এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে প্রবেশাধিকার: আইপি ও লগইন নিয়ে দুটো একটা কথা

    তাপস
    অন্যান্য | ০৭ মে ২০১৪ | ৬৩২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 125.241.59.85 | ০৭ মে ২০১৪ ২০:৫১639170
  • ঈশেনের কথা মতো পলিসি মেকারের জুতোতে পা গলিয়ে।

    কোন পোস্ট (টই তো অনেক বড় ব্যাপার) ডিলিট করার বিরুদ্ধে।
    আইপি টাইপি কিচ্ছু লাগবে না।
    একটা প্রাপ্তমনষ্ক সাইটকে খোকাখুকু মার্কা সাইটে পরিণত করার কোন মানে নেই।
    পুরো নৈরাজ্য, সেটাই একটা স্বাধীন পরিসর তৈরী করতে পারে।
    থাকো ইচ্ছে হলে কিংবা কেটে যাও.......................
  • তাপস | 122.79.39.109 | ০৭ মে ২০১৪ ২০:৫৩639171
  • কিন্তু মানুষকে বানান ভুল বা টাইপো এডিট করার সুযোগ দেওয়া হোক ।
  • | ০৭ মে ২০১৪ ২০:৫৮639172
  • আরে চান্দুমামা সত্যি বুঝেছেন? আমি তো কোনটা গালি, কেন আপত্তিকর কিছুই বুঝি নি। :-(
  • তাপস | 122.79.39.109 | ০৭ মে ২০১৪ ২১:৩২639173
  • ঈশান বলল পলিসি মেকারের জুতো পায়ে গলিয়ে ভাবতে । তাই জোরে জোরে ভাবছি ।
    একটা টই - সেটা খোলা হল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে । কাউকে কটু কথা বলে । কেউ একজন করলেন । যে কেউ । তিনি জাস্ট একবারের ইউজার হতে পারেন, হতে পারেন পুরনো বা নিয়মিত ইউজার । কালক্রমে টই তলিয়ে গেল । কিন্তু যাঁর সম্পর্কে টই - তিনি নিজেকে ভালনারেবল বোধ করতেই থাকছেন, কারণ জাস্ট একবার সার্চে গিয়ে তলিয়ে যাওয়া টই যে কেউ তুলে আনতে পারেন । তিনি পুরনো ইউজার হোন বা আয়ারাম/গয়ারাম । ডিলিট পলিসির পক্ষের লোক এই কাজ করতে পারেন, পলিসির ভুল ধরানোর জন্যে, আবার কেউ পাতি উস্কে দেওয়ার জন্যে, কিম্বা থ্রেট বজায় রাখার জন্যে । এই ঝুঁকি নিয়েই কাউকে গুরুতে থাকতে হবে, যে তার সম্পর্কে যে কোনো রকম মন্তব্য যে কেউ যে কোনো সময়ে করতে পারেন । একই সঙ্গে যিনি গুরুতে থাকছেন, তিনি জানছেন, যে তিনিও যে কারোকে নিয়ে যে কোনো পোস্ট করতে পারেন ।

    পলিসিটা কী? যে গুরু তার ইউজারদের প্রটেক্ট করবে না । গুরু কোনো প্রটেক্টর নয় । এখানে যে আসছে সে যে কোনরকম এবিউজের সম্ভাবনা থাকছে তা জেনেই আসছে । এবং থাকছে । পোলিসিং না থাকার সুবিধে এবং অসুবিধে জেনেই আসতে হবে এবং থাকতে হবে ।

    ফাইন । ফিজিবল এনাফ । কিন্তু, একটা কিন্তু থাকছে কি?
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ২১:৫৫639174
  • এর সাথে যোগ করো, এক্সিস্টিং যে কারো নিক নিয়ে ঐ ধরণের টই খুলতে পারেন বা তাকে তুলতে পারেন বা আপত্তিকর পোস্ট করতে পারেন। এবং এটা হয়েওছে।
    এখানে একটা নিকের তো কোন একটা প্রোটেকশন দরকার। এই জায়গায় আইপি ডিসপ্লের প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারিনা। যাঁরা করছেন, তাঁরা এই সমস্যার কী সমাধান ভাবছেন ?
  • | ০৭ মে ২০১৪ ২২:০৪639175
  • এই অন্যের নিক ব্যবহার করা, লোককে সেই ব্যক্তি এরকম আচর?ণ করছে এমন ধারণা দেবার চেষ্টা --- এই ব্যবহারটাকে বলে সক পাপেটিং। এইটাও দন্ডনীয় অপরাধ।

    এইবার এটা যে সত্যিই একটা অপরাধ এবং দন্ডণীয়, সেইটা অনেক জানেন না বা পাত্তা দিতে চান না।
  • কল্লোল | 125.241.59.85 | ০৭ মে ২০১৪ ২২:১২639176
  • এরকম বহুবার হয়েছে। লোকে বলেছে এ আমি সে আমি নই। আমরাও বুঝতে পেরেছি। এতোদিন ঘর করে এটুকু যদি না বুঝি কে এটা আদৌ করতে পারে না, তো তার এখানে না থাকাই ভালো।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ২২:১৪639177
  • কিন্তু এখানে ওমনাথ কই। হয় এখনে লিখুক, নচেৎ "আমার তোলা বিষয় নিয়ে কোনো আলোচনা হলনা", বলে আর কোনো কঠিন প্রবন্ধ লিখবেনা বলে আশ্বাস দিয়ে যাক।

    স্মাইলি দিলাম না। কারণ সিরিয়াসলি বললাম।
  • তাপস | 122.79.39.109 | ০৭ মে ২০১৪ ২২:২০639178
  • কল্লোলদার শেষ পোস্টের যে শব্দ গুলো জরুরি লাগলো এ প্রসঙ্গে - "এতদিন ঘর করে" । কিন্তু যার সঙ্গে এতদিন ঘর করেননি ? আমি ? আমাকে ন্যূনতম চেনেন অনেকেই বা বেশিরভাগ ইউজার । আমি কী পারি বা না পারি, তার সম্পর্কে তো খুব বেশি ধারণা নেই প্রায় কারোরই । আমার নাম দিয়ে যদি একটা পোস্ট করা হয় - আর আমি যদি এসে বলি আমি নই - তাহলে কী হবে?
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ২২:৪২638881
  • বা, অনিয়মিত কোন ইউজার বা নিয়মিত কেউ, যিনি কোন কারণে অনিয়মিত, তাই এটা দেখতে পেলেন না, জানতে ও জানাতেই পারলেন না, কাজটা তাঁর নয় ?
  • কল্লোল | 125.242.253.197 | ০৭ মে ২০১৪ ২৩:১২638882
  • সকলেই ভুল করে
    সারাটা জীবন ধরে সময় সময়
    কেউ তা স্বীকার করে
    কেউ তা স্বীকার করে না
    কিবা আসে যায়
    যদি মুখোসের আড়ালেতে
    মুখ তোর ঢাকা থেকে যায়
    কিবা আসে যায়
    যদি প্রতারিত হয় কেউ
    মুখোসের প্রতারণায়
    তবুও জীবন চলে
    নিজস্ব রাস্তায়
    মুছে যায় জয় পরাজয়
    তবুও মানুষ বাঁচে সুগভীর বিশ্বাসে
    তবু হাসে কাঁদে গান গায়
    অনেক লোকের ভিড়ে
    নিজেকে লুকিয়ে রাখা
    সে তেমন বাড় কাথা নয়
    কিংবা স্তাবক কিছু চিন্তায় চেতনায়
    তোর সব কিছু মেনে নেয়
    কিন্তু যখন একা হয়ে যেতে হবে তোকে
    ব্যক্তিগত আয়নায়
    কি জবাব দিবি তুই
    কারন সেখানে কেউ
    ভুলবেনা তোর মিথ্যায়
  • গয়ারাম | 212.142.114.143 | ০৭ মে ২০১৪ ২৩:৪৪638883
  • আসল জিনিসটাই আপ্নেরা বাদ্দিয়ে যাচ্ছেন। সেটা হল রিয়েলভাট। একবার কাউকে রিয়েলভাটে চিনে নিলে ভার্চুয়ালে তার মুখে অন্য কথা বসানো মুস্কিল। তাই দলে দলে রিয়েলভাটে যোগ দিন। আইপি নয় মানুষ চিনুন। তার হাসি চিনুন কান্না চিনুন।
    নয়ত আবশ্যিক লগিন চালু করে রিয়েলভাট নিষিদ্ধ করে দিন।

    কেউ যদি নিয়মিত না হয়, নিজের গুরু ইমেজটি চোখের মণির মত রক্ষা না করে তবে এডমিনের কি দায় পড়েছে সেটা রক্ষা করার। কারো যদি একান্ত গুরুর্লোক প্রাপ্তির ইচ্ছা থাকে তো সে গুগুল ফেসবুক লগিনের শরনাপন্ন না হয়ে রিয়েলভাটে নিজেকে ভ্যালিডেট করুক। পোস্টার ছাপুক, ছাপাখানা সামলাক, স্টল সামলাক, গুরুর ঝান্ডা নিয়ে দুচাট্টি রাজনৈতিক সভা সমাবেশ করুক বা তানপুরা হাতে ভজনের আসরে যাক। দেখি কি করে কে তার গুরুর্লোকপ্রাপ্তি ঠেকায় (বা তার নামে অন্য কথা লেখে)।
    আসলে এডমিন নিজেই মানুষ চিনেছে, আইপি নয়, তাই বোতীন্দা বা ওমনাথদার অস্বস্তি এডমিনকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। কখনো টই ওড়াচ্ছে, শূয়োর ওড়াচ্ছে। কখনো লগিন বসচ্ছে আইপি বসাচ্ছে।
    এনারকিজম কি সোজা জিনিস রে বাপু!
  • /\ | 87.247.181.163 | ০৮ মে ২০১৪ ০০:২১638884
  • আমার যা বলার মোটামুটি বলা তো হয়েই গেছে। শেষ পর্যন্ত আমি যদি নিজেকে এক্সপোজড বা আমার পার্সোনাল ইনফো ভালনারেবল বা ওপেন টু সামোয়ান হু মে মিসইউজ ইট অর হ্যারাস মি - বলে মনে করি, তো আমার যেভাবে মনে হবে সেভাবে নিজেকে প্রোটেক্ট করবো। নয়? সেটা সবসময় সবাইকে খুশি নাও করতে পারে।
    তুমি সাইট অ্যাডমিন হিসেবে ইউজারদের পার্সোনাল ইনফো কতটা ভালনারেবল অবস্থায় রাখবে সেটা তোমার ডিসিশন। সেখানে তো আমার বলার কিছু নেই। একটা ডিসিশন নিয়ে নেবার পর সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করার উপায় আমাকেই ভাবতে হবে, আর কেউ তো আমার হয়ে ভেবে দেবে না।
    তুমি সাজেশন চাইলে নানা লোকে নানা সাজেশন দিয়েছে, আমিও দিয়েছি, আরো ভাবতে পারো বা একেবারে ডিসাইড করতে পারো। আর কি বোলবো?
  • i | 147.157.8.253 | ০৮ মে ২০১৪ ০৩:৩৮638885
  • লগইন, আই পি নিয়ে আজকের আমির কোনো বক্তব্য নাই। ৫ বছর আগেও ছিল। একটি অন্য সাইটে আমার নাম ব্যবহার করে, আমার লেখার ভঙ্গি অনুকরণ করে এক লেখককে ( লেখাকে নয়) ব্যঙ্গ করা হয়েছিল কয়েকবছর আগে। অ্যাডমিনকে এবং প্রকাশ্যে জানিয়েছিলাম ঐ পোস্ট আমার নয়। যাঁরা আমাকে চিনতেন তাঁরা বুঝেছিলেন, কিন্তু বাকিরা ভেবেছিলেন আমি-ই অমন পোস্ট করেছি।অ্যাডমিন আই পি চেক করতে পারতেন কিন্তু সাইটে আই পি ডিসপ্লে হোতো না। তো, তাঁরা আই পি চেক করে, সকলকেই জানিয়েছিলেন যে ঐ পোস্ট আমার নয়।তবে কি না সত্যি বলতে কি এটা তো কোনো প্রমাণ নয়, আজ আমি সিডনি থেকে পোস্ট করছি, কাল সিঙ্গাপুর থেকে পোস্ট করে বা ফেক আই পি ব্যবহার করে বলতেই পারি যে এটা সিডনির পোস্ট নয়, আমার পোস্ট নয়। ঐ সাইটে আরো অনেক খারাপ অভিজ্ঞতা হয়।কে কারা অমন করেছিলেন জানি না। যাকগে, সেই সময় মতামত দিতে গেলে আই পি লগইন পক্ষে মত দিতাম।
    এখন আর এসব নিয়ে মাথা ঘামাই না। যতদিন এখানে এসে পড়তে লিখতে ভালো লাগবে ততদিন আসব-বেনামে কে গালি দেবে সেই ভয় থাকলেও আসব। যতদিন আনন্দ পাব, আসব। লগইন থাকলেও না থাকলেও। ব্যাস।
  • cm | 127.247.113.3 | ০৮ মে ২০১৪ ০৬:৩০638886
  • আমার ধারণা সত্যি বুঝেছি।
  • s | 182.0.249.87 | ০৮ মে ২০১৪ ০৮:৩৯638887
  • ছবি দিয়ে আইডেন্টিটি করা যায় না? প্রথম কেউ গুরু খুল্লে ক্যাশেতে গুরুর সাইটের কোনো ইমেজ আছে কিনা চেক করবে। না থাকলে নিজের পছন্দের কোনো একটা ইমেজ আপলোড করতে বলবে। তার পর থেকে গুরুতে নতুন সেশন খুল্লেই সেই ইমেজ দেখিয়ে বলবে যে তোমার ভাই এই ইমেজ আছে, এটাকে ব্যবহার করতে চাও তো। এবার কেউ কিছু পোস্ট করলে পোস্টে নামের পাশে ইমেজ দেখিয়ে দিন। কোনো আইপি দেবার দরকার নেই। জনতা যেই নিক নিন না কেন, ইমেজ দিয়ে লোক চেনা যাবে। ইমেজ আপনি পাল্টাতেও পারেন মনে করলে।
    এতে যারা নিজেদের ল্যাপি/ পিসি থেকে পোস্ত করে তাদের আইডেন্টিটি এক থাকবে।
    শুধু যারা সাইবার ক্যাফে ব্যবহার করবে, তাদের সাবধানতা অবলম্বন করতে হবে।
    জাস্ট এ থট।
  • | ০৮ মে ২০১৪ ০৮:৪৮638888
  • আর ফোন থেকে হলে?

    আজকাল কিন্তু অনেকেই ফোন থেকে করছে আর এই ট্রেন্ড ক্রমশ বাড়বে।
  • aka | 34.96.239.132 | ০৮ মে ২০১৪ ০৮:৫০638889
  • ফোনেরও আইপি থাকবে। আইপি রিপ্লেসড হচ্ছে ছবিব্দিয়ে ব্রিলিয়ান্ট।
  • aka | 34.96.239.132 | ০৮ মে ২০১৪ ০৮:৫২638890
  • ইমপ্লিমেন্টশনে ঝাম আছে। কোড লিখতে হবে। আইডিয়াটা ব্যপক লাগল।
  • kumu | 52.104.26.86 | ০৮ মে ২০১৪ ০৯:১৮638892
  • গুরুর লোকজন কি একটু সেন্টু হয়ে যাচ্চে?হচ্চে লগ ইন আর আইপি নিয়ে কথা,যে যার মত দিন।তা থেকে থেকে গুরুতে আর থাকা না থাকার কথা কেন?

    সকলেই থাকেন,আনন্দে থাকেন।
  • সিকি | 135.19.34.86 | ০৮ মে ২০১৪ ১৩:৫৬638893
  • মোদ্দা কথাটা হল, আমি যা বুঝলাম -

    একদিন গুরুতে আইপি দেওয়া চালু হল কিছু চেনা নিকের লোকের এখানে এসে খুবই কুরুচিকর নোংরা কথা লিখে যাওয়াতে। তার আগে আইপি ছিল না।

    পরে ২০১২তে গুরুর ভোল পাল্টালো যখন, তখন আইপি সামান্য হলেও মাস্কড হল। যদিও ও মাস্কিং যে কেউই খুলে ফেলতে পারেন।

    এইবারে গপ্পো হচ্ছে, কেউ বলছেন আইপি দেখার প্রিভিলেজ সাইট ওনারের থাকুক, বাকিরা দেখতে না পাক, কেউ বলছেন, লগিন করলে আইপি দেবার দরকার নেই, লগিন না করলে আইপি দেখানো হোক। কেউ বলছেন বাধ্যতামূলক লগিন, কেউ বলছেন যা আছে বেশ আছে। সাইট ওনার নিজেই ওনার হিসেবে বাড়তি কোনও প্রিভিলেজ নিতে চাইছেন না। সবাই যতটুকু দেখছে, বুঝছে, আমিও ততটুকুই দেখছি, বুঝছি। তেমন কনসেনসাস গড়ে উঠলে বরং কিছু পোস্ট বা টই আমি উড়িয়ে দিতে পারি বা হাইড করে দিতে পারি। কিন্তু সেই সিদ্ধান্ত আমি একা নেব না, সবাইকে মিলে নিতে হবে।

    অনেক মতামত আসছে, সিক্স থিংকিং হ্যাট থিওরি পড়া থাকলে এই মতামতগুলো বেশ একেকটা কেস স্টাডি হতে পারে। আমি তো সেইভাবেই দেখছি :)

    তো, এন্ড অফ দা ডে, এত ব্রেনস্টর্মিং করে, এত রকমের রঙের টুপি পরেও বোঝা গেল না কে বা কারা ঐ পোস্টগুলো করেছিল। ইহা পরিষ্কার যে, শুধু আইপি দেখে অপরাধী ধরা যায় না, অন্যদিকে লগিন অপশনাল থাকলে, অপরাধী কখনওই লগিন করে অপরাধ করাটা প্রেফার করবে না। সে অ্যানোনিমিটি বজায় রাখার জন্য সবরকমের চেষ্টা করবে। আবার, লগিন ম্যান্ডেটরি করে দিলে, গুরুর চরিত্র নষ্ট হয়ে যাবে, অনেকেই লিখবে না বলে জানিয়েছে (আমিও লিখব না, অফিস থেকে লগিন কাজ করে না যে! বাড়ি ফিরে আবার লিখতে পারি)।

    তো, সব মিলে একটা খিচুড়ি পকিয়ে উঠছে যে, তা হলে এই ভুলভাল নিকের আড়ালে পার্সোনাল অ্যাটাকগুলোর গতি কী করে করা হবে। সল্যুশনগুলোর কোনওটাই ফুলপ্রুফ হচ্ছে না।

    আমি নিজেও জানি না। এইভাবে সত্যিই কারুর নোংরামো আটকানো যায় না। বাকিটা তাই, ইউজারদের ওপরেই ছাড়তে হবে। নোংরা কমেন্টের জন্য অনেকেই নিজেদের ভালনারেবল বোধ করছেন, করাটা স্বাভাবিক। কিন্তু আমার মনে হয়, নোংরা কমেন্টের পাশাপাশি সেই কমেন্টের নিন্দে করে যে পরবর্তী পোস্টগুলো, সেইটা ভালনারেবিলিটি কমিয়ে দিতে পারে।

    সামগ্রিক শুভবুদ্ধির জয় হউক (সমবেত প্রণাম স্টাইলে)। নোংরা পোস্ট পড়লে আসুন, নিন্দে করি, ইগনোর করি। এর চেয়ে বড় শাস্তি খোলা পাতায় আর কিছু হতে পারে না।

    এর পর গোঁসাঘর, আইন আদালত ইত্যাদি রাস্তা তো খোলাই রইল, সর্বসময়েই থাকে।
  • Arpan | 52.107.175.149 | ০৮ মে ২০১৪ ১৫:৫৯638894
  • লোকের ইমেজ কপি করে নিজের বলে চালানো যায় না?
  • JAW | 213.217.63.100 | ০৮ মে ২০১৪ ১৭:৪৬638895
  • আমার মতে
    পড়তে হলে ফ্রী,
    লিখতে গেলে লগ-ইন। নতুবা চলন্ত ট্রেনের পানে পাটকেল ছোঁড়ার মধ্যে পার্থক্য কি রইলো? অ্যাডমিন অন্ততঃ জানুক কে লিখেছে। অফিসের অ্যাডমিন কি জানে না, সারাদিন কে কতক্ষণ কোন সাইটে গেছে, তবে কিসের আশঙ্কা!
  • aka | 34.96.239.132 | ০৮ মে ২০১৪ ১৭:৪৯638896
  • না না ওরম না। ধরো তুমি একটা আইপি থেকে লিখছ সেটা চেনা না। অমনি তোমাকে বলবে তুমি নতুন নিজের জন্য একটা ছবি সিলেক্ট করো। এই হল আমাদের ছবির রিপোসিটরি। এতে আইপি পাল্টালে ছবি পাল্টে যাবে। সে এখনও তো আইপিই পাল্টে যায়। আপিসে হানু শোভন, বাড়িতে গেলেই হানু। আবার একই আইপি থেকে অনেকে লিখলে তাদের ছবিও এক হবে। সে আজও হয়। আইডিয়াটা স্লিক।
  • Arpan | 52.107.175.154 | ০৮ মে ২০১৪ ১৮:১২638897
  • "এই হল আমাদের ছবির রিপজিটরি"।

    আহ, এইটা হল আসল কথা।

    তো, নতুন আইপি বাজারে ঢুকলে তাকে নতুন ছবি থেকেই অপশন দেওয়া হবে, তাইতো?
  • image | 117.217.133.50 | ০৮ মে ২০১৪ ১৮:২০638898
  • ইমেজ কি আইপি-র ফাংশান হবে? কিন্তু যে কোন ভাল আইপি মাস্কিং বা আইপি থেকে নম্বর (বা নাম/সিম্বল) এ ম্যাপিং ও তো একি লজিকে কাজ করবে? আর একটু সহজ ও হতে পারে, ইমেজের থেকে, কারণ একটা বড় ইমেজ রেপোসিটরি দরকার। আমি ওয়েব পেজের মেকানিস্ম জানি না। আইঅডিয়াটা ইন্টারেস্টিং লাগল।
  • | ০৮ মে ২০১৪ ১৮:৩৪638899
  • আরে মোবাইলে থেকে এইটা হওয়া বেশ চাপ
  • aka | 34.96.239.132 | ০৮ মে ২০১৪ ১৮:৩৫638901
  • মোবাইল থেকে চাপ কেন বলছ বুঝছি না, খুলে বলো।
  • aka | 34.96.239.132 | ০৮ মে ২০১৪ ১৮:৩৫638900
  • সেটাও করা যায়, হ্যাঁ এতে বিরাট ইমেজ রিপোজিটরি লাগবে। কিন্তু ইমেজে ব্যপারটা বেশ ইন্টারেস্টিং হবে। হানু লিখলেই জর্জের ছবি আমি লিখলে ম্যান উইথ দা ইয়েলো হ্যাটের ছবি দিব্য খাসা হবে। (হানু নিশ্চয়ই রাগল না। ঃ))

    আমারও আইডিয়াটা ভালো লাগল। তবে ইমপ্লিমেন্টশন চাপ আছে মনে হচ্ছে। হ্যাঁ অন্য ম্যাপিংও সেই একই ভাবে কাজ করবে। তবে একটা নম্বর মনে রাখার থেকে একটা ইমেজ মনে রাখা সহজ হবে।
  • Arpan | 125.118.40.67 | ০৮ মে ২০১৪ ১৮:৪৭638903
  • openID কনসেপ্টটা ভালো। তবে তাতে ফিস্তি ইঃ আটকাবে কিনা ভেবে দেখতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন