবার কল্যানের উদ্যোগ করা হয়, তখন "নিরোধ" কন্ডোম বেরিয়েছিলো বাজারে। তার কোয়ালিটি তখন কেমন ছিলো একন বলা শক্ত। খুব সম্ভব সেই থেকেই এই খিস্তি আসমুদ্র হিমাচল ভারতে প্রচলিত হয়েছিলো।
  • J | 84.73.115.13 | ২৭ জুন ২০০৬ ২৩:৪৪635274
  • ট্যান, ওগুলো খিস্তি নয়, ওগুলোতো আদর আদর শব্দ। হার্ডকোর খিস্তি নামাও, আলোচনায় আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন