এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রবেশাধিকার: আইপি ও লগইন নিয়ে দুটো একটা কথা

    তাপস
    অন্যান্য | ০৭ মে ২০১৪ | ৬২৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ মে ২০১৪ ১১:০৭639137
  • আরে আমি তো আই পি পাবলিক করারই পক্ষে। আর নিয়ম আমি জানি তো। অফিস ব্লগের রাখালি করার সুবাদে আইনকানুন মোটামুটি জানা হয়ে গেছে। :-)

    আমার পাবলিক আই পি নিয়ে প্রশ্ন নাই।

    আমার প্রশ্ন হল ব্ল্যাঙ্কি, অর্পন বা সায়ন যে আইপিটা মাস্ক করে ডিসপ্লে করতে বলছে সেইটে কেন? মাস্ক করলে এমনিতেই আপনার নাম করে আমাকে কেউ এবিউস করলে আমি সেটা যে আপনিই এমন কথা আই পি দেখে বলতে পারব না তো। কারণ আই পি হল মাস্কড।
    তো তাইলে সেটা স্ক্রীনে দেখাবার যৌক্তিকতা কী? মাস্কড আই পি ডিসপ্লে আর কোনও আইপি ডিসপ্লে নয় কিন্তু সার্ভারে জমা, এই দুটোর তফাৎ কী?
  • সিকি | 135.19.34.86 | ০৭ মে ২০১৪ ১১:০৯639138
  • কোনও তফাৎ নেই।
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ১১:১৩639139
  • আইপি র প্রথ্ম আর শেষ অংশ রেখে মাঝখানটা মাস্ক করে ডিসপ্লে করলে এইরকম অন্যের নাম নিয়ে কেউ এবিউজ করার কেসে মোটামুটি আইডিয়া পাওয়া যাবে , আবার আইপি দিয়ে কোন কিছু ট্র্যাকও করা যাবেনা।
  • Ekak | 24.99.68.171 | ০৭ মে ২০১৪ ১১:১৮639140
  • একশবার তফাত আছে ।
    "এবিউজ করার কেসে মোটামুটি আইডিয়া পাওয়া যাবে" ..........এই আইডিয়া টা কে করছে সেখান থেকেই তফাত । এখনকার নিয়মে যে কেও আইডিয়া করতে পারে । বেয়াইনি নয় । শো করা না হলে সেটা প্রাইভেট ডেটা । তখন "কেও " "আইডিয়া " করে দেখুক । আগে প্রশ্ন উঠবে জানলে কোত্থেকে ? প্রাইভেট ডেটা দিল কে ? কেস খেলেই বুঝবে তফাত কোথায় ।
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ১১:২৩639141
  • আরে আমি যেটা বললাম, সেখানে যে কারুর আইডিয়া পাবার কথাই বললাম। আইপি র প্রথম আর শেষ অংশটা ডিসপ্লে হলে দুজন ভিন্ন ব্যক্তি একই নিক নিয়ে এবিউজ করলে তারা যে আলাদা, সেটা নিয়ে আইডিয়া পাওয়া যাবে না ? মানে, এখন যতটা পাওয়া যাচ্ছে ( একই জনের একাধিক আইপি ব্যবহার করা, ফোন এই সব জটিলতার কথা বলছিনা, সে এখনও যা আছে, তখনো তাই থাকবে)
  • de | 190.149.51.67 | ০৭ মে ২০১৪ ১১:২৫639142
  • সবটা পড়লাম, মামুকে রিকোয়েস্ট --

    প্লীজ বাধ্যতামূলক লগইন করবেন না -- তাহলে আপিস থেকে দেখতে পাবো না বা লিখতে পারবো না -- আপিসেই বেশীর ভাগ সময় কাটে দিনের! আপিসে কোন সাইটে লগইন করে লেখা বারণ --
  • Ekak | 24.99.173.3 | ০৭ মে ২০১৪ ১১:৫৬639143
  • বাধ্যতামূলক লগইন বাজে । আর আইপি যদি ট্র্যাক করতেই হয় তবে দেখিয়ে দেওয়া হোক । লোক জেনেশুনেই আসবে যে আইপি ট্র্যাক হয় । নো চাপ ।
  • kumu | 52.104.27.109 | ০৭ মে ২০১৪ ১২:০১639144
  • আমি বাধ্যতা মূলক লগ ইন চাই না।এখনকার মত অপশনাল থাক।

    আইপি মাস্কিং,আইন ইত্যাদি নিয়ে বিশেষ কিছু জানি না।তাই কোন বক্তব্য নাই।দ,একক ,সিকি ইত্যাদিদের লেখা পড়ে কিছুমিছু শিখছি।
  • Kaju | 131.242.160.180 | ০৭ মে ২০১৪ ১২:৩৬639145
  • এই জন্যেই সিকিস্যার আর মামুকে বারবার বলেছি আইপি ব্লকের কোডটা লিখতে, সিরিয়াসলি। খুব যদি উৎপাত কেউ করে, তখনি তো, এমনিতে কি লোকে বলবে? দেখো না চেষ্টা করে, ঠিক হয়ে যাবে। এত ফিচার অ্যাড হল আর এইটে হবে না? যদি কেউ বজ্জাতি করে, কেউ না কেউ অতিষ্ঠ হয়ে বলবেই ইহাকে দূর করুন অ্যাডমিন ! একটা টেক্সটবক্স থাকবে 'পথ দেখুন' বলে একটা লিংকের পেছনে, ওতে সটান সংশ্লিষ্ট আইপি-টি লিখে সাবমিট। ব্যস আর ঝ্ঞ্ঝাট নেই। বোলতি বন্ধ।

    আর ফেসবুক দিয়ে বাধ্যতামূলক লগিন, ওতে অসুবিধে আছে। আমি কী কী বলেছি সব বক্তব্য একসাথে দেখায় (একেই ভুলভাল বকি, ওরম দেখালে আমার ইমেজটা কোথায় যায় !) প্লাস লোকে আমার ফেবু অ্যাকাউন্টের লিং পেয়ে যায়। আমার আপত্তি আছে।
  • সিকি | 135.19.34.86 | ০৭ মে ২০১৪ ১৩:৩৭639147
  • ঐ "পথ দেখুন" লিংকে কে ক্লিক করবে কাজু? কীসের ভিত্তিতে? কী গ্যারান্টি আছে সেখানে কোনও পার্শিয়ালিটি হবে না? কারুর সঙ্গে তর্কে আমি পেরে উঠছি না, আমি তো চাইলেই তার আইপি দিয়ে তাকে ব্লক করে দিতে পারি, সে আর তক্কো করতেই পারবে না। টিপিকাল কিছু ছাগল লেখে ফেবু গ্রুপে, এই রকমই করে। উত্তাল ভুলভাল মণিমুক্তো ছড়ায়, কিছু বললেই আগে ব্লক করে দেয়, তারপরে উদাসীনভাবে মণিমুক্তো ছড়াতে থাকে।

    কাউকে ব্যান করা, হটিয়ে দেওয়া কখনওই কাম্য নয় ওপেন ফোরামে। অ্যাডমিন কোনও সুপ্রিম কোর্টের বিচারপতি নয় বা চব্বিশ ঘণ্টা ডেডিকেটেড মরালজেঠু নয় যে কেউ অতিষ্ঠ হয়ে ইহাকে দূর করুন বললেই তিনি নাকে চশমা ঠেসে তাত্ত্বিক বিচার করতে শুরু করবেন, এই অভিযোগের সারবত্তা কতটা।

    এ ব্যাপারে আমি কল্লোলদাপন্থী। কালেক্টিভ শুভবুদ্ধির কাছে সবাইই জব্দ। দরকার হলে কেউই জবাব দেবে না, টই এমনিই ডুবে যাবে।
  • jhiki | 190.214.233.79 | ০৭ মে ২০১৪ ১৩:৩৮639148
  • কিন্তু যদি অফিসের সার্ভারের আইপি হয় তো ব্লক করলে সেই অফিসের অন্য ইউজাররাও তো ব্লক হয়ে যাবে?
  • সিকি | 135.19.34.86 | ০৭ মে ২০১৪ ১৩:৪৩639149
  • সে তো বটেই। গেটওয়ের আইপি ব্লক হওয়া মানে সব্বাইকার বোলতি বন্ধ।

    ব্লক ফ্লক খুব বাজে জিনিস।
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ১৩:৫৭639150
  • কাজুকে পুরো চন্দ্রবিন্দু। বাকিটা তো সিকি বলেইছে, এটাও বেশ অদ্ভুত লাগলো, 'আমি কী কী বলেছি সব বক্তব্য একসাথে দেখায় ', তাই নিয়ে আপত্তি।
  • Kaju | 131.242.160.180 | ০৭ মে ২০১৪ ১৪:০৪639151
  • এইটা বলতে গিয়ে বাদ পড়ে গেছে। কারুর একজনকে পছন্দ না হলে সাবমিট করতেই পারে, কিন্তু একজনের সাবমিটে তো কিছু করা হবে না, অন্ততঃ ৫ জন একই লোকের বিপক্ষে রিপোর্ট করলে তবেই হবে। আর তখুনি তো কিছু হবে না, অ্যাডমিন তার অ্যাকটিভিটি দেখে ফাইনাল ডিশিসন নেবে। তাতে পার্শিয়ালিটি হবার চান্স কম না? প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি করবে সাবমিট, অন্য কেউ জানতে পারবে না। এক যদি না সে খুব উৎপাত করে, তখন বোঝা যায় সকলেই তিতিবিরক্ত, নইলে জানবে কী করে কেউ সাবমিট করেছে কিনা। ৫ জন আলাদা করে যখন করছে তখন তো বোঝাই যাবে তার ব্লক হওয়া বাঞ্ছনীয়।

    গেটওয়ের আইপি ধরা ছাড়া অন্য উপায় নেই না? যেটা ইউনিক একদম। নইলে এতে কিন্তু অনেক কন্ট্রোল করা যেত।
  • Kaju | 131.242.160.180 | ০৭ মে ২০১৪ ১৪:১০639152
  • না পাইদি, চন্দ্রবিন্দু দাও আর বিসর্গ দাও, আমার ব্যক্তিগত সমস্যা ঐটা, সব মন্তব্য পরপর দেখানোয়। তখন খুব মেপে মেপে ভারিক্কি কথা ছাড়া পোস্ট করাই যাবে না, সে তো আমার দ্বারা...
    বলার তো অধিকার আছে তাই বল্লাম, সবার সাথে না-ই মিলতে পারে।
  • এমেম | 127.248.136.122 | ০৭ মে ২০১৪ ১৪:৫০639153
  • একটি পোস্ট যে ডিলিট করা হয়েছে, ঘোষণা করে করা হয়েছে কিনা জানতে চাই। যারা টইগুলো ফলো করছেন সকলের কাছেই জানতে চাই। দয়া করে আলোকিত করবেন।
  • এমেম | 127.248.136.122 | ০৭ মে ২০১৪ ১৪:৫৬639154
  • না না সরি পোস্টটা আছে। ডিলিট করা হয়নি।
  • Ekak | 24.96.26.63 | ০৭ মে ২০১৪ ১৫:৩৭639155
  • কাজুর এই ধারণা তার একটু ব্যাখ্যা পাওয়া যেতে পারে ? কনডেম করছি না জাস্ট বুঝতে চাইছি । সর্বর্ত্র ভারিক্কি কথা বলার কী দক্কার । আল বাল ছোলার ডাল আমার যা খুশি আমি লিখব । কে কী বলল বা ভাবলো কী এসে যায় ! একটা আশংকা থাকে কন্সিস্তেন্সির । কিন্তু সেটা একটা বোকা বোকা ব্যাপার । মানুষ মাত্রেই ইন্কন্সিস্তেন্ট । মেশিন তো নয় :)
  • Kaju | 131.242.160.180 | ০৭ মে ২০১৪ ১৬:০২639156
  • এসে তো যায় না কিছু, কিন্তু তার কথার মূল্য কমে যায়। যেমন আমার কমেছে আলফাল বকে অ্যাদ্দিন। তার ওপর সব একত্রে, ভাবুন তো সব আলফাল এক সাথ... আমি অবশ্য ফেবু দিয়ে কভি লগিন করছি নে। নেভার।

    এইরে আবার প্রোগা করে ফেলছি ! ;-)
  • Ekak | 24.96.26.63 | ০৭ মে ২০১৪ ১৬:১০639158
  • ধুস , তোমার কথার প্রাইস ট্যাগ তো তুমি লাগাবে :)
    দেখো পাবলিক পার্সোনালিটি ব্যাপারটা একটা পেন্ডুলামের গতিপথের মত । যার একপ্রান্তে রয়েছে পাগল । আরেকপ্রান্তে ছাগল । লোকে কোনো না কোনো একটা বলবেই । বা দুটোই মিলিয়ে মিশিয়ে । তুমি তোমার মত হাঁটতে থাকো । বেশি করে কোনটা হবে সে তোমার কালেকটিভ চয়েস । এত চাপ নিও না :)
  • এমেম | 127.248.136.122 | ০৭ মে ২০১৪ ১৬:৩০639159
  • একক Date:07 May 2014 -- 11:00 AM যুক্তি ভালো লেগেছে। সাবশট্যান্টিভ কথা বলেছে।
  • এমেম | 127.248.136.122 | ০৭ মে ২০১৪ ১৬:৩১639160
  • *সাবস্ট্যান্টিভ।

    সমর্থন করি।
  • সায়ন | 59.200.242.232 | ০৭ মে ২০১৪ ১৭:৪২639161
  • দমদি',

    তোমার Date:07 May 2014 -- 11:07 AM'এর পোস্ট -
    "আমার প্রশ্ন হল ব্ল্যাঙ্কি, অর্পন বা সায়ন যে আইপিটা মাস্ক করে ডিসপ্লে করতে বলছে সেইটে কেন? মাস্ক করলে এমনিতেই আপনার নাম করে আমাকে কেউ এবিউস করলে আমি সেটা যে আপনিই এমন কথা আই পি দেখে বলতে পারব না তো। কারণ আই পি হল মাস্কড।
    তো তাইলে সেটা স্ক্রীনে দেখাবার যৌক্তিকতা কী? মাস্কড আই পি ডিসপ্লে আর কোনও আইপি ডিসপ্লে নয় কিন্তু সার্ভারে জমা, এই দুটোর তফাৎ কী?"
    ------------------------------------

    আমি আগে যা লিখেছিলাম,
    "আইপি/লগিন বিষয়ে আমার টু-ব্লেহুম, লগিন যেমন আছে থাক, অপশনাল। আইপি শুধু লাস্ট বাইট ছাড়া বাকিটা হাইড করে দেওয়া হোক। অ্যাস্টেরিস্ক দিয়ে। আর, আর যদি হোস্টনেম ক্যাপচার করা যায় তাহলে সেটাও, অবশ্যই আনপাবলিশড। পিএইচপি স্ক্রীপ্টের মত gethostbyaddr($_SERVER['REMOTE_ADDR']) জাতীয় কিছু দিয়ে। জাস্ট থিঙ্কিং আউট লাউড।"

    >> তফাৎ আছে। প্রথমতঃ আমি মাস্কিং না, প্রথম তিনটে বাইট হাইড করতে বলছিলাম। পার্শিয়ালি হিডন আইপি কোনও রং ইন্টেন্টওয়ালা ইউজারকে এটা অবহিত করাবে যে গুরুচন্ডালিতে তার আইপি ট্র্যাকেবল। সেটা ছাড়াও তার সিস্টেমের হোস্টনেম ক্যাপচার করার কথা বলেছিলাম। এগুলো গুরু'র ফাইন প্রিন্টে থাকুক। এই রাইডারগুলো "সাধারণ" ইউজারদের জন্য কোনও চ্যালেঞ্জ হবে না বলে আমি মনে করি, তার দুটো কারণ - ১) আ জেনার‍্যাল ইউজার ইজ/শ্যুড বি রেস্পন্সিবল এনাফ টু ঔন হিজ/হার স্টেটমেন্ট, এবং ২) বিফোর পোস্টিং এনিথিং ডেরোগেটরি, সাচ আ পার্সন উড অলরেডি বি অ্যাওয়্যার অফ হোয়াট ইনফো হি/শী হ্যাজ এগ্রীড টু প্রভাইড টু দ্য সাইট।
    এর বাইরে, মাস্কড আইপির জন্য র‍্যান্ডমাইজড লজিক ব্যবহার না করলে ওভার আ পিরিয়ড অফ টাইম সেটা জানা যাবে। নিজের স্ট্যাটিক আইপি জানা থাকলেই। অ্যান্ড দ্যাট ক্যান বি মেড পাবলিক, ঠিক এখনের পরিস্থিতিতে যেরকম। সাইট অ্যাডমিনের বাইরে আর কেউ মাস্কড বা পাবলিশড আইপি নিয়ে কোনও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। কোনও অ্যাবিউজের বিরূদ্ধে রেগুলেটরি স্টেপ নেওয়ার জন্য আইপি+হোস্টনেম+টাইমস্ট্যাম্প যথেষ্ট হবে। আল্টিমেট কল উড বি উইথ সাইট ঔনার।
    ম্যান্ডেটরি লগিন চালু করলে রেগুলার ইউজারদের জন্য একটা অ্যাডিশনাল স্টেপ ছাড়া ওই দিয়ে সত্যিকারের কোনও কাজের কাজ হবে না বলেই আমার ধারণা। ফেক এলিয়াস তৈরী করে লগিন করলে সেই দিয়ে বিশাল কিছু হওয়ার নয়। যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগিন করার ব্যবস্থা করা যেতে পারে তাহলে ট্র্যাকিং একটু বেটার হবে কিন্তু সেটা এক্সপেক্টেড নয়। কিন্তু, যে কোনও টই খুলতে গেলে লগিন ম্যান্ডেটরি করার দরকার, মে বি, আছে।
    এই সব কিছু করা হলে ইউজার ডেটার সিক্যিওর্ড স্টোরেজ এবং সঠিক আর্কাইভ্যালের প্রয়োজন আছে, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রটোকল ফলো করা যেতে পারে। আর সেনজিটিভ ইউজার ডেটা কোনও থার্ড পার্টির সঙ্গে শেয়ার করা হবে না, সেই বিষয়ে এগ্রীড টার্মস অ্যান্ড কন্ডিশনস তৈরী করাও।
  • | ০৭ মে ২০১৪ ১৭:৪৭639162
  • আচ্ছা 'বাইট' মিস করেছিলাম। টেকনিকালিটিটা বুঝেছি।

    কিন্তু এতে আমার সমস্যা মনে হচ্ছে। পরে লিখছি দাঁড়াও।
  • cm | 127.247.112.43 | ০৭ মে ২০১৪ ১৮:২৮639163
  • এই জন্য বলি কথামৃতটা মন দিয়ে পড়ুন।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ২০:৩৬639164
  • কিছু পোস্ট এখনও দেখলাম, "আমার দাবী", বা "অমুক হলে আমি অমুক করব" -- এই জাতীয়। তাতে অ্যাজ সাচ কিছু দোষ নেই। কিন্তু অন্তত, এই টইতে, এগুলোর বদলে, একটু পলিসি মেকারে জুতো পায়ে গলিয়ে ভাবুন না। অসুবিধে কী?
  • rabaahuta | 172.136.192.1 | ০৭ মে ২০১৪ ২০:৪১639165
  • এমনিতে আইপি লগিন নাম ধাম কোন কিছু না থাকলেও আমার কিছু আসে যায় না, কোন নির্দিষ্ট নীতিও আমি খুব কিছু আশা করিনা, অনিয়মিত সাময়িকী টাইপ ব্যাপারটা দেখেই আমি উড়ে এসেছিলাম। কিন্তু এইভাবে তো দেখা যাচ্ছে চলছেনা, সবাই মিলে ছাকনী চড়ে সাগর পাড়ি দেবেই দেবে। তো অগত্যা শ্যাম ও কূল দুই রাখার জন্যে বিনা লগিনে আধখানা, লগিনে পুরোখানা আইপি। আমি নিজে তো আর লগিন করছিনা, আর আইপি দেখার কোন দাবীও নেই তাই এরকম বিধান। আর আইঅটিগাইদের হাতে অধিক ক্ষমতা আমার পছন্দ না, তাই এমন ছদ্মবেশ চাইনা যা শুধু আইটিগাইরা ভেদ করতে পারবে। আর তো সব ঠিকই আছে, চমৎকার, ধরা যাক দুএকটা শূকর এবার, এরকম একটা পোস্টার বানিয়ে দেবো আগামী বার, কোর গ্রুপ যদি অ্যাপ্রুভ করে।
  • cm | 127.247.112.215 | ০৭ মে ২০১৪ ২০:৪৫639166
  • দূর ওতে সাইটের স্পিরিট টাই চলে যাবে। আমার মতে বেসিক অ্যাসাম্পশন হল জনতা মূলত বজ্জাত টাইপের নয়, তাই ডান্ডা ছাড়াই সব ঠিক ঠাক চলবে। আর অন্যরকম ভাবার মতন কিছু ঘটেছে বলেও মনে হয় না। তবে আলোচনার মতন অন্য ভালো টপিক নেই।

    যে টই ওড়ানো নিয়ে এত আলোচনা সেটা কেন আপত্তিজনক কজন বুঝেছে? আমি বুঝে গেছি কিন্তু বলবনা। ভাবুন, ভাবুন।
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ২০:৪৭639167
  • 'চমৎকার, ধরা যাক দুএকটা শূকর এবার' ! ঃ)))
  • cm | 127.247.112.215 | ০৭ মে ২০১৪ ২০:৫০639169
  • আমায় কইলেন? না না ঐ টই ওড়াবার আবেদন বহু আগেই হয়েছে, কিন্তু কেন হয়েছে কেউ বুয়েছে (আমি ছাড়া)?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন