এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লিটল ম্যাগাজিনের দিস্তে দিস্তে

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১৪ | ১১৬৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস দাশ | ১৮ এপ্রিল ২০১৪ ০১:৪৬635395
  • name: তাপস mail: country:

    IP Address : 122.79.39.161 (*) Date:17 Apr 2014 -- 09:16 PM

    একক,

    সেরিব্রালি সেফ মানে কী? মানে এমন একটা জায়গায় বাস করতে থাকা, যেখান থেকে নিজেকে/নিজেদেরকে আর উন্নত করার প্রয়োজনবোধটুকুও থাকে না? যদি তাই হয় - তাহলে অধিকাংশই/অনেকেই সেরকম একটা জায়গায় পৌঁছে গেছে বা পৌঁছে আছে বলে আশংকা ।
    শরদিন্দু সংখ্যা বের করেও হয়ত ধাক্কা দেওয়া যেত, যদি সেই সেখানকার আলোচনায় এই কালচারাল থিওরি ইনভেড করে যেত । ত্রিদিব সেনগুপ্তর মাল্যবান নিয়ে লেখা যেটা করেছিল ।
    ওই লেখাটা নিয়ে খারাপ লাগে, বড় আড়ালে থেকে গেল ।
    চোখ-কান খোলা লোকজন এখন আছে বলে ভরসা করতে খুব ইচ্ছে করে । ইচ্ছেটা যদি আর একটু ভিত্তি পায় তবে বেশ লাগবে ।

    ভিত্তি শব্দ উল্লেখে কোনো ফাঁদে পড়ে যাব না তো? :-)
    ________________________________________

    name: তাপস mail: country:

    IP Address : 122.79.39.161 (*) Date:17 Apr 2014 -- 09:08 PM

    d প্রথমেই ঠিক বলেছিলেন তো - চর্চাপদ ।
    ঈশেন - দেবতোষকে নেমন্তন্ন দিতে গিয়েছিলাম । বলল ট্রেনে উঠছে, কাল সকালের আগে কলকাতা পৌঁছবে না । ফলে মিনিময় ক্ষেত্র প্রস্তুত রেখে, লিখে ফেল ।

    লিটল লিস্ট দিলে সেটা ব্যাক্তিগত পছন্দমাফিক হয়ে যাবে । তাতে রাজি হলে, আর কেন ভালো তার ব্যখ্যা করতে না হলে লিস্টি (অসম্পূর্ণ) দিতে পারি । অসম্পূর্ণ কারণ সব নাম মনে পড়বে না ।
    ________________________________________

    name: ঈশান mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:17 Apr 2014 -- 08:36 PM

    বাঃ দেবতোষ আসছে নাকি? কি বোর্ড বাগিয়ে একটা পোবোন্ধো লিখব ভাবছিলাম, মিনিময়টা এখানেই সেরে নিলে, আর কষ্ট করতে হয়না। :-)
    name: d mail: country:

    IP Address : 116.66.192.194 (*) Date:17 Apr 2014 -- 08:22 PM

    সরি চর্চা পত্রিকা?

    ________________________________________

    name: d mail: country:

    IP Address : 116.79.95.153 (*) Date:17 Apr 2014 -- 07:14 PM

    তাপস, পাচটা ষোলো, চর্চাপদ?
    ________________________________________

    name: .... mail: country:

    IP Address : 69.160.210.2 (*) Date:17 Apr 2014 -- 07:04 PM

    কয়েকটা ভালো কাগজ ও তাদের ভালো ভালো সংখ্যার রেফারেন্স ও দেওয়া হোক। আজকালকার ও গতকালকের।
    ________________________________________

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 05:48 PM

    নিজের পোস্ট পড়ে নিজেকেই ওই দিলুম । খেয়াল করলে রোবুর মতো আগে থেকে বলে দিতাম - কেউ হিনী দেবেন না ।
    ________________________________________

    name: বহুদিন পর mail: country:

    IP Address : 78.177.229.1 (*) Date:17 Apr 2014 -- 05:43 PM

    তাপসদাকে ৫ঃ৩১-এ হিনী !
    ________________________________________

    name: একক mail: country:

    IP Address : 24.99.173.41 (*) Date:17 Apr 2014 -- 05:43 PM

    তাপস
    জিজাক বাদ্দিন , ওই পার্ভার্ত্স গাইড টু সিনেমা একটা দুর্বল কাজ । ওর পেপারের দেপথের ধারেকাছে নয় । কিন্তু জুডিথ বাটলার বা ধরুন যা বধেযলো , লাক্য র প্যারালাক্স নিয়ে আবার নতুন করে হইচই বা এইযে হকিন্স পরিস্কার বললেন যে ব্ল্যাক হোলে আলোর বিহেভিআর নিয়ে বাকিদের ধারনায় বিশাল গলদ ...এরকম বহু বহু মাথা খামচানো কাজ হচ্ছে কালচারাল থিওরি তে , তাত্ত্বিক বিজ্ঞানে ......যেখান থেকে সরে গিয়ে শরদিন্দু সংখ্যা বের করে নতুন কী ধাক্কা দেওয়া যাবে সত্যি বুঝিনা । বা ধরুন বাড়ির পাশে বাংলাদেশ । ও নিয়ে তো একটা ধরি মাছ না ছুই পানি আছেই । আসলে মনে হয় ,অধিকাংশ লেখকেরা এখনো খুব সেরিব্রালি সেফ জগতে নিশ্চিন্তে আছেন যেখানে আন্তর্জাতিকের ঢেউ আছড়ে পরে সব কিছু ঘেঁটে দিচ্ছেনা । মাথার ওপর দ্রোন চক্কর কাটছে এদিকে কাতলার পেটি থেকে উঁকি মারছে ফরমালিন আর রোবটিক্স আর বুদ্ধিস্ট লামা পাশাপাশি গলা ধরে দাঁড়িয়ে বলছে আস্তে আস্তে কথা বল নইলে মেশিন বুঝবে কীকরে সব কিছুকে টোনিং করা হচ্ছে এই ভয়ঙ্কর দুনিয়া এড়িয়ে গিয়ে কালিঘাটের পট ও ফের্দ ল্যেজের মোটা তুলির তুল্য মুল্যতায় এখনো নিমজ্জিত । তবে সবাই না । চোখ খোলা লোকজন আছে তারাই ভরসা । তারাই টিঁকবে বলে মনে হয় ।
    ________________________________________

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 05:31 PM

    হ্যা, এই লাইন টা সম্প্রতি এক পরিচিত লেখক হিট করিয়েছেন । ওটা বৃদ্ধ লাইন । দাঁড়াবে না ।
    ________________________________________

    name: একক mail: country:

    IP Address : 24.99.173.41 (*) Date:17 Apr 2014 -- 05:22 PM

    আর সো কল্ড "জেনেরেশন জেড " শুধু ফেবু তে আপডেট করে লিটল ম্যাগ পড়েনা এই টোন টা মানতে পারছিনা । আমার এক বয়স্য বন্ধু কিছুদিন আগেই একটা কেরুয়াক সংখ্যা নিজের খচ্চায় কিনে কোরিয়ার করে পাঠালো । জেনেরেশন জেড ।ফেবু তেও আপলোড করে । মালপত্তর ভালো নাবলে লোকে ইন্টারেস্ট দেখাবে না কেন । এবার ওদের ওয়েব উপস্থিতি থাকলে একটা লিংক শেয়ার করেই কাজ হত সেটা অন্য কথা । কিন্তু জেনেরেশন জেডের ভালো জিনিসে আগ্রহ নেই এ বেকার কান্নাকাটি । সত্যি ফুটেজ খাওয়া ।
    ________________________________________

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 05:16 PM

    রঘুদা একটা কাগজ নামায় । সে কাগজ নিয়ে আমারও একদা আগ্রহ তৈরি হয়েছিল । বাংলা ভাষায় তত্ত্ব চর্চার কাগজ হবে । এবার বইমেলায় গিয়ে বলে আসতে বাধ্য হলাম - কমল কুমার পিছু তান বাংলা গদ্য এই সব অনেক লিখলেন, কাগজ সম্পাদনা করার সময়ে, বাংলা হরফ ছাড়া আর কোনো কিছুই তো বাংলায় নেই । আপনার লেখককুল বাংলায় ভাবতেই পারে না যে !
    এই তো মোটা দাগের ব্যাপার-স্যাপার

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 05:12 PM

    রসিকতা হচ্ছে - এদের কাউকে কাউকে দেখলাম আইএসবিএন এর জন্যে ছুটোছুটি করতে । জিগেস করলাম, তোরা কি কাগজ বাংলাদেশে পাঠাবি? বলল, আসলে তার চেয়েও বেশি হল, ওই নং থাকলে অধ্যাপকরা লিখতে উত্সাহী হন । নির্বাক হয়ে গেলাম ।
    ________________________________________

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 05:12 PM

    রসিকতা হচ্ছে - এদের কাউকে কাউকে দেখলাম আইএসবিএন এর জন্যে ছুটোছুটি করতে । জিগেস করলাম, তোরা কি কাগজ বাংলাদেশে পাঠাবি? বলল, আসলে তার চেয়েও বেশি হল, ওই নং থাকলে অধ্যাপকরা লিখতে উত্সাহী হন । নির্বাক হয়ে গেলাম ।
    ________________________________________

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 05:10 PM

    এদিকে পত্রিকা হচ্ছে ঝাঁ চকচকে কভারে - শরদিন্দু নিয়ে । তা হোক, কিন্তু সে তো বিশ্ববিদ্যালয়ের ও কলেজের অধ্যাপকদের লেখা মানে বই । এ মাল থাকবে কেন?
    আর এ লিটল ম্যাগ ই বা কেন?

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 05:07 PM

    হ্যা, এইরকম বিষয় কভার করলে আমিও খুশ হয়ে যাই । কিন্তু প্রচ্ছদ তো দূর, বুড়ো অশোক লোকটা মৈনাক বিশ্বাস কে দিয়ে একটা ফিল্ম নিয়ে লেখা লেখালো, তাতে জিজেকের রেফারেন্স দেখে সবাই হেবি খিস্তলো । তবে ওই যে, পুরনো পত্রিকা বলে ৫০০ কপি বিক্রিও হয়ে গেছিল অবশ্য ।

    name: একক mail: country:

    IP Address : 24.99.173.41 (*) Date:17 Apr 2014 -- 05:01 PM

    তা মিনিময়ের বিষয় টা কী ? লিটল ম্যাগ মরে যাচ্ছে ? নাহ তা মনে করিনা । লিটল ম্যাগ তো ত্যাব্লোয়েদ নয় , খপরের কাগজ ও নয় । তার টার্গেট অডিয়েন্স কে সার্ভ করতে পারছে কতটা সেটাই বড় কথা । আজ হয়ত আমার চারপাশে একশ লোক । চূড়ান্ত পরীক্ষামূলক কবিতা দিয়ে ভরে একটা সংখ্যা ছাপালুম যেটা আট জন কিনলো । এবার যদি আধুনিক মিডিয়ার সাহায্য নি তার মানে একশ গুন লোককে এড্রেস করছি ধরা যাক । সেক্ষেত্রে আটশ লোক ওয়েবজিন সাবস্ক্রাইব করবে । কিন্তু কখনই আবাপ র দিকে তাকিয়ে কাঁদলে হবেনা যে অর কেন আট লাখ আমার কেন আটশ । আমার ক্ষেত্রটাই পরীক্ষামূলক । নিশে পাঠকের জন্যে । ইনফ্যাক্ট আমি এই নিয়ে কাঁদতে দেখিনি ও । তারা বরং স্ট্যান্ডার্ড বেটার করা নিয়ে মাথা ঘামায় । এই ২০১৪ সালে দাঁড়িয়ে আমার লিটল ম্যাগাজিনের প্রচ্ছদ বিষয় পশ্চিম ইউরোপের হেগেলিয়ান দের রিসেন্ট বাকবিতন্ডা হবে ( যে স্ট্যান্ডার্ড টা আমি এক্সপেক্ট করি ) , অসান্জের সঙ্গে জিজাকের বৈঠক নিয়ে ক্রিটিকাল প্রবন্ধ ছাপবো.......... নাকী সেই পুরনো ঝুলি ঝেড়ে চল্লিশ বচ্ছর আগের চিলিয়ান কবির কবিতা তুলে পাতা ভরাব ...এটা অনেক বেশি দরকারী আলোচনার বিষয় মনে হয় । লিটল ম্যাগের নাভিশ্বাস উঠেছে বলে মাতন মাচানো সত্যি ক্লিশে লেগেছে ।
    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 04:47 PM

    না না - ওটা অত গুরুত্বপূর্ন কিছু না। তবে একক মাত্রা দেখে একটু ইয়ে টাইপের হলো আর কী! আর কাল সুবোধ দাস নামের এক লেখক একবালপুরের চক্রান্তের সঙ্গে দেবতোষের চক্রান্তের কী যেন মিল খুঁজে পাচ্ছিলেন বোধহয় ।
    ________________________________________

    name: একক mail: country:

    IP Address : 24.99.173.41 (*) Date:17 Apr 2014 -- 04:45 PM

    গুরু আলাদা স্টল পেয়েছে বলে ? ধুর ওগুলো ঈর্ষ । ঈর্ষার কী উত্তর হয় । না তর্ক জমে :)
    ________________________________________

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 04:44 PM

    দেবতোষ নিজেই বোধহয় ওই নন্দীগ্রামের সময় বেরোনো রোয়াক পত্রিকায় লিখেছে । যেখানে আমার লেখা ততটা সরকারবিরোধী নয় বলে ছাপা হয়নি ।
    ________________________________________

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 04:42 PM

    আমি জাস্ট একটা কথা বলে রাখি । আমি দেবতোষের লেখার অনেক কিছুর সঙ্গে একমত নই । আবার একদম সব ব্যাপারে দ্বিমত এরকমও নয় । প্রসঙ্গটা এখানে তুললাম, কারণ ফেবুতে বিভিন্ন জায়গায় লেখাটার সমালোচনা করতে গিয়ে প্রচণ্ড রোমহর্ষক মতামত তুলে ধরছেন অনেকে । ওয়ালমার্টের দালালি অবধি গেছে দেখেছি । এমন কী কে যেন একটা এ-ও বুঝেছে, লেখাটার মাধ্যমে গুরুচন্ডালির মত স্টল ওয়ালাদের গাল দেওয়া হয়েছে ।

    এখানে একটু বেটার আলোচনা হতে পারে, অবশ্যই যদি আলোচনাযোগ্য বলেও মনে করা হয় - সেই জন্যে প্রসঙ্গ তোলা ।
    ________________________________________

    name: একক mail: country:

    IP Address : 24.99.173.41 (*) Date:17 Apr 2014 -- 04:24 PM

    আমার তো পড়ে মনে হলো কেন লিটল ম্যাগ শব্দটা এখনো বেঁচে আছে সেটাই ওনার সমস্যা ।
    আর ঐযে পঞ্চাশের আগে / পরে ইত্যাদি বলে কী বিভাজন করেছেন সেটাও মাথায় ঢোকেনি । চিরকালই লিটল ম্যাগ একটা ছোটো অংশের মানুষ পরে । সেই নিয়ে কান্নাকাটি করতে দেখিনি সিরিয়াস লিটল ম্যাগ করিয়ে দের । কিন্তু একদল মানুষ চিরকালই ছিলেন যাঁরা একটা আরবান মিথ ইন্ত্রোদিউস করে আলোচনা শুরু করেন যে আগে লিটল ম্যাগের কী রমরমা ছিল ,কোথা হইতে কী হইলো । এই নাটক টা অসহ্য । হাজার টা পয়েন্টে গালি দেওয়া যায় কিন্তু মিথ আমদানি করে সহমর্মিতা দেখানোর ছলে গালি দেওয়া খুবই ক্লিশে ।
    ________________________________________

    name: pi mail: country:

    IP Address : 24.139.209.3 (*) Date:17 Apr 2014 -- 04:24 PM

    আরে পিছিয়ে দেখি পিনাকীদাও লিখেছে। হ্যাঁ, সরকার বিরোধী ভূমিকা না নেওয়ার অভিযোগটা আরেকটা আপত্তির জায়গা। এই বিরোধিতার জায়গা থেকে আরেকটা নতুন মেলা, একটা সমন্বয় মঞ্চই তৈরি হয়ে গেল !

    ম্যামিদি, তুমিও পুরোটা পড়ে বোঝাও না। কারণ, এবিষয়ে তোমার অভিজ্ঞতা আছে মনে হয়। কোন ডাটা রিলায়েবল, কোনটা নয় ইঃ।
    ________________________________________
    name: pi mail: country:

    IP Address : 24.139.209.3 (*) Date:17 Apr 2014 -- 04:18 PM

    তাপসদা, দেবতোষদার লেখাটা পড়ে প্রথমেই যে অসুবিধেটা লেগেছে, সেটা হল ওঁর অসুবিধেটা বুঝতে। একবার বলছেন, লিটল ম্যাগের টেবিলে বসার লোক পাওয়া যায়না, সেটা সমস্যা, আবার অন্য দিকে বলছেন লিটল ম্যাগকে কেন্দ্র করে গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, সেটাও সমস্যা ! এরকম অনেক জায়গা নিয়েই খটকা লেগেছে পড়তে পড়তে।
    name: pinaki mail: country:

    IP Address : 148.227.189.8 (*) Date:17 Apr 2014 -- 03:16 PM

    দেবতোষদার লেখাটা পড়েছি। সমস্যাটা ঠিক কী নিয়ে সেটা পরিষ্কার হয় নি। কখনো মনে হচ্ছে লিটল ম্যাগাজিনের 'লিটল' থেকে যাওয়া (মানে টেবিলে বসার লোক পাওয়া যায় না) নিয়ে সমস্যা। আবার পরক্ষণেই দেখছি যাদের পাশে হাততালি দেওয়ার মতো অনেক লোক জুটেছে, যারা টেবিল থেকে স্টল হয়ে উঠেছে তাদের নিয়েও সমস্যা। তারপর ধরা যাক বাম সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে তাতে বহু লিটল ম্যাগাজিন গ্রুপের সক্রিয় ভূমিকা ছিল। এটা একেবারেই তথ্যগতভাবে ঠিক নয় যে শুধু নাটকের লোকেরাই এতে সক্রিয় থেকেছে, লিটল ম্যাগাজিন নয়। নাটকের লোকেরা বেশি ফোকাসে এসেছে। কারণ তাদের একটা বড় অংশ আগে বামেদের বা প্রতিষ্ঠানের সঙ্গে ছিল। সেখানে লিটল ম্যাগাজিন নাটকের লোকেদের বহু আগে থেকেই প্রতিষ্ঠানবিরোধী। তারপর ধরা যাক একটা লিটল ম্যাগাজিন ঔদ্ধত্য নিয়ে নিজেদের ঝাঁপ বন্ধ করে দিল - এইটা যদি প্রশংসনীয় হয়, তাহলে বাকী যেসব লিটল ম্যাগাজিন কতজন পড়ল না পড়ল তার তোয়াক্কা না করে তিনজনের গ্রুপ বানিয়ে লিখে যাচ্ছে, টিঁকে থাকছে, তাদের সেই ঔদ্ধত্য প্রশংসনীয় নয় কেন?

    মানে আল্টিমেটলি জাজমেন্টের একটা অন্য মানদন্ড কাজ করছে। কিছু ম্যাগাজিন, তারা লিটল হোক বা না হোক, তাদের লেখায় 'টোটা' আছে (দেবতোষদার পার্সেপশন অনুযায়ী), তাদের ঔদ্ধত্য ও 'লিটলত্ব'টা জাস্টিফায়েড (হয়তো 'বড়ত্ব'টাও, সিওর নই, পড়ে মনে হচ্ছে), অন্যরা, মানে অধিকাংশরা, জাস্ট অভ্যেসের দাসত্ব করে চলেছে, তাদের লিটলত্বটা জাস্ট মারা যাওয়ার বা উঠে যাওয়ার আগের স্টেজ। তারা সময়কে ধরতে পারছে না। এইটাই মূল সুর বলে মনে হল। এবার এইটা মূল বক্তব্য হলে সে নিয়ে খুব একটা দ্বিমত নেই। কিন্তু সেটাকে সাধারনীকরণ, অন্ততঃ যেভাবে দেবতোষদা করেছে, সেভাবে করা যায় না। কারণ কোন লিটল ম্যাগাজিন আসলে সময়ের দাবী মেটাচ্ছে, আর কোনটা নয়, সেটা কে ঠিক করে দেবে? সবাই তো টিঁকে আছে এটা ভেবেই যে তারা দারুণ কিছু করছে। তাই না? ঃ-)

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 01:42 PM

    সন্দীপ দত্ত লেখকের/লেখার বিরুদ্ধে নাকি প্রতিবাদ সংগঠিত করার উদ্যোগ নিচ্ছেন । মানে নেওয়া উচিত বলে জানিয়েছেন ।
    ________________________________________

    name: Ekak mail: country:

    IP Address : 24.96.83.99 (*) Date:17 Apr 2014 -- 01:37 PM

    পড়লুম ।
    ________________________________________

    name: pi mail: country:

    IP Address : 24.139.209.3 (*) Date:17 Apr 2014 -- 01:35 PM

    হ্যাঁ, আগেই পড়েছি। লেখাটায় অনেক স্ববিরোধীতা আছে মনে হয়েছে।

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 01:29 PM

    http://www.anandabazar.com/editorial/%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%B2-%E0%
    A6%AE-%E0%A6%A4%E0%A6%A6-%E0%A6%B9-%E0%A6%B9-%E0%A6%A4-%E0%A6%A6-%E0%A
    7%9F-%E0%A6%AC%E0%A6%B8-%E0%A6%A5-%E0%A6%95-1.২১৩৩৪

    এই লেখাটা
    ________________________________________

    name: তাপস দাশ mail: country:

    IP Address : 127.194.69.159 (*) Date:17 Apr 2014 -- 01:26 PM

    আপনারা কি দেবতোষের লেখা লিটল ম্যাগ নিয়ে, পয়লা বৈশাখের আনন্দবাজারে পড়েছেন?
  • দেবতোষ | 127.194.71.202 | ১৮ এপ্রিল ২০১৪ ১২:০৭635417
  • ...কোথায় হাত দিইছি মাইরি...বুঝতেই পারিনি ও অঙ্গ গোপন... এখন শ্লীলতাহানির কেস খাচ্ছি... আমার এক বন্ধু শুভদীপ বলেছে, 'কী কাণ্ড, বলতে চাইলাম আবহাওয়ার খবর, হয়ে গেল প্রেমপত্তর'... কী কেলো... এখানে ঢুকে দেখছি চোনা কম, আলো বেশি...ভাল... মোটের ওপর "তুমি আর নেই সেই তুমি" এই আমার প্রতিপাদ্য ছিল, এটুকু বুঝলেই হবে, বাকিটা "পাঠকের" ব্যক্তিগত...
  • তাপস দাশ | ১৯ এপ্রিল ২০১৪ ০১:৩৯635428
  • ঈশেন মিনিময় করবে না?
  • surhasurhi | 122.79.38.64 | ১৯ এপ্রিল ২০১৪ ০৬:০৭635439
  • খালি তুমি আর নেই সে তুমি বললে কী বলা হল! তেনার কি দাঁত পড়িয়াছে? চুল পাকিয়াছে? চক্ষে ছানি? নাকি তিনি পরকীয়ায় ব্যস্ত?
  • ঈশান | ১৯ এপ্রিল ২০১৪ ০৭:৪০635450
  • আসছি। আমি আবার আপিস না থাকলে লেখায় উৎসাহ পাইনা। :-)
  • ঈশান | ১৯ এপ্রিল ২০১৪ ০৯:৩০635470
  • এবার আমার নিজের কথা।

    প্রথম কথা হল, লিটল ম্যাগাজিন বলে কি আদৌ নির্দিষ্ট কিছু হয়? মানে ধরুন, গোদা ফর্মে যদি বলি, তিনশো পাতার নিজে হলে লিটল ম্যাগ, নইলে বিগ, এটা বলা যায়? বা ধরুন, সংখ্যাপ্রতি তেরোটা পর্যন্ত বিজ্ঞাপন থাকলে তবে লিটল ম্যাগ, নইলে বাণিজ্যিক, এভাবে কোনো সংজ্ঞা বানানো যায়? সবাই জানেন যায়না। এবার এটাকে টেনে নিয়ে যান আরেকটু দূরে। "প্রতিবাদী" হলে লিটল ম্যাগ বা "প্রতিষ্ঠানবিরোধী" হলে লিটল ম্যাগ, "সিরিয়াস" হলে বা "বিকল্প" হলে লিটল, ম্যাগ, সেটাও কি বলা যায়? মানে, বলা নিশ্চয়ই যায়, কিন্তু "প্রতিবাদ" বা সিরিয়াসনেস" মাপে কে? তার কি কোনো মাপকাঠি আছে, যা বাইবেলের মতো আমরা নতশিরে আপামর আবালবৃদ্ধজনতা মেনে নেব? নেই।

    লিটল ম্যাগাজিন কি, এই নিয়ে কোত্থাও কোনো মতৈক্য নেই। রাস্তায় চাট্টি লোক ধরে আরবিট প্রশ্ন করুন লিটল ম্যাগাজি কি, কি কএ চিনব এই কল্কি অবতারকে, চল্লিশ রকম উত্তর পাবেন (বা কিছুই পাবেন না)। যাঁরা "সেটা কি বস্তু, মাখে নাকি?" বলে কাটিয়ে দিলেন, তাঁদের নাহয় বাদই দেওয়া গেল, বাকিদের মধ্যেও কোনো মতৈক্য পাওয়া যাবেনা। একটা বড়ো অংশ বলবেন, "ও শালা আঁতলামো ছাড়া আর কিছু না।" পরের একটা অংশ, আন্দাজ করছি, বলবেন, "লেখার বাই চেপেছে, বড়ো কোথাও ছাপেনা, লিজেদের দোকান নিজেরাই খুলেছে"। মানে, সোজা বাংলায়, হয় অক্ষমের লোকাল গর্জন, কিংবা বড়দার থানে পৌঁছনোর সিঁড়ি। তিন নম্বর জায়গায় আসবে প্রতিবাদ, আদর্শ ইত্যাদি। অর্থাৎ, লিখে ফাটিয়ে দিচ্ছি, কিন্তু এ পোড়া দেশে সেসব বোঝার মতো কেউ নেই, গোল্লায় যাক প্রতিষ্ঠান,গোল্লায় যাক বাণিজ্যের রাঙামাসিমার সোপ অপেরা। আমি আমার মতো লিখব। পড়লে পড়ুন, কিংবা ফেটে যান। এরও পরে আরও একটা সংখ্যাতর লঘু একটা অংশ থাকবেন, যাঁরা চার নম্বরে আসবেন। তাঁরা শুধু প্রতিষ্ঠানকে নয়, পাবলিককেও গাল দেবেন। মানে প্রতিষ্ঠান বলতে তো শুধু কিছু বড়ো বাড়ি নয়, একটা ব্যবস্থা, জনরুচি যার অবিচ্ছেদ্য অংশ। অতএব যে জনতা সিরিয়ালপ্রিয়, খিস্তি তারও প্রাপ্য, সবই সাম্রাজ্যবাদের চক্রান্ত নয়। অবোধ বালকদের ভুল বোঝানো হচ্ছে, এমন না। পাবলিক ধুর হলে তার নিজের দায়িত্ত্বও আছে।

    এই সবকটা চিন্তার ধরণই কোনো না কোনো ভাষায় সমাজে আছে। দেবতোষের লেখাটি এই চারটির মধ্যে চার বা পাঁচ কোনো একটা অবস্থানের প্রতিনিধিত্ব করে। সমালোচনার জায়গা যদি বলতে হয়, তাহলে সেটা কোনো নৈতিক স্থানে নয়, বরং অন্য একটা জায়গায়। যে, একটি নির্দিষ্ট অবস্থান থেকে লিটল ম্যাগকে সংজ্ঞায়িত করে করে ফেলা হচ্ছে, বস্তুতঃ যে সংজ্ঞাটির কোনো অ্যাবসলিউট অস্তিত্বই নেই। "প্রতিবাদ" আর লিটল ম্যাগাজিন একেবারেই সমার্থক নয়, "বিকল্প" নয়, "প্রতিষ্ঠানবিরোধিতা" নয়, এমনকি "সচেতন" লেখাও নয়। মফস্বলের যে ছেলেটি ইশকুল ম্যাগানিএর স্ট্যান্ডার্ডের যে ম্যাগাজিনটি বার করেছিল, ধরুন, আজ থেকে কুড়ি বছর আগে, সে হয়তো পিকনিকের বদলে ম্যাগাজিন করত, এইসব প্রতিবাদ-টতিবাদের ধার কখনও ধারেনি। কলেজের যে ছেলেটি কবিতার কাগজ বার করেছিল, তার কাছে তার ম্যাগাজিন কেবলই যোগাযোগের সেতু, সিঁড়ির ধাপ, অন্য কিস্যু না। আবার ঠিক উল্টো দিকে সুবিমল মিশ্র স্রেফ লিটল ম্যাগাজিনকেই ধর্ম ও কর্ম মনে করে লিখে যাচ্ছেন, লিখেই যাচ্ছেন, তাঁর ক্ষেত্রে "প্রতিবাদবিরোধী", "বিকল্প" ইত্যাদি প্রভৃতি সবকটি শব্দবন্ধই হয়তো প্রযোজ্য।

    তা, কথা হল, আমাদের এইরকম কোনো মাপকাঠি আমাদের আছে, যা দিয়ে, আমরা ইশকুল ম্যাগাজিনের স্ট্যান্ডার্ডের পত্রিকাটিকে "লিটল ম্যাগ নয়" বলতে পারি? বা, ওই কবিতার পুচকে কাগজটিকে? যার চারটের বেশি সংখ্যা কখনও বেরোয়নি? পারিনা।

    লিটল ম্যাগ চিরকালই এক রামধনু ছাতা। পদলেহন থেকে নাক-উঁচু স্নবারি, দাদা-ধরা-হ্যাঁ-হ্যাঁ-সঙ থেকে পিতাকে প্রত্যাখ্যান-করা-কলাপাহাড়, অল্প কিছু চিন্তাশীল লেখা ও প্রচুর খাজা রচনা, প্রতিষ্ঠানের মতো, লিটল ম্যাগেরও অবিচ্ছেদ্য অংশ। শুধু "প্রতিবাদ"এর সঙ্গে লিটল ম্যাগকে জুড়ে ফেললে, সেটা গোটা স্পেকট্রামটাকে উপেক্ষা করে চোখ বুজে থাকাই হবে।
  • | ১৯ এপ্রিল ২০১৪ ০৯:৫৯635471
  • আচ্ছা ট্র্যাডিশানাল লি'ল ম্যাগওয়ালারা ব্লগ'কে কী চোখে দেখেন?
    আপাতত প্রশ্নটা দেবতোষ এবং তাপসের কাছে রইল।
  • ঈশান | ১৯ এপ্রিল ২০১৪ ১০:০৪635396
  • শুধু এইটুকুই না, একটা দ্বিতীয় জায়গাও আছে। সেটা এতটা নৈর্ব্যক্তিক নয়। সেটা প্রথম সমালোচনাটা থেকেই আসে।

    প্রথম পয়েন্টে দেখলাম, যে, "প্রতিবাদ" এর সঙ্গে লিটল ম্যাগকে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ফেলা হচ্ছে। যেটা, যাকে বলে ঠিক "বাস্তবানুগ" নয়। সেটা কেন করা হচ্ছে? মূলত নস্টালজিয়ার কারণে। আজ থেকে পিছিয়ে তাকালে দশ বছর আগের খোঁচগুলো মসৃণ হয়ে আসে, শৈশবের পৃথিবী হয়ে ওঠে শস্যশ্যামলা, অবিকল সেই ব্যাপার।

    তো, তাতে কিছু বলার ছিলনা। আমিও চল্লিশ পেরিয়ে মাঝে মাঝেই নস্টালজিক হই, শৈশবের সিঙ্গুরের কথা ভেবে :-)। সেসব খুব বাস্তবানুগ হয়, এমনও না। এখানেও "সবই সাবজেক্টিভ" বলে কাটিয়ে দিলেই হত। কিন্তু দিচ্ছি না, কারণ, এর একটা সুস্পষ্ট যুক্তিপরম্পরা আছে। সেটা দেবতোষের লেখায় সোজা করে বলা নেই। কিন্তু আমি যা পড়েছি, তা এইঃ "আগে লিটল ম্যাগ প্রতিবাদী ছিল, এখন নেই", "আগে চিন্তাশীল লেখক পাওয়া যেত, এখন যায়না", এই দুটোই (একটু প্যারাফ্রেজ করে লিখলাম), নস্টালজিয়ার সেই একই বুড়োপনা থেকে আসছে, এবং এর অবশ্যম্ভাবি পরিণতি হল "এখন সব শেষ, শুধু মৃতদেহে হাত দিয়ে বসে থাকা"। শেষ পাঁচটা শব্দ লেখার শিরোনাম থেকে নিলাম। এই শিরোনাম থেকেই, এই যুক্তিপরম্পরা থেকেই মনে হয়, "মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এমন লেখার অভাব, তাই আমাদের পত্রিকাটি আর বেরোবে না", এই ঘোষণাটি "কলার তোলা"।

    রাখঢাক রেখে লাভ নেই, নাঃ, এই ঘোষণাকে আমি একেবারেই কলার তোলা মনে করছি না, সে কথা বইমেলাতেও বলেছি এবং এখনও বলছি। এবং তার এই থিয়োরাইজেশনে, যাকে বলে যার-পর-নাই আহত হয়েছি। নস্টালজিয়ার চশমা খুলুন কমরেড, দশ বা বছর বা বিশ বছর আগে, পৃথিবী এমন কিছু বেশি প্রতিবাদী ছিলনা, এমন কিছু বেশি বিকল্পতায় ভরা ছিলনা। তখনও ফুসকুড়ির মতো গাদা ম্যাগাজিন চাদ্দিকে বেরোতো, সে কেবল বেরোবে বলেই। তখনও গাদা খাজা লেখাই বেরোতো চারদিকে। হ্যাঁ তখন ফেসবুক ছিলনা, ইন্টারনেট ছিলনা, এখন আছে। এখন ফুসকুড়ি গজানো সোজা হয়েছে আরো। তাতে ক্ষতি কিছু হয়নি। মূল গপ্পোটা একই আছে।

    এবং হ্যাঁ, ভাষা বদলাচ্ছে, বদলেছে, বদলাবেও। প্রচার-প্রসারের কায়দা বদলেছে। এসবে খাটনি আছে। সেটা দেবেন, নাকি নস্টালজিয়ার চশমা পরে বসবেন, সেটা অবশ্যই আমি ঠিক করে দিতে পারিনা। কিন্তু, ধুর চেপে রেখে কি হবে, অপর তুলে দেওয়ায় আমি মোটেও খুশি নই, দুঃখই পেয়েছি, সেটা বইমেলার পরে এখন আরেকবার জানিয়ে রাখলাম। ওইটা না হলে এত কিছু লিখতাম না।

    পুঃ দেবতোষের জন্য। আমি সৈকত। ঈশান নামে লিখে থাকি।
  • তাপস দাশ | ১৯ এপ্রিল ২০১৪ ১২:৪২635397
  • আমি ট্র্যাডিশনাল না তো !
  • তাপস দাশ | ১৯ এপ্রিল ২০১৪ ১২:৪২635398
  • আমি ট্র্যাডিশনাল না তো !
  • তাপস দাশ | ১৯ এপ্রিল ২০১৪ ১২:৫২635399
  • অন্য কিছু না, শুধু অপর তুলে দেওয়া নিয়ে ইশানের সঙ্গে একটা কথা বলে যাই । যদিও লাস্ট অনেক বছর আমি অপরের সঙ্গে তত যুক্ত ছিলাম না, তবু । পত্রিকায় ভালো লেখা পাওয়া কী দুষ্কর সেটা সত্যিই ঈশান জানে । সে দুষ্কর কাজ করার জন্যে সোমনাথ আর তাগিদ অনুভব করছিল না । আর সোমনাথের হাত থেকে ব্যাটন নেওয়ার মত কেউ ছিল না । এটা সোমনাথের সঙ্গে আমার কথোপকথনের ভিত্তিতে লিখলাম । আমি পচন্ড মন খারাপ হলেও সিদ্ধান্ত সঠিক বলে মনে করি । ফালতু মড়া ঘাড়ে করে নিয়ে গেলে হাততালি পাওয়া যায় বটে, কিন্তু হাততালির জন্যে তো অপর বের করা হত না । তৃপ্তির জন্যে হত । তৃপ্তিই না থাকলে আর কেন এ মিত্রতা? শ্রম-শম্ভুর সঙ্গে?
  • দেবতোষ | 127.194.69.119 | ১৯ এপ্রিল ২০১৪ ১৩:৪১635400
  • তাই বলি, ঈশান কোণের মেঘটির রঙ আমার চেনা লাগে কেন? গদ্য আর ভাবনার ঋজুতা চিনি চিনি করি, চিনিতে না পারি...

    কিন্তু সৈকত, লি.ম্যা'র একটা ঐতিহাসিক পরম্পরা আছে যা গ্রাহ্য। তোমার গোলার্ধেও যা এখানেও তাই। লি.ম্যা কী ও কেন এবং কোথা হইতে আসিয়াছ বলে এখন গঙ্গোত্রী খুঁজতে গেলে মুশকিল। আমি চালু ও স্বীকৃত ভাবনা-ভুবনের ওপর দাঁড়িয়ে দু'টি কথা বলেছি। খুব একটা প্যাথলজিক্যাল পরীক্ষা বা ডিএনএ টেস্ট-ফেস্ট করতে যাইনি। সেটা বিষয়ান্তর। অন্য লেখা হতে পারে।

    আর আস্তিন গুটিয়ে প্রতিবাদ-টতিবাদ নয়, সংখ্যার পর সংখ্যায় কী লিখছি আর কী ছাপাচ্ছি এই বোধটুকু থাকলেই হয়। '...ভাষা বদলাচ্ছে, বদলেছে, বদলাবেও। প্রচার-প্রসারের কায়দা বদলেছে। এসবে খাটনি আছে।..' আছে তো, কিন্তু গোয়েন্দা লাগিয়ে সেইসব খুঁজতে হবে লি.ম্যা'য়, বরং উল্টোটাই সত্য, খবরের কাগজ কত বুদ্ধিমত্তার সঙ্গে ভাষা বদলে ফেলল! সবার হয় না, কিন্তু কখনও কখনও সত্যিই মনে হয় সংবাদ মূলত কাব্য।

    উদাঃ চব্বিশ ঘণ্টা টিভি আসার পর খেলার খবর আর লেখার কিছু ছিল না, কী লিখবে, কিন্তু তারপরেও গৌতম ভট্টাচার্যের লেখা হেডলাইন হয়েছে। কারণ তাঁর হাতে ভাষা আছে, তিনি জানেন আর বল-টু-বল ধারাবিবরণী নয়, অন্য বিবরণী দিতে হবে। আর তার জন্য কলমের জোর চাই। খবরের কাগজের দুনিয়ায় 'লিটল ম্যাগ' বলে যার শ্লাঘা ছিল (খেলার কাগজ বলেও পরিচিত) সেই 'আজকাল' কিন্তু পারেনি। দেবাশিসের হয়ত গৌতমের থেকেও যোগাযোগ বেশি, কিন্তু দেবাশিস ঘটিহারা মানে ভাষাহারা, ফলত হল না।

    খবরের কাগজ, মুলত আনন্দবাজার (এখন কিছুটা 'এই সময়'ও) পারল কিন্তু সংখ্যাবাতিক লি.ম্যা পারেনি। বাংলা অন্বয়-অনন্বয় সম্পর্কেই সচেতনতা কত কম। ক্রিয়াপদের ব্যবহার নিয়ে ভাবনাহীন। সেই বাঙালিসুলভ বিশেষণের প্রাবল্য এখনও। ভাবাবেগ। তৎসমবহুল। দু'একজনের ব্যক্তিগত কলমের ক্যারিশমায় দু'একটি লেখা হয়ত পড়া গেল, কিন্তু বাকিটা? যার কথা বলেছি, সেই 'যোগসূত্র' খুললেই বোঝা যেত পুরো প্রক্রিয়ার পেছনে একটা সচেতন মস্তিষ্ক আছে। একটি পাতাও না ভেবে তৈরি হয়নি। তাই ওটার উদাহরণ দিয়েছি। সারাবছর ৩০০০ পৃষ্টা ছাপা হয় অনুষ্টুপ, তুমি মনে করে বলতে পারবে সৈকত, গত কয়েক বছরে কোনো প্রবন্ধ বা আখ্যানের কথা যা অন্যরকম?
  • দেবতোষ | 127.194.69.119 | ১৯ এপ্রিল ২০১৪ ১৩:৪২635401
  • উল্টোটাও আমাদের হতাশ করেছে। ভাল লেখা ছাপিয়েও পাঠক ক্রমাগত কমে যাওয়া। অপরের ক্ষেত্রে আমরা দেখেছি, কত অসাধারণ প্রবন্ধ স্রেফ অপঠিত থেকে গেল। সব্যসাচী অনুরাগ দাস গল্প ও প্রবন্ধে যা করেছেন, সেই মাপের কাজ স্বীকৃত হল না। অপরের গুটিকয় পরিচিত পাঠক জানে। মানে। সেক্ষেত্রে আমাদের বিপণন ভাবনা-টাবনা বেশ গোলমেলে বলতে পার কিন্তু পুরনো পাঠকও আর অপরে থাকল না। আমরা পারিনি তাই বন্ধ তো করতেই হবে। এই পয়েন্ট অবশ্য লেখাটায় নেই। এটা অপরের অভিজ্ঞতা। তুমি অপরের প্রসঙ্গ তুললে বলে বললাম।

    বের করেই যেতে হবে এই মৌলবাদী ভাবনার বিরুদ্ধেই তো আমি বলেছি। সেটা হয়ে গেলে, তখন আর কী লেখা ছাপাচ্ছি মুখ্য থাকে না, ছাপিয়ে যেতে হয়। আমরা তা করব কেন? এটাও মনে রাখার, ভাল লেখা না পেলে অপর আমরা বেরও করতাম না। তাই বেরোনোর কোনো নিয়মও ছিল না। বিষয়টা তাই নস্টালজিয়ার নয়। পরিশ্রম-বিমুখতারও নয় সম্ভবত।
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৪ ০৭:৪৫635402
  • এইটার অনেক কিছুর সঙ্গেই একমত। বিশেষ করে ওই খবরের কাগজ, মূলতঃ আনন্দবাজারের প্রসঙ্গটায়। কী অসম্ভব ভাবে ভাষা বদলেছে ওরা, পুরো রিপোর্টিং অন্যরকম করে ফেলেছে টিভি আসার পর, মার্কেজের ভাবশিষ্য মনে হয়। ভয়ের চোটে এই উদাহরণটা কোথাও দিইনা, লোকে মারবে বলে, কিন্তু এ প্রচন্ড বাস্তব। :-)

    যাগ্গে, তুমি এসে যখন পড়েইছ, লেখ। আর এই কথাবার্তায় অন্যরা পার্টিসিপেট করতে ঘাবড়াবেন না। এ কিছু বৌদ্ধ গুম্ফার গোপন তন্ত্রোচ্চারণ হচ্চে না। :-)আমরা "অপর" ছেড়ে সাধারণ কথাবার্তা বলতেই পারি।
  • ঈশান | ২০ এপ্রিল ২০১৪ ০৮:৩২635403
  • আর চারলাইনও লিখি। যেটায় একমত নই, সেটাও থাকুক।

    সত্যিই, মস্তিষ্ক চর্চার মতো বেশি কিছু আর খুঁজে পাইনা বাংলা লেখালিখিতে। মেনস্ট্রিমে নয়, লিটলে নয়। আমি শুধু নয়, পরিচিত লোকজনের ফিডব্যাকও তাই। অনেকে সঙ্গে যোগ করে দেন, "আমার যেটুকু যা চোখে পড়ে, সেখানে"। আমার মনে হয়, এই ইতি-গজ সাপ্লিমেন্টটি এখানে জরুরি, কারণ, কবি বলেছেন, কেবলই দৃশ্যের জন্ম হচ্ছে। কবি আরও বলেছেন, তুমি যা জিনিস গুরু, সত্যি বলছি আমিও জানিনা। :-)

    ইয়ার্কি নয়, সত্যিই অন্যান্য কথা মনে পড়ে। বাংলা গানের কথা মনে পড়ে। আশির শেষাশেষি তাকে তো পুরোটাই খরচার খাতায় ফেলে দেওয়া হয়েছিল। সে মরে ভূত হয়ে গিয়েছিল, তার আর কিছু হবার ছিলনা। নব্বইয়ের শুরুতে কোথা থেকে কী হইয়া গেল, আচম্বিতে ভূতেরও ভবিষ্যৎ দেখা গেল দিগন্তে। সে তো এমনি এমনি হয়না, ভিতরে-ভিতরে কোথাও কিছু একটা চলছিল, মসৃণ ও নির্জীব ত্বকে সেসব ফুসকুড়ি চোখে পড়েনি।

    শুধু গান কেন, এই ২০০০ পরবর্তী আমেরিকায় বসে ফুটবল, মানে সকারের ক্রবর্ধমান বাড়বাড়ন্ত দেখে হতবাক হয়ে যাই। সবাই জানে আমেরিকানরা কস্মিনকালেও ফুটবল খেলতনা। ফুটবল বলতে তারা অখাদ্য একটা মারামারির খেলা বুঝত। ওই ২০০০ সাল টালেও। অথচ আজ দেখি পাড়ায় পাড়ায় সকার খেলা। কোচিং। প্রশ্ন হল, এত কোচ এই ক বছরে জুটল কিকরে? বেকহ্যাম আমেরিকায় এসে তো আর ধরে ট্রেনিং দেননি সবাইকে। তার মানে ভিতরে ভিতরে একটা গপ্পো ছিলই। একটা চর্চার গপ্পো। হিস্প্যানিকদের হাত ধরেই হোক, মেক্সিকো ঘেঁষা টেক্সাসেই হোক। চর্চাটা শুধু চোখে পড়েনি।

    তাই, ফুসকুড়ি কোথাও গজাচ্ছেই। মনে হয়।
  • .... | 127.194.193.139 | ২০ এপ্রিল ২০১৪ ১০:০৩635404
  • যা বুঝলাম, ভালো লেখা মানে ভালো লেখকদের ভালো লেখা। ভালো লেখকদের এক জায়গায় আনতে হবে, তারপর তাদের থেকে ভালো লেখা বের করতে হবে। যে কাগজ এটা করতে পারবে সেই ভালো কাজ করছে বলে ধরা যাবে। তো, আজকের বাংলা ভাষায় ভালো লেখকদের একটা ছোটো খাটো তালিকা করে নিয়ে তাদের খুঁচিয়ে লেখা বের করে একটা সংখ্যা করে দেখা যেতে পারে।

    ভাবতে চাইছি আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো পত্রিকা করতে হলে কী করিতে হইবে?

    অনলাইন লেখালেখি নিয়ে, ফেসবুকের বাইরে, দেবতোষবাবুর বক্তব্য জানতেও ইচ্ছুক।
  • gajaa | 121.93.163.126 | ২০ এপ্রিল ২০১৪ ১১:২৫635405
  • আমার মনে হয় এই সময় সবার আগে বাংলায় একটা ভালো সাহিত্য পত্রিকার প্রয়োজন ভাষাটাকে বাঁচানোর জন্য ও বাংলায় ভাবনা চিন্তা করার আত্মবিশ্বাসকে জিইয়ে রাখার জন্য। এই পত্রিকাকে কোনও অর্থেই লিটিল হলে চলবে না। তাহলে ঐ "ভালো লেখা ছাপিয়েও পাঠক কমে যাবে"।
    মনে হয় একটা মধ্যপন্থা কাজে আসতে পারে। যাতে কোয়ালিটিও থাকবে আবার বিক্রির কোয়ানটিটি বাড়বে।জনমানুষের স্মৃতির ওপর বেশি চাপ যাতে না পরে তাতে মাসিক প্রকাশ হলে ভালো হয়। এতে বড় লেখা ধারাবাহিক আকারে রাখা যাবে।
    এই প্রচেষ্টা যে একেবারে হচ্ছে না তা নয়। এই তো "শিলাদিত্য" পত্রিকা চেষ্টা করছে। নেট এ দেখলাম "আগামীকাল" নামে আরেকটি পত্রিকা একই চেষ্টা শুরু করেছে।
    কিন্তু এই কাজে কোথাও একটা ফাঁক আছে যে জন্য এরা লেখকের সেই বিশ্বাস এনে দিতে পারছে না, যে আমি একটা সিরিয়াস পাঠক গোষ্ঠির চোখে পড়েছি, যাদের জন্যা আমাকে চিন্তা ভাবনা,নিজের দেখা ও দেখানোকে আরেকটু মাজাঘসা করে নিজেকে শান দিতে হবে।
    এটা হচ্ছেনা বলেই অনেক সম্ভাবনা মাথা মুড়িয়ে নিজেকে সাইজ করে "চোখ বুলিয়ে ফেলে দেওয়া কাগজে" লিখে নষ্ট হচ্ছে।
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৩:১৫635407
  • ভালো লেখকদের এক জায়গায় আনতে হবে - লিটল ম্যাগাজিনের কাজ এরম হলে মুস্কিল । ভালো লেখক মানে কে বা কারা? যাঁরা ভালো বলে প্রতিষ্ঠিত? নতুন লেখকদের ভালো হয়ে ওঠার স্পেস কই তাহলে? তৈরি হয়ে থাকা ভালো লেখকদের তালিকা করা সহজ - লিটল ম্যাগাজিন আরেকটু কণ্টকময় পথে হাঁটুক না !
  • h | 127.194.232.116 | ২০ এপ্রিল ২০১৪ ১৩:২৬635408
  • এই জন্যেই তো আমি লিখি না, যাতে তরুণ লেখক লেখিকারা লেখার জায়গা পান ;-)
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৩:৩৫635410
  • h প্রতিষ্ঠিত ভালো লেখক? সিরিয়াসলি জানতাম না ।

    সরি, আগে হয়তো মশকরা করে ফেলেছি । শুনুন না, বলছি, আপনার জানা কোনো পাবলিশার আছে ভালো? সৈকত আমার বই ছাপবে না বলেছে
  • .... | 127.194.213.160 | ২০ এপ্রিল ২০১৪ ১৩:৫৬635411
  • এখানে বইপত্তর বলে একটা সেকশন রয়েছে দেখা যায়। প্রাক্তন অপরেরাও রয়েছেন। শুধু বিলুপ্ত অপর সংখ্যাগুলোরই অভাব। সেগুলো তো তেমন ভল্যুমিনাস ও ছিল না শোনা যায়। তো যারা পড়েননি ও অদূর ভবিষ্যতেও পড়তে পারার সম্ভাবনা নেই, তাদের জন্য, সৎ সাহসী অবশ্যপাঠ্য কলারতোলা পত্রিকাটির কিছু সংখ্যা তো তুলে রাখাই যায়, নাকি? অন্তত প্রাক্তন দুয়েকজন সংসপ্তকেরাও যদি দায়িত্ব নেন। ইত্যাদি।
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৪:০৪635412
  • পত্রিকাও করব, বেচে বেচে ফুরিয়েও দেব - আবার ফুরিয়ে গেল বলে গোটা গোটা পত্রিকা ফের কম্পোজ করব - ভাবীকালের জন্যে - এদিকে পত্রিকার তালিকাও তৈরি করছি ! উরেঃ ভলান্টারিজম !
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৪:০৮635413
  • নাহ, অন এ সেকেন্ড থট - আমি সিরিয়াসলি সব পত্রিকা কমপোজ করে তুলে দিতে পারি, অপর ছাড়াও - তবে চাকরি ছেড়ে দিতে হবে । তাইলে অবশ্য আর ভলান্টারি থাকবে না -
  • .... | 127.194.209.160 | ২০ এপ্রিল ২০১৪ ১৪:২৫635414
  • কম্পোজ? না না, স্ক্যান করলেই হবে, আধঘন্টার বেশি লাগার কথা নয়, একেকটা বই। চোন্দিলের ওয়াইটুকে যেভাবে আছে। পরে ওসিআর ইত্যাদি খুঁজে দেবার লোক আছে তো।
  • দেবতোষ | 127.194.68.210 | ২০ এপ্রিল ২০১৪ ১৫:১৪635415
  • শেষ দুটো অপর ২০১০ আর ২০১৩ সংখ্যা পিডিএফ পাবেন aainanagar.com -এ।
  • তাপস দাশ | ২০ এপ্রিল ২০১৪ ১৫:৩১635416
  • আর আমার কিনা স্ক্যানার নেই !
  • T | 24.139.128.15 | ২০ এপ্রিল ২০১৪ ১৬:০৩635418
  • পত্রিকাও করবেন, বেচে বেচে ফুরিয়েও দেবেন, ফুরিয়ে গেলে গোটা পত্রিকা স্ক্যানও করবেন, ভাবীকালের জন্যে আপলোডও করে রাখবেন। ভাবীকাল যখন ইতিহাস লিখবে তখন এই সমস্ত ডিজিটাল আর্কাইভের গুরুত্ব হবে অপরিসীম। না চাইলে নাও করতে পারেন, লিটল ম্যাগ কি ছিল আর কি হ'ল এর ধারাবিবরণীতে না হয় কটা ব্ল্যাঙ্ক থেকে যাবে। এর বেশী কিছু যাবে আসবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন