এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রবেশাধিকার: আইপি ও লগইন নিয়ে দুটো একটা কথা

    তাপস
    অন্যান্য | ০৭ মে ২০১৪ | ৬২৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 188.83.87.102 | ০৭ মে ২০১৪ ০১:৩৪639105
  • বাধ্যতামূলক লগিন
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০১:৩৪639104
  • আর লগিন নিয়ে অ্যাজ সাচ অলাদা করে কিছু বলার নেই। ফেসবুক বা গুগল ব্যবহার করে লগিন করার ব্যবস্থা ইতিমধ্যেই আছে। সেটা মোটের উপর ঠিকই চলে। চাপেরও কিছু না। বাধ্যতামূলক করে দেওয়াও খুব বেশি সমস্যার কিছু না।

    ব্যস। এবার বলুন।
  • rabaahuta | 172.136.192.1 | ০৭ মে ২০১৪ ০১:৩৬639106
  • মাস্কড আইপি, পুরোটা দেখার জন্যে লগিন করতে হবে। আমি তো আর আইঅটিগাই নই, তাই এটা কতটা জটিল আমি জানিনা।
  • Sibu | 84.125.59.185 | ০৭ মে ২০১৪ ০১:৪৩639108
  • লগড-ইন ইউজারের আইপি ডাটা রাখা মানে ইউজারকে ট্র্যাক করা। সে ডাটা কিভাবে রাখা যায়, কদিন রাখা যায়, কি ধরনের ইউজার এগ্রিমেন্ট এবং ডিসক্লোজার দিতে হবে সে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন আইন আছে। এবং সে সব আইন ঘন-ঘনই বদলায়। একগাদা পোটেনশিয়াল ঝামেলা নিতে না চাইলে লগ-ইন এবং আইপি ডাটা সেভ করা একসাথে না করাই ভাল।

    এছাড়া, ইউজারকে না জানিয়ে আইপি ডাটা রাখাও বিপজ্জনক হতে পারে। এখন আইপি ডিসপ্লে করা হয়। কাজেই ইউজার বলতে পারবে না আমি জানতাম না। কিন্তু না জানিয়ে আইপি ট্র্যাক করলে সে ডাটা নিয়ে সাইবার (হ্যারাসমেন্ট বা হোয়াটএভার) কেস করতে গেলে উল্টো বিপত্তি হতে পারে।

    এটা প্রাইভেট ডাটা প্রসেসিং-এ দীর্ঘ অভিজ্ঞতার সুবাদে বলা। শোনা বা না-শোনা সাইট ওনারের ইচ্ছে।

    আমি ব্যক্তিগত ভাবে আইপি ডাটা রাখা ও লগ-ইন দুটোরই বিরুদ্ধে।

    ডিঃ - আমি উকিল না, এবং এই পোস্ট উকিলি পরামর্শ (বা তার সাবস্টিটুট) না। নিজ দায়িত্বে বিশ্বাস বা অবিশ্বাস করিবেন।
  • Blank | 69.93.245.110 | ০৭ মে ২০১৪ ০১:৪৩639107
  • নো লগিনে ভোট দিলাম। (অপশনালে আপত্তি নেই, যেমন এখন)
    আইপি মাস্কিং এ ভোট দিলাম। নীতিগত ভাবে এখনকার জালি মাস্কিং এর সাথে অ্যাকচুয়াল মাস্কিং এর কি ডিফারেন্স? থিওরোটিকালি এখনো শুধু মডারেটর বা সাইট ওনার জানে আসল মাস্কিং।
  • এমেম | 127.194.226.1 | ০৭ মে ২০১৪ ০১:৪৪639109
  • ঈশানের একটা কথা বলেছে, এ 'মূলতঃ বালখিল্যদের ঠেক, প্রাপ্তবয়স্কদের তো ঠিক না'। যদি এইটা মেনে নেওয়া যায় (বয়েস নির্বিশেষে) তাহলে আইপি দেখা গেলেও কোনও ক্ষতি নেই।

    এই হল আমার মূল্যবান মত।
  • আমার ভোট | 212.142.114.143 | ০৭ মে ২০১৪ ০২:০৪639110
  • এমনিতে পুরো খোলা আইপি,
    পুরো/আংশিক ঢাকতে গেলে লগিন করতে হবে।

    লগ ইন করার বাংলা হল গিয়ে গুঁড়ি মেরে ঢোকা। আপনি মাথা উঁচু করে ঢুকবেন না গুঁড়ি মেরে ঢুকবেন সেটা আপনার ব্যাপার।
  • এমেম | 127.194.226.1 | ০৭ মে ২০১৪ ০২:১৫639111
  • একটা জেনারাল আন ম্যানেজেবিলিটি চাই। হনু যেমন বলেছিলেন বঙ্গে কৃষি সমস্যা টইতে (h Date:16 Jul 2013 -- 11:58 PM) --

    'সমাজবাদের ইতিহাস, মূলতঃ ডিসগাস্টিং ফ্যাকশনালিজম এর ইতিহাস। তাতে লজ্জা পওয়ার কিছু নেই, এটা শুধুই ক্ষমতার ইসু নয়, ব্যাপারটার নেচার ই এই। মানে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পড়ে আমরা এই শিকিচি, যত ঝগড়া তত গণতন্ত্র। ক্যালাকেলি সম্পর্কে বড় রা কিচু বলেন নি।'
  • pinaki | 93.180.243.109 | ০৭ মে ২০১৪ ০২:১৮639112
  • আমি আমার ভোটকে আমার ভোট দিলাম। দুটো অপশন থাকবে। দুটোরই পসিবিলিটি লিমিটেশন পরিষ্কার লেখা থাকবে। ইউজার বেছে নেবে।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০২:২৯639114
  • আরে এটা মোটেও ভোটাভুটি হচ্ছেনা। তিনখানা প্রবলেম স্টেটমেন্ট। একটা সলিউশন বার করুন। সব দিক বাঁধা সলিউশন হলে নিয়ে নেওয়া হবে। শুধু "আমার দাবী" বললে হবে?

    অংশত "আমার ভোট" আর হুতো এই লাইনে ভাবছেন। বাকিরাও ভাবুন। তবে ওই, আগে যা বললাম, খুব দেরি করবেন না। :-)
  • Abhyu | 86.164.62.98 | ০৭ মে ২০১৪ ০৩:১৫639115
  • আমার বক্তব্য, আইপি যেমন আছে থাক। লগিন-ও যেমন অপশনাল আছে থাক। আইপি একেবারে (বা অনেকটা) হাইড করে দিলে বেনামে ফিস্তির প্রবণতা বাড়বে, সেটা কাম্য নয়। তার অল্টারনেটিভ হল বাধ্যতামূলক লগিন। তাতে আড্ডার রসটা মারা যাবে। (ব্যক্তিগতভাবে আমি অবাধ্যতামূলক বেআইন বেশি পছন্দ করি কানমলা মোচড়ের আইনের থেকে।) অন্ততঃ ভাটে পোস্ট করতে যেন লগিন না লাগে।
  • এমেম | 127.194.226.1 | ০৭ মে ২০১৪ ০৩:১৯639116
  • অভ্যু যেটা বলেছে, আমারও তাই মত।
  • s | 182.0.249.87 | ০৭ মে ২০১৪ ০৩:২৩639117
  • আচ্ছা এই আইপির বদলে মিষ্টি মিষ্টি নাম দিলে চলে না। যেমন কেউ মুম্বই থেকে পোস্ট করছেন স্থান আসলো সওদাগর, দিল্লি থেকে হলে হল সিংহাসন, কলকাতা থেকে নীললোহিত, বীরভূম থেকে গীতাঞ্জলি, নিউ ইয়র্ক থেকে কিংকর্তব্যবিমূঢ়, লন্ডন থেকে চলন্তিকা, এইরকম আর কি।
    একটা লুকাপ টেবিল থাকলেই হবে। জনগন নিত্য নতুন শব্দ দিয়ে তাকে আপডেট করে যাবেন। এক জায়গার একাধিক শব্দও থাকতে পারে, গুরু খেয়াল খুশি মত শব্দ তুলে দেখাবে।

    মামু ভাবতে বলেছে বলেই না এত ভাবলাম ঃ-)
  • Atoz | 161.141.84.164 | ০৭ মে ২০১৪ ০৩:২৫639118
  • বাধ্যতামূলক লগিন হয়ে গেলে আর কে কী করবে জানিনা, আমি পলায়ণ করবো আর বাকী যারা পলায়ণ করতে ইচ্ছুক তাঁদেরও পথ দেখিয়ে দেবো। ঃ-)
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০৩:২৯639119
  • "যেমন আছে তেমন" তো? সেটা খুবই ফিসিবল। খুব খারাপ কিছু তো চলছে না।

    তবে সেক্ষেত্রে একটি মিনিমাম ডেকোরাম প্রত্যাশিত। নিয়মিত ব্যবহারকারীদের কাছ থেকে (যিনি একদিন একটা পোস্ট করেছেন তাঁর থেকে নয়)। খোলা ঠেকের স্বাধীনতা থাকলে, সেটা মেনটেন করার কিছু দায়িত্বও থাকা দরকার। সেটা নিয়ে নিয়মিত ব্যবহারকারীদের মোটামুটি ঐকমত্যে পৌঁছতে হবে, এবং মেনে চলতে হবে।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০৩:৩২639120
  • আগেরটা অভ্যু আর ম্যামিদির পোস্টের প্রতিক্রিয়া।
  • pinaki | 93.180.243.109 | ০৭ মে ২০১৪ ০৩:৩৫639121
  • কিন্তু ব্ল্যাংকির বক্তব্যটা নিয়ে তোমার কী মত? মানে এই মুহুর্তে দাঁড়িয়েও তো মাস্কড আইপির পুরোটা একমাত্র তুমিই দেখতে পাচ্ছো। (সাথে কিছু এক্সপার্টরাও পাচ্ছে অবশ্য। কিন্তু অনেকে সেই টেকনিক জানে না।) আর একটু বেশী মাস্কড হলে আলাদা কী হবে? মানে যে জটিলতার কথা তুমি বললে সে তো এখনো ভ্যালিড। নয় কি? নাকি আমি কিছু বুঝতে ভুল করছি?
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০৩:৪৩639122
  • নান। এই মূহুর্তে যা আছে সবাই দেখতে পাচ্ছে। আমিও সেটাই দেখতে পাচ্ছি। আলাদা করে কিচ্ছু কোথাও নেই।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০৩:৫২639125
  • এবং এটাকেই ব্ল্যাংকি জালি মাস্কিং বলেছে। ওমনাথও তাইই বলেছে। ঠিকই বলেছে। :-)
  • Abhyu | 86.164.62.98 | ০৭ মে ২০১৪ ০৩:৫২639123
  • হ্যাঁ ঈশানদা আমি একমত। একটি মিনিমাম ডেকোরাম অবশ্যই প্রত্যাশিত, অন্তত যাঁরা আয়ারাম-গয়ারাম নন তাঁদের কাছে। দুঃখের কথা সেটা সব্সময় পাওয়া যায় না। আমি সেসব ক্ষেত্রে "ওর তো এই রকমই স্বভাব" ভেবে সান্ত্বনা পেতে চেষ্টা করি।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০৩:৫৩639126
  • অভ্যু, পরে লিখব, আমি এবার কাটলাম।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০৭:৫০639127
  • ডেকোরাম প্রসঙ্গে যা বলছিলাম শেষ করে নিই। এখানে ফোরামের পলিসি কী হবে সে নিয়ে গুচ্ছ আলোচনা। কোন টই থাকবে, কী মোছা হবে। আইপি থাকবে কিনা লগিন হবে কিনা। অ্যাডমিন হিসেবে কী মোছা উচিত কী না। সে খুবই ভালো। গুরুর ফোরাম সম্পর্কে কমিউনিটি নামক একটি কথাও শুনতে পাই। নীতিনির্ধারণে ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণ খুবই স্বাস্থ্যকর।

    কিন্তু সেটা তো একটা দিক। কমিউনিটির অন্য দিক হল একটা সেল্ফ ডিসিপ্লিন। লাঠি হাতে কিছু চালালে তো কমিউনিটি চলেনা। ফলে কিছু ডেকোরাম দরকার। বিলংগিংনেস থাকলে, তার কিছু দায়িত্বও নিতে হয়। তা, আমার মতে, বেশ কিছু ক্ষেত্রে এই দায়িত্বটুকু আমি দেখতে পাইনি। খোলাখুলিই বলি, গুরু নিয়ে যখন বলা হয়, সে আইনী হুমকিই হোক, পয়সাই হোক, বা গুরু ব্যবহারকারীদের ডেটা সংগ্রহই হোক, শুবা বলাই হোক, সেগুলো আপত্তিকর লাগে।

    তা, পলিসির পাশাপাশি, এইগুলো নিয়েও আলোচনা চাইছি। খোলাখুলিভাবে। নচেৎ লগিন হোক, আর যে পলিসিই হোক, ইমপ্লিমেন্ট করা অসম্ভব।

    আজ আর আমি নেই। তবে আপনারা, লিখতে থাকুন।
  • Abhyu | 86.164.62.98 | ০৭ মে ২০১৪ ০৮:১৫639128
  • আপত্তিকর তো বটেই। কিন্তু সাধারণভাবে এগুলো বেশিরভাগ লোক কনডেম করে, এবং, আসতে আসতে নীচের দিকে চলে যায়। কিন্তু এটা ওপেননেসের একটা নেসেসারি প্রাইস যেটা দিতেই হবে, পুরোপুরি এলিমিনেট করা অসম্ভব। সবাই ওপেনলি কনডেম করছে না মানেই মৌনং সম্মতিলক্ষণম্‌ সেটা নয়।
  • কল্লোল | 125.241.36.255 | ০৭ মে ২০১৪ ০৮:২৯639129
  • অ্যায়, ঈশেন এক্কেরে ঠিক কইসে।
    লগইন-টগইন, মুখোস অইপি, এমনকি আইপিও চই না। কেন আমরা একটা সামান্য ভ্দ্রতা বজায় রাখতে পারবো না?
    কারুর কথা আমার ভালো নাই লাগতে পরে। তো সেই লেখা না পড়লেই হয়। তার সাথে মিনিময় না করলেই হয়।
    আর না হলে তেড়ে তক্কো করুন, এঁড়ে তক্কো করুন, চালাক তক্কো করুন, বোকা তক্কো করুন। ব্যক্তি ধরে টানবেন না। পিটি বা বোতিন বা কারুর নমে কেউ টই খুলবে কেন? কেন একটা মানুষের ব্যক্তিজীবন নিয়ে টানাটানি?
    আমরা কি এতোটুকু প্রাপ্তমনষ্ক হতে পারি না?
    আর এসব সত্ত্বেও কেউ যদি তেমন কিছু করেও, তো তকে অবজ্ঞা/উদাসীনতা/অবহেলা/উপেক্ষা করা কি এতই কঠিন??
    আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি, যাদের সাথে আর মিনিময় করবো না বলে ফতোয়া দিয়েছি, সে সব ফতোয়া, ছেঁড়া ফতুয়ার মতো উড়ে গেছে মাসখানেকের মধ্যেই।

    তুমি দ্যাখো তোমার মতো
    আমি দেখি আমার মতো
    তাই নিয়ে এতোসব মারামারি হানাহানি হয়
    এই কি পরিচয়
    মানুষের এই কি পরিচয়
    জীবন বড়োই ছোটো
    সময় নেই
    অকারণ হানাহানি
    বন্ধু তাই বলি
    এ অপরাধ
    আর তোমাদের বলি বরে বরে বার
    তুমি দ্যাখো আমার মতো
    আমি দেখি তোমার মতো
    তাহলেই ম্যাজিকের মতো সব কিছু ঠিক হয়ে যায়
    এইতো পরিচয়
    মানুষের এইতো পরিচয়।

    এটা কোন কবিতা নয়। Beatlesএর We can work it outএর সুরে গেয়ে দেখতে পারেন।
  • jhiki | 190.214.232.76 | ০৭ মে ২০১৪ ০৯:৩৪639130
  • বাধ্যতামূলক লগিন চাইনা।

    আইপি তে তো ফোনের নেটওয়ার্ক দেখায়, নো ইস্যু।
  • sosen | 127.194.197.68 | ০৭ মে ২০১৪ ১০:২২639131
  • লগিন চাই না। বাধ্যতামূলক লগিন হলে চলে যাবো।
  • Ekak | 24.99.68.171 | ০৭ মে ২০১৪ ১০:৫১639132
  • আইপি চাইনা ( আইপি ট্রেস করে পার্সোনালি চমকানো-শোধরানো ১০০% ব্যাক ফায়ার করতে পারে যদি সেই ব্যক্তি একটু আইন জানে । কে কাকে শালা বলেছিল পুরো নন ইস্যু হয়ে যাবে )
    লগইন চাইনা ( ফেবু লগইন হচ্ছেনা এমনিতেই । আর ফেবু লগইন ট্র্যাক করে ভবিষ্যতে এডোয়ার এর উত্পাত হবেনা এমন গ্রান্টি নাই )
    মডারেশন চাইনা
    রুলস চাইনা
    পলিসি চাইনা

    কিস্সুই চাই না আরকি । সিকীয়রিটি ইস দ্য এভিল । সিকীয়রিটি চাইনা । যে যার নিজের মত বুঝে নেব । গুরু এডমিন শুধু দেখুন যে ডেটা টুকু আসছে -আছে সেটা সিকীয়র থাকে । রেগুলার ব্যাক আপ থাকে । উড়ে না যায় । সেটাই প্রচুর কাজ । ডেকে আর ঝ্য়াম নেবেননা কায়ন্দলি । এটা আমার নিজস্ব মত । এটা একটু চাই-ওটা একটু চাই তে বিশ্বাস করিনা ।ওখান থেকেই সব আপদের শুরু ।
  • | ০৭ মে ২০১৪ ১০:৫৩639133
  • যারা আই পি ফুল মাস্কিং বা এনক্রিপশানের কথা বলছেন তারা আইপিটা ডিসপ্লে করতে চাইছেন কেন?
  • Ekak | 24.99.68.171 | ০৭ মে ২০১৪ ১১:০০639134
  • "পাবলিক ডেটা " হিসেবে লেজিতিমায়স করার জন্যে । ধরুন আমি একটা অবল তাবোল নাম নিয়ে এসে আপনার নাম চাট্টি এবিউসিভ কথা বোল্লুম । বা নিছক গালিগালাজ । এবার আইপি পড়ে সিকি (প্লেস হোল্ডার ) বেশ দাবড়ে গ্যালো ওহে অমুক অমুক তুমি তো অমুক জায়গা থেকে লগইন করেছ । মজা দেখাবো ? আমি বেশ ভয়ে গত্তে সেন্দিয়ে গেলুম ।
    এবার আইপি যদি পাবলিক ডেটা না হত তাহলে আইনের চোখে ওটা এমন একটা ডেটা যা এডমিন সিকির কাছে প্রকাশ করেছে । এটা বেশ গোলমেলে অপরাধ । নেটে গালাগাল দেওয়ার চেও কয়েকশ গুন গোলমেলে । একচুয়ালি আমার নাম এফাইআর না হওয়া পর্যন্ত্য এডমিন পুলিশ কেও ওই ডেটা দিতে বাধ্য নয় তাও সাইবার সেলের চিঠি লাগে ।
    এই পুরো জটিলতা তা এড়াতে আইপি পাবলিক । আমি এটুকুই বুঝেছি ।
  • Ekak | 24.99.68.171 | ০৭ মে ২০১৪ ১১:০২639136
  • *আমার আইপি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন